Это видео недоступно.
Сожалеем об этом.

পাপ # কাজী নজরুল ইসলাম # Foysal Aziz’s Recitation

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 апр 2021
  • ফেইসবুক: / faysalazizrecitation
    ভয়েস আর্ট ইমেইল: voice.art@outlook.com
    কবিতা : পাপ (Poem: Pap )
    কবি : কজী নজরুল ইসলাম (Poet : Kazi Nazrul Islam )
    আবৃত্তি : ফয়সাল আজিজ (Recitation : Foysal Aziz)
    সাম্যের গান গাই!-
    যত পাপী তাপী সব মোর বোন, সব হয় মোর ভাই।
    এ পাপ-মুলুকে পাপ করেনি করেনিক’ কে আছে পুরুষ-নারী?
    আমরা ত ছার; পাপে পঙ্কিল পাপীদের কাণ্ডারী!
    তেত্রিশ কোটি দেবতার পাপে স্বর্গ সে টলমল,
    দেবতার পাপ-পথ দিয়া পশে স্বর্গে অসুর দল!
    আদম হইতে শুরু ক’রে এই নজরুল তক্‌ সবে
    কম-বেশী ক’রে পাপের ছুরিতে পুণ্য করেছে জবেহ্‌ !
    বিশ্ব পাপস্থান
    অর্ধেক এর ভগবান, আর অর্ধেক শয়তান্‌!
    থর্মান্ধরা শোনো,
    অন্যের পাপ গনিবার আগে নিজেদের পাপ গোনো!
    পাপের পঙ্কে পুণ্য-পদ্ম, ফুলে ফুলে হেথা পাপ!
    সুন্দর এই ধরা-ভরা শুধু বঞ্চনা অভিশাপ।
    এদের এড়াতে না পারিয়া যত অবতার আদি কেহ
    পুণ্যে দিলেন আত্মা ও প্রাণ, পাপেরে দিলেন দেহ।
    বন্ধু, কহিনি মিছে,
    ব্রহ্মা বিষ্ণু শিব হ’তে ধ’রে ক্রমে নেমে এস নীচে-
    মানুষের কথা ছেড়ে দাও, যত ধ্যানী মুনি ঋষি যোগী
    আত্মা তাঁদের ত্যাগী তপস্বী, দেহ তাঁহাদের ভোগী!
    এ-দুনিয়া পাপশালা,
    ধর্ম-গাধার পৃষ্ঠে এখানে শূণ্য-ছালা!
    হেথা সবে সম পাপী,
    আপন পাপের বাট্‌খারা দিয়ে অন্যের পাপ মাপি!
    জবাবদিহির কেন এত ঘটা যদি দেবতাই হও,
    টুপি প’রে টিকি রেখে সদা বল যেন তুমি পাপী নও।
    পাপী নও যদি কেন এ ভড়ং, ট্রেডমার্কার ধুম?
    পুলিশী পোশাক পরিয়া হ’য়েছ পাপের আসামী গুম।
    ......
    ......
    ......
    ‘ হার”ত মার”তে কি ক’রেছে দেখ ধরণী সর্বনাশী!’
    নয়না এখানে যাদু জানে সখা এক আঁখি-ইশারায়
    লক্ষ যুগের মহা-তপস্যা কোথায় উবিয়া যায়।
    সুন্দরী বসুমতী
    চিরযৌবনা, দেবতা ইহার শিব নয়-কাম রতি!

Комментарии • 89