আমার প্রিয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা শুনি আর মনে মনে ভাবি... কোন মানুষের পক্ষে কি সম্ভব এমন কবিতা লিখা! হে আল্লাহ প্রিয় কবিকে জান্নাতুল ফেরদৌস দান করিও।(আমীন)
আমাদের প্রিয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সাহেবের অসাধারণ সৃষ্টির মাধ্যমে প্রকাশ করেছিলেন এই ধুমকেতু কবিতা তখন কার সময়ে মানুষের মনে দারুন ভাবে প্রভাব সঞ্চার করেছে তাই আমি বলতে চাই আমাদের দেশের অন্যতম গুণী আ আবৃত্তিকার ফয়সাল আজিজ সাহেব কে আপনি কাজী নজরুল ইসলাম সাহেবের অনেক কবিতা আবৃত্তি করে আসছেন আপনার অনেক আবৃত্তি কবিতা আমি শুনেছি আমার অনেক ভাল লাগে শুধু তাই নয় আপনার আবৃত্তি অনেক মানুষের মনে দারুন ভাবে প্রভাব সঞ্চার করেছে আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আন্তরিক ভাবে আপনার প্রতি আমার শুভকামনা রইল
আপনি তাহলে বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শোনেননি???.... বিদ্রোহী কবি নজরুল আমার খুবই প্রিয় কবি... সাহিত্যে তাঁর অবদান অনস্বীকার্য...কিন্তু, আপনি একজনকে সম্মান করতে গিয়ে বাকিদের অসম্মান করেছেন ।
অনেক অনেক সুন্দর হয়েছে। আপনার আবৃত্তি আপনাকে অনেক আনন্দ দেয়। আমি আপনার একোনিষ্ঠ একজন ভক্ত হয়ে আছি ছিলাম থাকবো চিরকাল আশাকরি পাশে পাবো চিরকাল। ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।
Apurbo! the lines were waiting for such recitation. It seems that the writer has no fear in life.Byron of bengali poetry! Amazingly courage to confront God, the Creator to reveal His faults!! Manasamangaler chand saudagarer katha mone koriye dey.
কাজী নজরুল ইসলাম তরিকত পন্থী মারেফত হকিকত শরীয়ত সকল কিছুতে আছেন লেখ গবেষণা করলে লেখনীর মধ্যে খুঁজে পাবেন কাকে কোথায় কেমন চোখে দেখেছেন লেখা হলো সংস্কার সংস্কৃতি কালচার।
আমার প্রিয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা শুনি আর মনে মনে ভাবি... কোন মানুষের পক্ষে কি সম্ভব এমন কবিতা লিখা! হে আল্লাহ প্রিয় কবিকে জান্নাতুল ফেরদৌস দান করিও।(আমীন)
আবৃত্তির মধ্যে গভীরভাবে নিমর্জ্জিত ছিলাম! এটাইতো আবৃত্তিকারকের সফলতা! শুভ কামনা নিরবধি! ধন্যবাদ!❤️🌻🌹🌷
আল্লাহ এই মহান কবি কে জান্নাতুল ফেরদৌস দান করুন
আবৃতিকার কে আমার শত কোটি সালাম। তাঁর ষ্পষ্ট নির্ভুল উচ্চারন আমাকে আরো বেশী আকৃষ্ট করেছে ।
আপনার মাতাকে আমার প্রণাম, যিনি আপনাকে এই ধরিত্রীতে এনেছেন। কবিতা লিখে কবি অমর হয়ে গেছেন, আর আবৃত্তি করেও আপনি অমর হয়ে গেছেন ।
00
Oshadharon ..kobi samraat nzrul.. ❤❤❤
গন মানুষের সাম্যবাদের পৃথিবীর শ্রেষ্ট মহাকবি কাজী নজরুল ইসলাম।
আপনার কন্ঠে সমগ্র বাংলার মানুষের মাঝে উদয় হউক নজরুলের সাহিত্যের গন জাগরন।
অসেষ ধন্যবাদ।
Dhumketukobitakobikajinojrulislamfaysalazizbeautifullabritidarsoniksanjitdas
পৃথিবীর অন্যতম সেরা কবি নজরুল 💖
রবীন্দ্রনাথ যদি গীতাঞ্জলির জন্য নবেল পায় তাহলে নজরুল প্রতিটা কবিতার জন্যেই পাওয়া উচিৎ
ফয়সাল আজিজের আবৃত্তি ঘুচিয়েছে অবসাদ।
ভারত থেকে এ ভাইকে জানাই অশেষ ধন্যবাদ।
অপূর্ব।যতো শুনি মুগ্ধ হয়ে যাই। অপূর্ব voice.
The rebel poet. My great poet. Poonam Kabi. Namaste 🙏
অপূর্ব, অতুলনীয়, দূর্দান্ত, যেমন লেখনী , তেমনি আবৃত্তি। 👌👌👏👏👏👏🌹🌹🙏🏻🙏🏻🙏🏻
শ্রেষ্ঠ কবির অন্যতম সেরা কবিতা❤️
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী হতে বিদ্রোহী আর ধুমকেতু ই যথেষ্ট
আর কাউকে মেনে নিতে পারিনা তুমি ছাড়া
একদম মনের কথা বলেছেন ভাই
@@saddamhossainrana2696 ভেবে দেখেছেন কতটা বিস্ময়কর ! আজ থেকে একশত বছর আগের সেই বিশের দশকেও কতটা আধুনিক ছিলেন আমাদের নজরুল ইসলাম ।
আমাদের প্রিয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সাহেবের অসাধারণ সৃষ্টির মাধ্যমে প্রকাশ করেছিলেন এই ধুমকেতু কবিতা তখন কার সময়ে মানুষের মনে দারুন ভাবে প্রভাব সঞ্চার করেছে তাই আমি বলতে চাই আমাদের দেশের অন্যতম গুণী আ আবৃত্তিকার ফয়সাল আজিজ সাহেব কে আপনি কাজী নজরুল ইসলাম সাহেবের অনেক কবিতা আবৃত্তি করে আসছেন আপনার অনেক আবৃত্তি কবিতা আমি শুনেছি আমার অনেক ভাল লাগে শুধু তাই নয় আপনার আবৃত্তি অনেক মানুষের মনে দারুন ভাবে প্রভাব সঞ্চার করেছে আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আন্তরিক ভাবে আপনার প্রতি আমার শুভকামনা রইল
মনে হয় যেন নজরুলের আবৃতি শুনলাম♥️♥️♥️
কি লেখনি❤️❤️,,এই এক আজব কবি আমাদের।দুনিয়ায় এমন কবি আর কে আছেন,দেখি আমাদের নজরুলের ছিটেফোঁটাও লিখেছেন কি-না লিখবেন কি-না??
আপনি তাহলে বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শোনেননি???.... বিদ্রোহী কবি নজরুল আমার খুবই প্রিয় কবি... সাহিত্যে তাঁর অবদান অনস্বীকার্য...কিন্তু, আপনি একজনকে সম্মান করতে গিয়ে বাকিদের অসম্মান করেছেন ।
আমার পছন্দের সেরা একটা কবিতা
অসাধারণ কণ্ঠের কারুকাজ হৃদয় ছুঁয়ে গেলো।
খুব ভালো হয়েছে বাল্যকালের কথা মনে পড়ে গেলো দিল্লি থেকে
অসাধারণ নিবেদন
অসাধারণ আবৃত্তি। 🌺❤️🌺
shobdo noy jeno agniban . Koti koto pronam ei kobi ke🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
অপূর্ব!
আমার প্রিয় কবিতা অনেক সুন্দর হয়েছে
খুব ভালো লাগলো।
কি শুনলাম! নজরুল,তুমিই কী সেই ধূমকেতু (?)
প্রেমের কবি সাম্যের কবির গান,
একদিন এ ধরনীতে জাগাবে প্রান।
খুব ভালো লাগছে ভাইয়া
Oshadharon...❤️from🇳🇪..
দুর্দান্ত !!!
অসাধারণ আবৃত্তি।
খুব সুন্দর আবৃত্তি করেছেন।
Salute to you❤❤
এক দিন এ-ই ধুমকেতু, আছড়ে পড়বে, তার সকল আলোর উচ্ছাস নিয়ে, চিরন্তন এই অন্ধকার ভুবনে।
নজরুল এমন এক ধুমকেতু যে নিভে যাবার জন্য আসে নাই।
আবৃত্তি শুনতে শুনতে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম।
অনেক অনেক সুন্দর হয়েছে। আপনার আবৃত্তি আপনাকে অনেক আনন্দ দেয়। আমি আপনার একোনিষ্ঠ একজন ভক্ত হয়ে আছি ছিলাম থাকবো চিরকাল আশাকরি পাশে পাবো চিরকাল। ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।
আমি মুগ্ধ।
আসাধারন
দীর্ঘায়ু কামনা সহ - রক্তিম শুভেচ্ছা
Awesome!!!
Satti just🥰🥰🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Apurbo! the lines were waiting for such recitation. It seems that the writer has no fear in life.Byron of bengali poetry! Amazingly courage to confront God, the Creator to reveal His faults!! Manasamangaler chand saudagarer katha mone koriye dey.
Ato abbriti korechen jini Take asonkho Thank s.
Thanks for the wonderful recitation
Outstanding
❤❤❤❤❤❤
খুব সুন্দর
অপূর্ব
কমেন্ট রেখে গেলাম পরবর্তী প্রজন্মের জন্য।
Sotty osadharon
Minimum like sobbosachi
কাজী নজরুল ইসলাম তরিকত পন্থী মারেফত হকিকত শরীয়ত সকল কিছুতে আছেন লেখ গবেষণা করলে লেখনীর মধ্যে খুঁজে পাবেন কাকে কোথায় কেমন চোখে দেখেছেন লেখা হলো সংস্কার সংস্কৃতি কালচার।
মনোমুগ্ধকর
কি সুন্দর
অভিশাপ - কাজী নজরুল ইসলাম
14/01/2021 Admin কাজী নজরুল ইসলাম
অভিশাপ
- কাজী নজরুল ইসলাম
যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে!
অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুঁছবে-
বুঝবে সেদিন বুঝবে।
ছবি আমার বুকে বেঁধে
পাগল হয়ে কেঁদে কেঁদে
ফিরবে মরু কানন গিরি,
সাগর আকাশ বাতাশ চিরি’
যেদিন আমায় খুঁজবে-
বুঝবে সেদিন বুঝবে!
স্বপন ভেঙ্গে নিশুত রাতে, জাগবে হঠাৎ চমকে’
কাহার যেন চেনা ছোঁয়ায় উঠবে ও-বুক ছমকে’-
জাগবে হঠাৎ চমকে’!
ভাববে বুঝি আমিই এসে
বসনু বুকের কোলটি ঘেঁষে
ধরতে গিয়ে দেখবে যখন-
শুন্য শয্যা! মিথ্যা স্বপন!
বেদনাতে চোখ বুঁজবে-
বুঝবে সেদিন বুঝবে!
গাইতে ব’সে কন্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না,
বলবে সবাই- “সেই যে পথিক তার শোনানো গান না?-”
আসবে ভেঙ্গে কান্না!
প’ড়বে মনে আমার সোহাগ,
কন্ঠে তোমার কাঁদবে বেহাগ!
পড়বে মনে আমার ফাঁকি
অশ্রু-হারা কঠিন আঁখি
ঘন ঘন মুছবে,
বুঝবে সেদিন বুঝবে!
আবার যেদিন শিউলী ফু’টে ভরবে তোমার অঙ্গন,
তুলতে সে-ফুল গাঁথতে মালা, কাঁপবে তোমার কঙ্কণ-
কাঁদবে কুটীর -অঙ্গন,
শিউলী ঢাকা মোর সমাধি
প’ড়বে মনে উঠবে কাঁদি’!
বুকের মালা ক’রবে জ্বালা,
চোখের জলে সেদিন বালা
মুখের হাসি ঘুচবে-
বুঝবে সেদিন বুঝবে!
আসবে আবার আশিন হাওয়া, শিশির-ছেঁচা রাত্রি,
থাকবে সবাই- থাকবে না এই মরণ-পথের যাত্রী!
আসবে শিশির-রাত্রি!
থাকবে পাশে বন্ধু-স্বজন,
থাকবে রাত বাহুর বাধন,
বঁধুর বুকের পরশনে
আমার পরশ আনবে মনে-
বিষিয়ে ও-বুক উঠবে-
বুঝবে সেদিন বুঝবে!
আসবে তোমার শীতের রাতি, আসবে না ক’ আর সে-
তোমার সুখে পড়ত বাঁধা থাকলে যে-জন পার্শ্বে,
আসবে না ক’ আর সে,
পড়বে মনে, মোর বাহুতে
মাথা থুয়ে যে-দিন শুতে,
মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায়!-
সেই স্মৃতি নিত এ-বিছানায়
কাঁটা হয়ে ফুটবে-
বুঝবে সেদিন বুঝবে।
আবার গাঙে আসবে জোয়ার, দুলবে তরী রঙ্গে,
সেই তরীতে হয়তো কেহ থাকবে তোমার সঙ্গে-
দুলবে তরী রঙ্গে।
প’ড়বে মনে, সে কোন রাতে
এক তরীতে ছিলে সাথে,
এমনি গাঙে ছিল জোয়ার
নদীর দু’ধার এমনি আঁধার
তেমনি তরী ছুটবে-
বুঝবে সেদিন বুঝবে।
তোমার সখার আসবে যেদিন এমনি কারা-বন্ধ,
আমার মত কেঁদে কেঁদে হয়তো হবে অন্ধ-
সখার কারা-বন্ধ!
বন্ধু তোমার হানবে হেলা,
ভাঙ্গবে তোমার সুখের মেলা;
দীর্ঘ বেলা কাটবে না আর,
বইতে প্রাণের শ্রান্ত এ-ভার
মরণ-সনে বুঝবে-
বুঝবে সেদিন বুঝবে।
ফুটবে আবার দোলন-চাঁপা, চৈতি-রাতের চাঁদনী,
আকাশ-ছাওয়া তারায় তারায় বাজবে আমার কাঁদনি-
চৈতী-রাতের চাঁদনী।
ঋতুর পরে ফিরবে ঋতু,
সেদিন হে-মোর সোহাগ-ভীতু!
চাইবে কেঁদে নীল নভোগা’য়
আমার মতন চোখ ভ’রে চায়
যে-তারা, তায় খুঁজবে-
বুঝবে সেদিন বুঝবে!
আসবে ঝড়ি, নাচবে তুফান, টুটবে সকল বন্ধন
কাঁপবে কুটীর সেদিন ত্রাসে, জাগবে বুকে ক্রন্দন-
টুটবে যবে বন্ধন!
পড়বে মনে, নেই সে সাথে
বাধতে বুকে দুঃখ- রাতে।-
আপনি গালে যাচবে চুমা,
চাইবে আদর, মাগবে ছোঁওয়া,
আপনি যেচে চুমবে-
বুঝবে সেদিন বুঝবে!
আমার বুকের যে কাঁটা ঘা তোমায় ব্যথা হানত,
সেই আঘাতই যাচবে আবার হয়তো হ’য়ে শ্রান্ত-
আসব তখন পান্থ।
হয়তো তখন আমার কোলে
সোহাগ লোভে প’ড়বে ঢ’লে,
আপনি সেদিন সেধে-কেঁদে
চাপবে বুকে বাহুয় বেঁধে,
চরন চু’মে পূজবে-
বুঝবে সেদিন বুঝবে !
কবিতাটির আবৃত্তি
আপনি কবিতার সাথে কাব্য গ্রন্থের নাম বললে ভালো হয়
Salam
Ok
😍
কবি এযুগে জন্মালে Black hole নিয়ে লিখতেন। কবির কথার সঙ্গে সর্বগ্রাসী black hole আরো ভালো যায়।
So cute
নেত্রকোণা থেকে
নজরুলের
মতো কবি মনে হয় হবেনা।
অসাধারণ আবৃত্তি।
অসাধারণ আবৃত্তি।