কি বলবো আর কি লিখব ভাষা হারিয়ে ফেলেছি ৷ আপনারা যারা আজ এই মহতী উদ্যোগ নিয়েছেন ধন্যবাদ নয় মন থেকে শুধু দোয়া করি এমন মহতী উদ্যোগ যেন আরও নিতে পারেন ৷ আপনাদেরকে দেখে সমাজের আরো দু চার জন যেন এভাবে এগিয়ে আসেন ৷ যদিও কৃতিত্বটা কামরুল ভাইয়ার কিন্তু শক্তি হিসেবে আপনারা উর্দে ৷ আজ দুটো লাইন তাদের স্মরণে লিখে যাই যাদেরকে খাইয়ে দিয়ে আসলেন ৷৷ ----- বিশ্ব বিধাতা মোদেরে পাঠালেন দরায়, জীবন গঠন ধারণ মোদের ইয়াতিম খানায় ৷ মা বলি ডাকি কারে কোন সে কত সুখ , বাবার আদর পাইলে জুড়ায় হাহাকার বুক ৷ মাতা পিতার আদর হেথা ভাগ্যে লেখা নাই, নাড়ী ছিঁড়া ধন থইয়া কেমনে গেল ফলাই ৷ বড় হলে জানবো তারে দেখবো সয়াল ঘুরে, কে ডাকবে আর বাঁচা বলে আয় রে গৃহে ফিরে ৷ থাকব সেথা যাব যথা কাটবে ভব বেলা , জনম ভরে থাকবে সাথে মাতা পিতার জ্বালা ৷ কয় লোকে যায় ভুলে দেখলে মায়ের মুখ , কেমন করে পাশহরীব পাইলে কোনো দুখ ৷ পাইব যে দিন বলবো সেদিন জিজ্ঞাসিব হাল , আমারে বানাইলে কেন রে মা তোমাদের কাঙাল ৷৷ -- পাঠক সমীপে এ অধমে আরজ গোজারী ৷ করুণা করে কেউ ভাষা জনিত কারণে ভ্রান্তি নিও না ৷ আবেগ প্রবণ হয়ে লিখেছি বিধুরে মজিয়া ৷৷ ধন্যবাদ ৷
আমার প্রিয় . আপু রা আর ভাইয়া রা , আপনারা যে কি ভালো উদ্যোগ নিয়েছেন, তা ভাষায় প্রকাশ করার মতো না. আপনাদের মনের মধ্যে থেকে , এতো সুন্দর সুন্দর আইডিয়া আসে ,সেইজন্যে ধন্যবাদ . আমার মনে হচ্ছিলো ,আমিও ছুটে যাই আর আপনাদের সাথে খুশিতে মেতে উঠি.
এতিম বাচ্চাদের জন্য আপনাদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়! আল্লাহ আপনাদের সবার ভাল করুন। আর, অনেক দূর থেকে বলসি, সুইডেন থেকে। দেশে আসলে আপনাদের এমন উদ্যোগ এর সাথে থাকতে চাই অমি ভাইয়া- রোমানা আপু!
আপু, তোমাদের উদ্যোগ গুলো সত্যি এতটাই ভালো লাগে যে, ভাষা হারিয়ে ফেলছি।। আর কামরুল ভাইয়ের কথা কি বলব... ওনার মত মানুষ মনে হয় খুব কমই আছে।। তোমাদের সবাইকে আমার স্যালুট।। ভালো থেকো।।।।
অমি ভাইয়া, জি আমি খুব আরামেই পৌঁছেছিলাম। আপনারা অনেক অনেক ভালো মানুষ। আপনাদের সাথে সময় কাটানোটা আমার এখনো সপ্নের মতো মনে হয় । এই দিন কখন ভুলার নয় । সালমান, সারুখের সাথে দেখা হলেও আমি এতটা আনন্দ পেতামনা যতটা পেয়েছি আপনাদের সাথে দেখা করে। আপনাদের সবার মনটা খুবি উদার । আপনাদের সবার জন্নে রইল অনেক অনেক অনেক বেশি শুভকামনা ।
Apnader moto bhalo manush Ache bolei , asob bachhader mukhe hashi fute .. Masha Allah SubhanAllah Alhamdulillah Sotti mon thekhe bolchi .. Rumana apu , bhai abong onk jon ... You are the best .....🇧🇩❤❤
আলহামদুলিল্লাহ, মনটা খুশিতে ভরে গেল... আপু, ভাইয়া, তোমাদের নিয়ে গর্ববোধের পরিধিটা আরো বেড়ে গেলো... কামরুল ভাইয়া আর তোমাদেরকে আল্লাহ অনেক দুর এগিয়ে নিয়ে যাক আর এভাবেই যাতে মানুষের পাশে তোমরা থাকতে পারো... তোমরা আমাদের অনুপ্রেরণা 😍😍💝
আল্লাহ্ তোমাদের সবাইকে অনেক অনেক ভালো রাখুক এবং সামনে আরও এমন ভালো কাজ করার তৈফিক দান করুক। সত্যি এই উদ্যোগ দেখে খুব ভালো লাগেছে। সবাই আরও অনেক দূরে এগিয়ে যাও এই কামনা করি সব সময়। অনেক অনেক শুভকামনা সবার জন্য
ohh....এজন্য কামরুল ভাই বলছিল যে এক টা সারপ্রাইজ আছে!!!!!উনি বলেছিলেন বড় কিছু এক টা করবেন। খুব ভালো লাগল।অনেক সুন্দর এক টা আয়জন♥♥♥♥ আপনাদের সবার প্রতি ভালোবাসা রইলো।।
MashaAllah!!!!! Most awesome thing ever......I live in US and we have soup kitchen and food bank to help our needy brother and sisters... please do that more often and hope more people in Bangladesh do this kind of act..May Allah shower His mercy on all of you and my orphan brothers and sisters in Bangladesh.
নি:সন্দেহে দারুন উদ্যাগ,আপনাদের সবাই কে শুভকামনা |বাচ্চাটার গান টা দারুন ভাবে স্পর্শ করেছে | আপু,আপনার মাধ্যমে উক্ত প্রতিষ্ঠান কে আপ্রোচ করতে চাই যে, লেখাপড়ার পাশাপাশি বাচ্চা গুলাও কে আত্নরক্ষা মূলক প্রশিক্ষন বা স্পোর্সে উৎসাহী করে তোলা হক,সেই সাথে এই ফিল্ড গুলো কে কেরিয়ার হিসেবে নেয়ার সুযোগ করতে inspired করুক | প্রয়োজনে ফান্ডিং এ আগ্রহী| ধন্যবাদ |
ধন্যবাদ আপি। আমি শেফা ইনস্টিটিউট কে জানিয়ে দেব। তবে এরা আপাতত ওয়েল ফান্ডেড। আমি আরো দুইটা প্রতিষ্ঠানের সাথে জড়িত। প্রতি মাসে তাদের চাল কেনার টাকা দিয়ে থাকি। ওদের অবস্থা আরও খারাপ। একটা তে প্রায় 38 জন বাচ্চা থাকে আরেকটা তে প্রায় 50 জন। তুমি চাইলে ওখানে হেল্প করতে পারো। ☺️
Its a very great initiative.. really... you guys done a superb job.. hope you all will continue this type of great job ahead.. to see smile n happiness on these orphan children face is so pleasable!
Vaia ato valo laglo jay bolar kono vasha nei....apni j avabey apnr khusi oder majhey vag korey niben ta asoley ovabonio.....Allah apnk r apndr sobaik aro vlo kaj korar jnno toufik din...
মাশাল্লাহ.... আল্লাহ আপনাদের সকলকে নেক হায়াত দান করুক....আপনারা যেন এরকম আরো ভালো কাজ করতে পারেন। অনেক অনেক ভালোবাসা। # আর আন্টি আমি কিন্তু আপনার অনেক রেসিপি রান্না করেছি আর করি।
Assalamualaekum romana apu r omi vaeya kmn acho tumraaa tumader onk valo lage Ak shaty dekhty Alhumdulillah ❤️❤️❤️❤️allah bls u both vaeya n apiiiii❤️❤️❤️❤️❤️
কি বলবো আর কি লিখব ভাষা হারিয়ে ফেলেছি ৷ আপনারা যারা আজ এই মহতী উদ্যোগ নিয়েছেন ধন্যবাদ নয় মন থেকে শুধু দোয়া করি এমন মহতী উদ্যোগ যেন আরও নিতে পারেন ৷ আপনাদেরকে দেখে সমাজের আরো দু চার জন যেন এভাবে এগিয়ে আসেন ৷ যদিও কৃতিত্বটা কামরুল ভাইয়ার কিন্তু শক্তি হিসেবে আপনারা উর্দে ৷ আজ দুটো লাইন তাদের স্মরণে লিখে যাই যাদেরকে খাইয়ে দিয়ে আসলেন ৷৷
----- বিশ্ব বিধাতা মোদেরে পাঠালেন দরায়,
জীবন গঠন ধারণ মোদের ইয়াতিম খানায় ৷
মা বলি ডাকি কারে
কোন সে কত সুখ ,
বাবার আদর পাইলে জুড়ায় হাহাকার বুক ৷
মাতা পিতার আদর হেথা ভাগ্যে লেখা নাই,
নাড়ী ছিঁড়া ধন থইয়া কেমনে গেল ফলাই ৷
বড় হলে জানবো তারে দেখবো সয়াল ঘুরে,
কে ডাকবে আর বাঁচা বলে আয় রে গৃহে ফিরে ৷
থাকব সেথা যাব যথা
কাটবে ভব বেলা ,
জনম ভরে থাকবে সাথে মাতা পিতার জ্বালা ৷
কয় লোকে যায় ভুলে
দেখলে মায়ের মুখ ,
কেমন করে পাশহরীব পাইলে কোনো দুখ ৷
পাইব যে দিন বলবো সেদিন জিজ্ঞাসিব হাল ,
আমারে বানাইলে কেন রে মা তোমাদের কাঙাল ৷৷
-- পাঠক সমীপে এ অধমে আরজ গোজারী ৷ করুণা করে কেউ ভাষা জনিত কারণে ভ্রান্তি নিও না ৷ আবেগ প্রবণ হয়ে লিখেছি বিধুরে মজিয়া ৷৷
ধন্যবাদ ৷
অনেক সুন্দর হইসে কবিতাটা। পিন করে রাখলাম যেন সবাই পড়তে পারে। ☺️
রুমানার রান্নাবান্না
এতো এতো ভাই বোনের মধ্যে এ অধমেরে এ টুকু মমতায় জড়ানোর জন্যে কৃতজ্ঞতা প্রকাশ করলাম আপনার স্নেহবানে ৷৷
ধন্যবাদ ৷
thar shanddane 😍😍😍😍❤❤❤👌👌
কৃতজ্ঞতা প্রকাশের কিছু নাই রে ভাই। তোমরা আছো বলেই তো আমরা এতকিছু করার উৎসাহ পাই। 💚❤️
রুমানার রান্নাবান্না tai Appi 😍😍😍
মাশা আল্লাহ......অনেক ভালো একটা কাজ। এমন কাজ করলে মানসিক যে শান্তি পাওয়া যায়, তার কোন তুলনা হয়না । সবার জন্য ভালোবাসা💚💛
ঠিক বলেছো আপি। তোমার জনও ভালোবাসা।
Apu balo kolaso❤️❤️❤️❤️❤️❤️
আপনি সেই ভাইয়াটা আজ আপনাকে দেখলাম, তাতা তাতা, হেব্বি জোস, কথা গুলো ❤
খুব ভালো উদ্যোগ
খুব ভালো একটি প্রোগ্রাম দেখলাম অনেক কিছুই শিখার আছে এই ভিডিও তে আমি ও অনেক কিছুই শিখলাম। সবার এমন হওয়া উচিত
আমার প্রিয় .
আপু রা আর ভাইয়া রা ,
আপনারা যে কি ভালো উদ্যোগ নিয়েছেন, তা ভাষায় প্রকাশ করার মতো না.
আপনাদের মনের মধ্যে থেকে , এতো সুন্দর সুন্দর আইডিয়া আসে ,সেইজন্যে ধন্যবাদ .
আমার মনে হচ্ছিলো ,আমিও ছুটে যাই আর আপনাদের সাথে খুশিতে মেতে উঠি.
এতিম বাচ্চাদের জন্য আপনাদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়! আল্লাহ আপনাদের সবার ভাল করুন। আর, অনেক দূর থেকে বলসি, সুইডেন থেকে। দেশে আসলে আপনাদের এমন উদ্যোগ এর সাথে থাকতে চাই অমি ভাইয়া- রোমানা আপু!
ইনশ'আল্লাহ। দোয়া কোরো সবার জন্য।
আপু, তোমাদের উদ্যোগ গুলো সত্যি এতটাই ভালো লাগে যে, ভাষা হারিয়ে ফেলছি।। আর কামরুল ভাইয়ের কথা কি বলব... ওনার মত মানুষ মনে হয় খুব কমই আছে।। তোমাদের সবাইকে আমার স্যালুট।। ভালো থেকো।।।।
মাশাল্লাহ খুভ ভাল লাগল আলহামদুলিল্লাহ অনেক ভাল উদ্দেগ।।।।
সব ক্রেডিট কিন্তু কামরুল ভাইয়ার।
অাপু কি বলবো সত্যি অামিও ভাষা হারিয়ে ফেলছি দুনিয়াতে এখন এসব মহান মানুষ অাছে অাল্লাহ তোমাদের ভালো রাখুক দোয়া করি পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো এবং অাল্লাহ তোমাদের নেক হায়াত দান করুক হালাল রিজিক দান করুক এবং নেককার যেনো বানায় নামাজী বানায় এই দোয়াই রইলো ভালো থেকো।
আপু আমি হুজাইফা,আজ আপনাদের সাথে সারাদিন অনেক ভালো কাটালাম । এটা আমার জিবনের সবচেয়ে ভালো এবং স্মরণীয় দিন হয়ে থাকবে । নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে ।
Funny boy vaya apni okhane silen?
ভাই, তোমার নম্বর নাই, তাই ফোন দিয়ে খোঁজ নিতে পারিনি। তুমি পৌছেছিলা ঠিক মতো?
অমি ভাইয়া, জি আমি খুব আরামেই পৌঁছেছিলাম। আপনারা অনেক অনেক ভালো মানুষ। আপনাদের সাথে সময় কাটানোটা আমার এখনো সপ্নের মতো মনে হয় । এই দিন কখন ভুলার নয় । সালমান, সারুখের সাথে দেখা হলেও আমি এতটা আনন্দ পেতামনা যতটা পেয়েছি আপনাদের সাথে দেখা করে। আপনাদের সবার মনটা খুবি উদার । আপনাদের সবার জন্নে রইল অনেক অনেক অনেক বেশি শুভকামনা ।
জি বোন আমার সৌভাগ্য হয়ে ছিল, সবার সাথে সাক্ষাত করার
পাগল ভাই আমার! আমরা সবাই খুবই সাধারণ মানুষ। তুমি ভালো মানের মানুষ বলেই সবাইকে ভালো মনে কর। আবারও দেখা হবে ইনশ'আল্লাহ।
খুব ভালো লাগলো ৷
এতোদিনে একটা হেব্বি জোস একটা কাজ সবাই মিলে করলেন৷
খুবই ভালো লাগলো ৷৷
মাশাআল্লাহ খুব ভাল লাগছে
আপনাদের মত ভাল মানুষই হয় না আপনারা খুব ভাল..
ধন্যবাদ টা কামরুল ভাইয়ার প্রাপ্য
সাথে আপনারা ও তো ছিলেন আপু কামরুল ভাইয়ার ধন্যবাদ তো অবশ্যই দিবো..
অনেক ভালোবাসা রইলো।
Apnader moto bhalo manush
Ache bolei , asob bachhader mukhe hashi fute ..
Masha Allah
SubhanAllah
Alhamdulillah
Sotti mon thekhe bolchi ..
Rumana apu , bhai abong onk jon ...
You are the best .....🇧🇩❤❤
অনেক মজা লাগলো আপু এবং ভাইয়াদের আন্তরিকতা 💝💝 আপনাদের সকলের প্রতি শুভকামন ও দোয়া রইলো🤲🤲
আপু তোমার পতি আমার মন থেকে দোয়া রইল আমার সালাম নিও এই ওসাধারন কাজটি করার জনো তোমাকে thanks
আলহামদুলিল্লাহ, মনটা খুশিতে ভরে গেল...
আপু, ভাইয়া,
তোমাদের নিয়ে গর্ববোধের পরিধিটা আরো বেড়ে গেলো...
কামরুল ভাইয়া আর তোমাদেরকে আল্লাহ অনেক দুর এগিয়ে নিয়ে যাক আর এভাবেই যাতে মানুষের পাশে তোমরা থাকতে পারো...
তোমরা আমাদের অনুপ্রেরণা 😍😍💝
আল্লাহ্ তোমাদের সবাইকে অনেক অনেক ভালো রাখুক এবং সামনে আরও এমন ভালো কাজ করার তৈফিক দান করুক। সত্যি এই উদ্যোগ দেখে খুব ভালো লাগেছে। সবাই আরও অনেক দূরে এগিয়ে যাও এই কামনা করি সব সময়। অনেক অনেক শুভকামনা সবার জন্য
আল্লাহর রহমত আর তোমরা পাশে আছো বলেই পারছি রে আপি।
Akbar moriom bj
bhogoban apnader onek valo koruk... j initiative apnara niye6en tar jnno apnader jonno osonkho valobasa roilo. tons of luv n good wishes from India.💚💛
মাশাআল্লাহ খুবই সুন্দর। কাম্রুল ভাইয়াকে এবং আপনাদের সবাইকে খুবই ভালো লাগে। আপনাদের প্রতি respect আরো বেড়ে গেলো 😍❤
দোয়া করবেন
মাশা-আল্লাহ খুবই ভালো ও মহৎ একটি কাজ
👍
আলহামদুলিল্লাহ অনেক ভাল লাগলো এতো সুন্দর আয়োজন দেখে। শুভ কামনা রইলো আপনাদের সবার জন্য।
*_সত্যি ভালো লাগলো এতো সুন্দর আয়োজন দেখে। শুভ কামনা রইলো আপনাদের প্রতি_*
very good Vaia and Apu Ra.i like so much camrul vai. thanks everyone.
Dekhe khub valo laglo.valo theko. vagoban tomader ashirbad karuk. 😊😊😊❤❤💚💚💙💙💛💛💜💜Ranjana 😊😊
অনেক সুন্দর একটা আয়োজন খুব ভাল লাগলো দেখে ।
দোয়া কোরো সবার জন্য।
খুব ভালো লাগলো আপনার ভিডিও টি দেখে
ধন্যবাদ
আপু এভাবে সবাইকে সাহায্য করেন
যতটুকু পারি করছি আপি।
অনেক ভাল কাজ করেছেন,,আল্লাহ আপনাদের সবাই কে ভাল রাখুক,
Hujaifa Haqe ameeen
মাশা আল্লাহ......অনেক ভালো একটা কাজ।
আপু তোমাদের অসাধাররন চিন্তা কি বলবো এক কথায় অসাধারন
সব ক্রেডিট কিন্তু কামরুল ভাইয়ের। ☺️
রুমানার রান্নাবান্না তাকেতো অনেক অনেক অনেক ধ্যনবাদ
এর থেকে ভাল আর কি হতে পারে, God Bless All of u ❤️❤️
All credit goes to Quamrul vai ☺
ALHAMDULILLAH... এটা অনেক অনেক ভালো একটা উদ্যোগ ছিলো.
ohh....এজন্য কামরুল ভাই বলছিল যে এক টা সারপ্রাইজ আছে!!!!!উনি বলেছিলেন বড় কিছু এক টা করবেন। খুব ভালো লাগল।অনেক সুন্দর এক টা আয়জন♥♥♥♥ আপনাদের সবার প্রতি ভালোবাসা রইলো।।
মানুষের মন যে এতো ভাল আপনাদের দেখলেও বুজি
MashaAllah!!!!! Most awesome thing ever......I live in US and we have soup kitchen and food bank to help our needy brother and sisters... please do that more often and hope more people in Bangladesh do this kind of act..May Allah shower His mercy on all of you and my orphan brothers and sisters in Bangladesh.
Oh Allah 😭😭😭😭😭😭😭😭😭So nice Masha Allah 👍👌👏
ধন্যবাদ রুমানা আপু এবং ভাইয়া। এই রকম একটা মহৎ কাজে অংশগ্রহণ করার জন্য।
আল্লাহ্ আপনাদের মংগল করুক।
দোয়া কোরো
Mash Allah... Apu .. Oshadharon uddog..! Khub .. khub.. khub valo laglo!!
Thanks
Khub valo laglo apu
Uddogtaa khub valo😍
Apu bhaiya apnara aro beshi beshi bhalo kaj korben r amaderkeo utshahito korben atai asha kori
Insh'Allah.
সত্যি আপু অনেক ভালো লাগলো তোমাদের এই উদ্যোগ। সত্যি প্রশংসার দাবিদার। দোয়া রইল অনেক ভালো থাকো আর এভাবেই ভালো কাজ করে যাও।আল্লাহ তোমাদের সহায়ক হন।
Nice job ,r kechoi bolar nai,ak kothy osadaron plan
All credit goes to Quamrul vai
মাসাআল্লাহ, দেখে ভালো লাগছে
Masha Allah, khubei valo uddok
Salute to♥ "Enjoy amar Rannaghor"♥,
♥"Rumana'r Rannaghor" ♥and" ♥Ezze Recipe"♥ for your nice idea and special thanks to Mr Omi Azad.
মাস আল্লাহ। আল্লার আপনাদের অনেক বরকত দান করুন।
দোয়া করবেন
Evabei valo kajer jonno ceshta chalie jan amra sobai apnar pashe achi
খুব ভালো লাগলো!!!অনেক অনেক ধণ্যবাদ রুমানা আপু ও ওমি ভাইয়াকে।আশা করি এরকম অনুষ্ঠান আরো বেশী বেশী উপহার দিবা।তোমাদের জন্য দোয়া রইলো।(মদীনা শরীফ থেকে)
ধন্যবাদ টা আসলে কামরুল ভাইয়ার প্রাপ্য। উদ্যোগ টা উনিই নিয়েছিলেন।
আমরা ২ জন দেখেই এতো ভাল লাগা অনুভব করলাম।
আলহামদুলিল্লাহ্, অনেক অনেক ভাল লেগেছে। 💜💜💜
তুমি তো আজাইরা। গেলে বুঝতা, অন্য এক জগত। কি যে ডিম পারলা সারাদিন!!
*_superb!!!! Etai tahole peyaj kata ar doi bananor secret😮😮_*
তামা তামা কইরা খাইতাছে বাচ্চারা। খুব জোস লাগতাছে সবাইরে।
আসলেই অনেক তৃপ্তি করে খাইসে।
Rumana apu k khub shundor laagche...Maa shaa Allah.R vaia keo....😊👌
Thanks a lot dear
Ma sha Allah onek valo lagche sobaike dekhe..
দোয়া কোরো
রুমানার রান্নাবান্না obossoi fe amanillah..😘😘😘
Americans are helping our country it's a blessing... beautiful video mashsAllah!!
Thanks
Allah apnader sobai k valo rakuk sustho rakhuk.
khubi valo initiative, khub vallagse.
Kamrul via k Allah ai osilai valo bou milai dek amin. Allah bless you
Unake amr khub e vlo lage
আল্লাহ আপনাদের খুব ভাল করুক
You people just great. Love you all.
Thanks
*_subscribers barle keui eirokom vabe celebrate kore na!!.. Wow_*
আপি আজ অনেক ভালো লাগলো। কি লিখবো বুঝতে পারছি না।দোয়া রইলো আপনাদের জন্য। আপনারা আরো বহু দুর এগিয়ে যান।
শুধু দোয়াই চাই আপি
আপু এমন একটা উদ্দেক নেওয়ার জন্ন আপনাদের সবাই কে অনেক অনেক ধন্যাবাদ
খুব ভালো।😀😀😀
great job.... bless you guyzZ :)
all of u have such a great soul......😱😱😱😱😱😱😱
দোয়া কোরো সবার জন্য।
ok. I will
A wonderful pledge indeed, Kamrul bhai. May Allah(ST) bless you more
কি লিখবো ভাষা হাড়িয়ে ফেলছি,অনেক দোআ রইল।
শুধু দোয়াই চাই।
shotti e apu vedio ta dekhe mon ta vhore gelo.khub sundor hoyeche vedio ta
দোয়া কোরো আপি। exam শেষ!
+রুমানার রান্নাবান্না
hmm apu dua to obboshoshoi e kori.
youtuber der modde tumi amar favt youtuber.
love u api
Love you too dear
Kuv valo laglo kamrul vhaiya r rumana apur to kothai nai Apu r omi vhaiya to onek onek valo Allah apnader sustho rakhuk. Amin
নি:সন্দেহে দারুন উদ্যাগ,আপনাদের সবাই কে শুভকামনা |বাচ্চাটার গান টা দারুন ভাবে স্পর্শ করেছে |
আপু,আপনার মাধ্যমে উক্ত প্রতিষ্ঠান কে আপ্রোচ করতে চাই যে, লেখাপড়ার পাশাপাশি বাচ্চা গুলাও কে আত্নরক্ষা মূলক প্রশিক্ষন বা স্পোর্সে উৎসাহী করে তোলা হক,সেই সাথে এই ফিল্ড গুলো কে কেরিয়ার হিসেবে নেয়ার সুযোগ করতে inspired করুক |
প্রয়োজনে ফান্ডিং এ আগ্রহী|
ধন্যবাদ |
ধন্যবাদ আপি। আমি শেফা ইনস্টিটিউট কে জানিয়ে দেব। তবে এরা আপাতত ওয়েল ফান্ডেড। আমি আরো দুইটা প্রতিষ্ঠানের সাথে জড়িত। প্রতি মাসে তাদের চাল কেনার টাকা দিয়ে থাকি। ওদের অবস্থা আরও খারাপ। একটা তে প্রায় 38 জন বাচ্চা থাকে আরেকটা তে প্রায় 50 জন। তুমি চাইলে ওখানে হেল্প করতে পারো। ☺️
অনেক নেক ভালোকাজ আল্লাআপনাদের ভালো করুক
💝
Wow onk valo hoache good job
Thanks dear
রুমানার রান্নাবান্না wel come apu tomar ranna amar onk valo page
Lage
Best ! usually comment kora hoi na aj korte baddho holam.onek vallaglo! bravo!
দোয়া কোরো আপি।
Tnx vaia and shobai k jara ai rokom akta vlo kaj korecen..
চোখে জল এসে গেলো
সত্যিই খুব খুব ভালো লাগলো।
আলহামদুলিল্লাহ
Allah apnader sobiky valo rakhun ameen. Amaro khub jate echa korcelo apnader shate.valo laglo apnader sobaike
দোয়া করবেন সবার জন্য। 💚
সত্যিই অন্য রকম সারপ্রাইজ!আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক।
Congratulations..
& Good job api
Apner ei kaj ta khub valo....... I like it💖💖💖
দারুণ উদ্যোগ!! মাশা আল্লাহ।
Khub bhalo Ekta Kaj Kolen shobai mile. Thanks apu.
অসাধারন উদ্যোগ
দোয়া করবেন
অনেক ভালো লাগলো 👍
Good job,,,,,,,,may Allah bless you all,,,,,, Zazak-Allahu-khair
tumi khub lucky eirokom akta life partner peye. shobai payna. onk dua roilo bhaia r jonno. protita husband jodi emon hoto
Ami eita kalkei bujhte parsilam. Vaiar wall e o ami likhsi. Very much impressive work!! May Allah bless Kamrul vai always!!
khubi bhalo laglo, apnader shobike ekotte dekhe. doa kori ebong asha kori erokom aro program dekhte pai 😊😊😊
A very nice gesture and a good deed done for the needy God bless you
Its a very great initiative.. really... you guys done a superb job.. hope you all will continue this type of great job ahead.. to see smile n happiness on these orphan children face is so pleasable!
Vaia ato valo laglo jay bolar kono vasha nei....apni j avabey apnr khusi oder majhey vag korey niben ta asoley ovabonio.....Allah apnk r apndr sobaik aro vlo kaj korar jnno toufik din...
Allah apnader valo rakhun r kichu bolar nai , amar chokhe pani chole asche .
দোয়া কোরো আপু
রুমানার রান্নাবান্না , obosshoe du'aa kori .Allah vorosa.
wonderfulll initiative..keep it up...all d ladies looks awosome but lady with orange hijab looks more sober n beautiful...
Really good effort, proud of you vhaia apu. Apnader dekhe amio notun kichu siklam
All credit goes to Quamrul vai. আমরা শুধু উনার সাথে ছিলাম। ☺️
Masha'Allah sobaike onek onek valobasha and dowa roilo, sotti kanna pache ai gojol ta sune... 🙈🙈🙈🙈
মাশাল্লাহ.... আল্লাহ আপনাদের সকলকে নেক হায়াত দান করুক....আপনারা যেন এরকম আরো ভালো কাজ করতে পারেন। অনেক অনেক ভালোবাসা।
# আর আন্টি আমি কিন্তু আপনার অনেক রেসিপি রান্না করেছি আর করি।
অনেক ভালোবাসা রইলো
Respct r valobsa sbr jnno😊ato vlo kaj krcn apnra...dua roilo
শুধু দোয়াই চাই
রুমানার রান্নাবান্না apu seta bola lage...amra sikhte chai apndr theka😊
Apu ki bolbo bojte parchina.....tumra ajk ja koreso tar jonno Allah tumader onek valo rakhok ...tnxx apu....
Welcome dear. But all credit goes to Quamrul vai.
Assalamualaekum romana apu r omi vaeya kmn acho tumraaa tumader onk valo lage Ak shaty dekhty Alhumdulillah ❤️❤️❤️❤️allah bls u both vaeya n apiiiii❤️❤️❤️❤️❤️
Wa Alaikum. Thanks a lot dear. Pls keep us in your prayers. 💕