heart failure: হার্ট ফেলিওর হলে বুঝবেন কী করে? চিকিৎসা কী?

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • 🩺Dr. Debopriyo Mondal
    📌MBBS, MD (Internal Medicine), DM (Cardiology)
    👉Consultant Interventional Cardiologist
    📌Attachment: 🏥Medica Superspeciality Hospital 127, Eastern Metropolitan Bypass, Nitainagar, Mukundapur, Kolkata West Bengal 700099
    ☎️Call for Appointment: 9230090526/9903131602
    📧Email ID: drdebopriyo.heartcare@gmail.com
    হার্ট ফেলিওর হলে বুঝবেন কী করে? চিকিৎসা কী?
    হার্ট ফেলিওর নিয়ে আমাদের মধ্যে কিছু কিছু ধারণা রয়েছে যা কোনওমতেই বিজ্ঞানসম্মত নয়। এই ভ্রান্ত ধারণাগুলির মধ্যে রয়েছে-
    • হার্ট ফেলিওর হওয়া মানেই রোগী হয়তো আর বেশিদিন বেঁচে থাকবেন না!
    • হার্ট ফেলিওর হওয়া মানেই একেবারে রোগীর শেষ অবস্থা! কোনও চিকিৎসা নেই।
    • হার্ট ফেলিওরের কোনও চিকিৎসা নেই।
    প্রথমেই বলে রাখি, ধারণাগুলি ভুল। হার্ট ফেলিওরের চিকিৎসা আছে। চিকিৎসা করিয়ে একজন ব্যক্তি দীর্ঘদিন বেঁচে থাকেন।
    প্রশ্ন হল হার্ট ফেলিওরের উপসর্গ কী কী বা হার্ট ফেলিওর হলে তা বুঝবেন কীভাবে?
    দ্রুত হাঁপিয়ে যাওয়া, শ্বাসকষ্ট এবং অল্প পরিশ্রমেই ক্লান্ত হয়ে পড়া হার্ট ফেলিওরের প্রধান লক্ষণ।
    রোগী বলেন আমি আর আগের মতো হাঁটতে পারছি না। হাঁটতে গেলেই হাঁপিয়ে যাচ্ছি। সিঁড়ি ভাঙতে পারছি না। অল্প কাজ করলেই আসছে প্রবল ক্লান্তি! কেউ কেউ অভিযোগ করেন আমার পা ফুলে যাচ্ছে, কিংবা পেটে ধীরে ধীরে ফোলাভাব তৈরি হচ্ছে! এই ধরনের সমস্যাগুলি হার্ট ফেলিওরের লক্ষণ হতে পারে।
    কাদের হার্ট ফেলিওর হয়?
    হার্টের পেশি দুর্বল হয়ে পড়লে তাকে বলে কার্ডিওমায়োপ্যাথি। কিছু বিরল জিনগত কারণ, অ্যালকোহলে আসক্তি, এন্ডোক্রিন জাতীয় সমস্যা যেমন হাইপারথাইরয়েড, বহুদিনের অনিয়িন্ত্রিত ডায়াবেটিস সহ হার্টের পেশিতে রক্ত সরবরাহকারী রক্তবাহী নালীর মধ্যে ব্লক থাকলেও হার্টের পেশি দুর্বল হওয়ার আশঙ্কা থাকে। এছাড়াও আমাদের দেশে রিউম্যাটিক হার্ট ডিজিজের প্রাদুর্ভাব যথেষ্ট বেশি। এক্ষেত্রে হার্টের ভালভের মধ্যে ব্লক তৈরি হয় আর সেই কারণে হতে পারে হার্ট ফেলিওর। হার্ট ফেলিওর হলে হার্টের পাম্পিং ক্ষমতা কমে যায়।
    প্রশ্ন হল হার্ট ফেলিওরের চিকিৎসা কী? ওষুধে কি কাজ হয়? নাকি ডিভাইসের প্রয়োজন হয়? আসুন ভিডিও থেকে জেনে নিই বিস্তারিত তথ্য।
    #Heart_Specialist #Cardiac_Specialist #Cardiac_Care #Cardiology #Interventional_Cardiology #Heart_Disease #Coronary_Disease #Pace_Maker #temporary_and_permanent_pacing #coronary_angiography #angioplasty #echocardiography #balloon_mitral_and_pulmonary_valvuloplasty #EP_study_ablation #catheterization_study #IVUS_guided_angioplasties
    #leadless_pacemaker_implantation #subcutaneous_ICD #LAA_Closure #CRT #ICD #TAV #Angiana#heartfailure#chestpain#heartpalpitation#shortnessofbreath#fatigue #Hypertension #Bradychardia #Trachycardia #Blood_Pressure #Syncope #Blackout #Heart_Attack #Heart_Failure #healthy_heart_diet#heartblock#heartattack#angioplasty#heartstent#balloonangioplasty#diabetes#sugar#kidneydisease#stenosis#laserinheart#newblockinheart#uncontrolleddiabetes#uncontrolledcholesterol#bypassgraft#heartfailure#suddencardiacdeath#ICD#intracardiacdefibrillator#bypass#angioplasty#heartattack#ivus#oct

Комментарии • 11

  • @naturalview2.0
    @naturalview2.0 2 месяца назад

    আমার হার্ট অ্যাটাকের পরে EF ৪১% ছিল, দুটা ব্লক ছিল ৯৫% আর একটা ৯০% রিন বসানো হয়েছে, মাঝেমধ্যে হার্টবিট বেড়ে যায় ১০০ থেকে ১২০, আবার মাঝে মধ্যে বেশি বেড়ে যায় ১৩৫ বাথরুমে গেলে উঠার সময়। দুই মাস হয়েছে ঋণ বসাইছি।

  • @dipakdeb5203
    @dipakdeb5203 7 месяцев назад

    Sir আমার wife' ar mitral valve replacement o by পাস করানো হয় আপনাদের হসপিটালে অপারেশন ta হয় 09.03.2022। কিন্তু কাসি কমছেনা ও শাড়ির দুর্বল ও খাইতে মন চায় না কিন্ত খোধা থাকে। শরীর সব সময়ই খারাপ থাকে

  • @samarpandey5789
    @samarpandey5789 10 месяцев назад

    Outstanding

  • @jumurdas327
    @jumurdas327 Год назад +1

    নমস্কার স্যার আমি ঝুম দাস বাংলাদেশ থেকে আমার arotic valve 57% দুর্বল হয়ে গেছে এটা ওষুধ দিয়ে ভালো হয় আমাকে বলসে opararion করতে যদি একটু বলতেন কি করবো ভালো হতো

    • @kamalhasan2409
      @kamalhasan2409 Год назад

      উনি মুর্শিদাবাদে চিকিৎসা করেন।

  • @sihabjr7
    @sihabjr7 Год назад

    Nomoskar ..sir ami Bangladesh thake bolsi ..sir amr babar year 52..tar hardbit 82 & pesar onk kom..hard block hoise sob gula akhun ki kora uchit 😢

  • @nishustrink9039
    @nishustrink9039 6 месяцев назад

    Thank you so much sir For your advice.

  • @Tik.tok.video4500
    @Tik.tok.video4500 10 месяцев назад

    নমস্কার দাদা কেমন আছেন আমি বাংলাদেশ থেকে বলছি আমি কি আপনার সাথে ওয়াপস হবে একটু কথা

  • @Tik.tok.video4500
    @Tik.tok.video4500 10 месяцев назад

    😢😢😢😢😢

  • @nuralam8029
    @nuralam8029 6 месяцев назад

    Ja bollen ta shuni rugir morar age more Jabe.

  • @jagadishkhapafolksufisinge7141
    @jagadishkhapafolksufisinge7141 10 месяцев назад

    নমস্কার ডাক্তার বাবু আমি জগদীশ মন্ডল আমার কোলেসটরল লেভেল 200 খুবই ভয়ে আছি কি করবো ।