হার্টের রিং : আপনার যা জানা উচিত || Dr Golam Morshed FCPS, MRCP (UK). Interventional Cardiologist

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024

Комментарии • 672

  • @NurulIslam-tk6wu
    @NurulIslam-tk6wu Год назад +12

    স্যার,আপনার কথায় মনে অনেক সাহস পেলাম। মানুষের মাঝে ভয় কমে যাবে।

  • @mohdalamful
    @mohdalamful 3 месяца назад +13

    স্যার, আস্'সালামুয়ালাইকুম ওয়ারাহ্.... আমি F.b এ আপনার একজন ফলোয়ার, চট্টগ্রাম থেকে বলছি। আমিও একজন হার্টের রোগি, রিং লাগিয়েছিলাম প্রায় আট বৎসর হয়েছে, আলহামদুলিল্লাহ্ সুস্হ আছি, ঔষধ চলতেছে। আপনার কথাগুলো শুনে আরো সুস্হ হয়ে গেলাম, নিজেকে হার্টের রোগী বলে মনেই হচ্ছে না। এই মুল্যবান বক্তব্য শুনে অনেক খুশি হলাম ও আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

    • @eitishreeroysvlog1869
      @eitishreeroysvlog1869 3 месяца назад

      Apnr koto % Block or koyta block hoyechilo

    • @mdtoyub5177
      @mdtoyub5177 2 месяца назад

      আপনার সাথে কিছু কথা বলতে চাই কিভাবে সম্ভব

    • @MDRASEL-tk9es
      @MDRASEL-tk9es 8 дней назад

      ভাই ওনার চেম্বার কোথায়

  • @banglakhamu-wu9im
    @banglakhamu-wu9im 23 дня назад +2

    আমাদের দেশে এত চমৎকার ডাক্তার আছে, ভাবতেও ভালো লাগে।

  • @nuruzzamannabinnuruzzamann1225
    @nuruzzamannabinnuruzzamann1225 Год назад +13

    অনেক গুরুত্বপূর্ণ আলোচনা।
    জাতি কৃতজ্ঞ থাকবে আপনার কাছে ইনশাআল্লাহ।
    ধন্যবাদ স্যার।

  • @ratonmodak6183
    @ratonmodak6183 Год назад +23

    ধন্যবাদ স্যার, আপনার কথায় মনের সাহস অনেক বেড়ে গেছে। প্রত্যেক ডাক্তার যদি এভাবে রোগীদের বুঝায় তাহলে রোগীরা অনেক উপকৃত হবে।

  • @mdobaid7363
    @mdobaid7363 Год назад +17

    ধন্যবাদ স্যার, আপনার এই সুন্দর সহযোগিতা মূলক , মূল্যবান বক্তব্যের জন্য।

  • @abusayeed5593
    @abusayeed5593 Год назад +5

    অসংখ্য ধন্যবাদ।অনেক সুন্দর ভাবে বুঝিয়ে দিয়েছেন।আমি খুব মোটিভেটেড হয়েছি।ইনশাআল্লাহ রিং পড়াতে আর ভয় করবো না যদি ডাক্তার পড়তে বলে।ধন্যবাদ স্যার।

  • @shamimhossain7801
    @shamimhossain7801 20 дней назад

    স্যার কে অনেক অনেক ধন্যবাদ। এত সুন্দর করে হাটের রোগীর রিং পরানোর ব্যপারে বিস্তারিত আলোচনা করার জন্য।

  • @idrisali3070
    @idrisali3070 Год назад +4

    স্যার আপনার প্রতি অনেক দোয়া ও ভালোবাসা রইল। আপনার কথাগুলো আমার অনেক ভালো লাগে। আপনি একজন অত্যন্ত ভালো মনের মানুষ ।আল্লাহ আপনার মঙ্গল করুক ।

  • @NazrulIslam-pt7mw
    @NazrulIslam-pt7mw Год назад +12

    ধন্যবাদ সুমন আল্লাহ হায়াত দারুজ করুক ভালো ডাক্তার গুলো কে।। আমার রিং পরিয়ে ছিলো ডাক্তার ধীমান বনিক।।সেই বাংলাদেশের মধ্যে নেই এখন আমেরিকা চলে গেছে।। ভালো ডাক্তার গুলো থাকে না বাংলাদেশের মধ্যে কেন জানি না।।খুব ভালো ছিলো স্যার।।।

    • @MdJakir-gs4ct
      @MdJakir-gs4ct Год назад +1

      আসসালামুয়ালাইকুম, ভাই ধীমান বনিক কি হার্ট ফাউন্ডেশনের ডাক্তার। যদি ওনি হয়, তাহলে ওনিতো হার্ট ফাউন্ডেশনেই আছে।

    • @enshadkhan65
      @enshadkhan65 Год назад

      @@MdJakir-gs4ct o.9

    • @RabeyaBegum-yu6qf
      @RabeyaBegum-yu6qf Год назад

      @@enshadkhan65 u

  • @mijanurrahman7583
    @mijanurrahman7583 Год назад +3

    আপনাকে অনেক অনেক ধন্যবাদ সময় উপযোগী পরামর্শ দেয়ার জন্য।আপনার কথায় মানুষের সিদ্ধান্ত নিতে এখন আর ভয় হবেনা।।

  • @dilderahmed7500
    @dilderahmed7500 Год назад +7

    স্যার ভাল আছেন।আমি আপনার একজন নিয়মিত রুগি।২৩ বছর বাইপাস করিয়েছি এবং তারপর আবার ১২ বছর একটা রিং পরেছি ।এখন আপনার চিকাৎসায় থেকে অনেক ভাল আছি।আপনার জন্য সব সময় দোয়া করি।ভাল থাকবেন।
    দিলদার আহমমেদ। ঢাকা।

    • @hdudbfhhehdhd2432
      @hdudbfhhehdhd2432 Год назад

      ভাইয়া আমি আপনার সাথে একটু যোগাযোগ করতে চাই আপনার বাসা কোথায়। আমার ভাই হার্ট অ্যাটাক করছে

    • @jalilakon8064
      @jalilakon8064 Год назад

      স্যার আমার হার্ট বোক্ল1 00% এখন কি রিং পড়ানো যাবে।

    • @joyfullislam4872
      @joyfullislam4872 2 месяца назад

      কত টাকা খরচ হইচে রিং বসাতে

    • @omannizwa987
      @omannizwa987 10 дней назад

      ভাই এ ডাক্তার কোথাই বশে

  • @idrisali3070
    @idrisali3070 Год назад +6

    আসসালামু আলাইকুম স্যার আপনাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই । আমি নিয়মিত আপনার ভিডিও শুনি আমি প্রায় এক বছর পূর্বে রিং পড়েছি রিং পরার পরে মনে করেছিলাম এই বুঝি শেষ কিন্তু না আপনার ভিডিও শোনার পর থেকে অনেক বিষয় জানতে পেরে এখন আল্লাহর অশেষ রহমতে আমি পুরোপুরি সুস্থ । আমার মনেই হয় না যে আমি হার্টের রোগী। আপনার প্রতি অশেষ দোয়া ও ভালোবাসা রইলো । আল্লাহ যেন আপনাকে নেক হায়াত দান করেন।

    • @ShyamalChakraborty-qj4we
      @ShyamalChakraborty-qj4we Год назад

      উনি কোন হাসপাতালে চিকিৎসা দেন, দয়া করে বলবেন কি?

    • @DrGolamMorshed
      @DrGolamMorshed  Год назад

      ডাঃ গোলাম মোর্শেদ, চেম্বারঃ সিমেক হেলথ, প্লট#১৭ (লিফটের ৮), রোড# ৬, ধানমন্ডি, ঢাকা। (ধানমন্ডি হারুন আই ফাউন্ডেশন/গণস্বাস্থ্য হাসপাতালের বিপরীতে SIBL ব্যাংকের লিফটের ৮)। সিরিয়ালের নাম্বারঃ 01717757593, 013 2577 5757
      location: g.co/kgs/wqAVhE

    • @DrGolamMorshed
      @DrGolamMorshed  Год назад

      ameen

    • @sajjadsk4416
      @sajjadsk4416 6 месяцев назад

      ভাইয়া আপনার কি নিয়মিত ওসুধ খেতে হয় আর আপনার বয়স কত ছিলো তখন

  • @mainul1846
    @mainul1846 2 дня назад

    মাশাআল্লাহ আপনার কথা শুনে মনে সাহস পেলাম

  • @hdjrnf6207
    @hdjrnf6207 2 месяца назад

    হ্যালো আসসালামু আলাইকুম স্যার.আপনার কথাগুলো শুনে মনের মধ্যে অনেক সাহস আসলো আল্লাহ যেন আপনাকে সবসময় মানুষের সেবা করার সুযোগ দেয়.আখে রাতে আপনার সেবার সেই মূল্য আল্লাহতালা অবশ্যই দেবেন.দোয়া করি আপনাদের মত মানুষ যেন দুনিয়াতে বেঁচে থাকেন🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @AnisurRahmanAntor
    @AnisurRahmanAntor 5 месяцев назад +3

    অনেক অনেক ধন্যবাদ স্যার আপনার এই ভিডিওটা দেখে অনেক সাহস পেলাম৷৷ ৯/৪/২০২৪ তাখিরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এনজিওগ্রাম করতে বলেছে৷ এখন যদি রিং পরাতে বলে।।। রিং পরিয়ে নিবো ইনশাআল্লাহ।।।।।।

  • @MdShaulAlam-ch2ru
    @MdShaulAlam-ch2ru 8 месяцев назад +2

    স্যার সুন্দর পরামর্শের জন্য অসংখ্য ধন্যবাদ।

  • @MdMamun-xl1mj
    @MdMamun-xl1mj Год назад +8

    আসসালামু আলাইকুম স্যার। অত্যন্ত সহজ সরল ভাবে হার্টের রিং এর বিষয় বোঝানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশাকরি পরবর্তীতে হার্টের পেসমেকার এর বিষয়ে এই রকম একটি ভিডিও দিয়ে আমাদের উপকার করবেন। মহান রাব্বুল আলামিন আপনাকে নেক হায়াত ও দীর্ঘ হায়াত দান করুন।

    • @mdabdurrahman4363
      @mdabdurrahman4363 Год назад

      My l

    • @MdKhabir-fu9hu
      @MdKhabir-fu9hu Год назад +1

      ​@@DrGolamMorshedছার একটা রিং পরানোর সবচেয়ে কম খরচ কতো লাহে বল্লে অনেক অপকার হরে

    • @shahinreza108
      @shahinreza108 Год назад

      @@MdKhabir-fu9hu অপকার হবে?

  • @JahirulIslam-jm1sn
    @JahirulIslam-jm1sn Год назад +2

    আসসালামু আলাইকুম, শ্রদ্ধেয়জন।আপনার জ্ঞানগর্ভ আলোচনায় ইতিবাচক অনুভূতি আসছে।বাবা হার্ট করেছে এক মাস পর এনজিওগ্রাম করবে।খুব উদ্বিগ্ন ছিলাম,আপনার কথাগুলোতে স্বস্তি পাচ্ছি। দোয়া করি বেশ ভালো ও সুস্থ থাকুন।অনুরোধ রইলো গভীরভাবে, যাদের আর্থিক সংকট রয়েছে তাদের দিকে তাকিয়ে চিকিৎসা ব্যায়টা কম নিয়েন।

    • @DrGolamMorshed
      @DrGolamMorshed  Год назад

      ইনশাআল্লাহ

    • @MehuPori
      @MehuPori 7 месяцев назад

      @johirul vai apner baba akn kmn ase.... Angiogram koraisen...

    • @JahirulIslam-jm1sn
      @JahirulIslam-jm1sn 7 месяцев назад

      @@MehuPori এনজিওগ্রাম করানোর পর দুইটা ব্লক ধরা পড়েছিল।একটা ৮০% এবং অন্যটি ৬০%।একটি রিং বসিয়েছে এবং অন্যটি বেলুন দিয়ে ফুলিয়ে দিয়েছে। ডাক্তারের পরামর্শ ও নিয়মিত ঔষধ সেবন করছেন।আল্লাহ, ভালো রেখেছেন।

  • @akazad3023
    @akazad3023 Год назад +3

    আসসালামু আলাইকুম আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাকে সুস্থ রাখুন।

  • @mahdihasan5421
    @mahdihasan5421 Год назад +2

    এতো চমৎকার বুঝিয়ে বল্লেন স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ।

  • @nirmaldey158
    @nirmaldey158 Год назад +4

    সুন্দর পরামর্শের অশেষ ধন্যবাদ। স্যার আপনি অনেক ভাল থকুন।

  • @mohammedidris6410
    @mohammedidris6410 Год назад +7

    ধন্যবাদ স্যার আপনার এই আলোচনার মাধ্যমে আমি অনেক চিন্তা মুক্ত হলাম কারণ আমার শরিলে আমি২০১৭ সালে চারটা রিং একসাথে লাগিয়ে ছিলাম।আমি ভালো আছি আপনাকে আবারও ধন্যবাদ।

    • @Sheza910
      @Sheza910 Год назад

      আপনি রিং কোথায় পড়িয়েছেন?

    • @Rowzasnehamoms
      @Rowzasnehamoms 6 месяцев назад

      খাবার কি আলাদা ভাবে রান্না করতে হয়

    • @joyfullislam4872
      @joyfullislam4872 2 месяца назад

      কত টা কা খরচ হইচে

  • @jajbirjajib
    @jajbirjajib 8 месяцев назад

    আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক

  • @mdnizam576
    @mdnizam576 5 месяцев назад +1

    ২ দিন আগে রিং বসানো হয়েছে
    অনেক টা ভয় কাজ করছিলো
    কিন্তু আপনার ভিডিওতে মন্তব্য গুলো সাহস দিলো,,, ধন্যবাদ স্যার

    • @DrGolamMorshed
      @DrGolamMorshed  4 месяца назад

      আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন।

    • @yousufhasanniloy540
      @yousufhasanniloy540 4 месяца назад

      Sir apni kon hospital thaken

    • @DrGolamMorshed
      @DrGolamMorshed  4 месяца назад

      ডাঃ গোলাম মোর্শেদ, চেম্বারঃ সিমেক হেলথ, প্লট#১৭ (লিফটের ৮), রোড# ৬, ধানমন্ডি, ঢাকা। (ধানমন্ডি হারুন আই ফাউন্ডেশন/গণস্বাস্থ্য হাসপাতালের বিপরীতে SIBL ব্যাংকের লিফটের ৮)। সিরিয়ালের নাম্বারঃ 01717757593, 013 2577 5757
      location: g.co/kgs/wqAVhE

  • @harunorrashid4954
    @harunorrashid4954 Месяц назад

    সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার।

  • @jalalakbar7972
    @jalalakbar7972 Год назад +2

    Brilliant ! A wonderful cardiologist speaking in a humane disposition . Thank you !

  • @HawladerRakib1997
    @HawladerRakib1997 2 месяца назад

    মাশা-আল্লাহ খুবই গুরুত্বপূর্ণ আলোচনা।

    • @DrGolamMorshed
      @DrGolamMorshed  2 месяца назад +1

      আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন।

  • @biswajitbarai7244
    @biswajitbarai7244 8 месяцев назад

    অনেক উপকৃত হইলাম,, স্যারকে অশেষ ধন্যবাদ।

  • @delwarhossainkhokon2002
    @delwarhossainkhokon2002 Год назад +2

    আসসালামু আলাইকুম, স্যার আল্লাহ পাক আপনার দীর্ঘ নেক হায়াত ও সুস্থতা দান করুন।

    • @samiyaislamrifad2736
      @samiyaislamrifad2736 Год назад

      স্যার আসসালামু আলাইকুম আমার মেয়ের 9 ইয়ার তার হার্ট সিদ্র 3 .mm doctor bole অপারেশন করতে হবে। কিন্তু আমরা ভয় পায় আমরা কি করতে পারি plz bolben

    • @samiyaislamrifad2736
      @samiyaislamrifad2736 Год назад

      স্যার অপারেশন সারা আর কি অন্য কোনো ওপা য় কি বলবেন

    • @DrGolamMorshed
      @DrGolamMorshed  Год назад

      device implantation is another way of treatment of heart whole

    • @DrGolamMorshed
      @DrGolamMorshed  Год назад

      Ameen

  • @RokonUddin-sj3eo
    @RokonUddin-sj3eo Год назад +2

    ছ্যার আপনার কথা সুনে মন ভালোহয়ে গেলো আলহামদুলিল্লাহ আললহ আপনাকে বালো রাখোখ আমিন ছ্যার আপনে কোথায় বসেন যানলে বালো হবে

  • @أسامةالطيبأسامةالطيبادممهنا

    স্যার মাসাআল্লাহ্ জাযাকাল্লাহ খাইর,, অনেক ভালো লাগলো,, এতো সু্ন্দর করে বুঝিয়ে বলার জন্য,, স্যার রিং পরাতে উপারেশন করতে হয়

    • @DrGolamMorshed
      @DrGolamMorshed  9 месяцев назад

      না অপারেশন লাগে না

  • @asimchandra5123
    @asimchandra5123 Год назад

    Sir aponar kota sune amar kanna asce ..moner kusite eto valo.lagilo aponar jonno amar mon taki duhamel kori aponi amader pase cirodin bece takiben ..

  • @debashisbhattacharjee3141
    @debashisbhattacharjee3141 6 месяцев назад

    ডাক্তারবাবু, আপনি এতো সুন্দর ও সহজভাবে আমাদের হার্ট অ্যাটাক হেতু রিং অর্থাৎ স্টেন্ট পড়ানোর ব্যাখ্যা দিলেন তাতে করে আমি খুব আশ্বস্ত বোধ করছি। সত্যিই আপনি অনন্য।ঈশ্বর আপনার মানবসেবার হাতটাকে আরও দৃঢ় করুক। আমি কলকাতায় থাকি। আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত অনুষ্ঠান আমি মাঝে মধ্যে দেখে থাকি।

    • @DrGolamMorshed
      @DrGolamMorshed  6 месяцев назад

      আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন।

    • @alrass6831
      @alrass6831 4 месяца назад

      স্যার আপনি কোন হাসপিটালে বসেন যদি বলতেন অনেক ভালো হতো😔​@@DrGolamMorshed

    • @DrGolamMorshed
      @DrGolamMorshed  4 месяца назад

      @alrass6831 ডাঃ গোলাম মোর্শেদ, চেম্বারঃ সিমেক হেলথ, প্লট#১৭ (লিফটের ৮), রোড# ৬, ধানমন্ডি, ঢাকা। (ধানমন্ডি হারুন আই ফাউন্ডেশন/গণস্বাস্থ্য হাসপাতালের বিপরীতে SIBL ব্যাংকের লিফটের ৮)। সিরিয়ালের নাম্বারঃ 01717757593, 013 2577 5757
      location: g.co/kgs/wqAVhE

  • @RuhulAmeen-q5p
    @RuhulAmeen-q5p Год назад +1

    আলহামদুলিল্লাহ খুব ভালো উপদেশ দিচ্ছেন ধন্যবাদ

  • @MdIslam-s9f
    @MdIslam-s9f Год назад

    চমৎকার পরামর্শ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

  • @ইসলামেরপথ-ঙ১ড

    আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন আমীন

  • @shamimahmad1026
    @shamimahmad1026 5 месяцев назад

    Hats off to you.
    You guys are the real Hero.
    Almighty Allah bless you.❤️

    • @DrGolamMorshed
      @DrGolamMorshed  4 месяца назад

      আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন।

  • @MdMasudurRahman-sk6dy
    @MdMasudurRahman-sk6dy Год назад +3

    অনেক সুন্দর করে পরামর্শ দিয়েছেন স্যার ধন্যবাদ।

  • @amitavachakraborty1039
    @amitavachakraborty1039 Год назад +1

    NICE DISCUSSION DR. SIR ,AAMI RING PORIOCHI 1914, April e, Gauhati,G.N.R.C. te, by Dr. Boro(Gauhati, Assam, India), Eai discussion ta aamar khub bhalo laglo

  • @MrRaj-jp1rg
    @MrRaj-jp1rg Год назад +2

    খুব সুন্দর আলোচনা।
    আপনাকে অনেক ধন্যবাদ স্যার।

  • @muztabachowdhury2482
    @muztabachowdhury2482 Год назад +3

    Alhamdulilah
    I had my heart with two stent since 2006. I am sixty years old. I am regular playing badminton every week . Alhamdulilah so far no problem at all. Love from Sydney, Australia

    • @DrGolamMorshed
      @DrGolamMorshed  Год назад

      Alhamdulillah

    • @md.al-amin2635
      @md.al-amin2635 Год назад +1

      টাকা পয়শা বড় কথা নয়। ডাক্তার যদি হও এমন ডাক্তার হও। যার দ্বারা মানবতা উপকৃত হয়। স্যালুট আপনাকে।

    • @nazimuddin4616
      @nazimuddin4616 8 месяцев назад

      Hi sir ​@@DrGolamMorshed

  • @muztabachowdhury2482
    @muztabachowdhury2482 Год назад +2

    Thank you Dr. Your valuable advice. Jazak Allah khairan

  • @arifurrahmanpatwary4746
    @arifurrahmanpatwary4746 Год назад +3

    ধন্যবাদ স্যার আলোচনা অনেক গুরুত্বপূর্ণ, আমার ২০১৭ সালে হার্ট অ্যাটাক হয়েছিল এবং তখনি বংগ বন্ধু মেডিকেল ২টি রিং বসিয়েছি, এখন পর্যন্ত ভালো আছি আলহামদুলিল্লাহ, আমি Clopaid AS, Metavas MR, Cardex 6.25, Rocovas 10 খাচ্ছি, ডায়াবেটিস আছে মোটামুটি কন্ট্রোল এ থাকে, Emjard M, খাচ্ছি, ঔষধ গুলো কি চালিয়ে যাবো, যদি পরামর্শ দিতেন উপকৃত হবো এবং কৃতজ্ঞ থাকবো।

    • @DrGolamMorshed
      @DrGolamMorshed  Год назад

      ঔষধ চালাতে হবে কিন্তু এতো ঔষধ লাগবে না

  • @mahia2009
    @mahia2009 Год назад +1

    Assalamu alaikum wa Rahmatullah
    স্যার আপনার প্রতিটি ভিডিও আমাদের জন্য অনেক উপকারি
    স্যার একটা কথা জানতে চাচ্ছিলাম
    আমার বাবা জাতীয় হৃদরোগ হাসপাতালে ভর্তি আছেন আজ তিন দিন যাবৎ।।দু বছর আগে বাবার হার্টে ৭০% ব্লক ধরা পড়েছে।। ভয়ের জন্য বাবা অপারেশন করায় নি।।এখন অবস্থা খুবই জটিল।। রিং ভরার জন্য এখন বলা হচ্ছে।। এমতাবস্থায় হার্টের ভিতরে কোন রিং টা ভরলে ভালো হবে
    ।।বাবার বয়স ৫৪।।
    স্যার আপনার পরামর্শ চাই

  • @md.jahingirislam6438
    @md.jahingirislam6438 Год назад +3

    ধন্যবাদ স্যার সুন্দর পরামর্শ দেওয়ার জন্য

  • @AnwarHossain-vu5pr
    @AnwarHossain-vu5pr Год назад +2

    Thank you sir. I watch your video regularly. It is most important to us. I am a patient of heart.

  • @drbaby3195
    @drbaby3195 Год назад +1

    আলহামদুলিল্লাহ আললাহ্ আপনার নেক হায়াত দান করুন, আপনার জন্য দোয়া রইলো রইল স্যার।

  • @nesarahmed3184
    @nesarahmed3184 Год назад

    আপনার কথাগুলো শুনে মনটা ভরে গেল আমি এক সপ্তাহ আগে রিং পরাইছি ভাবছিলাম আমি মনে হয় বাদে গেছি এখন আপনার পরামর্শ শুনে পুরাপুরি চাঙ্গা হয়ে গেলাম আল্লাহপাক আপনার মঙ্গল করুক

  • @bashirahamed8973
    @bashirahamed8973 Год назад +1

    আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন।

  • @diluarabegum4959
    @diluarabegum4959 Год назад

    আল্লাহ আপনাকে দীর্ঘ জীবি করুন

  • @mdabdulawal2298
    @mdabdulawal2298 7 месяцев назад

    সুন্দর আলোচনা। ধন্যবাদ আপনাকে।

    • @DrGolamMorshed
      @DrGolamMorshed  7 месяцев назад

      আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন।

  • @md.obedulhaque6105
    @md.obedulhaque6105 10 месяцев назад

    Well done.Please give a video of bypass surgery Sir.Thanks a lot Sir.

    • @DrGolamMorshed
      @DrGolamMorshed  10 месяцев назад

      okay i will try. what do you want to know ?

  • @mohammedyousuf3434
    @mohammedyousuf3434 Год назад +1

    Thank you for your good advice. God bless you.

  • @mostafizurrahaman456
    @mostafizurrahaman456 5 месяцев назад

    ধন্যবাদ স্যার। আজ মনোবল অনেক বেড়ে গেল।

  • @abulala-vz6cf
    @abulala-vz6cf 8 месяцев назад

    Very informative discussion,Thank you
    Sir.

  • @lutfulkabir1816
    @lutfulkabir1816 Год назад +1

    কথাগুলো শুনে খুব ভাল লাগলো ।

  • @হুমায়ুনপাটোয়ারী

    স্যার আমি রিং লাগাইছি তিনটা প্রায় দু বছর আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আপনার কথায় অনেক সাহসী হয়ে গেলাম স্যার

    • @DrGolamMorshed
      @DrGolamMorshed  2 месяца назад

      আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন।

    • @NojrulIslam-k4n
      @NojrulIslam-k4n 2 месяца назад

      Kotw tk khoroch hoiche vai

  • @JoynalAbedinpathan
    @JoynalAbedinpathan 9 месяцев назад +2

    কোন দেশের রিং ভাল প্লিজ জানাবেন।

  • @abduljabbar25961
    @abduljabbar25961 Год назад +1

    ধন্যবাদ স্যার আপনার এইসব পরামর্শের জন্য কিছুদিন আগে আগে রিং বসিয়েছি আপনার পরামর্শ আমার খুব ভালো লাগে

    • @hamidulhaque7472
      @hamidulhaque7472 Год назад

      ধন্যবাদ

    • @Sheza910
      @Sheza910 Год назад

      কোন হাসপাতালে রিং বসিয়েছেন আপনি?

  • @akfazlulhaque4854
    @akfazlulhaque4854 Год назад

    স্যার, আপনার আলোচনা অত্যান্ত গুরুত্বপূর্ণ ও অনেক সুন্দর করে বুঝিয়ে বলেছেন। ধন্যবাদ স্যার ।
    স্যার, আপনার চেম্বার ও মোবাইল নাম্বারটা দিবেন ।

  • @আহাদমিয়াজি
    @আহাদমিয়াজি 5 месяцев назад

    ভালো মানুষ, অসাধারণ পরামর্শ।

    • @DrGolamMorshed
      @DrGolamMorshed  5 месяцев назад

      আপনাকে ধন্যবাদ।

  • @krisnobaidya8667
    @krisnobaidya8667 27 дней назад

    ধন্যবাদ সুন্দর ভাবে বোঝানোর জন্য ❤

  • @RaihanAli-z5z
    @RaihanAli-z5z Год назад +1

    thanks lot my dear famous sir
    for your Remarkable advice

  • @MDBasirAhmmedMrida
    @MDBasirAhmmedMrida 9 месяцев назад

    ধন্যবাদ স্যার খুব সময় উপযোগী আলোচনা

    • @DrGolamMorshed
      @DrGolamMorshed  9 месяцев назад

      আপনাকেও ধন্যবাদ। ভালো থাকবেন।

  • @mahamadkhokan
    @mahamadkhokan Год назад

    আল্লাহ পাক আপনাকে সুস্থ রাখুক দোয়া রইল

  • @ArshadAli-xn5sb
    @ArshadAli-xn5sb Год назад +102

    স্যার, আমি আব্বাকে (মোঃ মতিয়ার রহমান, ৭৫ বছর, টাঙ্গাইল) নিয়ে আপনার কাছে গিয়েছিলাম, স্যার, আপনার চিকিৎসা সেবা পেয়ে আব্বা অনেক খুশি হয়েছেন।

    • @mdrubelmia756
      @mdrubelmia756 Год назад +4

      ​@@DrGolamMorshed স্যার আপনার চেম্বার কোথায় ।একটু জানাবেন।

    • @oldmusic2645
      @oldmusic2645 Год назад +7

      Sir আজকে আমার বাবাকে ইবনে সিনা দেখাইছি,, তারা বলছে হার্ড বল্ক হয়ে গেছে,, ,, এনজিও গ্রাম করেছি,, এখন বলতেছে বাইপাস সার্জারি করাতে হবে ,, এখন আমার কি রকম খরচ আস্তে পারে ,, একটু যদি বলতেন

    • @sahadathossain8271
      @sahadathossain8271 Год назад

      ছার বসেন কোথাই

    • @ferozhossain7
      @ferozhossain7 Год назад

      আসসালামু আলাইকুম। ভাইয়া আপনি তো আপনার বাবাকে
      এই স্যারের কাছেই দেখেছিলেন। ওনার চেম্বারটা কোথায় কিংবা উনি কোন হাসপাতালে বসেন আমাকে একটু বলবেন। উনাকে আমার খুব দরকার। আমি খুব উপকৃত হব।

    • @sabbirazad4691
      @sabbirazad4691 Год назад +1

      Sir amar baba hart attack kore doctor bolse 3 ta block ase 2 Sadharan, 1 ta ring poralei hobe baki 2 ta osudhe thik hoye jabe amra 1 ta ring porano hoise prai 10 mas hoise proti masei Doctor dekhassi, but thik josse na edanig babar khub kharap lagse, bolse beter modde mocjramuchri korse, bomi vab hosses majemaje buk o pithe batha hossr,buk chap dhore thak se bam hate batha josse, sorir durbol hosse,sukiye jasse, khawyar poreo bolse khudha thakse, matha batha korse,sorir kapse, osthir lagse doctor medicine change kore disse taw thik josse na ei valo thakse abar durbol lagse matha batha korse e obosthai ki korbo poramorso chassi

  • @nilimahassan9617
    @nilimahassan9617 Год назад +2

    11:16 আমার হ্যাজবেন্ডের বয়স ৬৩।এঞ্জিয়গ্রাম করে ৯টা ব্লক ধরা পড়েছে। কখনো কোন এটার্ক্ট হয় নাই আলহামদুলিল্লাহ। ডা: বলেছেন উনার একটা ব্লক খুব বাজে অবস্থায় এবং ডেঞ্জারাস। বাইপাস করালেও পর পরই আবার দুইটা রিং পরতে হবে। ড: ঔষধ দিয়েছেন খেয়ে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছেন। খাবার দাবার বেশ মেইনটেইন করছেন।রান্নায় তেল খুবই সামান্য। মাংস একেবারে বাদ।। আমি আপনার কাছে পরামর্শ চাচ্ছি উনার কি অপারেশন করা উচিৎ হবে, নাকি যেভাবে আছেন এভাবেই চলবেন। পরামর্শ দিলে কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ

  • @mohibulrubel7
    @mohibulrubel7 Год назад +4

    স্যার সিটি এনজিওগ্রাম করতে কত টাকা লাগতে পারে জানাবেন কি

  • @Safiuddin-b7g
    @Safiuddin-b7g Год назад +3

    ধন্যবাদ স্যারকে।

  • @HafizurRahman-ge9dm
    @HafizurRahman-ge9dm 3 месяца назад

    Very good advice.Thanks.

  • @technoudyalogus4319
    @technoudyalogus4319 Год назад +2

    Very good explanations.

  • @amzadhossain321
    @amzadhossain321 Год назад +1

    Thanks for your good advice.

  • @muztabachowdhury2482
    @muztabachowdhury2482 Год назад +2

    Government should give this treatment free.

  • @Lightstar45-b
    @Lightstar45-b 4 месяца назад +1

    Lot of thanks.who serve & love others ALLAH serve him be
    st.

    • @DrGolamMorshed
      @DrGolamMorshed  4 месяца назад

      you are welcome and thank you for your kind prayers

  • @user-dorim2011
    @user-dorim2011 Год назад +1

    Thanks for your explaination

  • @kashinathbhowmick4999
    @kashinathbhowmick4999 Год назад +2

    Thank you sir, for your lucid explanation regarding efficacy of coronary angioplasty.

  • @MamunKhandakar-w2b
    @MamunKhandakar-w2b 9 месяцев назад

    সুন্দর আলোচনা জাজাকাল্লা খাইর।

    • @DrGolamMorshed
      @DrGolamMorshed  9 месяцев назад

      আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন।

  • @sislam3609
    @sislam3609 Год назад

    আপনাকে অনেক ধন্যবাদ, আমি ১২ সালে ২৫ শে জুন হার্ট ফাউন্ডেশন থেকে রিং লাগানো হয়,কিন্তু এতোদিন যে হেজিটেশন ছিল সেটা আজ দুর হয়ে গেল আপনার এই ভিডিওটা দেখে আবারও আপনাকে ধন্যবাদ।

    • @DrGolamMorshed
      @DrGolamMorshed  Год назад

      its my pleasure

    • @IqbalHossan-oe6xx
      @IqbalHossan-oe6xx 3 месяца назад

      ভাইজান আমি আপনার সাথে একটু কথা বলতে চাই

  • @rosysultana5028
    @rosysultana5028 Год назад

    Mashallah khub valo vabe bjhiechen thanks

  • @anishoque4167
    @anishoque4167 Год назад +1

    What’s the next step/treatment if the stent in artery gets blocked?

  • @zonisikder2158
    @zonisikder2158 Год назад

    ধন্যবাদ স্যার
    সুন্দর পরামর্শ দেওয়ার জন্য।

  • @hmaminulislam595
    @hmaminulislam595 Год назад

    স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমি ঢাকা হার্ট ফাউন্ডেশন থেকে পাঁচ বছর আগে রিং পরিয়েছি এখনো মোটামুটি ভালই আছি আলহামদুলিল্লাহ,,,,,

  • @kamrulhassan7789
    @kamrulhassan7789 Год назад +1

    Very nice explain thank you sir

  • @tajudindada4012
    @tajudindada4012 Год назад

    Thanks very good onak sundor Live sir apnake onak onak Dhonnobad

  • @SaifulIslam-n7c3c
    @SaifulIslam-n7c3c 20 дней назад

    মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ
    আমি সৌদি আরব থেকে দেখছি
    আমি 26/10/2024
    রিংলাগাচি আমার যতদিন বাছবোততদিন
    কিঔষধখেতেহইবে।

  • @nasirdhali6990
    @nasirdhali6990 Год назад +1

    Thanks for good analysis

  • @mynameissneha9402
    @mynameissneha9402 8 месяцев назад

    Sir ..kom damer stenth prle ki voi ache.?
    Kivabe bujhbo seta?

  • @NurulHuda-xq5gx
    @NurulHuda-xq5gx Год назад +1

    Thank you sir. You give a good advice.

  • @hdbangladash6002
    @hdbangladash6002 6 месяцев назад +3

    স্যার আমার শশুর ৭০% হাড বোলোক ডাঃ বলসেন রিং লাগাতে এখন আমাদের কাছে ৫৫/৬৫ হাজার টাকা জোগার করতে পারবো আমরা জাতীয় হৃদরোগ হাসপাতালে ভতি ছিলাম ডাঃ বলসেন ৮০/ এক লাখ টাকা লাগবে এখন আমরা কি আপনার মাধ্যমে কোনো সহজুগিতা পেতে পারি ধন্যবাদ

  • @naharsultana4084
    @naharsultana4084 Год назад

    Apnar upodeshta Khub vlo laglo

  • @jashorenorthbbf3786
    @jashorenorthbbf3786 27 дней назад

    স্যার আপনার কথায় অনেক সাহস বেড়ে গেল।আমি রিং পরিয়েছি ৩ মাস হলো স্যার ভাত জল বেশী খেতে পারবো কিনা একটু জানাবেন।

  • @sparvin8950
    @sparvin8950 Год назад +2

    Sir, রিং লাগানোর পর ও যোদি হার্ট ব্লক হয় তাহলে কি আবার রিং লাগাতে হবে?

  • @Daffodil-jq6zj
    @Daffodil-jq6zj 10 месяцев назад

    sir, thanks for kind information.my LCX 99% block coronary stent done 2wks ago prince mohd abdul aziz hospital ksa.my RCA Ectatic with mild diffuse disease.for RCA future will b need stent??for your kind advice.

  • @s.m.mujibulhoque5961
    @s.m.mujibulhoque5961 10 месяцев назад +1

    মাঝে মাঝে ব্যাথা করবে কিনা একটু জানান আর ব্যাথা করলে তখন কি করতে হবে সেটাও জানান।

  • @mostafachowdhury9686
    @mostafachowdhury9686 9 месяцев назад

    Thanks for your good advice..

  • @mahbuburrahman1861
    @mahbuburrahman1861 Год назад

    Thanks sir from USA Michigan

  • @mdlalukhan5057
    @mdlalukhan5057 10 месяцев назад +1

    স্যার,হার্টে'রিং পরানোর খরচ কেমন হবেন'?

  • @nissan-e-helalasst.profess3878
    @nissan-e-helalasst.profess3878 2 месяца назад

    ধন্যবাদ ডাক্তার সাহেব

    • @DrGolamMorshed
      @DrGolamMorshed  2 месяца назад

      আপনাকেও ধন্যবাদ। ভালো থাকবেন।

  • @rookshanaperveen836
    @rookshanaperveen836 Год назад

    Small mitrale leaky valve is it dangerous. What is the the treatment. My doctor said no treatment. Why. He said no very serious. He gave me blood pressure and flicainde. Do you think it is okay