"... না চাহিতে তুমি যা'করেছ দান......" ভাবছি আপনারা কীভাবে জানলেন, আমি কী চাই! না চাইতেই আমার শূন্য ঝুলি ভরে দিলেন। এই কৃতগ্যতা আমি রাখি কোথায়! আপনাদের প্রতি ষ্ঠান চিরকাল যেন আমার মতো বন্চিত মানুষের হৃদয়ে থাকে। আমি অশীতিপর বৃদ্ধ হয়তো তাড়াতাড়ি চলে যাব একদিন। কিন্তু বেঙ্গল ফাউন্ডেশন যেন বেঁচে থাকে। ,,,, নির্মল সরকার।।চাকদহ।। নদীয়া।।
১৩৯৫ বঙ্গাব্দের ১ বৈশাখ ( ১৪ এপ্রিল ১৯৮৮) বাংলা একাডেমির বৈশাখ উদযাপনে প্রথম শুনেছিলাম আপনার সুরেলা কন্ঠের অন্যরকম প্রতিধ্বনি। সেই কিশোর বয়সেই আপনার কন্ঠ আর ৩ কবির কথা অশ্রু ঝরিয়েছিল এক কিশোরের। আজ আপনি নেই। কিন্তু রেখে গেছেন অমর কন্ঠখানি; যা বাঙালী ভুলতে পারবে না কোনদিন। পরপারে শান্তিতে থাকুন। আল্লাহ আপনাকে বেহেশত নসীব করুন।।
এই গানগুলো ছোটবেলায় শুনেছি। আজ প্রায় ৬০ বছর বাদে গানগুলো শুনে অসাধারণ লাগলো। শিল্পীর পরিবেশনার কোনো তুলনা নাই।ওনার জন্য অনেক অনেক শুভেছা রইলো। বাংলার এই অনবদ্য ঐশয্যকে বাঁচিয়ে রাখার ওনার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই।
আমার মা গাইতেন খুব এই গানটি আজ মা আমাদের ছেড়ে চলে গেছেন অনেক দিন ছোটো বেলায় এই গানের মানে বুঝতে পারতাম না অনেক দিন পর আবার এই গানটি শুনে মুগ্ধ হয়ে গেলাম শিল্পী কে আমার প্রনাম
কিছু না লিখে না বলে নিঃশব্দে মনের কোনে শ্রদ্ধার একটি স্তবক রেখে দিলাম পরলোকগত গুণী শিল্পীর প্রতি। বাংলা সাহিত্যকে তাদের অমর সাহিত্য কীর্তির ডালি দিয়ে সমৃদ্ধ করেছেন তাদের জন্য রইলো আন্তরিক শ্রদ্ধা
কি লিখবো ? অজানা অপূর্ব এক অনুভূতি যা আনন্দ বেদনার সংমিশ্রণে জীবনটাকে আবারও দোলায়িত করে তোলে ! আমাদের মাঝে উনি নাই ; তবু্ও জীবনকে নূতন করে ভাবতে শেখায়।
ও: কি অভিজ্ঞতা :শেষের দুটি গান।রেশ থেকে গেল। আজ সন্ধ্যায় কি অপূর্ব অবগাহণ।অনুভব করতে পারি এই ধরনের গান গুলি আয়ত্তে আনা কত শ্রমসাধ্য কাজ।এগারো নং গান টি শোনার সময় মনে হচ্ছিল violin শুনছি। শিল্পী কে শ্রদ্ধা জানাই।--পরিমল কান্তি নন্দী। পাটনা/কোলকাতা।
Geeta Nandi, you are a superior perceptive listener. The violin metaphor is exceptionally apt. She is a great artiste. The world is poorer with her demise.
Such intoxicating melodious voice and such beautiful renditions of Atulprasadi, Rajanakanta, and Dwijendrageeti- one has to love them all. RIP Nilufar! My only regret is that I never heard her sing any Rabindrasangeet. She would have been great in that genre. Dr. Ajit Thakur (USA).
Made me ecstatic ! Truly Amrita ! Pranam janai Madam ke emon ek sundar gaaner jonya. Outstanding. Golden voice of Bengal ! So melodious heart touching songs. Such songs melt the heart. Such songs made us ecstatic !
Extremely sorry and ashamed for not knowing that such a very great artiste is no more among us physically. But, she is definitely IMMORTAL AND ALWAYS WITH US.
Unending thanks and regards to Bengal Foundation. Yes, I must subscribe. Such a great artiste ! My life is fulfilled at the age of 68 on hearing your melodies, respected Madam Nilufar Yasmeen. We are really blessed with such GREAT POETS AND GREAT ARTISTE. MAY GOD BLESS YOU WITH SOUND HEALTH AND SPIRIT.
কেন যে এত তাড়াতাড়ি চলে গেলেন ।এই মাপের শিল্পী আর পাওয়া সম্ভব না। এখন বেশির ভাগ শিল্পী চর্চা করেন না,যস্ ও টাকা পছন্দ । যাক যতটুকু দিয়ে গেছেন, তা আয়েত্ত করতেও আবার জন্ম নিতে হবে।
I did not know that such a golden voice had in Bengal ! So sweet melodious soft smooth classical voice. These songs can be enjoyed by closing eyes but hear and hear the words of all these songs.
দিদি আপনার সঙসারে দীর্ঘ দিন থাকার আবশ্যকতা ছিল কিন্তু অকালে আমাদের নি্স্ব করে চলে গেলেন আমাদের ওপর কি অভিমানে? আমরা রিক্ত হলাম কি অপরাধে জানিনা। আমাদের আমা্রজনীয়ূ অপরাধ মার্জনা করবেন।
Calcutta= sr.citizen= Thanks to channel.Unparallel voice& its modulation.Young generation has many things to learn from these beautiful s o n g s.
"... না চাহিতে তুমি যা'করেছ দান......"
ভাবছি আপনারা কীভাবে জানলেন, আমি কী চাই! না চাইতেই আমার শূন্য ঝুলি ভরে দিলেন। এই কৃতগ্যতা আমি রাখি কোথায়! আপনাদের প্রতি ষ্ঠান চিরকাল যেন আমার মতো বন্চিত মানুষের হৃদয়ে থাকে। আমি অশীতিপর বৃদ্ধ হয়তো তাড়াতাড়ি চলে যাব একদিন। কিন্তু বেঙ্গল ফাউন্ডেশন যেন বেঁচে থাকে।
,,,, নির্মল সরকার।।চাকদহ।। নদীয়া।।
দরদভরা এমন গলা ঈশ্বরের অমূল্য দান। বারবার শুনতে হয়।
১৩৯৫ বঙ্গাব্দের ১ বৈশাখ ( ১৪ এপ্রিল ১৯৮৮) বাংলা একাডেমির বৈশাখ উদযাপনে প্রথম শুনেছিলাম আপনার সুরেলা কন্ঠের অন্যরকম প্রতিধ্বনি। সেই কিশোর বয়সেই আপনার কন্ঠ আর ৩ কবির কথা অশ্রু ঝরিয়েছিল এক কিশোরের। আজ আপনি নেই। কিন্তু রেখে গেছেন অমর কন্ঠখানি; যা বাঙালী ভুলতে পারবে না কোনদিন।
পরপারে শান্তিতে থাকুন।
আল্লাহ আপনাকে বেহেশত নসীব করুন।।
😅ন😅😅😅ন?ওঝঝও্ঝ্শ
ওও্9ওশ😅ঝঝওঝশঝঝশঝঝঝশওশঝশধ9ওঝধঝধঝধশোশ্ধঝওধ্য99999ধ
9999ধওশওধধশধধশধধ😅ও্99ঝ999ঝ্ওশঝঝঝ9ঝশঝওঝ99😅ঝঝঝো😅শ😅শ😅উষ্ন উষ্ন ৎ।য়
Excellent apurba
অপূর্ব
শ্রদ্ধাঞ্জলি।
A
আজ এই বয়সে আপনার কন্ঠের মাধুর্য আমার মনকে ভারাক্রানত করে যে অকালে আপনি আমাদের ছেড়ে চলে গ্যাছেন।ঈশ্বর যেন আপনাকে চীর শান্তিতে রাখেন।
শিল্পী এবং কবিদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। এমন শিল্পী পৃথিবীতে বার বার আসে না। ইস্বরপ্রদত্ত প্রতিভা নিয়ে জন্মেছিলেন উনি।
অমৃত লোক থেকে ভেসে আসা অমৃতবাণী ও সুর লহরী অনবদ্য বর্ণনাতীত!!!
(গান নং-১১: তোমারেই ভালোবেসেছি আমি ..) স্রষ্টার অফুরন্ত দান আর সাধনার সর্বোচ্চ স্তরে পৌছাইলেই কেবল এমন করে গান গাওয়া যায় .......
আহা!কি অপূর্ব ❤️সাথে আমার বাবা দুলাল চন্দ্র কীর্তনীয়া'র খোল বাজানো।❤️দু'জনেই আজ নেই😢প্রণাম🙏🙏❤️🙏🙏
hmm..২০১৩-১৪ সাল থেকে শুনছি, কিন্তু কখনই পুরো অ্যালবাম না শুনে থামতে ইচ্ছে করেনি।
Apurbo abhavanuo
অনন্যা নিলুফার ইয়াসমিন,, অসাধারণ শিল্পশৈলী।
এমন শিল্পী যুগে যুগে আসে না।
এই গানগুলো ছোটবেলায় শুনেছি। আজ প্রায় ৬০ বছর বাদে গানগুলো শুনে অসাধারণ লাগলো। শিল্পীর পরিবেশনার কোনো তুলনা নাই।ওনার জন্য অনেক অনেক শুভেছা রইলো। বাংলার এই অনবদ্য ঐশয্যকে বাঁচিয়ে রাখার ওনার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই।
Jaman gala, tamani praner akuti dhala gayan.
আমরা ভাগ্যহীন এমন একজন নিরহংকার বিরল প্রজাতির গায়িকা হরিয়েছি অকালে।
কীর্তিযস্য স জীবতি, আপনার অপূর্ব কন্ঠস্বর আমাদের মাঝে বাঁচিয়ে রাখবে। ওঁ শান্তি।
মন প্রাণ ভরে যায়। অপূর্ব গান, অপূর্ব কণ্ঠ!
আন্তরিক ভাবে দুঃখিত এবং শিল্পী প্রয়াতা না জানার জন্য অত্যন্ত লজ্জিত।তাঁর আত্মার প্রতি শ্রদ্ধাঞ্জলি জনাই।---পি কে নন্দী।কোলকাতা।
আমার মা গাইতেন খুব এই গানটি আজ মা আমাদের ছেড়ে চলে গেছেন অনেক দিন ছোটো বেলায় এই গানের মানে বুঝতে পারতাম না অনেক দিন পর আবার এই গানটি শুনে মুগ্ধ হয়ে গেলাম শিল্পী কে আমার প্রনাম
Nilufa আপনার গান খুবই সুন্দর এতো হৃদয় দিয়ে গান karen barbar শুনতে ইচ্ছে হয়।ঈশ্বর আপনার mangol করবেন।
অসাধারণ সব গানগুলো।প্রাণের অর্ঘ দিয়ে শ্রদ্ধা জানাই শিল্পী নিলুফার ইয়াসমিন ও তিন কবি কে।
ওনার গায়কী ঢঙ ও কন্ঠ স্বর কীর্তন গানের উপযুক্ত। তার কীর্তন শুনেছি।
অনবদ্য।
কিছু না লিখে না বলে নিঃশব্দে মনের কোনে শ্রদ্ধার একটি স্তবক রেখে দিলাম পরলোকগত গুণী শিল্পীর প্রতি।
বাংলা সাহিত্যকে তাদের অমর সাহিত্য কীর্তির ডালি দিয়ে সমৃদ্ধ করেছেন তাদের জন্য রইলো আন্তরিক শ্রদ্ধা
এমন মায়াময় সুর ও বাণীর মাধুর্য এমন হৃদয় উজা়ড় করা সুরের ঝর্ণাধারায় আমরা অবগাহন করে ধন্য হলাম।
কেনো এতো তাড়াতাড়ি হারিয়ে ফেললাম- কোথায় প্রশ্ন রাখি? এমন কণ্ঠ লাখেও একটা মেলে কী না সন্দেহ। অপার শ্রদ্ধায় স্মরি।
অসাধারণ গায়কী। মুগ্ধ হয়ে গেলাম।
এমন গান কেন আর আমরা পাইনা। গায়কি যেন এই ধরনের গানের জন্ জন্মেছিলেন
কি লিখবো ? অজানা অপূর্ব এক অনুভূতি যা আনন্দ বেদনার সংমিশ্রণে জীবনটাকে আবারও দোলায়িত করে তোলে ! আমাদের মাঝে উনি নাই ; তবু্ও জীবনকে নূতন করে ভাবতে শেখায়।
Ashadharon!
ওরা চাহিতে জানেনা দয়াময়..
অসাধারণ গায়িকা,,, আত্মায় তৃপ্তি পেয়েছি।৷
অপূর্ব গান ও পরিবেশনায় মুগ্ধ হলাম। দিদি কে শ্রদ্ধাঞ্জলি জানাই।
একেবারেই সম্পূর্ণ আলাদা ধরনের কন্ঠ। মনপ্রাণ কেমন অবস হয়ে যায়। রিটায়ার্ড আসোসিয়েট প্রফেসর কোলকাতা
আভূমিনত প্রণাম
কেন চলে গেলে
ফিরে এস আরেকবার
Satyi gan sune jiban Amar janam amar sarthak
ও: কি অভিজ্ঞতা :শেষের দুটি গান।রেশ থেকে গেল। আজ সন্ধ্যায় কি অপূর্ব অবগাহণ।অনুভব করতে পারি এই ধরনের গান গুলি আয়ত্তে আনা কত শ্রমসাধ্য কাজ।এগারো নং গান টি শোনার সময় মনে হচ্ছিল violin শুনছি। শিল্পী কে শ্রদ্ধা জানাই।--পরিমল কান্তি নন্দী। পাটনা/কোলকাতা।
Geeta Nandi, you are a superior perceptive listener. The violin metaphor is exceptionally apt. She is a great artiste. The world is poorer with her demise.
বড়ো দরদী ও ভাব নিয়ে গেয়েছেন নীলুফার ইয়াসমিন। অতুলনীয় কণ্ঠ সম্পদের অধিকারীনি। শিল্পী কে প্রীতি ও শুভেচ্ছা রইল।
we miss this excellent singer,,respect for her.
Such intoxicating melodious voice and such beautiful renditions of Atulprasadi, Rajanakanta, and Dwijendrageeti- one has to love them all. RIP Nilufar! My only regret is that I never heard her sing any Rabindrasangeet. She would have been great in that genre. Dr. Ajit Thakur (USA).
আমার খুব প্রিয় শিল্পী
অসাধারণ, অপূর্ব একযাদূময় কন্ঠ ।
Apoorbo 👌
Praan judiye galo 🙏
লহ প্রণাম
Khub valo laglo
এমন দরদঢালা গলায় তিন কবির গান
খুব কম শিল্পীই গেয়েছেন।
আমাদের একটা
"নিলুফার ইয়াসমিন" ছিলেন!
এত আনন্দ কোথায় রাখি!
বড়ই ভালো লাগলো।মন ভরে গেলো।
Excilent🙏🙏🙏
চরণে প্রনাম,আমি মুগ্ধ,
মুগ্ধ হলাম আপনার গান শুনে।
স্বর্গীয় কণ্ঠ।প্রণাম।
আললাপাক,তাকে জাননাত নসীব করুন
Oshadharon, opurbo, ebong oshommmbhob suure
শ্রদ্ধা
Ashadharon gayoki bhabe bibhor hoye geyechen
Made me ecstatic !
Truly Amrita !
Pranam janai Madam ke emon ek sundar gaaner jonya.
Outstanding.
Golden voice of Bengal !
So melodious heart touching songs. Such songs melt the heart.
Such songs made us ecstatic !
A beautiful album. She has earnestly presented these songs Very pleasant to listen.
খুবই সুন্দর দিদিভাই ।
Excellent. My favorite artist, one more Firoza Begum.
Great Artist.
কি অপূর্ব সুন্দর গায়কী প্রতিভা মন ভরে যায় মনপ্রাণ ঢেলে দিয়ে গান গেয়েছেন। আমার শ্রদ্ধা নিবেদন করছি।
Asadharon
Extremely sorry and ashamed for not knowing that such a very great artiste
is no more among us physically. But, she is definitely IMMORTAL AND ALWAYS
WITH US.
সত্যি বলতে উনার জন্য এত্তো মায়া লাগে।
অসাধারণ
Listening to her is a phenomenon.
Awesome
এত দরদী গলা এদেশে কারও নেই
অনবদ্য গায়ন।
Very sweet kantha.
তথ্যসূত্র
Unending thanks and regards to Bengal Foundation. Yes, I must subscribe.
Such a great artiste ! My life is fulfilled at the age of 68 on hearing your melodies,
respected Madam Nilufar Yasmeen. We are really blessed with such GREAT POETS
AND GREAT ARTISTE. MAY GOD BLESS YOU WITH SOUND HEALTH AND SPIRIT.
She have departed us.
She is an god gifted
Excellent
What a heavenly voice! Mesmerizing soothing effects on soul. Be well Didi
কেন যে এত তাড়াতাড়ি চলে গেলেন ।এই মাপের শিল্পী আর পাওয়া সম্ভব না। এখন বেশির ভাগ শিল্পী চর্চা করেন না,যস্ ও টাকা পছন্দ । যাক যতটুকু দিয়ে গেছেন, তা আয়েত্ত করতেও আবার জন্ম নিতে হবে।
সুন্দর ও সঠিক মন্তব্য।
আপনার সঙ্গে আমি একমত সাথী
Really true
এসো হে, এসো হে প্রাণে, প্রাণসখা।
আঁখি তৃষিত অতি, আঁখিরঞ্জন,
আঁখি ভরিয়া মোরে দেহো দেখা।
খুলিয়া প্রাণের আধো লাজবসন
জীবনমন্দিরে পেতেছি আসন;
বোসো হে বিরহক্লেশনাশন,
কন্ঠে লহো মম মালিকা।
উন্মাদ এ তরঙ্গ,
উথলিছে ভীষণ ভঙ্গ,
ঘোর তিমির ঘেরি দশ দিক,
এসো হে নবীন নাবিক।
জীবন-তরী মাঝে নাহিক কাণ্ডারী;
প্রেম পারাবারে আমি একা।
Category: ভক্তিগীতিTag: অতুলপ্রসাদ সেন
ধরনঃ ভক্তিমূলক গান
গীতিকারঃ দ্বিজেন্দ্রলাল রায়
সুরকারঃ অজ্ঞাত
অ্যালবামঃ অজ্ঞাত
আজি তোমার কাছে ভাসিয়া যায় অন্তর আমার,
আজি সহসা ঝরিল চোখে কেন বারিধার।।
স্মৃতি-জোয়ারে দু’কুল ছেয়ে,
দশ বরষ উজান বেয়ে
চলেছে প্রাণ তোমারই কাছেমানে না বাধা আর।
আজি তোমার কাছে বর্তমান ভেঙে ও ভেসে যায়,
আজি আমার কাছে অতীত হয় নূতন পুনরায়।
আজি আমার নয়ন পাশে,
এ কী আঁধার ঘেরিয়া আসে,
পাষাণ-ভার চাপিয়া ধরে হৃদয়ে বার বার।
তাল:দাদ্রা
আজি নূতন রতনে ভূষণে
ধরনঃ বিবিধ
গীতিকারঃ দ্বিজেন্দ্রলাল রায়
সুরকারঃ দ্বিজেন্দ্রলাল রায়
গেয়েছেনঃ নিলুফার ইয়াসমিন
অ্যালবামঃ অজ্ঞাত
আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও।
আজি সাগরে ভুবনে আকাশে পবনে নূতন কিরণ ছড়িয়ে দাও।।
আজি পুরানো যা কিছু দাও গো ঘুচিয়ে,
মলিন যা কিছু ফেলো গো মুছিয়ে।
শ্যামলে কোমলে কণকে হীরকে ভুবন ভূষিত করিয়ে দাও।।
আজি বীণায় মুরজে স্বননে গরজে জাগিয়া উঠুক গীতি গো
আজি হিয়ার মাঝারে জগতে বাহিরে ভরিয়া উঠুক প্রীতি গো।
আজি নূতন আলোকে নূতন পুলকে
দাও গো ভাসিয়ে ভূলোকে দ্যুলোকে,
নূতন হাসিতে বাসনারাশিতে জীবন মরণ ভরিয়ে দাও।।
Post navigation
Excellent!!!
I did not know that such a golden voice had in Bengal !
So sweet melodious soft smooth classical voice. These songs can be enjoyed by closing eyes but hear and hear the words of all these songs.
Apurba Sur
Listening to the songs we have a spriritual serenity within.
Tribute to Nilufer yesmin,Rest in peace.Pronam Pronam Pronam to Teen Kabi . Ranaghat Nadia, W.B.
অসাধারণ গান
অমৃতসম
Bhisan bhalo thanks.a.lot
অনেক সাধনার ফসল
👌🏼👌🏼🙏🏼🙏🏼
অসাধারণ বললেও কম বলা হয়
❤ 🌹 🙏
World of music has become poorer by her departure at such a young age.She could've contributed more to enrich Bangla culture.
ঔনি অমর
Jodi Tor Hrid Jomuna
Dekh MAA Ebar Duyar Khule
Aami Bandhinu Tomar Tiire
Eso Hey Eso Hey Prane
ATUL PROSAD
Aaji Tomar Kachhe Bhasiya
Aaji Nuton Rotone Bhushone
Tomarei Bhalobesechhi Aami
DWIJENDRA LAL
Shunao Tomar Amrito Bani
Ora Chahite Jane Na Doyamoy
Preme Jol Hoye Jao Gole
Aami To Tomare Chahini Jiibone
Dhiire Dhiire More Tene Low
ROJONI KANTO
শ্বাস এর শব্দ শোনা যাচ্ছে।
দিদি আপনার সঙসারে দীর্ঘ দিন থাকার আবশ্যকতা ছিল কিন্তু অকালে আমাদের নি্স্ব করে চলে গেলেন আমাদের ওপর কি অভিমানে? আমরা রিক্ত হলাম কি অপরাধে জানিনা। আমাদের আমা্রজনীয়ূ অপরাধ মার্জনা করবেন।
Respct
Apurva
Her premature death is great loss I. Bengali culture.
খুবই সুন্দর সেতারের ব্যবহার, গানের সুর সুন্দর, সুন্দর কন্ঠ, কিন্তু গানের উচ্চারন ঠিক নেই।
Ki rokom uchharon hole valo hoe?Ektu uchharon kore dekhale valo hoe
Apnar aro study kora darkar
নীলুফার ইয়াসমিন শিল্পীদের শিল্পী 🎉