Best of Rajanikanta Sen | HD Songs Jukebox

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 685

  • @jyotirmoydey1143
    @jyotirmoydey1143 Год назад +28

    এনারা অমৃতলোক থেকে আসেন আবার কাজ শেষে সেখানেই ফিরে যান, এনাদের অন্তরের শ্রদ্ধা ও প্রনাম জানাই

  • @prokashkumarbiswas1992
    @prokashkumarbiswas1992 2 месяца назад +2

    আত্মা বিশুদ্ধ করে দেয় গান গুলি। কবি রজনীকান্ত সেনের প্রতি প্রণাম ও শ্রদ্ধা।

  • @alameenmissionpanchur2007
    @alameenmissionpanchur2007 3 года назад +67

    মনুষ্যত্বে উত্তীর্ণ হবার আকুল প্রার্থনা। রজনীকান্ত ও অতুলপ্রসাদ এর গান এখন যেন মনের কথা। আপনাদের ধন্যবাদ।

    • @dilipsaha2951
      @dilipsaha2951 2 года назад

      এই অনুভব সকলের মধ্যে ছড়িয়ে যাক!

  • @tapasbhattacharya9723
    @tapasbhattacharya9723 4 года назад +76

    এতো সঙ্গীত নয়, সঙ্গীতামৃত।যতবার শুনি ততবারই মনে হয় কানে যেন সুধাবর্ষণ হল।

    • @ranasendot.comsen9595
      @ranasendot.comsen9595 3 года назад

      7777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777711q11111q1q11qqqqq1q1qqqq1qqqqqqqqqqqqqqqqqqqq1qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq%qqqqqqqqqqqqqqqqq%q%%%%q%q%q%1q1qqq11qq11111111111111q11q1q11qqqqqqqq11111qqq1qqq1q1qqq11qqq1qqqqqqqq1%q%8110888188181188181888188888888888888888888888888888188181888m 90i00i900

    • @mangaldeepsamanta3720
      @mangaldeepsamanta3720 2 года назад

      এই অমৃত পানের সৌভাগ্য যদি বর্তমান প্রজন্মের হতো , তবে খুব আনন্দ পেতাম ।

  • @dipakdutta9981
    @dipakdutta9981 3 года назад +25

    কান্তকবি নিঃসন্দেহে একজন উচুঁ মানের কবি, গীতিকার ও দাশ'নিক। আমাদের সৌভাগ্য ওঁকে আমরা পেয়েছিলাম বাংলার এক যুগ সন্ধিক্ষণে ।

  • @HistoryOnlyHistory
    @HistoryOnlyHistory 2 года назад +13

    এত স্নিগ্ধ সংগীতের রচয়িতা এবং সুরকার হিসেবে বাংলায় তিনি অমর হয়ে থাকবেন। তার তুলনা একমাত্র তিনি।

  • @radhagobindasaha6906
    @radhagobindasaha6906 3 года назад +7

    যত বার শুনি তত বারই নতুন মনে হয়। অপূর্ব। শিল্পীদের পরিবেশনায় মুগ্ধ। প্রণাম জানাই ।

  • @subhasghosh4117
    @subhasghosh4117 4 года назад +54

    এ তো শুধুমাত্র গান নয়, জীবন দর্শন। কবি রজনীকান্তকে কোটি প্রণআম।

  • @tusharjha7179
    @tusharjha7179 3 года назад +25

    এই গান অনবদ্য, অনিন্দ্য সুন্দর অনুভূতি।কখনোই পুরনো হওয়ার নয়।

  • @shyamaprasadmitrachemistry4855
    @shyamaprasadmitrachemistry4855 3 года назад +47

    বারবার শুনলেও এ গানগুলি যেন পুরানো হয় না। মনকে সব সময় তৃপ্তি দেয়।

  • @sumitray3365
    @sumitray3365 4 года назад +43

    বেচারী, কী প্রচণ্ড দু:খের জীৱন কাটিয়ে গেলেন অথচ ভগবানের প্রতি কী গভীর ভালোবাসা, কোনও বিদ্রোহ নেই ! আদর্শ ভক্ত ।প্রণাম ।

  • @somnathbanerjee6770
    @somnathbanerjee6770 4 года назад +29

    বর্তমান প্রজন্ম খুব কম জানে এই কবিকে অন্তরের বিনম্র শ্রদ্ধা অঞ্জলি

  • @dipankarchakraborty4211
    @dipankarchakraborty4211 Год назад +4

    অপূর্ব অনুপম সৃষ্টি। ❤️
    যতোবারই শুনি সিক্ত হয় আঁখি ;
    জাগরিত হয় অন্তর দৃষ্টি।
    লহ শতকোটি প্রণাম মহা সাধক কবি
    হে ভারত মাতার প্রিয় সন্তান।
    এ সৃষ্টি চির অমর হয়ে রবে।
    হে প্রিয় থাকবে অটুট এ আত্মীক বন্ধন।

  • @subalchandraghorai3900
    @subalchandraghorai3900 7 месяцев назад +2

    প্রত্যেক মানুষের মধ্যে রয়েছে মানবিক গুণাবলী যা পরিবেশ পরিস্থিতির সাপেক্ষে ভাল মন্দ বলে বিবেচিত হয়। আর এর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয়। এই গানের মধ্যে সেই ভাবনা তুলে ধরা হয়েছে।

  • @sakhawathossain8815
    @sakhawathossain8815 4 года назад +68

    চোখ বুজে স্রষ্টার কথা ভেবে গানটি মন দিয়ে শুনুন,কৃতজ্ঞতায় মাথা নুয়ে আসবে।

    • @holyworldofswapna1586
      @holyworldofswapna1586 3 года назад

      ঠিক ঠিক

    • @MitaBhattacharjee-hy9br
      @MitaBhattacharjee-hy9br 3 месяца назад

      ঈশ্বরের মুখের বাণী উনার গানে উচ্চারিত। উনি অসাধারণ কবি সুরকার দার্শনিক ও গায়ক। আমাদের ইতিহাস বই য়ে পার্থ চ্যাটার্জী অনুব্রত এদের etihash😂 লেখা। রজনীকান্ত অতুলপ্রসাদ এদের khota কেউ রিসেন্টলি জানেনা। কয়লা কালো শিক্ষা।

  • @shishir73
    @shishir73 2 года назад +8

    “কবে তৃষিত এই মরু ছাড়িয়া যাইবো
    তোমারই রসালো নন্দনে”। আহা জীবনের সত্যিকার গন্তব্যকে ঠিক ঠিক বুঝে নিতে পারেন এইভাবে কজনায়? সেল্যুট।

  • @swapanmondal4389
    @swapanmondal4389 Год назад +5

    এই গান গুলিতে যে মহান শিল্পীরা কণ্ঠ মিলিয়েছেন ওনাদের আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। 🙏🏻🙏🏻🙏🏻

  • @যুগলকিশোরমুকুন্দদাস

    গানগুলি শুনলে কেমন জানি লাগে। পৃথিবী , বেচে থাকা, মৃত্যু , জড়জাগতিক যন্ত্রনা, তুচ্ছ মনে লাগে। ধন্যবাদ ।

    • @saswatimaiti5565
      @saswatimaiti5565 4 года назад +2

      গান গুলো শুনলে মন ভরে যায়।

    • @shampaghosh6149
      @shampaghosh6149 4 года назад +2

      খুব সুন্দর ভাবে ব্যক্ত করলেন , একদম সত্যি কথা l

    • @sikhasreedas2359
      @sikhasreedas2359 3 года назад

      @@saswatimaiti5565 করে

    • @sikhasreedas2359
      @sikhasreedas2359 3 года назад

      @@saswatimaiti5565 ক

    • @drbrahmachariphdhealthscie3012
      @drbrahmachariphdhealthscie3012 3 года назад

      Prithibir Sab theke asarchya bastu ki janen?
      MANUSH BHABE NA JE SE MARANSIL.
      BARTAMAN MEKI ADHAIKTIK_ TAR JARA PRACHAR KAREN TARAO NOI.
      TADER TO BASAR ARAMDAYAK KEDARA CHAI, GARAME AC CHAI ETTADI ETTADI.
      PASCHAYTA PRACHYA KE GRAS KARIYACHE.
      SAMPURNA UDARASTHA KARIBAR PURBE EKTI VIVEKANANDA CHAI.
      TATADIN APEKHA KARITE HAIBE.

  • @rabinchatterjee5161
    @rabinchatterjee5161 6 лет назад +101

    কত হাজার বার শুনেছি। এক বিন্দু পুরোনো হয় নি। এত বার শুনেও মনের খিদে মেটেনি। Completely universal

    • @anondosadhona1000
      @anondosadhona1000 3 года назад

      Thik bolechen. Om santi.

    • @swapanpramanick5250
      @swapanpramanick5250 3 года назад

      অমুল্ল ছেড়ে দিয়ে নিজে দের দূর বস্থা ডেকে এনে ছি

    • @ibhalahiri5088
      @ibhalahiri5088 3 года назад

      @@swapanpramanick5250 h

    • @nrkn7962
      @nrkn7962 3 года назад

      only sorrow enhances.

    • @basudevmondal5913
      @basudevmondal5913 3 года назад

      Akdom thik

  • @suvashchandrabiswas8958
    @suvashchandrabiswas8958 4 года назад +32

    এ কী সুন্দর প্রার্থনা উনি করেছেন/ লিখেছেন, এর চেয়ে আর বেশি প্রার্থনা আর কি হতে পারে!

  • @supriyobhattacharjee7230
    @supriyobhattacharjee7230 3 года назад +17

    এইধরনের সব গান আমাদের স্কুল ও কলেজের course এ Compulsory করে শেখানো উচিত। বাংলা আবার জেগে উঠবে।

    • @SrabaniSarkar-f9i
      @SrabaniSarkar-f9i Год назад

      আমরা সুভাষ চন্দ্র বসুকে ভুলে গেছি, ক্ষুদিরাম কে নিয়ে মশকরা করি,,মাষ্টার দা
      বাঘা যতীন, মাতঙ্গিনী হাজরা কে এই প্রশ করলে আমাদের সন্তানরা অসহায় বোধ করে। এর পরেও বাঙলা জাগবে কারুর স্পর্শে আপনি বিশ্বাস করেন?

  • @jogomayadev7145
    @jogomayadev7145 Год назад +3

    হারিয়ে যেতে বসা মূল্যবোধের গানগুলোর চর্চা হওয়া অতি জরুরী বিশেষ করে যুব প্রজন্মের জন্য।গানের কলিতে লুকিয়ে থাকা শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক।

  • @amitkantisarma8951
    @amitkantisarma8951 4 года назад +134

    বাংলার স্বর্ণযুগের শ্রেষ্ঠ সন্তান। আমি জানি না কেন এই মহান কবিকে পর্দার আড়ালে রাখা হয়েছে। কাউকে ছোট না করে বলি আমরা যাঁদের শ্রেষ্ঠ বলি তাঁদের চেয়ে ইনি কোন অংশে কম ন'ন।

    • @anirbandeogharia1602
      @anirbandeogharia1602 3 года назад +2

      উচ্চাঙ্গের কোনো সাহিত্যই সবার বোধগম্য নয়, সেইজন্যই জনপ্রিয় হয় না বোধহয়।

    • @ashirwad-patheya.3091
      @ashirwad-patheya.3091 2 года назад +3

      Amit Bhai,Ashesh DHANYAVAD janai.

    • @sabyasachichowdhury
      @sabyasachichowdhury 2 года назад

      Uni toh poncho kobider ekjon! Toh kom kenoi hoben, unara shrestho der shrestho.

    • @purbayanpatra5239
      @purbayanpatra5239 2 года назад +1

      Yyy

    • @orpasfamily8211
      @orpasfamily8211 2 года назад +7

      এই ধরণীতে সুরের মূর্ছনা সর্বত্র ছড়িয়ে ছড়িয়ে দেয়া হোক।

  • @susantapaulsusantapaul7781
    @susantapaulsusantapaul7781 7 месяцев назад +2

    বিনর্ম শ্রধা ও প্রণাম জানাই
    যেখানেই থাকুক যেন ওনার আত্মা মঙ্গোল কামনা করি ওনার সংগীত শুনলেই অন্তর আত্মা শান্ত সিনিগ্ধ ও
    মুগ্দ্ধ হয়েযায়

  • @shikhasengupta3448
    @shikhasengupta3448 Год назад +2

    Thank you for these lovely collection.

  • @AshokKumar-fv3hj
    @AshokKumar-fv3hj 4 года назад +16

    এ তো শুধু গান নয় যেন অন্তরের অমৃত ।মহান স্রষ্টাকে প্রণাম ।

  • @sarmishthabanerjee7284
    @sarmishthabanerjee7284 3 года назад +1

    Anek dhonyobad gaanguli upload korar jonyo.

  • @daycarecenterbarnaborno9986
    @daycarecenterbarnaborno9986 4 года назад +34

    আপনার গান গুলো আমার কাছে ঐশ্বরিক লাগে। মনে প্রশ্ন জাগে,ঈশ্বরে এতোটা প্রেম,এতোটা নিবেদন এতোটা বিশ্বাস ও আস্থা কোন গৃহত্যাগি ব্রহ্মচারীরও ছিল কিনা?
    ঈশ্বর আপনার সবটুকু নিবেদন গ্রহণ করুক। পরম পিতার আশীর্বাদে ঐশ্বরিক শান্তি ও মুক্তির আস্বাদ পান সেই অমরালোকে,এই প্রার্থনা।

  • @বানর-ব৫ম
    @বানর-ব৫ম 3 года назад +21

    সঙ্গীত এর এমন এক শক্তি আছে, পৃথিবীর সকল মানুষের একত্রে বাধে ।

  • @krishnakalimitra1339
    @krishnakalimitra1339 6 месяцев назад +1

    একজন আদর্শবান কবি গীতিকার ,সুরকার জীবনে শুধু দুঃখ পেলেন । বিনম্র শ্রদ্ধাঞ্জলি 🙏🙏

  • @murarimohandhara6248
    @murarimohandhara6248 3 года назад +9

    প্রনাম এই ধোরৃত্র্যীকে প্রনাম এই শ্রষ্ঠাকে যেখা নেই থাক কোটি প্রনাম

  • @manasranjanmaiti8245
    @manasranjanmaiti8245 2 года назад +2

    সুন্দর। কান্তকবি-র সৃষ্ট জগত, অন্য কবি-সৃষ্ট জগত থেকে ভিন্ন।

  • @shibanimitra833
    @shibanimitra833 3 года назад +1

    Apuuuurbo, Asadharon, mone adbhut ek santi ene dey ei gangulo sunle,bar bar sunte bhalo lage🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shipragupta8244
    @shipragupta8244 3 года назад +7

    পান্নালাল ভট্টাচার্যের গান তো গান নয় ; গীতি সুষমা ভরা এক নান্দনিক সুররম‍্যতা। স্তব্ধ বিস্ময়ে সম্মোহিত।

  • @akdas1964
    @akdas1964 11 лет назад +64

    গানগুলো যেন এক ঝলক ঠান্ডা হাওয়া. অপূর্ব সুন্দর.

    • @daudrk24
      @daudrk24 5 лет назад

      Darun

    • @jayitadas7416
      @jayitadas7416 3 года назад +3

      যত বার শুনি তত বার মুগ্ধ হই। আবার শুনতে ইচ্ছে করে,এ যেন আমাদের সবার মনের ভাব নিয়ে লেখা।

    • @sachidulalghatak3645
      @sachidulalghatak3645 3 года назад

      @@jayitadas7416
      l

    • @tapanbasu8902
      @tapanbasu8902 3 года назад

      @@sachidulalghatak3645 k

    • @goronvillage2449
      @goronvillage2449 3 года назад

      @@tapanbasu8902 a

  • @monjusreechoudhury4722
    @monjusreechoudhury4722 2 года назад +3

    Amar hridoy ke protyek baar jano shuddho korey daay ei gaan gulo 🙏🙏

  • @channelchowaofficial
    @channelchowaofficial 3 года назад +2

    মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই ,একটি ঐতিহাসিক গান , শুনে ভীষণ অনুপ্রাণীত হলাম ।

  • @niranjandolai22156
    @niranjandolai22156 3 года назад +7

    মনের শান্তি আসে গান গুলি শুনলে। কসমিক

  • @supriyamaji8620
    @supriyamaji8620 7 лет назад +10

    অসাধারণ গানগুলি কোনটা ছেড়ে কোনটা বলি হৃদয় মন নাড়িয়ে দেওয়া সব গানের কলি ।আমাদের গর্ব এতোগুলো গুণীজন ।

  • @reetadevmunshi2781
    @reetadevmunshi2781 3 года назад +13

    মাকে ঈশ্বর প্রতিনিধি অনন্ত কাল চাই হে মহান কবি ।

  • @gurudasroy3342
    @gurudasroy3342 3 года назад +13

    মনুষ্যত্বের বড্ড আকাল চলছে, তাই এই সমস্ত গানের গুরুত্ব বা মূল্যায়ন করাতেও ঘাটতির ব্যপকতা লক্ষ্যনীয়।

  • @gourangaraha5163
    @gourangaraha5163 6 месяцев назад +1

    এই গানগুলি যেন বিশুদ্ধ আত্মার প্রকাশ। এ যেন জীবাত্মা আর পরমাত্মার মিলনের সন্ধিক্ষণ। দেশপ্রেমের জীবন্ত প্রতীক।
    বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি কবিকে।

  • @parthahalder941
    @parthahalder941 3 года назад +34

    এক কথায় বলতে পারি,ওঁনাদের জন্যে আমরা গর্বিত আমরা বাঙ্গালী।

  • @nirmalbiswas7878
    @nirmalbiswas7878 Год назад +3

    তাকে সম্ভাষণ জানানোর কোন ভাষা আমার জানা নাই। তুমি আবার এসো আমাদের মাঝে "হে কান্ত"।

  • @souravdasmondal5161
    @souravdasmondal5161 3 года назад +8

    আপনার চরণে শত কোটি কোটি প্রণাম

  • @ashutoshbanerjee909
    @ashutoshbanerjee909 2 года назад +6

    ঈশ্বর ভক্তির অনুপম আবেশে প্রাণ জুড়িয়ে গেল🙏🙏🙏🙏🙏

  • @Rainbow-t3r
    @Rainbow-t3r Год назад +2

    👌👍🤲👐🙌👏🙏 parmeswar er prati asim sharadha, bhaktir ananya, anupam bhakti geeti. Ei ganer khub prachar karun. ❤

  • @tarunanjoy7609
    @tarunanjoy7609 4 года назад +5

    বহু দিন পরে এতো ভালো একটা গান শুনে মোহিত হলাম।খুব সুন্দর।

  • @sujitsengupta4604
    @sujitsengupta4604 2 года назад +2

    অপূর্ব কতদিন পরে এই চিরন্তন গান গুলো শুনলাম ।
    চোখে জল ভরে যায় ।

  • @basudevmondal5913
    @basudevmondal5913 3 года назад +16

    The Tune of Rajanikanto Sen is incomparable to any other Tune
    He is remembered respectfully with lovable renembeance

  • @Kamrul-222
    @Kamrul-222 Год назад +1

    রজনীকান্তের গানে যেন চন্দন স্পর্শ, প্রাণে তানপুরার স্পন্দন, স্রষ্টার প্রতি এমন নিখাদ আবেগময় নিবেদন তাঁকে ছাড়া কারো মাঝে পাইনি।💚🎧🎧🎧

  • @kanchankumargupta7521
    @kanchankumargupta7521 2 года назад +1

    অতুলোনীয় ছাড়া আর কিছু বলার নেই, বিশেষ করে এই তাম ঝাম মার্কা গানের যুগে এই সব গান শুধু শ্রুতিমধুরই নয় মনকে ও স্নিগ্ধ করে

  • @sharifuddin581
    @sharifuddin581 4 года назад +2

    প্রিয় সাইফুল সুন্দর।।।। ধন্যবাদ।।তোমাকে।।।ভাল থেকো।।আরো ভাল সংগীত পাবার আসায় রইলাম।।।

  • @arunkantibhowmick8018
    @arunkantibhowmick8018 4 года назад +5

    অপুর্ব।যত শুনি তত ভাল লাগে।যেন অন‍্য কোন জগতে চলে গেছি।

  • @pratimaaich2327
    @pratimaaich2327 4 года назад +5

    আহা প্রতিটি গান মন ছুঁয়ে যায়.. অসাধারণ.. অসংখ্য ধন্যবাদ আপলোড করার জন্য

  • @debasishchakrabarti4921
    @debasishchakrabarti4921 Год назад +2

    প্রায় সাধক কবিকে সশ্রদ্ধ প্রণাম জানাই 🙏🙏🙏🙏 মাত্র ৪৫ বছর বয়সে ক্যান্সারে মৃত্যু খুবই দু:খজনক। স্ত্রী কে বলেছিলেন, বড়ো তৃষ্ণা নিয়ে মরলাম। আমার শ্রাদ্ধে আম আর জল দিও' 😗

  • @swapankumarsengupta252
    @swapankumarsengupta252 3 года назад +46

    একমাত্র সেই ব্যক্তির কলম থেকেই এসব কথা বেরবে যার অন্তর আত্মা বিশুদ্ধ।

  • @mahadebpradhan3442
    @mahadebpradhan3442 3 года назад +3

    রজনীকান্ত সেনের সমস্ত গানগুলো শুনলে মনে অনুপ্রাণিত হয়, মনের ভেতর কষ্ট দুঃখের মলমের পলেপ দিয়ে যায় ।মনের ক্লান্তি দুরকরে চেতনাকে জাগিযেতলে ।

  • @debdutpal8957
    @debdutpal8957 7 месяцев назад +3

    ❤the great Singer 🙏🙏🙏🙏👍👍👍👍👍🍒🍒🍒♥️♥️💐💐💐💐⚘⚘⚘🌺👍👍🌺👍🌺

  • @tapanhore2147
    @tapanhore2147 8 лет назад +27

    কবে, এ তৃষিত মরু ------- এই গানটি সবসময় হৃদয়ে স্পর্শ করে । তবে এক জায়গায় পড়েছিলাম রজনীকান্তের স্ত্রী এই গানটি পছন্দ করতেন না ,গানটি গাইতে নিষেধ করেছিলেন । পান্নালাল এর কন্ঠে সঙ্গীতটি অসাধারণ , মন ভরিয়ে দেয় ।

  • @kpbiswas3238
    @kpbiswas3238 3 года назад +4

    ছোটবেলার ও এখন শেষ বেলায় অনুভূতি এক রকম অনুভব করি সেনবাবুকে প্রনাম জানাই

  • @chandandasgupta8026
    @chandandasgupta8026 3 года назад +1

    Rajanikanta Sen Is The One Of The And All The Time Greatest Bhakti Sangeet Shilpi.

  • @যুগলকিশোরমুকুন্দদাস

    গানগুলি শুনলে মনটা কেমন যেন হয়ে যায়। গানগুলি যেন হারিয়ে না যায়। জরজাগতিক যন্ত্রনা দূর হয়।

  • @swapanmondal4389
    @swapanmondal4389 Год назад +3

    এই মহান কবিকে আমার শতকোটি প্রনাম।

  • @samarkantirana9022
    @samarkantirana9022 4 года назад +17

    I agree with what Biplab Dev &others said before.We are lucky enough to have such musical poems of such genius poets like Atulprasad,Rajanikanta,Dwijendralal,Kaji Najrul & Rabindranath &others. We the Bengalees are proud of them & their great creations in Bengali.

    • @sulatabanerjee6514
      @sulatabanerjee6514 3 года назад

      এই সব গান শুনলে সকল দুঃখ কষ্ট যন্ত্রণা ও অপমান ভুলে যাই ।

  • @subratapatra4420
    @subratapatra4420 4 года назад +4

    আমি কান পেতে অন্তরের অন্তরতম ডাকটি শুনতে পাই এ সব গানের কথা ও সুরে

  • @pranabkumar9095
    @pranabkumar9095 3 года назад +6

    What a collection of devotional lyricist and voices. Thank you, thank you.

  • @bivutimondal4122
    @bivutimondal4122 4 года назад +6

    মানুষ টি নাই,,, কিন্তু তার গান ও অমর কীর্তির জন্য বেঁচে থাকবে মানুষের মাঝে

    • @diptidas995
      @diptidas995 3 года назад

      Excellent.Thank you..Sare gama Bengli..

  • @pradipkumarbhattacharya9161
    @pradipkumarbhattacharya9161 3 года назад +3

    অপুর্ব অধ্যাত্ম সঙ্গীত যা আমার আমিকে চিনিয়ে দেয়

  • @bidhanroy4636
    @bidhanroy4636 5 лет назад +5

    যেমন সুন্দর কথা ।তেমন সুর।মন ভরে গেলো

  • @rikazi2401
    @rikazi2401 4 года назад +23

    I wonder WHO is talking through him! Thanks God, for I'm so privileged to have heard these songs!

  • @manabighoshaldas7671
    @manabighoshaldas7671 3 года назад +2

    অপূর্ব, অসাধারণ, অনবদ্য

  • @prafullamukhopadhyay8424
    @prafullamukhopadhyay8424 4 года назад +5

    অপূর্ব সুন্দর, বার বার শুনতে ইচ্ছে করে।

  • @samarendrachakraborty1483
    @samarendrachakraborty1483 5 лет назад +112

    ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা যারা এই সব গান যা আমরা ভুলতে বসেছিলাম তা আমাদের মনে করিয়ে দেবার জন্য, আপনাদের আশীর্বাদ করুক ওপর থেকে। এই ভাবে আমাদের আনন্দ দেবার জন্য আপনাদের কোটি কোটি প্রনাম।

    • @prabalchowdhury9021
      @prabalchowdhury9021 4 года назад +3

      samarendra chakraborty িহিনপ

    • @mujibrahman6538
      @mujibrahman6538 4 года назад +3

      Amaro

    • @suvashchandrabiswas8958
      @suvashchandrabiswas8958 4 года назад +5

      এ শুধু আনন্দ দেয়া নয়,এ যে প্রার্থনা, এ যে আরাধনা।

    • @rahulmitra6596
      @rahulmitra6596 4 года назад

      @@prabalchowdhury9021 l""

    • @swapanpramanick5250
      @swapanpramanick5250 4 года назад +1

      শুধু মাত্র গান নয়।এতো সুন্দর প্রাণের আকুতি

  • @manimaladas1827
    @manimaladas1827 4 года назад +6

    SO HUMBLE PRAYER TO GOD AND NATURE THANKS FOR UPLOADING.👌👍🙏

  • @namitadutta2295
    @namitadutta2295 4 года назад +6

    আমাদের সৌভাগ্য আমরা এই পঞ্চকবির দেশে জন্মেছি। এই গান গুলো যাতে বাঁচে তার ব্যবস্থা করা দরকার।

  • @suju321
    @suju321 6 лет назад +134

    এই মানুষ টা কে নিয়ে আমরা কিছুই চর্চা করলাম না !অথচ প্রতিটা কথা আমাদের প্রতিদিনের জীবনের কথাই বলে ......

    • @Che-q8i
      @Che-q8i 5 лет назад +4

      satty tini guni

    • @apuchowdhury580
      @apuchowdhury580 5 лет назад +8

      IT IS A MATTER OF GREAT REGRET THAT WE HAVE FAILED TO PAY DUE HOMAGE TO THIS GREAT SOUL & LITERATEUR. STAY IN BLISS, WHERE-EVER YOU ARE.

    • @dipalimallik4415
      @dipalimallik4415 4 года назад +1

      @@Che-q8i III

    • @amitkantisarma8951
      @amitkantisarma8951 4 года назад +1

      ঠিক কথা বলেছেন দিদিমণি

    • @MousumiKarmakar
      @MousumiKarmakar 4 года назад +1

      @@Che-q8i @a@@@@aa@aaaaa@@a

  • @chandandasgupta8026
    @chandandasgupta8026 3 года назад +2

    Rajanikanth Sen Every Song Is Heart Touching. Tumi Nirmalo Karo Mangal Kare Is Most Popular Song.

  • @hiranmoychakraborty8916
    @hiranmoychakraborty8916 Год назад

    অনেক দিন পর শুনে খুব খুব ভালো লাগলো ধন্যবাদ🙏💕

  • @sharmisthaghatak6501
    @sharmisthaghatak6501 Год назад

    Eto sundor athimk gun je bar bar sunte ichha kare,emon kobi ke pronam

  • @malaykumarchattopadhyay8757
    @malaykumarchattopadhyay8757 5 лет назад +10

    আমি তৃপ্ত আমার চির পছন্দের গানগুলিকে পেয়ে। ধন্যবাদ।

  • @manojkumarghosh9161
    @manojkumarghosh9161 2 года назад +4

    এসব গান মানুষের আত্মিক উন্নতি সাধন করে। ভেবে পাইনা কি করে এত তত্ত্বকথা এত সহজ ভাষায় কি করে উনি লিখেছিলেন ওনাকে আমার সহস্র প্রণাম। এই গান শুনলে অন্য জগতে মন চলে যায়।

  • @debabratadas7701
    @debabratadas7701 10 месяцев назад +2

    ঈশ্বর এর প্রকৃত স্বরূপ এই গান এর মধ্যেই অনুমেয়

  • @f-tv3062
    @f-tv3062 7 лет назад +37

    বাংলা সংগীত আমার প্রেম !!

  • @shaktiprasadmishra9456
    @shaktiprasadmishra9456 4 года назад +11

    Thanks a lot for making the great songs easily available to us. Those who dislike such songs must be mentally ill and deserve pity.

  • @liladey1044
    @liladey1044 7 месяцев назад

    Onader song sunle kothay jeno hariye jai. DLRoy, Rajonikanta, Atulprasad, Kazi Najrul, Amader Biswakabi Rabithakur enader janai anek ane------k sasraddha pronam o akuntha valobasa. Enader song amader amader beche thakar anuprerona. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤

  • @merlinresidency8817
    @merlinresidency8817 5 лет назад +13

    We are truly grateful to the writer as well as singer. Also thanks to Saregama Bengali for collection of such songs in one place. Wish for many more.

  • @bhaskarmitra4788
    @bhaskarmitra4788 Год назад +1

    গানগুলি এত সুন্দর, শুনে মনে ভক্তি জাগে 🙏🙏🙏🙏

  • @utpalmukherjee9835
    @utpalmukherjee9835 6 лет назад +18

    Oh , what to say! These are our eternal asset for soothing our souls. thanks .

  • @ranjanmukherjee9216
    @ranjanmukherjee9216 3 года назад +3

    আমি নয়নে বসন বাঁধিয়া, বসে আঁধারে মরিব কাঁদিয়া।

  • @Kamrul-222
    @Kamrul-222 Год назад

    এত আকুলতা ও হৃদয়গ্রাহী গীতি তাঁর! সবসময় হৃদয় জুড়ানো 💚🎧

  • @amritaghosh2000
    @amritaghosh2000 10 лет назад +4

    Bhishon bhalo laglo, perfect compilation. Aro shonar opekkhay thaklam. Thank you.

  • @TKSaha-jn8io
    @TKSaha-jn8io 10 лет назад +24

    Truly blessed people will cleanse their hearts and minds with this spiritually imbibed masterpiece which no one could surpass till this time.This purification process of devotion will surely lead to Godly way for you to know how to live your life. It is a song for the soul and not for your ear.

  • @haradhandhak6145
    @haradhandhak6145 3 года назад +1

    So beautiful songs apurbo gayachen thank you so much 💖

  • @jahirurrashid6902
    @jahirurrashid6902 4 года назад +14

    No word of thanks is enough to xpress my sense of joy and sublime peace having enjoyed such music

  • @madanmohangiri2321
    @madanmohangiri2321 3 года назад +2

    Amar silpi Amar sangeet

  • @tarunsinha2835
    @tarunsinha2835 4 года назад +4

    Lovely.মন ভরে গেল।👏👏👏

  • @gauribarman6256
    @gauribarman6256 Год назад

    বার বার শোনা যায়, মন প্রান শান্ত অথচ সরস হয়ে উঠে

  • @bivashtit2008
    @bivashtit2008 3 года назад +3

    গান আর গানের কথা গুলি খুব সুন্দর।

  • @bhaswatimukherjee5135
    @bhaswatimukherjee5135 2 года назад

    Amader moner chintai amader savabke gathon kare. Dukhhoi Iswarer kripa.