Emergency case a ami amar abbur blood pressure mapi , akn theke apner step gulu follow kore blood pressure mapbo.ate amar vul gulu solution hoa jabe. Thank you soo much , really needed on that topic
এ অদ্ভুত প্রেজেন্টেশন, বক্তব্য নদীর মত বহমান। সহজপাঠের মত সহজ। মেদ নেই, অতিরিক্ত কথা নেই। আপনার বহু ভিডিও দেখেছি। এ এক দক্ষতা আর জ্ঞানের মিশ্রণ। ভারত থেকে বলছি। ভাল থাকুন আলো থাকুন।
Dr.Jara, your presentation is so effective that I have forwarded it to my sick wife, who is recuperating in another house, for her benefit. I am proud of you as a Bengali, though I come from India (but my antecedents hail from East Bengal!). অনেক ধন্যবাদ!
আমার জীবনের সবচেয়ে সুন্দর মন এবং সুন্দর করে বুঝানো একমাত্র তোমাকে পেলাম। পরম করুনাময় আল্লাহর কাছে প্রার্থনা আল্লাহ রাব্বুল আলামীন যেন তোমাকে দীর্ঘ নেক হায়াত ও সারাজীবন ভালো রাখেন। আমিন।
এতো সুন্দর করে কোনো doctor কোন দিন বলে নাই। অনেক দিন খোঁজার পর একটা perfect এবং clear message পেলাম ব্লাড pressure নিয়ে। ধন্যবাদ আপনাকে MAY ALLAH BLESS YOU N YOUR FAMILY
মাঝে মাঝে অবাক হয়ে যায়। আপনার এত সুস্পষ্ট কণ্ঠস্বর আর বচনের ভঙ্গিমাই চিকিৎসা বিজ্ঞানকে আমাদের মত সহজ সরল মানুষের নিকট আরো সহজতর করে দিচ্ছে। ভালো থাকবেন। নিজের খেয়াল রাখবেন। কারণ আপনি শুধু আপনার না, আমাদের সকলের। May Allah bless you,,💝💝
আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম। আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। শুভ কামনা রইল। :)
খুব, খুউব উপকৃত হ'লাম মা । আপনার এই চ্যানেলের আমি একজন নিয়মিত ফলোয়ার । বয়সে হয়তো আপনি আমার কন্যাসমা - তবুও আজকের এই ভিডিওটি দেখার পরে আমি আন্তরিকভাবে আপনাকে জানাতে চাই আমার শ্রদ্ধামিশ্রিত প্রণাম ও ভালোবাসা । এত বছর ধ'রে ব্লাড প্রেশার মাপিয়ে চ'লেছি - বহু প্রথিতযশা তথা নামী-অনামী ডাক্তার বা অভিজ্ঞ-অনভিজ্ঞ কম্পাউণ্ডারের তত্বাবধানে - কেউ-ই কখনও এমন সুন্দরভাবে সবিস্তারে বিষয়টি সম্পর্কে অবহিত করেন নি ; ফলতঃ এমন মূল্যবান তথ্যটি আমার এই বয়সেও সম্পূর্ণ অজানাই র'য়ে গিয়েছিলো । অনেক অ-নে-ক ধন্যবাদ মা আপনাকে ! 🙏🏻 ঈশ্বর আপনার মঙ্গল ক'রুন - এই কামনা জানাই 🙏🏻
মাশাআল্লাহ্! আপনি এত সহজ করে হাসিমুখে কথাগুলো বলেন বোঝতে এত সহজ লাগে- যেন মনে হয় একবার শুনলেই আজীবন মনে থাকবে! আমি নিজে একজন উচ্চ রক্তচাপের রোগী। আজ সারাদিনে ৪ বার প্রেসার মাপতে হয়েছে আমাকে। আপনার ভিডিও দেখে অনেক উপকৃত হলাম- কিছু জিনিস সঠিকভাবে বোঝতে পারলাম। ধন্যবাদ আপনাকে- আল্লাহপাক আপনাকেও সুস্হ্য রাখুন, দীর্ঘজীবি করুন- আমীন!!!
আসসালামু আলায়কুম আপু, আমি আপনার এই চ্যানেলের বড় একজন ফ্রেন্ড।। আপনি এতো সুন্দর করে স্পষ্ট ভাবে বুঝিয়েছেন।। যে আমার বা অন্য কারো বুঝতে বিন্দু মাত্র সমস্যা হবে না।। অনেক উপকৃত হলাম আপনার সাজেশন এ।। আপনি আরো এগিয়ে যান।।
আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম। আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। শুভ কামনা রইল। :)
আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম। আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। শুভ কামনা রইল। :)
পেসার মাপার জন্য এতো নিয়ম আছে আগে জানতাম না ভালো লাগলো ভিডিও টা দেখে ধন্যবাদ আপু আপনাকে আমি তো ফিঙ্গার মেশিন দিয়ে পেসার মাপি এটাতে কি আমি আমার পেসারের সঠিক মাফটা পাবো না একটু জানালে খুশি হতাম
ধন্যবাদ। আমি ভুল ভাবে প্রেশার মাপতাম, আপনার কাছ থেকে শিখলাম আজ। খুবই দরকারি বিষয় নিয়ে ভিডিও তৈরি করেছেন। কৃতজ্ঞতা প্রকাশ করছি ও আপনার সুস্বাস্থ্য কামনা করছি।
আলহামদুলিল্লাহ্ অনেক সুন্দর ও সাবলীলভাবে বুঝিয়ে বলার জন্য ধন্যবাদ। এ বিষয়টি জানা ছিল না। আপনার মত ডাক্তারের জন্য অনেক অজানা ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা জানতে পারছি। আল্লাহ্ আপনার উত্তম প্রতিদান দিক,,জাযামুকুল্লাহু খয়ের
আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম। আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। শুভ কামনা রইল। :)
অদ্ভুত বাচনভংগী, অসাধারণ উপস্থাপনা , শালীন কন্ঠস্বরের নিরুত্তাপ! আমি আমার বাবা- মা সহ সবার প্রেশার মাপবো বলে ভাবছি। তাই ডঃ সহ অনলাইন এ সহজোগিতা নিচ্ছিলাম। আপনার ভিডিও দেখার পর আর ভিডিও দেখতে হয়নি! অনেক অনেক ভালোবাসা আর কৃতজ্ঞতা আপুমনি! ফরিদপুর, বাংলাদেশ থেকে আপনার ছোট ভাই শেখ রেজওয়ান।
প্রেশার মাপার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ম্যাডাম। খুব ভালো লাগলো আপনার উপদেশ মূলক আলোচনা। আপনার প্রতি রইলো আমার কৃতজ্ঞতা ও অফুরন্ত শুভকামনা। আমি বাংলাদেশ শেরপুর জেলা থেকে অনেক ভালো আলোচনার জন্য অভিনন্দন জানাচ্ছি।
অনেক অনেক ধন্যবাদ ব্লাড প্রেশার মাপা'র নিয়ম নিয়ে আপনার এই অসাধারণ ভিডিওটির জন্য। আমাদের দেশে অধিকাংশ বিশেষজ্ঞ চেম্বারে প্রেশার মেপে থাকেন চিকিৎসকদের সহকারীরা। কোন দিন দেখনি তারা এসব নিয়মের একটিও অনুসরন করতে, এমনকি সম্মানীত চিকিতসকগণও না! ভালো থাকবেন।
আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম। আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। শুভ কামনা রইল। :)
ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর ও গুরুত্বপূর্ণ একটি আলোচনা করার জন্য বিশেষ করে গ্রাম অঞ্চলে পল্লি চিকিৎসক যারা তারা নিজেরাও জানেনা কিভাবে প্রেসার মাপতে হয় যেভাবে আপনি বলছেন এই ভিডিও থেকে আমার অনেক অভিজ্ঞতা হলো?
আপনার presentation অসাধারণ। আপনার ভিডিও গুলো খুবই ভালো লাগে। এতো সুন্দরভাবে, সহজ ও প্রাণবন্ত ভাষায় বোঝালেন। ভালো থাকুন ম্যাডাম। ❤️ Love from India. 🇮🇳 ❤
ডাক্তার এমন একটি মহৎ পেশা। যা, কি-না দ্বিতীয় ঈশ্বর বলা হয়। আপনি সে স্থান অর্জন করেছেন আপু। ঈশ্বর আপনার সু কর্মের জন্য মাঙ্গলিক আশির্বাদ অর্পিত করুক। ভাল থাকবেন।।❤️🙏
Art of presentation and speaking is extremely awesome.... So smart ... You should work as teacher or professor rather than a doctor... Best of luck... Love you, dear doctor...
Dr. Tasnim jara thank you for your kind information to check BP. I cheak himself my BP but don't know about body and hand position during checking BP. I benefited from your good information. So many many thank to you .May Allah bless you and your family .Ameen.
For a pretty long time this is exactly what I was looking for: how to check blood pressure in correct ways. Wonderful to watch this video clip now. Grateful thanks to you, Jara for this highly beneficial clip---I always very intently watch your clips all of which are nicely presented. May Almighty Allah's choicest and the Most bounteous blessings descend on you and your family! Allah hafez.
এক জন হিন্দু হয়ে বলছি এত সুন্দর সুন্দর ভাবে সহজ ভাবে প্রেসার মাপার নিয়ম কেউ কোনদিন বোঝায় নি। শুভেচ্ছা নিও বোন । ভগবান তোমাকে সুস্থ ও দীর্ঘায়ু করুন।
আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম। আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। শুভ কামনা রইল। :)
আমার দেখা আপনি সেরা সুন্দর ভাবে বোঝাতেও শিখাতে সক্ষম আপনার এডভাইস গুলো খুবই খুবই ভালো ভাবে বুঝতে পারি আশা করি আপনি আরো গুরুত্বপূর্ণ চিকিৎসা বিষয়ক আমাদেরকে শিখাবেন আল্লাহ আপনার মঙ্গল করুক
Can you please show a video tutorial about how to measure the blood pressure. Although you explained everything very clearly. But one practical video will help us to remember those steps more easily
আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম। আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। শুভ কামনা রইল। :)
Good evening Dr. Jara. Very good information and guidance regarding checking of blood pressure you have given through your network clearly and easily that impressed me highly.Nobdy reminded at the time of blood pressure checking till now. All your topics are very much helpful for the people. Your speech expression and language is very clear to understand. Thank you very much. May God bless you.
Thank you so much for taking the time to write down this beautiful note. Your generous compliments warmed my heart. Please stay safe and take care of yourself.
Emergency case a ami amar abbur blood pressure mapi , akn theke apner step gulu follow kore blood pressure mapbo.ate amar vul gulu solution hoa jabe. Thank you soo much , really needed on that topic
এই ছোট্ট প্রচেষ্টা যে আপনার উপকারে এসেছে, সেটা জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন। :)
Sabir
thanks mam
@Abir Hassan abir ikioi
আপনার পার্সোনাল নাম্বারটা দেওয়া যাবে আপা
এ অদ্ভুত প্রেজেন্টেশন, বক্তব্য নদীর মত বহমান। সহজপাঠের মত সহজ। মেদ নেই, অতিরিক্ত কথা নেই। আপনার বহু ভিডিও দেখেছি। এ এক দক্ষতা আর জ্ঞানের মিশ্রণ। ভারত থেকে বলছি। ভাল থাকুন আলো থাকুন।
You are also a good writer and presenter
Khub sundor vabe sadharon manush k bujhie balar dakshyata asadharon.
আমার দেখা আপনি সেরা। ১০০% এর মধ্য ১০০%।
জগত সেরা চিকিৎসক হউন।
May Allah bless You
I am not sure about that, but I sincerely appreciate your very kind gesture! Please keep me in your prayers. Stay safe!
Right
You are very meritorious .where do you live ?Thank you very much.
@@DrTasnimJara আপু পান খাওয়া কেমনে ছাড়তে পারি
ইউটিউবে অনেক ডাক্তারের অনেক বক্তব্য শুনেছি। আপনার মতো এত সুন্দর করে কেউ বুঝিয়ে বলতে পারে না
আমার মনে হয় না এত সুন্দর ও সুস্থ মস্তিষ্কে অন্য কেউ বুঝাতে পারবে?
ধন্যবাদ আপনাকে!
আল্লাহ আপনার হায়াত দীর্ঘায়ূ করুক!
এত সুন্দর করে উৎসাহ দেবার জন্য অনেক ধন্যবাদ। নিরাপদে থাকবেন।
Dr.Jara, your presentation is so effective that I have forwarded it to my sick wife, who is recuperating in another house, for her benefit. I am proud of you as a Bengali, though I come from India (but my antecedents hail from East Bengal!). অনেক ধন্যবাদ!
আমার জীবনের সবচেয়ে সুন্দর মন এবং সুন্দর করে বুঝানো একমাত্র তোমাকে পেলাম। পরম করুনাময় আল্লাহর কাছে প্রার্থনা আল্লাহ রাব্বুল আলামীন যেন তোমাকে দীর্ঘ নেক হায়াত ও সারাজীবন ভালো রাখেন। আমিন।
Ma Sha Allah Ma Sha Allah
Thanks
এত অভিজ্ঞ একজন ডাক্তার,,, কি সাবলীলভাবে বোঝানোর ধারণা,,, ধন্যবাদ বড় আপা,,,, ❤❤আপনার নেক হায়াত দিক আল্লাহ
এতো সুন্দর করে কোনো doctor কোন দিন বলে নাই। অনেক দিন খোঁজার পর একটা perfect এবং clear message পেলাম ব্লাড pressure নিয়ে।
ধন্যবাদ আপনাকে
MAY ALLAH BLESS YOU N YOUR FAMILY
মাঝে মাঝে অবাক হয়ে যায়। আপনার এত সুস্পষ্ট কণ্ঠস্বর আর বচনের ভঙ্গিমাই চিকিৎসা বিজ্ঞানকে আমাদের মত সহজ সরল মানুষের নিকট আরো সহজতর করে দিচ্ছে।
ভালো থাকবেন। নিজের খেয়াল রাখবেন।
কারণ আপনি শুধু আপনার না, আমাদের সকলের।
May Allah bless you,,💝💝
সময় নিয়ে এত সুন্দর করে লিখে জানানোর জন্য এবং নিয়মিত উৎসাহ প্রদানের জন্য অনেক কৃতজ্ঞতা। নিরাপদে থাকবেন।
🌹আপনার কথা অনেক ভাল লাগছে
@@DrTasnimJara thank you
আমি ভারত থেকে ধন্যবাদ জানাচ্ছি। বলার ভঙ্গি এত সুন্দর যে বলার আগেই যেন বুঝে যাচ্ছি। নমস্কার ম্যাডাম।
আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম। আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। শুভ কামনা রইল। :)
ভালো বলেছেন
}
অসংখ্য ধন্যবাদ ডাঃ নাজনীন।
আনেক দিন ধরে বিষয় গুলি জানার আগ্রহ ছিলো, জানতে পারলাম, খুব সুন্দর উপস্থাপনা, আমিও ভারত থেকে বাংলাদেশে
খুব, খুউব উপকৃত হ'লাম মা । আপনার এই চ্যানেলের আমি একজন নিয়মিত ফলোয়ার । বয়সে হয়তো আপনি আমার কন্যাসমা - তবুও আজকের এই ভিডিওটি দেখার পরে আমি আন্তরিকভাবে আপনাকে জানাতে চাই আমার শ্রদ্ধামিশ্রিত প্রণাম ও ভালোবাসা । এত বছর ধ'রে ব্লাড প্রেশার মাপিয়ে চ'লেছি - বহু প্রথিতযশা তথা নামী-অনামী ডাক্তার বা অভিজ্ঞ-অনভিজ্ঞ কম্পাউণ্ডারের তত্বাবধানে - কেউ-ই কখনও এমন সুন্দরভাবে সবিস্তারে বিষয়টি সম্পর্কে অবহিত করেন নি ; ফলতঃ এমন মূল্যবান তথ্যটি আমার এই বয়সেও সম্পূর্ণ অজানাই র'য়ে গিয়েছিলো । অনেক অ-নে-ক ধন্যবাদ মা আপনাকে ! 🙏🏻 ঈশ্বর আপনার মঙ্গল ক'রুন - এই কামনা জানাই 🙏🏻
সময় নিয়ে এত সুন্দর করে লিখে জানানোর জন্য এবং নিয়মিত উৎসাহ প্রদানের জন্য অনেক কৃতজ্ঞতা। নিরাপদে থাকবেন।
মা, তোমার সুন্দর ও সহজ আলোচনার জন্য অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই ।
আশা করি পড়ালেখা শেষ করে,নিজের দেশে ফিরে আসবেন এবং গরীব অসহায় মানুষদের কম খরচে চিকিৎসা সেবা দিয়ে সব সময় পাশে থাকবেন। আপনি দেশের সম্পদ❤️।
Why would she come back to this fucked up country ??
আপনার বোঝানোর ধরনটা খুবই ভালো লাগে,সবসময় এভাবেই সর্বদা সকলের পাশে থাকবেন,আল্লাহ হাফেজ।
আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ তাআলা আপনাকে যেন পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার হিসেবে পরিণত করে এই দোয়া করি
মাশাআল্লাহ্! আপনি এত সহজ করে হাসিমুখে কথাগুলো বলেন বোঝতে এত সহজ লাগে- যেন মনে হয় একবার শুনলেই আজীবন মনে থাকবে! আমি নিজে একজন উচ্চ রক্তচাপের রোগী। আজ সারাদিনে ৪ বার প্রেসার মাপতে হয়েছে আমাকে। আপনার ভিডিও দেখে অনেক উপকৃত হলাম- কিছু জিনিস সঠিকভাবে বোঝতে পারলাম।
ধন্যবাদ আপনাকে- আল্লাহপাক আপনাকেও সুস্হ্য রাখুন, দীর্ঘজীবি করুন- আমীন!!!
আসসালামু আলায়কুম আপু, আমি আপনার এই চ্যানেলের বড় একজন ফ্রেন্ড।। আপনি এতো সুন্দর করে স্পষ্ট ভাবে বুঝিয়েছেন।। যে আমার বা অন্য কারো বুঝতে বিন্দু মাত্র সমস্যা হবে না।। অনেক উপকৃত হলাম আপনার সাজেশন এ।। আপনি আরো এগিয়ে যান।।
আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম। আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। শুভ কামনা রইল। :)
আপু আপনি কি গানিঘ ডাঃকতর
great physician , motivational speaker, presenter and many more qualities , an one word unique , proud for you as a Bangladeshi
Many many thanks
May God bless you
ভিডিওটি দেখার অপেক্ষায় ছিলাম ধন্যবাদ তথ্য গুলো শেয়ার করার জন্য। 💙💙💙
আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম। আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। শুভ কামনা রইল। :)
Thanks apu
পেসার মাপার জন্য এতো নিয়ম আছে আগে জানতাম না ভালো লাগলো ভিডিও টা দেখে ধন্যবাদ আপু আপনাকে আমি তো ফিঙ্গার মেশিন দিয়ে পেসার মাপি এটাতে কি আমি আমার পেসারের সঠিক মাফটা পাবো না একটু জানালে খুশি হতাম
khub upokari
@@nilimanipa2164 tai
আলহামদুলিল্লাহ
এমন তথ্য জানানোর জন্য।। মহান রাব্বুল আলামিন আপনার মঙ্গল করুন.. আমিন।।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা রইল। :)
আমি বাংলাদেশী সৌদি আরব আপনার কথা গুলো খুব সুন্দর হয়েছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ
আমার মতো অযোগ্য ব্যাক্তি আপনার ধারে কাছে যাওয়ার ক্ষমতা নেই। দূর থেকে ভালোবাসি💖 খুব সুন্দর আলোচনা করেছেন। ধন্যবাদ 💖💖
ধারেকাছে যাওয়ার দরকার কী ভাই?
ধন্যবাদ। আমি ভুল ভাবে প্রেশার মাপতাম, আপনার কাছ থেকে শিখলাম আজ। খুবই দরকারি বিষয় নিয়ে ভিডিও তৈরি করেছেন। কৃতজ্ঞতা প্রকাশ করছি ও আপনার সুস্বাস্থ্য কামনা করছি।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা রইল। :)
আলহামদুলিল্লাহ্ অনেক সুন্দর ও সাবলীলভাবে বুঝিয়ে বলার জন্য ধন্যবাদ। এ বিষয়টি জানা ছিল না। আপনার মত ডাক্তারের জন্য অনেক অজানা ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা জানতে পারছি। আল্লাহ্ আপনার উত্তম প্রতিদান দিক,,জাযামুকুল্লাহু খয়ের
আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা রইল। :)
আমাদের বাংলাদেশর বড় একটা সম্পদ আপনি আল্লাহ তায়ালা আপনাকে কবুল করুন,
আপনার নেক ইচ্ছে গোলো আল্লাহ তায়ালা কবুল করুন আমিন সুম্মা আমিন 🤲🤲
অসম্ভব সুন্দর করে বুঝিয়েছেন ধন্যবাদ ম্যাম। আল্লাহ আপনার উপর সহায় হোন❤️
আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম। আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। শুভ কামনা রইল। :)
কি চমৎকার উপস্থাপন!!! আশা করি সবাই যথেষ্ট উপকৃত হবেন আপনার এমন নির্দেশনা থেকে।❤
আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দিক
আপনার কথা শুনে আমার মনে হলো প্রেশার ৩০% কমে গেল সত্যি অসাধারণ মানুষ আপনি, মন থেকে দোয়া রইলো আপনার জন্য ❤
খুব সুন্দর ভাবে বুঝিয়ে বলেছেন। যেকোন tecnical কাজ যে কত নিখুঁতভাবে করা উচিত সেই শিক্ষা আপনার থেকে পেলাম।
আপনার বুঝানোর স্টাইল মাশাআল্লাহ। আল্লাহ আপনাকে দীর্ঘায়ু দান করুক❣️❣️❣️
অদ্ভুত বাচনভংগী, অসাধারণ উপস্থাপনা , শালীন কন্ঠস্বরের নিরুত্তাপ! আমি আমার বাবা- মা সহ সবার প্রেশার মাপবো বলে ভাবছি। তাই ডঃ সহ অনলাইন এ সহজোগিতা নিচ্ছিলাম। আপনার ভিডিও দেখার পর আর ভিডিও দেখতে হয়নি! অনেক অনেক ভালোবাসা আর কৃতজ্ঞতা আপুমনি! ফরিদপুর, বাংলাদেশ থেকে আপনার ছোট ভাই শেখ রেজওয়ান।
সময় নিয়ে এত সুন্দর করে লিখে জানানোর জন্য এবং নিয়মিত উৎসাহ প্রদানের জন্য অনেক কৃতজ্ঞতা। নিরাপদে থাকবেন।
প্রেশার মাপার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ম্যাডাম। খুব ভালো লাগলো আপনার উপদেশ মূলক আলোচনা। আপনার প্রতি রইলো আমার কৃতজ্ঞতা ও অফুরন্ত শুভকামনা। আমি বাংলাদেশ শেরপুর জেলা থেকে অনেক ভালো আলোচনার জন্য অভিনন্দন জানাচ্ছি।
এতো সুন্দর ভাবে উপস্থাপন করে বুজানোর জন্য -- ম্যাম অনেক অনেক ধন্যবাদ,, খুব ভালো লাগলো
দোয়া ও ভালোবাসা নিবেন 🥰♥️
আসসালামু আলাইকুম। কেমন আছেন ম্যাডাম? সত্যি বলতে আপনার মতো এতো ভালো মানবিক ডাক্তার কখনো দেখিনি। অনেক অনেক ধন্যবাদ 💖💖
আল্লাহ আপনাকে নেক হায়াত দিন আমিন 💖💖💖
আপনার মূল্যবান উপদেশ গুলো বড়ই কাজে লাগে, ভালো থাকবেন 🙏🙏🙏
আপনার সাবলীল কথা গুলো শুনে বেশ ভালো লেগেছে । আপনাকে ধন্যবাদ ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা রইল। :)
অনেক অনেক ধন্যবাদ ব্লাড প্রেশার মাপা'র নিয়ম নিয়ে আপনার এই অসাধারণ ভিডিওটির জন্য। আমাদের দেশে অধিকাংশ বিশেষজ্ঞ চেম্বারে প্রেশার মেপে থাকেন চিকিৎসকদের সহকারীরা। কোন দিন দেখনি তারা এসব নিয়মের একটিও অনুসরন করতে, এমনকি সম্মানীত চিকিতসকগণও না!
ভালো থাকবেন।
প্রকৃত teacher এর মতো বুঝলেন madam.Thanks.
আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ,এতসুন্দর করে বুঝানোর জন্য। আর আপনার দির্ঘায়ু কামনা করছি আমিন আমিন।
আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম। আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। শুভ কামনা রইল। :)
আমি এিপুরা আগরতলা থেকে ধন্যবাদ ডাক্তার মেডাম অনেক সুন্দর বুঝেয়ে দিলেন 🙏🙏🙏🙏
This is why we love your quality content. Thank you.
My pleasure!
ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ
এতো সুন্দর ও গুরুত্বপূর্ণ একটি আলোচনা করার জন্য বিশেষ করে গ্রাম অঞ্চলে পল্লি চিকিৎসক যারা তারা নিজেরাও জানেনা কিভাবে প্রেসার মাপতে হয় যেভাবে আপনি বলছেন
এই ভিডিও থেকে আমার অনেক অভিজ্ঞতা হলো?
আপনার আলোচনা সবার চেয়ে আলাদা,এবং গ্রহনযোগ্য ❤
আমি ভারত থেকে শুনছি, সুন্দর গুছিয়ে বললেন। অনেক ধন্যবাদ
এতো সুন্দর করে বুঝানো জন্য অসংখ্য ধন্যবাদ
আপনার ভিডিওর অপেক্ষায় থাকি,ধন্যবাদ নতুন কিছু জানতে পেরেছি
এত সুন্দর করে উৎসাহ দেবার জন্য অনেক ধন্যবাদ। নিরাপদে থাকবেন।
কি আর বলবো এক কথায় অসাধারণ ম্যাডাম। আমার তো মনে হয় এত সুন্দর করে কোন ডাক্তার বোঝাতে পারবেনা।
এই ডাক্তার মেয়েটা খুব মিষ্টি করে কথা বলে যা ডাক্তারের মধ্যে থাকা উচিত আপনাকে অনেক অনেক শুভকামনা
এত সুন্দর করে বুঝিয়ে দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
As per your advice I measure my blood pressure by a blood pressure machine and get absolutely correct result,Thank you mam for your advice.
You're most welcome. Please stay safe!
আপনার presentation অসাধারণ।
আপনার ভিডিও গুলো খুবই ভালো লাগে। এতো সুন্দরভাবে, সহজ ও প্রাণবন্ত ভাষায় বোঝালেন।
ভালো থাকুন ম্যাডাম।
❤️ Love from India. 🇮🇳 ❤
অনেক সুন্দর করে কথা বলেন,,
,, খুব সহজে বুঝার মত আপনার ভাষা গুলো,,, দোয়া করি আল্লাহ তায়ালা আপনাকে কবুল করেন,,,,
,,,৷
ডাক্তার এমন একটি মহৎ পেশা। যা, কি-না দ্বিতীয় ঈশ্বর বলা হয়। আপনি সে স্থান অর্জন করেছেন আপু। ঈশ্বর আপনার সু কর্মের জন্য মাঙ্গলিক আশির্বাদ অর্পিত করুক। ভাল থাকবেন।।❤️🙏
Explained in a plain and simple way. You are just amazing.
Thank you so much 😀
Great physician, good presentation may Allah bless you.
Many many thanks
Art of presentation and speaking is extremely awesome.... So smart ... You should work as teacher or professor rather than a doctor... Best of luck... Love you, dear doctor...
আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে দীর্ঘজীবি করূক সুপরামর্শ দেওয়ার জন্য।
ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম। প্রেশার মাপার সঠিক নিয়ম জানতে পারলাম। আল্লাহ্ আপনার নেক হায়াত দান করুন।
Excellent presentation,go ahead Almighty ALLAH be with you always,In Sha ALLAH.
Dr. Tasnim jara thank you for your kind information to check BP. I cheak himself my BP but don't know about body and hand position during checking BP. I benefited from your good information. So many many thank to you .May Allah bless you and your family .Ameen.
Most welcome
oxetol tablet. এর পাশপ্রতিকৃয়ার ব্যাপারে জানাবেন
মা মণি তোমার পরাম' চালিযে যাও।আল্লাহ তোমার মংগল করুন। আমিন।
অসাধারণ প্রেজেন্টেশন। প্রেসার মাপাটা বাস্তবে দেখিয়ে দিলে সকলের জন্য ভালো হোত।
অসাধারণ বাচনভঙ্গি, শান্তি বরশিতো হোক আপনার উপর। ❤🎉
Thanks a lot for your mostly valuable guidelines about measuring B.P. You are genius, proud of Bangladesh !!!
You are most welcome
ধন্যবাদ স্যার সুন্দর উপস্থাপনে ভালো কিছু শিখালেন।
Excellent video.Dr.Jara u r such good teacher.Thank u so much for sharing these details in such a cordial manner
You are very welcome
অসাধারণ উপস্থাপন। খুব ভালো লাগল জেনে। ভালো থাকবেন ।ঙ
ভালো বলেছেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। ভালো থাকবেন।
ধন্যবাদ দিদি...
অনেক অজানা পয়েন্টস ছিল যা আমরা রক্তচাপ মাপার সময় প্রায়শই রিপিট করতাম ভুলবশত !
আমি লিটন সেন(ভারতের পশ্চিমবঙ্গ থেকে) ♥️👍
Thank you so much for letting ud understand such a easy way.❤️
My pleasure 😊
@@DrTasnimJara didi khub dorkar
You are really very good points elaborate with us, Thank you so much!🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
It's my pleasure
I love you
For a pretty long time this is exactly what I was looking for: how to check blood pressure in correct ways. Wonderful to watch this video clip now. Grateful thanks to you, Jara for this highly beneficial clip---I always very intently watch your clips all of which are nicely presented. May Almighty Allah's choicest and the Most bounteous blessings descend on you and your family! Allah hafez.
Thank you so much for taking the time to write this. It means a lot to me. Please stay safe and take care of yourself.
খুব সুন্দর , পরিচ্ছন্ন, মেদহীন, সহজকরে উপস্থাপনা । অসাধারণ। আপনার সব ভিডিও গুলোই দেখি।খুব ভাল লাগে। ভাল থাকবেন।
এই ডাক্তারের কাছে গেলে রোগ অর্ধেক ভালো হয়ে যাবে। উনি অসম্ভব ভালো একজন মানুষ এবং ডাক্তার।
Thank you sister for giving us your precious time
It's my pleasure
রঔ খারাপ হলে কি সমস্যা হয়
মুবাইল নামবার দান
What a beautiful presentation.
Thank you kindly!
আপু আমাকে প্রতিনিয়ত আব্বু আম্মুর প্রেশার মাপতে হয়....অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে😍
আপনাকেও অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা রইল। :)
উপকৃত হলাম প্রেশার মাপা সংক্রান্ত ভিডিওটি থেকে, আমি তো এতদিন জানতাম দাঁড়িয়ে বা বসে যেকোনো অবস্থায় মাপলেই চলবে। অনেক ধন্যবাদ আপনাকে।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা রইল। :)
সহজ ও সাবলীল ভাষায় বুঝিয়েছে। অসাধারণ।
I express my gratitude and thanks for your kind guidance.
You are so welcome
আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক
Alhamdulillah... Apnaka allah nek hayat dan korun
great demonstration.. thanks a lot ❤️
You are welcome!
আপনার সহজ উপস্থাপনের জন্য অনেক অনেক ধন্যবাদ 😍 । আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
এক জন হিন্দু হয়ে বলছি এত সুন্দর সুন্দর ভাবে সহজ ভাবে প্রেসার মাপার নিয়ম কেউ কোনদিন বোঝায় নি। শুভেচ্ছা নিও বোন । ভগবান তোমাকে সুস্থ ও দীর্ঘায়ু করুন।
এখানে হিন্দু মুসলমানের প্রসঙ্গ কীভাবে আসে?
অনেক সুন্দর পরমশা দিয়েছেন আপু
আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম। আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। শুভ কামনা রইল। :)
থ্যাঙ্কিউ আপু। আপু যদি স্টেথোস্কোপ দিয়ে মাপার সিস্টেম টা বুঝিয়ে ভিডিও দিতেন খুবই উপকৃত হবো।
এই বিষয়ে ভবিষ্যতে তথ্য দেয়ার চেষ্টা করবো। সাথে থাকার জন্য ধন্যবাদ।
@@DrTasnimJara CT by by yh hu
স্টেথোস্কোপ দিয়ে মাপার সিস্টেম ভিডিও করেছেন?
I am very very glad to listen your advice , this is very helpful to all human beings & maintain all information.
God bless you always
Thanks a lot
আমার দেখা আপনি সেরা সুন্দর ভাবে বোঝাতেও শিখাতে সক্ষম আপনার এডভাইস গুলো খুবই খুবই ভালো ভাবে বুঝতে পারি আশা করি আপনি আরো গুরুত্বপূর্ণ চিকিৎসা বিষয়ক আমাদেরকে শিখাবেন আল্লাহ আপনার মঙ্গল করুক
অনেক ধন্যবাদ। প্রেসার মাপার সাবলীল ও সুন্দর উপস্থাপনার জন্য।
We are proud of your excellant talent
in explaining precisely the various aspect of health benefit for our life .
We wish all success of your life.
Thank you for your kind words. It means a lot to me. Please stay safe! :D
যুঞ
Thank you so much for your valuable information for the pressure reading process...
Glad it was helpful!
blood suger mg/dl bujar opay?
Can you please show a video tutorial about how to measure the blood pressure.
Although you explained everything very clearly. But one practical video will help us to remember those steps more easily
Thank you for your suggestion. I will think about it. Please stay safe. :)
খুবই চমৎকার বোঝানোর কৌশল। করোনার সময় আপনার কোন মেসেজ দেখলেই আপনারটা আগে দেখতাম। ভালো থাকবেন
আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম। আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। শুভ কামনা রইল। :)
ধন্যবাদ, এতে সহজ করে বুঝিয়ে বলার জন্য❤।
মেশিন দিয়ে কিভাবে মাপতে হবে এটা দেখিয়ে দিলো আরও ভালো হবে
জাযাকাল্লাহু খয়রান।
Splendid demonstration in a very simple way. Thanks Ma'am
My pleasure 😊
Good evening Dr. Jara. Very good information and guidance regarding checking of blood pressure you have given through your network clearly and easily that impressed me highly.Nobdy reminded at the time of blood pressure checking till now. All your topics are very much helpful for the people. Your speech expression and language is very clear to understand. Thank you very much. May God bless you.
Thank you so much for taking the time to write down this beautiful note. Your generous compliments warmed my heart. Please stay safe and take care of yourself.
আপু আপনার কথা বোঝানোর ধরণ এবং স্পষ্ট শুদ্ধ ভাষা অসাধারণ আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ
এত সুন্দর সাবলীল বাংলায় কথা সত্যিই অসাধারণ
Thanks, sweet little Doctor
Most welcome
Your speaking style excellent.
Thank you so much for the kind compliment! Please stay safe :)
Apu pink salt somporke kicu bolben plz r aita kivabe use korte hoy
এই বিষয়ে ভবিষ্যতে তথ্য দেয়ার চেষ্টা করবো। সাথে থাকার জন্য ধন্যবাদ।
অন্তরের অন্তরঃস্থল থেকে আপনার জন্য দোয়া রইলো আপু,আল্লাহ আপনাকে ও আপনার পরিবারকে সুস্থ রাখুন,আমিন।
Thank you so much Dr. Tasnim Jara for the great advice. ❤❤❤❤❤