কোলেস্টরল হার্ট অ্যাটাকের ঝুঁকি কতটা বাড়িয়ে দেয় ? High Cholesterol Cause Heart Attack |HEALTH CARE

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2023
  • কোলেস্টরল হার্ট অ্যাটাকের ঝুঁকি কতটা বাড়িয়ে দেয় ? কিভাবে কোলেস্টরল নিয়ন্ত্রণে রাখবেনঃ জানাচ্ছেন প্রখ্যাত সিনিয়ার Cardiac Surgeon Dr. Kunal Sarkar | #cholesterol #healthcare #heartattack
    To know more please subscribe to our RUclips channel and press the bell icon for getting notifications of the next videos. And please share this video .
  • НаукаНаука

Комментарии • 1,3 тыс.

  • @ShikhaSarkar-yj4rj
    @ShikhaSarkar-yj4rj 9 месяцев назад +26

    ছবির মত করে এমনভাবে ডাক্তারবাবু কোন সাবজেক্ট ম্যাটার বুঝিয়ে দেন যে সহজে মাথায় পরিস্কার একটা ধারণা গঠন হয়, নমস্কার স্যার ,খুব উপকার হয় আমাদের।🙏

  • @kamalHaquemusicmedia
    @kamalHaquemusicmedia 11 месяцев назад +20

    প্রণাম স্যার!
    চমৎকার উপস্থাপন করেছেন!
    অতিব সহজ সরল সাবলীল ভাসায় যে ভাবে উপস্থাপন করেছেন তাতে অল্প শিক্ষিত একজন মানুষও তা বুঝে নিতে পারবে|❤ আপনার দীর্ঘায়ু কামনা করছি |

  • @mdsajibmiah4733
    @mdsajibmiah4733 Год назад +38

    প্রতিটি বিষয়কে খুব সুন্দর ভাবে বুঝিয়েছেন, সেজন্য ডক্টর স্যারকে এবং উপস্থাপিকাকে অসংখ্য ধন্যবাদ ।

  • @pareshnathsinha5494
    @pareshnathsinha5494 Год назад +6

    অনবদ্য!! এমন মনের চিকিৎসক সবাই কেন হয় না??
    বহু বহু বছর এরূপ চিকিৎসকদের সুস্থতার সাথে ঠাকুর যেন বাঁচিয়ে রাখেন এই শুভকামনা রইল।

  • @shyamaprosadbarman2164
    @shyamaprosadbarman2164 7 месяцев назад +4

    একজন প্রকৃত "মানুষ" এবং তারপর "ডাক্তার" দুটোর মিশেন। শ্রদ্ধা জানাই।

  • @bhabaniprasadchakraborty7532
    @bhabaniprasadchakraborty7532 Год назад +20

    মহামান্য ডাক্তারবাবু,
    আপনি ও সুস্থ থাকুন,
    দীর্ঘায়ু কামনা করি আপনার।
    শুভ কামনা রইল 🙏🏻🙏🏻

    • @chyafrin
      @chyafrin 11 месяцев назад +3

      যেদিন,হয়তো বা, এই,কমন,আর , নতুন
      ভাবে,সারি সারি,দেখা, যাচ্ছে না,,,সে,
      বুজে, নেবে, সবাই, আমি,হয়তো,আর,
      পৃথিবীর,ত্বরে, নেই,, সুবহানআল্লাহ,
      মানুষ,মাত্রয়, মাটির, পুতুল,,রুহুটা, যেহেতু, সৃষ্টি,কর্তার, আমরা, সবাই কে,
      সেখানেই,পিরে, যেতে,হবে, তবে, আমাদের,কে, আল্লাহ, ভালবেসে,যন্ত,
      করে, বানিয়েছেন বলে, আমাদের,মধ্য ও
      এতো, ভালবাসা,তাই, পৃথিবী, ছেরে, চলে
      যেতে,ও, আমাদের, খুব খুব খুব,কষ্ট,হবার ই, কথা, কিন্তু, আফছুস তো, থাকবে, আবেগ, দিয়ে তো, আল্লাহ,
      সৃষ্টির,কুলে, আমাদের সবাই কে, পাঠিয়েছেন, শুকরিয়া আলহামদুলিল্লাহ আমিন আমিন, আমিন, সুবহানআল্লাহ,

  • @samirchakraborti4375
    @samirchakraborti4375 7 месяцев назад

    প্রথমেই জানাই ডাক্তার কুণাল সরকারকে নমস্কার। উপস্থাপিকাকে ধন্যবাদ। ডাক্তারবাবুর যে কোনো বক্তব্য আমি এত মন দিয়ে শুনি যে মাঝে মধ্যে মনে হয় উনি আমার গৃহ শিক্ষক। এত সুন্দর করে উপমা দিয়ে বোঝান যে অসুখ আর তার নিরাময় যেনো গল্পের মত। আগামী দিনে ওনার অনুষ্ঠান সোনার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করবো।

  • @KrishnaDas-nn2nq
    @KrishnaDas-nn2nq 11 месяцев назад +8

    অশঙ্খ ধন্যবাদ সঞ্চালক এবং ডাক্তার বাবু মহাশয় কে ।।এই ধরনের অনুষ্ঠান বহু সাধারণ গরিব মানুষের উপকারে আসবে ।
    আশা রাখি আগামী দিনে আরো সুন্দর সুস্বাস্থ্য অনুষ্ঠান দেখতে পারবেন সমাজের মানুষ ।।নমস্কার

  • @rubyghosh7692
    @rubyghosh7692 6 месяцев назад +6

    ডাক্তার বাবু আপনি এতো সুন্দর করে বললেন ভীষণ ভালো লাগলো ।নমস্কার।

  • @sundarchoudhury8256
    @sundarchoudhury8256 Год назад +5

    অতি সুন্দর বলেছেন তার জন্য অনেক
    ধন্যবাদ।আপনার এই পরামর্শ আমাদের পাথেয় হয়ে থাকবে।নমস্কার ডাক্তারবাবূ।

  • @namitachakraborty5084
    @namitachakraborty5084 8 месяцев назад +6

    সত্যিই ওনার বোঝানোর ক্ষমতা বড় সুন্দর। মুগ্ধ হয়ে শুনি। কিছুটা কিছুটা বুঝতে পারি যা আমাদের help করতে পারে। Thank you very much Dr. Sarkar.

  • @bijoylakjmidutta2427
    @bijoylakjmidutta2427 10 месяцев назад +10

    আপনার মূল্যবান বক্তব্য আমাদের খুব উজ্জীবিত করে স্যার। আপনার মনোজ্ঞ আলোচনায় মনে সাহস হয়। এরকম আরও উদ্দীপক আলোচনার অপেক্ষায় আছি। বিনম্র প্রণাম নিবেন।

  • @hasanahmed5612
    @hasanahmed5612 Год назад +15

    ডাক্তার বাবুকে অনেক ধন্যবাদ।
    ওনার অসাধারন আলোচনার মাধ্যমে অনেক কিছুই জানতে পারলাম ও উপকৃত হলাম।
    তাঁর জন্য অনেক অনেক শুভকামনা...!🇧🇩

  • @putuldas3014
    @putuldas3014 5 месяцев назад +36

    ডাকতারবাবু ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভালো রাখুন

  • @shyamalighosh1255
    @shyamalighosh1255 9 месяцев назад

    আমিও খুব মন দিয়ে শুনলাম। আপনার ব্যাখ্যাগুলো এত সুন্দর আর সহজ ভাষায় যে আমাদের বুঝতে কোন অসুবিধা হয় না। 🙏

  • @amalsaha2552
    @amalsaha2552 5 месяцев назад

    ডাক্তার বাবুর বিশ্লেষণ খুবই চমৎকার। খুবই সহজ ও প্রাঞ্জল ভাষায় বিষয়টি বুঝিয়ে দিলেন, যা সকল স্তরের মানুষের কাছে বোঝা সহজ হয়।

  • @lutfarrahman4703
    @lutfarrahman4703 Год назад +4

    ডাক্তার বাবুকে অসংখ্য ধন্যবাদ। অনেক মূল্যবান তথ্য দিয়ে তিনি আমাদের সমৃদ্ধ করেছেন। ধন্যবাদ তাঁকেও সাক্ষাৎকারটি যিনি প্রচার করেছেন মিডিয়ায়। আরো তথ্যবহুল আলোচনা শোনর অপেক্ষায় রইলাম।

  • @saswatipaul6926
    @saswatipaul6926 11 месяцев назад +20

    আপনি খুব সহজভাবে প্রতিটা বিষয় বুঝিয়ে বলেন.... আমাদেরও বুঝতে সুবিধে হয়.... খুব ভালো লাগে আপনার সাক্ষাৎকার দেখতে... আপনি খুব ভালো থাকুন ডাক্তারবাবু 🙏🙏🙏

    • @chyafrin
      @chyafrin 11 месяцев назад +2

      আসলে,বড়,বড়, জ্ঞায়ানী বিদরা, আছে,
      বলেই, দেশের, সাধারণ, মানুষ,একটু, সস্থীবোধের,আস্তা, আসলে, জ্ঞীয়ানী,বিদ,
      আছে বলেই, পৃথিবী,আজ,শুশীল,স্বণির্বর
      ও, সুন্দর পরিবেশে, আমারা, উপভোগ,
      করতে,পারি,,,,, শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আমিন,

    • @triptisamanta9688
      @triptisamanta9688 6 месяцев назад

      ​@@chyafrin❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤u

    • @KHAbdurRouf
      @KHAbdurRouf 6 месяцев назад

      Pp

  • @mahfuzurrahman5793
    @mahfuzurrahman5793 Месяц назад

    ডাক্তারবাবু বিষয়বস্তুকে এত সহজ ভাবে উপস্থাপনা করতে শৈল্পিক ভাবনা গবেষণামূলক এইরকম একটা বিষয়কে এত সুন্দর ভাবে উপস্থাপনা করলেন এটা খুবই বিরল। আপনার প্রতি শ্রদ্ধা নিবেদন রইল।

  • @mitragupta5875
    @mitragupta5875 10 месяцев назад +1

    ডাক্তার বাবুর কথা শুনে খুব ভালো লাগলো এবং অনেক কিছু জানতে পারলাম ।উনাকে আশংখ্য ধন্যবাদ জানাই ।ভগবানের কাছে প্রার্থনা করি আনেক আনেক ভালো থাকেন ।আর আমাদের এই ভাবে উপকার করেন ।

  • @pradeepchatterjee5239
    @pradeepchatterjee5239 Год назад +9

    *_ডাক্তার বাবু গল্পচ্ছলে কঠিন কঠিন বিষয় বুঝিয়ে দেন। চমৎকার!!! শিক্ষক হিসেবেও অতুলনীয়।_*

  • @xxxxxxxxxxxxxxxxxxxxxx7013
    @xxxxxxxxxxxxxxxxxxxxxx7013 Год назад +10

    ডাক্তারবাবু আপনার বিশ্লেষণ খুবই সুন্দর।সহজে সবকিছু বোঝা যায়।

  • @arunde2395
    @arunde2395 9 месяцев назад

    অত্যন্ত কার্যকরী এবং মূল্যবান উপদেশ দেওয়ার জন্য ডক্টর কুণাল বাবুকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আপনি। প্রণাম নেবেন ডক্টর বাবু।

  • @dipakmihirmitra6569
    @dipakmihirmitra6569 Год назад +7

    অনেক অনেক ধন্যবাদ ড* সরকার কে। সুন্দর সহজ ভাষায় জিনিসটাকে বোধগম্য করালেন। ডাক্তার এর উপদেশ মতন আমি স্টাটিন ও নিই । আমার রক্তচাপ ও ওজন এখন স্বাভাবিক ৭২ বছর বয়সে। আপনাদের উপস্থাপনা খুবই সুন্দর। ধন্যবাদ।

    • @shoebahmed3512
      @shoebahmed3512 10 месяцев назад

      সটাটিন কি কোলেসটরলের অউসধ??

  • @shyamalpaul4844
    @shyamalpaul4844 Год назад +10

    সহজসুন্দর ব্যাখ্যা যা অল্প শিক্ষিত লোকেরাও বুঝতে পারবে🙏 স্যার একটা প্রশ্ন ছিল এই যে বাইপাস সার্জারি করার পর তার ওই হার্ট নিয়ে কতদিন ভালো থাকতে পারে? এই ব্যাপারটা আলোচনা করলে আমরা যারা বাইপাস সার্জারি করেছি তারা উপকৃত হব 🙏 প্রণাম নেবেন 🙏🪷🙏🪷

  • @BikashDas-ff7fd
    @BikashDas-ff7fd 8 месяцев назад

    ডা ,বাবু অসাধারণ বক্তব্য শুনে অনেক কিছু জানলাম ইশ্বর আপনার মঙ্গল করুন ‌।

  • @biswalokeproduction1177
    @biswalokeproduction1177 10 месяцев назад

    আপনাকে অনেক অনেক শ্রদ্ধা। এত সুন্দর করে বর্ণনা করলেন যে মনে গেঁথে গেল। খুব ভালো থাকবেন আপনি।

  • @meenachatterjee6236
    @meenachatterjee6236 Год назад +4

    Thanks doctor,khub sundor bhabe bolechen with little, little humour.onek bhalo laglo.good teacher doctor indeed.God bless you.🙏

  • @dipikadutta674
    @dipikadutta674 Год назад +10

    আপনার বোঝানোর টেকনিক খুব ভাল thank you 🙏

  • @swapankrgoshal2039
    @swapankrgoshal2039 3 месяца назад

    স্যার কে অনেক অনেক শুভেচ্ছা , এত সহজ ও সরল ভাবে বর্তমানের চরম সমস্যা কলেস্টেরল সংকান্ত বিষয় নিয়ে সুন্দর ভাবে বোঝানোর জন্য

  • @manjudas8714
    @manjudas8714 7 месяцев назад +3

    আলোচনা র জন্য ডাক্তার বাবু কে অসংখ্য ধন্যবাদ।

  • @user-ij1fc4sp1d
    @user-ij1fc4sp1d 8 месяцев назад +3

    অসংখ্য ধন্যবাদ স্যারকে❤।এত সুন্দর করে বোঝানোর জন্য। পাবনা। বাংলাদেশ।

  • @rekhamukherjee8281
    @rekhamukherjee8281 Год назад +8

    ডাক্তার বাবু নমস্কার নেবেন।খুব সহজ ভাবে বিশ্লেষণ করলেন।আপনাকে অসংখ্য ধন্যবাদ।

  • @bimalchandrasarker2559
    @bimalchandrasarker2559 Год назад +1

    অনেক অনেক ধন্যবাদ। খুবই চমৎকার আলোচনা।উপকৃত হলাম।

  • @manjuaich147
    @manjuaich147 Год назад +7

    Excellent analysis and advice. Thanks with regards to, Dr.Kunal Sarkar. Nomoshkar 🙏

  • @ezazahmed8118
    @ezazahmed8118 11 месяцев назад +4

    Very enlightening session.. Thank you Dr. Kunal Sarkar Sir 🙏

  • @sujitnarayansen1585
    @sujitnarayansen1585 4 месяца назад

    Ki sundor bhabe bojhan,ato sàdharon lok bujhte pare.thank you Dr Kunal Sarkar ❤

  • @jotinkumar2289
    @jotinkumar2289 Год назад +2

    উপদেশ গুলো খুবই ভালো লাগলো। ধন্যবাদ ডাক্তার বাবু কে।

  • @user-eg8qv5ny4b
    @user-eg8qv5ny4b Год назад +5

    অসাধারণ স্যার। আপনার কথা গুলো শুনে খুব ভাল লাগল।

  • @mashiurrahman8665
    @mashiurrahman8665 Год назад +7

    I am from dhaka, this programm is very helpful for all. Konal sir has vast knowledge. Thanks

  • @rinkughosh3802
    @rinkughosh3802 Год назад +1

    ডাক্তারবাবু আপনার আলোচনা টা খুব ভালো লাগলো। আমি খুব উপকৃত হলাম। ধন্যবাদ।

  • @mdasaduzzaman5014
    @mdasaduzzaman5014 11 месяцев назад +3

    Very effective discussion Thanks to Dr Kunal Sarkar

  • @mdnurunnabikhan5928
    @mdnurunnabikhan5928 Год назад +9

    খুব সুন্দর বলেছেন ডাক্তার বাবু কে। অনেক জ্ঞান গর্ভ আলোচনা করেছেন, যা খুবই ভালো লাগলো।

  • @amalendujana695
    @amalendujana695 11 месяцев назад +2

    ডাক্তার বাবু কত সহজ করে
    বুঝিয়ে দিলেন ,অসংখ্য ধন্যবাদ

  • @tapatimukherjee6207
    @tapatimukherjee6207 11 месяцев назад

    আপনার বক্তব্য খুব সুন্দর ভালো। সুন্দর করে সাজিয়ে পরিবেশন করলেন উপমার মাধ্যমে খুব সুন্দর ভালো লাগলো। ধন্যবাদ।

  • @kamaleshchakraborty2878
    @kamaleshchakraborty2878 Год назад +3

    শুভ সকাল।ডঃ কুনাল সরকার আমার ভীষণ পছন্দের মানুষ। তবে ডাক্তার হিসেবে নয়। উনার কাছে চিকিৎসা করার সুযোগ হয়নি কিন্তু উনার প্রতি আকর্ষণের মূল কারণ হচ্ছে উনার যুক্তি তর্ক আসরে উনার সাবলীল বক্তৃতা, ক্ষুরধার যুক্তি আমার ভীষণ ভালো লাগে। প্রবাসী তাই উনার সাথে দেখা করার সুযোগ হয়নি।বয়স হয়ে গেছে। তবে জীবনের রঙ্গমঞ্চ কখনো অঘটন ঘটে।হয়ত কোন দিন যদি দেখা হয়ে যায়! সেই আশা নিয়ে আছি।

  • @bidyutsardar7786
    @bidyutsardar7786 Год назад +5

    Dr. Kunal Sarkar has been explained Excellent , thank you very much Sir.

  • @KingshukMondal-bw7cs
    @KingshukMondal-bw7cs Год назад

    Khub sundor, khub janar darkar chhilo,many thanks for this programme, will wait next discus

  • @mirasrimani8466
    @mirasrimani8466 4 месяца назад

    ডাক্তারবাবু আপনার বোঝানোর ক্ষমতা ভীষণ সুন্দর খুব ভালো লাগে আপনি আমাদের জন্য ভালো থাকবেন

  • @tapasmaity7888
    @tapasmaity7888 Год назад +3

    ভাল লাগল।
    ধন্যবাদ ডাক্তার বাবু

  • @mukulmitra2770
    @mukulmitra2770 Год назад +6

    Thanks to Dr. Sarkar for his valuable delivery.

  • @dabluanower2311
    @dabluanower2311 Год назад +2

    এতো সুন্দর এবং সহজ করে আলোচনা করার জন্য অনেক ধন্যবাদ

  • @mdmizanurrahman5113
    @mdmizanurrahman5113 Год назад +3

    চমৎকার বিশ্লেষণ ধন্যবাদ ডক্টর বাবু কে।

  • @asokbhattacharyya5395
    @asokbhattacharyya5395 Год назад +6

    Nicely explained.Thank you Dr. Sir.🙏

  • @radhasengupta3906
    @radhasengupta3906 10 месяцев назад

    খুব গুরুত্বপূর্ণ তথ্য পেলাম, ধন্যবাদ।

  • @minubiswas4322
    @minubiswas4322 11 месяцев назад

    রসিকতার সাথে বাস্তবতার মেলবন্ধন ভালো লেগেছে। অনেক ভালো লেগেছে মূল্য়বান মতামতের জন্য।

  • @cutieUwuwu
    @cutieUwuwu Год назад +4

    অসাধারন আলোচনা, খুবই কার্যকরী। ডাকতার বাবুকে অনেক ধন্যবাদ৷ ,🙏

  • @haridaskhan5834
    @haridaskhan5834 Год назад +5

    If bring discussion on blood thinner (aspirin) will be very helpful. Dr Sarkar’s discourse s are very helpful to humans.I followed many of these episodes.Thanks for everything!

  • @alamgirlohani2376
    @alamgirlohani2376 Год назад +2

    খুব ভালো লাগলো বক্তব্যগুলো এবং তারে যে পরামর্শটা খুব ভালো লাগলো ধন্যবাদ স্যারকে

  • @protivaroy3781
    @protivaroy3781 10 месяцев назад +1

    Doctor babu anek anek dhoinyabad . As a very good doctor r apnar kathagulo shune khub upokrito habo .

  • @mihirkumarroy8721
    @mihirkumarroy8721 Год назад +19

    ডাক্তারবাবুকে অশেষ ধন্যবাদ। উনি এত প্রাঞ্জলভাবে বুজিয়েছেন যে তাতে আমরা খুবই উপকৃত হব।

  • @user-hu3el5hn3b
    @user-hu3el5hn3b Год назад +7

    আমি নিজে ডাক্তার বাবু আমার আন্তরিক শুভেচ্ছা। কারণ খুবই সুন্দর ভাবে বুঝিয়ে দিয়েছেন। এতে আমি নিজে এবং সমস্ত মানুষ উপকৃত হবেন।

  • @debjanidutta5854
    @debjanidutta5854 8 месяцев назад

    Dr babu apni ato sahaj kore bojhan j ete sadharan manusher khub subidha hoy. Thank you very much daktar babu.😊

  • @herarahman7979
    @herarahman7979 6 месяцев назад

    স্যারকে ধন্যবাদ সুন্দর করে সব বুঝিয়ে বলার জন্য। বাংলাদেশ থেকে বলছি ও দেখছি।

  • @ashokechakraborty3950
    @ashokechakraborty3950 Год назад +7

    Very very Super & excellent discussion, thanks 👍👍👍

  • @rosesarkar5319
    @rosesarkar5319 Год назад +6

    অনেক অনেক ধন্যবাদ ডক্টরকে সুন্দর করে কলোস্ট্রোরেল সম্পর্কে আমাদের বুঝিয়ে দেবার জন্য।

  • @moti5642
    @moti5642 Год назад +1

    খুব ভালো লাগলো ডাকতার বাবু কে অনেক ধন্যবাদ সুন্দর একটা আলোচনা কলেস্টেরল পেনিক থেকে বাঁচলাম

  • @ramaghosh8350
    @ramaghosh8350 7 месяцев назад

    অসাধারণ বোঝালেন৷ Thanks. a lot

  • @polash.hazari
    @polash.hazari Год назад +6

    Thank You Sir ,it's Really important for US

  • @debchy-eo9ux
    @debchy-eo9ux Год назад +9

    অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্লেষণ, সবার জানা উচিত।

  • @utpalbain4745
    @utpalbain4745 Год назад +2

    সুন্দরভাবে অনেক কিছু উপস্থাপন করলেন।

  • @arupmondal964
    @arupmondal964 Год назад

    ডাক্তার বাবু, অসংখ্য প্রণাম, অনেক কিছু শিখলাম। ৭০ ঊর্দ্ধ বয়সেও উপদেশ মেনে চলার শপথ নিলাম।

  • @abdurrob7080
    @abdurrob7080 Год назад +6

    Wonderful suggestion for smooth funtioning of health organs. Thanks. Rob

  • @amitabhamallick6277
    @amitabhamallick6277 Год назад +8

    স্যার কে অনেক ধন্যবাদ

  • @AyubAli-pk2xh
    @AyubAli-pk2xh Месяц назад +1

    ডাক্তার বাবুকে আল্লাহ সুস্থ রাখুন শান্তিতে রাখুন।

  • @JinatRehana-uw4qu
    @JinatRehana-uw4qu Год назад

    sir আপনাকে অশেষ ধন্যবাদ। আপনারমত যেন,সকল ডাক্তার গনের আচরন হয়।

  • @milisarkar1554
    @milisarkar1554 Год назад +7

    Khub informative .Thanks dr for your advice🙏

  • @sumatipramanik3551
    @sumatipramanik3551 Год назад +3

    Dr. Babu ke amar pronam janai 🙏🙏 uni sustho thakun. 👌👌👌👌👌🙏👌👌 Amar cholesterol dekha diyechhe anek valo laglo sune

    • @pankajmahato5476
      @pankajmahato5476 Год назад

      Sir আমার একটা সাহায্য প্রয়োজন আপনার কাছ থেকে. আমি পেশায় একজন প্রাইমারী শিক্ষক. আমার বয়স 37 বছর
      আমার ব্লাড sugar লেভেল fasting 245&খাওয়ার পরে 350-400 থাকে. এই মতো অবস্থায় আমার কি করণীয়. আমার দুটো দাঁত একই বারে ভাঙার উপক্রম. Please help me..... 😢😢😢😢

  • @mafiqueuddin683
    @mafiqueuddin683 10 месяцев назад

    ডাক্তার বাবু দারুন ভাবে বুজিয়ে বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সুদূর জার্মান থেকে দেখছি। আর ভাষাটাও যে চেইম।

  • @user-hb8gw1rt5c
    @user-hb8gw1rt5c 4 месяца назад

    অতি সুন্দর একটা কথা বলেন বয়সী লোকের খাদ্যের অভাবে পরিবর্তন করতে হবে আশা করি আপনার জন্য একটা সুখবর

  • @lakshmikantaghosh8398
    @lakshmikantaghosh8398 Год назад +5

    EXCELLENT ANALYSIS kunal sir.

  • @gcdas457
    @gcdas457 Год назад +10

    Explained in a common man's language. Thank you so much.

  • @shyamalkumarghatak5876
    @shyamalkumarghatak5876 8 месяцев назад

    স্বাস্হ‍্য বিষয়ক এইরকম সাক্ষাৎকার আরও চাইছি। এতে অনেক কিছু জানা যায়।

  • @sharmilamondal9982
    @sharmilamondal9982 Год назад +4

    Thanks doctor saheb.very good information for us

  • @anwarulkarim3454
    @anwarulkarim3454 10 месяцев назад +4

    Thanks to Dr. SARKAR for his valuable nice delivery. It's a very helpful video on Cholesterol. The easiest way of learning the essentials of our blood system and cholesterol. Thanks to Dr. SARKAR.

    • @realbot1090
      @realbot1090 8 месяцев назад

      Nomoskar Daktar Babu Apnar katha Gulo Khub Valo Laglo.Apni Kothay Chamber Karen?

  • @user-tj6tm6vg9k
    @user-tj6tm6vg9k 6 месяцев назад

    শুভ সকাল, সারাদিন ভালো কাটুক আপনার, আপনার উপস্থিতি ও আলোচনা খুব সুন্দর লাগছে। আরো আরো এই রকম
    আলোচনা হোক । আপনার মঙ্গল কামনা করি।

  • @biswajitchattopadhyaysinge2724
    @biswajitchattopadhyaysinge2724 4 месяца назад

    এত সুন্দর করে ব্যাখ্যা করলেন স্যার, ব্যাপারটা খুব ভালো ভাবে বোঝা গেলো। ধন্যবাদ স্যার।

  • @lilydey5070
    @lilydey5070 11 месяцев назад

    Doctor babu k ami khub bissas kory. Onar alochona ami mon diya suni. Many many Thanks.

  • @anupsingha8193
    @anupsingha8193 Год назад +6

    Thank you so much sir for your valuable explanation and information. God bless you sir.

  • @triptichakraborty7268
    @triptichakraborty7268 Год назад +4

    খুব সুন্দর ভাবে বোঝানোর চেস্টা করেছেন সাধারণ মানুষকে অনেক নমষ্কার জানাই স্যারকে

  • @manojkdutto7368
    @manojkdutto7368 10 месяцев назад

    খুব প্রয়োজনীয় পরামর্শ।
    ধন্যবাদ

  • @bijoylakjmidutta2427
    @bijoylakjmidutta2427 Год назад

    ধন‍্যবাদ স‍্যার।এত সুন্দর করে বুঝিয়ে বল্লেন, শুনে খুব উপকৃত হলাম। প্রণাম নেবেন স‍্যার।

  • @prasantasengupta2858
    @prasantasengupta2858 Год назад +25

    অপূর্ব, শ্রদ্ধেয় ডাঃ কুনাল সরকারের ব্যাখা। আশাকরি যারা দেখলেন ও শুনলেন, তাঁদের কাছে বুঝতে সহজ হয়ে গেলো,কোলেষ্টরে লের গুনাগুণ ও সমস্যা,কেন সমস্যা ও চিন্তার , বুঝতে পারলাম। যারা ডাক্তারি নিয়ে পড়ছেন, তাদের কাছে এটা শিক্ষনীয়। ডাক্তার বাবু কে অনেক, অনেক ধন্যবাদ ও নমস্কার। জয়হিন্দ 🇮🇳🙏🙏

    • @arupdutta6135
      @arupdutta6135 Год назад

      Vbbbbbbb😊nmbn😊😊bbb😊😊😊g😊😊😊😊😊 😊😊b😊bb 😊😊v😊😊😊😊😊😊😊bb😊😊😊😊😊vbbb😊😊😊😊😊b😊😊😊😊bbu bbbbb b😊😊😊😊b😊 😊😊 nvbbnb bb bbb vvn n vbvbv nnnbb bbbbbbbbvbvbb b nbb b knbbbbbbbb bbbbbbbbbbbb vb bbbbbbb bb vbbb vv vvvvvv vvbbb bbb b bvvvbbbbbbbnb bjbbbb nbbbbbbbbbbbnbbvbbb vbbbv bb vvvvvnb bbbbnbbbmbmbbmbnbnbbnbmbnnbnbb vbn nbnbv vvbvv vvvvvvbnv vbv bhn b vvv v vb n v vvhvvv n vvvvbbnn bbbhnvbnbbbbvvbnvvvvvvvb bnb vvv vv vvbbbbbbmbbnbmbmnnbnbmmmbnmbbnnbnbbbb k vv vvmnvbbvvbnmbmb vbv vn v vvvnnnvvn vvbbbbbvk vb vvvvnvnnb nnnbvbnnbvvnvnvbvvbv bnbbv vv vvnv v vnbvbnvbmnbnnbvvvvb vv vvv vvbnmnmmnbvnmbvbbn vvvvvvvv v gvv p bvmvnnvkvnv n Nv v vvvvv y vnvnvnvbn v v vvv vvvk b vvnnvnvvvv v vnvbnvvvvvvv kv k n vvv vvn vnbvn Nv vvnv vvvvvvvv b vvvnvnnvvvvvnvv vv nvbb vvbnnnnnnnkv vvv, vv njn vnvbbbbbnnbnbnbnnbnvvvvnvvvvvvv vvn bbnbvvv v, vnvvvv vvn vnbvnnnbv vvvbvbv vv vvvvvvvvvbvv vvvv vv vvvvvvvvv vvv vvvvv vvvvvvvnvn vvvvvbv😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @bimanchandra6190
      @bimanchandra6190 10 месяцев назад

      নমস্কার

    • @arijitbanik8878
      @arijitbanik8878 9 месяцев назад

      Wqqqwwwwwwwè
      0

    • @TapasDas-mj5ci
      @TapasDas-mj5ci 7 месяцев назад

      আপনি আমাদের সম্পদ স্যার। আপনি সুস্থ থাকুন ভালো থাকুন , ঈশ্বরের কাছে এই কামনা করি ।

    • @nirmalyachakraborty5828
      @nirmalyachakraborty5828 7 месяцев назад +1

      দারুণ বলেছেন Sir 💝🌹

  • @anadibarua2790
    @anadibarua2790 Год назад +5

    Thank you sir for your valuable discussion

  • @timirbarandas8239
    @timirbarandas8239 Год назад +1

    স্যার আমার শ্রদ্ধা নেবেন। আপনি
    খুব খুব ভালো থাকবেন। আপনার
    অনেক প্রোগ্রাম দেখার সুযোগ পাই।
    অনেক উপকারে লাগে। ❤❤

  • @moniislam6125
    @moniislam6125 Год назад

    অসাধারণ আলোচনা অনেক উপকৃত হোলাম ধন্যবাদ সার।

  • @rajaniroy5377
    @rajaniroy5377 Год назад +4

    Dr sir and your team are admirable. Thanks a lot.

  • @munnerhossain107
    @munnerhossain107 Год назад +3

    Very effective discussion, thank you so much Sir

  • @barjahansk4238
    @barjahansk4238 4 месяца назад

    অতি সুন্দর আলোচনা খুব ভালো লাগল স‍্যার ভালো থাকবেন।

  • @chhayasakar5570
    @chhayasakar5570 Год назад +1

    ভীষন সুন্দর একটি তথ্যদিলেন 🙏