ম্যাম,আপনাকে একদম মীনার কার্টুনের মীনার মতো লাগছে।আমার ঐ গানটা মনে পড়ে গেল,আমি বাবা মায়ের ছোট আদরের মেয়ে,আমি বড় হই সকলের ভালোবাসা নিয়ে, আমি পড়ালেখা শিখতে চাই।শিক্ষা আমায় মুক্তি দিবে।ম্যাম,সত্যি শিক্ষা আপনাকে মুক্তি দিয়েছে। আমার জন্য দোয়া করবেন ম্যাম।আমিও যেন আত্মনির্ভরশীল হতে পারি।
সাইকেল শেখা মনে হয় আপনার অনেক দিনের শখ ছিল;নয়তো এ বয়সে তো আপনি সাইকেল না শিখে কার শিখতেন।শুভকামনা থাকলো। আপনার ভিডিওগুলো বেশ অনুপ্রেরণাদায়ক; কোনো কিছু বাড়িয়ে বলেন না।
আস্সালামু আলাইকুম আপু।আমার ইচ্ছা এডমিন ক্যাডার। কিন্তু আমার চোখে সমস্যা। চশমা নিয়েও যেমন দেখি,চশমা ছাড়াও তেমন দেখি।৬/১৮ পাওয়ার।দেশের বড় বড় ডাক্তার দেখানো হয়েছে। তারাও সমাধান করতে পারে নাই। আমি বলতে চাচ্ছি,এই সমস্যা নিয়ে আমি সরকারি চাকরি পাবো কি না,বিসিএসে বাদ পড়বো কি না?দৈনন্দিন চলাফেরা কোনো সমস্যা নাই, ৬/১৮। উত্তর দিলে কৃতজ্ঞ থাকবো।
👏👏👏👏👏
ম্যাম,আপনাকে একদম মীনার কার্টুনের মীনার মতো লাগছে।আমার ঐ গানটা মনে পড়ে গেল,আমি বাবা মায়ের ছোট আদরের মেয়ে,আমি বড় হই সকলের ভালোবাসা নিয়ে, আমি পড়ালেখা শিখতে চাই।শিক্ষা আমায় মুক্তি দিবে।ম্যাম,সত্যি শিক্ষা আপনাকে মুক্তি দিয়েছে। আমার জন্য দোয়া করবেন ম্যাম।আমিও যেন আত্মনির্ভরশীল হতে পারি।
সাইকেল শেখা মনে হয় আপনার অনেক দিনের শখ ছিল;নয়তো এ বয়সে তো আপনি সাইকেল না শিখে কার শিখতেন।শুভকামনা থাকলো।
আপনার ভিডিওগুলো বেশ অনুপ্রেরণাদায়ক;
কোনো কিছু বাড়িয়ে বলেন না।
আপু আপনার সাথে যোগাযোগ করতে চাই
আস্সালামু আলাইকুম আপু।আমার ইচ্ছা এডমিন ক্যাডার। কিন্তু আমার চোখে সমস্যা। চশমা নিয়েও যেমন দেখি,চশমা ছাড়াও তেমন দেখি।৬/১৮ পাওয়ার।দেশের বড় বড় ডাক্তার দেখানো হয়েছে। তারাও সমাধান করতে পারে নাই। আমি বলতে চাচ্ছি,এই সমস্যা নিয়ে আমি সরকারি চাকরি পাবো কি না,বিসিএসে বাদ পড়বো কি না?দৈনন্দিন চলাফেরা কোনো সমস্যা নাই, ৬/১৮। উত্তর দিলে কৃতজ্ঞ থাকবো।
🖤🖤