দুবাইয়ে লাইফগার্ডের লাইসেন্স ও চাকরী কিভাবে নিবেন?

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • কিভাবে নিবেন দুবাইয়ে লাইফ গার্ডের চাকরি?
    লাইসেন্স ও ফার্স্ট এইডার ট্রেনিং।
    / @sohagforever
    আপনি যদি দুবাইয়ে লাইফ গার্ড তথা ফার্স্ট এইড এর কাজ করতে চান.সবার আগে আপনার লাগবে লাইসেন্স। লাইসেন্স ছাড়া কাজ করতে গেলে আপনাকে যে কোন মুহূর্তে পুলিশ ধরতে পারে অথবা জরিমানা করতে পারে।
    কত টাকা খরচ হয় লাইসেন্স করতে?
    দুবাইয়ের লাইভ গার্ডের ট্রেনিং করতেও লাইসেন্স নিতে সর্বমোট পনেরশো দেরহাম থেকে সতেরো শো দেরহাম খরচ হয়।
    আপনাকে লাইসেন্স দেওয়া হবে পুল ও বিচ লাইফ গার্ডের। আপনার ডিউটি কোন সুইমিংপুলে ও পড়তে পারে আবার সমুদ্রের বিচে পড়তে পারে.আবার এমনটাও হতে পারে কোন ভালো রেস্টুরেন্ট অথবা হোটেলে আপনার ডিউটি পড়বে।
    মোট কথা হচ্ছে বিভিন্ন সুইমিং ট্রেইনার ও সংস্থা আছে যারা লাইফ গার্ডের ট্রেনিং করায় ও লাইফ গার্ড এর সার্টিফিকেট দেয়।
    আপনাকে যে সার্টিফিকেট দেওয়া হবে সেটার মেয়াদ থাকবে দুই বছর। আর আপনি শুধু পুল লাইফগার্ড না আপনি একজন প্রাথমিক চিকিৎসক।
    একজন লাইভ গার্ডের দায়িত্ব ও কর্তব্য গুলো নিচে দেওয়া হল :::
    মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে আপনার কাজ। কোন মানুষ কোন বাচ্চা কোন শিশু যদি আপনার এরিয়ার ভিতরে থেকে ব্যথা পায় তাকে প্রাথমিক চিকিৎসা সর্বপ্রথম আপনি দিবেন। যদি তার ব্যথা খুব বেশি ভয়াবহ হয় তবে আপনার কাজ হবে এম্বুলেন্স ডেকে আনা এবং তাকে হসপিটালাইজড করা।
    পাশাপাশি কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে দেওয়ার আগে থেকেই আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার কাছে যদি মনে হয় যে এই কাজটা করলে কোন বাচ্চা বা মানুষের ক্ষতি হবে সেই কাজটা আপনি করতে দিবেন না।
    আর যে কোন ধরনের সমস্যা হলে আপনার সিনিয়র সুপারভাইজার ম্যানাজারকে সাথে সাথে ইনফর্ম করবেন এটা হচ্ছে আপনার রেসপনসিবিলিটি।
    #dubai #dubailife #dubaijobs #dubaimall #dubaicity #দুবাই #দুবাই #food #প্রবাসী #dubaicity
    #lifeguard
    #life #lifestyle #lifehacks
    #lifeguard

Комментарии • 202

  • @FoyzulKorimSultan
    @FoyzulKorimSultan 22 дня назад +1

    ধন্যবাদ ভাই আপনাকে

  • @EmonMiah-c7h
    @EmonMiah-c7h 10 месяцев назад

    ধন্যবাদ ভাই আপনি যে ভিডিওটা দিয়েছেন এই ভিডিওটার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পেরেছি লাইফ কার্ড সম্পর্কে বাংলাদেশ লাইফ পার্ট সম্পর্কে কিছু জানতে চাইছিলাম তারপর আমি সার্চ করি ইউটিউবে আপনার চ্যানেলটা আসে ভাই অনেক ধন্যবাদ

    • @sohagforever
      @sohagforever  10 месяцев назад

      আপনাকেও ধন্যবাদ ভাই।

  • @RubelKhan-bn8zs
    @RubelKhan-bn8zs 21 день назад

    সালামালাইকুম ভাই কেমন আছেন
    ভাই আমি দুবাইতে আসছি ৮ মাস হইছে এমদাদ কোম্পানিতে হাউসকিপিং, আমি তো রকম একটা ইংরেজি জানিনা, এখন লাইফ কার্ডের লাইসেন্স করলে কি জব পাওয়া যাবে,

    • @sohagforever
      @sohagforever  16 дней назад

      আপনার কোম্পানিতে যদি লাইফগার্ডের অপশন থাকে তাহলে লাইসেন্স করুন।বাইরের কোন কোম্পানিতে বর্তমানে বাংলাদেশীদের কোন ভেকেন্সি নেই।

  • @shhabibshardar4637
    @shhabibshardar4637 Год назад

    আমি দুবাই আসার দুই মাস হয়ে গেল আমি একটা সাপ্লাই কোম্পানিতে ভিসা লাগাইছি,আবার মেডিকেল ফিঙ্গার সব হয়ে গেছে কয়েকদিনের মধ্যে আইডি কার্ড পেয়ে যাবো।। কোম্পানি ভিসা ক্যানসেল করতে খুব চেষ্টা করছে আমি লাইভ গার্ড চাকরি করব।। কোম্পানিতে ভিসা ক্যানসেল করেন না

    • @sohagforever
      @sohagforever  Год назад

      ৬ মাসের আগে পারবেন না

  • @tazrulislam9078
    @tazrulislam9078 3 месяца назад

    ভাই আমি লাইসেন্স করতে চাইতেছি, কিন্তু কাউকে পাইতেছি না যে। আমাকে কাজ নিয়ে দিবে, আমার কেও নাই এই খানে

    • @sohagforever
      @sohagforever  3 месяца назад

      ফেসবুকে HK Forever লিখে সার্চ করুন আমার পেইজ পাবেন।সেখানে হোয়াটসএপ এ নক দিন বিস্তারিত বলে দিচ্ছি❤️

  • @hridoykhan1338
    @hridoykhan1338 Год назад +1

    আমি বর্তমান দুই বছর ধরে দুবাই তে লাইফ গার্ড কর্মরত আছি। আমি নতুন করে বীচ লাইফ গার্ড লাইসেন্স নিয়েছি। আমার কোম্পানি তেমন ভালো না। ভালো কোন কোম্পানি হায়ারিং করলে আমাকে একটু জানাইয়েন 🙏🙏.

    • @sohagforever
      @sohagforever  Год назад

      কয়েকদিন আগে ফার্নিকে নিয়োগ ছিলো।আবার দিলে জানাবো ভাই💝

    • @abdulMomin-wd9zg
      @abdulMomin-wd9zg 9 месяцев назад

      Farnek a cv send vacancy you have

    • @sohagforever
      @sohagforever  9 месяцев назад

      আগামীকাল জাবেল আলী ফার্নিক ক্যাম্পে ওয়াক এন্ড ইন্টার্ভিউ আছে।দুবাইতে অবস্থান করে থাকলে জয়েন করতে পারেন। লাইফগার্ডে ইন্টার্ভিউ হবে।

    • @DelightfulBinaryCode-nw9hh
      @DelightfulBinaryCode-nw9hh 8 месяцев назад

    • @DelightfulBinaryCode-nw9hh
      @DelightfulBinaryCode-nw9hh 8 месяцев назад

  • @MDkamrulIslam-d5k
    @MDkamrulIslam-d5k 2 месяца назад

    Dubai lifeguard licence Jonno education certificate lagbe ki na.emirates ID hole colbe

    • @sohagforever
      @sohagforever  2 месяца назад

      শুধু এমিরেটস আইডি হলেই চলবে।

  • @mdalamin-og9kj
    @mdalamin-og9kj Год назад +1

    Thanks

  • @Englishlanguagecourse87
    @Englishlanguagecourse87 4 месяца назад

    Thank you vai

  • @SmSamad-w5w
    @SmSamad-w5w 2 месяца назад

    ভাইয়া আমি ট্রানসগ্রাড কোম্পানি তে আছি, হেল্পারে ২ মাস যাবত আসছি। আমি লাইসেন্স করলে কি ওরা চেন্জ করে দিবে? জানালে উপকৃত হতাম 🙏

    • @sohagforever
      @sohagforever  2 месяца назад

      লাইসেন্স করে আপনাকে হেডঅফিসে যোগাযোগ করতে হবে। তারপর তারা আপনাকে পরিবর্তন করতে পারে।

    • @SmSamad-w5w
      @SmSamad-w5w 2 месяца назад

      @@sohagforever শুকরিয়া ভাই দেখি লাইসেন্স কোথায় বানানো যায়

  • @MDkamrulIslam-d5k
    @MDkamrulIslam-d5k Месяц назад

    Bhai sira licence nite education certificate lagbe na Emirates ID diye hobe

    • @sohagforever
      @sohagforever  Месяц назад

      ইংরেজি বলতে লিখতে ও পড়তে জানতে হবে।
      মিনিমাম ইন্টার পাশ হতে হবে।
      তারপর আপনি এমিরেটস আইডি নিয়ে গেলেই হবে।

  • @MDkamrulIslam-d5k
    @MDkamrulIslam-d5k 2 месяца назад

    Sira licence nite education certificate lagbe na Emirates ID hole hobe

    • @sohagforever
      @sohagforever  2 месяца назад

      ইংরেজিতে কথা বলতে লিখতে ও পড়তে জানলেই হয়।শুধু আইডি কার্ড হলেই করতে পারবেন।

  • @mdfoysalbhuiyan8217
    @mdfoysalbhuiyan8217 Год назад

    ভাই আমি সাফলাই কোম্পানি তে আসছি নতুন, কালকে আমাকে ইন্টারভিউ দিতে নিয়ে গেছে,পরে ইংলিশ নিজের পরিচয় দিতে বলছে,পরে আমি বলছি,

    • @sohagforever
      @sohagforever  Год назад

      খুভ ভাল ইন্টার্ভিউ দিয়েছেন আপনার কথা শুনে বুঝা যাচ্ছে🥰🥰

  • @ferdousahmed1171
    @ferdousahmed1171 2 года назад

    দুবাইর মধ্যে লাইসেন্স এর শক্তি অন্য কাউকে দিলে, তার ক্ষমতা ব্যক্ষা

  • @mdronymiah.1286
    @mdronymiah.1286 2 месяца назад

    আসসালামু আলাইকুম ভাইয়া।
    এই লাইসেন্স করতে কি কি ডকুমেন্টস লাগবে ভাইয়া.?

    • @sohagforever
      @sohagforever  2 месяца назад

      সাঁতার জানতে হবে
      বেসিক ইংরেজি জানতে হবে
      এমিরেটস আইডি বা পাসপোর্ট লাগবে।
      কোর্স মোট ৫ দিন হবে।
      পাশ করলে ৭ দিনের মাথায় লাইসেন্স পেয়ে যাবেন।

  • @mdmehadihasan7057
    @mdmehadihasan7057 7 месяцев назад

    ভাই লাইসেন্স আছে কিন্তু ভয় পাচ্ছি ইন্টারভিউ নিয়ে। ইন্টারভিউতে কি ধরনের প্রশ্ন করে যদি একটু জানাতেন 🥺

    • @sohagforever
      @sohagforever  7 месяцев назад

      HK Forever লিখে ফেইসবুক। সার্চ করুন,আমার পেইজ আসবে,সেখানে থাকা হোয়াটসএপ নাম্বারে একটা নক দিন বিস্তারিত বলে দিচ্ছি🥰

  • @arifislamictv896
    @arifislamictv896 2 года назад

    good bondhu

  • @MdAslam-s3y3b
    @MdAslam-s3y3b 3 месяца назад

    Ami dubai te akta compani te asi amader companite a lifegrud cakri ase akhon ami vaptasi je lifegurd a jabo vai valo satar jana thakte a ki lifegrud a jaya somvob ar vai teding deyar por ki laisend diya dei amare aktu janan to vai plz

    • @sohagforever
      @sohagforever  3 месяца назад

      সাঁতার জানলে ও ভাষা বেসিক ইংলিশ জানা থাকতে হবে।ট্রেনিং ৫ দিনের হবে পাশ করলেই লাইসেন্স দিয়ে দিবে।

    • @tazrulislam9078
      @tazrulislam9078 3 месяца назад

      ​@@sohagforever ভাই

  • @mdsajibhawlader5124
    @mdsajibhawlader5124 Год назад

    ভাই দুবাইয়ের মধ্যে ট্রেনিং সেন্টার কোথায়, একটু যদি কারেক্ট ঠিকানা টা বলতেন ভালো হইতো

    • @sohagforever
      @sohagforever  Год назад +2

      শুধু দুবাইয়ের ভিতরে কম করে হলেও ৩০ টা সেন্টার আছে।আবাসিক এলাকার সুইমিংপুল বা কমিউনিটি পুলগুলোতে সরাসরি গেলেই আপনি খোঁজ পাবেন তাদের।আর এমনিতে দুবাই আলগারুদ নামে যে আবাসিক এলাকা আছে সেখানেও অনেক অফিস আছে।

  • @abirkhan7444
    @abirkhan7444 2 месяца назад

    ভাই আপনার সাতে যোগাযোগ করবো কি ভাবে বলবেন একটু আমি লাইসেন্স করতে চাই

    • @sohagforever
      @sohagforever  2 месяца назад

      আপনার নাম্বার কমেন্ট করেন।

  • @mdnoman5197
    @mdnoman5197 Год назад

    ভাইয়া কাল লাইফ গার্ডের একটা ইন্টারভিউ আছে। কি কি প্রশ্ন করতে পারে জানালে উপকৃত হব।

    • @sohagforever
      @sohagforever  Год назад +2

      ফেজবুকে sohag forever লিখে সার্চ করুন আমার পেইজে হোয়াটসএপ নাম্বার আছে সেখানে একটা নক দিন আমি বলে দিবো ইনশা আল্লাহ্।

  • @MilonMilon-w4j
    @MilonMilon-w4j Год назад

    ভাইয়া লাইফগাডের জন্য বাংলাদেশ থেকে কি কোম্পানি ডাইরেক্ট লোক নেয়

    • @sohagforever
      @sohagforever  Год назад

      হ্যাঁ নেয়, তারজন্য আপনি চাইলে যোগাযোগ রাখতে পারেন।আর বর্তমানে একটা নিয়োগ চলছে সেখানে ডেলিকেটের মাধ্যমে ইন্টার্ভিউ নিয়ে লোক নিবে ট্রান্সগার্ড কোম্পানিতে।আপনি Facbook এ Sohag forever লিখে সার্চ করে আমার পেইজে একটা মেসেজ দিন।

  • @সৈয়দভাই
    @সৈয়দভাই 8 месяцев назад

    ভাই যদি কেউ ফেল করে তাহলে তার টাকা কেটে নেবে,, নাকি কিছু জরিমানা দিয়ে আবার পরিক্ষা দিতে পারবে

    • @sohagforever
      @sohagforever  8 месяцев назад

      ৫ দিনের ট্রেনিং ফেইল করার কোন সুযোগ নেই যদি সাঁতার ঠিক থাকে।এরপরেও যদি ফেইল করে দুই দিন এক্সট্রা ক্লাস নিতে হবে নিজের টাকায়।

  • @MDkamrulIslam-d5k
    @MDkamrulIslam-d5k 2 месяца назад

    Lifeguard licence Jonno education certificate lagbe Bhai na ID card hole Hobe

    • @sohagforever
      @sohagforever  2 месяца назад

      প্রথমত সাঁতার জানতে হবেই তারপর এমিরেটস আইডি আর ইংলিশের বেসিক জানতে হবে।এছারা অন্য কিছু লাগবেনা।

    • @MDkamrulIslam-d5k
      @MDkamrulIslam-d5k 2 месяца назад

      Bhai Amar SSC certificate sathee passport difference Ami ki Emirates ID diye ki lifeguard licence nite perbo

    • @MDkamrulIslam-d5k
      @MDkamrulIslam-d5k 2 месяца назад

      😅 Bhai aktu janayen

  • @shlimon5562
    @shlimon5562 7 месяцев назад

    হাই প্রোফেশন বা ফ্রি ভিসায় থাকলে এই কাজ করা যাবে ভাই???

    • @sohagforever
      @sohagforever  7 месяцев назад +1

      হ্যাঁ করতে পারবেন তবে আপনার কাছে NOC (No Objection Certificate) থাকতে হবে।

  • @mdnooralom4392
    @mdnooralom4392 2 года назад +1

    ভাই লাইফ গার্ডে কি কি ইন্টারভিউ নেয় ভাই প্লিজ প্লিজ জানাবেন
    আমি লাইফ গার্ডের জন্য পাসপোর্ট জমা দিছি,,,

    • @sohagforever
      @sohagforever  2 года назад

      ইন্টার্ভিউ নিবে,ভাইবা নিবে,সাঁতার নিবে,তারপর ফার্স্টএইড ক্লাস নিবে।
      সবগুলোতে পাস করলেই আপনাকে তারা লাইসেন্স দিবে।বিস্তারিত জানতে
      sohag Forever
      ফেইজবুক পেইজে হোয়াইটসএপ নাম্বারে নক দিন।

    • @mdnooralom4392
      @mdnooralom4392 2 года назад

      ভাই আমি পাসপোর্ট জমা দিছি তার নাকি আমারে বিডিয় কলে কিছু পশ্ন করবে
      ভাই আপনিত এই জব করেন
      তাই ভাই আমাকে একটু বলে দেন কি কি পশ্ন করতে পারে
      আপনি জুদি বলেন ভাই আপনার জন্য হয়তোবা আমি এইটাতে ছাকসেস ফুল হতে পারবো
      প্লিজ প্লিজ প্লিজ কলিজার ভাই আমাকে একটু বলে দেন
      কেমন পশ্ন করতে পারে,,,,

    • @mdataurrahmansunny944
      @mdataurrahmansunny944 2 года назад

      Vai ekhono ans pelam na

  • @himelahmed7466
    @himelahmed7466 2 года назад

    vai akta bishy jante chai dubai.secrity te job hycce amr but boltece ajent ra..6 mas por naki sira license kre dibe...
    arkm ki pore license kra jay..bishy ta ki sotik na vua janaben plzzx

    • @sohagforever
      @sohagforever  2 года назад +1

      হ্যাঁ আপনি চাকরীতে ঢুকেও পরে করতে পারবেন,আমার এক ছোট ভাই ও এভাবে করেছে কোন সমস্যা হয়নি।

    • @himelahmed7466
      @himelahmed7466 2 года назад

      brother job hyce oi vaiya tar whatsapp number ta ki powa jabe..information jantm r kicu

  • @eftekharhussen1163
    @eftekharhussen1163 Год назад

    আমি একটা কোম্পানির সাতগে আলাপ করছি এবং টেস্ট দিয়ে পাস করছি ১৫০ দেরহাম দিয়ে,,।
    আরো ১৩০০ দেরহাম লাগবে,লাইসেন্স পাওয়া পর্যন্ত টোটাল।কিন্তু তাদের সার্টিফিকেট এ মেয়াদ 1 বছর,,বলতেছে মেয়াদ গেলে তারা আবার রিনিউ করে দিবে।একটু যদি বলতেন আমাকে।উনারা রিয়াল না ফেইক

    • @sohagforever
      @sohagforever  Год назад +1

      যে টাকা দিয়ে একবছরের মেয়াদ দিচ্ছে অনেক সুইমিং কোচ এই টাকা দিয়েই ২ বছরের মেয়াদ দেয় লাইসেন্সের। তবে সরকারী কোন নিয়ম পরিবর্তন হয়েছে কি না সেটা আমি এখন ও আপডেট পাইনি ভাই।তবে তাকে আপনি বলেন যে দুই বছরের মেয়াদ দিতে কত টাকা নিবে সেটা যেনে আবার একটু কষ্ট করে জানাবেন।

    • @eftekharhussen1163
      @eftekharhussen1163 Год назад

      @@sohagforever সে বলতেছে যে,১ বছর পর আবার টেস্ট দিয়ে রিনিউ করে নোট হবে ৫০ দেরহাম নিবে শুধু পুলের রেন্ট,

    • @eftekharhussen1163
      @eftekharhussen1163 Год назад

      @@sohagforever ভাই আপনার what's number টা দিলে ভাল হতো,,

    • @sohagforever
      @sohagforever  Год назад

      @@eftekharhussen1163 Sohag forever লিখে ফেসবুকে সার্চ করেন,আমার পেইজে সবকিছু দেয়া আছে।এখানে প্রাইভেসির জন্য নাম্বার দিতে পারছিনা বলে দুঃখিত ভাই।

    • @sohagforever
      @sohagforever  Год назад +1

      @@eftekharhussen1163 টাকা বেশি চাচ্ছে,আর দুই বছরের মেয়াদে আমার দেখা প্রায় ২০০ লোক লাইসেন্স নিছে ১৫০০শ দেরহাম খরচ করে।ওনি ১৩০০শ দেরহাম দিয়ে একবছরের মেয়াদ কোন হিসেবে দিবে?

  • @FoyzulKorimSultan
    @FoyzulKorimSultan 22 дня назад +1

    ভাইয়া দয়া করে আপনার ফোন নাম্বার টি দেওয়া যাবে আমাকে?

  • @alifhosen9782
    @alifhosen9782 Год назад

    ভাই আমি ৮পাশ আমি কি লাইফ গাড এ চাকুরী করতে পারবো আমি সিকিউরিটি গাড এ কাজ করি বাংলাদেশ এ

    • @sohagforever
      @sohagforever  Год назад +1

      পারবেন ভাই।

    • @mdfoysalbhuiyan8217
      @mdfoysalbhuiyan8217 Год назад

      ভাই তারা কি সাটিফিকেট দেখে

  • @MohammadRakib-hg6bz
    @MohammadRakib-hg6bz Год назад

    ভাই ইন্টারভিউ তে কি জিজ্ঞেস করবে একটু যদি বলতেন তাহলে ভালো হইতো??

    • @sohagforever
      @sohagforever  Год назад +1

      সাঁতার কত প্রকার ও কি কি?
      ফার্স্টএইড কি?
      প্রাইমারি ট্রিটমেন্ট কি?
      লাইফগার্ডের কাজ কি?
      এই টাইপের প্রশ্নই বেশি করা হয় ভাই।

    • @MohammadRakib-hg6bz
      @MohammadRakib-hg6bz Год назад

      @@sohagforever
      এই গুলো নিয়ে যদি একটা বিডিও দিতেন তাহলে খুব ভালো হইতো?

    • @sohagforever
      @sohagforever  Год назад +1

      এই ভিডিওটা পুরুটা দেখুন দেখবেন সবকিছু বলা আছে🥰

    • @MohammadRakib-hg6bz
      @MohammadRakib-hg6bz Год назад

      ​@@sohagforeverদোয়া করবেন ভাই,, আশা করি দেখা হবে ইনশাআল্লাহ,, 🥰

    • @sohagforever
      @sohagforever  Год назад +1

      ইনশা আল্লাহ্🥰

  • @mastertechbd9020
    @mastertechbd9020 Год назад

    পাও আলাপ আমি নিজে করতেছি টেমপরালি। অন্য জব হলে চলে যাব।
    ৫ পাসও আছেরে ভাই।

    • @sohagforever
      @sohagforever  Год назад

      সব কোম্পানি এক রকম না ভাই।আপনি হয়তো কোন টেম্পোরারি কোম্পানি তে আছেন সেজন্য এমন টা দেখছেন✌️😁

    • @sohagforever
      @sohagforever  Год назад

      আপনি যেহেতু একজন স্কিলড পার্সন তাহলে শুধু শুধু কেন এই কাজে পরে আছেন ভাই।আপনার জন্য তো হাজার হাজার চাকরী আছে দুবাইতে,অন্য কোন প্রফেশন বেছে নিন??

  • @sujanhossan9691
    @sujanhossan9691 2 года назад

    ভাই আমি ইংরেজি খুবই অল্প জানি আমি কি লাইফ গার্ড লাইসেন্স করতে পারব

    • @sohagforever
      @sohagforever  2 года назад +1

      অবশ্যই পারবেন ভাই।তবে অন্যান্ন ভাষা যেমন আরবি বা হিন্দি জানলে ভাল।নিজের টাকায় লাইসেন্স করবেন তাহলে আরো বেশি ভাল হবে।

  • @MdAsraful-q8m
    @MdAsraful-q8m 3 месяца назад

    ভাই আমি সম্পুর্ন ভাবে ইংরেজি জানি না কিছুটা জানি হবে নাকি

    • @sohagforever
      @sohagforever  3 месяца назад

      অবশ্যই হবে।সাঁতার হচ্ছে মেইন।

    • @MdAsraful-q8m
      @MdAsraful-q8m 3 месяца назад

      @@sohagforever ভাই একটা ভিডিও বানাইয়েন লাইফগাড নিয়ে কোথায় এইটা

  • @AnikSarkar-j6t
    @AnikSarkar-j6t 9 месяцев назад

    ভাই দুবাইতে পুল ইনচার্জের কাজ কি

    • @sohagforever
      @sohagforever  9 месяцев назад

      পুল ইনচার্জ কোন পদ নেই।লাইফগার্ড, পুল ক্লিনার, পুল মেকানিক,পুল ইলেক্ট্রিশিয়ান লাইফগার্ড সুপারভাইজার পদ আছে।

  • @tajulislamjoy2522
    @tajulislamjoy2522 Год назад

    ভাই আপনার নাম্বারটা একটু দেওয়া যাবে, আমি লাইফ গার্ডের কাজ করতে আগ্রহী, যদি একটু সহযোগীতা করতেন অনেক উপকার হতো

    • @sohagforever
      @sohagforever  Год назад

      ফেসবুকে Sohag forever লিখে সার্চ করুন।আমার পেইজে সবকিছু দেয়া আছে পেজটা ফলো করবেন আর সেখানে নাম্বারে হোয়াটসএপ বা মেসেন্জারে নক দিতে পারবেন।এখানে প্রাইভেসির জন্য নাম্বার দেয়া যাচ্ছে না বলে আমি দুঃখিত।

  • @crosloxgaming9674
    @crosloxgaming9674 3 месяца назад

    Koto boyos teke join hote parbo

    • @sohagforever
      @sohagforever  3 месяца назад +1

      ১৮+ বছর হতে হবে।

  • @mahmudwhite4495
    @mahmudwhite4495 Год назад

    অসুস্থ হলেও ছুটি পাওয়া যায় কি....???

    • @sohagforever
      @sohagforever  Год назад

      অবশ্যই তবে সেজন্য আপনাকে সিক লিভ ও ডিএইসইউ (DHU)সার্টিফিকেট লাগবে।

  • @sumratsumrat2615
    @sumratsumrat2615 2 года назад

    others facility সম্পকে জানায়েন

    • @sohagforever
      @sohagforever  2 года назад

      ভাই অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানির উপর নির্ভর করবে।

  • @ronyronykhan333
    @ronyronykhan333 Год назад +1

    ভাই আমি দুবাইতে বার দুবাই থাকি আপনার whatsapp নাম্বারটা কি দিবেন ভাই পরামর্শ দিলে উপকার হইত

    • @sohagforever
      @sohagforever  Год назад +1

      Sohag Forever লিখে ফেসবুকে সার্চ করেন আমার পেইজ টা ফলো করে সেখানে থাকা নাম্বারে কল দিতে পারেন অথবা হোয়াটসএপ এ নক দিতে পারেন।এখানে প্রাইভেসির জন্য দিতে পারছিনা বলে আন্তরিক ভাবে দুঃখিত ভাই আমার💓

  • @mdmahmodulhasan989
    @mdmahmodulhasan989 2 года назад

    ভাই আমার এসএসসি সাটিফিকেট আছে এখন আমি করতে পারবো??? জানাবেন প্লিজ

    • @sohagforever
      @sohagforever  2 года назад +1

      অবশ্যই পারবেন তবে নিজের টাকায় লাইসেন্স করতে হবে।

    • @mdnurmohammad2632
      @mdnurmohammad2632 5 месяцев назад

      Bhai dowa kore aktu janan....akon....ami Life guard training diyechi pas o hoyechi kintu card daini....oi card ta ki vabe pawa jabe ba abar training korte hobe aktu janan plz....bhai 🙏🙏🙏🙏

  • @pioneers-24newsmusic42
    @pioneers-24newsmusic42 5 месяцев назад

    vai security guard hota ki korta hoba.

    • @sohagforever
      @sohagforever  5 месяцев назад

      প্রথমে আপনার সিরা লাইসেন্স নিতে হবে ৫ দিনের কোর্স করে।খরচ ১৭ শ দেরহাম আসবে।

  • @adibamamun
    @adibamamun Год назад

    ভাই আমার কাছে লাইসেন্স আছে একটা কাজের দরকার আপনার নংটা দিলে ভালো..?

    • @sohagforever
      @sohagforever  Год назад

      ফেসবুকে Sohag forever লিখে সার্চ করুন।আমার পেইজে সবকিছু দেয়া আছে পেজটা ফলো করবেন আর সেখানে নাম্বারে হোয়াটসএপ বা মেসেন্জারে নক দিতে পারবেন।এখানে প্রাইভেসির জন্য নাম্বার দেয়া যাচ্ছে না বলে আমি দুঃখিত।

  • @smniaz-tv9mu
    @smniaz-tv9mu Месяц назад

    সাতার কতটুকু তাকা লাগে??

    • @sohagforever
      @sohagforever  Месяц назад

      ১০০ মিটার ননস্টপ সাঁতারের এভিলিটি থাকতে হবে।

  • @MdSagor-vu2ww
    @MdSagor-vu2ww 2 года назад

    ভাই লাইসেন্স ছাড়া কি লাইফ গার্ডে চাকরি হয়? দয়াকরে জানাবেন,,,আমাকে যে চাকরি দিবে সে বলতেছে, এটা কি আসলেই সত্যি ভাইয়া?

    • @sohagforever
      @sohagforever  2 года назад +2

      লাইসেন্স ছাড়া করতে পারবেন কিন্তুু যদি কোন অগঠন যেমন পানিতে পরে যদি কেউ মারা যায় তখন আপনার ৫০ লক্ষ্য দেরহাম জড়িমানা সাথে ২০ বছরের জেল হবে।
      তা ছাড়াও যদি কেউ কমপ্লেইন করে আপনার নামে আর সেটা যদি পুলিস কেইস হয় তখন ও আপনি ফেসে যাবেন।এছাড়া দুবাই মিউনিসিপালিটি প্রায় ই বিভিন্ন সুইমিংপুল এপার্টমেন্ট বা বিচে চেকিং এ যায় তখন আপনার বাঁচার কোন রাস্তা থাকবে না।
      যে লাইসেন্স ছাড়া চাকরী দিবে তাকে জিগ্যেস করুন কোম্পানি কি লাইসেন্স দিচ্ছে কি না?
      কোম্পানি লাইসেন্স ইস্যু করে দিলে আপনার কোন এক্সট্রা টাকা খরচ হবে না।

    • @MdSagor-vu2ww
      @MdSagor-vu2ww 2 года назад

      @@sohagforever ধন্যবাদ ভাই, আপনার এই রিপ্লাইটা অনেক উপকৃত হলাম। ❤️

  • @md.kabirhossain5482
    @md.kabirhossain5482 Год назад

    ভাই আমারতো ভিজিট ভিসা আমি কি করতে পারবো।

    • @sohagforever
      @sohagforever  Год назад

      হ্যাঁ ভাই করতে পারবেন।
      নিজের টাকায় করবেন সবচাইতে ভাল হবে।

  • @Ridoy-s2s
    @Ridoy-s2s 7 месяцев назад

    Vhaiya kivhabe job khujbo please Ripley

    • @sohagforever
      @sohagforever  7 месяцев назад +1

      HK Forever লিখে ফেইসবুক। সার্চ করুন,আমার পেইজ আসবে,সেখানে থাকা হোয়াটসএপ নাম্বারে একটা নক দিন বিস্তারিত বলে দিচ্ছি🥰

  • @arafatkhan5538
    @arafatkhan5538 6 месяцев назад

    Vi ami apanr shathe kotha bolte cai ami Dubai achi

    • @sohagforever
      @sohagforever  6 месяцев назад

      ফেসবুকে HK Forever লিখে সার্চ করুন।আমার পেইজ আসবে সেখানে ফলো করে দিয়ে পেইজে থাকা হোয়াটসএপ বা মেসেঞ্জারে নক দিন।এখানে প্রাইভেসির জন্য নাম্বার শেয়ার করতে না পারায় আন্তরিক ভাবে দুঃখিত❤️

    • @sohagforever
      @sohagforever  6 месяцев назад

      ফেসবুকে HK Forever লিখে সার্চ করুন।আমার পেইজ আসবে সেখানে ফলো করে দিয়ে পেইজে থাকা হোয়াটসএপ বা মেসেঞ্জারে নক দিন।এখানে প্রাইভেসির জন্য নাম্বার শেয়ার করতে না পারায় আন্তরিক ভাবে দুঃখিত❤️

  • @arafatkhan5538
    @arafatkhan5538 6 месяцев назад

    Apnar shathe ki vabe joga jog korbo

    • @sohagforever
      @sohagforever  6 месяцев назад

      ফেসবুকে HK Forever লিখে সার্চ করুন।আমার পেইজ আসবে সেখানে ফলো করে দিয়ে পেইজে থাকা হোয়াটসএপ বা মেসেঞ্জারে নক দিন।এখানে প্রাইভেসির জন্য নাম্বার শেয়ার করতে না পারায় আন্তরিক ভাবে দুঃখিত❤️

  • @MdAsraful-q8m
    @MdAsraful-q8m 5 месяцев назад

    Vai English na janle hobe naki

    • @sohagforever
      @sohagforever  5 месяцев назад

      ইংলিশ জানা বাধ্যতামূলক ভাইয়া।

  • @hridoyvlogs5395
    @hridoyvlogs5395 4 месяца назад

    ভাই কিভাবে আপনার সাথে কন্টাক্ট করব

    • @sohagforever
      @sohagforever  4 месяца назад

      ফেসবুকে HK forever লিখে সার্চ করুন।আমার পেইজে সবকিছু দেয়া আছে পেজটা ফলো করবেন আর সেখানে নাম্বারে হোয়াটসএপ বা মেসেন্জারে নক দিতে পারবেন।এখানে প্রাইভেসির জন্য নাম্বার দেয়া যাচ্ছে না বলে আমি দুঃখিত।

  • @mdataurrahmansunny944
    @mdataurrahmansunny944 2 года назад

    Vai licences korte ki SSC pass hole colbe

    • @sohagforever
      @sohagforever  2 года назад

      হ্যাঁ ভাই পারবেন।তবে বেসিক ইংরেজি জানতে হবে।

  • @shayan-mallick
    @shayan-mallick Год назад

    সাপ্লাই কোম্পানিতে কি ভিসা নিজের নাকি

    • @sohagforever
      @sohagforever  Год назад

      বর্তমানে যারা দেশ থেকে সরাসরি ভিসাতে আসে তাদের ভিসা কোম্পানি দেয়।সাপ্লাই কোম্পানি গুলো কেন্সেল ভিসা বা ফ্রি ভিসায় কোন লোক নিচ্ছে
      না।

  • @kaiumhasan2456
    @kaiumhasan2456 10 месяцев назад

    আমি 2বছর হলো লাইফগার্ড জব করি দুবাইতে

    • @sohagforever
      @sohagforever  10 месяцев назад

      ভাল ও সম্মানের জব🥰🥰

    • @kaiumhasan2456
      @kaiumhasan2456 10 месяцев назад

      @@sohagforever 100%সম্মানের জব এটা

  • @ataurrahman2938
    @ataurrahman2938 Год назад

    ভাই দুবাইতে আমার পার্টনার ভিসা আছে। আমি কি লাইফগার্ডের কোর্স করে কোন জব করতে পারবো?

    • @sohagforever
      @sohagforever  Год назад

      অবশ্যই পারবেন।

  • @Asad.Hossen
    @Asad.Hossen 2 года назад

    লিব্রা গ্রুপ কেমন লাইফগার্ড এর জবের জন্য

    • @sohagforever
      @sohagforever  2 года назад

      ভাল, তবে চাকরীতে ঢুকার আগে কন্ট্রাক পেপার টা ভাল করে দেখে বুঝে ঢুকবেন ভাই।

    • @Asad.Hossen
      @Asad.Hossen 2 года назад

      ভাই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার টা পেতে পারি কি??

    • @mahmudwhite4495
      @mahmudwhite4495 Год назад

      আরকান কম্পানি টা কেমন হবে।

  • @pmashiqq4639
    @pmashiqq4639 Год назад

    অন্য দেশের সারটিফিকেট দিয়ে কাজ করা যাবে

    • @sohagforever
      @sohagforever  Год назад

      না ভাই দুবাই থেকে নিতে হবে।

    • @pmashiqq4639
      @pmashiqq4639 Год назад

      ভাই আমার কাছে কাতারের ইন্টার্নেশনাল সার্টিফিকেট আছে তারপরও কি দুবাই থেকে নিতে হবে,,

    • @pmashiqq4639
      @pmashiqq4639 Год назад

      Vai reply den

  • @Sumonshik48-um5zk
    @Sumonshik48-um5zk 8 месяцев назад

    আমি s.s.c পাস আমি কি করতে পারব

    • @sohagforever
      @sohagforever  8 месяцев назад

      হ্যাঁ করতে পারবেন।

  • @DelightfulBinaryCode-nw9hh
    @DelightfulBinaryCode-nw9hh 8 месяцев назад

    ভাই আপনার iom Namur Ta thaen

    • @sohagforever
      @sohagforever  8 месяцев назад

      ফেসবুকে HK forever লিখে সার্চ করুন।আমার পেইজে সবকিছু দেয়া আছে পেজটা ফলো করবেন আর সেখানে নাম্বারে হোয়াটসএপ বা মেসেন্জারে নক দিতে পারবেন।এখানে প্রাইভেসির জন্য নাম্বার দেয়া যাচ্ছে না বলে আমি দুঃখিত।

  • @ronyronykhan333
    @ronyronykhan333 Год назад

    ভাই আমি লাইফগার্ডের ট্রেনিং করছি আমার কাছে লাইফগার্ডের লাইসেন্স আছে এখন ভাই চাকরি পাইতেছি না কি করা যায়

    • @sohagforever
      @sohagforever  Год назад

      আপনি কষ্ট করে অনলাইনে চেষ্টার পাশি পাশি ইমার কোম্পানিতে ট্রাই করুন।

  • @safayetemon1403
    @safayetemon1403 Год назад

    লাইফ গার্ডের কোন কম্পানির খোজ দিতে পারেন

    • @sohagforever
      @sohagforever  Год назад

      লাইসেন্স আছে আপনার?

    • @adibamamun
      @adibamamun Год назад

      @@sohagforever ভাই আমার কাছে লাইসেন্স আছে

    • @sohagforever
      @sohagforever  Год назад

      @@adibamamun লাইসেন্স থাকলে করতে পারবেন কোন প্রবলেম হবেনা ইনশা আল্লাহ্।

  • @sumratsumrat2615
    @sumratsumrat2615 2 года назад

    ভাই আমি এসএসসি পাশ লাইসেন্স কি নেওয়া জানাবেন পিল্জ

    • @sohagforever
      @sohagforever  2 года назад

      হুম অবশ্যই নিতে পারবেন।

    • @sumratsumrat2615
      @sumratsumrat2615 2 года назад

      @@sohagforever ভাই আমি ইংরেজি পারি সমস্যা নাই আমি থাকি ভাই জাবের আলি ১ আলকোচ অফিস আছে এখন দালাল দিয়া নাকি নিজে করলে ভালো হবে আর আপনার আরও ভিডিও চাই

    • @sohagforever
      @sohagforever  2 года назад

      @@sumratsumrat2615 নিজে এসে খোঁজ নিন তাহলে সবচাইতে বেশি ভাল হবে।

    • @sohagforever
      @sohagforever  2 года назад

      @@sumratsumrat2615 আর যদি আপনার কাছে কোন স্কুল থাকে সেখানেও নিজেই যান।দালাল ধরবেন না।

    • @sumratsumrat2615
      @sumratsumrat2615 2 года назад

      @@sohagforever Thanks vai

  • @yeakubali9563
    @yeakubali9563 Год назад

    Vhai apnar sathe jogajog kora jabe plz

    • @sohagforever
      @sohagforever  Год назад

      ফেসবুকে Sohag forever লিখে সার্চ করুন।আমার পেইজে সবকিছু দেয়া আছে পেজটা ফলো করবেন আর সেখানে নাম্বারে হোয়াটসএপ বা মেসেন্জারে নক দিতে পারবেন।এখানে প্রাইভেসির জন্য নাম্বার দেয়া যাচ্ছে না বলে আমি দুঃখিত।

  • @mohammedrabiulalam5704
    @mohammedrabiulalam5704 10 месяцев назад

    দুবাই কোন কোন কোম্পানি লাইফ গার্ডে লোক নেয়।

    • @sohagforever
      @sohagforever  10 месяцев назад

      বাংলাদেশের লোক লাইফগার্ডে বর্তমানে নিচ্ছে না।

  • @mr-nobab2401
    @mr-nobab2401 Год назад +1

    ভাই আপনার নাম্বার পাওয়া যাবে

    • @sohagforever
      @sohagforever  Год назад

      ফেসবুকে Sohag forever লিখে সার্চ করুন।আমার পেইজে সবকিছু দেয়া আছে পেজটা ফলো করবেন আর সেখানে নাম্বারে হোয়াটসএপ বা মেসেন্জারে নক দিতে পারবেন।এখানে প্রাইভেসির জন্য নাম্বার দেয়া যাচ্ছে না বলে আমি দুঃখিত।

  • @mdnazmulhasan8332
    @mdnazmulhasan8332 2 года назад

    Ame akjon lifeguard

    • @sohagforever
      @sohagforever  2 года назад +1

      Good Job Man✌️🥰🥀

    • @mdmehadihasan7057
      @mdmehadihasan7057 7 месяцев назад +1

      ভাই লাইসেন্স আছে কিন্তু ভয় পাচ্ছি ইন্টারভিউ নিয়ে। ইন্টারভিউতে কি ধরনের প্রশ্ন করে যদি একটু জানাতেন 🥺

  • @Hribu.love.
    @Hribu.love. 7 месяцев назад

    Ami life gard job apply korbo ki kora

    • @sohagforever
      @sohagforever  7 месяцев назад

      আপনি কি বর্তমানে দুবাইতে আছেন?

    • @Hribu.love.
      @Hribu.love. 7 месяцев назад

      @@sohagforever na dada ami india ta

    • @Hribu.love.
      @Hribu.love. 7 месяцев назад

      Hoba na job amar

    • @sohagforever
      @sohagforever  7 месяцев назад

      ইন্ডিয়া থেকে সুযোগ অনেক বেশি কোন একটা এজেন্সির মাধ্যমে সরাসরি আসতে পারবেন।কোম্পানি আপনাকে লাইসেন্স করবা।আর যদি না করায় নিজের টাকায় ও করতে পারবেন লাইফগার্ডের লাইসেন্স।সময় লাগবে মাত্র ৫ দিন ১৬ শ দেরহাম খরচ নিবে।চাকরী কনফার্ম হলে বেতন মিনিমাম ১৪ শ থেকে ২,৫০০ পর্যন্ত হয়।

    • @sohagforever
      @sohagforever  7 месяцев назад

      ধন্যবাদ ইন্ডিয়া থেকে আমার ভিডিও দেখার জন্য❤️❤️
      যে কোন তথ্যের জন্য যে কোন সময়ে নক দিতে পারেন❤️

  • @sheulyafridi9084
    @sheulyafridi9084 4 месяца назад

    বাংলাদেশ থেকে কেউ যেতে চাইলে যোগাযোগ করুন

    • @sohagforever
      @sohagforever  4 месяца назад

      আপনি কি এজেন্ট?

  • @razuahamed284
    @razuahamed284 2 года назад

    Vai amer lifegurad ar sertificate asa amer akta job ar babosta korey ditey parben

  • @johurulkhan-vb5ik
    @johurulkhan-vb5ik Год назад

    ভাই ভাষা কি যানতে হবে

    • @sohagforever
      @sohagforever  Год назад

      অবশ্যই ইংরেজি জানতেই হবে।

  • @techrajib1657
    @techrajib1657 2 года назад

    ভাই আপনার ওয়ারসাপ নাম্বার টা দিইয়

  • @ahsanumimranchy2902
    @ahsanumimranchy2902 Год назад

    ভাই এই লাইসেন্স এর মেয়াদ কত দিন তাকে।

  • @abirkhan7444
    @abirkhan7444 2 месяца назад

    আপনার নাম্বার টা আমাকে একটু দিবেন প্রিজ

    • @sohagforever
      @sohagforever  2 месяца назад

      আপনার নাম্বার কমেন্ট করুন আমি কল দিচ্ছি।

  • @dreamsoftm.7434
    @dreamsoftm.7434 2 года назад

    ভাই আপনার নম্বর টা দেন প্লিজ!

    • @sohagforever
      @sohagforever  2 года назад

      ফেজবুকে Sohag Forever লিখে সার্চ করেন, আমার পেইজে সবকিছু দেয়া আছে ভাই।

  • @sakibhossan9362
    @sakibhossan9362 Год назад

    ভাই আপনার নাম্বার দেন ভাই

    • @sohagforever
      @sohagforever  Год назад

      ফেসবুকে Sohag Forever লিখে সার্চ করুন আমার পেইজে সবকিছু পাবেন।এখানে প্রাইভেসির জন্য দিতে পারছি না বলে দুঃখিত ভাই💝

  • @MdAsif-k5c8h
    @MdAsif-k5c8h 9 месяцев назад

    ভাই আপনার নাম্বারটা

    • @sohagforever
      @sohagforever  9 месяцев назад

      HK Forever লিখে ফেইসবুকে সার্চ করুন,আমার অফিসিয়াল পেইজ ফলো করে সেখানে হোয়াটসএপ নাম্বারে মেসেজ দিন যে কোন সময়।❤️

  • @razuahamed284
    @razuahamed284 2 года назад

    Apnar namber ta dan vai

    • @sohagforever
      @sohagforever  2 года назад

      ফেজবুকে sohag forever লিখে সার্চ করেন সেখানে আমার হোয়াটসএপ নাম্বার ও ফোন নাম্বার দেয়া আছে।এখানে নাম্বার দেয়া যায় না ভাই।

  • @ferdousahmed1171
    @ferdousahmed1171 2 года назад

    দুবাইর মধ্যে লাইসেন্স এর শক্তি অন্য কাউকে দিলে, তার ক্ষমতা ব্যক্ষা