ভুলে ভরা এই রিপোর্ট দেখে আমি অবাক, জাতি আপনাদের এই ভুল ক্ষমা করবে না। এটাকেই বলে হলুদ মিডিয়া। এই রিপোর্টর ১% বাদে ৯৯% তথ্যই মিথ্যা। এগুলো দেখে কেউ বিভ্রান্ত হবেন না। সত্য অনিসন্ধান করুন।
আমাকে এক ভাই ২০১০ সালে বলেছিলেন আমি কেন ডেস্টিনি মেম্বার হচ্ছিনা! উনি বারবার বলতেন ভবিষ্যতে যখন ছেলে মেয়ে বড় হবে তখন বলবে আমার বাবা কি কানা ছিলেন! তা না হলে ডেস্টিনির মতো একটা কোম্পানি দেখেন নি!? আমি বলেছিলাম সেদিন ভাই আমার দরকার নাই শর্টকাট বড়লোক হওয়ার আমি সৎ ভাবে পরিশ্রম করেই বাঁচবো।
I am a marketing student and always try to learn about previous and recent trends and cases of marketing from various fields. I felt it somehow that this company was not a normal company. But my father didn’t listened to me. I teied to make him understand but he was blind. Without my and my sister’s consent he invested 50 lakh taka there and eventually lost all his money. Your father is right while my father was wrong 😢
আজ এতো বছরেও সরকার বা যথাযথ কতৃর্পক্ষ ডেসটিনি এর সকল সম্পত্তি বিক্রি করে গ্রাহকের টাকা ফেরত দিতে পাড়ত, লাভ না দিত আসলত ফেরত দিতে পারত। এত বছরে এই টাকা ফেরত না দেওয় ও অনেক বড় একটা স্কাম।
যুক্তিসঙ্গত কথা গ্রাহকরা কি দোষ করছে, এদের টাকা তো ফেরত দেয়ার ব্যবস্থা করতে পারতে সরকার, ডেসটিনি কোম্পানির এতো সম্পদ এতো টাকা তা কোথায় গেল, কোন বিনিয়োগকারী বা গ্রাহক টাকা ফেরত পাইছে বলে তো শুনি নাই।
Destiny বন্ধ করে কি লাভ হলো? গ্রাহকের টাকা তো আর ফেরত দেয়া হলো না !? সরকার যেই কোম্পানিই বন্ধ করে তার মধ্যে গ্রাহকের বিদ্যমান টাকা আর ফেরত দেয়া হয়না !!
বুজলাম অর্থ দ্বন্দ্ব দিচ্ছে, আর অর্থ কালেক্ট ও করছে আদালত, তাইলে সেই অর্থ এখন কি করছে আদালত ? গ্রাহক কে তো ফেরত দিলো না আদালত। তাইলে এই মামলা অর্থ দ্বন্দ্ব এর ফলাফল কি ?? সব অর্থ আদালত এর ? নাকি সরকার এর ? বুজলাম না বিষয় টা।
আমার বাসার পাশে এক ভাই ডেসটিনি শুরু করেন, আমি ডেসটিনির কার্যক্রম বিশ্বাস করতাম না তাই তিনি আমার বাসায় এসে আমার বাবা মা কে খুব বোঝানোর চেষ্টা করেছিলেন এবং আমাদের সবাইকে ডেসটিনিতে যোগ দিতে বলেছিলেন, আমি সরাসরি না করে দিয়েছিলাম যার কারনে আমাদের ডেসটিনিতে জড়াতে পারেনি তিনি। আমাদের গ্রামে যে হাই স্কুলটি আছে সেখানে ডেসটিনি প্রায়ই সেমিনার করত, যারা ভ্যান রিস্কা চালাতো তাদের টার্গেট করতো এবং ইনভাইট করে নিয়ে যেতো, কয়েকদিন পর দেখলাম সেইসব ভান রিস্কা চালকরা কোর্ট টাই পরে ঘুরছে, এগুলো দেখে তামাশা ছাড়া আর কিছুই মনে হতো না আমার। কিছুদিন পর ডেসটিনির মুখোশ খুলে যায়, সরকার ডেসটিনির সব কার্যক্রম বন্ধ করে দেয়। এটার কারণে আমার সেই পাশের বাসার ভাই খুব ভেঙে পড়েন কারণ তিনি অনেক টাকা লস খান, তার বেশ কিছুদিন পর তিনি স্ট্রোক করে মারা যান। সবাই এটাই মনে করেন যে ডেসটিনির কারণে তার এই অবস্থা হয়েছে।
ভাই, একসেন্টটা স্মার্ট করতে গিয়ে এবারের ভিডিওতে একটু বেশিই শ্রুতিকটু বানিয়ে ফেলছেন। যেমন প্রাডাক্ট, সাইকাল এগুলো কানে হিট করছিলো। আশা করি স্বাভাবিকভাবে বলবেন পরের ভিডিও থেকে। আর হ্যাঁ, বিজনেস ইনস্পেকশনের জন্য মন থেকে ভালোবাসা ❤️
@@MOHAMMEDABDULKADER ভাই এটা আমাদের জাতিগত সমস্যা কারো খারাপ দেখলে মনের ভিতর একটা হিংস্র স্বাদ পায়। ডেসটিনি সম্পর্কে ওনার নূন্যতম ধারনা থাকলে এই ভিডিও বানাই তো না।
যা কিছু তথ্য দিলেন সব প্রথম আলো আর ডেইলি স্টার থেকেই দিলেন, প্রথম আলো কি বাইবেল ??? আর স্ক্যামিং এর উদ্দেশ্য নিয়ে এত কিছু করলে , কোম্পানি কেন টিকিয়ে রাখতে চাইলেন ? .... তথ্য উপাত্ত ম্যাক্সিমাম ভূলে ভরা... একচেটিয়া মিথ্যা অভিযোগ কে প্রমানিত অভিযোগ এর রূপ দিলেন....
Destiny destroyed my career.. I've lost my focus on my study.. I scored less.. And finally after graduation I was unfit to apply in a competent position.. Moreover, I had a wrong conception that I don't need to do any 9-5 working schedules or make myself competent to this journey.. I've lost my vision.. Still I am suffering from that..
You had greed for money. Destiny scammed those people who were not aware of future, had full of greed. Notice your sin first. May God bless you brother!
@@ProjectXBD at that age and circumstances I was totally unaware about the upcoming future i.e. present day.. I envy this world happening now.. Kids are well informed about what they want to do with their lives, the internet is here, we can chase the world for a better career now.. Well, thinking 'every time is the high time' is the best time to move on.. 🙂
ভুলে ভরা এই রিপোর্ট দেখে আমি অবাক, জাতি আপনাদের এই ভুল ক্ষমা করবে না। এটাকেই বলে হলুদ মিডিয়া। এই রিপোর্টর ১% বাদে ৯৯% তথ্যই মিথ্যা। এগুলো দেখে কেউ বিভ্রান্ত হবেন না। সত্য অনিসন্ধান করুন।
আমি ছিলাম বিপ্লব গ্রুপে। ডেসটেনি করার কারণে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যাওয়ার সুযোগ হয়েছিল । তবে ১০ টাকা ইনকাম করলে ২০ টাকা খরছ হতো। ট্রেনিং খরচ , অ্যাসোসিয়েটদের পিছনে খরচ, মিটিং খরছ। সব মিলিয়ে মাস শেষে ঋণী থাকতাম।
I remember back in 2006, my mother got into Destiny through her close friend. My mom started buying all these weird medicines and oils and also started to invest money. She took me to a grand Destiny event which happened in the rooftop hall room of a building in Paltan. I remember it well because I hated the event and wanted to go home. A lot of audience were in the hall room and some people in the leadership position were giving lectures about Destiny membership and constantly telling everyone to bring more people into the membership so that they could earn commission. They were giving examples of different people who were able to get rich just within a few months. I remember everyone was so robotic and filled with greed in their eyes. Back then I knew it was a scam because it was too good to be true. I feel sad for all the people who lost their hard-earned money. Evaly is similar to Destiny as they both defrauded so many people. The owners should get lifetime prison!
Vai apne khub sundor kore bisoyta video te futia tullen.khub valo kotha, akhon kotha hocche je,destiny je amader moto sadharon manus gulake mitta prolovon dia tk loot kore nilo,ar sei tk dia sara desh a bivinno jaygay sthapona korlo,sei gula korte to bes kisu tk khoroz korse.seita to sobar jana ase.amar kotha hocche vai,sorkar jokhon destinyr sob kisu freez kore dilo,destinyr chitar der jele vorlo,valo kotha.sorkar keno destinyr roye jawa sompodh sell kore osohay sadharon jonotar modde kisu kisu kore bonton keno korlo na... Koto din hoye gelo,koto manus jiboner sob jomano tk destiny te invest korsilo,tader koster tk sorkar keno feroth dibar bebostha korlo na.akhon porjonto sorkar destinyr sob kisu vok kore khasse.tahole ki bola jay, rafikul aminer moto sorkar o oporadhi!!!??? Jatir kase aita amar prosno roilo... Asa kori sundor akta bekka diben.
এক এক সরকারের আমলে এক এক প্রতারক আসে ভিবিন্ন লোভনীয় অফার নিয়ে! মধ্যবিত্তরা লোভনীয় অফারে ছুটবে এটাই স্বাভাবিক। অতঃপর সর্বহারা হয় কারো বাবার কষ্টার্জিত অর্থ পরিবারের ভবিষ্যৎ।
ডেসটিনিতে আমার ছোট আব্বু চাকরি করতো।আমার ছোট আব্বুর কথা শোনে আমার আব্বুর ৩ লাখ টাকা পানিতে ডেসটেনিতে ইনভেস্ট করে।😢😭সেই সাথে আমার আত্নীয় স্বজনদের লাখ লাখ টাকা শেষ।😤
@@junaidhasan2906 আমার ছোট চাচ্চু অনেক কে যতটুকু পেরেছে স্বাধ্য অনুযায়ী নিজ থেকে কিছু টাকা দিয়েছে।বাট,আমার আব্বু বড় ভাই হিসেবে তাঁর ছোট ভাইয়ের দিকে তাকিয়ে আর টাকা গুলো ফেরত নেই নি। যদিও ইনভেস্ট করা টাকা গুলো ফেরত পাওয়ার জন্য আমার আব্বু এখনো আশা করে আছে যদি কোনো সময় পুনরায় ডেসটিনি চালু হয় আরকি!
@@mdaminulislam673আশা বাদ দিতে বলেন। কারন ডেস্টিনি আর কখনও চালু হবে না। আর চালু হলেও ওদের এতো এসেট নাই যে জনগনকে দিবে। এটাকে মূলা দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়া বলে। 😂
কথা হচ্ছে ওরা তো টাকা নিয়ে পালিয়ে যায় নি। প্রশাসন সব জব্দ করেছে। তাহলে তারা কেন জনগণের টাকা ফেরত দেয় নি? নাকি ডেসটিনি স্ক্যাম নাম দিয়ে নিজরাই সব কিছু আত্মসাৎ করেছে?
ক্লাস ফাইভে পড়তাম তখন। তখনই বুঝতে পেরেছিলাম এটা একটা স্ক্যাম। কিন্তু আমার অনেক সিনিয়র বড় ভাইয়েরা এর সাথে জড়িয়ে পড়েছিল। আসলে বেকারত্ব মানুষের বিবেক - বুদ্ধি অনেকাংশে কমিয়ে দেয়।
@@azazislam9363 হ্যা ভাই। এটা খুব জটিল কিছু না। আমার মামাকে একজন বোঝাতে চেয়েছিলেন এই ডেস্টেনি সম্পর্কে।তখনই আমার বিশ্বাস হয়নি তাদের এই সিস্টেম। আমি ক্লাস ফাইভেই যথেষ্ট ম্যাচিউরড ছিলাম। কিন্তু কথা হল, আপনি আমাকে ব্যাক্তিগতভাবে আক্রমণ করছেন। এসব করা থেকে বিরত থাকুন।
ভুলে ভরা এই রিপোর্ট দেখে আমি অবাক, জাতি আপনাদের এই ভুল ক্ষমা করবে না। এটাকেই বলে হলুদ মিডিয়া। এই রিপোর্টর ১% বাদে ৯৯% তথ্যই মিথ্যা। এগুলো দেখে কেউ বিভ্রান্ত হবেন না। সত্য অনিসন্ধান করুন।
হে ঠিক বলছেন ছাত্র রা সব ডেসটিনি তে এসে নষ্ট হয়ে গেছে এখন তো অনেক ভালো আছে পাপজি আর টিকটক নিয়ে ৫ম শ্রেণীর থেকে প্রেম আরো অনেক কিছু আর না হয় নাহি বল্লাম
In 20212-2013 destiny was so popular, everyone was talking about Destiny.Their agents tried to convince my father(inviting to seminar,leaflets),but my father was firm in the decision and said they will fall.Some years later it became true
ভুলে ভরা এই রিপোর্ট দেখে আমি অবাক, জাতি আপনাদের এই ভুল ক্ষমা করবে না। এটাকেই বলে হলুদ মিডিয়া। এই রিপোর্টর ১% বাদে ৯৯% তথ্যই মিথ্যা। এগুলো দেখে কেউ বিভ্রান্ত হবেন না। সত্য অনিসন্ধান করুন।
@@kabzabkorbina7731এখন যে দেশে যে গুলো হচ্ছে সেগুলো কি নিতে পারছেন?? ২০২২/ ২৩ এর কথাই বলছি।D2K তো টাকার বিনিময়ে পণ্য দিতো। যদিও আপনাদের দৃষ্টিতে সেটা নিম্ন মানের পণ্য। কিন্তু বিদ্যুৎ বিল দিয়ে ও তো পাইনা বিদ্যুৎ। কয়লার দাম কেন বকেয়া?? উত্তর দিয়ে যাবেন।যদি নিজেকে মানুষ বলে পরিচয় দেন।গ্যানোডার্মা নামে একটা কফি প্যাকেজ তখন চালু ছিল। সেই ০৮/০৯ সালে। আর এখন গ্যানো ডার্মার কফি কম্পানি গুলো নতুন করে বাজারে ছাড়ে😅😅 আর সেটা নাকি ভালো ছিল না অপ্রয়োজনীয় ছিল। এতো যে ভাই মান নিয়া কথা বলেন প্রাণ কোম্পানির কয়টা বাল ফালাইতে পারবেন??? টাকা দিয়া আম না কিন্না তো খান গিয়া কুমড়া 😂😂মিরিচের প্যাকেটে থাকে ইটের গুড়া। তার পর ও কি করতে পারছে এই কম্পানির বিরুদ্ধে? জনতা ব্যাংকের স্কেমের কথা কি ভুলে গেছেন? রুপালী ব্যাংকের টাও কি ভুলতে বসেছেন? হলামার্কের কি বাল সব ফালাইয়া দিছেন নাকি?? আপনি তো দেখি ভালো মানের নাপিত।😂😂😂রামপাল বিদ্যুৎ কেন্দ্রের নিচের বালিশ উপরে তোলার খরচ যে ৩৮৯৭০৳ সেই বালিশে ঘুমাইছেন তো??? মিয়া আগে নিজের পেছন ধুয়ে আসেন। পরে গিয়া অন্যের পেছন ধুয়েন।
jiboneo parbena.... bangladesh kono valo company matha tule daralei govt nojore ese jai... deshe jekhane bichar vibag soccho na ...jekhane joto inspection hok ... tubo actual true information er gatti thakbei ...
ভুলে ভরা এই রিপোর্ট দেখে আমি অবাক, জাতি আপনাদের এই ভুল ক্ষমা করবে না। এটাকেই বলে হলুদ মিডিয়া। এই রিপোর্টর ১% বাদে ৯৯% তথ্যই মিথ্যা। এগুলো দেখে কেউ বিভ্রান্ত হবেন না। সত্য অনিসন্ধান করুন।
আমার ধারণা যদি ঠিক থাকে বাংলাদেশে আরেকটি Ponzi Scheme Scam এর ঘটনাটি ঘটবে Alpha Delta Islami Life Insurance এর মাধ্যমে এবং এর সম্ভাবনা প্রবল রয়েছে। কারন এহসান Group Movement আর Alpha Delta Islami Iife Insurannce এর Movement একই রকম।
@@shakilrahman5863 IDRA ontorvukti ache thikache, uporokto dui Company bivinno songstha ontorvukto chilo kintu ei insurance company tir Movement tader moto tara ehsan group kormi songrohe basto abar celebration hosche destinyr moto. O arekti bepar sobcheye je jinishti boro kore dekhay IDRA List tara 1 no e ache, kintu valovabe lokkho korle dekhben English er jonno alphabetically tara 1 no. royeche.
@@BusinessInspectionBD দেখুন বেশীরভাগ Ponzi Scheme এ ঘটনা ফাস হয় অনেক পরে, Alpha Delta Islami Life Insurance Company এরা মূলত কর্মীসংগ্রহের উপর নির্ভরশীল এবং প্রতি ১ লাখ টাকার জন্য savings করালে ১০- ১৫% কমিশন প্রতি কর্মীকে দেয়া হয় কিন্তু কোনো বেতন নেই যা কিনা এহসান গ্রুপের সাথে একেবারে মিল রয়েছে আর কোনো কর্মী আওতায় আরেক কর্মী savings করলে সেটার একটি কমিশন আগের কর্মীগন পেয়ে থাকেন এভাবে করে সর্বোচ্চ ৫% কমিশন পেয়ে থাকেন। কর্মী সংগ্রহের উপর তাদের বিভিন্ন ধরনের পদ দেয়া যা এখানে বিশেষ কোনো শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হয় না এবং প্রতিটি পদোন্নতির জন্য জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয় এছাড়াও তাদের দাবি ২০০ এর অধিক প্রতিষ্ঠানে তাদের বিনিয়োগ রয়েছে। উপরোক্ত কর্মকান্ডগুলো পূরোপূরি ডেসটিনি সাথে মিল ব্যপক আকারে। বিষয়টি আমার অনেক সন্দেহের তৈরী হয়েছে। তাছাড়া নানান সুযোগ সুবিধা দেয়ার প্রলোভন দেখাচ্ছে। তার উপর Life Insurance Company, অনেক ধরনের প্রতারণামূলক কাজ করে থাকতে পারে। তাই আমি মন্তব্যটি করলাম। দু:খিত দেরিতে উত্তর দেয়ার জন্য।
আমি ২০১১ সালে ডেসটিনিকে ২০ লাখ ২০ হাজার টাকা দেই। এটাই আমার আসল টাকা। লাভটা না হয় বাদই দিলাম। কিন্তু আজ অব্দি সেই টাকা আমি ফেরত পেলাম না। আমার বড় কষ্টের টাকা। জানিনা, আল্লাহই ভাল জানেন, সেই টাকা কবে ফেরত পাব।
thanks guys for your information. as a growing owner i adopt many things from your video. according to me you guys are the most effective zincographical portal in our country
Brother Kindly do some research on MTFE. This model has spread very quickly everywhere in Bangladesh. I request you to look into this matter. I don't think they are legit.
আমাকে 2002 সালে আমার এক মেয়ে বন্ধু ওইখানে নিয়ে গিয়েছিল তারপর সেখানে গিয়ে কাকরাইল কচি কাচার আসর মিলনায়তনে লেকচার শুনলাম। লেকচার শুনে বাহির হলাম আমার ওই বন্ধু জিজ্ঞাসা করলো খুব ভালো তাইনা একবার দুইজন দিতে পারলে শুধু টাকা আর টাকা। আমাকে বললো তুমি নাম লেখিয়ে ফেলো আমি শুধু বলেছিলাম পরিশ্রম ছাড়া এত তাড়াতাড়ি এত বড়লোক হওয়ার কোন ইচ্ছা আমার নেই। আমার ওই বন্ধু হা করে তাকিয়ে রইলো আর বলবো তুমিও একটা লোক শুধু বাকা পথে চলো
15 mint apnar vidoe ta dekhlam,. abr Amr khudryo gain er chokhe dekha amr motamot ta janaytachi. point 1, Dudoker building er 2nd florrre a chilo Destiny 2000 ar financial office. jodi tader sacam er kono chinta mathay thakto, tobe tara oikahne duduker sathe ak building a coffe khete bostona. point 2. Ami 2 years oder prray sokol meeting a join thakar chesta kopri. amr kalo jira packeg ar oil lkena chilo. oil ta jothesto valo chilo. so, tader product nimno maner., ata mante parlkamna, ha, dam aktu besi chilo, ata thik. 3. point of my views, Destiny 2000 MLM Company te jevabe sobeyke training deya hoytechilo, tate Destiny 2000 Co Chyley tokhyn Puro Desh er ledearship CHnage kore dite parto. apanr report onusharay bolci, 66lac member chilo Destiny 2000 er 2011 sal obdi. tokhn desher total people chiulo 11-12 core maybe. r 66 lac member er family te minimum 4 jon ase dhorlew 66,00,000x4= 26,400,000/- . tar mane prray 3 core loc Destiny 2000 ltd er sathe jorito chilo indirectlay. abr vabun, Ruhul Ami ner ak kothay ara sobey ak ta rajnoytik dol kore tokhn kintu desher chera paltye dite p[arto. apni nijer choikhe dekhechn ki na janina, je chele jiobone konodin tar baba, teacher er samne mukh uchu kore 1ta kotha boleni, taraw ai Destiny 2000 ltd ar choyay mujeeb er thekew valo leadership hoye uthechilo. ami nijew onek kisu shikechi Destiny 2000 ltd ar onek meeting theke. to, ak Bar Bangladesh China Friendship Conference Center a Awami league ar akjon boro leadr ke amader Destiny er akta celebration a dakia hoi. puro staduim a tokhn prrojoner tulonay odik member chilo sekhane. to tar vasone sedin temn sara porena. amnki, tar vasoner virudhitaw o sedin kora hoi. tokhn se hotovopmbo hoye jai amr mote. Then Ruhul Amin er vason er somoy se netar matha guray jai maybe. tar por thekey Destiny 2000 ltd er upor ato jhor astre suru kore. tar loop khujtre thake ki kore Destiny 2000 ltd er khoti kora jai. karon ruhul amin chyley tader dnogso kroe dite parbe. tai Destiny 2000 ke voi pete thake. R nijer chokhe dekheci 2011-2012 te police er samne league er polapian bus a polton er samne agun dice, police tader protection dice. r dos BNP er upore dice. sei somoy Destiny 2000 ltd e parto new kisu korte ei desher jonne. r abr apander scam er 4 no Point. Tree plantaion er matro 10 acore jomi league er akjon netar theke lease neya hoyacilo, sekhayney tara loop kore case kore dei/. r onno jaygai, nijeder kisu osadu lok dhukiye tadar diye product sell er name scam koray se. sob amra jani. r kisu bolar nai .a baki itihas sobey jane. ja onek val oitihash hote parto. jonogoner kothay sorkar uthto r bosto. sorkar ato oniom deshe krote partona. 1200tk kg morich khawa lagtona r 800tk kg gorur gosh.
আমার বড় ভাই খুব পরিশ্রম করেছিল কোম্পানির জন্য ১০০ উপরে সদস্য বানিয়েছিল কিন্তু কোম্পানি ধোকা দিয়েছে। অনেক স্বপ্ন দেখত কিন্তু সবকিছু আসলে মিথ্যা ছিল সে জানত না।
আমার আব্বু বলতো ডেসটিনি দালালি ব্যবসা😂 আমার সেজো খালা ও আমার খালাতো ভাই দুই জনই ডেসটিনি করতো তখন আমার খালাতো ভাই এসএসসি পরীক্ষার্থী আমার খালাতো ভাই এইসব ভাল বুঝতো দেখে সব সময় ওকে নিয়ে বিভিন্ন প্রোগ্রামে নিয়ে যেতো আমার খালা ডেসটিনির আমার খালাতো ভাই ভালো ছাত্র ছিল কিন্তু ডেসটিনি করার ফলে ও সেই সময় খুব খারাপ রেজাল্ট করে এসএসসিতে 😅😅
আমাদের বাসায় ও এসেছিলো এক আঙ্কেল, আমার আব্বু কে সদস্য হওয়ার জন্য, কিন্তু আমার আব্বু অনেক চালাক, আঙ্কেল আব্বু কে টাকার অনেক লোভ দেখায়,আমার আব্বু একটা কথায় বলছিল যে আপনার টাকা দিয়ে আমাকে সদস্য করার,পরে ওখান থেকে যে প্রফিট পাব,আপনার ঋণ পরিশোধ করব,আঙ্কেল পরে চলে গেছে আর আমাদের টাকা বেচে যায়
আমাদের এলাকার অনেক লোক এই সংস্থায় টাকা ইনভেস্ট করে ছিল। কিন্তু হঠাৎ তারা সব বন্ধ করে কোথাও যেন হাওয়া যায়,এতে অনেক মানুষ হাহা কারে পরে যায় আমাদের মানুষ গুলো
হাওয়ায় মিলিয়ে গেলে, মানুষ হাহাকারে পরবে এটাই স্বাভাবিক। যেহেতু আপনি মানবিক গুণ প্রদর্শণ করলেন, তাই আপনাকে একটা তথ্য দিই। শুনেছি বহু দিন ধরে কাকরাইলের আলীস সেন্টারের ৯বম তলায় না কত তলায় নিয়মিত ডেসটিনির অফিস চলমান। আশা করি আপনার এলাকার হাহাকার করা মানুষদের তথ্য টি দিবেন। সত্য হলে অন্তত বিল্ডিংয়ের ইট গুলোকে জাপটে বা আঞ্জা দিয়া ধইরা শান্তনা নেয়ার চেষ্টা করবনে,,,।
আমার বাবা ডেস্টিনি তে টাকা ইনভেস্ট করেছিল। সব কিছু বল্লেন কিন্তু সাধারন জনগনের টাকা ফেরত দিল না কেন। সাধারন জনগনের ব্যাপারে ভিডিও করলে ভাল হত। যে আমাদের আসলে কি করার,আমরা কি সেই টাকা ফেরত পাবো
ডেসটিনি বন্ধ করলেন কেন? আর বন্ধ যদিকরলেন তাহলে গ্রাহকের টাকা ফেরত দিচ্ছেন না কেন? ডেসটিনযদি থাকতো তাহলে দেখা যেত খারাপ না ভালো।সা দিতে বন্ধ করে দেওয়া হয়েছে
ডেস্টিনির মতো হাজারো MLM প্রতিষ্ঠান এখনো আছে, এই রাজিব আবার Annex world wide খুলে এটার থেকে এখন আবার Future it Institute খুলে আরো যে কত খুলবে তার হিসাব নাই
দারুন প্ল্যান মাত্র 12 বছরের সাজা, এরপর আত্মসাৎ করা টাকায় বাকি জীবন আয়েশ করবে নয়ত নতুন কোনো স্কাম ভিন্ন নামে নিয়ে আসবে। 2000 কোটি আত্মসাৎ আর জরিমানা 200 কোটি।
সাহারা স্ক্যাম - ২৪ হাজার কোটি রুপি আত্মসাতের গল্প | Sahara Group Scam - India’s Largest
ruclips.net/video/bsxjYm2p_4Y/видео.html
বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় স্কেম। আমার মতে ইন্ডিয়ার হারসিদ মেহতার স্কেমের চাইতে ডেস্টিনির স্কেম নিয়ে মুভি বানালে বেশি সফল হবে ডিরেক্টর।
এস আলম পরিবারের দূর্নিতির কাছে ডেসটিনি বাচ্চা
Pipra bidda naamea akta movie aacea.
Sorkar aai scam joritoow. Jaaar karonea Tara khomota charchea naa😮
Ami web series toiri korbo😂
সবার কাছে ডেসটিনির গল্প শুনেছি। এই ভিডিওর মাধ্যমে আজকে ডেসটিনি সম্পর্কে ক্লিয়ার হলাম । ধন্যবাদ ভাই ❤
ভুলে ভরা প্রতিবেদন এটা। সত্য অনুসন্ধান করুন।
ভুলে ভরা এই রিপোর্ট দেখে আমি অবাক, জাতি আপনাদের এই ভুল ক্ষমা করবে না। এটাকেই বলে হলুদ মিডিয়া। এই রিপোর্টর ১% বাদে ৯৯% তথ্যই মিথ্যা। এগুলো দেখে কেউ বিভ্রান্ত হবেন না। সত্য অনিসন্ধান করুন।
এটা ভুল তথ্য।
ডেসটিনির সম্পর্কে তো ভালো ভাবে বলে নি। ভুল তথ্য
2008
আমাকে এক ভাই ২০১০ সালে বলেছিলেন আমি কেন ডেস্টিনি মেম্বার হচ্ছিনা! উনি বারবার বলতেন ভবিষ্যতে যখন ছেলে মেয়ে বড় হবে তখন বলবে আমার বাবা কি কানা ছিলেন! তা না হলে ডেস্টিনির মতো একটা কোম্পানি দেখেন নি!? আমি বলেছিলাম সেদিন ভাই আমার দরকার নাই শর্টকাট বড়লোক হওয়ার আমি সৎ ভাবে পরিশ্রম করেই বাঁচবো।
I am a marketing student and always try to learn about previous and recent trends and cases of marketing from various fields. I felt it somehow that this company was not a normal company. But my father didn’t listened to me. I teied to make him understand but he was blind. Without my and my sister’s consent he invested 50 lakh taka there and eventually lost all his money.
Your father is right while my father was wrong 😢
@@nusratfattah100050 fucking lac damn!
Same to same
আপনার সেই কু*র বাচ্চা ভাইয়ের কি অবস্থা...!?🐸
@@MOHAMMEDABDULKADER দালাল বাবা। কমিশন এখনো পান নাকি
আজ এতো বছরেও সরকার বা যথাযথ কতৃর্পক্ষ ডেসটিনি এর সকল সম্পত্তি বিক্রি করে গ্রাহকের টাকা ফেরত দিতে পাড়ত, লাভ না দিত আসলত ফেরত দিতে পারত। এত বছরে এই টাকা ফেরত না দেওয় ও অনেক বড় একটা স্কাম।
@@MOHAMMEDABDULKADER রফিকুল কি তোর মাকে চুদেছে? তোর মার রেগুলার খদ্দের নাকি রে?
@@MOHAMMEDABDULKADER সরকার ইচ্ছা করলে সবই করতে পারবে
Kotha shotto sorkar nijeo jorito😂
যুক্তিসঙ্গত কথা গ্রাহকরা কি দোষ করছে, এদের টাকা তো ফেরত দেয়ার ব্যবস্থা করতে পারতে সরকার, ডেসটিনি কোম্পানির এতো সম্পদ এতো টাকা তা কোথায় গেল, কোন বিনিয়োগকারী বা গ্রাহক টাকা ফেরত পাইছে বলে তো শুনি নাই।
লোভে পাপ, পাপে মৃত্যু
Destiny বন্ধ করে কি লাভ হলো?
গ্রাহকের টাকা তো আর ফেরত দেয়া হলো না !?
সরকার যেই কোম্পানিই বন্ধ করে তার মধ্যে গ্রাহকের বিদ্যমান টাকা আর ফেরত দেয়া হয়না !!
Joy bangla hoye jay
customer er brain e problem hole ki oita sorkar dekhbe naki? Invest kore loss kheyechen. Nijer bujhar berthota.
সরকার নিজেই তা পেটে পুরে নেয় তাই আমরা জনগ আর পাই না
আমরা যারা গ্রাহক কারো কোন অভিযোগ ছিল না মিডিয়ার কারণে আজকে এই সমস্যা
টাকা তো সরকার নিয়ে গেছে
ধন্যবাদ ভাই সমসাময়িক ভিডিও আপলোড দেওয়ার জন্য। বর্তমান সময়ে তিয়ানশি নামক এমএলএম কোম্পানি তাদের কার্যক্রম চালাচ্ছে তাদের নিয়ে একটি ভিডিও বানান।
@@MOHAMMEDABDULKADER chorer dalali korish na dure giya chamchami kor nodir put.
Bangladesh ar moddy koyta mlm company aca bortoman somoy apni ki janan?ar koyta company WFDSA ar ontorbukto aca apni ki janan?
@@mdfaysal648 Sob MLM company e Scam.
আমার আব্বু তখন একটাই কথা বলেছে। "যে বসে বসে কখনও টাকা কামানো যায় না"
Freelance?
@@travelearthwithme1699তাও কাজ করতে হয়। এখানে উনি বসে বসে বলতে কোন কাজ না করে টাকা কামানো যায় না। হয় মেধাশ্রম দিতে হয় না হয় কায়িকশ্রম
এটা সঠিক কথা নয়
তখন তুমি তোমার বাবা কথা শুতনা তাইনা???
তাহলে আপনার বাবার ইকোনমি সম্পর্কে আইডিয়া নাই।
বুজলাম অর্থ দ্বন্দ্ব দিচ্ছে, আর অর্থ কালেক্ট ও করছে আদালত, তাইলে সেই অর্থ এখন কি করছে আদালত ? গ্রাহক কে তো ফেরত দিলো না আদালত। তাইলে এই মামলা অর্থ দ্বন্দ্ব এর ফলাফল কি ?? সব অর্থ আদালত এর ? নাকি সরকার এর ? বুজলাম না বিষয় টা।
সবাই মিলেমিশে ভাগ করে নিয়েছে
হাসিনা ও তার লোকেরা খাইতেছে সব
Ai sob ortha sob kham kham partyera khaba..
গ্রাহকের হেডা ভরা লোভ টাকা ফেরত না দেওয়াই ভালো লোভে পাপ পাপে মৃত্যু
ডেসটিনি আর কিছু পারুক আর না পারুক কিছু মানুষকে চাপাবাজি করা এবং কোট টাই পড়া শিখেছে।😂😂
বর্তমানে তিয়ানশি একই কাজ করছে😂
@@MOHAMMEDABDULKADER কিরে ডেসটিনির দালালি করছ কেনো?
রাজনীতিতে যোগ দিন, চাপাবাজী সম্পর্কে আপনার আইডিয়া বদলে যাবে।
ঠিক
ঠিক
আমার বাসার পাশে এক ভাই ডেসটিনি শুরু করেন, আমি ডেসটিনির কার্যক্রম বিশ্বাস করতাম না তাই তিনি আমার বাসায় এসে আমার বাবা মা কে খুব বোঝানোর চেষ্টা করেছিলেন এবং আমাদের সবাইকে ডেসটিনিতে যোগ দিতে বলেছিলেন, আমি সরাসরি না করে দিয়েছিলাম যার কারনে আমাদের ডেসটিনিতে জড়াতে পারেনি তিনি। আমাদের গ্রামে যে হাই স্কুলটি আছে সেখানে ডেসটিনি প্রায়ই সেমিনার করত, যারা ভ্যান রিস্কা চালাতো তাদের টার্গেট করতো এবং ইনভাইট করে নিয়ে যেতো, কয়েকদিন পর দেখলাম সেইসব ভান রিস্কা চালকরা কোর্ট টাই পরে ঘুরছে, এগুলো দেখে তামাশা ছাড়া আর কিছুই মনে হতো না আমার। কিছুদিন পর ডেসটিনির মুখোশ খুলে যায়, সরকার ডেসটিনির সব কার্যক্রম বন্ধ করে দেয়। এটার কারণে আমার সেই পাশের বাসার ভাই খুব ভেঙে পড়েন কারণ তিনি অনেক টাকা লস খান, তার বেশ কিছুদিন পর তিনি স্ট্রোক করে মারা যান। সবাই এটাই মনে করেন যে ডেসটিনির কারণে তার এই অবস্থা হয়েছে।
False
ভাই, একসেন্টটা স্মার্ট করতে গিয়ে এবারের ভিডিওতে একটু বেশিই শ্রুতিকটু বানিয়ে ফেলছেন।
যেমন প্রাডাক্ট, সাইকাল এগুলো কানে হিট করছিলো। আশা করি স্বাভাবিকভাবে বলবেন পরের ভিডিও থেকে।
আর হ্যাঁ, বিজনেস ইনস্পেকশনের জন্য মন থেকে ভালোবাসা ❤️
আমিও সেমটাই ভাবছিলাম।
এটাই প্রপার একসেন্ট, বিদেশিরা ABCD গুনে গুনে শব্দ উচ্চারণ করে না
এম এল এম মানেই কি প্রতারণা? MLM Business in Bangladesh - ruclips.net/video/96Zz6oluOng/видео.html
ফরেক্স ট্রেডিং কি স্ক্যাম ? ফরেক্স ট্রেডিং সম্পর্কে একটি ভিডিও বানানোর অনুরোধ রইল
@@MOHAMMEDABDULKADER ভাই এটা আমাদের জাতিগত সমস্যা কারো খারাপ দেখলে মনের ভিতর একটা হিংস্র স্বাদ পায়। ডেসটিনি সম্পর্কে ওনার নূন্যতম ধারনা থাকলে এই ভিডিও বানাই তো না।
@@MOHAMMEDABDULKADERচলে আসছে ডেসটিনি'র দালাল।
200 কোটি 50 কোটি 40 কোটি টোটাল সব মিলিয়ে এক হাজার কোটি টাকা জরিমানা হলো না তাহলে বাকি টাকা? জনগণের বাকি টাকা কে ফিরিয়ে দিবে?
NEXT Video in UniPay2U.
যা কিছু তথ্য দিলেন সব প্রথম আলো আর ডেইলি স্টার থেকেই দিলেন, প্রথম আলো কি বাইবেল ??? আর স্ক্যামিং এর উদ্দেশ্য নিয়ে এত কিছু করলে , কোম্পানি কেন টিকিয়ে রাখতে চাইলেন ? .... তথ্য উপাত্ত ম্যাক্সিমাম ভূলে ভরা... একচেটিয়া মিথ্যা অভিযোগ কে প্রমানিত অভিযোগ এর রূপ দিলেন....
আপনার মন্তব্য যৌক্তিক
Destiny destroyed my career.. I've lost my focus on my study.. I scored less.. And finally after graduation I was unfit to apply in a competent position.. Moreover, I had a wrong conception that I don't need to do any 9-5 working schedules or make myself competent to this journey.. I've lost my vision.. Still I am suffering from that..
Learn new skills rather than complaining.
@@ankaralifestyle8504 thanx for your valuable advice.. What is gone is gone.. Yes.. I'm working on it now..
You had greed for money. Destiny scammed those people who were not aware of future, had full of greed. Notice your sin first.
May God bless you brother!
Not Destiny Awamilig Govt. Destroyed your and our carrier intentionally.
@@ProjectXBD at that age and circumstances I was totally unaware about the upcoming future i.e. present day.. I envy this world happening now.. Kids are well informed about what they want to do with their lives, the internet is here, we can chase the world for a better career now.. Well, thinking 'every time is the high time' is the best time to move on.. 🙂
তথ্য বহুল ভিডিও, ভালো লাগছে
ভুলে ভরা এই রিপোর্ট দেখে আমি অবাক, জাতি আপনাদের এই ভুল ক্ষমা করবে না। এটাকেই বলে হলুদ মিডিয়া। এই রিপোর্টর ১% বাদে ৯৯% তথ্যই মিথ্যা। এগুলো দেখে কেউ বিভ্রান্ত হবেন না। সত্য অনিসন্ধান করুন।
ডেসটিনি বন্ধ হওয়ার জ ন্য ডেসটিনি দায়ি নয়, একে বন্ধ করে দেয়া হয়েছে
get proper knowledge!
আমাদের আসল টাকাটা যদি ফেরৎ পেতাম তা হলেও একটু শান্তি পেতাম, সরকার এই বিষয়ে বিশেষ পদক্ষেপ নিত তাহলে খুবই ভাল হত
সরকার নিজের বড় চোর সব টাকা খেয়ে দিয়েছে ডেসটিনির
সরকার কেন দিবে।সরকার কে জানিয়ে কি বাটপারির খাতায় নাম দিয়েছিলেন
সরকারকে জিগাইয়া টাকা দিছিলেন নাকি
@@omarfarukshuvo5669 সরকারের কাম কি?
অতিমাত্রার লোভ মানুষকে ধরা খাওয়ায়।
আমি ছিলাম বিপ্লব গ্রুপে। ডেসটেনি করার কারণে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যাওয়ার সুযোগ হয়েছিল । তবে ১০ টাকা ইনকাম করলে ২০ টাকা খরছ হতো। ট্রেনিং খরচ , অ্যাসোসিয়েটদের পিছনে খরচ, মিটিং খরছ। সব মিলিয়ে মাস শেষে ঋণী থাকতাম।
😂😂😂
বিপ্লবী চেতনা উদ্ভাসিত হউক আপনার জীবন,,,,!!
I remember back in 2006, my mother got into Destiny through her close friend. My mom started buying all these weird medicines and oils and also started to invest money. She took me to a grand Destiny event which happened in the rooftop hall room of a building in Paltan. I remember it well because I hated the event and wanted to go home.
A lot of audience were in the hall room and some people in the leadership position were giving lectures about Destiny membership and constantly telling everyone to bring more people into the membership so that they could earn commission. They were giving examples of different people who were able to get rich just within a few months. I remember everyone was so robotic and filled with greed in their eyes.
Back then I knew it was a scam because it was too good to be true. I feel sad for all the people who lost their hard-earned money. Evaly is similar to Destiny as they both defrauded so many people. The owners should get lifetime prison!
🎉
Thank you dear. You have same idea like me. They tried a lot to believe me but failed
আজো অপেক্ষায় আছি।
Vai apne khub sundor kore bisoyta video te futia tullen.khub valo kotha, akhon kotha hocche je,destiny je amader moto sadharon manus gulake mitta prolovon dia tk loot kore nilo,ar sei tk dia sara desh a bivinno jaygay sthapona korlo,sei gula korte to bes kisu tk khoroz korse.seita to sobar jana ase.amar kotha hocche vai,sorkar jokhon destinyr sob kisu freez kore dilo,destinyr chitar der jele vorlo,valo kotha.sorkar keno destinyr roye jawa sompodh sell kore osohay sadharon jonotar modde kisu kisu kore bonton keno korlo na...
Koto din hoye gelo,koto manus jiboner sob jomano tk destiny te invest korsilo,tader koster tk sorkar keno feroth dibar bebostha korlo na.akhon porjonto sorkar destinyr sob kisu vok kore khasse.tahole ki bola jay, rafikul aminer moto sorkar o oporadhi!!!???
Jatir kase aita amar prosno roilo...
Asa kori sundor akta bekka diben.
এটা ছিল জীবনের একটা অভিশাপ
আমার কাছে এসে কত আত্মীয় স্বজনরা বন্ধু বান্ধবরা কান্নাকাটি কোরছে ডেসটেনি করার জন্য আমি কখনো পাওা দেইনি।
আপনি এখন কি করেন ? আপনার ফেসবুক আইডি টা দেয়া যাবে ?
কেনো বিচার করতে,জোর করে নিছে নাকি
ডেসটিনির কোন দোষ নাই। সব উপরের কারসাজি
বর্তমানে অনলাইনে ভিন্ন রুপে নতুন সাজে ছোট ছোট ডেসটিনি ফিরে এসেছে
@@MOHAMMEDABDULKADER এই খাংকির পোলা। তোরে কি ডেস্টিনির অফিসার পয়দা করছে না কি রে। এত গুনগান করিস। মাদারফাকার
হুম ভাই
ভাই অনেক দিন পর দুঃখটাকে আবার বাড়িয়ে দিলেন 😢😢
কেনো?
🤣🤣🤣🤣
😂😂😂😂😂
😂😂😂
😂😂😂
এহসান গ্রুপের ১৭০০০ কোটি টাকা আত্মসাতের কাহিনী | Ehsan Group Scam - ruclips.net/video/1cdS2NCEn8E/видео.html
লাইফের প্রথম প্রেম এবং ডেসটিনিকে ভুলতে পারবোনা খুব যন্ত্রণাদায়ক এখনো বয়ে বেড়াচ্ছে
এক এক সরকারের আমলে এক এক প্রতারক আসে ভিবিন্ন লোভনীয় অফার নিয়ে! মধ্যবিত্তরা লোভনীয় অফারে ছুটবে এটাই স্বাভাবিক। অতঃপর সর্বহারা হয় কারো বাবার কষ্টার্জিত অর্থ পরিবারের ভবিষ্যৎ।
সে সময় ১০ হাজার টাকা ছিলো আমাদের।।।💔।।১০ হাজার টাকা দিয়ে সেই সময়ে অনেক কিছু হতো🙂
এক ভিডিওতে ডেসটেনির সব বুঝলাম।ধন্যবাদ।
এই কোম্পানির নাম শুনছি এতো দিন, আজকে বিস্তারিত জানলাম,,, ধন্যবাদ
নেগেটিভ যা শোনছেন সব ভুল
আমার পুরো পরিবার ডেসটিনি থেকে নিঃস্ব হয়েছে কিন্তু আমি ডেসটিনিকে ভালবাসি।
😀😀😀😀😀😀😀
তাই না কি,,!!
আপনি আপনার পরিবারের শ্রেষ্ঠ সন্তান। যা বুঝার ক্ষমতা বহু চীকণ মাথা ওয়ালা শিক্ষিত দের নেই,,,,,❤❤
Thank
ডেস্টিনিকে আজও ভালোবাসি।❤ যদি কখনো ডেস্টিনি সচল হয় তবে আবার কাজ করবো।😢
ডেসটিনিতে আমার ছোট আব্বু চাকরি করতো।আমার ছোট আব্বুর কথা শোনে আমার আব্বুর ৩ লাখ টাকা পানিতে ডেসটেনিতে ইনভেস্ট করে।😢😭সেই সাথে আমার আত্নীয় স্বজনদের লাখ লাখ টাকা শেষ।😤
তোমার ছোট আব্বুকে সবাই মিলে BBQ বানায় নাই?
@@junaidhasan2906 আমার ছোট চাচ্চু অনেক কে যতটুকু পেরেছে স্বাধ্য অনুযায়ী নিজ থেকে কিছু টাকা দিয়েছে।বাট,আমার আব্বু বড় ভাই হিসেবে তাঁর ছোট ভাইয়ের দিকে তাকিয়ে আর টাকা গুলো ফেরত নেই নি। যদিও ইনভেস্ট করা টাকা গুলো ফেরত পাওয়ার জন্য আমার আব্বু এখনো আশা করে আছে যদি কোনো সময় পুনরায় ডেসটিনি চালু হয় আরকি!
@@mdaminulislam673আশা বাদ দিতে বলেন। কারন ডেস্টিনি আর কখনও চালু হবে না। আর চালু হলেও ওদের এতো এসেট নাই যে জনগনকে দিবে। এটাকে মূলা দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়া বলে। 😂
@@mdaminulislam673আবারও গোয়া মারার ধান্দায় বসে আছে তোমার আব্বুরা 😂😂😂😂
কথা হচ্ছে ওরা তো টাকা নিয়ে পালিয়ে যায় নি। প্রশাসন সব জব্দ করেছে। তাহলে তারা কেন জনগণের টাকা ফেরত দেয় নি? নাকি ডেসটিনি স্ক্যাম নাম দিয়ে নিজরাই সব কিছু আত্মসাৎ করেছে?
আমার ২৫ হাজার টাকা মেরে দিয়েছিল,
এরপর থেকে আমার বাড়িতে MLM কেউ ঢুকতে পারছেনা । আলহামদুলিল্লাহ
ক্লাস ফাইভে পড়তাম তখন। তখনই বুঝতে পেরেছিলাম এটা একটা স্ক্যাম। কিন্তু আমার অনেক সিনিয়র বড় ভাইয়েরা এর সাথে জড়িয়ে পড়েছিল। আসলে বেকারত্ব মানুষের বিবেক - বুদ্ধি অনেকাংশে কমিয়ে দেয়।
Akio bujte parsilam
ভাই ক্লাস ফাইভে পড়েই স্কেম বুঝে গেছিলেন?? আপনার তো ওয়ার্ল্ড ইকোনমিতে থিসিস পেপার জমা দিয়ে ডক্টরেট নেয়া দরকার। থুক্কু আপনাকে ডেকে নিয়ে ডক্টরেট দেয়া দরকার।
@@azazislam9363 হ্যা ভাই। এটা খুব জটিল কিছু না। আমার মামাকে একজন বোঝাতে চেয়েছিলেন এই ডেস্টেনি সম্পর্কে।তখনই আমার বিশ্বাস হয়নি তাদের এই সিস্টেম। আমি ক্লাস ফাইভেই যথেষ্ট ম্যাচিউরড ছিলাম। কিন্তু কথা হল, আপনি আমাকে ব্যাক্তিগতভাবে আক্রমণ করছেন। এসব করা থেকে বিরত থাকুন।
@@law_Insider
আরে আমি ক্লাস ২ তে পড়তাম। আমার ভ্যাজাল মনে হয়েছিল। আমার বড় আপু কলেজে পড়ত ডেসটিনিতে কাজ করত
ভুলে ভরা এই রিপোর্ট দেখে আমি অবাক, জাতি আপনাদের এই ভুল ক্ষমা করবে না। এটাকেই বলে হলুদ মিডিয়া। এই রিপোর্টর ১% বাদে ৯৯% তথ্যই মিথ্যা। এগুলো দেখে কেউ বিভ্রান্ত হবেন না। সত্য অনিসন্ধান করুন।
Excellent video. Thank you so much. I only wish you have explained the Ponzi Sceam or Pyramid Sceam a little better.
MLM ব্যাবসা গুলো শিক্ষা প্রতিষ্ঠানে নিষিদ্ধ করা হোক!!! এরা কোমল ছাত্রদের তার্গেট করে নিঃস্ব করে!""
হে ঠিক বলছেন ছাত্র রা সব ডেসটিনি তে এসে নষ্ট হয়ে গেছে এখন তো অনেক ভালো আছে পাপজি আর টিকটক নিয়ে ৫ম শ্রেণীর থেকে প্রেম আরো অনেক কিছু আর না হয় নাহি বল্লাম
ডেসটিনিতে যা টাকা ইনকাম করেছিলাম , ট্রেনিং করতে করতে শেষ হয়ে যায়।
In 20212-2013 destiny was so popular, everyone was talking about Destiny.Their agents tried to convince my father(inviting to seminar,leaflets),but my father was firm in the decision and said they will fall.Some years later it became true
ভাইয়া সজল রোশান মগের মুল্লুকের অর্থনীতি বইটা পড়া দরকার আপনার
Eita shundor chilo vai, Loved it🤍
ভুলে ভরা এই রিপোর্ট দেখে আমি অবাক, জাতি আপনাদের এই ভুল ক্ষমা করবে না। এটাকেই বলে হলুদ মিডিয়া। এই রিপোর্টর ১% বাদে ৯৯% তথ্যই মিথ্যা। এগুলো দেখে কেউ বিভ্রান্ত হবেন না। সত্য অনিসন্ধান করুন।
ভিডিও নির্মাতার কাছে আমার প্রশ্ন আদালত কি ডেসটিনির সকল অভিযোগ প্রমান সহ তাদের দোষী সাবস্ত করতে পেরেছে?
Na😡
যেগুলার পারছে ওইগুলার লোড ই তো ডেসটিনি হালারা নিতে পারবো না
@@kabzabkorbina7731এখন যে দেশে যে গুলো হচ্ছে সেগুলো কি নিতে পারছেন?? ২০২২/ ২৩ এর কথাই বলছি।D2K তো টাকার বিনিময়ে পণ্য দিতো। যদিও আপনাদের দৃষ্টিতে সেটা নিম্ন মানের পণ্য। কিন্তু বিদ্যুৎ বিল দিয়ে ও তো পাইনা বিদ্যুৎ। কয়লার দাম কেন বকেয়া?? উত্তর দিয়ে যাবেন।যদি নিজেকে মানুষ বলে পরিচয় দেন।গ্যানোডার্মা নামে একটা কফি প্যাকেজ তখন চালু ছিল। সেই ০৮/০৯ সালে। আর এখন গ্যানো ডার্মার কফি কম্পানি গুলো নতুন করে বাজারে ছাড়ে😅😅 আর সেটা নাকি ভালো ছিল না অপ্রয়োজনীয় ছিল। এতো যে ভাই মান নিয়া কথা বলেন প্রাণ কোম্পানির কয়টা বাল ফালাইতে পারবেন??? টাকা দিয়া আম না কিন্না তো খান গিয়া কুমড়া 😂😂মিরিচের প্যাকেটে থাকে ইটের গুড়া। তার পর ও কি করতে পারছে এই কম্পানির বিরুদ্ধে? জনতা ব্যাংকের স্কেমের কথা কি ভুলে গেছেন? রুপালী ব্যাংকের টাও কি ভুলতে বসেছেন? হলামার্কের কি বাল সব ফালাইয়া দিছেন নাকি?? আপনি তো দেখি ভালো মানের নাপিত।😂😂😂রামপাল বিদ্যুৎ কেন্দ্রের নিচের বালিশ উপরে তোলার খরচ যে ৩৮৯৭০৳ সেই বালিশে ঘুমাইছেন তো??? মিয়া আগে নিজের পেছন ধুয়ে আসেন। পরে গিয়া অন্যের পেছন ধুয়েন।
টাকা পাচার করেছে অনেক।
jiboneo parbena.... bangladesh kono valo company matha tule daralei govt nojore ese jai... deshe jekhane bichar vibag soccho na ...jekhane joto inspection hok ... tubo actual true information er gatti thakbei ...
ডিস্টিবিউটর যারা,,,তারা বলে নাই কখনো,,,, কোম্পানি খারাপ।
owww. Nice analyses❤️
ধন্যবাদ ভাই, আপনার ভিডিওর অপেক্ষায় থাকি সব সময় 🤎
ভুলে ভরা এই রিপোর্ট দেখে আমি অবাক, জাতি আপনাদের এই ভুল ক্ষমা করবে না। এটাকেই বলে হলুদ মিডিয়া। এই রিপোর্টর ১% বাদে ৯৯% তথ্যই মিথ্যা। এগুলো দেখে কেউ বিভ্রান্ত হবেন না। সত্য অনিসন্ধান করুন।
টিয়ানশি কে নিয়ে একটা ভিডিও চাই 👍
দ্রব্যমুল্য বৃদ্ধির বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা অনুরোধ করছি
কোন অসাধু ব্যবসায়ীদের সঙ্গে বিষয় টি জড়িত
আমার মতো কে কে কমেন্টস পড়তে আসছেন।
স্যালুট জানাই ডেসটিনিকে।
আমার ধারণা যদি ঠিক থাকে বাংলাদেশে আরেকটি Ponzi Scheme Scam এর ঘটনাটি ঘটবে Alpha Delta Islami Life Insurance এর মাধ্যমে এবং এর সম্ভাবনা প্রবল রয়েছে। কারন এহসান Group Movement আর Alpha Delta Islami Iife Insurannce এর Movement একই রকম।
Why .? alpha Delta insurance ltd ki IDRA te Ontorvukto noi ?
@@shakilrahman5863 IDRA ontorvukti ache thikache, uporokto dui Company bivinno songstha ontorvukto chilo kintu ei insurance company tir Movement tader moto tara ehsan group kormi songrohe basto abar celebration hosche destinyr moto. O arekti bepar sobcheye je jinishti boro kore dekhay IDRA List tara 1 no e ache, kintu valovabe lokkho korle dekhben English er jonno alphabetically tara 1 no. royeche.
তারা কি ধরণের প্রতারণা করছে বলে আপনার মনে হয়? আমাদের বিস্তারিত জানাবেন।
😳😳
@@BusinessInspectionBD দেখুন বেশীরভাগ Ponzi Scheme এ ঘটনা ফাস হয় অনেক পরে, Alpha Delta Islami Life Insurance Company এরা মূলত কর্মীসংগ্রহের উপর নির্ভরশীল এবং প্রতি ১ লাখ টাকার জন্য savings করালে ১০- ১৫% কমিশন প্রতি কর্মীকে দেয়া হয় কিন্তু কোনো বেতন নেই যা কিনা এহসান গ্রুপের সাথে একেবারে মিল রয়েছে আর কোনো কর্মী আওতায় আরেক কর্মী
savings করলে সেটার একটি কমিশন আগের কর্মীগন পেয়ে থাকেন এভাবে করে সর্বোচ্চ ৫% কমিশন পেয়ে থাকেন। কর্মী সংগ্রহের উপর তাদের বিভিন্ন ধরনের পদ দেয়া যা এখানে বিশেষ কোনো শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হয় না এবং প্রতিটি পদোন্নতির জন্য জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয় এছাড়াও তাদের দাবি ২০০ এর অধিক প্রতিষ্ঠানে তাদের বিনিয়োগ রয়েছে। উপরোক্ত কর্মকান্ডগুলো পূরোপূরি ডেসটিনি সাথে মিল ব্যপক আকারে। বিষয়টি আমার অনেক সন্দেহের তৈরী হয়েছে। তাছাড়া নানান সুযোগ সুবিধা দেয়ার প্রলোভন দেখাচ্ছে। তার উপর Life Insurance Company, অনেক ধরনের প্রতারণামূলক কাজ করে থাকতে পারে। তাই আমি মন্তব্যটি করলাম।
দু:খিত দেরিতে উত্তর দেয়ার জন্য।
আমি ২০১১ সালে ডেসটিনিকে ২০ লাখ ২০ হাজার টাকা দেই। এটাই আমার আসল টাকা। লাভটা না হয় বাদই দিলাম। কিন্তু আজ অব্দি সেই টাকা আমি ফেরত পেলাম না। আমার বড় কষ্টের টাকা। জানিনা, আল্লাহই ভাল জানেন, সেই টাকা কবে ফেরত পাব।
আমাকে আমার বন্ধু ডেসটিনির মিটিংয়ে নিয়ে গিয়েছিল। আমাকে অনেক প্রলোভন দেখিয়ে ছিল। কিন্তু আমি বিশ্বাস করিনি। তাই আমি ঠকিনি। 😅
thanks guys for your information. as a growing owner i adopt many things from your video. according to me you guys are the most effective zincographical portal in our country
কত মানুষের সময় ও সম্পদ নষ্ট করেছে। 4 হাজার কোটি টাকার অনিয়ম করেছে তবুও জরিমানা মাত্র ২০০ কোটি টাকা? জেল মাত্র 12 বছর? ☹☹☹
Brother Kindly do some research on MTFE. This model has spread very quickly everywhere in Bangladesh. I request you to look into this matter. I don't think they are legit.
Scam scam scam
omg they just got exposed
আমাকে 2002 সালে আমার এক মেয়ে বন্ধু ওইখানে নিয়ে গিয়েছিল
তারপর সেখানে গিয়ে কাকরাইল কচি কাচার আসর মিলনায়তনে লেকচার শুনলাম। লেকচার শুনে বাহির হলাম আমার ওই বন্ধু জিজ্ঞাসা করলো খুব ভালো তাইনা একবার দুইজন দিতে পারলে শুধু টাকা আর টাকা। আমাকে বললো তুমি নাম লেখিয়ে ফেলো
আমি শুধু বলেছিলাম পরিশ্রম ছাড়া এত তাড়াতাড়ি এত বড়লোক হওয়ার কোন ইচ্ছা আমার নেই। আমার ওই বন্ধু হা করে তাকিয়ে রইলো আর বলবো তুমিও একটা লোক শুধু বাকা পথে চলো
Pradact, Campany, LOL englishman , Very FLuent, Im Touched...😍😍
Thank you so much 🥰
২০০৭ সালে আমাদের গাছ লাগানো হয়েছিল এই গাছগুলো কত বড় হয়েছে খুব জানতে ইচ্ছে করে
ইভ্যালি স্ক্যাম সম্পর্কে ভিডিও চাই।
বাংলাদেশ কি ইলেক্ট্রিক গাড়ির জন্য প্রস্তুত? | Future of Electric Vehicle in Bangladesh >>> ruclips.net/video/H8oK1kZCDLU/видео.html
15 mint apnar vidoe ta dekhlam,. abr Amr khudryo gain er chokhe dekha amr motamot ta janaytachi. point 1, Dudoker building er 2nd florrre a chilo Destiny 2000 ar financial office. jodi tader sacam er kono chinta mathay thakto, tobe tara oikahne duduker sathe ak building a coffe khete bostona. point 2. Ami 2 years oder prray sokol meeting a join thakar chesta kopri. amr kalo jira packeg ar oil lkena chilo. oil ta jothesto valo chilo. so, tader product nimno maner., ata mante parlkamna, ha, dam aktu besi chilo, ata thik. 3. point of my views, Destiny 2000 MLM Company te jevabe sobeyke training deya hoytechilo, tate Destiny 2000 Co Chyley tokhyn Puro Desh er ledearship CHnage kore dite parto. apanr report onusharay bolci, 66lac member chilo Destiny 2000 er 2011 sal obdi. tokhn desher total people chiulo 11-12 core maybe. r 66 lac member er family te minimum 4 jon ase dhorlew 66,00,000x4= 26,400,000/- . tar mane prray 3 core loc Destiny 2000 ltd er sathe jorito chilo indirectlay. abr vabun, Ruhul Ami ner ak kothay ara sobey ak ta rajnoytik dol kore tokhn kintu desher chera paltye dite p[arto. apni nijer choikhe dekhechn ki na janina, je chele jiobone konodin tar baba, teacher er samne mukh uchu kore 1ta kotha boleni, taraw ai Destiny 2000 ltd ar choyay mujeeb er thekew valo leadership hoye uthechilo. ami nijew onek kisu shikechi Destiny 2000 ltd ar onek meeting theke. to, ak Bar Bangladesh China Friendship Conference Center a Awami league ar akjon boro leadr ke amader Destiny er akta celebration a dakia hoi. puro staduim a tokhn prrojoner tulonay odik member chilo sekhane. to tar vasone sedin temn sara porena. amnki, tar vasoner virudhitaw o sedin kora hoi. tokhn se hotovopmbo hoye jai amr mote. Then Ruhul Amin er vason er somoy se netar matha guray jai maybe. tar por thekey Destiny 2000 ltd er upor ato jhor astre suru kore. tar loop khujtre thake ki kore Destiny 2000 ltd er khoti kora jai. karon ruhul amin chyley tader dnogso kroe dite parbe. tai Destiny 2000 ke voi pete thake. R nijer chokhe dekheci 2011-2012 te police er samne league er polapian bus a polton er samne agun dice, police tader protection dice. r dos BNP er upore dice. sei somoy Destiny 2000 ltd e parto new kisu korte ei desher jonne. r abr apander scam er 4 no Point. Tree plantaion er matro 10 acore jomi league er akjon netar theke lease neya hoyacilo, sekhayney tara loop kore case kore dei/. r onno jaygai, nijeder kisu osadu lok dhukiye tadar diye product sell er name scam koray se. sob amra jani. r kisu bolar nai .a baki itihas sobey jane. ja onek val oitihash hote parto. jonogoner kothay sorkar uthto r bosto. sorkar ato oniom deshe krote partona. 1200tk kg morich khawa lagtona r 800tk kg gorur gosh.
আমার বড় ভাই খুব পরিশ্রম করেছিল কোম্পানির জন্য ১০০ উপরে সদস্য বানিয়েছিল কিন্তু কোম্পানি ধোকা দিয়েছে। অনেক স্বপ্ন দেখত কিন্তু সবকিছু আসলে মিথ্যা ছিল সে জানত না।
আপনি অনেক কিছুই ভুল তথ্য দিয়েছেন। আপনার এই ভিডিওটি,ডেসটিনি গ্রুপে শেয়ার হয়েছে, মহামান্য হাইকোর্টের আদেশে পরিচালনা পর্ষদ....
লিংক দেন
ডেসটিনির বাহিরে যারা তারাই সমালোচনা করে, কিন্তু প্ররিবেশক তো করে না
এটাই প্রমান তাদের অভিযোগ নাই
ধন্যবাদ।❤
বিদেশ পাচার এর বিষয়টা বুজলাম না, দেশেই তো সব সম্পদ। তাইলে পাচার কোই করলো ?
14:03 e bollo j ortho pachar eta kamne bujai bollen na to .. dakhailan to sob sompod desh e bivinno portisthan e invest ,, land e house e ..
আমার আব্বু বলতো ডেসটিনি দালালি ব্যবসা😂
আমার সেজো খালা ও আমার খালাতো ভাই দুই জনই ডেসটিনি করতো তখন আমার খালাতো ভাই এসএসসি পরীক্ষার্থী আমার খালাতো ভাই এইসব ভাল বুঝতো দেখে সব সময় ওকে নিয়ে বিভিন্ন প্রোগ্রামে নিয়ে যেতো আমার খালা ডেসটিনির আমার খালাতো ভাই ভালো ছাত্র ছিল কিন্তু ডেসটিনি করার ফলে ও সেই সময় খুব খারাপ রেজাল্ট করে এসএসসিতে 😅😅
Blackberry er upor akta video chai ❤❤
ব্ল্যাকবেরির উত্থান ও পতন নিয়ে আমাদের ভিডিও দেখুন - ruclips.net/video/SyVIg84jMG0/видео.html
ধন্যবাদ দাদা❤
বর্তমানে DXN Company বাংলাদেে রাজত্ব করে নিচ্ছে সেই সম্পর্কে একটা ভিডিও বানান।
অনেক ভুল ইনফরমেশন দিয়েছেন। কিছু জানতে চাইলে আমাকে বলেন, আমি এই কোম্পানিতে ছিলেন, এই স্কিমে ভুক্তভোগী আমিও
এখন এটা পাবলিক খাবে না, অপেক্ষা করুন সময় হলে তারাই আপনার মত কাউকে খুজে বের করবে,,,।
ভাই শেয়ার বাজার এনালাইসিস এর ভিডিও দিবেন বলছিলেন,,,, এটার অপেক্ষায় এখনো বসে আছি,,, কিন্তু পাইলাম না।।। 😢😢😢
Evaly নিয়ে এরকম একটি ভিডিও চাই?
ভিডিওটি সর্বনিম্ন ১ মিলিয়ন ভিউ পাওয়ার যোগ্য
অনেক তথ্য এই খানে ভুল বলা হইছে, সঠিক তথ্য সংগ্রহ করে ভিডিও তৈরী করার পরামর্শ থাকলো
আহারে ডেসটিনি 😂
ডেসটিনি এখন হিস্ট্রি 😂
এর পিছনেও হাসুর লীগ সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় যুক্ত ছিলো!
জয় বাংলা, লীগ সামলা!
জনগণের টাকা ফেরত দেয়া হয়েছে?
কেন কোম্পানির সম্পদ থেকে সরকার প্রাপকদের অর্থ ফেরত দিচ্ছে না?
ধন্যবাদ।
আমাদের বাসায় ও এসেছিলো এক আঙ্কেল, আমার আব্বু কে সদস্য হওয়ার জন্য, কিন্তু আমার আব্বু অনেক চালাক, আঙ্কেল আব্বু কে টাকার অনেক লোভ দেখায়,আমার আব্বু একটা কথায় বলছিল যে আপনার টাকা দিয়ে আমাকে সদস্য করার,পরে ওখান থেকে যে প্রফিট পাব,আপনার ঋণ পরিশোধ করব,আঙ্কেল পরে চলে গেছে আর আমাদের টাকা বেচে যায়
ফরেক্স ট্রেডিং কি স্ক্যাম ? ফরেক্স ট্রেডিং সম্পর্কে একটি ভিডিও বানানোর অনুরোধ রইল
না ফরেক্স ট্রেডিং স্ক্যাম নয়।ইউটিউবে খুজেন ইনফরমেশন পেয়ে যাবেন।
আমাদের পুরো ফেমিলিটা নিঃস্ব কোরে দেছে 🥺😡
1200 core mere nilo 400 core o jorimana holo na 1000 core porfit kinba tar o beshi,,,,,,
৩০ শতক আবাদি জমি, ২০ শতাংশ পুকুর,
লাখ টাকার কিস্তি , আমার পরিবার থেকে হাতিয়ে নিছে এরা😢😢
আমাদের এলাকার অনেক লোক এই সংস্থায় টাকা ইনভেস্ট করে ছিল। কিন্তু হঠাৎ তারা সব বন্ধ করে কোথাও যেন হাওয়া যায়,এতে অনেক মানুষ হাহা কারে পরে যায় আমাদের মানুষ গুলো
হাওয়ায় মিলিয়ে গেলে, মানুষ হাহাকারে পরবে এটাই স্বাভাবিক। যেহেতু আপনি মানবিক গুণ প্রদর্শণ করলেন, তাই আপনাকে একটা তথ্য দিই। শুনেছি বহু দিন ধরে কাকরাইলের আলীস সেন্টারের ৯বম তলায় না কত তলায় নিয়মিত ডেসটিনির অফিস চলমান। আশা করি আপনার এলাকার হাহাকার করা মানুষদের তথ্য টি দিবেন। সত্য হলে অন্তত বিল্ডিংয়ের ইট গুলোকে জাপটে বা আঞ্জা দিয়া ধইরা শান্তনা নেয়ার চেষ্টা করবনে,,,।
আমার বাবা ডেস্টিনি তে টাকা ইনভেস্ট করেছিল। সব কিছু বল্লেন কিন্তু সাধারন জনগনের টাকা ফেরত দিল না কেন। সাধারন জনগনের ব্যাপারে ভিডিও করলে ভাল হত। যে আমাদের আসলে কি করার,আমরা কি সেই টাকা ফেরত পাবো
আমার পরিবারের একজন এর সাথে জরিয়ে খুব ভয়াবহ অবস্থা হয়েছিলো। আলহামদুলিল্লাহ এখন সে ভালো অবস্থানে আসছে। তার জন্য সময়টা খুব থেকে খুব খারাপ ছিলো।
ডেসটিনি বন্ধ করলেন কেন? আর বন্ধ যদিকরলেন তাহলে গ্রাহকের টাকা ফেরত দিচ্ছেন না কেন? ডেসটিনযদি থাকতো তাহলে দেখা যেত খারাপ না ভালো।সা দিতে বন্ধ করে দেওয়া হয়েছে
স্যার বর্তমানে excellent world নামে একটা কোম্পানি আছে এটাও MLM সিস্টেম কোম্পানি এটা নিয়ে একটা ভিডিও চাই
Rite vi.
Akta Video বানানো হোক 😊
ডেস্টিনির মতো হাজারো MLM প্রতিষ্ঠান এখনো আছে, এই রাজিব আবার Annex world wide খুলে এটার থেকে এখন আবার Future it Institute খুলে আরো যে কত খুলবে তার হিসাব নাই
Accha Destiny Ar world Mission 21 limited company ki same?
Direct selling, MLM, eishob scammer.
Tiens niye shothorko vdo din.
দারুন প্ল্যান মাত্র 12 বছরের সাজা, এরপর আত্মসাৎ করা টাকায় বাকি জীবন আয়েশ করবে নয়ত নতুন কোনো স্কাম ভিন্ন নামে নিয়ে আসবে। 2000 কোটি আত্মসাৎ আর জরিমানা 200 কোটি।
গ্রাহকদের টাকা ফেরত দেয়া হলোনা কেন
আপনি অসাধারণ 🥰
Tiens MLM business নিয়ে একটি ভিডিও বানান
Is it mlm? I think It's direct selling
এখনো ছোট ছোট এমন এমএলএম কোম্পানি রয়েছে।
যেমন: excellent
Excellent world agro food and cosmtic kamon mlm business kora janaban plz
নষ্ট কোম্পানী
Bhai Vestige niye akta video den