কলকাতা কোথায় থাকবেন | Kolkata marquis street hotel | কম খরচে ভালো হোটেল নিউমার্কেটের কাছে |

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 авг 2023
  • কলকাতা কোথায় থাকবেন | Kolkata marquis street hotel | কম খরচে ভালো হোটেল নিউমার্কেটের কাছে |
    #hotelinkolkata #কোলকাতাসস্তাহোটেল #marquisstreet #beautifulkolkata
    হোটেল বেস্ট ইন ১৯৩২
    H963+VG7, 6A, S N Benerjee Road, New Market Area, Dharmatala, Taltala, Kolkata, West Bengal 700087, ভারত•+91 89610 56650
    হোটেল আফসা ১৯৭৬
    22, Marquis St, New Market Area, Janbazar, Taltala, Kolkata, West Bengal 700016, ভারত•+91 98315 55837
    থে প্রিমিয়ার ইন ১১৬৭
    9, Ripon St, Esplanade, Taltala, Kolkata, West Bengal 700016, ভারত•+91 90510 78699
    Park Palace Hotel ১২৬০
    49/2, Gariahat Road, Kolkata
    DIAMOND PLAZA ১৯৭৮
    5, DIAMOND PLAZA, GOPI BOSE LANE, BOWBAZAR, Kolkata, West Bengal, 700012
    কলকাতাতে যারা যাবে তাদের প্রথম চিন্তা, কোথায় থাকবেন ।
    তাইনা বন্ধুরা? অনেক সমাধান। কোন চিন্তার কারণ নেই।
    সব হোটেলেই ভালো। অল্প টাকায় কিংবা কম বাজেটে ভালো মানের হোটেল পেয়ে যাবেন
    ভিডিওটি দেখতে থাকুন নাম্বার লোকেশন সহ কয়েকটি হোটেলের ঠিকানা বলে দিব
    সেই সাথে একটু দূরে কোথাও থাকলে কম টাকায় ইন্টারন্যাশনাল মানের ভালো হোটেল পাবেন তাও বলে দিচ্ছি
    তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করি
    যদি আপনি ঢাকা থেকে হোটেল বুকিং দিয়ে যান তাও পারেন
    আর যদি কলকাতা গিয়ে ঠিক করেন কোন সমস্যা নাই
    কলকাতা গিয়ে সরাসরি হোটেল দেখে ঠিক করলে ভাড়া কিছুটা কম পড়বে
    বাংলাদেশ থেকে কলকাতার যেখানেই বাস/রেল/ কিংবা বিমান থেকে নামেন
    প্রথমে নিউমার্কেটে আসবেন
    আর যাদের হোটেল অনলাইনে বুকিং আছে তারা তাদের হোটেলে চলে যাবেন ।
    নিউমার্কেট একটা ভাইটাল পয়েন্ট
    আমরা সাধারণত নিউমার্কেটের কাছাকাছি থাকতে পছন্দ করি
    কেননা কেনাকাটার জন্য নিউমার্কে সময় বেশি ব্যয় হয়
    মার্কুইস স্ট্রিট এটা নিউমার্কেট এরিয়ার মধ্যে
    এখানে থাকার প্রধান জায়গা বলে ধরা হয়
    আপনি এখানে থাকলে বাংলাদেশের অনেক পরিচিত লোক দেখতে পারবেন
    আপনি এ জাগাতে হোটেল ভাড়া নিতে পারেন
    আমরা থেকে ছিলাম নিউমার্কেটের আরো কাছে হাঁটার দূরত্ব
    মার্কোসিস্টিক নিউমার্কেটের থেকে একটু দূরেই
    যদিও নিউ মার্কেট এরিয়ার মধ্যে পড়েছে
    আমরা ছিলাম -রাজ গেস্ট হাউসে- হোটেল মোবাইল নাম্বার ৯৮৩০৬২২৬৪৭
    টোটি লেন কলকাতা - ৭০০০১৬ এখানে ঠিকানা দিয়ে দেওয়া হল
    এই হোটেলের ভাড়া তুলনামূলক কম
    ১২০০ টাকায় এসি রুম তিনজন অ্যাডাল্ট একজন বাচ্চা
    ডাবল বেড ছিল ১টি আর ১টি সিঙ্গেল। পরের দিন অন্য আরেকটা ডাবল বেডের রুম নেই এতে ভাড়া পড়েছে এক হাজার টাকা
    কোন ট্যাগ ছিলনা সার্ভিস চার্জ ছিলনা
    বেশ পরিষ্কার-পরিচ্ছন্ন ছিল রুম
    আপনারা যদি এসি রুম না নেন তবে ভাড়া আরো কম পড়বে
    ৭০০ থেকে ৮০০ টাকা, তবে সিজনে ভাড়া একটু বাড়ে কমে
    এখানে নিউমার্কেট এরিয়ার কিছু হোটেলের ভাড়া, নাম ও ঠিকানা সহ উল্লেখ করা হলো
    সল্টলেক এর কিছু হোটেলের নাম উল্লেখ করা হলো
    এছাড়া আরো কিছু হোটেল এর নাম উল্লেখ করা হলো
    আপনি যদি সিঙ্গেল হন অথবা আপনারা যদি গ্রুপ টুর দেন
    ফ্যামিলি ছাড়া
    তবে দমদমে হোটেল ভাড়া নিতে পারেন
    নিউমার্কেট থেকে দূরে কিন্তু মেট্রোরেল সার্ভিস থাকায় অনেক কাছে মনে হবে
    দমদম এরিয়ায় ৪০০ থেকে ৬০০ টাকার মধ্যে ভালো হোটেল পাবেন
    যদি আপনি দমদমের কোন হোটেলে থাকেন তবে হোটেল থেকে বেরিয়ে মেট্রোরেল স্টেশনে যাবেন 10 টাকা ভাড়া দিয়ে ১৫ মিনিটের মধ্যে আপনি নিউমার্কেটের নেমে যেতে পারেন
    নিউমার্কেট থেকে দমদম এর হোটেলে যাওয়া-আসা ত্রিশ থেকে 40 টাকা খরচ হতে পারে
    যে কারণে আপনার হোটেল ভাড়া অনেক বেঁচে যাবে
    সময় বেশি লাগবে না
    শুধু যাতায়াতে একটু কষ্ট হবে এই কষ্টটুকু মেনে নিলে আপনার হোটেল খরচ বেঁচে যাবে
    এছাড়া সল্টলেক, মুকুন্দপুর, বড়বাজার কম টাকায় হোটেল পাবেন
    তবে সল্টলেক ও মুকুন্দপুর থেকে মেট্রোরেল পাবেন না
    বাসে ভাড়া ও সময় বেশি লাগবে
    ফ্যামিলি হলে আমার পরামর্শ, নিউমার্কেট এরিয়ায় কাছাকাছি হোটেলে থাকুন । রুম কম বাজেটে পাবেন
    অথবা মার্কুইসস্ট্রিট থাকতে পারেন
    গ্রুপে থাকলে বা সিঙ্গেল থাকলে দমদমে থাকুন
    রাতে গিয়ে ঘুমাবেন আর সকালে উঠে মেট্রোতে করে বেরিয়ে পড়ুন
    আর চলে আসেন নিউমার্কেট এবং আপনার প্লান অনুযায়ী ঘুরুন
    এবং রাত আটটা থেকে নয়টার মধ্যে মেট্রোট্রেন ধরে দমদমে চলে আসুন
    এখন সিদ্ধান্ত আপনার
    বন্ধুরা আমি স্টাডি করে ভিডিওটি বানিয়েছি এবং practically আমার অভিজ্ঞতা শেয়ার করলাম
    আমি ২০১৭ সালে ইউথ হোস্টেলে দমদমে ৩০০ টাকায় ভাড়ায় থাকতাম
    এটা ইন্টারন্যাশনাল মানের হোটেল অনেকটা বাসা বাড়ির মতন
    আমরা চারজন সকালে বেরিয়ে পড়তাম সারাদিন ঘুরে রাত দশটার মধ্যে ফিরে আসতাম হোটেলে শুধু ঘুমানোর জন্য
    আমরা ৭ দিন ছিলাম
    আমার ভাড়া শেয়ারে পড়েছে ২১০০ রুপি যা কলকাতায় থাকলে পাঁচ হাজার টাকার মতন শেয়ারে হয়তো লাগতো
    একটা কথা মনে রাখবেন দমদম মেট্রোরেল এর লাস্টস্টপ
    তো বন্ধুরা এই হল কলকাতায় গিয়ে আপনি কোথায় থাকবেন তার বিস্তারিত
    এবার সিদ্ধান্ত নিবেন কোন হোটেলে থাকবেন অথবা কোথায় থাকবেন
    অবশ্যই মনে করি আপনার যেখানে সুবিধা হবে সেখানে থাকবেন
    আমার পরামর্শ যদি আপনার ডাক্তার দেখাতে যান তবে হাসপাতাল অনুযায়ী তার কাছাকাছি হোটেল নিন
    তাহলে ভাড়া কমেই পড়বে
    শুধু কলকাতায় নিউমার্কেট এরিয়ায় ভাড়া বেশি হয়ে থাকে
    যেমন মুকুন্দপুর বা সল্টলেক এসব জায়গায় কম ভাড়ায় হোটেল পেয়ে যাবেন
    ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ
    বন্ধুরা আমি আরো ভালো যাতে ভিডিও দিতে পারি তার পরামর্শ দেয়ার অনুরোধ থাকলো
    আর সেই সাথে কোন কিছু বলার থাকলে জানার থাকলে কমেন্টস বক্সে লেখার অনুরোধ থাকলো
    ধন্যবাদ এত বড় লম্বা একটি ভিডিও দেখার জন্য
    সাবস্ক্রাইব করে পাশে থাকুন যেন আপনাদের সেবা দিতে পারি
    ধন্যবাদ
    Himalayan Inn Guest House - Near TCS Gitobitan ১০০০ +৩৪২ ট্যাক্স
    Facebook Link : / maturam
    My Another Channel : / @charukolabd

Комментарии • 185

  • @BabliBhattacharjee5
    @BabliBhattacharjee5 5 месяцев назад +4

    কলকাতা নিউ মার্কেট এর পাশে রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে,অই রকম হোটেল... Under (700rupes)

    • @touristporibar11
      @touristporibar11  5 месяцев назад +2

      এটা আমার জানা নেই । জানতে হবে তারপর বলা যাবে । ধন্যবাদ দাদা

  • @mirmosharof9011
    @mirmosharof9011 5 месяцев назад +2

    ধন্যবাদ আপনাকে সুন্দর করে বুঝিয়ে বলার জন্য।

    • @touristporibar11
      @touristporibar11  5 месяцев назад +1

      দাদা অনেক ধন্যবাদ । আশির্বাদ করবেন।

  • @bikashroy5547
    @bikashroy5547 8 месяцев назад +2

    😮Very helpful information. Many many thanks.

  • @jamiyasultana9665
    @jamiyasultana9665 4 месяца назад +2

    Donnobad,ato gurutto purno tottho deowar jonno...

  • @dhananjoydas9966
    @dhananjoydas9966 8 месяцев назад +2

    thank you. Appreciated

    • @touristporibar11
      @touristporibar11  8 месяцев назад +1

      দাদা আপনাকে অনেক ধন্যবাদ

  • @alifhossain22
    @alifhossain22 4 месяца назад +3

    আমি কোন ভিডিও তে কমেন্ট করি না তবে ভিডিও টা সুন্দর ছিলো বলতেই হবে ❤❤❤

  • @raselrahi3220
    @raselrahi3220 11 месяцев назад +2

    SALUTE for ur GREAT job

  • @bikashsarkarvlogs4789
    @bikashsarkarvlogs4789 9 месяцев назад +2

    অনেক সুন্দর ভিডিও বানিয়েছেন!!

  • @suchitramajumder2248
    @suchitramajumder2248 10 месяцев назад +2

    খুব দরকারি ভিডিও।

  • @user-fv2si3hj7d
    @user-fv2si3hj7d 11 дней назад +1

    আপনার ভক্ত হয়ে গেলাম ভাই

    • @touristporibar11
      @touristporibar11  11 дней назад

      অনেক অনেক ধন্যবাদ দাদা

  • @debabrataroy7647
    @debabrataroy7647 11 месяцев назад +4

    It is good sagation

  • @syedmahabubullah5153
    @syedmahabubullah5153 10 месяцев назад +2

    ধন্যবাদ

  • @ArishaArfan-Official1518
    @ArishaArfan-Official1518 21 день назад +2

    আচ্ছা দমদমে থাকলে মেট্রোতে আসা যাওয়া করবো কিন্তু কেনাকাটা করে মেট্রোতে নিয়ে কি হোটেলে যাওয়া যাবে যেহেতু কলকাতায় মানুষ ঘুরতে এবং চিকিৎসার জন্য যায় পাশাপাশি আসার সময় অনেক কেনাকাটা করে দমদমে থাকলে একা চলাফেরা সুবিধাজনক কিন্তু কেনাকাটা করে নিয়ে হোটেলে রেখে সেগুলো নিয়ে আসাটাও একটা ঝামেলা আবার মেট্রোরেল মালামাল বহন করতে দেয় কিনা বিষয়টা ভেবে একটু জানান প্লিজ

    • @touristporibar11
      @touristporibar11  21 день назад +1

      আমরা তো তাই করি। আমরা দমদমে থেকে ছিলাম ইয়ুথ হোস্টেলে প্রতিদিন মার্কেট করতাম হোটেলে রেখে দিতাম, এভাবে আমরা তিনদিন থেকে ছিলাম, আর মেট্রোতে কেনই বা আনতে দেবে না আপনি মার্কেট করে আপনার মতন করে আসবেন, আপনার কাছে লাগেজ থাকবে, ব্যাগ থাকবে এটা কোন প্রবলেম না ভাই। ধন্যবাদ

  • @mdasad-bb2sr
    @mdasad-bb2sr 25 дней назад +2

    ভাই আমি সাতক্ষীরার ভোমরা বর্ডার দিয়ে পার হতে চাই প্রথমে কোন শহর পড়বে এবং কোথায় থাকা যাবে দয়া করে জানাবেন ???

    • @touristporibar11
      @touristporibar11  25 дней назад +1

      আমি আসলে ভোমরা বর্ডার দিয়ে যাইনি। ভোমরা তলা হলো আমাদের এপারের বর্ডার আর ওপার হলো ঘোজাডাঙ্গা। যা পুরাতন সাতক্ষীরা রোড ধরে আপনাকে বাসে করে চলে যেতে হবে দমদম বা কলকাতা। আপনি বাসে করে যেতে পারেন।

  • @Lakuy-d8p
    @Lakuy-d8p 19 дней назад +2

    খুব সুন্দর

  • @user-ej9dd3sw7h
    @user-ej9dd3sw7h 11 месяцев назад +2

    Thanks

  • @hridoytea-sul32
    @hridoytea-sul32 8 месяцев назад +1

    All over সুন্দর ❤

    • @touristporibar11
      @touristporibar11  8 месяцев назад +1

      অনেক ধন্যবাদ ভাইয়া

  • @snehansugupta8409
    @snehansugupta8409 5 месяцев назад +2

    গুড মর্নিং 🙋

  • @nazmulalom5303
    @nazmulalom5303 8 месяцев назад +12

    শিয়ালদা স্টেশনের নিকটে জগৎ সিনেমা হলের পাশে একটি হোটেল আছে হোটেলটি ভালো এবং রেটও কম হোটেলটির নাম বসুন্ধরা গেস্ট হাউজ । আমি জানুয়ারি মাসে গেছিলাম নন এসি 700 থেকে 750 রুপি ভাড়া ।

    • @touristporibar11
      @touristporibar11  8 месяцев назад +3

      অনেক ধন্যবাদ। আপনি কি আমার ফেসবুক মেসেঞ্জারে কিছু ছবি দিতে পারবেন ওই হোটেলের। ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক লিংক দেওয়া আছে

    • @royscreation6921
      @royscreation6921 7 месяцев назад +2

      বাংলাদেশী থাকতে দেবে?

    • @touristporibar11
      @touristporibar11  7 месяцев назад +1

      @@royscreation6921 তারা দিবে ব্যবসায়ীক প্রয়োজনে আর আমরাও থাকব টাকা দিয়ে সো সমস্যা নাই। তবে হৃদয়ে ফাঁক থাকবে দু পক্ষের

    • @abhisekmondal5932
      @abhisekmondal5932 6 месяцев назад +1

      ​@@royscreation6921keno bhai, onek hotel a foreigners allow thake na bcoz passport permission sob hotel ar kache dey na govt.

    • @ujjwalmandal4888
      @ujjwalmandal4888 6 месяцев назад

      @@royscreation6921 kolkatay indian institute of liver and digestive science hospital er pashe amar bari daily 500 takay vara debo. Medical treatment er jonno asle jogajog korben amar sathe, ami aponake guide kore debo.

  • @MDAmirItaly1989
    @MDAmirItaly1989 4 месяца назад +3

    দমদম হোটেলের নাম্বার দিবেন প্লিজ,ধন্যবাদ

  • @tapassaha9438
    @tapassaha9438 2 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤

  • @T-ci7cj
    @T-ci7cj 23 дня назад +2

    Vai apni jei room e chilen oitar locution ta den

    • @touristporibar11
      @touristporibar11  23 дня назад +1

      টটি লেন নিউমার্কেট।

  • @parualam42
    @parualam42 11 месяцев назад +3

    খুব সুন্দর করে দেখিয়েছেন।👌👌👌
    আপনারা যে হোটেলে ছিলেন সেটার বিস্তারিত জানতে চাই।😊😊

    • @touristporibar11
      @touristporibar11  11 месяцев назад +1

      Vedio te akta card deyechi sekhane thikana ache. Okhane number ache.

    • @user-zc3kr4os6c
      @user-zc3kr4os6c 8 месяцев назад +2

      ​@@touristporibar11bhai security kmn?

    • @touristporibar11
      @touristporibar11  8 месяцев назад +1

      এখানে তো কোন সমস্যা দেখছিনা। শহরে খুবেই ভালো সিকিউরিটি।

  • @tapassaha9438
    @tapassaha9438 7 месяцев назад +2

    Dumdum. Kothay ❤❤❤❤

  • @user-wo7sd7hl6v
    @user-wo7sd7hl6v 10 месяцев назад +2

    ভাই সবকিছু বুঝতে পারছি কিন্তু ইমিগ্রেশনের মধ্যে কোন হোটেলে যাবেন আপনি বাংলাতে জানায় দেন যে নিউমার্কেট লোক নাম্বার কত তাহলে আমার কাছে ভালো হতো

  • @advfaisal7878
    @advfaisal7878 9 месяцев назад +2

    কলকাতা এ্যাপোলো হাসপাতালের কাছর কোন থাকার হোটেলের ভিডিও দেখতে চাই।

    • @touristporibar11
      @touristporibar11  8 месяцев назад +1

      আচ্ছা আমি একটু স্টাডি করে নেই তারপর বলে দিচ্ছি হ্যাঁ

  • @minhajhossen2648
    @minhajhossen2648 10 месяцев назад +2

    Vhaia ami eden garden e world cup er khela dhekte jabo. 600 rupi er moddhe val hotel er nam bolen.

    • @touristporibar11
      @touristporibar11  10 месяцев назад +1

      আমি যে হোটেলে ছিলাম ওখানেও থাকতে পারেন, ৬০০ টাকা পেয়ে যাবেন নন এসি

  • @user-wo7sd7hl6v
    @user-wo7sd7hl6v 10 месяцев назад +2

    ভাই নিউমার্কেট কত বাংলাতে বলে দিতেন তাহলে ভালো হতো চেকপোষ্টে আমরা কি হয়রানি করে রোড নাম্বার নিয়ে

    • @touristporibar11
      @touristporibar11  10 месяцев назад +1

      আমাদের সাথে এমনটি ঘটেনি তাই বলতে পারব না। বাংলা কনভার্ট করলে খুব বেশি একটা বাড়ে না ১০০ টাকায় হয়তো 20- 25 টাকা বাড়ে

  • @Ayan.578
    @Ayan.578 7 месяцев назад +3

    একজনের ভাডা কত

  • @k-senterprise9509
    @k-senterprise9509 8 месяцев назад +1

    Raj guest house এ ছাড়পোকা আছে ভাই নাকি ছাড় পোকা মুক্ত?????

    • @touristporibar11
      @touristporibar11  8 месяцев назад

      কলকাতার কোন হোটেলে আমি ছাড়পোকা, নোংরা না। সাইনবোর্ডটা সামনে হয়তো তার এলোমেলো রয়েছে, ভিতরে বেশ ভালো।

  • @mderfanalli8846
    @mderfanalli8846 4 месяца назад +1

    Bhaya Couple niye thaka jay naki janaben plz

    • @touristporibar11
      @touristporibar11  4 месяца назад +1

      অবশ্যই যায়। কেন যাবেনা

  • @sharminrahman1207
    @sharminrahman1207 10 месяцев назад +2

    দমদমের হোটেল নিয়ে একটা ভিডিও দিতেম যদি

    • @touristporibar11
      @touristporibar11  10 месяцев назад +1

      domdom ami akta hotele chilam `youth hostel` khubei valo international maner . khub sosta . akhon dujon 700tk. thakte pare.

    • @mirmosharof9011
      @mirmosharof9011 5 месяцев назад

      ৃআমি কলকাতায় বেশ কদিন থাকব, আপনি যে হোটেলের কথা বললেন সেখানে চারজন আমার ফ্যামেলি সহ কি ৭০০ রুপির মধ্যে পাওয়া যাবে ​@@touristporibar11

  • @tarequeaziz2501
    @tarequeaziz2501 7 месяцев назад +2

    Bhai Dom Dom er kicu low cost e valo hotel er address dile help hoto

    • @touristporibar11
      @touristporibar11  7 месяцев назад

      Asole domdom ami akti valo International maner hotele chilam, jar address mone nai, Hotel tir nam Youth Hostel, dekhi apnke janate pari kina

    • @tarequeaziz2501
      @tarequeaziz2501 7 месяцев назад

      @@touristporibar11 costing kemon lage chilo??

  • @princemahmud25
    @princemahmud25 11 месяцев назад +3

    back ground music valo hoy nai

  • @user-lp2ic9pp5i
    @user-lp2ic9pp5i День назад +1

    train theke neme domdom jete chaile taxi k ki bolbo? vara koto nebe?

    • @touristporibar11
      @touristporibar11  День назад

      আচ্ছা ! দম দম কি এয়ার পোর্ট ? নাকি শুধু দমদমে। এয়ার পোর্টহলে 400-500 টাকা নিবে। আর শুধু দমদম গেলে 250-350 টাকায় যাওয়া যাবে। তবে দম দমের বাস পাওয়া যায় হাওড়া ব্রিজের উপর থেকে । েএসি বাসে এয়ার পোর্ট যাওয়া যায় আর নন এসি বাসে শুধু দমদম। ধন্যবাদ দাদা

  • @user-on5ym5qb3x
    @user-on5ym5qb3x 11 месяцев назад

    ইমিগ্রেশন এর সময় ফরম ফিলাপে আমি এখান থেকে হোটেলের নাম দিতে পারব হোটেল বুকিং না করে কোন সমস্যা হবে না তো

    • @touristporibar11
      @touristporibar11  11 месяцев назад

      ভিসা অ্যাপ্লিকেশন করার সময়, হোটেলের নাম দিতে হয়, কোথায় থাকবেন তা তারা জানতে চায়, আপনি অনলাইনে দেখে যেকোনো একটা হোটেলের ঠিকানা দিয়ে দেবেন, এটা একটা ফর্মালিটি।

  • @MdHasan-kr3uj
    @MdHasan-kr3uj 5 месяцев назад +1

    বাংলাদেশিরা না গেলে কলকাতার পেট চলেনা সে জন্য এই ভিডিও

  • @user-gb1wm5vt2y
    @user-gb1wm5vt2y 2 месяца назад +2

    Newmarket a couple unmarried thakla bolban pls hotel

    • @touristporibar11
      @touristporibar11  2 месяца назад +1

      আমি তো এভাবে স্টাডি করিনি। তবে থাকতে তো অবশ্যই পারবেন। কেন কেউ তো থাকছে তাই না। পাসপোর্ট এর পরিচয় থাকতে হবে এটাই যথেষ্ট

  • @nazmulhasan3585
    @nazmulhasan3585 9 месяцев назад +2

    এসব হোটেল ভাড়া থেকে তোমার কমিশন কতো থাকবে দাদা?
    এতো সস্তা হোটেল পৃথিবীর আর কোথাও নেই 😁

    • @touristporibar11
      @touristporibar11  9 месяцев назад +4

      আমি লজ্জিত , দু:খিত । আমি তো এরকম ভাবিনি যে কমিশন নেয়া যায এভাবে। এতো হাই প্রফেশনাল হতে পারিনি। ভিডিও করতে আমার ভালো লাগে । তাছাড় বিদেশে কে কোথায় থাকবে তার ভিডিও দিলি মানুষের ‍উপকার হতে পারে তাই এই |ভিডিও। তবে তোমার কথা মন্দ নয় দেখা যাক।

    • @abhisekmondal5932
      @abhisekmondal5932 6 месяцев назад +3

      ​@@touristporibar11kichu manus thakbei apnake downgrade korar jonno..just ignore it

    • @touristporibar11
      @touristporibar11  6 месяцев назад +2

      @@abhisekmondal5932 Thanks dada vai

    • @touristporibar11
      @touristporibar11  4 месяца назад +1

      ধন্যবাদ আমার ভাই

  • @absmedia1999
    @absmedia1999 11 месяцев назад +1

    আমি হোটেল হিলসনে থাকি---ভারতে গেলেই।

    • @touristporibar11
      @touristporibar11  11 месяцев назад +1

      bahh!

    • @nourinsultana7123
      @nourinsultana7123 10 месяцев назад +2

      Rent koto

    • @touristporibar11
      @touristporibar11  10 месяцев назад +1

      @@nourinsultana7123 ভিডিওতে রেন্ট বলা আছে। তবুও বলছি নন এসি ৬০০ টাকায় ভালো হোটেল পাবেন । যত বেশি ভাড়া তত সুন্দর ও বড় রুম পাবেন ।

    • @minhajhossen2648
      @minhajhossen2648 10 месяцев назад +1

      Hilson er vara koto?

    • @mirmosharof9011
      @mirmosharof9011 5 месяцев назад +1

      হিলসনে ৪ জন এক সাথে থাকলে ভাড়া কত নিবে।

  • @kamrunnahar1173
    @kamrunnahar1173 7 месяцев назад +1

    আচ্ছা এটা কি নিউ মার্কেট টোটি ল্যান্ড রোড?

  • @ibloo9260
    @ibloo9260 5 месяцев назад +2

    অবস্থা দেখি গুলিস্তানের মোড়ে।

    • @touristporibar11
      @touristporibar11  5 месяцев назад +1

      অনেকটা। কেননা এটা পুরানো শহর

    • @touristporibar11
      @touristporibar11  5 месяцев назад +2

      আপনি সল্টলেকে থাকলে সেখানে গুলশানের চেয়েও ভালো। মনে হবে আমেরিকায় এসেছি। সেখানে থাকতে পারবেন সমস্যা নেই

  • @sabojamin
    @sabojamin 3 месяца назад +1

    ফ্যামিলি নিয়ে দমদমে থাকা যাবে?

  • @rings3516
    @rings3516 Месяц назад +1

    হাওড়া স্টেশনের পাশে কী কোনো হোটেল আছে

    • @touristporibar11
      @touristporibar11  Месяц назад

      আমার জানা নেই । তবে অবশ্যই আছে। আর আপনি চাইলে স্টেশনের ভীতর বসার জায়গা আছে যেখানে ফি লাগে ১০০ টাকা । চাইলে ওখানে রেস্ট নিতে পারেন । যদি ফ্যামিলি থাকে তবে হিসাব আলাাদা । তবে নিউ মার্কেট থেকে হাওরা আসতে বাসে টাকা লাগে ১০ থেকে ২০ টাকা। হাওয়ারার কাছাকাছি এপারে হোটেল পাবেন।

  • @bisuhk3568
    @bisuhk3568 8 месяцев назад +1

    আমার খুব হাসি পাচ্ছে লোকটার কথা শুনে। কথা শুনে মনে হচ্ছে লোকটা বাংলাদেশের নোয়াখালীতে বাড়ী। কিন্তু লোকটা অত্যান্ত গুছিয়ে কথা বলতে চেষ্টা করছে। কিন্তু নোয়াখালীর টানটা চলে আসছে বার বার।

    • @touristporibar11
      @touristporibar11  8 месяцев назад +1

      Barishaler tan not noakhali. thanks for comments.

    • @touristporibar11
      @touristporibar11  8 месяцев назад +3

      ভাই তোমার উপহাসকৃত হাসিটা আমার জীবনের পাথেয়। আমি গ্রামে মানুষ হয়েছি তাই ভাষাগত জটিলতা থাকবেই । বাট আমরা খাটি থাকার চেষ্টা করি কঠোর পরিশ্রম দেয়ার মাধ্যমে ঢাবি পড়ার সুযোগ পাই ।

    • @bisuhk3568
      @bisuhk3568 8 месяцев назад

      @@touristporibar11 খুব দু:খ পেয়েছি আপনার কথা শুনে। প্রথমে জানােই যে, আমার ব্যবহারে আপনি যে কষ্ট পেয়েছেন, তার জন্য আমি দু:খিত ও লজ্জিত এবং ক্ষমা প্রার্থী। ২য়ত জানাই যে, আমি আপনাকে উপহাস করে কথাগুলো বলিনি বা আমার এমন কোন ইচ্ছেও ছিল না। শুধুমাত্র আমাদের গ্রামের আঞ্চলিক টানটা আপনার মধ্যে আসছিল সেটাই বলার চেষ্টা করেছি। তাই মনে কষ্ট পেয়ে থাকলে আবার দু:খিত। আরে ভাই আমি নিজেও নোয়াখালীর ছেলে। আর আঞ্চলিক টান থাকাটা তো অপরাধের কিছু না। সব ভাষাই ইশ্বরের দান। যা হোক আমি এম.এ (ইংরেজী) সম্পূর্ণ করেছি 2009 সালে। ভালো থাকবেন।

    • @habib-rz6es
      @habib-rz6es 8 месяцев назад

      আসলে আমরা বাঙালিরা আজিব এক মানুষ। উনি হোটেলের তথ্য দিচ্ছেন এই ভিডিওর মাধ্যমে আর আপনি তার ভাষা নিয়ে পড়ে আছেন। আচ্ছা নোয়াখালী এবং বরিশালের ভাষা কি জঘন্যতম ভাষা! জঘন্য আসলে আপনার মন মানসিকতা। উনি যে ভাষাতে কথা বলেছে এটা হল তার মায়ের শেখানো ভাষা ডাকে মাতৃভাষা বলে আহাম্মক কোথাকার। আপনাদের মত জঘন্যতম মন মানসিকতার মানুষ যদি এই পৃথিবীতে না থাকতো তাহলে পৃথিবীটা বড়ই শান্তিপূর্ণ হতো। যাই হোক আমার বাড়ি আবার নোয়াখালী কিংবা বরিশালে না আমার বাসা কুষ্টিয়া এখন মনে হয় আপনি আবার আমার পেছনে লাগবেন 😂😂😂

    • @nirban5960
      @nirban5960 3 месяца назад

      হাসি পাবেই সারা জীবন হাসি ছাড়া আর কিছু পেলো না। জীবনে আর কিছু
      তাই হলো না। একটা মানুষ এতো যত্ন করে ব্যাখা করেছে নিজের মাতৃভাষায় সেটা নিয়ে গর্ব না করে হাসিটাই এলো যেমন তোকে জন্মাতে দেখে চারপাশে সবাই হেসেছিল যে একটা মানসিক ভারসাম্যহীন জন্ম দিয়েছে তোর মা

  • @user-je1ie7lh2u
    @user-je1ie7lh2u 10 месяцев назад +2

    ৫০০ ভিতরে দেখান

    • @touristporibar11
      @touristporibar11  10 месяцев назад +1

      দাদা একটু খোঁজাখুজি করলে পাওয়া যাবে। আর গ্রুপে থাকলে অনেক ভাড়া কম পড়বে। আপনারা যদি তিন জন হণ আর ১২০০ টাকার রুমে থাকেন। তবে একজনের ভাড়া করবে ৪০০ টাকা।

  • @arrakib2091
    @arrakib2091 11 месяцев назад

    vara ta ki rupi naki bd taka

    • @touristporibar11
      @touristporibar11  11 месяцев назад

      abossoi Rupi . kintu takar uchcharon kare sobai.

  • @dipakbandyo7962
    @dipakbandyo7962 Месяц назад +1

    Are u crazy telling such misinformation. You can not any decent place in Kolkata below Rs 3500

    • @touristporibar11
      @touristporibar11  Месяц назад

      বাস্তব সম্মত একটা ভিডিও দিয়েছি। বেশি টাকার হোটেলে যারা উঠবে তারা নেটের মাধ্যমে ঠিক করে নিবে। আমার টার্গেট ছিল বাজেট হোটেল । তাই চেষ্টা করেছি। ভুল বললে পরমর্শ দেয়ার অনুরোধ থাকল

  • @enamhoque1307
    @enamhoque1307 5 месяцев назад +1

    This guy must be an AL (Awmi Mislim Leagues) public. They waste our foreign currency.
    Don’t go to Calcutta - remember moody’s guy said they will eliminate Bangladeshi after India lost to Australia’s cricket team champions!!! Don’t go there and get abused by Calcutta people.

  • @AbdurRahman-xy1xo
    @AbdurRahman-xy1xo 11 месяцев назад

    ভাই ভারত ভ্রমনে সর্বোচ্চ কত ডলার এন্ডোস করা যায়?

    • @touristporibar11
      @touristporibar11  11 месяцев назад

      এটা তো চিন্তা করিনি । তবে দশ হাজার পয‍‍রন্ত পারবেন এটা নিশ্চিত। ধন্যবাদ

  • @raihanul9578
    @raihanul9578 9 месяцев назад +1

    স্যার আমি ডিসেম্বর মাসে কলকাতা এবং মুর্শিদাবাদ ভ্রমণ করতে ইচ্ছুক।
    আপনার থেকে কিছু পরামর্শ নেওয়ার কিছু আছে,
    আপনার সাথে কি কোনভাবে যোগাযোগ ব্যবস্থা রয়েছে,কাইন্ডলি জানাবেন।

    • @touristporibar11
      @touristporibar11  9 месяцев назад

      আমি এই মুহূর্তে কলকাতা অবস্থান করছি। কলকাতা এসে লালগোলা ধরে মুর্শিদাবাদ যাওয়া যাবে। অন্য গাড়িতেও যাওয়া যাবে তবে অন্য গাড়ি একটু ছ্লো চলে। ওখানে গিয়ে একটা গাড়ি নিতে হবে অটো। একদিনই সবজায়গা ঘুরতে পারবেন। হাজারদুয়ারি, লালবাক, মতিঝিল, কাঠগোলা, মীরজাফর দের ১১০০ কবরস্থান কবর স্থান

    • @touristporibar11
      @touristporibar11  9 месяцев назад

      ডেসক্রিপশনে আমার লিংক দেওয়া আছে ফেসবুক৷ ওখানে যোগাযোগ করে এসএমএস করতে পারো

    • @raihanul9578
      @raihanul9578 9 месяцев назад

      @@touristporibar11 thanks

    • @khairulanam4987
      @khairulanam4987 5 месяцев назад +1

      Morshidabad Jodi ghorte can Tobe apni Rajshahi Gudagari L/C station diye Cole Jan Morshidabad ghora hole than Kolkata Cole jan

    • @raihanul9578
      @raihanul9578 5 месяцев назад

      @@khairulanam4987 godagari ata bondho ache akhon

  • @user-gb1wm5vt2y
    @user-gb1wm5vt2y 2 месяца назад

    Unmarried couple dar Jon no Kolkata hotel bolun pls sir

    • @touristporibar11
      @touristporibar11  2 месяца назад

      ভালো একটা হোটেল দেখে উঠে পড়বেন। পাসপোর্ট এর ফটোকপি দিবেন তাহলে তার কোন সমস্যা নেই

  • @md.solaimanhossain5221
    @md.solaimanhossain5221 7 месяцев назад

    2/3 ta hotel e chilam..sob hotel charpoka diye vora

  • @SumonMolla-qn3vh
    @SumonMolla-qn3vh 2 месяца назад +1

    হোটেল ভাড়া বাংলা টাকায় না ইন্ডিয়ান টাকা

    • @touristporibar11
      @touristporibar11  2 месяца назад

      আসলে রুপিতে হবে।

  • @mdrahmatullah401
    @mdrahmatullah401 11 месяцев назад +2

    দাদা আপনাকে অনুরোধ করবো একটা ভিডিও করার জন্য বাংলাদেশ থেকে বেশি পরিমাণে লোক ওইখানে যায় হোটেল ভাড়া কেন দ্বিগুণ হয়ে যায় এখানে উনারা আমাদের সাথে যথেষ্ট খারাপ আচরণ করে এই ব্যাপারে আপনি একটা ভিডিও করেন নাই কেন আপনাদের এখানে নির্ধারণ করা উচিত যে হোটেলে বাঁড়া এত টাকা হবে হোটেলের এবং সেখানে একটা শার্ট থাকবে এবং সরকারি কর্তৃপক্ষের নির্দেশ থাকবে।

    • @touristporibar11
      @touristporibar11  11 месяцев назад +1

      একচুয়ালি কোন হোটেলে খারাপ ব্যবহার করছে সেটা তো আমি জানি না। আমি তিন-চারটা হোটেল ঘুরেছি আমার টাকা-পয়সার পোষায় নাই আমি অন্য হোটেল খুঁজেছি। রাজ হোটেলে একটু ছোট হোটেল ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন। এই হোটেলে এসি রুমে ডাবল বেড বারোশো টাকা আর আরেকটা ছোট রুম কিন্তু ডাবল বেট ১০০০ টাকা। । ওদের ব্যবহার একটু কাটখুট্টা। পুরা ইন্ডিয়ানদের ব্যবহারই কাটখুট্টা কিন্তু কাজটা ঠিক করে। আমাদের কাছে খারাপ মনে হলো কাজটা কিন্তু ঠিক করে যে ভাড়া বলবে সেই ভাড়ায় নেবে। তারপরও আপনার বিষয়টি আমার মনে থাকলো। আর টুরিস্ট প্লেসের জায়গায় সিজনালী ভাড়া কম বেশি হয়ে থাকে যেমন বন্ধের দিনে ভাড়া বেশি কোন অকেশন হলে তখন ভাড়াটা বেশি পড়ে শীতের সময় ভাড়া বেশি

  • @user-on5ym5qb3x
    @user-on5ym5qb3x 11 месяцев назад

    ভাইয়া আমার নতুন পাসপোর্ট হয়েছে ভিসা পেতে কতদিন লাগতে পারে

    • @touristporibar11
      @touristporibar11  11 месяцев назад

      ভাইয়া তাড়া তাড়ি এ্যাপলাই করো । আগে ২০ দিনে পাওয়া যেত এখন ৪০-৬০ দিন লাগে

    • @user-vu7rj2rq1z
      @user-vu7rj2rq1z 4 месяца назад

      প্রায় তিন মাস লাগবে

  • @tapassaha9438
    @tapassaha9438 7 месяцев назад +2

    Dumdum balo kore bolo

  • @mahiyangamingplayer8986
    @mahiyangamingplayer8986 Месяц назад +1

    ai sob hotel ki newmarket

  • @youtubevideos3061
    @youtubevideos3061 8 месяцев назад +1

    ছেলের যে চাহিদা সে টার ব্যাবস্থা কি ভাবে?

    • @touristporibar11
      @touristporibar11  8 месяцев назад

      বিষয়টা ক্লিয়ার করে বলেন, বুঝতে পারেনি

    • @youtubevideos3061
      @youtubevideos3061 8 месяцев назад

      @@touristporibar11 sex এর ব্যবস্থা আছে।

  • @user-on5ym5qb3x
    @user-on5ym5qb3x 11 месяцев назад

    ইমিগ্রেশন ফ্রম এ কি এই ঠিকানা দেওয়া যাবে এই মোবাইল নাম্বার দেওয়া যাবে কোন সমস্যা হবে না তো

    • @touristporibar11
      @touristporibar11  11 месяцев назад

      কোন সমস্যা নাই, অনলাইনের একটা হোটেলের ও সেই ঠিকানা লিখে দিবে মোবাইল নাম্বার সহ

  • @jamilarefin7722
    @jamilarefin7722 9 месяцев назад

    হোটেল গুলা সব কয়টায় ওয়াইফাই দেয়?

    • @touristporibar11
      @touristporibar11  9 месяцев назад

      এখন সব হোটেলেই ওয়াইফাই থাকে

  • @Ayan.578
    @Ayan.578 7 месяцев назад +1

    একজন থাকল ভাডা কত

  • @skjahanrobi6173
    @skjahanrobi6173 9 месяцев назад

    Apni ja rent ar kotha bolsen ata ki Rupee tay or bangla taka tay bolsen?

  • @user-es2mx1fe1s
    @user-es2mx1fe1s 11 месяцев назад

    Apnar facebook page nai

    • @touristporibar11
      @touristporibar11  11 месяцев назад

      পেজ আছে । আমি বেসিক্যালি আরটিস্ট তাই সে পেজ আর্ট রিলেটেড । তাই টু্্যরিস্ট পরিবারে লিংক দেই নি। আমার এফবি লিংক দেয়া আছে এস এম এস করতে পারেন। ধন্যবাদ

    • @user-es2mx1fe1s
      @user-es2mx1fe1s 11 месяцев назад

      @@touristporibar11 Apnar fb link ta den,,,

  • @tmnazmulhuda650
    @tmnazmulhuda650 6 месяцев назад

    কোন ব

  • @sakhinabegum5866
    @sakhinabegum5866 7 месяцев назад

    সিংগেল রুম আছে?

    • @sakhinabegum5866
      @sakhinabegum5866 7 месяцев назад +1

      সিংগেল রুম এর ভাড়া কত?

    • @touristporibar11
      @touristporibar11  7 месяцев назад +1

      800 tk. সামান্য কম বেশি হতে পারে। তবে আর অনেক হোটেল আছে ৬০০ টাকা। ৪০০টাকায় যেটা পাওয়া যায় তাতে বাদরুম এ্যাটাচ না।

  • @mehedihasanrony4060
    @mehedihasanrony4060 7 месяцев назад

    মোটেও ভালো না দাম অনেক বেশী ভুয়া রিভিও আমি ২মাস আগে এখানে রুমের জন্য গিয়েছিলাম।

    • @touristporibar11
      @touristporibar11  7 месяцев назад

      Kom rate a ar cheye valo kamne hoye bolun

    • @mehedihasanrony4060
      @mehedihasanrony4060 7 месяцев назад +1

      @@touristporibar11 আমরা দ্যা প্যালেস এ ছিলাম এর কাছেই শতগুন ভালো একই প্রাইজে

  • @TahminaAlam-uf3ed
    @TahminaAlam-uf3ed 8 месяцев назад +1

    Ki bisri ,worst place ekhane manush jay

    • @touristporibar11
      @touristporibar11  8 месяцев назад +1

      Ak samoye amrao boltam. Ahomika dekhatam...

  • @mahashin2741
    @mahashin2741 6 месяцев назад +2

    Boycott

  • @salimahmedsylhety8419
    @salimahmedsylhety8419 Месяц назад

    ভাই মোবাইল নাম্বারটা দেন

    • @touristporibar11
      @touristporibar11  3 дня назад

      ইদানিং ভিডিওগুলো দিচ্ছি সেই ভিডিওর ডিসক্রিপশনে মোবাইল নম্বর দেয়া আছে। ধন্যবাদ সেলিম ভাই।

  • @zabirshohag569
    @zabirshohag569 5 месяцев назад

    এখন বাংলাদেশিরা আর কলকাতা যায়না

  • @abulfazal2231
    @abulfazal2231 10 месяцев назад +2

    Thanks

    • @touristporibar11
      @touristporibar11  10 месяцев назад +1

      আপনাকেও ধন্যবাদ

  • @shaikhabdullahhussain8051
    @shaikhabdullahhussain8051 6 месяцев назад +2

    ধন্যবাদ