আশুতোষ সুজনের তিনঘন্ট পয়তাল্লিশ মিনিটের এই ধারাবাহিকটি বাংলা নাটকের মাইলফলক বলা যায়। নিম্নবিত্ত জীবনের সুখ দুঃখ, রাগ অভিমান সবকিছুর এত চমৎকার মিশেল খুব কম নাটকেই দেখা গেছে আজপর্যন্ত। বিজরী বরকতুল্লাহর দুর্দান্ত অভিনয়, হাসান মাসুদের ক্ল্যাসিক প্যাথেটিক লাইফ আর সোহেল খানের ঢাকাশহরের টিপিক্যাল বাড়িওয়ালা চরিত্র সহ প্রতিটা চরিত্র আপনার আশেপাশের। শুধু অভিনয় বললে ভুল হবে। আস্ত জীবন আর সমাজটাকে তুলে আনতে সফল হয়েছে গুণী নির্মাতা আশুতোষ সুজন। মাস্টারপিসের উদাহরণ টানলে সরাসরি ট্যাক্সিড্রাইভারের নাম নেওয়া যায়। অনেক শুভকামনা এই নাটকের সঙ্গে জড়িত সকলের জন্য। আর যাদের সৌভাগ্য হয়েছে অসাধারণ এই কাজ উপভোগ করার তাদের জন্য ভালোবাসা ❤
বাস্তব সম্মত একটি নাটক দেখে আমার খুব ভালো লেগেছে . সবাই ভালো অভিনয় করেছেন . হাসান ভাই সোহেল ভাই বিজয়ী বরকত উল্লাহ আরমান . ধন্যবাদ সবাইকে আল্লাহ্ হাফেজ
নাটকটি দেখেছিলাম ২০০৮ সালে, আজ থেকে প্রায় ১৪ বছর আগে। তখন বেশ ছোট ছিলাম, তাও এই নাটকটি দেখে প্রায় কেঁদেই দিয়েছিলাম। আজ হটাৎ নাটকটির কথা মনে পড়ল।নাটকটি যে এত দীর্ঘ্য তা আগে কল্পনা করতে পারি নাই। জানতাম নাটকের শেষে কি হবে, তাও আবার সম্পূর্ণ দেখলাম নাটকটি। ১৪ বছর পরও অনুভূতির কোনো পরিবর্তন হয়নি।
এই টাইপের নাটকটা যদি কলকাতার ডাইরেক্টর করতো তাহলে একটা নোংরামির সিন না দিয়ে পারতো না। একই বাসায় এক ব্যাচেলর ছেলে ও মহিলা। দেখানো হয়নি কোনো সেখানে নোংরামি। এদেশের নাটকগুলো আসলেই সেরা ও সামাজিক
নাটকটি বাস্তব জীবনের সাথে অনেক মিল রয়েছে। এবং শেষ দিকে এসে চোখের পানি ধরে রাখতে পারলাম না। অসম্ভব ধন্যবাদ হাসান মাহমুদ ভাই আপনাকে এতো সুন্দর অভিনয় করার জন্য ❤️❤️❤️
What's the name of the second song that sang at 3:01;30? I searched by four lines as it sang 'Bonobashi Dukkho Amar' but couldn’t find any clue. Can anyone help me?
আরমান আরমান আরমান এই নাটক আমাকে অনেক কিছু শিখালো। মানুষ মানুষের জন্য,মিথ্যা হল খনিকের সুখ, অভাবে সভাব নষ্ট, প্রেম নয় আসল ভালোবাসা হচ্ছে স্বামী স্ত্রীর ভালোবাসা মানুষ হিসেবে আল্লাহ তালা আমাদের কেন সৃষ্টি করেছেন আর আমরা কি করছি? আসুন আমরা সবাই আরমান হয়ে যায়🥺❤️
Moral of the Drama : 1. Manush er bipode manush-i kaje ashe. 2. Kono kichur dayitto neyar age chinta kore niyen pore ta bipod er karon hote pare. 3. Bipode matha thanda rakhte hoi. 4. Gorib er mon boro hoi.
অনেকদিন পর একটা ভালো নাটক দেখলাম। ধন্যবাদ জাকির ভাই ও তার বউ কে ।আরমান ভাই অসাধারণ ছেলে তার তুলনা করা যায় না। টেক্সি ড্রাইভার এর সংসার জীবন জীবন কেমন হয়। নাটক না দেখলে অনুভব করতে পারতাম না। ধন্যবাদ ধন্যবাদ প্রযোজক অন্যান্য শিল্পীদের।
ভাই আরমান নয়, বলেন আরমান এর মতো বড় ও ভালো মনমানসিকতা হয় এবং আরমান এর মতো যারা অসুস্থ আছে, আল্লাহ্ যেনো তাদেরকে সুস্থতা দান করে। আমীন!!! নাটকটা খুব ভালো লাগলো 😂♥️
32:35 .......তুমি খালি গায়ে আসছো কেন এখানে _ মাইনষে কি বলবে _ - বউ নাই আমার , আর মাইনষে কি বলবে মানে.... 😅😅😅😅 বেচারা হাসান ভাই সুন্দরী বউটাকে অসম্ভব ভালোবাসে 😁😁 .........হাসান ভাই যখন ভাবির সাথে ঝগড়া করে _ 🙏 ওরে মা থাম - থাম ....... আর মাছ ছুটে গেলে সাইজে একটু বড়ই হয় ....... হাছা কথা 🙄😜😜😜 হাসান ভাই আর ওনার বউয়ের অভিনয়ে যিনি আছেন মিষ্টিমুখ - মিষ্টি মেয়ে শেফালী ওনারা দুজনে'ই জাত অভিনেতা, অনবদ্য নিখাঁদ অভিনয় করে ...... সবাই অসাধারণ অভিনয় করছে , নাটকের পরিচালক সহ কলাকৌশলী সবাইকে অসংখ্য ধন্যবাদ " শেফালীর মত একটা মিষ্টি বউ কপালে থাকলে তারে অসম্ভব প্রচন্ড ভালোবাসতাম 😘😘😘😘😘😘😘
একটাই সংলাপ, "গাড়ি চালিয়ে ক্লান্ত হইছি,ঘুমাবো" কথা একগেয়েমি হলেও, নাটক টা অনবদ্য হয়েছে। সব সময়ই আমাদের দেশে অবাস্তব একটা নাটক বা সিনেমা তৈরি করা হয়, উপরতলার মানুষ দের নিয়ে। আর সেখানে থাকে বড়লোক বাপের একই মেয়ে আবার বউ ও থাকে না। যেখানে বাংলাদেশের লোকজন এর এক এক ডজন করে ছেলে মেয়ে। সেখানে নাটক বা সিনেমাতে দেখানো হয় একজন( হুমায়ুন আহমেদ এর নাটক ছাড়া) আর বড়লোক, সুট বুট ছাড়াও যে নাটক সিনেমা হয় এবং খুব ই সুন্দর হয় এটা তার উৎকৃষ্ট উদাহরন।
Ha ha.. Same funny thing happened to me when I was visiting Bangladesh. A driver was very keen to me during my 3 months stay. But my dad bought a car for that driver before we left. Hope he still thinking about us. 🤣🤣🤣🤣🤣
আসলেও নাটকটা এতো টাই ভালো লেগেছে যে সে ভাষা আমার কাছে নাই তবে এই টুকু বলতে পারি এই নাটকের লেখক পরিচালক এবং যারাই অভিনয় করেছেন সবার অভিনয় খুব ভালো হয়েছে সবাই কে অসংখ্য ধন্যবাদ
হাসান মাসুদ একজন দুর্ধর্ষ অভিনেতা ❤
দারিদ্রতা,কষ্ট,অভাব,ভালোবাসা,খুনসুটি,সবকিছু নিয়ে নাটকটা বাস্তবমুখি,দুই দিন দেখে শেষে অনেক কষ্ট পেলাম
আশুতোষ সুজনের তিনঘন্ট পয়তাল্লিশ মিনিটের এই ধারাবাহিকটি বাংলা নাটকের মাইলফলক বলা যায়। নিম্নবিত্ত জীবনের সুখ দুঃখ, রাগ অভিমান সবকিছুর এত চমৎকার মিশেল খুব কম নাটকেই দেখা গেছে আজপর্যন্ত।
বিজরী বরকতুল্লাহর দুর্দান্ত অভিনয়, হাসান মাসুদের ক্ল্যাসিক প্যাথেটিক লাইফ আর সোহেল খানের ঢাকাশহরের টিপিক্যাল বাড়িওয়ালা চরিত্র সহ প্রতিটা চরিত্র আপনার আশেপাশের। শুধু অভিনয় বললে ভুল হবে।
আস্ত জীবন আর সমাজটাকে তুলে আনতে সফল হয়েছে গুণী নির্মাতা আশুতোষ সুজন। মাস্টারপিসের উদাহরণ টানলে সরাসরি ট্যাক্সিড্রাইভারের নাম নেওয়া যায়।
অনেক শুভকামনা এই নাটকের সঙ্গে জড়িত সকলের জন্য। আর যাদের সৌভাগ্য হয়েছে অসাধারণ এই কাজ উপভোগ করার তাদের জন্য ভালোবাসা ❤
এই গুলা নাটক নয়, এই গুলা আমাদের ১৯৯০-২০০০ দশকের মধুমাখা স্মৃতি
লিখলেন কমেডি দেখাইলেন রিয়ালিস্টিক নাটক!
তবে যাই হোক এখানে ফুটে উঠেছে বাস্তব জীবনের গল্প❤️
জীবনে এই প্রথম একটা নাটক দেখলাম যেটা বাস্তবতার সাথে হান্ড্রেডেহান্ড্রেড মিল আছে
5v. B by
অসাধারণ , বাস্তব ভিত্তিক নাটক ধন্যবাদ সবাই কে।
@@md.shohelrana7186 l
হায়রে জীবন, এতটুকু জীবন নিয়ে আমরা এত যুদ্ধ করি,, অসমভব সুন্দর নাটক, বাস্তব জীবন তুলে ধরেছে.
শেষ দৃশ্যটা হৃদয়বিদারক
এমন নিখুঁত অভিনয় আর কখনো কেউ করতে পারবে না।
মুগ্ধ হয়ে গেলাম
নাটকটি দেখে ক্যারেক্টার গুলো কে সত্যি জীবন্ত মনে হচ্ছে.... হায়রে এত ন্যাচারাল acting. জাস্ট অসাধারণ অভিনয় 👌
এরকম অভিনয় বর্তমান যুগে কে করতে পারবে?
Qq
বাস্তব সম্মত একটি নাটক দেখে আমার খুব ভালো লেগেছে . সবাই ভালো অভিনয় করেছেন . হাসান ভাই সোহেল ভাই বিজয়ী বরকত উল্লাহ আরমান . ধন্যবাদ সবাইকে আল্লাহ্ হাফেজ
*2024 কেকে আছেন?*
11.11.2024, 21.40
16.11.24
20/11/2024
বাস্তব বড়ই কঠিন, নাটকটা দেখে অনেক কিছু শিখলাম। ধন্যবাদ পরিচালককে।
আহ, সেই সময়ের নাম্বার 1 আমার প্রিয় সেরা নাটক ছিল।
@@blackcat.c koto saler ei natok vai
@@mdnavid5985 এই নাটক টা বিএনপি যখন ক্ষমতায় ছিল তখনকার সময়ের এই নাটক, তখন এটা চ্যানেল ওয়ান এ প্রচারিত হত। আপনি কোথা থেকে বলছিলেন ভাই।
অসাধারন একটা নাটক 🌷🌷🌷একমত হলে লাইক দিয়ে যান 🌷🌷🌷
নাটকটি দেখেছিলাম ২০০৮ সালে, আজ থেকে প্রায় ১৪ বছর আগে। তখন বেশ ছোট ছিলাম, তাও এই নাটকটি দেখে প্রায় কেঁদেই দিয়েছিলাম। আজ হটাৎ নাটকটির কথা মনে পড়ল।নাটকটি যে এত দীর্ঘ্য তা আগে কল্পনা করতে পারি নাই। জানতাম নাটকের শেষে কি হবে, তাও আবার সম্পূর্ণ দেখলাম নাটকটি। ১৪ বছর পরও অনুভূতির কোনো পরিবর্তন হয়নি।
Atto purano natok..🙂
@@emotionalworld532 হ্যাঁ, অনেক পুরাতন নাটক। এই দৃশ্যটি খেয়াল করুন 1:01:45। নাটকটির শুটিং হয়তো ২০০৬ সালে হয়েছে।
I am watching this drama in 09/06/2023.
Alqppp0qaĺĺp0pppppp06ì
Im watching again in 31/8/2023 very nice drama
সোহেল খানের ছেলের অভিনয় দারুন ছিল
অাঞ্চলিক ভাষা ও মাতাল ছেলে।
kobir
সোহেল খান এক্কেরে ২৪ ক্যারেট সোনা। সেরা অভিনেতা
ঠিক বলেছেন ভালো অভিনেতা
হাসান ভাই একজন লিজেন্ড 😍😍😍😍😍
Hasan Bijori ????
এই টাইপের নাটকটা যদি কলকাতার ডাইরেক্টর করতো তাহলে একটা নোংরামির সিন না দিয়ে পারতো না। একই বাসায় এক ব্যাচেলর ছেলে ও মহিলা। দেখানো হয়নি কোনো সেখানে নোংরামি। এদেশের নাটকগুলো আসলেই সেরা ও সামাজিক
আরমান নামের ছেলেটার অভিনয় আমার মন কেড়েছে
খুবই সুন্দর অভিনয় করেছে ছেলেটা 😍
হাসান মাসুদ। কি অভিনয়টাই না করলো। outstanding performance. প্রত্যেকেই ভাল অভিনয় করছে।
এখন দেখলাম ২০২৪ শেষ এর দিকে ❤
রুচিশীল নাটক
নাটকটি বাস্তব জীবনের সাথে অনেক মিল রয়েছে। এবং শেষ দিকে এসে চোখের পানি ধরে রাখতে পারলাম না। অসম্ভব ধন্যবাদ হাসান মাহমুদ ভাই আপনাকে এতো সুন্দর অভিনয় করার জন্য ❤️❤️❤️
নাটকের শেষ টা অনেক কষ্টের।
নাটক টা দেখতেছিলাম হাসার জন্য কিন্তুু শেষে যে এতো কষ্টো পাবো।
এটিই একমাত্র নাটক যেটি দেখতে গিয়ে আমার কোনো চরিত্রকে অবাস্তব মনে হয় নি।
2020 সালে কে কে দেখতেছেন?.....
সত্যিকার অভিনয় কি তা এই পরিচালক হতে বর্তমান পরিচালক হতে শিখা উচিৎ।
Kotha sothik
mm m 😊
কি আর বলব নাটক টা এত ভালো লাগছে বলার ভাষা নাই আসলেও জীবন বড় কঠিন ধন্যবাদ পরিচালককে এত সুন্দর একটা নাটক উপহার দিবার জন্য##########
অনেক দিন পর রিয়েল অভিনয় নিয়ে একটা নাটক দেখলাম। খুবই ভাল লাগল । এক্কেবারে জিবন্ত অভিনয়
্প
টীব
ণ
Awesome
একমত
@@asifkingkhan1591 0
এক্কেবারে বাস্তব চিত্রটা ফুটে উঠেছে
লিটন গোমেজ ওয়াট এ ট্যালেন্ট। যেমন গান গায় তেমন অভিনয়। লাভ দিস ম্যান।
ঢাকা শহরের অলিগলিতে,হাজার হাজার কমর্জীবি মানুষের সোনার সংসারের পতিচ্ছবি এইটা।অনেক পছন্দর নাটকটি।
অনেক আগে এই নাটকটা ফ্যামিলির সবাই মিলে দেখতাম,কোন চ্যানেলে দিত ঠিক মনে নেই।
জীবন এক মহা সংঘর্ষ সেই সংঘর্ষে হেরেগেল ড্রাইভার জাকির ৷ জীবন যুদ্ধ এমন এক যুদ্ধ তার কাছে হেরেই যেতে হয় নিজেকে ৷
herei jete hoi?
jetar kono option nai?
অসাধারণ নাটক, আমি মনে করি গোটা বিশ্বে আমাদের দেশের মত এত সুন্দর নাটক কোন দেশ তৈরি করতে পারে না।
ব্লাক ডায়মন্ড - হাসান মাসুদ।
Right
নাটকের সংলাপ শেষের দিকের কাহিনী টি খুবই চমৎকার।
এমন কাহিনী বানানোর জন্য 👌👌
31:52 dowranota sei lagse vai
The best part of this drama is 2:19:51-2:22:37. This guy, Liton Gomez should have done a cover on this song--really well-sung indeed.
The song is called Ajob by the band The trap
khub e feel diye gan ta gaise cheleta.
Thanks! Was looking for this song name ❤️
bonobasi track ta kar kora
What's the name of the second song that sang at 3:01;30? I searched by four lines as it sang 'Bonobashi Dukkho Amar' but couldn’t find any clue. Can anyone help me?
আগের নাটক গুলো সত্যি অন্যরকম চিলো..? পরিচালক কে অনেক ধন্যবাদ
আরমান আরমান আরমান
এই নাটক আমাকে অনেক কিছু শিখালো। মানুষ মানুষের জন্য,মিথ্যা হল খনিকের সুখ, অভাবে সভাব নষ্ট,
প্রেম নয় আসল ভালোবাসা হচ্ছে স্বামী স্ত্রীর ভালোবাসা
মানুষ হিসেবে আল্লাহ তালা আমাদের কেন সৃষ্টি করেছেন আর আমরা কি করছি? আসুন আমরা সবাই আরমান হয়ে যায়🥺❤️
Moral of the Drama : 1. Manush er bipode manush-i kaje ashe.
2. Kono kichur dayitto neyar age chinta kore niyen pore ta bipod er karon hote pare.
3. Bipode matha thanda rakhte hoi.
4. Gorib er mon boro hoi.
2020 সাল এ কে কে দেখতেছেন
H I'm
সেই ছোটবেলা য় দেখছিলাম
এখন দেখতেছি
@@ayat_anaya4106 চলো আমরা ও সাজি
Ami daksi
নাটকটি অসাধারণ অসংখ্য বার দেখলাম অভিনেত্রী অভিনেতা গুলো সবাই ভালো ছিলো বিষেশ করে ব্যাকগ্রাউন্ড মিউজিক টা দারুণ ছিল
Bariwlar nesharu chele tar acting ta darun laglo... Natok a mintu naam.. Bhai mintu tui onek baro hobi... Keep going
বিজরি বরকতউল্লাহ😍😍😍
অসাধারণ একটা নাটক যেটা গর্ব করার মতো। সোহেল খান ও হাসান মাসুদের অভিনয় সহ সময় সেরা।
অনেকদিন পর একটা ভালো নাটক দেখলাম। ধন্যবাদ জাকির ভাই ও তার বউ কে ।আরমান ভাই অসাধারণ ছেলে তার তুলনা করা যায় না। টেক্সি ড্রাইভার এর সংসার জীবন জীবন কেমন হয়। নাটক না দেখলে অনুভব করতে পারতাম না। ধন্যবাদ ধন্যবাদ প্রযোজক অন্যান্য শিল্পীদের।
এত জীবন্ত অভিনয়।।।অসাধারণ
2040 সালের জন্য কমেন্ট করে গেলাম।
আজ ১৫,৯,২০২৪ইং
রাত ১০:৫৫
হাসান মাসুদ আর বিজরীর অভিনয় থেকে এখন কার শিল্পী দের অনেক কিছু শেখার আছে
অভিনেতা কাকে বলে তা এই নাটক দেখলেই বুজা যায় ❤
খুবই সুন্দর একটা টেলিফিল্ম অসংখ্য ধন্যবাদ পরিচালক কে এবং সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইলো খুবই ভালো লাগলো
এমন সুন্দর নাটক আমি জীবনে দেখেনি যা বাস্তবতাকেও হার মানায়।
বাপ পুতের ঝগড়াটা অসাধারণ হইছে আমিও এক সময় আব্বার লগে লেগেই থাকতাম
যার বাপ নাই সেই বুজে কি হারালাম
বাবা ছেলের ঝগড়াঝাটি,,,ভালবাসাটা প্রত্যেক পরিবারে থাকা দরকার।।
মিন্টুর অভিনয় ভালো ছিল। আরমানের অভিনয়টাও দারুন ছিল।
ট্যাক্সি ডাইভার প্যাসেনজারদের সাথে এতো খারাপ ব্যবহার করে। এটা তো খাপ খায় না।
নিন্মবিত্ত পারিবারিক খুব সুন্দর নাটক।
সত্যি অনেক ভালো লাগলো মন ছুঁয়ে গেলো। সেলুট জানায় অারমান ভাই ❤️
Unbelievable...
All r Professional actors 😍😍😍
After 3 years again ⏲⏲⏲⏱
অসাধারণ নাটক, এখন মনে হলো সংসার জিবন অনেক কঠিন।
নাটক এই ভাবে শেষ না করে ছিনতাই কারির গাড়ি দুর্ঘটনা ঘটাইয়া শেষ করিলে নাটকটি পরিপূর্ণতা পাইতো
@@aslambpc3756 qqqqqq
একটানা পুরোটা দেখলাম
ভালো লাগলো😍
অজান্তেই চোখে পানি চলে আসলো
মাসুদ ভাইয়ের অভিনয় দারুণ ধন্যবাদ
প্রত্যেক ঘরে ঘরে একটা করে আরমান জন্ম নিক। পোলাটা গরীব হলেও মনটা অনেক বড়।
ভাই আরমান নয়, বলেন আরমান এর মতো বড় ও ভালো মনমানসিকতা হয় এবং আরমান এর মতো যারা অসুস্থ আছে, আল্লাহ্ যেনো তাদেরকে সুস্থতা দান করে। আমীন!!! নাটকটা খুব ভালো লাগলো 😂♥️
32:35 .......তুমি খালি গায়ে আসছো কেন এখানে _ মাইনষে কি বলবে _ - বউ নাই আমার , আর মাইনষে কি বলবে মানে.... 😅😅😅😅 বেচারা হাসান ভাই সুন্দরী বউটাকে অসম্ভব ভালোবাসে 😁😁 .........হাসান ভাই যখন ভাবির সাথে ঝগড়া করে _ 🙏 ওরে মা থাম - থাম ....... আর মাছ ছুটে গেলে সাইজে একটু বড়ই হয় ....... হাছা কথা 🙄😜😜😜 হাসান ভাই আর ওনার বউয়ের অভিনয়ে যিনি আছেন মিষ্টিমুখ - মিষ্টি মেয়ে শেফালী ওনারা দুজনে'ই জাত অভিনেতা, অনবদ্য নিখাঁদ অভিনয় করে ...... সবাই অসাধারণ অভিনয় করছে , নাটকের পরিচালক সহ কলাকৌশলী সবাইকে অসংখ্য ধন্যবাদ "
শেফালীর মত একটা মিষ্টি বউ কপালে থাকলে তারে অসম্ভব প্রচন্ড ভালোবাসতাম 😘😘😘😘😘😘😘
He always doubts on her,thats not love
❤ 16:19
যত নাটক দেখছি। তার মধ্যে এইটা অন্যরকম ভালো লাগা।বাস্তব বড় কঠিন। ❤❤❤❤❤
ফ্যামেলির সবাই একসাথে এরকম নাটক দেখতাম এক সময়
এই নাটকটা ২০২৪ সালে দেখলাম আমার মতন কে কে দেখতেছেন এই নাটকটা
এই নাটক টা আমার জিবনের শেরা নাটক. এত নেচারেল প্রকৃতি যে মানুষের জিবন তেমনই নাটকের দৃশ্য. এই নাটকের শেষের মিলটা টা এমন না হলে আরও ভাল হত।
বাস্তব চিন্তাধারার নাটক ভিউজ এতো কম সত্যি রুচির দূর্ভীক্ষ😢
বাস্তবতার সাথে মিলে গেছে
একটাই সংলাপ, "গাড়ি চালিয়ে ক্লান্ত হইছি,ঘুমাবো" কথা একগেয়েমি হলেও, নাটক টা অনবদ্য হয়েছে।
সব সময়ই আমাদের দেশে অবাস্তব একটা নাটক বা সিনেমা তৈরি করা হয়, উপরতলার মানুষ দের নিয়ে।
আর সেখানে থাকে বড়লোক বাপের একই মেয়ে আবার বউ ও থাকে না।
যেখানে বাংলাদেশের লোকজন এর এক এক ডজন করে ছেলে মেয়ে।
সেখানে নাটক বা সিনেমাতে দেখানো হয় একজন( হুমায়ুন আহমেদ এর নাটক ছাড়া)
আর বড়লোক, সুট বুট ছাড়াও যে নাটক সিনেমা হয় এবং খুব ই সুন্দর হয় এটা তার উৎকৃষ্ট উদাহরন।
Where are all these talented actors now? That guy Arman and Mintu acted so natural and fantastic . Anybody knows their current situation?
Tell me your location!
He is a Real Estate businessman in United States now. He lives near my house in Texas
jai somoy ai natok hyse, tokon tui dyper porti re
@@blackened1031 what's his social media id?
@@blackened1031 where in tx? i live in frisco
হাসান মাসুদ খুব শক্তিশালী অভিনেতা ❤
এটাতো নাটক না, বাস্তব জীবন 👌
QQ
বিজুরী বরক তুল্লাহ, আমার অনেক পছন্দের এক অভিনেত্রী, ভিষন ভালে লাগে --বিজুরী-- কে♥♥♥
A real phenomenon has been described in this beautiful drama. I have learned a lot
বাস্তব কাহিনী খুব সুন্দর লাগলো।
পুরনো নাটক দেখার মজাই আলাদা
Ai tayper natok dekte vlo e large.....
খুবই সুন্দর নাটক ধন্যবাদ মাসুদ ভাই।
বাস্তব জীবনে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনায় মিশ্রিত গল্প নিয়ে নির্মিত সব কাহিনী।
ধন্যবাদ পরিচালকে জে বাস্তব রূপ তুলে দরছেন অনেক কিছু সিকলাম ও সেসটা
অনেক কস্ট কান্না চলে আসলো🌹🌺💐👍
অভিনয় কাহাকে বলে এই নাটকেই আছে ধন্যবাদ সকল শিল্পী কে
2:19:52 Songta osadharon silo
এই নাটকগুলা তুলনাহীন♥.......।পুরোনো নাটকগুলা আ'সলেই ভালো।এখনকার নাটকগুলা সব নষ্ট
যে যা-ই বলুক, বাস্তব জীবনের চিত্র খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।
এমন নাটক আর তৈরী হতে দেখি না...
হাসান মাসুদ বউকে মা বল্লো এমন ভুল কি করে করলো,এত সুন্দর একটা নাটক
Ha ha.. Same funny thing happened to me when I was visiting Bangladesh. A driver was very keen to me during my 3 months stay. But my dad bought a car for that driver before we left. Hope he still thinking about us. 🤣🤣🤣🤣🤣
Still I m waiting for you darling. You looks stunning girl.
Apni ekhon kothay
Which country you from
ishrat shreen Rahman না
ok i waiting for you from Bangladesh
অসাধারণ , সংলাপ ............... না জামাই তোমাকে আমি অনেক আদর করবো.... 😁😁😁
বেচেলার যে ছেলে গুলা প্রেম করে বিয়ে করে ঢাকা গিয়ে ছোট্ট একটি সংসার করতে চাই তাদের এই নাটক টা দেখা দরকার । জীবন এত সহজ নয়
আমিও ভাই এপথে আছি! দুইপরিবারের কেউ মেনে নেয়না আমাদের সম্পর্ক। আমার জিএফ অনেক প্রেসার দিতাছে, আমি তাকে পালিয়ে ঢাকায় নিয়ে যেতাম!!
হাসিটা অনেক সুন্দর।।
নাটক টা সত্যিই অসাধারন খুব খুব ভালো লাগলো অনেক রাতে জেগে দেখলাম এরকম নাটক করলে সত্যিই দেখতে মনে চায়
আসলেও নাটকটা এতো টাই ভালো লেগেছে যে সে ভাষা আমার কাছে নাই তবে এই টুকু বলতে পারি এই নাটকের লেখক পরিচালক এবং যারাই অভিনয় করেছেন সবার অভিনয় খুব ভালো হয়েছে সবাই কে অসংখ্য ধন্যবাদ
অনেক দিন পর সুন্দর একটি নাটক দেখলাম এইটা তো নাটক না বাস্তব জীবন
অসাধারণ নাটক পুরাতন নাটক গুলো দেখলেই দেখতেই মন চায় অসাধারণ কাহিনী ❤
বাস্তব নাটক এইটাই বাসতি। অসাধারণ।
নাটকে বাংলাদেশ ❤️❤️❤️
বাস্তব বড়োই কঠিন এই দুনিয়ায় কেউ কারো নয়
শিক্ষণীয় নাটকগুলো খুব ভালো লাগে❤❤❤
স্যালুট আরমান
অসাধারণ নাটক।ধন্যবাদ সবাইকে।নিজের অজান্তেই চোখ দিয়ে পানি বের হল শেষ পর্যন্ত দেখে