চিন্তা করা যায় আরো ১৫ -১৬ বছর আগের ছবি কতটা সুন্দর ছিলো। সত্যি ই মোস্তফা সরোয়ার ফারুকী সাহেব একজন কিংবদন্তী লেখক ও পরিচালক। সত্যি কারের ব্যাচেলর পয়েন্ট এটাই। আর কাজল আরফিন অমির ব্যাচেলর পয়েন্ট তো রুচির দুর্ভিক্ষে ছেয়ে আছে।
কেউ আসলে কারো না,আমি রহিমের জন্য কাঁদবো, রহিম জরিনার জন্য কাঁদবে এমনটাই নিয়ম। চক্রাকারে ঘুরতে থাকবে। আর এই প্রেম জিনিসটাই হচ্ছে সমস্ত অশান্তির মূল। আমরা সবাই বুঝি কিন্তু মানতে পারি না। সাময়িক সুখের পেছনে ছুটে সারাজীবন দুঃখের ভার বহন করি।
অবশেষে দীর্ঘ ২২ বছর পর ছবিটি দেখলাম। ভালোই লাগলো। ব্যক্তি জীবনের কিছু রঙিন অথচ বিদঘুটে স্মৃতিও মনে পড়লো। আর সেই সময় শাবনুরের যে জনপ্রিয়তা এবং চাহিদা, সেই হিসেবে এই ছবিতে তার চরিত্রটি একটু ছোটই মনে হয়েছে। সবার অভিনয় ভালো লেগেছে। ফেরদৌসের চরিত্রকে যে কী বলা যায়, তা মুশকিল! সব মিলিয়ে ভালোই লেগেছে। মোস্তফা সারোয়ার ফারুকীর কাছ থেকে আরো ভালো ভালো ছবি আশা করছি।
কাউকে ভালো না লাগলে ইগনোর করুন, তাকে জাজ করার অধিকার আপনার নাই। দেখতে আসছে ব্যাচেলর মুভি সাফা কবিরের কথা আসবে কেনো এখনে..? কাউকে জাজ করতে যোগ্যতা লাগে, কোন যোগ্যতা জোরে সাফাকে জাজ করলেন..?? 😠😠
ব্যাচলর মানেই প্রতিটা মানুষের জীবনে এক একটা লুকানো প্রেমের গল্প।হাজার বছর বেঁচে থাকুক লুকানো ও না বলার ভালোবাসার গল্প।ও মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া ভালোবাসা হেরে যাওয়ার গল্প।
আমার খুব প্রিয় মুভি। কত বার দেখেছি হিসেব নেই। প্রথম দেখি ২০০৮/০৯ এ। আজ আবার দেখলাম USA থেকে। সেইদিন গুলো আর ফিরবে না! এই সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর / মিউজিক আমার খুব প্রিয়।
The moment you realise Aupee and Faisal’s relationship is from Farooki’s another masterpiece called “Choruivati” 😍😍😍 In that case that was kinda prequel of this movie...Marvellous...💙💙💙💙
@@somonnitaacharya4371 Yeah 😇 thing is the portrayal of campus life and afterwards... I don’t think any director could deliver with such perfection like farooki 💙
হুমায়ুন ফরিদী স্যারের প্রেম সংক্রান্ত অভিনব সব পদ্ধতি গুলো বেশ ভালো ছিলো। অপি করিম তার শ্রেষ্ঠ শিক্ষা পেয়েছে। মারজুক রাসেল অসাধারণ। সবার অভিনয় দারুন 👌👌👌 সর্ব পরি লিটনের ফ্ল্যাট টা মনে হয় অনেক নিরিবিলি
আগের মারজুক আর এখনকার মারজুক পুরাই তফাৎ! কই হারিয়ে গেছে আগের এসব প্রতিভা...নাকি আগের মত গল্প লেখক, আগের পরিচালক নেই বলে তাদের ব্যাবহার করা হচ্ছেনা..!! অপি করিম তো পুরাই 🌺
সব যুগেই কম বেশী ছিল।এখন মিডিয়া মোবাইলে র জন্য সবাই সবটা জানতে পারে।এই জেনারেসান কে শুধু দোষ দিয়ে লাভ।এই সিনেমায় দুজন বয়স্ক ছিল।তারাও তো অমনি করত। অসভ্যতা না করেও কাউকে কারো ভালো লাগতেই পারে।কিন্তু কারো সংসার ভেঙ্গে নয়।
What a casting..!!! Humayun faridi, hasan masud , rubel ,marzuk rassel, ferdous, shabnur, opi karim, joya ahsan, sumaiya shimu... All in one movie... 😳
শেষ ৪০ মিনিট পুরোটাই শাবনূরের দখলে ছিলো এবং ফাটিয়ে দিছে। যদিও তার মতো অভিনেত্রীর জন্য এইটা ছোট্ট ক্যারেক্টার, তবুও যেহেতু ব্যাচেলর মুভির নাম সেক্ষেত্রে সবারই কম বেশী গুরুত্ব থাকবে অর্থাৎ ক্যারেক্টারগুলো অনেকগুলো খন্ডে বিভক্ত থাকবে এটাই স্বাভাবিক।
এটাই আসল ব্যাচেলর।
যখন মুক্তি পায়, তখন অনেকেই এটাকে সেভাবে নিতে পারে নাই।
কিন্তু একটা মাস্টারপিস মুভি।
বাস্তবতার মিল আছে।
অভিসার সিনেমা হলে দেখেছিলাম
চিন্তা করা যায় আরো ১৫ -১৬ বছর আগের ছবি কতটা সুন্দর ছিলো। সত্যি ই মোস্তফা সরোয়ার ফারুকী সাহেব একজন কিংবদন্তী লেখক ও পরিচালক। সত্যি কারের ব্যাচেলর পয়েন্ট এটাই।
আর কাজল আরফিন অমির ব্যাচেলর পয়েন্ট তো রুচির দুর্ভিক্ষে ছেয়ে আছে।
❤
২০০৪ এর ছবি
লেখক আনিসুল হক
আহমেদ রুবেল ভাই এর মৃত্যুর পর
কে কে আমার মতো এই মুভিটা আবার দেখতে এসে ছেন।,,,09,,02,,2024,,,
Ami
10/02/2024
❤
❤
তুই তো কমেন্ট এডিট করছোস
সময়ের অনেক আগেই সিনেমাটি রিলিজ হয়েছে, তখনকার অনেক দর্শক ঠিকঠাক বুঝতেই পারেনি। Just awesome and realistic for this time.
Akdom thik bolsen akhon kar somoy hole ei telefilm viral hoto.
Akdom thik bolsen
চরম সত্যি কথা
এইটার সিডি-ডিভিডি-স্যাটেলাইট টিভি কভারেজ ছিলো তুঙ্গে, তখনকার অঢেল দর্শক দেখেছে।
তখন বাংলা মুভি মানে অশ্লিলতা।। এক শ্রেনির লোকদের হাতে
একেবারে বাস্তবধর্মী একটা মুভি।যা প্রতিটি ঘটনা জীবনের সাথে মিলে যাচ্ছে। এক কথা অসাধারণ।
Yeah outstanding
Mostofa Sarwar Farooki is a legendary Director. Love from Kolkata
হাসান ইজ দ্যা বেষ্ট।খুবই নাচ্যারাল অভিনয়।রাত জেগে গানের রেওয়াজ শেষে গলা ভাংগা কথা ভাল লাগলো
সবচেয়ে সুন্দর স্ট্রোরী মারজুক ভাইয়ের গল্পটা!!
এক না বলা ভালবাসা যা মেয়ের বিয়ে হওয়া সত্তেও একই ভাবে ভালবাসা!!😊
মারজুক ভাইর জীবনের একটা অংশ উঠে এসেছে এই ছবিতে।
Really ফারুকী ভাই বস। প্রথম দেখলাম। উনিতো সময় কে বেধে রাখলো এই টেলিফিল্ম দিয়ে। কতটা অ্যাডভান্স ছিল তার চিন্তাশক্তি।
কেউ আসলে কারো না,আমি রহিমের জন্য কাঁদবো, রহিম জরিনার জন্য কাঁদবে এমনটাই নিয়ম। চক্রাকারে ঘুরতে থাকবে। আর এই প্রেম জিনিসটাই হচ্ছে সমস্ত অশান্তির মূল। আমরা সবাই বুঝি কিন্তু মানতে পারি না। সাময়িক সুখের পেছনে ছুটে সারাজীবন দুঃখের ভার বহন করি।
Tikkk 1000%%%%
Tikkk 1000%%%%
আমার কাছে সবছেয়ে ভালো লাগে এই শহরের দেবদাস মারজুক রাসেল এর বিরহ অভিনয়গুলো।
প্রায় ১দশক পর মুভিটা ২য় বারের মত দেখা❤️
কি প্রানবন্ত অভিনয় লিজেন্ডস দের🥰
ঠিক বলেছেন
২০২৪ এসে যারা যারা মুভিটা দেখছেন লাইক দিয়ে প্রকাশ করুন!
২০২৪ এ এসেও যারা এই মুভিটা দেখছেন, তাদের রুচির প্রশংসা করতে হয়।
Wow
বলতে চাচ্ছেন আপনার রুচি ভালো???
কি অসাধারণ লাইফ পোট্রের্ট! এতো ভালো বাংলা মুভি আছে, ইউটিউব সাজেস্ট না করলে জানতামই নাহ। কি ক্লাসি অভিনয়, পরিচালনা! গুড ওল্ড বাংলা মুভি ডেইজ :')
শাবনূরের সংলাপ. তুমি মিল খুচ্ছো বলে মিল পাচ্ছো, বেশ লাগলো।
আজিজ এ বসে দেখছি। কত শত বসদের ছোঁয়া আছে এই বিল্ডিং এ। আজম খান,মারজুক রাসেল, হুমায়ন ফরিদী আরোও কত জন 💟
kothay eita?????
২০২৪ এ কে কে দেখেছেন। ফারুকি উপদেষ্টা হওয়ার পর।।
সেই ২০০৪ সালে রাজশাহী শহরের উৎসব সিনেমা হলে গিয়ে দেখেছিলাম৷ আজকে প্রায় ২০ বছর পরে আবারও ২০২৪ সালে দেখলাম৷ শুধু এতটুকুই বলবো অসাধারণ একটা মুভি৷
অপি করিম সত্যি সত্যিই একজন আর্কিটেক্ট ♥️♥️
11/09/2021 নতুন করে সুন্দর কিছু দেখা 👌
অবশেষে দীর্ঘ ২২ বছর পর ছবিটি দেখলাম। ভালোই লাগলো। ব্যক্তি জীবনের কিছু রঙিন অথচ বিদঘুটে স্মৃতিও মনে পড়লো।
আর সেই সময় শাবনুরের যে জনপ্রিয়তা এবং চাহিদা, সেই হিসেবে এই ছবিতে তার চরিত্রটি একটু ছোটই মনে হয়েছে।
সবার অভিনয় ভালো লেগেছে। ফেরদৌসের চরিত্রকে যে কী বলা যায়, তা মুশকিল!
সব মিলিয়ে ভালোই লেগেছে। মোস্তফা সারোয়ার ফারুকীর কাছ থেকে আরো ভালো ভালো ছবি আশা করছি।
আমিও
শাবনূরকে গল্প শোনানোর পরে গল্পে পরিবর্তন আনা হয় তাই শাবনূর ক্ষেপে যায়। তার চরিত্রের গুরুত্ব কমানোর কারণে সে ডাবিং করেনি।
২০০৪ সালের ছবি ২২ বছর হলো কেমনে ?
২০২২ এসে যারা যারা এই মুভি টি দেখেছেন তারা সবাই একটু হাজিরা দিয়ে যান
🖐️
আমি
আমি
✋✋✋
😁
লুচু রা শেষে ঠিক ধরা পড়ে,একজন কেই ভালোবেসে যেই শান্তি পাওয়া যায়,অন্য গুলোতে তা নয়,ফারুকি সাহেব এটাই বোঝায়ে দিছে। বস কে স্যালুট
But unak playboy kno bola hlo unito opi reject krar pr sbr sthe erkm krse taina🙄
Asol playgirl to opi
ফারুকীর মুভি সবাই হজম করতে পারে না। যারা করতে পারে তারা সবাই লিজেন্ড 💥💯
first time in history in bangla natok mixed with local languages
অবশ্যই তুমি পাবে,
যা চলে গেছে তার চেয়ে উত্তম কিছু।
- [ হযরত মুহাম্মদ (সাঃ) ] 🌹🌹🌹🌹
বানোয়াট কথা না বলে থাকলে উপরে উল্লেখিত হাদিসের অনলাইনে যাচাইযোগ্য রেফারেন্স দিন৷
হুমায়ুন ফরিদী লিজেন্ড। ❤
আপি করিম ছিলেন নায়িকা, এখন ইউটিউবের কল্যানে সাফা করিব এর মত মাইয়ারাও নায়িকা হয়ে যাচ্ছে!!!
সুবর্ণা মুস্তফা'কেই আমার বেশি ভাল লেগেছিল...তখন থেকেই অপি করিমকেও তুলনা করতে শুরু করেছি...😥
কাউকে ভালো না লাগলে ইগনোর করুন, তাকে জাজ করার অধিকার আপনার নাই। দেখতে আসছে ব্যাচেলর মুভি সাফা কবিরের কথা আসবে কেনো এখনে..? কাউকে জাজ করতে যোগ্যতা লাগে, কোন যোগ্যতা জোরে সাফাকে জাজ করলেন..?? 😠😠
@@ghajinisaiful7344 আহা রে ভাইটা 😰
@@Mahfuzurr_Rahman hahaha...... bhaitar khub kosto
Safa kobir nastik...faltu ekta meye
লকডাউন।কোয়ারান্টাইন এর সময় গুলা এই ধরনের পুরানো মুভি দেখেই কাটিয়ে দিতো হবে।❤
২০২৩ এসে যারা যারা এই মুভিটি দেখছেন তারা সবাই লাইক দিয়ে যাবেনঃ)
যখন রিলিজ হয়েছিল তখন দেখেছিলাম কিন্তু বয়সটা বেশি ছিল না বলে কিচ্ছু মনে নেই। আবার দেখছি।
28 December..almost 2024🎉
True realities of life.
ব্যাচলর মানেই প্রতিটা মানুষের জীবনে এক একটা লুকানো প্রেমের গল্প।হাজার বছর বেঁচে থাকুক লুকানো ও না বলার ভালোবাসার গল্প।ও মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া ভালোবাসা হেরে যাওয়ার গল্প।
one of the most iconic cinema for our generation!
classic!
nostalgic! ❤
মোস্তফা সরোয়ার ফারুকী মানেই শিক্ষনীয় একটি মুভি।
'যার কেউ নাই তার হাত আছে। ব্যাচেলরের হাত ছাড়া কিছুই নাই।'―
MarZuk Sha'r MaZar
আমার খুব প্রিয় মুভি। কত বার দেখেছি হিসেব নেই। প্রথম দেখি ২০০৮/০৯ এ। আজ আবার দেখলাম USA থেকে। সেইদিন গুলো আর ফিরবে না! এই সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর / মিউজিক আমার খুব প্রিয়।
আহমেদ রুবেল এর অভিনয়, ও মাই গড, এক কথায় অসাধারণ। হুমায়ুন ফরিদী স্যারকে খুব মিস করছি।
মারজুক রাসেল আসলেই অসাধারন ছিল,,তার লেখা গান জেমস আইয়ুব বাচ্চু সহ বড় বড় শিল্পীরা গেয়েছে,,,সে সত্যি ভালো অভিনেতা লেখক।
হুমায়ুন ফরিদী আর মারজুক ভাই থাকলে আর কিছু লাগেই না......❤️❤️
hasan masud ooo seraa
@@shoheltanvir2547 হ...
জী একদম ঠিক বলেছেন।
@@shoheltanvir2547,
p
Nice movies
*শাবনূর* 💝💝
ahmed rubel এর মৃত্যুর দিনে এই মুভিটা দেখতেছি আর খারাপ লাগতেছে, যতই রুবেলকে দেখতেছি আর বেশি মিস করতেছি....😥😥😥
ঠিক ভাই
Evergreen Cinema directed by maestro mostofa sarwar Farooqui 💚
The moment you realise Aupee and Faisal’s relationship is from Farooki’s another masterpiece called “Choruivati” 😍😍😍 In that case that was kinda prequel of this movie...Marvellous...💙💙💙💙
Missed Faisal here.
@@somonnitaacharya4371 Yeah 😇 thing is the portrayal of campus life and afterwards... I don’t think any director could deliver with such perfection like farooki 💙
Prequel na sequel
@@csachairman754 i said that telefilm was the prequel...and this movie is the sequel of that telefilm...
I watched "Choruivati" too. Loved it😍
হুমায়ুন ফরিদী স্যারের প্রেম সংক্রান্ত অভিনব সব পদ্ধতি গুলো বেশ ভালো ছিলো।
অপি করিম তার শ্রেষ্ঠ শিক্ষা পেয়েছে।
মারজুক রাসেল অসাধারণ।
সবার অভিনয় দারুন 👌👌👌
সর্ব পরি লিটনের ফ্ল্যাট টা মনে হয় অনেক নিরিবিলি
এটা দেখে কি কমেন্ট করবো বুঝতেছিলাম না
তবে অদ্ভূত সুন্দর লেগেছে
প্রতিটি ছেলে এটা উপভোগ করবে
ব্যাচেলর লাইফের শ্রেষ্ঠ ছবি।
ফারুকী ভাই মানেই অসাধারন কিছু
Joya ahsan marattok shundor chilo tokhon. missing faridi bhai the legend
2021 কে কে দেখছেন,,,
এখনো ভাল লাগে ❤️❤️
🥰🥰
Majhe Majhe Akhono Dekhi.....From USA 🇺🇸♥
@@sohanurrahman7258 from Singapore ❤️
০১-০৬-২১
@@habibamahbuba3950 ❤️
২০২০ এ এসেও আবার দেখতেছি 😊 অপি করিমের জন্য 😁
আমি এখন দেখতেছি❤
এখানে কোনো হাবু বলে কেউ আছে please বলেন
সার্চ দিতে দিতে হয়রান হয়ে গেলাম রে বাবা
অপি আপুর জন্য ভালোবাসা অবিরাম
@@sharmenaktar9605 ❤
হুমায়ুন ফরিদীর জরায়া ধরাটা অসাধারণ
হাসতে হাসতে পেট ব্যথা 1: 32 min
🤣🤣🤣🤣ho ho🤣🤣🤣
আমারো
এই জিনিসগুলো এত দ্রুত শেষ হয়ে যায় কেনো। আরো চলতো। আড়াই ঘন্টাতেই কেন শেষ হয়ে গেলো।
অসাধারণ যাস্ট। এত গুলি লিজেন্ডারি অ্যাক্টর একসাথে 💖💞
উফফফ 😍😍
"চড়ুইভাতি" - র 2nd part.. দারুণ সিনেমা
আগের মারজুক আর এখনকার মারজুক পুরাই তফাৎ!
কই হারিয়ে গেছে আগের এসব প্রতিভা...নাকি আগের মত গল্প লেখক, আগের পরিচালক নেই বলে তাদের ব্যাবহার করা হচ্ছেনা..!!
অপি করিম তো পুরাই 🌺
Watch again 2020. আজো সেই একি জিনিস মনে হলো.....এই মহান মুভির একটাই দুর্বলতা লেডিস ফেরদৌস এর লেডিস এক্টিং।
i loved ferdous so much here. he aced so well
একমত
ফেরদৌস একটা শিক্ষিত হিরো, তোদের মতো গুদভক্ত পূজারী নয়
তোকে আমি খুন করবো ফেরদৌসের নামে কিছু বললে
Thik bolsen bhai
Ekhane jara Ferdous hijrar gun gan gacche tader Acting niye dharonai nai..gaiiia shob gula
এ সুন্দর ছবিটা দেখা হয় নাই আগে।
২০২১ এসে দেখলাম সত্যি অসাধারন।
২০২৪ সালে এসে প্রথমবার ব্যাচেলর সিনেমা দেখা আমি.....
best line of this film, " NOT ALL MEN ARE FOOLS, SOME ARE BACHELOR " 👌
Legendary actor Marjuk Rasel, Hasan Mahmud, Api Karim, Humayan Faridi
Ahmed rubel কে ফেলে দিলেন?
বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যাচেলর একটা অসাধারণ মুভি। সব ব্যাচেলর ছেলেদের মুভিটা দেখা উচিত।
আমাগো জেনারেশনরে দোষ দিয়ে লাভ কি? আমাগো আগের জেনারেশনই তো লিটনের ফ্ল্যাটে যাওয়া শুরু করছে।
সব যুগেই কম বেশী ছিল।এখন মিডিয়া মোবাইলে র জন্য সবাই সবটা জানতে পারে।এই জেনারেসান কে শুধু দোষ দিয়ে লাভ।এই সিনেমায় দুজন বয়স্ক ছিল।তারাও তো অমনি করত। অসভ্যতা না করেও কাউকে কারো ভালো লাগতেই পারে।কিন্তু কারো সংসার ভেঙ্গে নয়।
অসাধারণ, ফারুকী মানেই নতুনত্ব, ফারুকী মানেই অতিবাস্তবতার ছোঁয়া!
অসাধারণ সুন্দর মুভি টা,,
যেমন সুন্দর মুভিটা, তেমন সুন্দর গান গুলা
What a casting..!!! Humayun faridi, hasan masud , rubel ,marzuk rassel, ferdous, shabnur, opi karim, joya ahsan, sumaiya shimu... All in one movie... 😳
অনেক রাইত আগে জেরিনরে নিয়ে একটা কবিতা লিখসিলাম,কবিতাটা ছিল এইরকম যে,
"বৃষ্টি প্রায়'ই ডেকে বলে,ভিজায়;ভিজবা নাকি!
তোমার জলে ভিজবো বলে,শুকনা হয়ে থাকি।"
অপি করিমরা বার বার আসে না❤️❤️
ম্যামকে সবসময় ভাল লাগে আমার💚
Such a unique and natural story!!!❤
সেই পুরোনো ফিলিংস । হুমায়ূন ফরিদী জোশ, ফেরদৌস ফ্লার্টিং বস । হাসান মাসুদের কন্ঠে গান সুন্দর হয়েছে । আহমেদ রুবেল, মারজুক রাসেল দারুণ অভিনয় করেছেন ।
ফিস ফিস প্রেমের ফোন আলাপটা অনেক ভালো লাগলো।
সিনেমা দেখার পর আমিও করেছি ব্রো
ফারুকি স্যার দীর্ঘায়ু কামনা করি 💚💚💚💚💚💚💚 ওনার যথাযথ মূল্য বাংলাদেশ দিতে পারবে কখনো
আমাদের আগের জেনারেশন আমাদের থেকে স্মার্ট ছিলো ❤😊
আসলেই কি তাই?
অসাধারণ যতবার দেখি দেখতে ইচ্ছে করে। অপির ফ্ল্যাট এ যাওয়াটা মাইনা নিতে পারি নাই।যদি ও অভিনয়।
অপি আপু ফেরদৌস ভাই আপনাদের অভিনয় দারুণ লাগছে আর সাই সুই কথা গুলো সেই লাগছে, শাবনুর আপুর থেকে। লাভ ইউ অপি আপু এবং ফেরদৌস ভাই।
আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে 🖤
ফুসফুস করে কথা বলাটা ভুলে গেছি অনেকদিন আগে তবুও মনে পড়ে যায় সেই পুরনো স্মৃতিগুলো আজ মুভিটা দেখে মনে হয় কোথায় যেন হারিয়ে গেছি
Fishfish hhhh
ফিসফিস। ফুসফুস না
২০২৩ সালে এসে কে কে এই মাস্টারপিস মুভিটা দেখছেন ❤আর আমার মত শাবনুরকে 2nd heroine দেখে অবাক হইছেন 🖤
Second heroin bolte ai movie te kichu nai,,,ata tarka bohol movie,,,sobai same pradanno paiche
শেষ ৪০ মিনিট পুরোটাই শাবনূরের দখলে ছিলো এবং ফাটিয়ে দিছে। যদিও তার মতো অভিনেত্রীর জন্য এইটা ছোট্ট ক্যারেক্টার, তবুও যেহেতু ব্যাচেলর মুভির নাম সেক্ষেত্রে সবারই কম বেশী গুরুত্ব থাকবে অর্থাৎ ক্যারেক্টারগুলো অনেকগুলো খন্ডে বিভক্ত থাকবে এটাই স্বাভাবিক।
এক কথায় অসাধারন ❤
এত ভাল একটা টেলিফিল্ম
আমার সামনে আগে কেন আসলো না😢
গুরু মারুজক রাসেল সত্য ই অসাধারণ প্রতিভা একজন সূষ্টী
হুমায়ুন ফরিদ,মারজুক রাসেল বেস্ট 😍
This film was way ahead of it’s time! So realistic for nowadays!
2023 যারা দেখবেন তাদেরকে অগ্রিম শুভেচ্ছা....
Emn akta movie dekha e hoy ni.Amazing ❤❤Hasan Masud is a legendary actor. Mind blowing ❤❤
খুব ভালো লাগে এমন মানের ছবি দেখে।
বাংলা ছবি দেখুন আর ভালোবাসুন।
Ferdous in Bachelor is literally how to flirt 101
😂😂
Yep and i have used his lines or technics with different girls and they almost always works on them..lol xD 😂
Hahaha yes
যতই দেখি যেন মন ভরে না।।।এখন এই ধরনের ছবি হয় না কেনো?২০২০ এ এসে আবারও দেখতেছি।।।।
প্রেমের কত রঙ!
অক্টোপাসের মতো একেক জনের বেলায় একেকরুপ।
ফারুকি স্যারের তৈরি একটা সেরা সিনেমা হয়েছে এটা।
অসংখ্য বার দেখা হয়েছে এই মুভিটা। আরও অনেকবার দেখা হবে এই জীবনে। অনেক পছন্দের একটা মুভি!
হুমায়ুন ফরিদী একবারই আসে...অসাধারণ মহাশক্তিমান অভিনেতা
তখনকার অনেক দর্শক ঠিকঠাক বুঝতেই পারেনি। Just awesome and realistic for this time.
দ্যা লিজেন্ড হুমায়ূন ফরিদী❤️🙏❤️
মারজুক ভাই আর হুমায়ূন ফরিদি স্যার আহা গানটা বেস্ট
Bhi shei 2021 e eshew bangla ei Cinema dekhe khub bhalo laglo.1 sec skip korar upay nei..❤️❤️
বর্তমানে মানুষের জীবনের বাস্তব চিত্র। ❤❤❤
1:24:04 is where that epic line of Marjuk Rasel is. You're welcome.
🤣🤣✌🙃
🍎🍎🍎🍎🍎
শাবনূরের জন্য অপেক্ষা করতে ছিলাম
#1:44:17
আমি শুধু শুনেছি ছবিটা অনেক সুন্দর আসকে দেখলাম সত্যি অনেক সুন্দর মুভি❤️অসাধরণ অভিনয় অপি করিম ❤️
আমি ও খাওযা দাওযা বনধ করে দখছি।
All actors and actress will perform their best level ❤️
বাংলার সব লিজেন্ডারি অভিনেতা-নেত্রী এই মুভিতে।
এই সেই লিটনের ফ্ল্যাট
etodine janlen dada ?
মোটেই না। লিটনের ফ্লাট আসছে ফার্স্ট ডেট নাটক থেকে।
@@brown_shark706 বাল্ডা যানো তুমি
@@viralbangladesh574 মূর্খদের সাথে তর্ক করি না। সাধ্য থাকলে ফার্স্ট ডেট দেখ।
@@brown_shark706 ফার্স্ট ডেট নাটক ২০০৮-০৯ এর।ব্যাচেলর ২০০৩-০৪ এর।তাই লিটনের ফ্ল্যাট প্রথমে ব্যাচেলরে ইউজ করা হইছে।
এই মুভিতে ফেরদৌসের ছ্যাচরা অভিনয় করার কথা ছিল, সে সেটা ফুটিয়ে তুলেছে।দুই বাংলার নায়ক।
২০২৩ সালের প্রথম দর্শক,,,,
2024😊
এই মুভির প্রত্যেকটা গানই অসাধারণ ❤️❤️❤️
আর মুভির কথা তো বলার নেই জাস্ট এমাজিং। একেই বলে মাস্টারপিস
আমি জীবনে কোন মুভি দুইবার দেখিনা কিন্তু এই মুভিটা চারবার দেখা হলো।
হুমায়ুন ,হাসান ,মারজু, ইলোরা এনাদের অতুলনীয় অভিনয়