আমি মুসলিম নই। কিন্তু আপনার কথায় জাদু আছ💕 ইসলাম এ এতো সুন্দর কথা কিন্তু এগুলো প্রচার হয় না কেনো? এগুলো প্রচার হলে সমাজে শান্তি বিরাজ করবে এবং এই দুনিয়া হয়ে উঠবে স্বর্গ। অসংখ্য ধন্যবাদ।
এ যাবত যত আলোচকের কথা শুনেছি তার মধ্যে আপনার কথার চেয়ে সত্য ও স্পষ্ট কথা আমি শুনিনি এবং আপনার মত বক্তা আমি দেখিনি। আপনাকে অন্তরের অন্তস্তল থেকে সালাম জানাচ্ছি। আমি অনেক বছর ধরে আপনার মত এমন একজন জ্ঞানী ব্যক্তিকেই খুজেছি, পেলাম। খুশি হলাম। অন্তরে শান্তি শান্তি লাগছে। আপনার জন্য অনেক দোয়া রইলো।
আমি এই বিষয় গুলা নিয়ে ২০ বছর আগে কথা বলছিলাম তখন আমাকে এক ধরনের পাগল বলছিল আমাদের এলাকার লোকজন। আপনার কথাগুলো শুনে মনে হচ্ছে তাহলে আমি পাগল ছিলাম না আলহামদুলিল্লাহ। আমি সত্যি সত্যিই আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি আল্লাহ আপনার কল্যাণ করুক।
সজল ভাই, কথা গুলো এতো যৌক্তিক এবং রেফারেন্স সহকারে ছিলো, শুধুমাত্র মুগ্ধ হয়ে শুনেছি? ইসলামের সৌন্দর্য যেভাবে ফুটিয়ে তুলেছেন, ৪৪ মিনিটও চার মিনিট মনে হয়েছে! আল্লাহ আপনাকে, ইসলামের সেবা করার আরো তৌফিক দিন?
আল্লাহ্ যেভাবে সন্ধ্যার পরিচয় দিয়েছেনঃ 1.মাগরিবাশ শামস- সুর্যাস্তের স্থান (shura kahaf১৮:৮৬)"অবশেষে যখন সে পৌঁছল সুর্যাস্তের স্থানে। 2. আশ শাফাক সন্ধ্যা লালিমা,লাল আভা- সন্ধ্যকালীন গোধূলি,রক্তজবা. (shura insikak৮৪:১৬) অত:পর আমি কসম করছি পশ্চিম আকাশের লালিমার। 3.আছাল (সন্ধ্যা) (shura ra'ad১৩:১৫) আর আল্লাহ্'র জন্য আসমানসমূহ ও যমীনের সবকিছু অনুগত ও বাধ্য হয়ে সিজদাহ্ করে সকাল ও সন্ধ্যায় তাদের ছায়াগুলোও. (shura noor ২৪:৩৬) সেখানে সকাল ও সন্ধ্যায় তাঁর তাসবীহ্ করে। 4.আশীয়্যাহ(সন্ধ্যা) (shura marayam১৯:১১) তোমরা সকাল ও সন্ধ্যায় তাসবীহ্ পাঠ কর। 5.তুমছুম (সন্ধ্যায় উপনীত হওয়া) (shura roum৩০:১৭ ) "অতএব তোমরা আল্লাহ্ তাসবীহ্ কর,যখন সন্ধ্যায় উপনীত হবে এবং সকালে উঠবে। 6. তুরীহুন (সন্ধ্যা) (shura nahol১৬ঃ৬) "আর তোমাদের জন্য তাতে রয়েছে সৌন্দর্য যখন সন্ধ্যায় তা ফিরিয়ে আন এবং সকালে চারণে নিয়ে যাও। আরও দেখুনঃ (shura marayam১৯:৬২) (shura momin৪০:৪৬) (shura furkan২৫:৫)(shura ahojab৩৩:৪২)(shura fatah৪৮:৯)(shura dahor৭৬:২৫) (suhra kaff৫০:৩৯) । অতএব উপরোক্ত আয়াতগুলো থেকে সুস্পষ্টভাবেই জানা গেল সূর্যাস্ত গেলে সন্ধ্যা হয়। রাত হয় না। তাই সূর্যাস্ত কিংবা আছীল বা প্রচলিত মাগরিবের আযানের সংঙ্গে সিয়াম পূর্ণ করার/ইতমাতের কোনই সম্পর্ক নেই। সুতরাং সুর্যাস্তের পর পশ্চিম আকাশের শাফাক 'লালীমা চলে যাওয়ার পর যখন রাতের অন্ধকারে ছেয়ে যাবে তথা রাতের প্রথম প্রহর শুরু হবে ঠিক সিয়ামের ইতমাত এর সঠিক সময় হবে। (shura baqara২:১৮৭) অত:পর তোমরা সওমগুলোকে রাত পর্যন্ত পূর্ণ কর। এবার দেখব সু'মহান আল্লাহ্ কি ভাবে আমাদের'কে রাতের সংঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন। 1."কসম রাতের যখন তা অন্ধকারে ঢেকে যায়।(shura layl৯২:১ ) 2.'কসম রাতের যখন তা অন্ধকারাচ্ছান্ন হয়।(shura insirah৯৩:২) 3."কসম রাতের যখন উহাকে তথা সূর্যকে অন্ধকারে আচ্ছন্ন করে দেয়।(shura sams৯১:৪) 4."আর আমিই রাত'কে করেছি অন্ধকারাচ্ছন্ন আবরণ-পোশাক হিসাবে।(shura naba৭৮:১০) 5.''অত:পর আমি অবশ্যই কসম করছি পশ্চিম আকাশের সন্ধ্যা লালিমার,কসম রাতের আর রাত যা কিচ্ছু অন্ধকারে ঢেকে দেয়।(shura insikak৮৪:১৬-১৭) 6."আর তিনিই তোমাদের জন্য রাত'কে অন্ধকারের ঢাকনা হিসাবে নির্ধারণ করেছেনও নিদ্রাকে করেছেন আরামপ্রদ এবং দিন'কে করেছেন জাগ্রত থাকার সময়।(shura furkan২৫:৪৭) 7."অত:পর রাত যখন তার উপর অন্ধকারে আচ্ছন্ন করল,তখন সে কোন একটা তারকা দেখল।(shura anam ৬:৭৬) 8."আর তারা ইশার সময় তথা রাতের প্রথম ভাগে কাঁদতে কাঁদতে তাদের পিতার নিকট উপস্থিতহল। (shura eusuf১২:১৬) 9."আর রাত তাদের জন্য একটি নিদর্শন; আমি তা থেকে দিনকে সরিয়ে নেই, ফলে তখনই তারা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়।(shura easin৩৬:৩৭) উপরোক্ত আয়াত দ্বারা স্পষ্ট থেকে সুস্পষ্ট ভাবে প্রমান হলো কখন সু'মহান রব্বুল আ'লামীন ইতমাম/ ইতমাত করতে বলেছেন,অবশ্যই রাত পর্যন্ত পূর্ণ করতে বলেছেন এবং কখন রাত হয় তাও সুস্পষ্ট করে বর্ণনা করে দিয়েছেন। আর তাই যখন সূর্যের আলো চলে গিয়ে অন্ধকার হবে তখন আমাদেরকে ইতমাম/ইতমাত করতে হবে অর্থাৎ যখন চারদিকে অন্ধকার হয়ে যায় ।
ভাই আমি একজন সাধারণ মানুষ আপনার ভিডিও দেখার পর কোরআন পড়ি এবং বুঝতে চেষ্টা করি । আর সামান্য কোরআন এর জ্ঞান থাকলে আপনার বক্তব্য পরিষ্কার দিনের আলোর মত সত্য । পরিশেষে আপনার সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করছি ।
আল্লাহ্ যেভাবে সন্ধ্যার পরিচয় দিয়েছেনঃ 1.মাগরিবাশ শামস- সুর্যাস্তের স্থান (shura kahaf১৮:৮৬)"অবশেষে যখন সে পৌঁছল সুর্যাস্তের স্থানে। 2. আশ শাফাক সন্ধ্যা লালিমা,লাল আভা- সন্ধ্যকালীন গোধূলি,রক্তজবা. (shura insikak৮৪:১৬) অত:পর আমি কসম করছি পশ্চিম আকাশের লালিমার। 3.আছাল (সন্ধ্যা) (shura ra'ad১৩:১৫) আর আল্লাহ্'র জন্য আসমানসমূহ ও যমীনের সবকিছু অনুগত ও বাধ্য হয়ে সিজদাহ্ করে সকাল ও সন্ধ্যায় তাদের ছায়াগুলোও. (shura noor ২৪:৩৬) সেখানে সকাল ও সন্ধ্যায় তাঁর তাসবীহ্ করে। 4.আশীয়্যাহ(সন্ধ্যা) (shura marayam১৯:১১) তোমরা সকাল ও সন্ধ্যায় তাসবীহ্ পাঠ কর। 5.তুমছুম (সন্ধ্যায় উপনীত হওয়া) (shura roum৩০:১৭ ) "অতএব তোমরা আল্লাহ্ তাসবীহ্ কর,যখন সন্ধ্যায় উপনীত হবে এবং সকালে উঠবে। 6. তুরীহুন (সন্ধ্যা) (shura nahol১৬ঃ৬) "আর তোমাদের জন্য তাতে রয়েছে সৌন্দর্য যখন সন্ধ্যায় তা ফিরিয়ে আন এবং সকালে চারণে নিয়ে যাও। আরও দেখুনঃ (shura marayam১৯:৬২) (shura momin৪০:৪৬) (shura furkan২৫:৫)(shura ahojab৩৩:৪২)(shura fatah৪৮:৯)(shura dahor৭৬:২৫) (suhra kaff৫০:৩৯) । অতএব উপরোক্ত আয়াতগুলো থেকে সুস্পষ্টভাবেই জানা গেল সূর্যাস্ত গেলে সন্ধ্যা হয়। রাত হয় না। তাই সূর্যাস্ত কিংবা আছীল বা প্রচলিত মাগরিবের আযানের সংঙ্গে সিয়াম পূর্ণ করার/ইতমাতের কোনই সম্পর্ক নেই। সুতরাং সুর্যাস্তের পর পশ্চিম আকাশের শাফাক 'লালীমা চলে যাওয়ার পর যখন রাতের অন্ধকারে ছেয়ে যাবে তথা রাতের প্রথম প্রহর শুরু হবে ঠিক সিয়ামের ইতমাত এর সঠিক সময় হবে। (shura baqara২:১৮৭) অত:পর তোমরা সওমগুলোকে রাত পর্যন্ত পূর্ণ কর। এবার দেখব সু'মহান আল্লাহ্ কি ভাবে আমাদের'কে রাতের সংঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন। 1."কসম রাতের যখন তা অন্ধকারে ঢেকে যায়।(shura layl৯২:১ ) 2.'কসম রাতের যখন তা অন্ধকারাচ্ছান্ন হয়।(shura insirah৯৩:২) 3."কসম রাতের যখন উহাকে তথা সূর্যকে অন্ধকারে আচ্ছন্ন করে দেয়।(shura sams৯১:৪) 4."আর আমিই রাত'কে করেছি অন্ধকারাচ্ছন্ন আবরণ-পোশাক হিসাবে।(shura naba৭৮:১০) 5.''অত:পর আমি অবশ্যই কসম করছি পশ্চিম আকাশের সন্ধ্যা লালিমার,কসম রাতের আর রাত যা কিচ্ছু অন্ধকারে ঢেকে দেয়।(shura insikak৮৪:১৬-১৭) 6."আর তিনিই তোমাদের জন্য রাত'কে অন্ধকারের ঢাকনা হিসাবে নির্ধারণ করেছেনও নিদ্রাকে করেছেন আরামপ্রদ এবং দিন'কে করেছেন জাগ্রত থাকার সময়।(shura furkan২৫:৪৭) 7."অত:পর রাত যখন তার উপর অন্ধকারে আচ্ছন্ন করল,তখন সে কোন একটা তারকা দেখল।(shura anam ৬:৭৬) 8."আর তারা ইশার সময় তথা রাতের প্রথম ভাগে কাঁদতে কাঁদতে তাদের পিতার নিকট উপস্থিতহল। (shura eusuf১২:১৬) 9."আর রাত তাদের জন্য একটি নিদর্শন; আমি তা থেকে দিনকে সরিয়ে নেই, ফলে তখনই তারা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়।(shura easin৩৬:৩৭) উপরোক্ত আয়াত দ্বারা স্পষ্ট থেকে সুস্পষ্ট ভাবে প্রমান হলো কখন সু'মহান রব্বুল আ'লামীন ইতমাম/ ইতমাত করতে বলেছেন,অবশ্যই রাত পর্যন্ত পূর্ণ করতে বলেছেন এবং কখন রাত হয় তাও সুস্পষ্ট করে বর্ণনা করে দিয়েছেন। আর তাই যখন সূর্যের আলো চলে গিয়ে অন্ধকার হবে তখন আমাদেরকে ইতমাম/ইতমাত করতে হবে অর্থাৎ যখন চারদিকে অন্ধকার হয়ে যায়
@@dmmasud7737 ইতমাম বা ইতমাত শব্দের অর্থ বুঝতে পারলাম না, যদি অনুগ্রহ করে জানাতেন । তাছাড়া উল্লেখিত ভিডিওতে সজল সাহেব আমাদের দৈনন্দিন আচার আচরণের বিবরণ তুলে ধরছেন ইসলাম ধর্মের বিধান অনুসারে। ধন্যবাদ
ভারতের অসম(আসাম) রাজ্যের করিমগঞ্জ জেলা থেকে আমরা কয়েকজন আপনাকে শুনে আসছি। এসব বুঝার মতো মগজ যাদের আছে, এমন মানুষকে তা শুনতে উৎসাহিত করে আসছি। আপনি চালিয়ে যান। আল্লাহ আপনাকে দ্বিনের কাজ করার আরো ক্ষমতা দান করুন।
ইউটিউবে আপনাকে আবার পেয়ে আমরা ভীষণভাবে আনন্দিত । আপনার কাছে অনুরোধ , আপনি আপনি এই মহান কাজে লেগে থাকুন ভাই । এই অসুস্থ সমাজে আপনার এই যুক্তিনির্ভর কথাগুলো ভীষণভাবে প্রয়োজন । মহান স্রষ্টা আপনার চিরমঙ্গল করুন, আপনাকে সফলতা দিন ।
আজ থেকে 10 বছর আগে এই কথাগুলো আমি বলেছিলাম কিন্তু তথাকথিত মোল্লারা আমাকে বিভিন্ন পদবীতে আচ্ছন্ন করছিল। এখন আপনার মুখে কোরআনের এই সত্য বাণী গুলো শুনে গর্বে মনটা ভরে উঠলো।
তারাবির নামাজ ৮ (আট) রাকাত পড়বেন। ২০ (কুড়ি) রাকাত না। নামাজ ধীরে ধীরে কমিয়ে আনা হবে। অতিরিক্ত নামাজের জন্য কর্ম ঘন্টা নষ্ট হয়। রাতে মাইক ও লাউডস্পীকার নিয়ে চিৎকার করে সেহরী ফতা খাওয়ার কথা বলবে না। এখন সবার কাছে ঘড়ি, মোবাইল এর ঘন্টা আছে। রমজান মাসে রোযা রেখে বহু সংখ্যক মুসলমান কোন ও কাম কাজ করে না । শুধু ঘুম আর ঘুম । কাজ কর্ম না করে, খিটখিটে মেজাজ নিয়ে রমজানের রোজার সওয়াব পাওয়া যায় না। রোজা রেখে ঘুমাতে থাকে। 'যদি মাইক ও লাউডস্পীকার এর আওয়াজ শুনি তবে তার কেটে মাইক ও লাউডস্পীকার জব্দ করা হবে'।।
প্রথম আপনার আলচনা সুনেছিলাম আব্দুল্লাহ হুজুরের সাথে আমি আপনাকে ভুল বুজেছিলাম তার পর আপনার আলচনা একদিন পুরাটা সুনলাম আপনার একটা বইও আমি নিছি পরে এবং আপনার কথা গুলি শুনে মনে হলো এই প্রথম কাওকে পেলাম যে সত্য কোরআনের কথা বলে আল্লাহ আপনাকে ভাল রাখুক সব সময়
মহান রাব্বুল আলামীনের নিকট এই দোয়া করছি, তিনি আপনাকে আমাদের জন্যে তোহফা হিসেবে পাঠিয়েছেন, আপনার সব সময় সুস্থ রাখুন, হেফাজতে রাখুন, সমগ্র বিশ্বের মুসলমানদের ধর্মান্ধতা ডুবে আছি, সত্যিকারের আল্লাহ'র দাস হতে পারবোনা, বর্তমানের ধর্মীয় নেতারা ভূলপথে পরিচালিত করে এসেছে, আজ আপনার আলোচনায় ভাল, লাগছে, অনেকের বেবসা বন্ধ হয়ে যাবে, সত্য বলার জন্যেই আপনাকে কাফের মুরতাদ বলেছে, সমাজের এসব হুজুরদের ত্রুটিগুলো ধরিয়ে দিলে মানুষের উপকার হবে, সত্যি বলে অন্যদের জানাতে সাহায্য করুন, আল্লাহ আপনার মংগল করুন
Alhamdulliah. You have opened our eyes by extracting the truth of Islam. Your detailed logical explanation with references is undoubtedly splendid.Please keep posting videos like this. May Allah protect and bless your Sir.
"ছালাম রইল "আল্লাহ বলেন, আমার কোরআন না মানলে আমি তোমাদের স্থলে এমন এক জাতি প্রেরণ করব যারা সঠিকভাবে এটা মানবে।তাই তোমরা সাবধান হও। বহুদিন হয়ে যাওয়ার কারণে পূর্বে যারা এইরকম আচরন করেছিল তাদের সাথে আমি কি আচরণ করেছিলাম তা কোরআনে উল্লেখিত বিভিন্ন গজব সমুহ। সজল ভাই এই কথাগুলো যেদিন থেকে আমি পড়লাম বা জানলাম সেদিন থেকেই আমি বিশ্বাস করি আল্লাহ্ আল্লাহর কোরআনের পথ, সরল ওসঠিক পথ একদিন প্রতিষ্ঠা করবেনই।সে আমি জীবিত থাকা অবস্থায় অথবা মৃত্যুর পর।সারা পৃথিবীতে প্রচলিত হাদিস অনুসারে ইসলামের পতনের যুগ সম্ভাবত এখনই।তারই এক সোচ্চার কণ্ঠ আপনার। আপনাকে দিয়েই শুরু হোক এই পথের যাত্রা। "আমিন " । জানিনা আপনার এতো ব্যস্ততার ভীতর আমার এই লেখা পড়বেন কিনা যদি পড়েই বসেন তবে একটা রিপ্লাই দিবেন।
আলহামদুলিল্লাহ মাশা-আল্লাহ। সত্যি স্যার আপনার এক একটা কথা যেন কোটি টাকার চেয়ে ও দামী। আপনার প্রতি রইলো অনেক অনেক দোয়া ও শ্রদ্ধা। আপনার দীর্ঘ হায়াত কামনা করছি আমিন।
ভাই সজল অশেষ ধন্যবাদ। বাংলাদেশের মুসলমানদেরকে যেভাবে খন্ডে খন্ডে বিভক্ত করছেন একদল ইসলামী স্কলার নামদারী, যা আমার মতে পৃথিবীর কোন দেশে এ পরিস্থিতি নেই। বাংলাদেশের ইসলাম ধর্মকে কোথায় নিয়ে যাচ্ছে বলা মুশকিল।আল্লাহ আপনি এদেশের সহজ সরল মুসলমানদেরকে রক্ষা করুন।
👍💥আসসালামু আলাইকুম, অনেক দিন পরে এলেন খুব ভালো লাগলো। শুভেচ্ছা ও সুস্থ থাকার শুভকামনা রইল আপনার জন্য। মহান আল্লাহ দয়াময় আপনাকে সম্মান জনক নেক হায়াত দান করুক। 💥✌️
আপনার ভিডিও দেখার পর থেকে আমার কোরআন পড়ার আগ্রহ সৃষ্টি হয়। তারপর আমি অর্থ বুঝে কোরআন পড়ছি। এবং আপনার বক্তব্যের সাথে কোরআন অনেকাংশেই সামঞ্জস্যপূর্ণ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঠিক ব্যাখ্যা শোনানোর জন্য।
কিন্তু ভাই আপনার মনের আশা তো পূরণ হবে না কারণ অনুবাদ গুলো করেছে ধর্মব্যবসায়ী মোল্লারা আর ওতে অনেক রকমের অনুবাদের ঘর মিল পাবেন 100% , মানে আপনি যে সত্য জানতে চাইছেন সেটা ঠিক মত জানতে পারবেন না, মন গড়া অনুবাদের কারণে
ভাই, আপনার কাছে বিনয়ের সাথে অনুরোধ করব,আপনার এই সত্য ইসলাম প্রচার চালিয়ে যাবেন। আপনার লেকচার শুনে জিবনটাই বদলে যাচ্ছে। আল্লাহ আপনার ও আপনার পরিবারকে ভাল রাখুক। সাইফুল ইসলাম বি-বাড়িয়া,নবীনগর,ফতেহপুর। বর্তমানে কাতার প্রবাসী।
ইসলামের নামে মনগড়া নিয়মকানুন ও বিভিন্ন অপব্যাখ্যা সচেতন সাধারণ মানুষকে ধর্ম বিমুখ করে, আর ধর্ম বিমুখ তথা বিভ্রান্ত মানুষ গোটা পৃথিবীর জন্য বিপদজনক। আপনার এই যৌক্তিক ও বিশ্লেষণ ধর্মী আলোচনা আমার মতে যুগোপযোগী ও মানুষের জন্য কল্যাণকর।
মাশা'আল্লাহ আপনার পূর্বের ভিডিওর সাথে দ্বিমত থাকলেও এই ভিডিওটা খুবই অর্থপূর্ণ । আল্লাহ আপনার ওপর শান্তি বর্ষিত করুক।জাজাকাল্লাহ। সঠিক, ভুল বোঝার তৌফিক দিন আল্লাহ।
#CORRECTION 14:16 "তুমি প্রজ্ঞা ও সুন্দর কথার দ্বারা মানুষকে তোমার রবের পথে ডাকো, এবং এ সুন্দরতম পন্থায় তাদের সাথে বিতর্ক করো।" সূরা আন-নাহাল, আয়াতঃ ১২৫
ভাই তুমি যেগুলো বলো সবই ছোট বেলা থেকে মেনে আসছি কিন্তু চলার পথে সাহস কম ছিলো তোমার ভিডিও শুনে শুনে এখন আমি সাহসী হয়েছি,এর সাথে সাথে অপবাদও পেয়েছিএমনকি নাস্তিকও হয়েছি।প্রনাম তোমাকে,সেলুট তোমাকে, সালাম হাজার সালাম তোমাকে 👍
সজল ভাই মুসলিম জাতির জন্য আলাদা আধুনিক বিজ্ঞান-প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান তৈরির গুরুত্ব নিয়ে আলাদা একটা ভিডিও বানাবেন..কারণ মুসলিমরা এসব সম্পর্কে একে বারেই অজ্ঞ..অতচ তারাই এসবে একদিন এগিয়ে ছিলো...মুসলিম জাতির উন্নতির জন্য বিকল্প পদ্ধতি দরকার Reply please
বেয়াদবি মাফ করবেন। একটু কারেকশন করে নিন ভাই। ব্যাপকভাবে বুদ্ধিবৃত্তিক চর্চা ও প্রযুক্তিগত উন্নয়ন হলেই মুসলিম জাতির উন্নয়ন ঘটবে না। মুসলিম জাতি তখনই হারানো গৌরব ফিরে পাবে যখনই তারা ঐ গৌরবান্বিত সময় থেকে শিক্ষালাভ করবে এবং তদনুযায়ী কাজ করবে ইন-শাআল্লাহ। মুসলিম জাতির পুনর্জাগরণের জন্য ফর্মোস্টলি কী দরকার? আল্লাহর হুকুমানুসারে কুরআনভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা - এটাই হচ্ছে সবচেয়ে বেশি উন্নয়নের মূলমন্ত্র।
@@abdullahzaman7123কখায় আছে না বলে আর একটা বোঝে আর একটা..সেটাই হইছে আপনার..কোরআন বাংলা অনুবাদ সহ অনুযায়ী শিক্ষা বাধ্যতামূলক..এটা সবাই জানে..এটা কি আবার আমায় রিপিট করতে হবে!! বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা বাদ দিয়ে কবিরাজের দোকান দিয়ে বসেন
@@NRFP জাযাকাল্লাহ। আমি মৌলিকভাবে কিছু বলতে চেষ্টা করেছিলাম। আপনি যে বললেন বর্তমান মুসলিমরা জ্ঞানে-বিজ্ঞানে একদমই অজ্ঞ এবং তাদের উন্নতির জন্য বিকল্প পদ্ধতি দরকার, তাঁর সুরাহা হিসেবে আমি খুবই ফান্ডামেন্টাল একটা তত্ত্ব এনেছি যা দ্বারা বিশ্বব্যাপী বর্তমান মুসলিম কমিউনিটি আবারও সোনালী যুগ ফিরে পাবে। হোক সেটা ঈমান-আমলে, সামাজিকভাবে, রাজনৈতিক অঙ্গনে, বুদ্ধিবৃত্তিক চর্চা, জ্ঞানতাত্ত্বিক পর্যালোচনা, বিজ্ঞান-প্রযুক্তিগত উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামরিক শক্তি - সব মানবীয় ক্ষেত্রেই প্রযোজ্য হবে। এখনও আমাকে কবিরাজের পেশা ধারণ করতে হবে?
সজল ভাই আপনি এই যুগের ইসলাম ধর্মের প্রকৃত পথ প্রদর্ষক। আমাদের ধর্ম প্রচারক হুজুররা যদি আপনার থেকে শিক্ষা নিয়ে ধর্ম প্রচার করতেন তা হলে ইসলাম ধর্ম হতো সর্বচ্চ স্থানের অধিকারী। আর ধর্ম প্রান মুসলিমরা শেষ বিচারে আল্লাহর নিকট জবাব দানের সঠিক রাস্তা পেতেন। আপনি ধর্ম প্রান মুসলিমদের কোরআন পড়া এবং জানার আগ্রহের সৃস্টি করেছেন। আল্লাহ আপনার মংগল করুন।
আলহামদুলিল্লাহ, ভাই, খুব সুন্দর লেকচার দিয়েছেন মাশাআল্লাহ! অনেক সময় নিয়ে গুছিয়ে গুরুত্বপূর্ণ সব তথ্য উপস্থাপন করেছেন আলহামদুলিল্লাহ! আল্লাহ আমাদের সবাইকে সঠিকটা বুঝার তৌফিক দান করুন
শেয়ার করার অপশন পেয়েছি এবং বক্তব্যটির শেয়ার করে দিয়েছি। আল্লাহ আমাদের সকলকে কুরআন ও হাদিস থেকে জ্ঞান অর্জন পূর্বক সত্যিকারের মুমিন হওয়ার তৌফিক দান করুন।
আচ্ছালামুআলাইকুম ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে কারণ আপনার সৎ সাহসের প্রশংসা করতে হয়। আপনার কথা গুলো বুঝতে হলে আল্লাহর হেদায়েত প্রাপ্ত হতে হবে না হয় এই ভাষা বুঝতে পারবে না। আপনাকে নিয়ে বাজে মন্তব্য করতে দেরি করবেনা। আমি মনে করি আপনি ধারাবাহিক ভাবে চালিয়ে যান।
আসসালামু আলাইকুম সজল ভাই ধন্যবাদ, ইসলামের খেদমতে সামান্য হলেও কাজ করা জন্য। আল্লাহ বলেছে পড়তে জানতে আর আমরা রেডিমেট ফর্মুলার জন্য চাতক পাখির মত চেয়ে বসে থাকি আমাদের পছন্দোর হুজুরদের দিকে তাকিয়ে, এবং হুজুর যেটাই বলুক সেটাই আমার সহীহ মনে করে অন্যের উপরে সেটা মানতে বাধ্য করার নিয়ত করে বসে আছি
আমি মুসলিম নই। কিন্তু আপনার কথায় জাদু আছ💕 ইসলাম এ এতো সুন্দর কথা কিন্তু এগুলো প্রচার হয় না কেনো? এগুলো প্রচার হলে সমাজে শান্তি বিরাজ করবে এবং এই দুনিয়া হয়ে উঠবে স্বর্গ। অসংখ্য ধন্যবাদ।
ঠিক বলেছেন।
Right
দাওয়াত রইল ইসলামে
@shom blog ধন্যবাদ
Yes he was a good lecturer of destiny. Now full bamboo to miloin of peoples.
এ যাবত যত আলোচকের কথা শুনেছি তার মধ্যে আপনার কথার চেয়ে সত্য ও স্পষ্ট কথা আমি শুনিনি এবং আপনার মত বক্তা আমি দেখিনি।
আপনাকে অন্তরের অন্তস্তল থেকে সালাম জানাচ্ছি।
আমি অনেক বছর ধরে আপনার মত এমন একজন জ্ঞানী ব্যক্তিকেই খুজেছি, পেলাম। খুশি হলাম। অন্তরে শান্তি শান্তি লাগছে। আপনার জন্য অনেক দোয়া রইলো।
আমি এই বিষয় গুলা নিয়ে ২০ বছর আগে কথা বলছিলাম তখন আমাকে এক ধরনের পাগল বলছিল আমাদের এলাকার লোকজন। আপনার কথাগুলো শুনে মনে হচ্ছে তাহলে আমি পাগল ছিলাম না আলহামদুলিল্লাহ। আমি সত্যি সত্যিই আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি আল্লাহ আপনার কল্যাণ করুক।
1qqq
Tumi k bhai
ভাই।আমি।বাংলা।কুরান।পডি।আমি।আছি।সোদি।আরবে।আপনার।বই।কি।করে।কিনব।আপনার।ভিডিও।খুব।ভালোলাগে।আমার।জিবনে।সঠিক।কথা।আপনার।কাছে।পেলাম।অনেক।ধন্যবাদ
20 বছর আগে কোন জিনিস নিয়ে কথা বলেছিলেন?
সজল ভাই, কথা গুলো এতো যৌক্তিক এবং রেফারেন্স সহকারে ছিলো, শুধুমাত্র মুগ্ধ হয়ে শুনেছি? ইসলামের সৌন্দর্য যেভাবে ফুটিয়ে তুলেছেন, ৪৪ মিনিটও চার মিনিট মনে হয়েছে! আল্লাহ আপনাকে, ইসলামের সেবা করার আরো তৌফিক দিন?
আল্লাহ্ যেভাবে সন্ধ্যার পরিচয় দিয়েছেনঃ
1.মাগরিবাশ শামস- সুর্যাস্তের স্থান (shura kahaf১৮:৮৬)"অবশেষে যখন সে পৌঁছল সুর্যাস্তের স্থানে।
2. আশ শাফাক সন্ধ্যা লালিমা,লাল আভা- সন্ধ্যকালীন গোধূলি,রক্তজবা. (shura insikak৮৪:১৬) অত:পর আমি কসম করছি পশ্চিম আকাশের লালিমার।
3.আছাল (সন্ধ্যা) (shura ra'ad১৩:১৫) আর আল্লাহ্'র জন্য আসমানসমূহ ও যমীনের সবকিছু অনুগত ও বাধ্য হয়ে সিজদাহ্ করে সকাল ও সন্ধ্যায় তাদের ছায়াগুলোও. (shura noor ২৪:৩৬) সেখানে সকাল ও সন্ধ্যায় তাঁর তাসবীহ্ করে।
4.আশীয়্যাহ(সন্ধ্যা) (shura marayam১৯:১১) তোমরা সকাল ও সন্ধ্যায় তাসবীহ্ পাঠ কর।
5.তুমছুম (সন্ধ্যায় উপনীত হওয়া) (shura roum৩০:১৭ ) "অতএব তোমরা আল্লাহ্ তাসবীহ্ কর,যখন
সন্ধ্যায় উপনীত হবে এবং সকালে উঠবে।
6. তুরীহুন (সন্ধ্যা) (shura nahol১৬ঃ৬) "আর তোমাদের জন্য তাতে রয়েছে সৌন্দর্য যখন সন্ধ্যায় তা ফিরিয়ে আন এবং সকালে চারণে নিয়ে যাও।
আরও দেখুনঃ (shura marayam১৯:৬২) (shura momin৪০:৪৬) (shura furkan২৫:৫)(shura ahojab৩৩:৪২)(shura fatah৪৮:৯)(shura dahor৭৬:২৫) (suhra kaff৫০:৩৯) ।
অতএব উপরোক্ত আয়াতগুলো থেকে সুস্পষ্টভাবেই জানা গেল সূর্যাস্ত গেলে সন্ধ্যা হয়। রাত হয় না। তাই সূর্যাস্ত কিংবা আছীল বা প্রচলিত মাগরিবের আযানের সংঙ্গে সিয়াম পূর্ণ করার/ইতমাতের কোনই সম্পর্ক নেই। সুতরাং সুর্যাস্তের পর পশ্চিম আকাশের শাফাক 'লালীমা চলে যাওয়ার পর যখন রাতের অন্ধকারে ছেয়ে যাবে তথা রাতের প্রথম প্রহর শুরু হবে ঠিক সিয়ামের ইতমাত এর সঠিক সময় হবে।
(shura baqara২:১৮৭) অত:পর তোমরা সওমগুলোকে রাত পর্যন্ত পূর্ণ কর।
এবার দেখব সু'মহান আল্লাহ্ কি ভাবে আমাদের'কে রাতের সংঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন।
1."কসম রাতের যখন তা অন্ধকারে ঢেকে যায়।(shura layl৯২:১ )
2.'কসম রাতের যখন তা অন্ধকারাচ্ছান্ন হয়।(shura insirah৯৩:২)
3."কসম রাতের যখন উহাকে তথা সূর্যকে অন্ধকারে আচ্ছন্ন করে দেয়।(shura sams৯১:৪)
4."আর আমিই রাত'কে করেছি অন্ধকারাচ্ছন্ন আবরণ-পোশাক হিসাবে।(shura naba৭৮:১০)
5.''অত:পর আমি অবশ্যই কসম করছি পশ্চিম আকাশের সন্ধ্যা লালিমার,কসম রাতের আর রাত যা কিচ্ছু অন্ধকারে ঢেকে দেয়।(shura insikak৮৪:১৬-১৭)
6."আর তিনিই তোমাদের জন্য রাত'কে অন্ধকারের ঢাকনা হিসাবে নির্ধারণ করেছেনও নিদ্রাকে করেছেন আরামপ্রদ এবং দিন'কে করেছেন জাগ্রত থাকার সময়।(shura furkan২৫:৪৭)
7."অত:পর রাত যখন তার উপর অন্ধকারে আচ্ছন্ন করল,তখন সে কোন একটা তারকা দেখল।(shura anam ৬:৭৬)
8."আর তারা ইশার সময় তথা রাতের প্রথম ভাগে কাঁদতে কাঁদতে তাদের পিতার নিকট উপস্থিতহল। (shura eusuf১২:১৬)
9."আর রাত তাদের জন্য একটি নিদর্শন; আমি তা থেকে দিনকে সরিয়ে নেই, ফলে তখনই তারা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়।(shura easin৩৬:৩৭)
উপরোক্ত আয়াত দ্বারা স্পষ্ট থেকে সুস্পষ্ট ভাবে প্রমান হলো কখন সু'মহান রব্বুল আ'লামীন ইতমাম/ ইতমাত করতে বলেছেন,অবশ্যই রাত পর্যন্ত পূর্ণ করতে বলেছেন এবং কখন রাত হয় তাও সুস্পষ্ট করে বর্ণনা করে দিয়েছেন। আর তাই যখন সূর্যের আলো চলে গিয়ে অন্ধকার হবে তখন আমাদেরকে ইতমাম/ইতমাত করতে হবে অর্থাৎ যখন চারদিকে অন্ধকার হয়ে যায় ।
সজল ভাই সালাম, দয়া করে সালাত বা নামাজ নিয়ে কোরানের সত্যি কথা জানান।
ভাই আমি একজন সাধারণ মানুষ আপনার ভিডিও দেখার পর কোরআন পড়ি এবং বুঝতে চেষ্টা করি । আর সামান্য কোরআন এর জ্ঞান থাকলে আপনার বক্তব্য পরিষ্কার দিনের আলোর মত সত্য । পরিশেষে আপনার সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করছি ।
খুবই ভালো কাজ করছেন।
আপনাকে আমন্ত্রণ রইলো,ডঃমাহাবুল্লাহ যশোরীর আলোচনা শুনার জন্য।
(সার্চ করুন বাংলাদেশ সেবা পার্টি
আল্লাহ্ যেভাবে সন্ধ্যার পরিচয় দিয়েছেনঃ
1.মাগরিবাশ শামস- সুর্যাস্তের স্থান (shura kahaf১৮:৮৬)"অবশেষে যখন সে পৌঁছল সুর্যাস্তের স্থানে।
2. আশ শাফাক সন্ধ্যা লালিমা,লাল আভা- সন্ধ্যকালীন গোধূলি,রক্তজবা. (shura insikak৮৪:১৬) অত:পর আমি কসম করছি পশ্চিম আকাশের লালিমার।
3.আছাল (সন্ধ্যা) (shura ra'ad১৩:১৫) আর আল্লাহ্'র জন্য আসমানসমূহ ও যমীনের সবকিছু অনুগত ও বাধ্য হয়ে সিজদাহ্ করে সকাল ও সন্ধ্যায় তাদের ছায়াগুলোও. (shura noor ২৪:৩৬) সেখানে সকাল ও সন্ধ্যায় তাঁর তাসবীহ্ করে।
4.আশীয়্যাহ(সন্ধ্যা) (shura marayam১৯:১১) তোমরা সকাল ও সন্ধ্যায় তাসবীহ্ পাঠ কর।
5.তুমছুম (সন্ধ্যায় উপনীত হওয়া) (shura roum৩০:১৭ ) "অতএব তোমরা আল্লাহ্ তাসবীহ্ কর,যখন
সন্ধ্যায় উপনীত হবে এবং সকালে উঠবে।
6. তুরীহুন (সন্ধ্যা) (shura nahol১৬ঃ৬) "আর তোমাদের জন্য তাতে রয়েছে সৌন্দর্য যখন সন্ধ্যায় তা ফিরিয়ে আন এবং সকালে চারণে নিয়ে যাও।
আরও দেখুনঃ (shura marayam১৯:৬২) (shura momin৪০:৪৬) (shura furkan২৫:৫)(shura ahojab৩৩:৪২)(shura fatah৪৮:৯)(shura dahor৭৬:২৫) (suhra kaff৫০:৩৯) ।
অতএব উপরোক্ত আয়াতগুলো থেকে সুস্পষ্টভাবেই জানা গেল সূর্যাস্ত গেলে সন্ধ্যা হয়। রাত হয় না। তাই সূর্যাস্ত কিংবা আছীল বা প্রচলিত মাগরিবের আযানের সংঙ্গে সিয়াম পূর্ণ করার/ইতমাতের কোনই সম্পর্ক নেই। সুতরাং সুর্যাস্তের পর পশ্চিম আকাশের শাফাক 'লালীমা চলে যাওয়ার পর যখন রাতের অন্ধকারে ছেয়ে যাবে তথা রাতের প্রথম প্রহর শুরু হবে ঠিক সিয়ামের ইতমাত এর সঠিক সময় হবে।
(shura baqara২:১৮৭) অত:পর তোমরা সওমগুলোকে রাত পর্যন্ত পূর্ণ কর।
এবার দেখব সু'মহান আল্লাহ্ কি ভাবে আমাদের'কে রাতের সংঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন।
1."কসম রাতের যখন তা অন্ধকারে ঢেকে যায়।(shura layl৯২:১ )
2.'কসম রাতের যখন তা অন্ধকারাচ্ছান্ন হয়।(shura insirah৯৩:২)
3."কসম রাতের যখন উহাকে তথা সূর্যকে অন্ধকারে আচ্ছন্ন করে দেয়।(shura sams৯১:৪)
4."আর আমিই রাত'কে করেছি অন্ধকারাচ্ছন্ন আবরণ-পোশাক হিসাবে।(shura naba৭৮:১০)
5.''অত:পর আমি অবশ্যই কসম করছি পশ্চিম আকাশের সন্ধ্যা লালিমার,কসম রাতের আর রাত যা কিচ্ছু অন্ধকারে ঢেকে দেয়।(shura insikak৮৪:১৬-১৭)
6."আর তিনিই তোমাদের জন্য রাত'কে অন্ধকারের ঢাকনা হিসাবে নির্ধারণ করেছেনও নিদ্রাকে করেছেন আরামপ্রদ এবং দিন'কে করেছেন জাগ্রত থাকার সময়।(shura furkan২৫:৪৭)
7."অত:পর রাত যখন তার উপর অন্ধকারে আচ্ছন্ন করল,তখন সে কোন একটা তারকা দেখল।(shura anam ৬:৭৬)
8."আর তারা ইশার সময় তথা রাতের প্রথম ভাগে কাঁদতে কাঁদতে তাদের পিতার নিকট উপস্থিতহল। (shura eusuf১২:১৬)
9."আর রাত তাদের জন্য একটি নিদর্শন; আমি তা থেকে দিনকে সরিয়ে নেই, ফলে তখনই তারা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়।(shura easin৩৬:৩৭)
উপরোক্ত আয়াত দ্বারা স্পষ্ট থেকে সুস্পষ্ট ভাবে প্রমান হলো কখন সু'মহান রব্বুল আ'লামীন ইতমাম/ ইতমাত করতে বলেছেন,অবশ্যই রাত পর্যন্ত পূর্ণ করতে বলেছেন এবং কখন রাত হয় তাও সুস্পষ্ট করে বর্ণনা করে দিয়েছেন। আর তাই যখন সূর্যের আলো চলে গিয়ে অন্ধকার হবে তখন আমাদেরকে ইতমাম/ইতমাত করতে হবে অর্থাৎ যখন চারদিকে অন্ধকার হয়ে যায়
😊😊
@@dmmasud7737 ইতমাম বা ইতমাত শব্দের অর্থ বুঝতে পারলাম না, যদি অনুগ্রহ করে জানাতেন । তাছাড়া উল্লেখিত ভিডিওতে সজল সাহেব আমাদের দৈনন্দিন আচার আচরণের বিবরণ তুলে ধরছেন ইসলাম ধর্মের বিধান অনুসারে। ধন্যবাদ
সহজ ও সঠিক ইসলামকে যারা জটিল করে তুলছে তাদের জন্য আপনার এ আয়োজন নিঃসন্দেহে একটি ঐতিহাসিক প্রশংসার দাবী রাখে। ভালবাসা অফুরান।
ভারতের অসম(আসাম) রাজ্যের করিমগঞ্জ জেলা থেকে আমরা কয়েকজন আপনাকে শুনে আসছি। এসব বুঝার মতো মগজ যাদের আছে, এমন মানুষকে তা শুনতে উৎসাহিত করে আসছি। আপনি চালিয়ে যান। আল্লাহ আপনাকে দ্বিনের কাজ করার আরো ক্ষমতা দান করুন।
রিলিজিয়াস মাইন্ডসেট বইটি কিভাবে পাব ইন্ডিয়াতে
ভাই, আপনি ব্যস্ত একথা সত্য। পাশাপাশি লিখছেন এটাও সত্য। যদি পারেন, মাসে অন্তত একটি করে ভিডিও দিয়েন। আল্লাহ আপনাকে ভালো রাখুন।জাজাকাল্লাহ।
সজল ভাই আপনি নিয়মিত হন,তাহলে অনেক মানুষ আলোকিত হতে পারবে
পুরোটাই শুনলাম
শুনা শেষে মনে হল, তাড়াতাড়ি ভিডিও টি শেষ হয়ে গেলো
আল্লাহ আপনাকে নেক হায়াত দিন
Bi apnar korha sune pariskar sadu lokery asal manus
সজল স্যার,, আপনার কথা যত শুনি ততই শুনতে ইচ্ছে হয়,, আলহামদুলিল্লাহ আপনাকে আরো জ্ঞানে বৃদ্ধি করুন।
আপনার কথা শুনে ঈমান বৃদ্ধি পায় আলহামদুলিল্লাহ অনেক ভালো বলেছেন
ইউটিউবে আপনাকে আবার পেয়ে আমরা ভীষণভাবে আনন্দিত । আপনার কাছে অনুরোধ , আপনি আপনি এই মহান কাজে লেগে থাকুন ভাই । এই অসুস্থ সমাজে আপনার এই যুক্তিনির্ভর কথাগুলো ভীষণভাবে প্রয়োজন । মহান স্রষ্টা আপনার চিরমঙ্গল করুন, আপনাকে সফলতা দিন ।
আপনার প্রজ্ঞা, মনন, মেধা, বিচক্ষণতা সত্যিই প্রশংসনীয়। আমি আপনার পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় প্রায়ই আপনার ইউটিউব চ্যানেল ভিজিট করে থাকি। দীর্ঘদিন পর দুটি ভিডিও দেখলাম; সত্যিই অসাধারণ লেগেছে। পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় রইলাম। আল্লাহ আপনার নেক হায়াত দান করুন।
জানিনা কোন মায়ের গর্ভে আপনার জন্ম। সে মাকে জেন আল্লাহ জান্নাত বাশি করেন আমিন।
আমিন
হে আল্লাহ ঐ পথে চালাও যে পথ তোমার পথ।
আল্লাহ তার সৃষ্টি মানুষ কে নিয়ন্ত্রন যদি করতে পারতেন, তাহলে আল্লাহর পয়গম্বর বা কোরআন এর প্রয়োজন পড়তো না।
প্রিয় সজল ভাই, আপনার এ কথাগুলি যদি আমাদের সুপারস্টার শায়েখরা বলতেন-
তাহলে বউ শাশুরীর যুদ্ধ বন্ধ হয়ে যেতো। মুসলিমদের দলে দলে বিভাজন বন্ধ হয়ে যেতো।
আজ থেকে 10 বছর আগে এই কথাগুলো আমি বলেছিলাম কিন্তু তথাকথিত মোল্লারা আমাকে বিভিন্ন পদবীতে আচ্ছন্ন করছিল। এখন আপনার মুখে কোরআনের এই সত্য বাণী গুলো শুনে গর্বে মনটা ভরে উঠলো।
১০ বছর আগে ঠিক কোন কথাগুলো বলেছিলেন?
চালিয়ে যান ভাই,,, আছি পাশেই ইনশা আল্লাহ
সজল ভাই, আসলে আপনি "সহজ ভাই"।
আপনাকে ধন্যবাদ ❤️
অনেক দিন পর ভিডিও পেয়ে এত ভালো লাগছে যে বোঝাতে পারব না ভাইজান।
ভালোবাসা রইল❤️
এতক্ষণ যা কথাবার্তা শুনলাম আলহামদুলিল্লাহ এসবই আমার মনের কথাগুলো বক্তার মুখ থেকে শুনলাম খুব ভালো লাগলো। জাযাকাল্লাহু খায়রান।
আপনার বক্তব্য শুনে আমি আল্লাহর প্রতি নিবিড় আনুগত্য প্রকাশ করার যে প্রবল বিশ্বাস সৃষ্টি হয়েছে তার জন্য আপনার দীর্ঘ হায়াত কামনা করছি আল্লাহর কাছে।
সজল ভাই চালিয়ে যান,আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন । আমিন
আপনাকে ধন্যবাদ উৎসাহ প্রদান করার জন্যে
আলহামদুলিল্লাহ
যে সময় সবাই ধর্মান্ধতা ছড়াচ্ছে। সে সময় আপনি প্রকৃত ধর্মের আলো ছড়াচ্ছেন।
তারাবির নামাজ ৮ (আট) রাকাত পড়বেন।
২০ (কুড়ি) রাকাত না।
নামাজ ধীরে ধীরে কমিয়ে আনা হবে। অতিরিক্ত নামাজের জন্য কর্ম ঘন্টা নষ্ট হয়।
রাতে মাইক ও লাউডস্পীকার নিয়ে চিৎকার করে সেহরী ফতা খাওয়ার কথা বলবে না।
এখন সবার কাছে ঘড়ি, মোবাইল এর ঘন্টা আছে।
রমজান মাসে রোযা রেখে বহু সংখ্যক মুসলমান কোন ও কাম কাজ করে না ।
শুধু ঘুম আর ঘুম ।
কাজ কর্ম না করে, খিটখিটে মেজাজ নিয়ে রমজানের রোজার সওয়াব পাওয়া যায় না।
রোজা রেখে ঘুমাতে থাকে।
'যদি মাইক ও লাউডস্পীকার এর আওয়াজ শুনি তবে তার কেটে মাইক ও লাউডস্পীকার জব্দ করা হবে'।।
আপনি ঠিকই বলেছেন
রাইট
সহমত ভাই
ভাই আরও বেশী বেশী টপিক আপলোড করুন আমিন আল্লাহ হু আকবর,,,, আল্লাহ তায়ালা আপনাকে নেক হায়াত দান করুন,,,,,
ভাই এতোদিন কোথায় ছিলেন,আপনাকে খুব মিছ কোরেছি।
আপনার বক্তব্য আমার কাছে খুবই ভাল লেগেছে। সকল উপদেশ সকাল বার্তা সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরী মনে করছি।
আমি আপনার সবগুলো ভিডিও শুনেছি। দীর্ঘদিন আপনার কোন ভিডিও আসতেছিল না। অবশেষে অপেক্ষার পালা শেষ। অনেক অনেক শুভকামনা আপনার জন্য
অনেক কনফিউজ,আর গবেষণা করে আপনাকে পেলাম সজল ভাই❤
প্রথম আপনার আলচনা সুনেছিলাম আব্দুল্লাহ হুজুরের সাথে আমি আপনাকে ভুল বুজেছিলাম তার পর আপনার আলচনা একদিন পুরাটা সুনলাম আপনার একটা বইও আমি নিছি পরে এবং আপনার কথা গুলি শুনে মনে হলো এই প্রথম কাওকে পেলাম যে সত্য কোরআনের কথা বলে আল্লাহ আপনাকে ভাল রাখুক সব সময়
দীর্ঘজীবি হন, ইসলামের সত্য বা হক বলার জন্য।আমিন।
প্রকৃত ইসলাম তুলে ধরার জন্যে আপনাকে আন্তরিক ধন্যবাদ। মোল্লাদের গোঁড়ামী আর মুর্খতা থেকে আল্লাহ সবাইকে হেফাজত করুন।
লেকচারটা খুব ভালো লাগলো। অনেক জ্ঞান অর্জন করলাম। ধন্যবাদ সজল রোশন ভাই।
আপনার ভিডিও দেখে অনেকে সঠিক পথ খুঁজে পেয়েছেন
অসাধারণ অালোচনা স্যার।
কৃতজ্ঞতা সবসময়। 💞💞
ধন্যবাদ আপনাকে, সত্য বড় তিতে-বা বিস্বাদ!
আলহামদুলিল্লাহ, সুন্দর এক আলোচনা শুনলাম, আল্লাহ সবাইকে বুজার তৌফিক দান করুক।
মাশাল্লাহ
এই লোক তো খুব ভাল ভাল কথা বলেন। ভক্ত হয়ে গেলাম।
ঈমানের সরল পথে অনেক উপকৃত হয়েছি , অনেক দোয়া
মহান রাব্বুল আলামীনের নিকট এই দোয়া করছি, তিনি আপনাকে আমাদের জন্যে তোহফা হিসেবে পাঠিয়েছেন, আপনার সব সময় সুস্থ রাখুন, হেফাজতে রাখুন, সমগ্র বিশ্বের মুসলমানদের ধর্মান্ধতা ডুবে আছি, সত্যিকারের আল্লাহ'র দাস হতে পারবোনা, বর্তমানের ধর্মীয় নেতারা ভূলপথে পরিচালিত করে এসেছে, আজ
আপনার আলোচনায় ভাল, লাগছে,
অনেকের বেবসা বন্ধ হয়ে যাবে, সত্য বলার জন্যেই আপনাকে কাফের মুরতাদ বলেছে, সমাজের এসব হুজুরদের ত্রুটিগুলো ধরিয়ে দিলে মানুষের উপকার হবে, সত্যি বলে অন্যদের জানাতে সাহায্য করুন, আল্লাহ আপনার মংগল করুন
Alhamdulliah. You have opened our eyes by extracting the truth of Islam. Your detailed logical explanation with references is undoubtedly splendid.Please keep posting videos like this. May Allah protect and bless your Sir.
বহুদিন অপেক্ষার এবার নতুন ভিডিও পেলাম , এখনও দেখিনি ডাউনলোড করে তারপর দেখব , যাতে করে বারবার দেখতে পার ,
নববর্ষের শুভেচ্ছা রইল
অনেক ভালো লাগলো,সঠিক কথা,নীরভেজাল কথা,সহজ কথা ।
আমাদের মোল্লারা ইসলামের আসল উদ্দেশ্য বদলে দিচ্ছে। অনেক ধন্যবাদ ভাইয়া এত চমৎকার আলোচনার জন্য।
অনেক ধন্যবাদ সজল ভাই।
"ছালাম রইল "আল্লাহ বলেন, আমার কোরআন না মানলে আমি তোমাদের স্থলে এমন এক জাতি প্রেরণ করব যারা সঠিকভাবে এটা মানবে।তাই তোমরা সাবধান হও। বহুদিন হয়ে যাওয়ার কারণে পূর্বে যারা এইরকম আচরন করেছিল তাদের সাথে আমি কি আচরণ করেছিলাম তা কোরআনে উল্লেখিত বিভিন্ন গজব সমুহ। সজল ভাই এই কথাগুলো যেদিন থেকে আমি পড়লাম বা জানলাম সেদিন থেকেই আমি বিশ্বাস করি আল্লাহ্ আল্লাহর কোরআনের পথ, সরল ওসঠিক পথ একদিন প্রতিষ্ঠা করবেনই।সে আমি জীবিত থাকা অবস্থায় অথবা মৃত্যুর পর।সারা পৃথিবীতে প্রচলিত হাদিস অনুসারে ইসলামের পতনের যুগ সম্ভাবত এখনই।তারই এক সোচ্চার কণ্ঠ আপনার। আপনাকে দিয়েই শুরু হোক এই পথের যাত্রা। "আমিন " । জানিনা আপনার এতো ব্যস্ততার ভীতর আমার এই লেখা পড়বেন কিনা যদি পড়েই বসেন তবে একটা রিপ্লাই দিবেন।
ভাই আপনাকে আমার হৃদয়ের অন্তর থেকে ধন্যবাদ। আপনি আরো ভিডিও দিন।
অনেক অপেক্ষার পর ভিডিও পেয়ে খুব ভালো লাগছে স্যার
This 44 min helps me to become a better Muslim. May Allah bless you.
মাসে তো অন্তত একদিন ইসলামি আলোচনা করতে পারেন ভাই।
kotha bolte onek pora shuna korte hoy vai andaji pandaji kotha bolte din rat shob shomoy bola jay.tar upor abar dormo niye kotha. so bujte hobe onek hishab nikash niye kotha bolte hoy.apni joto bashe bashe kotha bolben totho vul howar shombabona thake....
@@razibhb826 আবুল-বক্বর বিন আল-খিঞ্জির কি আর চুদি আরব জন্মায়? আদৌ না বাংলাদেশে।
@@razibhb826 asolei to vai.. Aita vebe dekhi nai.. U r8
অনেক কিছু জানলাম অনেক কিছু শিখলাম। ধন্যবাদ। ❤️❤️
নিশ্চয়ই আমি এ কোরআনে মানুষকে বিভিন্ন উপমার দ্বারা আমার বাণী বুঝিয়েছি। সব বস্তু হতে মানুষ অধিক তর্কপ্রিয়। (আল কোরঅান. সূরা কাহাফ. আয়াত ৫৪)
আলহামদুলিল্লাহ মাশা-আল্লাহ। সত্যি স্যার আপনার এক একটা কথা যেন কোটি টাকার চেয়ে ও দামী। আপনার প্রতি রইলো অনেক অনেক দোয়া ও শ্রদ্ধা। আপনার দীর্ঘ হায়াত কামনা করছি আমিন।
খুব সুন্দর স্পষ্ট ভাষায় বুঝিয়ে বলেছেনঃ 30:26 এতটুক গবির ভাবে শুনছি বাকী টুকু শুনার চেষ্টা করছি অনেক গুরুত্ত পূর্ন আলোচনা🌅
আপনার যুক্তির কাছে বাংলাদেশের কথিত বড় বড় ধর্ম ব্যবসায়ী ও দাড়াতে পারবে না।
ধর্ম ব্যবসা হারাম,
Sajal vai Right
ভাই সজল অশেষ ধন্যবাদ। বাংলাদেশের মুসলমানদেরকে যেভাবে খন্ডে খন্ডে বিভক্ত করছেন একদল ইসলামী স্কলার নামদারী, যা আমার মতে পৃথিবীর কোন দেশে এ পরিস্থিতি নেই। বাংলাদেশের ইসলাম ধর্মকে কোথায় নিয়ে যাচ্ছে বলা মুশকিল।আল্লাহ আপনি এদেশের সহজ সরল মুসলমানদেরকে রক্ষা করুন।
👍💥আসসালামু আলাইকুম, অনেক দিন পরে এলেন খুব ভালো লাগলো। শুভেচ্ছা ও সুস্থ থাকার শুভকামনা রইল আপনার জন্য। মহান আল্লাহ দয়াময় আপনাকে সম্মান জনক নেক হায়াত দান করুক। 💥✌️
অন্তর্দৃষ্টি খুলে গেল! ধন্যবাদ ভাইয়া!
স্যার অনেক অপেক্ষার পর অবশেষে রমজান মাসের জন্য আপনার একটা ভিডিও উপহার হিসেবে পেলাম।
ঈমানের আলোচনা শুনলাম চেষ্টা করব এইভাবেই ঈমান মজবুত করতে
আসসালামুয়ালাইকুম ভাই আপনার মন্তব্য খুবই ভালো লাগে। মহান আল্লাহ তাআলার আপনাকে এবং আমাদের কে উত্তম প্রতিদান দান করুন,,, আমিন
আল্লাহ আপনাকে সত্য প্রচারের সহায়ক করুন। আমিন।
অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো৷ প্রিয় ভাই।💖💖
আমি কি বলবো ভাষা খুজে পাচ্ছি না, কৃতজ্ঞ আপনার কাছে,! আল্লাহ আপনার ভালো করুক প্রিয় ভাই ❤️
ভাই সাবাস, আল্লাহ আপনাকে উত্তম তাই দান করুক। ধর্মের প্রকৃত সত্য আপনার কাছে পাওয়া গেল, চালিয়ে যান😄
ভাই সাবাস, আল্লাহ আপনাকে উত্তম তাই দান করুক। ধর্মের প্রকৃত সত্য আপনার কাছে পাওয়া গেল, চালিয়ে যান সত্যগুলো আমাদের জানান বইয়ের অর্ডার দিয়ে দিয়েছি
চমৎকার এক আলোচনা। খুব ভালো লাগলো।
আপনার ভিডিও দেখার পর থেকে আমার কোরআন পড়ার আগ্রহ সৃষ্টি হয়। তারপর আমি অর্থ বুঝে কোরআন পড়ছি। এবং আপনার বক্তব্যের সাথে কোরআন অনেকাংশেই সামঞ্জস্যপূর্ণ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঠিক ব্যাখ্যা শোনানোর জন্য।
কিন্তু ভাই আপনার মনের আশা তো পূরণ হবে না কারণ অনুবাদ গুলো করেছে ধর্মব্যবসায়ী মোল্লারা আর ওতে অনেক রকমের অনুবাদের ঘর মিল পাবেন 100% , মানে আপনি যে সত্য জানতে চাইছেন সেটা ঠিক মত জানতে পারবেন না, মন গড়া অনুবাদের কারণে
সালাম ভাই। অনেক দিন পর নতুন ভিডিও। মনে হচ্ছে প্রানের খোরাক এসে গিয়েছে। ধন্যবাদ ভাইয়া।
Subhanallah!
What should we have done and what we are doing! Never any Shayekh, Moulana, Imam stirred my thought in this way.
Thank you, brother.
স্যারের প্রতি আরও ভালোবাসা বেড়ে গেল। 😍😍😍
সজলের কথাগুলো শোনার জন্য সকলের প্রতি আহ্বান জানাই - অন্তত শুনুন ।
সজল সাহেবের বক্তব্য শুনলে শত দুঃখ কষ্টের মাঝেও বুকটা শান্তিতে ভরে যায়।
@@mdnazrul7509 সত্য কথা শুনলে আত্মা শান্তি পায় - আল্লাহ প্রদত্ত এই সুখ ।
মাশাআল্লাহ, আমি মনে করি আল্লাহ আমাকে গত 15 দিন হলো সঠিকটা জানার তৌফিক দান করেছেন।
ভাই, আপনার কাছে বিনয়ের সাথে অনুরোধ করব,আপনার এই সত্য ইসলাম প্রচার চালিয়ে যাবেন। আপনার লেকচার শুনে জিবনটাই বদলে যাচ্ছে। আল্লাহ আপনার ও আপনার পরিবারকে ভাল রাখুক।
সাইফুল ইসলাম
বি-বাড়িয়া,নবীনগর,ফতেহপুর।
বর্তমানে কাতার প্রবাসী।
ইসলামের নামে মনগড়া নিয়মকানুন ও বিভিন্ন অপব্যাখ্যা সচেতন সাধারণ মানুষকে ধর্ম বিমুখ করে, আর ধর্ম বিমুখ তথা বিভ্রান্ত মানুষ গোটা পৃথিবীর জন্য বিপদজনক।
আপনার এই যৌক্তিক ও বিশ্লেষণ ধর্মী আলোচনা আমার মতে যুগোপযোগী ও মানুষের জন্য কল্যাণকর।
আমি আপনাকে আল্লাহর জন্য ভালবাসি কারন আপনি আল্লাহ ও রাসুলের কথা বলেন তাই। আল্লাহ আপনার কল্যান করুন। আমিন।
ঈমান নিয়ে এরকম আলোচনা এর আগে কোন ইসলামি বিশেষজ্ঞ দিয়েছে কিনা আমার জানা নাই ধন্যবাদ ভাই আপনাকে
মাশা'আল্লাহ আপনার পূর্বের ভিডিওর সাথে দ্বিমত থাকলেও এই ভিডিওটা খুবই অর্থপূর্ণ । আল্লাহ আপনার ওপর শান্তি বর্ষিত করুক।জাজাকাল্লাহ। সঠিক, ভুল বোঝার তৌফিক দিন আল্লাহ।
সঠিকভাবে এগোচ্ছেন।আল্লাহ সাহায্য করুন।আর ব্যবসায়ী ইসলাম বিক্রেতাগুলিকে নিশ্চিত আল্লাহ ব্যবস্থা নেবেন
#CORRECTION
14:16
"তুমি প্রজ্ঞা ও সুন্দর কথার দ্বারা মানুষকে তোমার রবের পথে ডাকো, এবং এ সুন্দরতম পন্থায় তাদের সাথে বিতর্ক করো।"
সূরা আন-নাহাল, আয়াতঃ ১২৫
ভাই তুমি যেগুলো বলো সবই ছোট বেলা থেকে মেনে আসছি কিন্তু চলার পথে সাহস কম ছিলো তোমার ভিডিও শুনে শুনে এখন আমি সাহসী হয়েছি,এর সাথে সাথে অপবাদও পেয়েছিএমনকি নাস্তিকও হয়েছি।প্রনাম তোমাকে,সেলুট তোমাকে, সালাম হাজার সালাম তোমাকে 👍
অহরহ এসব উপাধি পাচ্ছি, ভাই।
@@atikshaharia7211 অহরহ উপাধি পাচ্ছেন মানে কাকে কি বুঝাতে চেয়েছেন
জনাব সজল সাহেব আপনার দীর্ঘায়ু কামনা করছি ।
সজল ভাই মুসলিম জাতির জন্য আলাদা আধুনিক বিজ্ঞান-প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান তৈরির গুরুত্ব নিয়ে আলাদা একটা ভিডিও বানাবেন..কারণ মুসলিমরা এসব সম্পর্কে একে বারেই অজ্ঞ..অতচ তারাই এসবে একদিন এগিয়ে ছিলো...মুসলিম জাতির উন্নতির জন্য বিকল্প পদ্ধতি দরকার
Reply please
বেয়াদবি মাফ করবেন। একটু কারেকশন করে নিন ভাই।
ব্যাপকভাবে বুদ্ধিবৃত্তিক চর্চা ও প্রযুক্তিগত উন্নয়ন হলেই মুসলিম জাতির উন্নয়ন ঘটবে না। মুসলিম জাতি তখনই হারানো গৌরব ফিরে পাবে যখনই তারা ঐ গৌরবান্বিত সময় থেকে শিক্ষালাভ করবে এবং তদনুযায়ী কাজ করবে ইন-শাআল্লাহ। মুসলিম জাতির পুনর্জাগরণের জন্য ফর্মোস্টলি কী দরকার?
আল্লাহর হুকুমানুসারে কুরআনভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা - এটাই হচ্ছে সবচেয়ে বেশি উন্নয়নের মূলমন্ত্র।
@@abdullahzaman7123কখায় আছে না বলে আর একটা বোঝে আর একটা..সেটাই হইছে আপনার..কোরআন বাংলা অনুবাদ সহ অনুযায়ী শিক্ষা বাধ্যতামূলক..এটা সবাই জানে..এটা কি আবার আমায় রিপিট করতে হবে!! বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা বাদ দিয়ে কবিরাজের দোকান দিয়ে বসেন
@@NRFP জাযাকাল্লাহ। আমি মৌলিকভাবে কিছু বলতে চেষ্টা করেছিলাম। আপনি যে বললেন বর্তমান মুসলিমরা জ্ঞানে-বিজ্ঞানে একদমই অজ্ঞ এবং তাদের উন্নতির জন্য বিকল্প পদ্ধতি দরকার, তাঁর সুরাহা হিসেবে আমি খুবই ফান্ডামেন্টাল একটা তত্ত্ব এনেছি যা দ্বারা বিশ্বব্যাপী বর্তমান মুসলিম কমিউনিটি আবারও সোনালী যুগ ফিরে পাবে। হোক সেটা ঈমান-আমলে, সামাজিকভাবে, রাজনৈতিক অঙ্গনে, বুদ্ধিবৃত্তিক চর্চা, জ্ঞানতাত্ত্বিক পর্যালোচনা, বিজ্ঞান-প্রযুক্তিগত উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামরিক শক্তি - সব মানবীয় ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
এখনও আমাকে কবিরাজের পেশা ধারণ করতে হবে?
@@abdullahzaman7123 ভাই💚💚
একেবারে সত্য কথা বলেছেন। আর ধর্ম ব্যবসায়ী আজাজিল মোল্লারা ইসলাম ধর্মকে স্রেফ মরা মানুষের ধর্মে পরিণত করেছে। সজল ভাই আমাদের প্রকৃত আলো দেখাবেন!❤️
সজল ভাই' এতোটা ভালো বক্তব্য কোন শায়েখদের কাছে শুনিনা। যদিও আপনাকে পেয়েছি একজন অজ্ঞেয়বাদীর মাধ্যমে। আলহামদুলিল্লাহ। সত্য ও আসল দিকেই আপনার বক্তব্য। চলুক চলতে থাকুক। নিশ্চই আল্লাহই উত্তম প্রতিদানের মালীক। আপনার ফেবু টা পেলে ভাল হতো। জাজাকাল্লাহ খাইরান♥
নিয়মিত আপনার ভিডিও দিলে খুশি হবো প্রিয় ভাই।
ধন্যবাদ।
মাশাআল্লাহ। ধন্যবাদ নতুন ভিডিও দেয়ার জন্য
সজল ভাই,আপনি নিয়মিত ইসলামের কথা বলতে থাকেন।অন্ততপক্ষে আমরা উপকৃত হব।
সজল ভাই আপনি এই যুগের ইসলাম ধর্মের
প্রকৃত পথ প্রদর্ষক।
আমাদের ধর্ম প্রচারক হুজুররা যদি আপনার থেকে শিক্ষা নিয়ে ধর্ম প্রচার করতেন তা হলে
ইসলাম ধর্ম হতো সর্বচ্চ স্থানের অধিকারী।
আর ধর্ম প্রান মুসলিমরা শেষ বিচারে আল্লাহর নিকট জবাব দানের সঠিক রাস্তা পেতেন।
আপনি ধর্ম প্রান মুসলিমদের কোরআন পড়া
এবং জানার আগ্রহের সৃস্টি করেছেন।
আল্লাহ আপনার মংগল করুন।
সত্য সঠিক তথ্য জানানোর জন্য আপনাকে ভালো বাসি মহান আল্যাহ আপনাক জাজা খায়ের দান করুন
আলহামদুলিল্লাহ, ভাই, খুব সুন্দর লেকচার দিয়েছেন মাশাআল্লাহ! অনেক সময় নিয়ে গুছিয়ে গুরুত্বপূর্ণ সব তথ্য উপস্থাপন করেছেন আলহামদুলিল্লাহ!
আল্লাহ আমাদের সবাইকে সঠিকটা বুঝার তৌফিক দান করুন
I think 🤔 you are a perfect 🥰 Musalman.....and a good man for World...salute to you from Kolkata
আল্লাহ আপনার জ্ঞান আরও বাড়িয়ে দিক এই দোয়াই করি
সজল ভাই কে ধন্যবাদ এগিয়ে যান দোয়া অফুরান ফি আমানিল্লাহ
শেয়ার করার অপশন পেয়েছি এবং বক্তব্যটির শেয়ার করে দিয়েছি। আল্লাহ আমাদের সকলকে কুরআন ও হাদিস থেকে জ্ঞান অর্জন পূর্বক সত্যিকারের মুমিন হওয়ার তৌফিক দান করুন।
আচ্ছালামুআলাইকুম ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে কারণ আপনার সৎ সাহসের প্রশংসা করতে হয়। আপনার কথা গুলো বুঝতে হলে আল্লাহর হেদায়েত প্রাপ্ত হতে হবে না হয় এই ভাষা বুঝতে পারবে না। আপনাকে নিয়ে বাজে মন্তব্য করতে দেরি করবেনা। আমি মনে করি আপনি ধারাবাহিক ভাবে চালিয়ে যান।
সত্য, সুন্দর, স্পষ্ট কথা। ভাই অনেকদিন থেকেই আপনাকে ভালোবেসে ফেলেছি।
সজল ভাই এরই নাম তাফসীর ধন্যবাদ আপনাকে
একটি প্রজ্ঞাময় বক্তব্য শোলাম!
এত সহজ সরল ভাষায় ইসলামের বানী প্রচার করার মতো আলেমের সংখ্যা কম ।
অপেক্ষা করি আপনার ভিডিও এর জন্য ভাই।
আসসালামু আলাইকুম সজল ভাই ধন্যবাদ,
ইসলামের খেদমতে সামান্য হলেও কাজ করা জন্য।
আল্লাহ বলেছে পড়তে জানতে আর আমরা রেডিমেট ফর্মুলার জন্য চাতক পাখির মত চেয়ে বসে থাকি আমাদের পছন্দোর হুজুরদের দিকে তাকিয়ে, এবং হুজুর যেটাই বলুক সেটাই আমার সহীহ মনে করে অন্যের উপরে সেটা মানতে বাধ্য করার নিয়ত করে বসে আছি