Kolkata to Imphal | মণিপুরে কি এখন বেড়াতে যাওয়া যাবে? Imphal City Tour | ExS Manipur Tour Part 1 nw

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 ноя 2024

Комментарии • 813

  • @tathagatadasgupta
    @tathagatadasgupta 3 месяца назад +88

    শিবাজী বাবু খান সারেং
    ক্যামেরা খানা ধরেং
    ডাইনে বাঁয়ে নাড়েং
    দর্শকেরা তাই দেখে
    বলে "চমৎকারেং -
    আপনি দেখি মশাই
    সবকিছুই পারেং!"
    মনিপুর এই অসাধারণ পর্বের প্রথমেই আমার ও মনে হয়েছিল পৃথ্বী বাবুর কোন মণিপুরনৃপদুহিতা মনে ধরবে এবং বলে উঠবেন
    তোমারে চিনি,
    তাপসিনী।
    মোর পূজায় তব ছিল না মন,
    তবে কেন অকারণ
    মোর দ্বারে এলে তরুণী,
    কহো কহো শুনি॥
    এক কথায় এই আশা নস্যাৎ করে দিলেন তিনি |
    মণিপুরের এর এত অজানা তথ্য আমার জানা ছিল না | এই অসাধারণ প্রতিবেদনের ভিত্তিতে আবার বুঝলাম " সত্যি আমি কত কম জানি" | দুর্দান্ত লাগল স্থানীয় খাদ্য, হাটে বাজারে দুর্দান্ত অভিজ্ঞতা |
    এয়ার ইন্ডিয়ার বিমান পরিসেবকদের আপ্যায়ন সত্যি প্রশংসনীয় | এই অসাধারণ পরিবেশনার জন্য অনেক অভিনন্দন |

  • @arpitadas3492
    @arpitadas3492 3 месяца назад +11

    ইম্ফল নামটি শোনার সাথে সাথে আমার প্রথমেই মনে পড়ল লেখক উপন্যাসিক বুদ্ধদেব গুহ,র কথা।
    দারুণ মানস ভ্রমণ হলো।
    ধন্যবাদ আপনাদের দুজনকে।

  • @sekharroy7878
    @sekharroy7878 3 месяца назад +3

    কর্মসূত্রে প্রায় পনেরো বছর আগে মণিপুরের বিভিন্ন জায়গায় গিয়েছি। খুব ভাল লেগেছিল। শিবাজীর তথ্যসমৃদ্ধ ভাষ্য খুব ভাল লাগল।

  • @nirmalkumarroy1159
    @nirmalkumarroy1159 3 месяца назад +21

    মনিপুরের আদি নাম ছিল ....কাংলেইপাক । আপনার ভিডিও টা দেখার পর আমার মনিপুর ভ্রমণ এর কথা মনে পড়ে গেল। আমি ২০২১ এর মে মাসে মনিপুর গিয়েছিলাম । আপনার ভ্রমণ বৃত্তান্তের বর্ণনা ভালো লাগলো।

    • @IndrajitDeb-t3o
      @IndrajitDeb-t3o 3 месяца назад +1

      ভদ্রলোক বাচ্চা দেখ মনিপুর

  • @shibanibiswas217
    @shibanibiswas217 3 месяца назад +1

    কী অপূর্ব লাগল ফ্লাইট থেকে দেখা মণিপুর❤চোখ মন প্রাণ জুড়িয়ে গেল ❤
    ভীষণ ভালো লাগল মণিপুরের ভিডিও … ওখানকার মানুষ, প্রকৃতি এবং খাওয়া দাওয়া … সবমিলিয়ে অসাধারণ একটি পর্ব দেখলাম❤
    এত সুন্দর একটি ভিডিও উপহার দেওয়ার জন্য শিবাজীদা ও পৃথ্বিজিৎ দা( আজ পৃথ্বিরাজ বলিনি) -এর জন্য একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইল ❤

  • @pijusroy3234
    @pijusroy3234 3 месяца назад +1

    1993 year e gie chilam kajer jonno... totally change..khub valo laglo..

  • @subho186
    @subho186 3 месяца назад +2

    আমরা মনিপুর গিয়েছিলাম ২০১৮ তে। তখন কোনো গন্ডগোল ছিল না। আপনার ব্লগ দেখে আবার চোখের সামনে সব ভেসে উঠছে।

  • @musharrofshuhan6437
    @musharrofshuhan6437 2 месяца назад +1

    বাংলাদেশ থেকে অনেক অনেক শুভকামনা,,,অত্যন্ত মানসম্মত ও শেখার মতো একটা চ্যানেল, ❤❤❤❤

  • @ManjusreeChakraborty-k7z
    @ManjusreeChakraborty-k7z 3 месяца назад +4

    প্রথম দিনের বেড়ানোর বিবরণ এবং ছবি দেখার পর মনটা আমার আনন্দে ভরে গেল। অবিবক্ত আসামের ডিব্রুগড়ে আমার জন্ম এবং শৈশব ও কৈশোর বেলা কাটে।আপনার ক্যামেরায় দেখা অপার প্রাকৃতিক দৃশ্য স্মৃতিমেদুর করে তুলেছে মনকে।সন তারিখ সহ এত সুন্দর ঐতিহাসিক বিবরণ দিয়েছেন যা অনেক ভ্রমণের ভ্লগে পাওয়া যায় না।অশেষ ধন্যবাদ। অধীর আগ্রহে পরের পর্বের অপেক্ষায় রইলাম।

    • @IndrajitDeb-t3o
      @IndrajitDeb-t3o 3 месяца назад +1

      ভদ্রলোক বাচ্চা দেখ মনিপুর

  • @dalimkumersarkershohag2390
    @dalimkumersarkershohag2390 3 месяца назад +21

    আপনার কথা বলার ধরন অসম্ভব সুন্দর। প্রাণবন্ত এবং হাস্যজ্জল মুখখানা নিয়ে এভাবেই এগিয়ে চলুন। ভালো থাকবেন। 😘😘😘

    • @IndrajitDeb-t3o
      @IndrajitDeb-t3o 3 месяца назад +1

      ভদ্রলোক বাচ্চা দেখ মনিপুর

  • @artislife8103
    @artislife8103 3 месяца назад +15

    ভীষণ ভালো লাগলো , ওখানকার পরিবেশ , মানুষের মিষ্টি ব্যাবহার , খাওয়া দাওয়া , সংস্কৃতি , অসাধারণ নৈস্বর্গীক সৌন্দর্য , সাথে শিবাজী দা এবং পৃথিজিৎ দার অন্যবদ্ধ জুটি। ❤ সারাদিনের কর্মব্যাস্ততায় আপনাদের এই ভিডিও মনে স্নিগ্ধতা আনে। ভালো থাকবেন আপনারা 🌸

    • @IndrajitDeb-t3o
      @IndrajitDeb-t3o 3 месяца назад +1

      ভদ্রলোক বাচ্চা দেখ মনিপুর

  • @jayasreedas952
    @jayasreedas952 3 месяца назад +6

    ‌দারুন লাগলো ‌আপনাদের‌এই মনিপুর‌ সিরিজ।সুবুজ কে‌ অনেক বেশি উপলব্দি করলাম।মনিপুরের‌ খাবার থালি বেশ জমজমাট।বাজারে মেয়েদের আধিপত্য নারীদের স্বাধীনতা এক চরম অধিকার চোখে পড়ল।খুব ভালো লাগলো ।সুস্থ ও ভালো থাকবেন ধন্যবাদ ।

    • @akooldas9709
      @akooldas9709 3 месяца назад +1

      The original name of Manipur was KANGLEIPAK.

    • @IndrajitDeb-t3o
      @IndrajitDeb-t3o 3 месяца назад +1

      ভদ্রলোক বাচ্চা দেখ মনিপুর

  • @pranabshil7796
    @pranabshil7796 3 месяца назад +3

    আমি পোষ্টেড ছিলাম , মণিপুরের (লিমাকোং) এ। , খুব খুব সুন্দর জায়গা ও প্রাকৃতিক , সত্যি মণিপুরের সব যায়গা গুলো দেখে আবার সেই পুরনো দিন গুলোর কথা মনে পড়ে গেলো ,সত্যি অসাধারণ ❤❤❤❤❤ jai hind 🫡 jai bharat 🫡

    • @IndrajitDeb-t3o
      @IndrajitDeb-t3o 3 месяца назад

      ভদ্রলোক বাচ্চা দেখ মনিপুর

  • @swapansantra8652
    @swapansantra8652 2 месяца назад

    এমনি প্রাকৃতিক দৃশ্য আমার দুচোখ দেখেছিল কলকাতা থেকে গৌহাটি ল্যাড করার আগে 2006 সালে, আবার দেখলাম এখানে। অসাধারণ!মনোমুগ্ধকর! হৃদয় ছোঁয়া আপ্লুত দৃশ্য!
    ধন্যবাদ তোমাদেরকে!

  • @arnabbose4332
    @arnabbose4332 3 месяца назад +3

    ঝকঝকে উপস্থাপনা।।।। যতদূর মনে পড়ছে বিমান যখন ওই লেক টার উপর দিয়ে অতিক্রম করে দারুন সুন্দর লাগে, আপনাদের এই ভিডিও তে কেন এলো না বোঝা গেল না। হয়তো রিটার্ন ফ্লাইট এর জন্যে তুলে রেখেছেন। যাইহোক দারুন উপভাগ্য আপনাদের প্রয়াস। আজকের দিনের সেরার সেরা শিবাজীর সাদা শার্ট।।।। ভালো থাকবেন।

  • @niranjanhaldarveena
    @niranjanhaldarveena 3 месяца назад +1

    আমরা সপরিবারে মণিপুর গিয়েছিলাম ২০০৯ তে। স্বাভাবিক, আমার চোখ দেখা ও চেনা যায়গা গুলো খুঁজছিল, আগামী পর্ব গুলোতেও সাগ্রহে খুঁজবে।

    • @IndrajitDeb-t3o
      @IndrajitDeb-t3o 3 месяца назад

      ভদ্রলোক বাচ্চা দেখ মনিপুর

  • @ayushsarkar3899
    @ayushsarkar3899 3 месяца назад +1

    শিবাজীদা ভিডিওটি খুব সুন্দর লাগলো, মণিপুর সম্পর্কে যে ধারনা ছিল এই পর্বটি দেখার পর পুরো ধারনাটা বদলে গেল,এক আলাদাই অভিজ্ঞতা ধন্যবাদ ❤❤

  • @Tandra-sm9do
    @Tandra-sm9do 3 месяца назад +2

    Dadas very interesting...onekdin Manipur jabar icche. Apnader video ta bhison informative. Apnar way of explanation and Prithwijitda r sense of awesome humour really adds extra mileage to your all the videos.
    All the best!

  • @nibeditachakraborty357
    @nibeditachakraborty357 3 месяца назад

    পুরো ভিডিওটা অতুলনীয়। অচেনা জায়গা চিনলাম। ভীষন ভালো লাগলো। জয় হোক তোমাদের।

  • @rajibghosh56
    @rajibghosh56 3 месяца назад +1

    প্রতিবারের মতো এই সিরিজের শুরু বেশ সুন্দর করে হলো আমাদের সকলের জন্য আরো একটা পছন্দের সিরিজ হবে বোঝাই যাচ্ছে ❤

  • @jayantasikdar6253
    @jayantasikdar6253 3 месяца назад +2

    মণিপুরের প্রথম খুবই ভালো লাগলো। ভালো থেকো সুস্থ ভাবে বেরিয়ে আসবে এবং তার সঙ্গে সুন্দর সুন্দর জায়গা দেখব এই আশাতেই থাকলাম।❤️

    • @IndrajitDeb-t3o
      @IndrajitDeb-t3o 3 месяца назад

      ভদ্রলোক বাচ্চা দেখ মনিপুর

  • @aniteshroy1998
    @aniteshroy1998 3 месяца назад +1

    Manipur series a apnar daoa ei information amar CGL exam e esechiloo.... Khub informative video dada.. Apni akjon hidden 💎... Ami r amar Ma apnar darun follower ❤❤
    North East is also hidden treasury for India 😊

  • @niveditaroy2964
    @niveditaroy2964 3 месяца назад

    Darun laaglo Imphal city tour. Govind jir mondir khoob shundor. Thanks for sharing.

  • @tapassarkar9221
    @tapassarkar9221 3 месяца назад +42

    Shibaji da ke.. K. K. Valo baso... 1 like for... Dada❤

    • @IndrajitDeb-t3o
      @IndrajitDeb-t3o 3 месяца назад +1

      ভদ্রলোক বাচ্চা দেখ মনিপুর

  • @goutamgupta746
    @goutamgupta746 3 месяца назад

    সত্যি মনিপুর ভ্রমণ এত সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন খুব ভালো লাগলো মনিপুর সম্বন্ধে অনেক অজানা তথ্য জানলাম।

  • @goutamdas8614
    @goutamdas8614 3 месяца назад +2

    Kolkata To Imphol Flight Sathe Sundor Megher khala dekhlam assadharon, Monipur Travel Vlog Darun Enjoy Korchi👌😍Thanks To Explorer Shibaji O Prithijit. 🌹💐

  • @BISWADIP-m
    @BISWADIP-m 3 месяца назад +1

    এক নতুন সিরিজ শুরু হল জানি অন্যান্য সিরিজ এর মতোন এটিও তুলনায় অনেক বেশি ভালো হবে আশা করছি prithiwjit babu o shivaji babu onek dhonyobad ❤❤❤❤❤❤❤❤🎉🎉

  • @rahulbardhanroy5160
    @rahulbardhanroy5160 Месяц назад

    খুব সুন্দর ভাষার ব্যবহার করেছেন, যা আগাগোড়া শুনতে খুবই ভালোলাগছিল। খুবই সুন্দর একটি ভিডিও, খুব ইনফরমেটিভ, খুব ভালো লাগলো। দুই বন্ধুকেই অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি ভিডিও উপস্থাপনা করার জন্য। ভালো থাকবেন ও ভালো রাখবেন 🙏🏻

  • @GopalKumarMondal-qg7qc
    @GopalKumarMondal-qg7qc 3 месяца назад +2

    Thik bolechen Modi toh ekhono Manipur jete parlo na kintu amader Banglar dui RUclipsr Shivaji & Prithwijeet Manipur ghure elen.
    Asadharan photography, bhasar barnana, very informative. Khub sundor blogging hoyeche hoyeche.

    • @SpuNkOriOn
      @SpuNkOriOn 3 месяца назад

      Se to mamata ou aslo na coochbehar... coochbehar to konodino Bengal er part chilo na...500 bochor age theke koch Raja der rajotto chilo ajker coochbehar a r kichu ta West Assam a r kichu ta ajker Bangladesh a...1948 a chukti holo Govt of India er sathe j alada state hisebe thakbe tarpor hothat kore 1950 a West Bengal er ekta district hoye gelo...apnader moto Kolkata basi ra sobsomoy e North Bengal k bonchona kore gechen..sudhu ghurte asa chara kono government e kichu kore nai..sob infrastructure health education industry sob south bengal ei toiri korechen.

  • @rajkumarmaji-rq1cr
    @rajkumarmaji-rq1cr 3 месяца назад +2

    দাদা দুই বন্ধু ভিডিও আমার খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাদের দাদা আমি এখন দিল্লী থেকে দেখছি 👍👍👍👍👍👍👍

  • @provakarsarkar1951
    @provakarsarkar1951 3 месяца назад +2

    দুই দাদাকে জানাই প্রনাম।দাদা এ ভাবে ভালো ভালো ভিডিও কারেজান।আপনাদের ভিডিও একটু আস্তে দেরি হলে মন খুব খারাপ করে।

  • @anik.yt.93304
    @anik.yt.93304 3 месяца назад

    কি দারুন দৃশ্য শিবাজী দা মনে হয় পথে বেরিয়ে যায় তোমাদের জার্নিং শুভ হোক ভালো থেকো দুই দাদা🎉🎉🎉

  • @sharbanichatterjee1453
    @sharbanichatterjee1453 3 месяца назад +1

    Dada,Air India er flight theke nicher Manipur k jevabe dakhalen apni otei mon vore gelo....ki asadharon!!again durdanto ekta video...😊😊😊

  • @nibeditasarkar4404
    @nibeditasarkar4404 3 месяца назад

    ভীষন প্রিয় মানুষ আপনারা 2জন।।। প্রত্যেকটা vlog দেখার চেষ্টা করি।। কখনও ইচ্ছে সামনে থেকে 2জন কে দেখার।।। ❤❤❤

    • @IndrajitDeb-t3o
      @IndrajitDeb-t3o 3 месяца назад

      ভদ্রলোক বাচ্চা দেখ মনিপুর

  • @arabindananda6031
    @arabindananda6031 3 месяца назад +2

    চাকরি জীবনের প্রথম চার পাঁচ বছর পরে ,আমরা দুই বিবাহিত ও পৃথিজীৎ টাইপ ঐক অবিবাহিত বন্ধু মিলে মনিপুর গৌহাটি শিলং হয়ে দারজিলিং,জলপাই গুড়ি হয়ে ফিরে আসার স্মৃতি নতুন করে মনে এল।লোকতাক লেকসংলগ্ন ডাকবাংলোতে খিচুড়ি বানিয়ে খাওয়া ,ছবিগুলো দেখতে দেখতে অনেক পরিবর্তন চোখে পড়ল।সেই প্রথম বিমান যাত্রা কলকাতা থেকে ইম্ফল।

  • @aninditabiswas250
    @aninditabiswas250 3 месяца назад

    যথা রীতি অসাধারণ লাগলো vdo আর আপনাদের দুজনের জুটি, দুজনের উপভোগ্য কথোপকথন। আর হ্যাঁ শিবাজিদা , আপনাকে ফর্মাল সাদা শার্ট খুব ভাল মানিয়েছে।

  • @সনাতনশিব
    @সনাতনশিব 3 месяца назад +2

    আপনি সত্যি অসাধারণ , আপনি prothom vlogger যিনি মনিপুর দেখালেন , খুব ই ভালো লাগলো , আপনাকে দিলসে স্যালুট , Jai hind , Jay Bharat , Love from Sundarban , I am 17 years old boy

    • @neelaguha5812
      @neelaguha5812 3 месяца назад +1

      No. There are many English and Hindi bloggers who have done Manipur.
      They are not first.
      But yes...as always they are very good.

  • @UtpalAcharya-h6q
    @UtpalAcharya-h6q Месяц назад

    অপূর্ব এই ভিডিও । তোমার সাথে এই ভ্রমণ অসাধারন।

  • @sanjaydas-fi7ok
    @sanjaydas-fi7ok 3 месяца назад +27

    সত্যজিৎ রায়ের লেখা "গুপী গায়েন বাঘা বায়েন " পরবর্তী সংস্করণ আপনারা দুইজন। তাত্ক্ষণিক খাদ্য এবং পোশাক, তাত্ক্ষণিক ভ্রমণ এবং সঙ্গীত প্রতিভা( পৃথিজিৎ বাবু) যা আমাদের মতো দর্শকদের মন্ত্রমুগ্ধ করতে পারে । ধন্যবাদ আপনাদের। এক্সপ্লোরার শিবাজী জিন্দাবাদ।

    • @supravamukherjee405
      @supravamukherjee405 3 месяца назад +1

      Lekha jodio Upendra Kishore Raychoudhuri er. Kintu bolechen thik

    • @IndrajitDeb-t3o
      @IndrajitDeb-t3o 3 месяца назад +1

      ভদ্রলোক বাচ্চা দেখ মনিপুর

  • @sujoyroy813
    @sujoyroy813 3 месяца назад +1

    Kudos to ExS for choosing Manipur ❤ keep it up

  • @BhromonBhojon
    @BhromonBhojon 3 месяца назад +1

    Kangleipak chilo manipur er asol name.
    Darun hyeche sir ভিডিও ta..❤😊

  • @budhadityadasbabu9711
    @budhadityadasbabu9711 3 месяца назад

    খুব সুন্দর অভিজ্ঞতা, ভালো থাকবেন দাদারা ❤️🙏

  • @SHARMISTHABHATTACHARJEE-k3k
    @SHARMISTHABHATTACHARJEE-k3k 3 месяца назад

    Khub bhalo laglo 1st part of your Manipur trip. 7 sisters samporke amra khub Kam e Jani. Apnar vlog er maddhome anek information pai. Thank you . Manipur jaoar ichche roilo.

  • @indranimajumdar6598
    @indranimajumdar6598 3 месяца назад

    মণিপুর নিয়ে ব্লগ এই প্রথম দেখলাম। কি সুন্দর জায়গা। আপনাদের এই ব্লগ দেখার পর এবার অনেকেই যাবে মণিপুর। এয়ার ইন্ডিয়ার তরফ থেকে যে সম্মান আপনাকে দেওয়া হল তার জন্য আমরাও খুব খুশি। মণিপুর সম্পর্কে অনেক নতুন তথ্য পেয়ে আমরা সমৃদ্ধ হলাম। পৃতথি বাবুর সাথে আপনার খুনশুটি বেশ মজাদার। ভাল থাকবেন, অপেক্ষায় থাকলাম পরবর্তী পর্বের জন্য।

    • @IndrajitDeb-t3o
      @IndrajitDeb-t3o 3 месяца назад

      ভদ্রলোক বাচ্চা দেখ মনিপুর

  • @anindachanda2080
    @anindachanda2080 3 месяца назад +1

    Darun Darun sundor hoyeche episode ta.Dada ra ei Mongolbaar,Brihospotibaar o Sonibaar ei tin tey din j ki apekhay thaki j Apnader video pabo.Thank u Dada, Apnader daulatey eto jayga ghurey felchi apnader jonno.janina kono din jetey parbo kina kintu apnar jonno aakhep ta kichu ta holeo kum hoy Dada.
    Anek Subhechha O Bhalovasa Shibaji Da o Prithwijit Da Dara.Bhalo thakben.Anek Pronaam ❤️🙏

  • @rohitianankur6103
    @rohitianankur6103 3 месяца назад

    Thanks Shibaji uncle Kotha ta rakhar jonno.. sundor vbe explanation krar jnno❤

  • @aparnaanniegomes7492
    @aparnaanniegomes7492 3 месяца назад +20

    প্রিয় শিবাজি এবং পৃথ্বীজিৎ… তোমরা যখন বাংলাদেশের ওপর দিয়ে যাচ্ছ বাংলাদেশ তখন আঘাতে আঘাতে মৃত্যুতে জর্জরিত।
    আমরা ভাল নেই ভাই। তুমি আমাদের শুভেচ্ছা জানালে দেখে ভাল লাগলো। আগ্রহ নিয়ে দেখব তোমাদের মণিপুর সিরিজ।

    • @IndrajitDeb-t3o
      @IndrajitDeb-t3o 3 месяца назад

      @@aparnaanniegomes7492 Sivaji নামে রিপোর্ট কর এখানকার পরিবেশ উগ্ৰ করছে

  • @IndraneelSen05
    @IndraneelSen05 3 месяца назад

    দারুণ .. ! এই seven sisters নিয়ে অনেক আশা রইল। আপনাদের ধন্যবাদ .. 👌👍🙏

  • @agnibratachaudhuri2578
    @agnibratachaudhuri2578 3 месяца назад +13

    শিবাজী কাকু, তোমার এবং পৃথ্বী কাকুর ভ্রমণ ভিডিও দেখলে মনটা নেচে ওঠে। যেন মুহূর্তের মধ্যে অন্য যায়গায় চলে গেছি। একটা জিনিস লক্ষ করলাম, ভিডিও production quality improve হয়েছে। অনেক সুক্ষ্ম পরিবর্তন দেখলাম।❤

    • @IndrajitDeb-t3o
      @IndrajitDeb-t3o 3 месяца назад +1

      ভদ্রলোক বাচ্চা দেখ মনিপুর

  • @Amimeghmollar18
    @Amimeghmollar18 3 месяца назад +4

    এই ব্লকটা শুরুতেই ফ্লাইট থেকে যে সবুজায়ন দেখালেন তাতেই তো মুগ্ধ হয়ে গেলাম। তার উপর বর্ণনায় শিবাজীদার কণ্ঠস্বরের আকর্ষণ পুরো নেশার মতো ব্লকটার শেষ অব্দি আটকে রাখে, কাংলা ফোর্ট ভালো লেগেছে, আর ওনাদের সংস্কৃতি, শান্ত পরিবেশ সত্যি মন কাড়ার মত।
    আমি ব্লগটা দেখছি আর ভাবছি রাতের খাবারে সারেঙ্গ ডিশ্ টা যদি পেতাম😋😋.. আজ যতটুকু দেখলাম মনিপুরকে ভিশন ভালো লাগতে শুরু করলো- ধন্যবাদ পৃথ্বীশিবদাকে...🙏❤✨

    • @IndrajitDeb-t3o
      @IndrajitDeb-t3o 3 месяца назад +1

      ভদ্রলোক বাচ্চা দেখ মনিপুর

  • @triptighosh5470
    @triptighosh5470 3 месяца назад +1

    ভ্রমণ ব্লগ সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। এখন জানি,আপনার ভ্রমণ ব্লগ থেকে ভালো অন্য কোন ব্লগে দেখা যাবেনা। অসম্ভব সুন্দর সুন্দর জায়গা ঘরে বসেই উপভোগ করছি।
    এবার থেকে ৫০ বছর বয়স টা কে উল্টো দিকে কাউন্ট করতে হবে। অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।🙏

  • @chandikundu6728
    @chandikundu6728 3 месяца назад

    Khub sundor laglo video ta superb presentation intro ta outstanding anek anek bhalobasha r sanman thaklo Durgapur theke.

  • @aloktika2014
    @aloktika2014 3 месяца назад +1

    Apnader...sada-kalo dress r combination ta darun laglo😊

  • @atanuchowdhury4934
    @atanuchowdhury4934 3 месяца назад

    Last month amio giyechilam ..darun jaga r darun cuisine
    Manipuri cuisine etota tasty na khale keo bujhte parbena..
    Eto sundar paridarshan ar jonno onek onek dhonnobad..from Dibrugarh,Assam😊

  • @saikatroy3318
    @saikatroy3318 3 месяца назад +2

    খুব ভাল লাগল । Was revisiting once again.
    I am sure the next episodes of this new series on "Kangleipak" - old name of Manipur state - will be very exciting for all viewers ❤

  • @golpogathaaudiostory23
    @golpogathaaudiostory23 3 месяца назад

    উঃ দাদা notification এসছে অনেক আগে,আর এতক্ষণে ভিডিও দেখলাম,as usual মনটা আবার ভরে গেল। কি যে ভালো লাগে দাদা বলার ভাষা হারিয়ে ফেলি, আপনার এত পড়াশোনা,এত সুন্দর ও সহজ করে সবকিছু বর্ননা আর আপনার এই হাসি মুখ টা, সবকিছু মিলিয়ে অসাধারন ❤❤❤❤

  • @bohemian_TheFreeSoul
    @bohemian_TheFreeSoul 3 месяца назад +1

    অনবদ্য লাগলো.... চারিদিকে এই সবুজ দেখে সত্যি চোখ জুড়িয়ে গেলো .... পরের পর্বের জন্য অপেক্ষায় রইলাম .

    • @IndrajitDeb-t3o
      @IndrajitDeb-t3o 3 месяца назад

      ভদ্রলোক বাচ্চা দেখ মনিপুর

  • @Nirmol63
    @Nirmol63 3 месяца назад

    দাদা চমৎকার পরিবেশনা ,আমি বাংলাদেশেরই মণিপুরী এবং আপনার চ্যানেলের নিয়মিত দর্শক।দুর্দান্ত পরিবেশনা পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও আসা করছি।

  • @ProsenjitDas-q6r
    @ProsenjitDas-q6r 3 месяца назад

    এত সুন্দর ভিডিও তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ শিবাজী দা তোমাকে।❤❤❤❤❤ রইলো।

  • @LataChatterjee-b4c
    @LataChatterjee-b4c 3 месяца назад +1

    আমরা ২০১৩ সালে গেছিলাম। আপনার ভিডিও দেখে খুব ভালো লাগলো। আমরা মোরে বর্ডার পেরিয়ে বার্মা তেও গেছিলাম সেবার।

  • @Rahulkumar-cq5xx
    @Rahulkumar-cq5xx Месяц назад

    Darunn hoyeche Dadaa. Flight journey ta khub bhalo laaglo. Also, Sareng fish thali uff yummyyy😋😋😋. Pls also visit Mizoram and show us it's beauty..💚💚🍃

  • @hasnainleetu9845
    @hasnainleetu9845 2 месяца назад

    আসসালামু আলাইকুম। শুভকামনা দাদা, ভালো লাগছে আপনাদের দেখে। আমাকে দেশে এসেছিলেন, এই ভ্লগ গুলোও দেখেছিলাম। আপনার আচরণ কথাবার্তা খুব মার্জিত।
    আমরা সবাই যদি এতটা মানবিক হতাম, তাহলে কতই না ভালো হতো।

  • @kalidasnaskar4612
    @kalidasnaskar4612 3 месяца назад +1

    আপনার প্রতিটি পর্ব যা মন দিয়ে দেখা যায় আর অন্য এক অনুভূতির জগতে পৌঁছে যাই ।

    • @IndrajitDeb-t3o
      @IndrajitDeb-t3o 3 месяца назад

      ভদ্রলোক বাচ্চা দেখ মনিপুর

  • @champadas-cr1ve
    @champadas-cr1ve 3 месяца назад

    দাদাভাই নমস্কার ঘরে বসে মনিপুর টা খুব ভালোভাবে দেখে নিলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ।❤❤

  • @ramanroy2208
    @ramanroy2208 3 месяца назад

    আপনাদের মনিপুর ভ্রমণের এপিসোডটি দারুণ লাগলো, আগামীদিনের ভ্রমণের এপিসোডটি দেখার অপেক্ষায় রইলাম, শুভ রাত্রি!!

  • @spc3461
    @spc3461 3 месяца назад +3

    ভিডিওটা অনেক ভালো লাগলো! কলকাতা থেকে ইম্ফালের রাস্তাঘাটের খবর জানার জন্য অনেক উপকারে লাগলো। মণিপুরে ঘুরতে যাওয়ার আগে এই ভিডিওটা দেখে অনেক কিছু জানা গেল।

    • @IndrajitDeb-t3o
      @IndrajitDeb-t3o 3 месяца назад

      ভদ্রলোক বাচ্চা দেখ মনিপুর

  • @arpanmitra1
    @arpanmitra1 3 месяца назад

    Dhonyobad manipur series er jonno. As usual osadharon prothom porbo. Porer porber opekkha e roilam....

  • @sankarchanda3903
    @sankarchanda3903 3 месяца назад +1

    খুব সুন্দর ভাল লাগল আপনার এই ভিডিও ফুটেজ ।ধন্যবাদ আমাদের, ভাল থাকবেন।

  • @suvendubiswas6531
    @suvendubiswas6531 3 месяца назад +1

    ❤❤❤❤❤ অপূর্ব মনোমুগ্ধকর দৃশ্য দেখে সত্যিই আপ্লুত যা ভাষায় বর্ণনা করা কঠিন ,এক কথায় দারুণ অভিজ্ঞতা হলো শিবাজী দার মাধ্যমে।তার সঙ্গে অপূর্ব পরিবেশনা কোনো কথা হবেনা একশো তে একশো,শিবাজী দা ও পৃথিজিত দা দুজনকেই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন অনেক অনেক ভালবাসা ❤❤❤❤❤

  • @somnathchatterjee2925
    @somnathchatterjee2925 3 месяца назад

    Darun. Aami Imphal jai ni. Ato sundor Imphal jantam na. Thanks both of you.

  • @santanuroy8329
    @santanuroy8329 3 месяца назад

    Live er por thekei wait kore chilam....Sundor laglo ... waiting for Saturday

  • @rimabhattacharjee1038
    @rimabhattacharjee1038 3 месяца назад

    Biman theke dekha meghpunja asadharon, satyi mone hoichilo amio janalar pashei bose achi,khub Khub valo laglo,bhai aponader janna kato ajana ke janlam ar dekhlam,valo thakun,sustho thakun 👍👍

  • @sangeeta816
    @sangeeta816 3 месяца назад

    অসাধারণ লাগলো মনিপুর এবং plane journey

  • @shafinshahriarkhan5310
    @shafinshahriarkhan5310 3 месяца назад

    Thank you sihibaji da and prithiwijit da.Big fan from Bangladesh.

  • @monikamukherjee1722
    @monikamukherjee1722 3 месяца назад

    অসাধারণ একটি ভিডিও দেখলাম।প্রতীক্ষায় ছিলাম😊

  • @neelaguha5812
    @neelaguha5812 3 месяца назад +1

    I name you The Indefatigable Duo.🎉 !
    And you are my go to...when I need to relax.
    Shibaji...your expressions while eating any local food...priceless....😅.😅😅😅😅!
    Almost can feel the taste.
    We are familiar with Manipur food in Delhi NCR as Dilli Haat has Manipur stall and there are many Manipuri s here...all left native state, like Bengalis...for lack of employment.
    So many restaurants.
    Delicious food.

  • @SagarMitra-re8bf
    @SagarMitra-re8bf 3 месяца назад

    দারুন লাগলো শিবাজী দা. আর হা আপনার আগের ভিডিও এডিটিং যথেষ্ট ভালো ছিলো কিন্তু এখনো আরো একটু নতু নত্ত সাদ পাচ্ছি আপনাদের নতুন ভিডিও এডিটটোর র কাজে 👍👍👍

  • @Tapatiskitchenvlog
    @Tapatiskitchenvlog 3 месяца назад

    অসাধারণ লাগলো দাদা আপনার এই ভিডিও টা। খুব খুব ভালো থাকবেন আপনারা দুজনই । আগামী কালের অপেক্ষায় রইলাম।

  • @ARNABCHANDA-yg4pg
    @ARNABCHANDA-yg4pg 3 месяца назад

    ওহ Thrilling😮 দুর্দান্ত উপস্থাপনা 😊।

  • @sarojbose6015
    @sarojbose6015 3 месяца назад

    খুব ভালো লাগলো ব্লগ টা দাদা ভালো থাকবেন দুজনেই অপেক্ষায় রইলাম পরের ব্লগের ❤

  • @gopaljana7015
    @gopaljana7015 3 месяца назад

    Shivaji da darun abhigyata holo, anek kichhu jante parlam, e rakam bhabei amader sundor sundor jayga dekhan, amader subhechha railo, apnara sustho thakun bhalo thakun ar amader e rakam jayga dekhan

  • @tapasreechatterjee1090
    @tapasreechatterjee1090 3 месяца назад +2

    Apnar blog dekhe abar sob mone pore jachhe. Ami o oi flight e giyechilam

  • @pradiptapradhan1054
    @pradiptapradhan1054 3 месяца назад +7

    ফিরে এলো সেই স্বতঃফুরতো স্টাইল। গীতবিতান এ "ভানু সিংহের পদাবলী "বার বার
    অনুষ্ঠিত হতো। সব গান গুলো তেই মণিপুরী নৃত্য প্রেসেন্ট করা হতো। ড্রেসটা টিপিকাল মণিপুরী স্টাইল। তার সঙ্গে খোল আর মাঞ্জিরা। অনেকটা
    Nostalgic!
    খুব এনজয় করলাম, শিবাজীর
    অথেন্টিক স্টাইল আর পৃথ্বীজিতের চুটকুলা।। অনেকদিনপরে একটা তাজা পরিবেশন। থাঙ্কস।🎉

    • @IndrajitDeb-t3o
      @IndrajitDeb-t3o 3 месяца назад +1

      ভদ্রলোক বাচ্চা দেখ মনিপুর

  • @sunitachaudhury5781
    @sunitachaudhury5781 3 месяца назад

    খুব ইচ্ছে ছিল মণিপুরে ঊপরে একটি ভ্রমণ দেখার সেটি আপনাদের জন্য পূর্ণ হলো আপনাদের ধন্যবাদ

  • @ShahidulIslam-pc5gz
    @ShahidulIslam-pc5gz 3 месяца назад

    খুব ভালো লাগলো ভিডিও টা ধন্যবাদ..... From Rajshahi Bangladesh

  • @santoshnayak9813
    @santoshnayak9813 3 месяца назад +1

    Maitrabak . Nice video dada ❤.

  • @krishnadey2505
    @krishnadey2505 3 месяца назад

    মণিপুর সম্পর্কে সত্য একটা ভয় মনে মনে কাজ করে, তবে আপনাদের vedio দেখে মনে হল অনেকটাই স্বাভাবিক আপনাদের ভ্রমণ মঙ্গল moy হোক, ভালো থাকুন।

  • @kartickpal8195
    @kartickpal8195 3 месяца назад

    খুবই ভালো লাগলো। আশা করছি পরবর্তী ব্লগ টা ভালোই হবে।

  • @TRAVELLERARUP
    @TRAVELLERARUP 3 месяца назад

    আবার একটা অসাধারণ ভিডিও দেখলাম 👌❤️

  • @SubhajitDhar
    @SubhajitDhar 3 месяца назад

    খুব সুন্দর জায়গা মনিপুর। আপনাদের চোখে আজকে দেখতে পেলাম।

  • @rahulraychaudhuri6905
    @rahulraychaudhuri6905 3 месяца назад +3

    অসাধারণ দৃশ্য উপভোগ করলাম ফ্লাইটের জানালা দিয়ে। মনে হচ্ছিল আমি যেন ঐ জানালার পাশে বসে আছি। মেঘপুঞ্জকে শুধালাম,"ওগো মেঘ, তুমি উড়ে যাও কোন অজানায়! কে তোমায় নিয়ে যায় দূর অজানায় বলো না আমায়...।" মেঘপুঞ্জের সঙ্গে ভাবের আদান প্রদানের মধ্যে বিমান বন্দরে অবতরণ করলাম, "এলেম নতুন দেশে..", নাম জানা, কিন্তু কি অপরূপ তার সৌন্দর্য্য! "....আমি কি হেরিলাম হৃদয় মাঝে, নয়ন ভুলানো এলে..।" মনিপুর ভ্রমণ অসাধারণ হতে চলেছে নিঃসন্দেহে। আরও ভালো কিছু দেখার আশায় রইলাম।❤❤❤❤❤

    • @IndrajitDeb-t3o
      @IndrajitDeb-t3o 3 месяца назад +1

      ভদ্রলোক বাচ্চা দেখ মনিপুর

  • @SkRoyWorld
    @SkRoyWorld 2 месяца назад

    আপনার ভিডিও আমাকে অনেক বেশি ইমপ্রেস করেছে অবশেষে আমি ভবঘুরের তালিকায় নাম লেখালাম ❤❤❤

  • @bipradipghosh4848
    @bipradipghosh4848 3 месяца назад +2

    ত্রিপুরা নিয়ে একটা vlog করার অনুরোধ রইল দাদা🙏🙏💚💚🤗🤗

  • @abdulhai8344
    @abdulhai8344 2 месяца назад

    দাদা শুভেচ্ছা রইল ভালো লাগছে দুইজন মিলে মিশে আছে অনেক অনেক অভিনন্দন

  • @amansupu
    @amansupu 3 месяца назад +1

    dada ....u are give my childhood time

  • @nihardas3575
    @nihardas3575 3 месяца назад

    আপনি খুব সুন্দর ছবি তোলেন ও খুব সুন্দর ভাবে বুঝিয়ে কথা বলেন , আমার ভীষণ ভালো লাগে ।

  • @JakirulSh
    @JakirulSh 3 месяца назад +1

    অসাধারণ ভাই, আপনাকে ধন্যবাদ, বাংলাদেশ,থেকে, 🇧🇩🇧🇩👍

  • @saptak792
    @saptak792 3 месяца назад

    Darun, durdanto, neel/sobuj/sada megher combination

  • @dipqacharyya2404
    @dipqacharyya2404 3 месяца назад

    Khub valo lagche dada...❤ Ai prothom monipur ghurbo,Tao abar apnader sathe...😊. Thank you 🙏

  • @Bhojandbhromon
    @Bhojandbhromon 3 месяца назад

    Khub valo laglo, jeno chhobir mato sundor rajya ti😊😊