অচেনা কৃষকের বাড়িতে মুরগের রান ডিনার ও পুঠিয়া রাজবাড়ী। Puthia Rajbari & Dinner With a Farmer.
HTML-код
- Опубликовано: 10 фев 2025
- গিয়েছি তিন বন্ধু / ছোট ভাইয়ের সাথে রাজশাহি বেড়াতে। মনে হচ্ছিল আমরা চার বাল্যবন্ধু ঘুরে বেড়াচ্ছি। এত আনন্দ বহু বছর করা হয় নাই। বলা নেই কওয়া নেই অচেনা এক কৃষকের বাড়িতে রাতা মুরগের রান দিয়ে ডিনার খাওয়ার সৌভাগ্য হয়ে গেল। না দেখলে বিশ্বাস করবেন না। বাংলার অতিথিপরায়ণতার এক অপূর্ব নিদর্শন এই ভিডিও।
পুঠিয়া প্রাচীন পুন্ড্রবর্ধন জনপদের একটি অংশ। বর্তমানে এটি রাজশাহীর একটি উপজেলা। বহু বছরের ইতিহাসের গতিধারা নির্ণয়কারী অসংখ্য প্রত্ননিদর্শন সমৃদ্ধ স্থান পুঠিয়া। ইতিহাসের সাক্ষী হয়ে এখানে এখনো দাঁড়িয়ে রয়েছে রাজবাড়ি, রয়েছে প্রাচীন বেশ কয়েকটি মন্দির। আজকের ভিডিওতে পুঠিয়ার প্রত্ননিদর্শনগুলো ঘুরে দেখাবো, পাশাপাশি তুলে ধরবো ইতিহাস।
Pancha Ratna Shiva Temple:
Pancha Ratna Shiva Temple, also known as Bhubaneswar Shiva Mandir, is a Hindu temple of the Puthia Temple Complex in Puthia Upazila, Rajshahi Division, Bangladesh. It is the largest Shiva temple in Bangladesh.
The temple's construction is attributed to Rani Bhuban Mayi Devi, the widow of Raja Jagat Narayan Ray of the five-anna estate. It was built between 1823 and 1830 at an estimated cost of three million taka.
The lofty temple is unlike the terracotta plaster style decorations of the Govinda temple as it has a plaster finish. It is built over a raised platform of 11.66 feet (3.55 m) height, and its towers have beehive type design. Built in brick masonry, in plan it is 65 feet (20 m) square, with "north Indian type turrets and plastered finish". The central sanctum is the only chamber of the temple which is 13.25 feet (4.04 m) square. A Shiva Linga, carved from black basalt stone is deified in the sanctum; it is the largest in the country. The central chamber is enclosed within a passage that runs on all four sides. The passage has cusp arched entrances from four sides. The temple tower consists of five decorated spires. The internal and external plastered walls of the temple are decorated with panels with themes from Hindu mythology. The raised platform of the temple is accessed through two brick built stairways, one from the north and the other from the southern direction.
It is decorated with stone carvings and sculptural works, which were disfigured during the Bangladesh Liberation War in 1971. The invading Pakistani army attempted to displace and break the Shiva Linga, but were unable to move it from its position. The temple is now a protected monument.
The corridors have a touch of Jaipuri architecture.
If you enjoy my work and wish to contribute, my Patreon link:
/ adventuretube
My other video playlists:
কিভাবে আমেরিকা যাবেনঃ
• কিভাবে আমেরিকা যাবেন। ...
ফ্লোরিডা, আরেক বাংলাদেশঃ
• ফ্লোরিডা, আরেক বাংলাদে...
আমেরিকার দিনরাত্রিঃ
• আমেরিকার দিন রাত্রি ||...
কানাডা অ্যাডভেনচারঃ
• কানাডা অ্যাডভেঞ্চার ||...
ভূস্বর্গ বাংলাদেশ || Beautiful Bangladesh Tour
• ভূস্বর্গ বাংলাদেশ || B...
রান্নার রেসিপিঃ Recipe playlist:
• রান্নার রেসিপি || RECIPE
Mohammed Al-Farook
Jamai Bou Production
AdventureTube21@gmail.com
#jamaibou #adventureTube #Adventure_Tube21
এই ভিডিওর কনটেন্টে অনেকগুলো শিক্ষনীয় বিষয় ছিল। ইতিহাস রক্ষায় আমাদের সামগ্রিক জাতির উদাসীনতা এবং নতুন প্রজন্মের কাছে দেশের সঠিক ইতিহাস কে সঠিকভাবে তুলে ধরার ক্ষেত্রে দৈন্যতা। এই স্মার্ট ফোনের যুগে দেশের ইতিহাস ভুলে আমরা যেন আনস্মার্ট হয়ে উঠছি। তার সাথে আছে ধর্ম, জাতি বর্নের মারপ্যাঁচে গোলকধাঁধায় হারিয়ে যাওয়ার প্রবনতা। দেশকে নিয়ে গর্ব, অহংকার এর পথটি তৈরি করে দেয় প্রাচীন ইতিহাসের সমৃদ্ধি আর গৌরবগাঁথা। মিয়া বাড়ির সন্তান যেমন কোন অন্যায় অপরাধ করার আগে তার পরিবারের সম্মান আর ঐতিহ্য তার বিবেককে জাগ্রত করে প্রবলভাবে, ঠিক একটি জাতিকে সঠিক পথে পথ চলতে সাহায্য করে তার গৌরবময় ইতিহাস। আর সেই সাথে এখনো আমাদের এই ক্ষয়িঞ্চু সমাজে রাণীগ্রামের সেই নাজমুলের মত সাধারণ খেঁটে খাওয়া কৃষকরা আছে যারা এখনো আশা জাগিয়ে রেখেছে নতুন দিনের নতুন আশার। সবশেষে ধন্যবাদ ফারুক ভাইকে এই ভিডিও না করলে আমিও হয়ত এভাবে ভাবতাম না আশার আলো দেখতাম না। আসুন যে যার স্থান থেকে দেশকে ভালোবাসি, দেশের মানুষ কে সকল ভেদাভেদ ভুলে ভালোবাসি। ভালোবাসার শক্তি আমাদের কে এগিয়ে নিয়ে যাক সুন্দর এক ভবিষ্যতের দিকে।
Inshallah ভাই। আশা করি আমরা সবাই জেগে উঠব। ধন্যবাদ 💕🥰
We shouldn’t judge who is right or wrong and we can not even justify our deeds comparing to others evil acts. But what we can do that is keep ourselves away from evil deeds which is happening on both sides. This is the era of information but again It's difficult to justify which one is correct. I always salute the Indian Muslims they never say negetative words against their mother land " India" even after the Gujarat incident I came across an Indian Muslim and asked what happened that day as he was resident of that place? But he replied with smile "nothing especial", he never said negative words though the news of that massacar was floded in international newspapers. But on the other side I found many hindus they left their houses because of the nuisance created by some miscreants in the name of religion in BD. So increasing Muslims or decreasing hindus will have so many explanations but that will not going to justify our wrong doings. Rather we should be united in both sides of the border to protect our humanity. Love from Bangladesh.
@@drtsahasaha9867 We shouldn’t judge who is right or wrong and we can not even justify our deeds comparing to others evil acts. But what we can do that is keep ourselves away from evil deeds which is happening on both sides. This is the era of information but again It's difficult to justify which one is correct. I always salute the Indian Muslims they never say negetative words against their mother land " India" even after the Gujarat incident I came across an Indian Muslim and asked what happened that day as he was resident of that place? But he replied with smile "nothing especial", he never said negative words though the news of that massacar was floded in international newspapers. But on the other side I found many hindus they left their houses because of the nuisance created by some miscreants in the name of religion in BD. So increasing Muslims or decreasing hindus will have so many explanations but that will not going to justify our wrong doings. Rather we should be united in both sides of the border to protect our humanity. Love from Bangladesh
@@ashiquerup if your think you will differentiate India and Bangladesh and then will treat your minority’s then I can’t change your perception.Gujrat is a story of old and if you talk about Gujrat incident then you should equally talk and think about Kashmiri pandit and all those incidents happened and happening in pakistan and Bangladesh frequently over minority’s..
আপনার ভিডিওটা পুরোটা দেখলাম আমার অনেক ভালো লেগেছে রাজশাহী জেলা অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন আরো কিছু কথা অনেক ভালো লেগেছে আরো বলেছেন আমরা প্রত্যেককেই ধর্ম-বর্ণ শেষে আমরা বাংলাদেশি নতুন প্রজন্ম যারা প্রাচীন ঐতিহ্য নষ্ট না করে সযত্নে রাখার জন্য সবাইকে অনুরোধ করেছেন এটা একটা সুন্দর মনের মানসী বলতে পারে যার ভিতর ধর্ম বড় কথা নয় মনুষ্যত্বই মানুষের আসল পরিচয় সেটাই আপনার মনে দৃষ্টি দিয়ে উপস্থাপনা করেছেন এটা আমার কাছে অনেক ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ অল দ্যা বেস্ট।
Thank you
ভীষণ উপকৃত এবং অনেককিছুই জানলাম অজানা. এতদিন শুধু জানার মধ্যেই ছিলো,আপনার জন্য দেখেও ফেললাম ছবিতে পুঠিয়া, ধন্যবাদ আবারও. আপনাকে লুঙ্গিতে একেবারেই অন্যলুক এবং বাঙালি বাঙালি লাগলো.
Thank you dear
খুবই ভাল লাগল ঐতিহাসিক নির্দশন গুলো ।ফারুকভাই আপনাকে অন্তরহতে কৃতগ্যতা জানাচ্ছি ।আপনি অনেক সুন্দরকরে ভিডিও ধারনকরা এবং বিবরন দিতেপারেন।
Thank you 💕
আসসালামু আলাইকুম ভাই,,, আপনি জীবনে দেশ এবং দেশের বাহিরে যত জায়গায় ঘুরে বেড়ালেন, মানুষের সাথে মিশলেন, খাবারের সাদ নিলেন এটা এই জীবনে অনেক বড় পাওয়া। যা সবাই পায়না। আমি মনে করি।ধন্যবাদ।
Walaikum assalam. That is true. Alhamdulillah
ভাই, আপনি কি এখন বাংলাদেশে না আমেরিকা?
কিছুই বলার নাই,এক কথায় অসাধারণ, সাধারণ মানুষের সাথে কি সুন্দর মিশে যাওয়া,ওয়াও।
💕
শুধু বলবো অসাধারণ ভিডিও ! এক কথায় মুগ্ধ, চমৎকৃত !!
Thank you
ভাইয়া অসংখ্য ধন্যবাদ অসাধারন ভিডিওটি শেয়ার করার জন্য ,আপনি ঠিক বলেছেন আমাদের মানুষের মধ্য দেশ প্রেমের অভাব আছে নিজের ইতিহাস লুকিয়ে রাখতে চায় নিজেদেরকে তুলে ধরতে লজ্জাবোধ করে মনে হয় ,খুব সুন্দর গ্রাম চোখ জুডিয়ে গেল 🤩আসলেই গ্রাম এই রকমেই হয় 👌
Very sad indeed. Thank you dear
বাংলাদেশের মানুষ আসলেই অতিথিপরায়ন,এইটা আমাদের গরবেরই ব্যাপার অটুট থাকুক আজীবন এই কামনা.
Ameen
অসাধারন !! নাজমুলের ঘর ও তার পরিবার
Masha Allah!!
🥰
খুব সুন্দর একটা ভিডিও দেখলাম। কিন্তু লাস্টের টা ছিল অসাধারন
অভিনন্দন পুঠিয়া থেকে
Thank you
চমৎকার ভিডিও
💕
আসসালামুয়ালাইকুম ভাইয়া একটু সময় পেয়েছি তাই এই ভিডিও টা দেখলাম না দেখলে সত্যি সত্যি অনেক অনেক মিস করতাম গ্রামটা এতো ভালো লেগেছে অনেক অনেক এনজয় করেছি আপনকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ
Walaikum assalam. My pleasure dear. Thank you. 🥰
হেল্লো, খুব সুন্দর,.............. রাজ বাড়ী গোলো অসাধারণ..........................
...........সাধারন মানুষ দের মন অনেকে বড় হয় / এধনের মানুষদের আর্থিক ভাবে সহযোগিতা......
🥰
আসসালামু আলায়কুম মাসাআল্লাহ ভাইয়া অসাধারণ ভিডিও শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন ভাইয়া
Walaikum assalam. Thank you dear
আঙ্কেল আপনি এমন একটা মানুষ যে সবার সঙ্গে কত সুন্দর ভাবে ব্যবহার করেন । দেখন গ্রামের ওই গরিব মানুষ টার যতটুকু সম্মান পাওয়ার দরকার আপনি দিয়েছেন এটা যেকোন মনের মানুষ হলে হয়না আসলেই তার দিল টা হতে হবে আমাদের নবীজির আদর্শের একটা অংশ সেটা আপনার আছে। আর ওই কৃষক ভাই যে এতো ভালো অপরিচিত মানুষের যে খাতির করেছেন এরাই বা কত বড়ো মনের মানুষ আল্লাহ যেন এদের রুজির বরকত নেক হায়াত দান করুক। আমিন। আমরা যদি আঙ্কেল এই ভাবে যাদের যতটুকু সম্মান পাওয়া দরকার ততটুকু দিয় তাহলে অল্প পেতে পেতে তাদের সম্মান হয়ে যাবে অসিম ।❤❤
ধন্যবাদ আংকেল। May Allah bless us all.
অপূর্ব সুন্দর ব্লগ বাংলাদেশের এই সব অমূল্য প্রাচীন ঐতিহ্য দেখে খুব ভালো লাগলো💝💝💝
🥰
Khub moja lagloo
🥰
অনেক দিন পর শীতের কুয়াশা দেখলাম। খুব সুন্দর একটা ব্লগ মনে রাখার মত
💕
Onek sundor video
Thank you
একটা জিনিস খেয়াল করেছেন ফারুক ভাই একদিন আগেও যারা আপনাকে চিনতো না অথচ পরিচয় হওয়ার সাথে সাথে রস খাওয়ানো বাড়িতে দাওয়াত করে আপ্যায়ন করা এটা বোধহয় পৃথিবীর আর কোথাও পাবেন না। এটাই বাংলাদেশের আথিয়তা। এই আন্তরিকতা নিয়ে আমরা অবশ্যই গর্ব করতে পারি।
💕🥰
সালাউদ্দীন সুৃমন ভাইয়ের ভিডিও তে দেখিছিলাম,অসাধারণ স্থান।
🥰
অতিসাধারণ তারপরও অসাধারণ ভিডিও। শেষ দিকে অনেক ইমোশনাল হয়ে পড়েছিলাম। সত্যি ভাইয়া আপনি একজন শিল্পী। শিল্পী গন ছবির মাধ্যমে প্রকৃতির রূপ ফুটিয়ে তোলে আর আপনি ভিডিওর মাধ্যমে।
I try dear. Glad you enjoyed it. Thank you 💕
অসাধারন একটা episode দেখালেন । দেখতে দেখতে কোথায় যেন হারিয়ে গেছি । ধন্যবাদ।
Welcome
বাংলাদেশের গ্রামের মানুষের মত এত সহজ-সরল মানুষ আর পৃথিবীর কোথাও নেই' I ভালোবাসি বাংলাদেশ, ভালোবাসি তোমাদের কে...❤❤❤
🥰
গ্রামের মানুষের মত এতো বদ লোকও কম আছে.; এটা আমার নিজেরে অভিজ্ঞতা যার গ্রামে একটু জমি আছে সেই বুঝে . এইসব ভালো ভাব দেখায় আসলে বদের হাড্ডি
আহা। গ্রামের মানুষের আথিতেয়তা। মুগ্ধ হয়ে গেলাম।
💕
আমার প্রিয় ক্যাম্পাস! প্যারিস রোডের কতনা হারানো স্মৃতি মনে পড়লো আপনার ক্যামেরার চোখে!
🥰
Amazing. Govt of Bangladesh should take utmost care and make it museum and tourist spot
💕
আমার খুব পরিচিত জায়গা। অনেকদিন পর দেখে খুব ভাল লাগলো।
🥰
আপনি অনেক ভালো ভিডিও টা সুন্দর নরসিংদী থেকে ফল দিয়ে
🥰
এত কষ্ট করে ভিডিও তৈরি করলেন আমাদের জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে জানাই হৃদয় ভরা অভিনন্দন
Thank you 😊
ভাই অসাধারণ একটা ভিডিও।
Thank you
ভাল লাগলো
💕
Village people are very innocent and big hearted. I love them, they are very humble.
💕
অনেক ভালো লাগলো গ্রামীণ পরিবেশে খাওয়া।💚
🥰
ভাইজান খুবই মজা করবার লাগতাছেন দ্যাশে গিয়া, খারাপ না।
💕
ফারুক ভাই ভিডিওটা দেখে মন ভরে গেছে। মনের অজান্তে সব কিছু দেখে চোখে পানি চলে আসলো।কতদিন পর রাবিকে দেখলাম। পুঁঠিয়া রাজবাড়ীতে কলেজে পড়ার সময় গিয়েছিলাম।সবকিছু দেখে বড়ই স্মৃতিকাতর হয়ে পড়লাম।ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ।
My pleasure dear. Thank you 🥰
সালাম। আপনার লুংগি পরা দেখে আপনার প্রতি সম্মান আরো বেরে গেলো। আমরা নিউজিল্যান্ডে যখন কেউ লুংগি পড়ে তখন আমাদের নিজের দেশের লোকরাই বলে লুংগি পড়ে হাঁটতেছো লজ্জা করেনা। বলেন তাদের কি বলবো। আমরাই আসলে নিজেদের সম্মান করতে পারিনা। ধন্যবাদ আপনাকে নিজের দেশেকে সম্মান করার জন্য।
Walaikum assalam. Thank you dear
কি লিখবো বুঝতে পারছি না ভাই, সত্যি অপূর্ব লাগলো আজকের ভিডিও টা ।আপনার প্রতিটা ভিডিও মুগ্ধতা এনে দেয় প্রাণের মাঝে। খুব ভালো থাকবেন ।আপনার সাথে যারা ছিলেন এই ভিডিও তে উনাদের জন্য অনেক শুভকামনা।
Thank you dear
আমরা ছোট বেলায় ঐ পদ্দা নদীর বাঁধের পাশে ভাড়া থাকতাম এক বাড়িতে।শীতে পদ্দায় অনেক বড় চর পরত। আমরা ঐ চরের উপর হাঁটতাম অনেক দূর পর্যন্ত।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিতরটা খুবই সুন্দর। অপূর্ব সুন্দর প্রকৃতি আছে ওখানে।আপনাদের গলার গান ভালো লাগলো।রাজশাহীতে দেখার অনেক কিছু আছে।আপনার ভিডিও দেখা আর বেড়ানো একই।আপনার ভিডিওর ছবি চমৎকার এবং শব্দ স্পষ্ট।ওখানকার দিঘি দেখলাম.. অপূর্ব.. সাথে প্রকৃতির সাজ.. পাখীর ডাক।পুটিয়া রাজবাড়ি দেখে মন ভরে গেল।রাজবাড়ির অংশ সংস্কার করা দরকার।প্রাচীন স্থাপনাগুলো রক্ষা করা প্রয়োজন।শীবমন্দির ও রথ মন্দির এক বড় প্রাচীন ঐতিহ্য দেশের জন্য।টেরাকোটা দেখে বিশ্মিত হলাম।আসল গ্রাম দেখলাম।আমি পাতি হাঁস পেলেছি ওগুলোর ডিম ফুটিয়েছি।গ্রামের সন্ধা দেখলাম।ধানক্ষেতের মাঝের আইল দিয়ে আমি হেঁটেছি ছোটবেলায়।দেশী মুরগীর রান আর ডিম এক অসাধারণ খাবার।এত খাবার দেখে আমাদের মন ভরে গেলাম।
রাজশাহী আগেও গিয়েছি এবং প্রতিবারই ভাল লেগেছে। অনেক ধন্যবাদ। দোয়া করি ভাল থাকুন।
অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর এবং গুরুত্বপূর্ণ ইতিহাস সংস্কৃতি তুলে ধরার জন্য
🥰
Mohit hoae gelam.Great presentation.
Thank you 😊
আমার দেশ রাজশাহী।আপনার মাধ্যমে নতুন করে অনেক কিছু উপভোগ করলাম এ ভিডিওতে। আপনাকে এবং আপনার তিন সাথীকে অনেক ধন্যবাদ।
Welcome dear
Khub khub Valo laglo .. khub enjoy korlam .. apnake onek onek dhonnobad vaia etoh shundor kore shob Kichu tule dhorar Jonno ...💕💕💕💕..
Welcome dear
খুব ভালো লগলো।
💕
আপনার ভিডিও দেখতে ভালো লাগে
💕
Salaam Faruk bhai, I am watching this program from London and I have thoroughly enjoyed watching it, thank you and keep up the good work, now I miss my Bangladesh , !!
Walaikum assalam. My pleasure dear. Thank you.
Asadharan sundor informative vlog. Thanks for this awesome presentation.
Welcome dear
অসাধারন আপনার presentation. অনেক দিন থেকে দেখি। প্রথম শুরুটা মোরগ পোলাও আর সেমাই জর্দা দিয়ে। অনেক বেশী ভাল লেগেছে আপনার চিটাগাং trip এ প্রিয় ব্যক্তিত্ব সুফী মিজানুর রহমান ও তার পরিবারের সাথের শিক্ষাবহুল সময়। আর আপনি আমার অনেক পরিচিত জায়গায় গিয়েছেন and brought back my memories. Thanks a lot vai
My pleasure dear. Thank you.
অনেক সুন্দর পুটিয়া রাজ রাড়ী।
Thank you
আমার শহর প্রানের শহর ভালোবাসার শহর রাজশাহী। আমি গর্বিত আমি জন্মেছি প্রানের শহর এই রাজশাহীতে।
💕
সত্যিই একেই বলে আতিথেয়তা। অসাধারণ!👍👍🥰😍
🥰
Uncle apni oshadharon akjn manush...najmul Vai Bari khowa dowa..oshadharon...amn grm ke nijer modde dharon kora..amn manusher shate mishe jowa oashadaron
Thank you dear 🥰
"ভাইয়া" বাংলা রুপ টা কে নিঁখুত ভাবে তুলে ধরেছেন খুব ভালো লাগলো" ভালো থাকবেন৷৷
Thank you 😊
অসাধারণ লাগলো uncle❤️❤️❤️
Thank you
@@AdventureTube21 welcome uncle.
Ekhankar khabar khub moja. Amar chekhe dekher shujog hoye chilo.
🥰
মাশাআল্লাহ, এইটাই আমরা বাঙ্গালী অাথ
অতিথীয়তা!!
💕
Beautiful historical places in need of maintenance. It should be kept well maintained and preserved for the future generations to come. Who should take responsibility? The way I see it,everything is falling apart. Sad but thank you for showing us these amazing places.
Welcome
খুব সুন্দর লাগলো ভিডিও টা আমাদের আদি বাড়ি রাজশাহী 💕💕💕
💕
100% Sotto Hindudarme etihas. Jara marjada debe tari tikbujbe r jara oppojit taderkache mullohin.Dadavai apner vlog jobabhobena. You r great man U really reporter. Bangladesh amader priodesh.👌👌👌👌👌👌
🥰
অসাভাবিক সুন্দর হয়েছে এই ভিডিওটা , আর নাজমুলের ব্যপারে কি বলবো , এটাই বাংলাদেশ , এরকমই বাংলাদেশ , বাংলাদেশের মানুষেরা এরকমই এটাই আমাদের ঐতিহ্য , সাধীনতা যুদ্ধের সময় এরকমই হয়েছিল , চিনতাম না জানতাম না , মানুষ আমাদেরকে আশ্রয় দিয়েছে খাবার দিয়েছে, এভাবেই সবার সহযোগিতায় আমরা সাধীন দেশ পেয়েছি , আজ আমরা সাধীন , ধন্যবাদ নাজমুল কে , নাজমুলের মত মানুষ কে, আরোও ধন্যবাদ , নাজমুলের মতন খটি সোনার মানুষ কে সামনে আনার জন্য ফারুক ভাইকে…..আবারো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ….
My pleasure dear. Thank you.
আস সালামআলায়কুম ফারুক ভাই, অসাধারণ একটা ভিডিও বাংলাদেশের প্রততান্ত্রিক অঞ্চলের মধ্যে রাজশাহীর পুঠিয়ার রাজবাড়ী অন্যতম গুরুত্বপূর্ণ যা আপনার ভিডিওর মাধ্যমে তুলে ধরেছেন। রাজশাহীর সাধারণ সহজ সরল মানুষ অত্যন্ত অতিথি পরায়ন । রাজশাহী ভ্রমণ করার জন্য আপনাকে ধন্যবাদ।। 👍
Walaikum assalam. You are very welcome dear.
osadaron
💕
Darun
🥰
ভীষণ ভালো লেগেছে ঐ ট্যারা কোটা কাজের বর্ণনা। কত ইতিহাস লেখা প্রতি পরতে পরতে। গ্রামের মানুষের আতিথেয়তা সত্যিই মনমুগ্ধ কর।
ভালো থাকবেন ভাই।
ধন্যবাদ ভাই।
অসাধারণ ভিডিও লাইক দিয়ে দেখা শুরু করে দিলাম ,
🥰
Apnar contain gulo miss kori nh... Khuv vlo lge... Sekhar onk kisu ace....
Thank you dear
Osadharon sundar ekta vlog mone rakhar moto.Sadek vai ke onek dhonyobad. Itihas er moroke mora osadharon uposthapona.Ei boyose jete parbona kohono kintu sei asha puron korlen.Onek ashirbad.Jassor er Narail dekhar ichha. Amar matamoho r bari Roy.
Thank you 🥰
সত্যি অসাধারণ অসংখ্য ধন্যবাদ
Welcome
You are living amazing life. God bless ❤️
Ameen
Wonderful !
Thank you 😊
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,,, ভালোবাসা রইলো প্রিয় ফারুক ভাই 💞💗❤️💖
🥰
আসসালামুয়ালাইকুম
সেই সাধারণ কৃষক ছেলেটি কথা রেখেছে ,আপনাদের সেই মুরগি দিয়ে রান্না করে খাওয়াইছে মাশাল্লাহ।।।।
জীবনে চলার পথে এরকম মানুষের সাথে দেখা হয় বলেই মনে হয় জীবনটা এত সুন্দর।।।
Love and respect from South Africa 🇿🇦
Love and respect
Walaikum assalam. Yes indeed he kept his words. Thank you dear
@@nazmabegum1328 Assalamoalaikom
Ji
Khub Shundor
💕
এক কথায় অসাধারণ ছিল আজকের ব্লগটা ❤️
🥰
মানুষ এই সব পরিবেশ ছেড়ে কি করে শহরে থাকে জানি না ।শহর ছেড়ে আর ও দূরে চলো চলে যায় ।।।,।।।।।।কাঠের রান্না অসাধারন।।।।
Thank you
ভালবাসা বগুড়া থেকে 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
🥰
Very nice vedio Bhai
🥰
আমার এলাকা আংকেল। অসংখ্য ধন্যবাদ রাজশাহীকে উপস্থাপনের জন্য।
My pleasure
অসাধারণ ভিডিওগ্রাফী
🥰
Love Love কেউ পায়না একটা বনলতা সেন 😝😝
So funny🤣🤣🤣
💕🥰
Thanks for sharing Love from Mumbai
Welcome
আশিক ভাইকে ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভ্রমণে নিয়ে যাবার জন্য 🤗
💕🥰
আমাদের নাটোরের মানুষ খুবই আন্তরিক। অতিথি আপ্যায়নে নাটোরে মানুষের জুড়ি নাই। আপনাকে নাটোর আসার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সব সময় দুয়া রইলো।
Thank you
টিক ভলেছেন জেকােন শ্রীতি নিরমল্ করা-
টিক্ না। ধন্য বাদ আপনাদেরকে
সুন্দর বিডিও উপস্তাপনার জন্য।
b d 2-u a e-abu dhabi
💕
@ .. enjoy ..so nice ..
🥰
আপনাকে অনেক ধন্যবাদ
Welcome
Faruk sab osadharon.protibesi deshtir opar soundorjjo apnar jonno dekhte pachchi.onek dhnnobad.valo thakben
Welcome dear
Onk kichu jante parlam, thanx ❤️❤️🙏
Welcome
vhi onek onek vlo laglo vhi
💕
Excellent...
💕
সত্যিই মনে রাখার মতে পুরোনে ইতিহাস।এখনো দুনিয়াতে ভালো মানুষ আছে।
💕
Awesome apni anek vaggaban
Thank you
Akta vlog e ato kichu vision thank you assalamo aalaikum (r)
Walaikum assalam. Thank you dear
একজন মুসলমান হিসেবে নিজের ধর্ম পালন করা এবং অন্য ধর্মের মানুষকে সম্মান এটাই তো ইসলামের শিক্ষা
🥰
Salam and thanks it’s nice
Walaikum assalam. Thank you dear
কেন জানিনা খুব আপন লাগে আপনাকে।আল্লাহ আপনাকে ভাল রাখুক আংকেল।
Thank you 😊
ভাই ,প্রথমে নাজমুলের জন্য ভালোবাসা । সত্যি কথা বলতে কি, যে যেমন তার সাথে জোটেও তেমন । ভালোবাসা সবার জন্য ।
Alhamdulillah
Awesome information do appreciable it reflects our ancient periods. Waiting for the next update vedio stay well and safe travels 🙏
Thank you