বাংলাদেশের যতো ভ্রমন ব্লগার রা আছে, আপনি সবার চেয়ে দশ ধাপ এগিয়ে এটা মানতেই হবে। আপনি একবার গিয়ে দেখাইয়া দিছেন এই পাংখুয়া পাড়া এখন বাকি ব্লগাররা যেয়ে ভিড় জমাবে আমি সিউর। অনেক ভালোবাসা ও শ্রদ্ধা রইলো আপনার প্রতি সুমন ভাই।
পাংখোয়াদের নিয়ে প্রতিবেদনটি মন ছুয়ে গেছে। সত্যিই চমৎকার প্রতিবেদন। আগামী দিনগুলিতে প্রকৃতি, সংস্কৃতি, মানুষ ও জীবন নিয়ে আরো সুন্দর কিছু প্রতিবেদন দেখতে চাই। শুভ কামনা নিরান্তর।
২য় পর্বের জন্যে অপেক্ষায় ছিলাম,আসলেই বলার অপেক্ষা রাখেনা,পাহাড়ের বুকে সংগ্রাম করে বেচে থাকা এসব মানুষদের উপর শ্রদ্ধা ও সম্মান বেড়ে গেলো অনেক,এবং সাথে সাথে যেসব আইনশৃঙ্খলা ভাইরা জীবন বাজি রেখে আমাদের দেশের রক্ষার কাজে উনাদের সেবা দিয়ে যাচ্ছেন,আর আপনাকে ও অংসখ্য ধন্যবাদ ভাই,সবার কাছে পাহাড়ের বুকে যুদ্ধ করে বেচে থাকা এসব মানুষদের জীবন ব্যাবস্থা আমাদের সকলের কাছে তুলে ধরার জন্যে,আপনার দীর্ঘায়ু কামনা করি।
ভালো লাগলো তবে বাংলাদেশের বিখ্যাত কিছু ঐতিহাসিক স্থান যেমন ভাওয়াল রাজবাড়ি, পাহাড়পুর বৌদ্ধবিহার ইত্যাদি জায়গা সম্পর্কে ভিডিও বানালে সমৃদ্ধ বোধ করবো।
পাহাড়ি এলাকার জীবন যাত্রা দেখে খুব ভালো লাগলো❤️ আমাদের ইচ্ছা থাকলেও উপায় নেই !দাদা,আপনার ব্লগ ভিডিও দেখে প্রশান্তির একটা নিশ্বাস নেই ❤️ .. পরের ভিডিও এর জন্য অপেক্ষায় রইলাম -
অসম্ভব সুন্দর দৃশ্য অতুলনীয় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জনবসতি। বিন্নি ধানের নাম শুনেছি খাইনি চোখেও দেখেনি এই ভিডিওর মাধ্যমে প্রথম দেখলাম, খুব ভালো লাগলো। এমন পরিচ্ছন্ন একটি ভিডিও উপহার দেবার জন্য সুমন ভাইকে ধন্যবাদ। পরিশেষে বলবো এরকম রিমোট জনবসতির আরো ভিডিও দিন।
হয়তো আমি ভারতীয় , কিন্তু আমি বাঙালী, আর তাই আমার আরো একটা দেশ আছে , তা হলো বাংলাদেশ । আমার মায়ের ভাষার দেশ । খুব ইচ্ছে একদিন যাবো সেখানে। যা ইচ্ছে খাবো , যেখানে ইচ্ছে যাবো। লুঙ্গি পরে, কোমরে গামছা বেঁধে মাছ ধরবো । আশা করি আমার দাদারা, দিদিরা, ভায়েরা দূরে ঠেলে দেবে না। আমার প্রিয় বাংলাদেশ, আমার মায়ের ভাষার দেশ, আমি তোমায় ভালোবাসি । ❤❤❤❤
এক প্রকার লুপ্ত প্রায় সম্প্রদায়ের মানুষদের কথা ও তাঁদের জীবন, জীবিকা এ সব জানতে পেরে ভীষণ ভালো লাগছে সুমন,, আমি ভারত থেকে নিয়মিত তোমার ভিডিও দেখি,, আর তোমার উপস্থাপনা আমাকে মুগ্ধ করে।
অনেক ভালো লাগলো ভাই,আর বীন্নি ধান আমাদের হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় অনেক উৎপাদিত হয় এখনো,দুটি পর্বে দেখা হয়ে গেল রাঙামাটির কাপ্তাই হ্রদ সহ বিভিন্ন জায়গা, ধন্যবাদ সৌদি আরব থেকে সুমন ভাই।
বাঙালির ইতি ঐতিহ্য ইতিহাস সালাউদ্দিন ভাইয়ের মত আর কেউ দেখায়নি ধন্যবাদ সালাউদ্দিন ভাই ভয়েস টা আপনার আললাহ পাক নিজ হাতে তৈরি করেছেন তার জন্য আললাহ কাছে শুকরিয়া আদাই করবেন
সুমন ভাইকে অনেক ধন্যবাদ এমন সুন্দর ভিডিও দেবার জন্য!!!হে আল্লাহ এই পাহাড়ি মানুষগুলোকে আপনি জান্নাতের পথে কবুল করুন... এত সুন্দর যদি এই ধরা হয়, না জানি জান্নাতে (সর্গ )কত সুন্দর!!!!
২০১৩ সালে ওই পাড়ার প্রধান লাল এংলিয়ানা পাংখোয়া দাদার আমন্ত্রণে বড়দিনের উৎসবে গিয়েছিলাম। অসাধারণ গ্রাম আর মানুষ। দুই একটি তাদের ভাষার শব্দ শিখেছিলাম তার মধ্যে একটি কাই নাং কামারে আমনে মানে আমি তোমাকে ভালোবাসি।
সুমন ভাই এতো সুন্দর তথ্যচিত্র কি আর বলবো ৷ আপনাকে জাতীয় পুরস্কার দেওয়া উচিৎ | আমার কাছে মনে হয় রাঙ্গামাটিরএযাবৎ কালের সবচেয়ে চমৎকার প্রামাণ্যচিত্র বানিয়েছেন ৷ বিশ্ব্বমানের প্রামাণ্যচিত্র সুমন ভাই ৷ চমৎকার সাবলিল অনুভূতি প্রকাশ আপনার , আমাকে ভাবিয়েছে আবার হাসিয়েছে
এত নিবিড়ভাবে কোনো পাহাড়ি নৃ গোষ্ঠীর জীবনের গল্পঃ এভাবে আমার মনটাকে এতটা আপ্লুত করবে ভাবিনি কখনও। সালাউদ্দিন সুমনের আন্তরিক এই প্রচেষ্টার জন্য বেশুমার ধন্যবাদ।
দেখতে দেখতে জীবন সাহ্নন্য পশ্চিম দিকে হেলে পরেছে,সুদুর canadaতে দীর্ঘ ৫০ বছর হোয়েগেল আপনার প্রতিটি এপিশোট আমার পড়ন্ত জীবনে দরুন সতেজ করে রাখে।অনবদ্য, অপুর্ব,আশির্ব্বাদ রইল।ভাল থাকবেন।
এক তো আপনার উপস্থাপন তার সাথে মনোমুগ্ধকর background music theme💖💖It's touch my mind very closely. Congratulation for your 1 million subscribers💖💖Best of luck 💖💖💖
সালাউদ্দিন ভাই আপনাকে অসংখ্য অসংখ্য সালাম জানাই ইউরোপের রোম মহানগরী হতে । আপনার নিকট আকুল আবেদন এই যে আপনার সুন্দর মনোমুগ্ধকর আয়োজন পরিবেশনার মাধ্যমে তুলে ধরবেন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামকে । মহান আল্লাহ আপনাকে যত টুকু জ্ঞান গরিমা দিয়েছেন । এই মিডিয়াকে ব্যাবহার করে আপনার জান্নাতের রাস্তা আল্লাহ্ সুগম করবেন ইনশাআল্লাহ ।আপনার জন্য প্রাণ খুলে দোয়া করি হে রাববুল আলামীন আমার প্রিয় সুমন ভাইকে সাহায্য করুন তোমার দ্বীনের পথে চলার জন্য । আমীন ।
দাদা আপনার ভিডিওটা অসাধারণ আপনার কথাগুলো খুব ভালো লাগে আপনি বিভিন্ন আদিবাসীদের নিয়ে ভিডিও করেন খুব ভালো লাগে দয়া করে আমাদের ওরাও সম্প্রদায় আদিবাসীদের একটা ভিডিও বানান আমি ঠাকুরগাঁও জেলা থেকে
ও কি সুন্দর পাহাড় এলাকার দৃশ্যে , দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম, পরবর্তী ভিডিও আবারও দেখতে চাই তাদের জীবন, দাদা আপনি দারুন ভিডিও বানানোর চেষ্টা করেন ধন্যবাদ দাদা ❤️ আপনাকে
বাংলাদেশের যতো ভ্রমন ব্লগার রা আছে, আপনি সবার চেয়ে দশ ধাপ এগিয়ে এটা মানতেই হবে। আপনি একবার গিয়ে দেখাইয়া দিছেন এই পাংখুয়া পাড়া এখন বাকি ব্লগাররা যেয়ে ভিড় জমাবে আমি সিউর। অনেক ভালোবাসা ও শ্রদ্ধা রইলো আপনার প্রতি সুমন ভাই।
রাঙ্গামাটি পাংখোয়া এলাকাটা দেখে অনেক ভালো লাগলো গ্রামটা খুব সুন্দর পাহাড়ি এলাকা অসাধারণ দৃশ্য শেয়ার করার জন্য ধন্যবাদ
আমাদের পাংখোয়া পাড়াকে প্রতিবেদন করা জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
J km 0 mm jatrapa la
অসাধারণ, মনোমুগ্ধকর দৃশ্য।আর সুরের মিশ্রণ এমন যে মনে হয় এখনই ছুটে যাই।কিন্তু সবচেয়ে কষ্টকর বিষয় হলো পাংখোয়াদের জীবন যাত্রার এত দুর্বিষহ অবস্থা দেখে।
So sweet comment.. I'm Indian.. From west Bengal
Tomi koi thako
অসাধারণ
oh Dear
আলহামদুলিল্লাহ। আপনি খুব সুন্দর ভাবে উপলব্ধি করেছেন।
সুমন ভাই , আপনি ঠিক বলেছেন। বুকভরা অক্সিজেন আজকের পৃথিবীতে সবচেয়ে মূল্যবান বস্তু। বেগুনি ভুট্টা এবং বিনি ধান দেখতে পেয়ে অভিভূত হলাম। আপনাকে ধন্যবাদ।
সালাউদ্দিন ভাই পাহাড়ি সম্প্রদায় মানুষের জীবনযাত্রা তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।
@Onek Din Ager Kotha good
Thank ভাই।
0
পাংখোয়াদের নিয়ে প্রতিবেদনটি মন ছুয়ে গেছে। সত্যিই চমৎকার প্রতিবেদন। আগামী দিনগুলিতে প্রকৃতি, সংস্কৃতি, মানুষ ও জীবন নিয়ে আরো সুন্দর কিছু প্রতিবেদন দেখতে চাই। শুভ কামনা নিরান্তর।
পাংখোয়াদের উপর প্রতিবেদন খুব ভাল লেগেছে।আসলে এরা হলো আমাদের সংস্কৃতির বিশেষ সম্পদ। ধন্যবাদ।
২য় পর্বের জন্যে অপেক্ষায় ছিলাম,আসলেই বলার অপেক্ষা রাখেনা,পাহাড়ের বুকে সংগ্রাম করে বেচে থাকা এসব মানুষদের উপর শ্রদ্ধা ও সম্মান বেড়ে গেলো অনেক,এবং সাথে সাথে যেসব আইনশৃঙ্খলা ভাইরা জীবন বাজি রেখে আমাদের দেশের রক্ষার কাজে উনাদের সেবা দিয়ে যাচ্ছেন,আর আপনাকে ও অংসখ্য ধন্যবাদ ভাই,সবার কাছে পাহাড়ের বুকে যুদ্ধ করে বেচে থাকা এসব মানুষদের জীবন ব্যাবস্থা আমাদের সকলের কাছে তুলে ধরার জন্যে,আপনার দীর্ঘায়ু কামনা করি।
পৃথিবীর সকল আদিবাসীদের জন্য অকৃত্রিম ভালোবাসা। পাহাড় সংরক্ষিত থাকুক পাহাড়ীদের জন্য। ভালো থাকবেন ভাই। 💖💖💖
1q11
জাম্বুরা বলতে বাতাবি-নেবু ত সুমনদা
Love u......... BhaiJaan
From....... Assam ( India )
আপনার Video দেখার জন্ন অপেক্ষা করে থাকি
Thx💕❤️💕
সুমন ভাই মানে প্রাকৃতি আর রহস্য নিয়ে উন্মোচিত কিছু ইতিহাস।
ভালোবাসা রইল সুমন ভাই ❤️❤️
অসম্ভব সুন্দর পাংকু পাড়া।
১ম পর্বের নদী আর পাহাড়ের দৃশ্যের প্রেমে পড়ছি।
মনোরম পরিবেশ দেখে মন মুগ্ধ হয়ে গেল🤗🤗
প্রিয় সুমন ভাই 🥰🥰🥰🥰
Nice👍
India🇮🇳
ভালো লাগলো তবে বাংলাদেশের বিখ্যাত কিছু ঐতিহাসিক স্থান যেমন ভাওয়াল রাজবাড়ি, পাহাড়পুর বৌদ্ধবিহার ইত্যাদি জায়গা সম্পর্কে ভিডিও বানালে সমৃদ্ধ বোধ করবো।
এই পর্বের জন্য অধীর আগ্রহে ছিলাম।
পৃথিবীতে সব থেকে সুন্দর এবং মধুর সুর হল আজান মাশা-আল্লাহ 🌹🌹💚👍👍👍
@@debranjanbera32 Manos hon
@@debranjanbera32 কাফেরের বাচ্চা তুই কি বল্লি... শালা আবাল কোথাকার... আল্লাহ তকে হেদায়েত দান করুক
Thik boleche kukur rao bhalo ajan dei
@@MdManik-qs4un first
পৃথিবীতে সব থেকে সুন্দর এবং মধুর সুর হলো মা বাবার ডাক
দাদা আমি পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুর থাকি। তোমার ভিডিও আমার খুব ভালো লাগে।
অসংখ্য ধন্যবাদ সুমন ভাইকে এত সুন্দর করে পাহাড়ি জনপদ কে তুলে ধরার জন্য।
অসাধারণ সুন্দর পাহাড়ি জীবনযাপন অসংখ্য ধন্যবাদ সুমন ভাই পাহাড়ি সম্প্রদায়ের জীবনযাপন তুলে ধরার জন্য আশা করি আরো দেখতে পারবো।
পাহাড়ি এলাকার জীবন যাত্রা দেখে খুব ভালো লাগলো❤️ আমাদের ইচ্ছা থাকলেও উপায় নেই !দাদা,আপনার ব্লগ ভিডিও দেখে প্রশান্তির একটা নিশ্বাস নেই ❤️ .. পরের ভিডিও এর জন্য অপেক্ষায় রইলাম -
সত্যি এদেশে অশেষ রুপ
অসম্ভব সুন্দর দৃশ্য অতুলনীয় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জনবসতি। বিন্নি ধানের নাম শুনেছি খাইনি চোখেও দেখেনি এই ভিডিওর মাধ্যমে প্রথম দেখলাম, খুব ভালো লাগলো। এমন পরিচ্ছন্ন একটি ভিডিও উপহার দেবার জন্য সুমন ভাইকে ধন্যবাদ। পরিশেষে বলবো এরকম রিমোট জনবসতির আরো ভিডিও দিন।
সুমন ভাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলেটিকে নিয়ে একটি ভ্লগ দেখার আশা করছি,,, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এতো চমৎকার একটি ভ্লগ উপহার দেওয়ার জন্য,,,
খুব ভালো লেগেছে ভিডিওটি।তাদের জীবন যাপন নিয়ে ভিডিও করার জন্য ধন্যবাদ
পাহাড়ি বাড়িঘর আসলেই অসাধারণ, আমাদের অট্টালিকার থেকে ও মনোমুগ্ধকর 😍😍
সুস্থ মানসিকতার একটি ভিডিও। সুমন আপনার পরিবেশনা সবাইকে শেষ পর্যন্ত ধরে রাখে। hats off.
তাদের বাড়িঘর এতো সুন্দর ও পরিস্কার যে দেখলেও ভালো লাগে, আপনাকে ও ধন্যবাদ আমাদের দেখানোর জন্য
really amazing
আপনার ভিডিওতে আপনি যেভাবে স্থানীয় জনগণের সাথে একাত্ম হয়ে যান তা দেখে আমার ভাল লাগে। মনে হয় আপনিও যেন ওদেরই একজন।
হারিয়ে যাওয়া অনেক ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানা যায় আপনার মাধ্যমে। ধন্যবাদ আপনাকে।
হয়তো আমি ভারতীয় , কিন্তু আমি বাঙালী, আর তাই আমার আরো একটা দেশ আছে , তা হলো বাংলাদেশ ।
আমার মায়ের ভাষার দেশ ।
খুব ইচ্ছে একদিন যাবো সেখানে। যা ইচ্ছে খাবো , যেখানে ইচ্ছে যাবো। লুঙ্গি পরে, কোমরে গামছা বেঁধে মাছ ধরবো ।
আশা করি আমার দাদারা, দিদিরা, ভায়েরা দূরে ঠেলে দেবে না।
আমার প্রিয় বাংলাদেশ, আমার মায়ের ভাষার দেশ, আমি তোমায় ভালোবাসি ।
❤❤❤❤
আপনাকে শুভেচছায় স্বাগতম
কোন দিন বাংলাদেশে আসলে যোগাযোগ করবেন সহায়তা প্রদান কারার চেষ্টা করবে,,,,,
Nice
আপনাকে অগ্রীম শুভেচ্ছা
Apnader asar obekkhai Bangladesh
অসাধারণ সুন্দর। বৈচিত্র্যময় জীবন।।
পাংখোয়া সমাজের সকলেই কর্মঠ এবং পরিশ্রমী সহজেই বুঝা যায় ভিডিওটা দেখলে।
আর শামুকের ঝোল তরকারী অসাধারণ জীবন বৈচিত্র্যতার দিকেই ইঙ্গিত দেয়।
ভিডিওটিতে নতুন জাতেট পাহাড়ি ভুট্টা
দেখানো হয়েছে এটা প্রথম দেখলাম।
শামুকের তরকারী যদি খাইতে দিত তাইলে কি করতেন!
এত সুন্দর উপস্থাপনা দেশে কয়েকজন আছে, এর মধ্যে আপনি একজন সুমন ভাই। শুভ-কামনা।
এক প্রকার লুপ্ত প্রায় সম্প্রদায়ের মানুষদের কথা ও তাঁদের জীবন, জীবিকা এ সব জানতে পেরে ভীষণ ভালো লাগছে সুমন,, আমি ভারত থেকে নিয়মিত তোমার ভিডিও দেখি,, আর তোমার উপস্থাপনা আমাকে মুগ্ধ করে।
এইরকম একটা পরিবেশ আর সাথে বেকগ্রাউন্ড মিউজিক,,একেবারে জমে গেছে ব্যাপারটা🥰🖤
ভীষণ সুন্দর। অনেক ধন্যবাদ এতো সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য। পশ্চিম বঙ্গ থেকে।
সুমন ভাই
অসাধারণ vdo
মনটা ভরে গেল
আপনি চালিয়ে
যান আমারা সবাই আপনার
সাথে আছি
আহা কি অপরূপ দৃশ্য কোথায় যেন হারিয়ে গেলাম কিছু ক্ষণের জন্য এক কথায় অসাধারণ।
অনেক ভালো লাগলো ভাই,আর বীন্নি ধান আমাদের হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় অনেক উৎপাদিত হয় এখনো,দুটি পর্বে দেখা হয়ে গেল রাঙামাটির কাপ্তাই হ্রদ সহ বিভিন্ন জায়গা, ধন্যবাদ সৌদি আরব থেকে সুমন ভাই।
আমি পাশের গ্রামে থাকি।। ভিডিও টা অনেক সুন্দর হয়েছে।।। অনেক ধন্যবাদ আপনাকে
আপনার গ্রামের নাম কি?
আপনার মাধ্যমে দেশের অজানা কিছুকে জান্তে পারি, জানার এই আগ্রহের জন্য আপনার ভিডিও দেখার অপেক্ষায় থাকি।
অসাধারণ সালাউদ্দিন তুমি মানে ই নতুন কিছু, ভালো থাকো সুস্থ রাখুক আল্লাহ পাক তোমাকে
বাঙালির ইতি ঐতিহ্য ইতিহাস সালাউদ্দিন ভাইয়ের মত আর কেউ দেখায়নি ধন্যবাদ সালাউদ্দিন ভাই ভয়েস টা আপনার আললাহ পাক নিজ হাতে তৈরি করেছেন তার জন্য আললাহ কাছে শুকরিয়া আদাই করবেন
অসাধারণ,,,, দেখার মত ভিডিও ভাই,,, আমি আপনার ভিডিও কে অনেক লাইক করি,,,আমি চাই যে আপনি আরো বেশি বেশি ভিডিও বানান,,
অপেক্ষা তে ছিলাম । thank you
আসসালামুআলাইকুম সালাউদ্দিন সুমন ভাই আমি প্রবাসে থাকি আপনার প্রত্যেকটি ভিডিও দেখি খুবই ভালো লাগে গ্রামের মনমুগ্ধকর দৃশ্য গুলো
সুমন ভাইকে অনেক ধন্যবাদ এমন সুন্দর ভিডিও দেবার জন্য!!!হে আল্লাহ এই পাহাড়ি মানুষগুলোকে আপনি জান্নাতের পথে কবুল করুন... এত সুন্দর যদি এই ধরা হয়, না জানি জান্নাতে (সর্গ )কত সুন্দর!!!!
অসংখ্য ধন্যবাদ, সালাহউদ্দীন সুমন ভাই কে।পাং খোয়া পাড়ার মানুষের জীবন চিত্র দেখানোর জন্য। আপনি দীর্ঘদিন বেঁচে থাকুন। ভালো মানুষর ভিতর। আলহামদুলিল্লাহ 🌏🇧🇩
২০১৩ সালে ওই পাড়ার প্রধান লাল এংলিয়ানা পাংখোয়া দাদার আমন্ত্রণে বড়দিনের উৎসবে গিয়েছিলাম। অসাধারণ গ্রাম আর মানুষ। দুই একটি তাদের ভাষার শব্দ শিখেছিলাম তার মধ্যে একটি কাই নাং কামারে আমনে মানে আমি তোমাকে ভালোবাসি।
Mon ta jano juriye galo dhonnobad sumon sir
আমি নিজে রাঙামাটিতে থেকেও সেখানে যাওয়া হয় নাই, আপনার ভিডিও দেখে তা পূর্ণ হলো🥰 ধন্যবাদ ভাই।
অপূর্ব বাংলার রূপ। যতই দেখি
মনে হয় শেষ হয় না।
পাহাড়ী জীবন বৈচিত্র্যময়... খুব ভালো লাগলো,
Sumon Da ❤️♥️
Onekkkk darunnnnnn video. Salauddin Sumon bhai-er video manei অসাধারণ।
সুমন ভাই আমার অশঙ্খ ধন্যবাদ পাংখোয়া পারাকে নিয়ে ভিডিও করে আমাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ
অসাধারণ দৃশ্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ
খুবই সুন্দর ভিডিও দেখলাম।
আপনার জন্য শুভ কামনা রইল ভাইজান।
সুমন ভাই এতো সুন্দর তথ্যচিত্র কি আর বলবো ৷ আপনাকে জাতীয় পুরস্কার দেওয়া উচিৎ | আমার কাছে মনে হয় রাঙ্গামাটিরএযাবৎ কালের সবচেয়ে চমৎকার প্রামাণ্যচিত্র বানিয়েছেন ৷
বিশ্ব্বমানের প্রামাণ্যচিত্র সুমন ভাই ৷ চমৎকার সাবলিল অনুভূতি প্রকাশ আপনার , আমাকে ভাবিয়েছে আবার হাসিয়েছে
সালাউদ্দিন ভাই আপনার প্রতিটি ব্লগ ই আমার খুব ভালো লাগে। আপনার ব্লগ এর মাধ্যমে অনেক অজানা তথ্য আমি পাই। অনেক ধন্যবাদ আপনাকে ভাই।
এত নিবিড়ভাবে কোনো পাহাড়ি নৃ গোষ্ঠীর জীবনের গল্পঃ এভাবে আমার মনটাকে এতটা আপ্লুত করবে ভাবিনি কখনও।
সালাউদ্দিন সুমনের আন্তরিক এই প্রচেষ্টার জন্য বেশুমার ধন্যবাদ।
এক সেকেন্ড ও স্কিপ করা যায় না!!এক কথায় অসাধারণ 🥰💖
Sumon bhai,aapnar proti ta video khub informative o osombhob sundor...India theke bhalobasa roilo ❤️👌
দাদা আপনি বলেই
এ সব সম্ভব
অসাধারণ v d o
দাদা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি
1st comment
ভাইজান আপনার কর্মের কারনেই আজ আপনার নাম টা সুন্দর লাগে❤️👈
খুবই ভালো লেগেছে 💕
রুবেল ভাই🖐️
ভাল লাগে
সুন্দর হয়েছে ভাইয়া ,,,,,, এই নিয়ে পাঁচবার ভিডিওটা দেখলাম ,,
এইগুলা লোকেশনের ভিডিও , তার সাথে আপনার উপস্থাপনা.. একদম সেরা প্যাকেজ👌
সুমন ভাই।
আপনার ভিডিওগুলো আমার বরাবরই ভাল লাগে কিন্তু সবচাইতে ভাললাগে আপনার উপস্থাপন।
অসাধারণ। ভাই আপনার ভিডিও দেখি উপস্থাপনা খুবই চমৎকার।
India Assam state theke bolchi Salahuddin vai er আকর্ষণমূলক vdo gulo Bora bor deki 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 love you 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
Awesome vlog. Love from India 🇮🇳🇮🇳
আমার মতে আপনি হচ্ছেন বাংলাদেশের ইউটিউবার মধ্যে যে কজন সেরা আছেন তাদের মধ্যে আপনিও একজন।।খুব সুন্দর আর মানসম্পন্ন ভিডিও আপনার
সীমান্তবর্তী দর্শনা চুয়াডাঙ্গার পক্ষ থেকে সালাউদ্দিন সুমন ভাইয়ের শুভেচ্ছা। আপনার চ্যানেলের ভিডিও সবগুলো আমি দেখেছি খুব সুন্দর।
অসাধারণ সুমন ভাই ।আপনার এই চেষ্টা ব্যর্থ হওয়ার নই।এই ধরনের নূতন নতুন বিষয় অবশ্যই দেখানোর অনুরোধ রাখলাম ।
১, জান্নাতুল ফেরদাউস
২, দারুসসালাম
৩, দারুল খোলাদ
৪, দারুল মোকাত
৫, জান্নাতুল মাওয়া
৬, জান্নাতুন নায়ীম
৭, জান্নাতের আদন
৮, দারুল আকার।
অসম্ভব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সবসময় শুভকামনা রইল আপনার জন্য।
আপনার ভয়েসে কেমন জানি প্রাকৃতিক সজীবতা খোঁজে পাই💕।ধন্যবাদ ভাই।
অসাধারণ ভাই সত্যিই আপনি জিমিয়াস।
💙❤💜💚গ্রাম বাংলার বৈচিত্র্য সুন্দর এবং মানুষগুলো সাদা মনের আর মায়া মমতায় ভরা তাদের জীবন এটাই শান্তিপূর্ণ পরিবেশ সবার জন্য শুভকামনা আর দোয়া রহিল 🤲🤲
সুন্দর বরাবরের মত। ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো অসাধারণ
পাঙখোয়া ভিলেজ খুব সুন্দর লাগলো.
ধন্যবাদ
দেখতে দেখতে জীবন সাহ্নন্য পশ্চিম দিকে হেলে পরেছে,সুদুর canadaতে দীর্ঘ ৫০ বছর হোয়েগেল আপনার প্রতিটি এপিশোট আমার পড়ন্ত জীবনে দরুন সতেজ করে রাখে।অনবদ্য, অপুর্ব,আশির্ব্বাদ রইল।ভাল থাকবেন।
Ato sundor ato Informative vlog sudu amra apanr theke e pay❣️
আপনার তথ্যচিত্র গুলো খুব ভাল লাগে।এই ধরনের তথ্যচিত্র আমি ভবিষ্যত্বে তুলে ধরতে চাই
এক তো আপনার উপস্থাপন তার সাথে মনোমুগ্ধকর background music theme💖💖It's touch my mind very closely. Congratulation for your 1 million subscribers💖💖Best of luck 💖💖💖
সব কটা ভিডিও আমি দেখি।।।
ইনশাআল্লাহ পড়াশোনা শেষ করে আপনার মতো ভ্রমণ পিপাসুদের একজন হতে চাই।
Congratulation SALAHUDDIN SUMON for your hard effort to explore us the interesting hard fighting life process of PANKHUA TRIBE.
Go ahead
From
NEW YORK
Itsa. . ,,,
.
,,,. .
সালাউদ্দিন ভাই আপনাকে অসংখ্য অসংখ্য সালাম জানাই ইউরোপের রোম মহানগরী হতে । আপনার নিকট আকুল আবেদন এই যে আপনার সুন্দর মনোমুগ্ধকর আয়োজন পরিবেশনার মাধ্যমে তুলে ধরবেন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামকে । মহান আল্লাহ আপনাকে যত টুকু জ্ঞান গরিমা দিয়েছেন । এই মিডিয়াকে ব্যাবহার করে আপনার জান্নাতের রাস্তা আল্লাহ্ সুগম করবেন ইনশাআল্লাহ ।আপনার জন্য প্রাণ খুলে দোয়া করি হে রাববুল আলামীন আমার প্রিয় সুমন ভাইকে সাহায্য করুন তোমার দ্বীনের পথে চলার জন্য । আমীন ।
অপেক্ষা য় ছিলাম 2nd part এর জন্য। ভিডিও না দেখে ই comment করলাম।। ❤️From India.. ভালো থাকবেন দাদা।।
এক কথায়, চমৎকার। ধন্যবাদ
আপনার ভিডিও গুলা অসাধারণ ভাই, আপনার ভয়েস ও অসাধারণ, দোয়া এবং ভালোবাসা রইলো সুমন ভাই❤️💞
এমন সুন্দর সুন্দর ভিডিও দেখে সত্যি অনেক অনেক ভালো লাগে শ্রদ্ধেয় সুমন ভাই
মন ভরে গেল ভাই ♥️♥️♥️
আর ও অনেক ভিডিও চাই পাহাড়িদের নিয়ে।
দাদা আপনার ভিডিওটা অসাধারণ
আপনার কথাগুলো খুব ভালো লাগে
আপনি বিভিন্ন আদিবাসীদের নিয়ে ভিডিও করেন খুব ভালো লাগে দয়া করে আমাদের ওরাও সম্প্রদায় আদিবাসীদের একটা ভিডিও বানান আমি ঠাকুরগাঁও জেলা থেকে
আলহামদুলিল্লাহ মহান আল্লাহ বাংলাদেশকে বিশ্বের মাঝে অনন্য এক দেশ হিসাবে সৃষ্টি করেছেন। নদী সাগর পাহাড় সব কিছুই আছে।
ভিডিও টার অপেক্ষায় ছিলাম ভাই প্রথম পর্ব টা অনেক ভালো লাগছিলো
ও কি সুন্দর পাহাড় এলাকার দৃশ্যে , দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম, পরবর্তী ভিডিও আবারও দেখতে চাই তাদের জীবন,
দাদা আপনি দারুন ভিডিও বানানোর চেষ্টা করেন
ধন্যবাদ দাদা ❤️ আপনাকে
সুমন ভাই আপনার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো।
সালাউদ্দিন ভাই এই রকম ভিডিও দায়ের জন্য ধন্যবাদ আপনার ওনাদের কষ্ট জীবন বাংলাদেশের সরকার সাওজিগিতা করুন 🌹🇧🇩🇮🇳🌹
সুমন ভাই আপনার জন্য আমরা এই সুন্দর জায়গা দেখতে পেলাম তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে।
আপনার মাধ্যমে অজানা কে জানা যায়,,,,, কোন দিন সেই জায়গায় যেতে পারবো না,,,,