ফারুক ভাইয়ের সাথে পরিচয় ইউটিউবে তাঁর অসাধারণ ভ্লগের মাধ্যমে। তবে পরিচয়ের পর্বটা ছিল একতরফা প্রেমের মত। অবশেষে একসময় ফারুক ভাইয়ের সাথে যোগাযোগ হয়। এবং বাংলাদেশে এবার তাঁর সাথে দেখা হয়ে গেল এইজন্য যে তিনি তাঁর ব্যস্ত সময় থেকে আমাদের সময় দিতে পেরেছেন বলে। এজন্য একজন ফ্যান হিসেবে আমি তাঁর কাছে কৃতজ্ঞ। এবার আসি ফারুক ভাই এবং মালা ভাবি সম্পর্কে কিছু কথা, প্রথমে দেখা হবার আগে ভাবছিলাম ভ্লগে দেখা আর বাস্তবে দেখা ফারুক ভাই এবং মালা ভাবি কি একইরকম হবে? না কি ভিন্নতা দেখতে পাব! কিন্ত সাক্ষাৎ হবার কয়েক সেকেন্ডের মধ্যে আমার মনে হল এটা আমাদের প্রথম সাক্ষাৎ নয় বরং এর আগেও যেন আমাদের বেশ কবার দেখা সাক্ষাৎ হয়েছে। তারা দুজনে এক কথায় মানুষ হিসেবে সাধারনের মধ্যে অসাধারণ এক মিশেল। আমার পরিবার তাদের মত এক চমৎকার দম্পতি কে কাছে পেয়ে আসলেই অভিভূত। আমার মেয়েরা তাদের প্রিয় ফারুক আংকেল আর মালা আন্টিকে পেয়ে অনেক আনন্দিত হয়েছিল, আমার স্ত্রী তাঁর পছন্দের রান্না খাওয়াতে পেরে অনেক আনন্দ পেয়েছিল। আর আমার ভাল লেগেছিল এই অসাধারণ দম্পতিকে কাছে পেয়ে।
আশিক ভাই, রুপা ভাবি আর তাদের দুই কন্যার সাথে সময় কাটানো ছিল অসাধারন। কত দ্রুত আমাদের মনে কত বড় জায়গা করে নিয়েছে তা লিখে বুঝানো যাবে না। ভাই, অনেক ধন্যবাদ অসাধারন সময়ের জন্য। 🥰💕
আপনিও মানিকগঞ্জ ঘুরে যা দেখালেন, তার তুলনা নেই। মানিকগঞ্জের বড় মিয়াদের কথা শুনেছি। কি ছিলেন একটু আন্দাজ করতে পেরেছি। শহরের পাগলার দোকানের মিষ্টি খেয়ে ফারুক ভাইয়ের আশাভঙ্গ হয়েছে দেখে খারাপ লাগলো। মালা ভাবীর বাঁশের সাঁকো পার অসাধারণ ছিল। ওনার সাহস দেখে আমি অবাক! আপনাদের দশম শ্রেণিতে পড়া মেয়ে দুটো সপ্রতিভ। ফারুক ভাইয়ের প্রশ্নের উত্তর বেশ গুছিয়ে বলল। রাঁধুনী ভাবীকে ধন্যবাদ রেসিপি দেবার জন্য।
Assalamu Alaikum Ashique Bhai- I went to Manikgonj Govt. High School from 1970 to 1976 ( Class 2 to 8). I have lot of memories from maniklgonj. Good to see my school. Thanks Brother.
শতভাগ একমত, ফারুক সাহেব এর উপস্থাপনা এবং কথা বলা অর্থাত বাচন খুবই শ্রুতিমধুর । উনি খুব ইতিবাচক যেটা জরুরী আমাদের দর্শকের জন্য। ফারুক সাহেবের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি ।
এর থেকে ভালো সম্প্রতি র ভ্লগ আমি দেখিনি আঙ্কেল। চোখে যে জল আসছে। আমি কখনো বাংলাদেশ চোখে দেখিনি। তবে মনে মনে আমি প্রতিদিন ঐ দেশ টা কে দেখি। আমার পূর্ব পুরুষের দেশ। ভালো থাকবেন
জেনারেল যেকবের নামানুসারে ১৯৭১ মুক্তি যুদ্ধকালিন বিজয়দিবসের ১০দিন আগে জন্ম নেওয়া আমার প্রথম সন্তানের নাম যেকব ( আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই কালজয়ী কবিতা সৃষ্টি সুখের উল্লাসে , থেকে নেওয়া উল্লাস ) পুরো নাম যেকব উল্লাস ডিঃ রোজারিও , যার সাথে আমরা আজ কানাডা থাকি । দারুণ লাগলো আজকের ব্লগ ফারুক ভাই । বাংলাদেশ টুর আরো আনন্দে কাটুক আপনাদের ।
Well said and I believe all fans are very close to him. Sometime it may not be possible for all to manage personal time and express their feelings. But I tried to represent you all as a part of the fans family.
Thank you very much for the vivid coverage of the dream country. My mother and entire maternal side born and brought up in Manickgunj Dasshara village came over to Kolkata during partition. Really what you have covered in the blog is a true description of the dream country and tallies with the innumerable stories we have heard from my mother since our childhood. I have never been there and always dream about the place. Every frame of your coverage is mesmerizing an tallies exactly with the stories and descriptions given by my ancestiors. My uncles all passed out from Manickgunj high School and grand dad was okil in Manickgunj court. Thanks to you once again in taking so pains. Long live Bangladesh with prosperity everywhere.
প্রথমেই মহান বিজয় দিবসের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। অসাধারণ অনবদ্দ একটি ভিডিও উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। জমিদার বাড়িগুলো দেখার সময় বারে বারে পৌঁছে যাচ্ছিলাম ১০০ বছর আগের একটি দিনে । আমি আমার কল্পনায় দেখতে পারছিলাম অনেক ঘটনা ।ভাবছিলাম যদি কোনো জাদুবলে সত্যি সত্যি পৌঁছে যেতে পারতাম ওই সময়ে......। মালা ম্যাডামের প্রশংসা না করে পারছিনা, হিল জুতো পায়ে বাঁশের ওই ছোট্ট সাঁকো পার হওয়া অত সহজ কাজ নয় । মানুষ যে আপনাকে কতখানি শ্রদ্ধা করে, ভালো বাসে তা আসিক ভাইএর পরিবারের আন্তরিকতা দেখলে বোঝা যায় এবং প্রমান করে তারা একটি শিক্ষত উচ্চ বংশের পরিবার। পরিশেষে ফাও বা bonus এর ফটো গুলি অসাধারণ । হাত নিস্ পিস্ করছিলো আপনার আর মালা ম্যাডামের ব্যালকনিতে দাঁড়ানো অবস্থায় একটি ছবি আঁকার। আগাম পারমিশন চেয়ে রাখলাম, যেইদিন সম্ভব হবে এঁকে ফেলবো আর একটি ছবি, আর তার হাই রিসোলিউশন ইমেজ পাঠিয়ে দেব। আশা করি আবারো পারমিশন দেবেন। ভালো থাকুন আর অনেক অনেক এনজয় করুন আপনাদের ওই নদী গ্রাম গাছপালা ভরা অপরূপ এক দেশ, বাংলাদেশ ।❤😊
@@AdventureTube21 কথায় বলে "ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙ্গে " ছবি আঁকার subject পেলে সে সুযোগ ছাড়তে মন চায় না, তাই ছবি আঁকার কথা লিখেছিলাম। দোয়া করি আপনিও ভালো থাকবেন, আর অনেক অনেক এনজয় করুন আপনার মাতৃভূমি ।
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খাবার গুলো খুবই সুন্দর ও মজাদার মনে হয়েছে । পরিবেশনটা খুবই আন্তরিকভাবে করা হয়েছিল। এই পরিবারের মা ও মেয়েদেরকে খুবই ভালো লেগেছে। আল্লাহ তাদেরকে হায়াৎ দারাজ করুন। পার্টিশানের ব্যাপারটা খুবই সত্যি ছিল। আমাদের পূর্ব পুরুষরাও ভারতের পশ্চিম বাংলা থেকে ঐভাবে এসেছিলেন কিন্তু কিছু মানুষের বিশ্বাস ঘাতকের জন্য অনেক কিছু হাতছাড়া হয়ে গিয়েছিল।। তারপরও আমাদের সকলে সব কথা ভুলে গিয়ে এক হয়ে থাকবো এই টাই হোক আমাদের প্রতিজ্ঞা। এই ব্যপারে আমি ফারুক ভাইয়ের সাথে একমত। From NY
Excellent video. Its full of facts which are completely unbiased. Thank you very much! I am a Bengali born and brought up in West Bengal, my ancestors are from East Bengal, but they shifted before partition, and they never said anything negative about East Bengal, they always wanted to go and aee their ancestral house, unfortunately it never happened. I have become a big fan of yours after seeing this blog.
ভাই, আসসালামুআলাইক্বুম! আপনার হোস্ট ভদ্রলোক কে আমি জানি না। কিন্তু তিনি এতো চমৎকার এবং এতো সাবলীল ভাবে ইতিহাসকে তুলে ধরলেন এবং পর্যটন নিয়ে আমাদের দেশের সম্ভাবনার কথাগুলো বললেন যে রীতিমতো মুগ্ধ হয়ে যাওয়ার মতো! ওনাকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। আপনি আর ভাবীর জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুভ কামনা।
অসম্ভব সুন্দর একটা ভিডিও। দেখে মন ভরে গেল। আপনার এবং মালা বৌদির ছবিগুলো খুব সুন্দর। আপনার ভিডিওর মাধ্যমেই বাংলাদেশ দেখলাম। আমার মা ছিলেন ঢাকার আর বাবা বরিশাল এর। দেশ ভাগের পর কলকাতা তে চলে আসেন। আমার জন্ম কলকাতা তে। খুব ভাল লাগল বাংলাদেশ এর এই জায়গাটি দেখে। পারলে কলকাতায় আসবেন দাদা বৌদিকে নিয়ে।
56:07 এই ভাবীর বাংলা উচ্চারণ, কণ্ঠস্বর ও বাচণভঙ্গি খুবই সুন্দর, ব্যক্তিত্বসম্পন্ন এবং পরিশীলিত!!! আ প্লেজেন্ট সারপ্রাইজ। তার মেয়েরাও অনেকটা মায়ের মতই এক্ষেত্রে।
ভাই আমার পূর্বপুরুষদের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে...তবে আমার যাওয়া হয়ে ওঠেনি .. খুব ইচ্ছা আছে যাবার.. উপরয়ালার ইচ্ছা হলে নিশ্চয়ই একবার যাবো.. আমার গ্রাম খুবই প্রিয়.. সময় পেলেই গ্রামে ঘুরতে যাই তাই এই ভিডিওটা খুব ভালো লেগেছে.. বাঁশের সাঁকো পার হওয়ার দৃশ্য সবচেয়ে ভালো লেগেছে আর মালা ভাবী কে অনেক দিন পর দেখে আরো ভালো লাগলো.. সবমিলিয়ে ভিডিও দারুন হয়েছে একেবারে জমে ক্ষীর.. খুব ভালো থাকবেন ভাই.. পরের ভিডিওর অপেক্ষায় রইলাম...
আসসালামুয়ালাইকুম। মহান বিজয় দিবসের বিশেষ ব্লগ হিসেবে আজকের ব্লগটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সেই সাথে মানিকগঞ্জের প্রাচীন ঐতিহ্যের অনেক কিছু দেখতে ও জানতে পারলাম। বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থানের যেসব ব্লগ আপনি এ যাবৎ কালে দেখিয়েছেন - তারমধ্যে আজকের মানিকগঞ্জের ব্লগটি ছিল একটি অসাধারণ পূর্ণাঙ্গ তথ্যচিত্র। দীর্ঘদিন মনে রাখার মত। বিশেষ ভাবে আশিক ভাই ও তার পরিবারের আতিথেয়তা এবং তার সহযোগীতা দর্শক হিসেবে আমাকে খুব ই মুগ্ধ করেছে। আর বোনাস/ফাউ হিসেবে মালা ভাবীর মোহনীয় ছবির পোজ গুলি ছিল - যথেষ্ট চিত্তাকর্ষক।
আমরা থাকি নিউ জার্সিতে , আর আমার গ্রামের বাড়ী মানিকগঞ্জ , সত্যি আপনি মানিকগঞ্জ ঘুরলেন দেখতে খুব ভাল লাগলো । একটা requst আপনাকে করবো তা হলো বান্ধুরা নবাবগঞ্জ গিয়ে যদি একটা ভিডিও করেন ।বান্ধুরা বেরিবাধের মিষ্টি নাম আছে আর সুইচগেট দেখার মতো আশা করি যাবেন সেখানে।
কি লিখবো,, ভাষা খোঁজে পাচ্ছি না,,, এতো এতো অসাধারণ হয়েছে,,,।আমি শুধু শুনেছিলাম যে মানিকগঞ্জ শহরের কাছেই জমিদার বাড়ি আছে,, কিন্তু সঠিক তথ্যের অভাবে দেখা হয় নাই চক্ষু মেলিয়া,, আপনাদের সাথে আজ ঘুরলাম,,, খুব ভালো লাগলো,,।। ধামরাই আপনাকে ডাকছে,,,,,। অনেক দোয়া রইলো।।
অনেক ভালো লাগলো আংকেল আপনি আমার জেলা মানিকগঞ্জ এ গিয়েছেন এবং আপনার ভিডিওতে আমার জেলাকে দেখতে পেলাম। সব সময় আপনার নেইভারহুড দেখি। প্রথমবার আপনার মাধ্যমে মানিকগঞ্জ দেখছি
শুভ সন্ধ্যামালাদি, আমি ও চলছি সাথে 🙏🤗 এই বাড়ীটা মনে হয় স্মৃতির আলপনা আকি, নাটকের শুটিং স্পট। খড়ের গাদা, আমাদের বাড়িতে ছিলো। আমরা উপরে উঠে নিচে নেমে আসার খেলা করতাম। কি যে ভালো লাগছে ভাই, খুব সুন্দর, খুব সুন্দর। মুরগিদেখে ভাবনা গুলো ঠিক না 🤣😜, মেয়ের সাথে খুব মজা করে হাসলাম। শেষে আশিক ভাই সহ তার পরিবার কে অনেক ধন্যবাদ। আজ বাংলাদেশের বিজয় দিবস, সবাই কে শুভেচ্ছা জানাই 🙏🇧🇩🇧🇩🇧🇩
অসাধারণ এক আনন্দ ভ্রমণে আপনাদের সাথে সাথে আমরাও সামিল হলাম। আশাকরি ভবিষ্যতেও এমন আরও ব্লগ পাবো ! ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা রইলো।
আসসালামু আলাইকুম ফারুক ভাই সুদূর কানাডা থেকে আপনার ও আপনার পরিবারের জন্য অনেক দোয়া ও শুভেচ্ছা রইল. আপনার এবারের পর্ব গুলি অসাধারণ আপনার অতি কষ্টের করা পর্বগুলি এ জন্য সবাই পছন্দ করে কারণ প্রতিটা পর্বে তথ্যগুলি সঠিক দেওয়ার চেষ্টা করেন .কোনো কৃত্রিমতা নাই. আমরা জানি প্রতিটা পর্ব করতে আপনার কি পরিমান কষ্ট করতে হয়. Please keep it up. Allah bless you.
Very historic and interesting clip. Next time when we go visit Bangladesh and if You are visiting too, would like to invite you to Tangail. My shoshurbari. Which also has the 1st President residence. And all the famous things in tangail
Uncle আজকে আপনার ভিডিও দেখে অনেক কিছু মনে পরে গেলো । ছোটবেলায় দাদুর কাছে এই সব কত গল্প সুলেছি । এখনো বাবা জেঠুদের দুঃখ হলে মাঝে মাঝে সেই কথা বলে । আমার ঠাকুমা ঠাকুরদার ১১ টি সন্তান ছিল । তাদের জমি বাড়ি ব্যাবসা সব ছিল ফরিদপুর এর হিন্দু পরিবার । ফরিদপুর বাজার অঞ্চল ও ফরিদপুর জগতবন্ধুর আঙিনায় খুব নাম ডাক ছিল । আমার দাদু ঠাকুমা মজিবর রহমান আর গন্ডগোল এর সময় এই পারে চলে আসেন । আপনি আমার বাবা কাকাদের মতন বয়েসী হয়তো সেই সময় আর পরিস্থিতির অবস্থা আপনিও জানেন খানিক টা । সব ছেড়ে নদী পার হয়ে আমার ছোট পিসি তখন সব থেকে ছোট ৩-৫ মাসের সেই সময় সব সন্তান কে নিয়ে অনেক কিছু বাধা পার হয়ে আসতে আসতে শূন্য থেকে আবার কলকাতায় সব করে । এই টুকুই বললাম বেশি বলে হয়তো আপনার অনেক সময় লাগবে । তবে ওই সময়ের গল্প শুনতে আজ ও খুব ভালো লাগে । বাংলাদেশ আমার খুব প্রাণের দেশ আমার মা বাবার জন্ম ওই দেশে । খুব ভালো লাগলো অনেক ইমোশনাল হয়ে গেলাম আজ । খুব সাবধনে বাংলাদেশ ঘুরুন । বাংলাদেশে রাও আর ও অনেক সুন্দর ভিডিও দেখার অপেক্ষায় রইলাম 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️।
Daroon ekta blog cheelo.. vhaia, Jomidar barir golpota bhalo laglo, Special thanks to Ashique Vi.. ekkebaray nuton kechu janlum Mr Gen. Jackob er golpota .. thanks a lot..
Faruque Shaheb, Assalamualaikum, Ei barer tour e Bangladeshe apni kotodin obosthan korben?.Bangladeshe obosthan kaalin apnar video gulo besh upovog korchi.Bhalo Thakben.
আসসালামু ওয়েলেকুম! ফারুক ভাই আর মালা ভাবী! ভিডিওটা খুবই ভাল লেগেছে! আমিও আপনার মত পুরাতন জমিদার বাড়ী দেখে imagine করি এখানে ওরা রান্না করতো! বাচ্চারা খেলছে! দারুন ভাল লাগে চিন্তা করতে! কিছুক্ষনের জন্য ওই Era থেকে ঘুরে আসতে! মনে মনেই আনন্দ লাগে! আমিও গ্রাম খুব ভালবাসি! মেঠো পথ পাশে চায়ের দোকান কি সুন্দর একটা পরিবেশ! সরিষা ফুলের ক্ষেত আর সেই সুন্দর সুগন্ধ! ক্ষেতের আইল ধরে হাঁটা! আহা কি আনন্দ! খুব enjoy করলাম ভিডিওটা! আসিক ভাই আর তার পরিবার কেও সালাম! খুবই সুন্দর আপায়ন! ভাল থাকবেন! আল্লাহ হাফেজ!❤️
ফারুক ভাইয়ের সাথে পরিচয় ইউটিউবে তাঁর অসাধারণ ভ্লগের মাধ্যমে। তবে পরিচয়ের পর্বটা ছিল একতরফা প্রেমের মত। অবশেষে একসময় ফারুক ভাইয়ের সাথে যোগাযোগ হয়। এবং বাংলাদেশে এবার তাঁর সাথে দেখা হয়ে গেল এইজন্য যে তিনি তাঁর ব্যস্ত সময় থেকে আমাদের সময় দিতে পেরেছেন বলে। এজন্য একজন ফ্যান হিসেবে আমি তাঁর কাছে কৃতজ্ঞ।
এবার আসি ফারুক ভাই এবং মালা ভাবি সম্পর্কে কিছু কথা, প্রথমে দেখা হবার আগে ভাবছিলাম ভ্লগে দেখা আর বাস্তবে দেখা ফারুক ভাই এবং মালা ভাবি কি একইরকম হবে? না কি ভিন্নতা দেখতে পাব!
কিন্ত সাক্ষাৎ হবার কয়েক সেকেন্ডের মধ্যে আমার মনে হল এটা আমাদের প্রথম সাক্ষাৎ নয় বরং এর আগেও যেন আমাদের বেশ কবার দেখা সাক্ষাৎ হয়েছে। তারা দুজনে এক কথায় মানুষ হিসেবে সাধারনের মধ্যে অসাধারণ এক মিশেল। আমার পরিবার তাদের মত এক চমৎকার দম্পতি কে কাছে পেয়ে আসলেই অভিভূত। আমার মেয়েরা তাদের প্রিয় ফারুক আংকেল আর মালা আন্টিকে পেয়ে অনেক আনন্দিত হয়েছিল, আমার স্ত্রী তাঁর পছন্দের রান্না খাওয়াতে পেরে অনেক আনন্দ পেয়েছিল। আর আমার ভাল লেগেছিল এই অসাধারণ দম্পতিকে কাছে পেয়ে।
আশিক ভাই, রুপা ভাবি আর তাদের দুই কন্যার সাথে সময় কাটানো ছিল অসাধারন। কত দ্রুত আমাদের মনে কত বড় জায়গা করে নিয়েছে তা লিখে বুঝানো যাবে না।
ভাই, অনেক ধন্যবাদ অসাধারন সময়ের জন্য। 🥰💕
আপনিও মানিকগঞ্জ ঘুরে যা দেখালেন, তার তুলনা নেই। মানিকগঞ্জের বড় মিয়াদের কথা শুনেছি। কি ছিলেন একটু আন্দাজ করতে পেরেছি। শহরের পাগলার দোকানের মিষ্টি খেয়ে ফারুক ভাইয়ের আশাভঙ্গ হয়েছে দেখে খারাপ লাগলো।
মালা ভাবীর বাঁশের সাঁকো পার অসাধারণ ছিল। ওনার সাহস দেখে আমি অবাক! আপনাদের দশম শ্রেণিতে পড়া মেয়ে দুটো সপ্রতিভ। ফারুক ভাইয়ের প্রশ্নের উত্তর বেশ গুছিয়ে বলল। রাঁধুনী ভাবীকে ধন্যবাদ রেসিপি দেবার জন্য।
Assalamu Alaikum Ashique Bhai- I went to Manikgonj Govt. High School from 1970 to 1976 ( Class 2 to 8). I have lot of memories from maniklgonj. Good to see my school. Thanks Brother.
In our time chomchom, Kachagolla of Jatin Ghosh was amazing. Probably you did not got that taste.
Chitoi Pitha and beef was brand of Manikgonj. Sorry bro became nostaigic.
অসাধারণ লাগলো বাংলাদেশের এই কভারেজ। ভালো থাকবেন সব সময়।
Thank you dear
বাংলা দেশের অনেক এলাকা জেলা উপজেলা অনেক না দেখা স্হান দেখি আপনার ভিডিও র মাধ্যমে। অনেক ধন্যবাদ।
Welcome
শতভাগ একমত, ফারুক সাহেব এর উপস্থাপনা এবং কথা বলা অর্থাত বাচন খুবই শ্রুতিমধুর । উনি খুব ইতিবাচক যেটা জরুরী আমাদের দর্শকের জন্য। ফারুক সাহেবের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি ।
এর থেকে ভালো সম্প্রতি র ভ্লগ আমি দেখিনি আঙ্কেল। চোখে যে জল আসছে। আমি কখনো বাংলাদেশ চোখে দেখিনি। তবে মনে মনে আমি প্রতিদিন ঐ দেশ টা কে দেখি। আমার পূর্ব পুরুষের দেশ। ভালো থাকবেন
Thank you dear
ফারুক ভাই, "বিশেষ এক ফ্যানের সাথে" নামক ভিডিওটি দারুন, দারুন হয়েছে; ধন্যবাদ জানানোর ভাষা নাই।
💕
আসলে ভাই আপনি খুব ভাগ্যবান! মহান আল্লাহতালা আপনাকে দুহাত ভরে দিয়েছেন! অনেক দীর্ঘজীবী হউন আপনি!
Mashallah !
Ameen. অনেক ধন্যবাদ ভাই। দোয়া করি ভাল থাকুন।
জেনারেল যেকবের নামানুসারে ১৯৭১ মুক্তি যুদ্ধকালিন বিজয়দিবসের ১০দিন আগে জন্ম নেওয়া আমার প্রথম সন্তানের নাম যেকব ( আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই কালজয়ী কবিতা সৃষ্টি সুখের উল্লাসে , থেকে নেওয়া উল্লাস ) পুরো নাম যেকব উল্লাস ডিঃ রোজারিও , যার সাথে আমরা আজ কানাডা থাকি । দারুণ লাগলো আজকের ব্লগ ফারুক ভাই । বাংলাদেশ টুর আরো আনন্দে কাটুক আপনাদের ।
Thank you dear 🥰💕
ধন্যবাদ ফারুক ভাই অনেক সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য। সত্যি আপনি আবারো প্রমান করলেন আপনি সকলের চেয়ে একটু আলাদা।মালা ভাবীকে আমার সালাম দিবেন।
Walaikum assalam. Thank you dear
এপার বাংলা , ওপর বাংলা ,
মাঝখানে ধর্মের জালা ।
আমিনা , হালিমা, কৃষ্ণ, রাধা ,
যাইহোক তবু হৃদয় এক সুরে বাধাঁ ।
💕
The amazing hospitality of Ashik Bhai & Bhabi qualifies them from fan to becoming your great family friend! Thanks.
Welcome dear
Well said and I believe all fans are very close to him. Sometime it may not be possible for all to manage personal time
and express their feelings. But I tried to represent you all as a part of the fans family.
@@ashiquerup you did an amazing job 💕🥰
মানিক গঞ্জের বড় মিয়া! এই গানটা তো বাজিয়ে দিলে আরোও মনোঞ্জ হত।
🤔
Thank you very much for the vivid coverage of the dream country. My mother and entire maternal side born and brought up in Manickgunj Dasshara village came over to Kolkata during partition. Really what you have covered in the blog is a true description of the dream country and tallies with the innumerable stories we have heard from my mother since our childhood. I have never been there and always dream about the place. Every frame of your coverage is mesmerizing an tallies exactly with the stories and descriptions given by my ancestiors. My uncles all passed out from Manickgunj high School and grand dad was okil in Manickgunj court. Thanks to you once again in taking so pains. Long live Bangladesh with prosperity everywhere.
Welcome dear.
Ashis Dasgupta..We are also from Manikganj
ভাই আমার , আশিক ভাইয়ের মত এত সুন্দর করে আয়োজন করার ক্ষমতা আমার নেই। তবে আমাদের পক্ষ থেকে ওনারা যে আপনাকে সন্তস্ট করতে পেরেছেন সেটাই আমাদের পাওয়া ।
ভাই আমরা সবাই ফারুক ভাইয়ের ফ্যান তাই আমার পরিবারের প্রয়াসে আপনাদের সকলের অবদান পরোক্ষভাবে ফ্যান হিসেবে অবশ্যই ছিল। ভাল থাকবেন। ধন্যবাদ।
মন থেকে যা করা হয় তা যতই বড় বা ছোট হোক সেটা অসাধারন। ধন্যবাদ ভাই।
@Ashique Hassan 🥰💕
Such a nice family. Very humble, nice to watched.
Thank you
Thanks Sabbir Ahmed for your kind words.
প্রথমেই মহান বিজয় দিবসের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। অসাধারণ অনবদ্দ একটি ভিডিও উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। জমিদার বাড়িগুলো দেখার সময় বারে বারে পৌঁছে যাচ্ছিলাম ১০০ বছর আগের একটি দিনে । আমি আমার কল্পনায় দেখতে পারছিলাম অনেক ঘটনা ।ভাবছিলাম যদি কোনো জাদুবলে সত্যি সত্যি পৌঁছে যেতে পারতাম ওই সময়ে......। মালা ম্যাডামের প্রশংসা না করে পারছিনা, হিল জুতো পায়ে বাঁশের ওই ছোট্ট সাঁকো পার হওয়া অত সহজ কাজ নয় । মানুষ যে আপনাকে কতখানি শ্রদ্ধা করে, ভালো বাসে তা আসিক ভাইএর পরিবারের আন্তরিকতা দেখলে বোঝা যায় এবং প্রমান করে তারা একটি শিক্ষত উচ্চ বংশের পরিবার। পরিশেষে ফাও বা bonus এর ফটো গুলি অসাধারণ । হাত নিস্ পিস্ করছিলো আপনার আর মালা ম্যাডামের ব্যালকনিতে দাঁড়ানো অবস্থায় একটি ছবি আঁকার। আগাম পারমিশন চেয়ে রাখলাম, যেইদিন সম্ভব হবে এঁকে ফেলবো আর একটি ছবি, আর তার হাই রিসোলিউশন ইমেজ পাঠিয়ে দেব। আশা করি আবারো পারমিশন দেবেন। ভালো থাকুন আর অনেক অনেক এনজয় করুন আপনাদের ওই নদী গ্রাম গাছপালা ভরা অপরূপ এক দেশ, বাংলাদেশ ।❤😊
ভাই ছবি তো একটি পাঠিয়েছেন। আর কষ্ট করুন চাই না। অনেক ধন্যবাদ ভাই। দোয়া করি ভাল থাকুন।
@@AdventureTube21 কথায় বলে "ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙ্গে " ছবি আঁকার subject পেলে সে সুযোগ ছাড়তে মন চায় না, তাই ছবি আঁকার কথা লিখেছিলাম। দোয়া করি আপনিও ভালো থাকবেন, আর অনেক অনেক এনজয় করুন আপনার মাতৃভূমি ।
Thanks Mr Debdutta for your kind words.
You are most welcome🙏💐
আমার অহংকার আমার মানিকগঞ্জ। মানিকগঞ্জ কে আপনি নতুন ভাবে ফুটিয়ে তোলার জন্য ধন্যবাদ
Welcome dear
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খাবার গুলো খুবই সুন্দর ও মজাদার মনে হয়েছে । পরিবেশনটা খুবই আন্তরিকভাবে করা হয়েছিল।
এই পরিবারের মা ও মেয়েদেরকে খুবই ভালো লেগেছে। আল্লাহ তাদেরকে হায়াৎ দারাজ করুন। পার্টিশানের ব্যাপারটা খুবই সত্যি ছিল।
আমাদের পূর্ব পুরুষরাও ভারতের পশ্চিম বাংলা থেকে ঐভাবে এসেছিলেন কিন্তু কিছু মানুষের বিশ্বাস ঘাতকের জন্য অনেক কিছু হাতছাড়া হয়ে গিয়েছিল।। তারপরও আমাদের সকলে
সব কথা ভুলে গিয়ে এক হয়ে থাকবো এই টাই
হোক আমাদের প্রতিজ্ঞা। এই ব্যপারে আমি
ফারুক ভাইয়ের সাথে একমত। From NY
Thank you dear
ভাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের সবাইকে ভাল রাখুন।
আমাদের দেশের ঐতিহ্য কিন্তু আমরা অনেকেই জানি না, ধন্যবাদ এতো সুন্দর করে সময় নিয়ে ঘুরে দেখানোর জন্য।
Welcome dear brother
ay jomidarbari shuting a giasilam alakati khub sundhor,,,,manikgonj jomidarder alaka veri nice,,,,,,chotto akty gram modhumoti tar name,,,,,
Thank you 😊
Excellent video. Its full of facts which are completely unbiased. Thank you very much!
I am a Bengali born and brought up in West Bengal, my ancestors are from East Bengal, but they shifted before partition, and they never said anything negative about East Bengal, they always wanted to go and aee their ancestral house, unfortunately it never happened. I have become a big fan of yours after seeing this blog.
Glad to hear that you have enjoyed it. My mom also wanted to go visit Kolkata where she spent her childhood, but she didn’t make it. Many thanks dear.
ধন ও ধন্যে পুষপে ভরা আমার এ দেশ বসুন্ধরা ।
এ-র মাঝে ই আমরা বসবাস করি ।
খুব ভালো লাগছে দেখতে ।
ধন্যবাদ
Welcome dear
এত লম্বা ভিডিও দেখার পরেও শেষে এসে আবেগী হয়ে যেতে হয়। মনে হয় ভিডিওটা আরও একটু লম্বা হতে পারতো ! খুব সুন্দর হয়েছে।
Thank you dear 🥰
Mr faruk thank u for showing so antique & anciant sights.
My pleasure dear.
আমি আপনার চোখে সারা পৃথিবী ঘুরে দেখছি ঘরে বসে ধন্যবাদ
Welcome
ভাই,
আসসালামুআলাইক্বুম!
আপনার হোস্ট ভদ্রলোক কে আমি জানি না। কিন্তু তিনি এতো চমৎকার এবং এতো সাবলীল ভাবে ইতিহাসকে তুলে ধরলেন এবং পর্যটন নিয়ে আমাদের দেশের সম্ভাবনার কথাগুলো বললেন যে রীতিমতো মুগ্ধ হয়ে যাওয়ার মতো!
ওনাকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই।
আপনি আর ভাবীর জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুভ কামনা।
Walaikum assalam. অনেক ধন্যবাদ ভাই।
অনেক উপভোগ্য ও শিক্ষণীয় একটা ভিডিও। অশেষ ধন্যবাদ আপনাকে।
Welcome
আজকে বাংলাদেশের বিজয় দিবসে একটি ভালো ভিডিও উপহার দিলেন দাদা। অপূর্ব ! ভালো থাকবেন আপনারা।
Thank you dear
কি চমৎকার !! আমার ও ভীষণ পছন্দ পুরানো বাড়িঘর ।
🥰
Onick sondor amazing Alhamdulillah Dhaka Dhanmondi
Thank you
Really extra ordinary! সত্যিই অসাধারণ !! ধন্যবাদ!
Welcome
অসম্ভব সুন্দর একটা ভিডিও। দেখে মন ভরে গেল। আপনার এবং মালা বৌদির ছবিগুলো খুব সুন্দর। আপনার ভিডিওর মাধ্যমেই বাংলাদেশ দেখলাম। আমার মা ছিলেন ঢাকার আর বাবা বরিশাল এর। দেশ ভাগের পর কলকাতা তে চলে আসেন। আমার জন্ম কলকাতা তে। খুব ভাল লাগল বাংলাদেশ এর এই জায়গাটি দেখে। পারলে কলকাতায় আসবেন দাদা বৌদিকে নিয়ে।
Inshallah আসব ভাই। ধন্যবাদ। 🥰
Awesome, fantastic, beautiful 🌹, adventures.... village bamboo bridge.... both of you won/done....
Thank you 😊
আজকের এই ভিডিও সত্যিই অসাধারণ হয়েছে।
Thank you
@@AdventureTube21 most welcome
সব মিলিয়ে এককথায় অসাধারণ একটা ভিডিও দেখলাম মনটা ভরে গেলো অনেক ধন্যবাদ বড় ভাইয়া
Welcome dear
ফারুক ভাই, আপনার চ্যানেলের অন্যতম একটি ভ্লগ দেখলাম,,, অনেক অনেক অনেক ধন্যবাদ,,,
Welcome dear
Sottei purono jomidar bari dekhle kemon akta romancho onubhuti hoy. Bhison bhalo laglo dada.
অনেক ধন্যবাদ বোন। Sorry for the late response.
আমি ২০১৭ সালে গিয়েছিলাম, খুবই সুন্দর জায়গা।
Thank you
পড়তে বসেছি ঠিক তখনি নোটিফিকেশন বেজে উঠলো তাই ভিড়িও টা দেখতে চলে আসলাম
স্বাধীন সোনার বাংলার ছেলে বাংলায় আইছে অনেক ভালো লাগতাছে ভাইয়া ভালো থাকবেন
Thank you dear 🥰
Uncle miss korlam. Apni Manikganj asben janle dekha kortam. Apni teroshrir misti miss korechen.
Next time inshallah. Thank you.
@@AdventureTube21 inshallah
This is classic family!their dinner table presentation shows they know how to serve and hospitality.
Yaap
Yes indeed. Thank you dear
Thanks street wise for your kind words.
Ak kathai asadern .ajker ai dinta amr moron porjaynta mone takbe.
Thank you dear
Thank you dada.
mass Allah yea baba
🥰
খুবই তথ্যবহুল ও মজার একটা ভিডিও দেখলাম ভাই .... অসাধারন ......
Thank you 😊
Apurbo poribeshona…apnar video to dekhe Bangladesh jabar ichche aro bere gelo…thank you
Welcome dear
What I see in my two eyes
মন বলে সব কিছু শুধু খায় আর খায়
এই আর কেও নয়
আমাদের সবার অতিপ্রিয় ফারুক ভাই :)
Thank you
ফারুক ভাই, অসাধারণ একটি ব্লগ।
Thank you
এত সুন্দর একটা ফ্যামিলি!
এত সুন্দর আতিথেয়তা!
খুবই ভালো লাগলো ❤️
Thank you dear
Dada eta dekhe khub bhalo laglo.opar epar melbondhon .
🥰
ধন্যবাদ মানিকগঞ্জ আসার জন,আমি মানিকগঞ্জ অধিবাসি
56:07 এই ভাবীর বাংলা উচ্চারণ, কণ্ঠস্বর ও বাচণভঙ্গি খুবই সুন্দর, ব্যক্তিত্বসম্পন্ন এবং পরিশীলিত!!! আ প্লেজেন্ট সারপ্রাইজ। তার মেয়েরাও অনেকটা মায়ের মতই এক্ষেত্রে।
Yes indeed. Thank you
ভাই যমদূত আপনার অসাধারণ কমপ্লিমেন্ট আমার পরিবার কে জানিয়েছি এবং তারা অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন, আমাদের জন্য দোয়া করবেন।
thanks bhei apner zonno onek kizu dakte peitezi
Welcome
Bhiya apnader k bishon shundor lagteyse God bless.
Thank you
Ami sotu babu k onek bar dekhesi , Amar bari Betuliar Kase . Onek valo lagse amar elahar apnader opusthiti . Thanks
Thank you dear
ভাই আমার পূর্বপুরুষদের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে...তবে আমার যাওয়া হয়ে ওঠেনি .. খুব ইচ্ছা আছে যাবার.. উপরয়ালার ইচ্ছা হলে নিশ্চয়ই একবার যাবো.. আমার গ্রাম খুবই প্রিয়.. সময় পেলেই গ্রামে ঘুরতে যাই তাই এই ভিডিওটা খুব ভালো লেগেছে.. বাঁশের সাঁকো পার হওয়ার দৃশ্য সবচেয়ে ভালো লেগেছে আর মালা ভাবী কে অনেক দিন পর দেখে আরো ভালো লাগলো.. সবমিলিয়ে ভিডিও দারুন হয়েছে একেবারে জমে ক্ষীর.. খুব ভালো থাকবেন ভাই.. পরের ভিডিওর অপেক্ষায় রইলাম...
ভাল লেগেছে যেনে খুশী হলাম। ধন্যবাদ ভাই। 💕
আসসালামুয়ালাইকুম। মহান বিজয় দিবসের বিশেষ ব্লগ হিসেবে আজকের ব্লগটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সেই সাথে মানিকগঞ্জের প্রাচীন ঐতিহ্যের অনেক কিছু দেখতে ও জানতে পারলাম। বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থানের যেসব ব্লগ আপনি এ যাবৎ কালে দেখিয়েছেন - তারমধ্যে আজকের মানিকগঞ্জের ব্লগটি ছিল একটি অসাধারণ পূর্ণাঙ্গ তথ্যচিত্র। দীর্ঘদিন মনে রাখার মত। বিশেষ ভাবে আশিক ভাই ও তার পরিবারের আতিথেয়তা এবং তার সহযোগীতা দর্শক হিসেবে আমাকে খুব ই মুগ্ধ করেছে। আর বোনাস/ফাউ হিসেবে মালা ভাবীর মোহনীয় ছবির পোজ গুলি ছিল - যথেষ্ট চিত্তাকর্ষক।
Walaikum assalam. Many thanks dear.
Thanks Vai Karim for your kind words.
Khub sundor Ekta vlog. Historic place dekhlam. Jader ei Barigulo Chilo koto dream tader chhilo. Bari manei tar sathe onek kichhu mise theke memories.
Yes indeed. Thank you dear
Onak moja paisi vai .
Vabi to prai porai geyaselo...
Toby ami jata vebesi seta holy r o moja laglo....danke vai...Vienna Austria
Thank you
thankyou apn,i onek bhalo moner manus dr katim grtmany my respeckt
Thank you
14:15 এই নৃশংস ভাঙাভাঙ্গির যুগে প্রাইভেট প্রোপার্টি হিসেবে হলেও এই সযত্নে সংরক্ষিত সুন্দর মন্দির ভবনটি দেখে মনটা ভরে গেল।
Thank you dear
আমরা থাকি নিউ জার্সিতে , আর আমার গ্রামের বাড়ী মানিকগঞ্জ , সত্যি আপনি মানিকগঞ্জ ঘুরলেন দেখতে খুব ভাল লাগলো । একটা requst আপনাকে করবো তা হলো বান্ধুরা নবাবগঞ্জ গিয়ে যদি একটা ভিডিও করেন ।বান্ধুরা বেরিবাধের মিষ্টি নাম আছে আর সুইচগেট দেখার মতো আশা করি যাবেন সেখানে।
Which part of NJ? We are in SJ. Thank you.
One of the best episode I have ever seen 🙏🙏🙏
Thank you dear
কি লিখবো,, ভাষা খোঁজে পাচ্ছি না,,, এতো এতো অসাধারণ হয়েছে,,,।আমি শুধু শুনেছিলাম যে মানিকগঞ্জ শহরের কাছেই জমিদার বাড়ি আছে,, কিন্তু সঠিক তথ্যের অভাবে দেখা হয় নাই চক্ষু মেলিয়া,, আপনাদের সাথে আজ ঘুরলাম,,, খুব ভালো লাগলো,,।। ধামরাই আপনাকে ডাকছে,,,,,। অনেক দোয়া রইলো।।
Inshallah আসব ধামরাই। ধন্যবাদ 🥰
বাহ।আলহামদুলিল্লাহ কাকা কে দেখছি এত দিন পর।তাও বাংলাদেশ এ।ইনশাআল্লাহ একদিন দেখা হবে।এটা আমার ৃনের সুপ্ত আশা
All the beautiful people
Thank you
অনেক ভালো লাগলো আংকেল আপনি আমার জেলা মানিকগঞ্জ এ গিয়েছেন এবং আপনার ভিডিওতে আমার জেলাকে দেখতে পেলাম। সব সময় আপনার নেইভারহুড দেখি। প্রথমবার আপনার মাধ্যমে মানিকগঞ্জ দেখছি
Thank you 😊
শুভ সন্ধ্যামালাদি, আমি ও চলছি সাথে 🙏🤗 এই বাড়ীটা মনে হয় স্মৃতির আলপনা আকি, নাটকের শুটিং স্পট। খড়ের গাদা, আমাদের বাড়িতে ছিলো। আমরা উপরে উঠে নিচে নেমে আসার খেলা করতাম। কি যে ভালো লাগছে ভাই, খুব সুন্দর, খুব সুন্দর। মুরগিদেখে ভাবনা গুলো ঠিক না 🤣😜, মেয়ের সাথে খুব মজা করে হাসলাম। শেষে আশিক ভাই সহ তার পরিবার কে অনেক ধন্যবাদ। আজ বাংলাদেশের বিজয় দিবস, সবাই কে শুভেচ্ছা জানাই 🙏🇧🇩🇧🇩🇧🇩
Sikha das আপা আপনাকেও অনেক ধন্যবাদ।
বাংলাদেশর সব থেকে সুন্দর গ্রাম মনে হয় মানিকগঞ্জ। অনেক সুন্দর গ্রাম গুলো। ❤️
সব গ্রামই সুন্দর। 💕
অনেক অনেক ভালো লেগেছে
Thank you
অসাধারণ ব্লগ আংকেল
Thank you
অসাধারণ এক আনন্দ ভ্রমণে আপনাদের সাথে সাথে আমরাও সামিল হলাম। আশাকরি ভবিষ্যতেও এমন আরও ব্লগ পাবো ! ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা রইলো।
Inshallah dear. Thank you
Khub sundor hoyeche. Khub enjoy korlam. Thank you 💗
Welcome dear
Ohhhh vhai ki dekhalen . Chok mukdho hoyeeee gelooo. Apnermaddhom diyeeee bangladesh dekchi. You are the legend man
Thank you dear
এপার বাংলা , ওপার বাংলা ,
মাঝখানে ধর্মের জালা ।
😔
আসসালামু আলায়কুম মাসাআল্লাহ খুব সুন্দর
Walaikum assalam. Thank you.
খুব ই সুন্দর জায়গা আমি অভিভূত
Thank you
Ashadharon Faruk bhai, apnar chokhe desh k dekhe vhalo laglo. Ashique bhai er poribar k vhalo laglo. Shuvho kamona.
Thank you dear
Thanks Ruksana Ahmed for your kind words.
ফারুক ভাই আমাদের বাংলাদেশটা এমন একটা দেশ দেখলেই প্রাণ ভরে যায়
Alhamdulillah
আসসালামু আলাইকুম ফারুক ভাই সুদূর কানাডা থেকে আপনার ও আপনার পরিবারের জন্য অনেক দোয়া ও শুভেচ্ছা রইল. আপনার এবারের পর্ব গুলি অসাধারণ আপনার অতি কষ্টের করা পর্বগুলি এ জন্য সবাই পছন্দ করে কারণ প্রতিটা পর্বে তথ্যগুলি সঠিক দেওয়ার চেষ্টা করেন .কোনো কৃত্রিমতা নাই. আমরা জানি প্রতিটা পর্ব করতে আপনার কি পরিমান কষ্ট করতে হয়. Please keep it up. Allah bless you.
Walaikum assalam. Many thanks dear. Appreciate your kind words & continuing support. 💕🥰
এতো কথা বললেন কিন্তু মিষ্টির কথা না বলায় তিনি ঠিক ই ধরে ফেললেন, মজা পেলাম
💕🥰
Very historic and interesting clip.
Next time when we go visit Bangladesh and if You are visiting too, would like to invite you to Tangail. My shoshurbari. Which also has the 1st President residence. And all the famous things in tangail
Inshallah dear. Thank you.
ধন্যবাদ বন্ধু মানিকগঞ্জ সদর থেকে
🥰
অভিনন্দন ও শুভেচ্ছা।আমার এলাকা অনেক অনেক ভালো লাগলো।
Thank you
Uncle আজকে আপনার ভিডিও দেখে অনেক কিছু মনে পরে গেলো । ছোটবেলায় দাদুর কাছে এই সব কত গল্প সুলেছি । এখনো বাবা জেঠুদের দুঃখ হলে মাঝে মাঝে সেই কথা বলে । আমার ঠাকুমা ঠাকুরদার ১১ টি সন্তান ছিল । তাদের জমি বাড়ি ব্যাবসা সব ছিল ফরিদপুর এর হিন্দু পরিবার । ফরিদপুর বাজার অঞ্চল ও ফরিদপুর জগতবন্ধুর আঙিনায় খুব নাম ডাক ছিল । আমার দাদু ঠাকুমা মজিবর রহমান আর গন্ডগোল এর সময় এই পারে চলে আসেন । আপনি আমার বাবা কাকাদের মতন বয়েসী হয়তো সেই সময় আর পরিস্থিতির অবস্থা আপনিও জানেন খানিক টা । সব ছেড়ে নদী পার হয়ে আমার ছোট পিসি তখন সব থেকে ছোট ৩-৫ মাসের সেই সময় সব সন্তান কে নিয়ে অনেক কিছু বাধা পার হয়ে আসতে আসতে শূন্য থেকে আবার কলকাতায় সব করে । এই টুকুই বললাম বেশি বলে হয়তো আপনার অনেক সময় লাগবে । তবে ওই সময়ের গল্প শুনতে আজ ও খুব ভালো লাগে । বাংলাদেশ আমার খুব প্রাণের দেশ আমার মা বাবার জন্ম ওই দেশে । খুব ভালো লাগলো অনেক ইমোশনাল হয়ে গেলাম আজ । খুব সাবধনে বাংলাদেশ ঘুরুন । বাংলাদেশে রাও আর ও অনেক সুন্দর ভিডিও দেখার অপেক্ষায় রইলাম 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️।
Thank you dear 💕🥰
Daroon ekta blog cheelo.. vhaia, Jomidar barir golpota bhalo laglo,
Special thanks to Ashique Vi.. ekkebaray nuton kechu janlum Mr Gen. Jackob er golpota ..
thanks a lot..
Welcome dear. 💕
Thanks Maliha Chowdhury for your kind words.
Faruque Shaheb, Assalamualaikum, Ei barer tour e Bangladeshe apni kotodin obosthan korben?.Bangladeshe obosthan kaalin apnar video gulo besh upovog korchi.Bhalo Thakben.
Walaikum assalam. Thank you dear 🥰
সত্যিই ভাই অসাধারন লাগল । অনেক ধন্যবাদ
Welcome
Assalamualikum vai. Khub sundor laglo video ti. Valo thakben.
Walaikum assalam. Thank you dear
আসসালামু ওয়েলেকুম! ফারুক ভাই আর মালা ভাবী! ভিডিওটা খুবই ভাল লেগেছে! আমিও আপনার মত পুরাতন জমিদার বাড়ী দেখে imagine করি এখানে ওরা রান্না করতো! বাচ্চারা খেলছে! দারুন ভাল লাগে চিন্তা করতে! কিছুক্ষনের জন্য ওই Era থেকে ঘুরে আসতে! মনে মনেই আনন্দ লাগে! আমিও গ্রাম খুব ভালবাসি! মেঠো পথ পাশে চায়ের দোকান কি সুন্দর একটা পরিবেশ! সরিষা ফুলের ক্ষেত আর সেই সুন্দর সুগন্ধ! ক্ষেতের আইল ধরে হাঁটা! আহা কি আনন্দ! খুব enjoy করলাম ভিডিওটা! আসিক ভাই আর তার পরিবার কেও সালাম! খুবই সুন্দর আপায়ন! ভাল থাকবেন! আল্লাহ হাফেজ!❤️
Walaikum assalam. Glad to hear that you have enjoyed it. Thank you dear. Jajakallah Khairan
খুবই সুন্দর ছিল আপনার ভিডিওটা
ধন্যবাদ
Welcome
ঠিক বলছেন আমরা ফ্যান বলতে নায়ক নায়িকা ,গায়ক- গায়িকা এবং খেলোওয়ারদের বুঝি এটা ভুল ধারনা। ফ্যান যেকোন পেশার মানুষের হতে পারে।
Thank you 💕
অসাধারণ ছিল আন্কেল
Thank you
আংকেল অনেক অনেক ভালোবাসা আপনার জন্য।💝💝💝
Thank you
Thank you and Mr Ashiq for arranging this interesting trip.
Welcome dear
Thanks Mr. Mozammel Hossain for your kind words.
Uncle amer home district manikganj, gurir desh jhitka.mona hoitaca apni amder onak kacei acen
💕
Excellent , best wishes to the family ,
Thank you
Thanks Fatema Alam for your kind words.
আসসালামু আলাইকুম আপনাদের জন্য দোয়া ও ভালবাসা নিরন্তর।।
Walaikum assalam. Thank you dear
আচ্ছালামুয়ালাইকুম, বাংলাদেশে আসছেন, মা শা আল্লাহ মালা আপুকে খুব প্রাণবন্ত লাগছে, মনে হচ্ছে তিনি ৯/১০ বছরে চলে গেছেন।
Walaikum assalam. Thank you 😊
Thanks uncle, I am from Joyra, Manikganj,.