❤শিবাজী দা' কমেন্ট্রি অসম্ভব সুন্দর এবং শিক্ষিত মানুষ বলে অত্যন্ত রুচিশীল । অবশ্য তার বন্ধু ভদ্রলোকও অসাধারণ । তাদের ভ্রমণ সংঙ্গীরাও বাছাইকৃত । আপনাদের প্রতি অন্তহীন ভালোবাসা বাংলাদেশ থেকে ।
অসম্ভব সুন্দর তথ্যবহুল একটি ভিডিও দেখলাম ড্রাগন দেশের, ২০১৩ সালে এই দেশে ঘুরে আসি, তখন প্রবেশ মূল্য ছিল না বললেই চলে দ্রষ্টব্য স্থান গুলিতে, রাস্তার অবস্থা ও ভালো ছিল না, থিম্পুর বুদ্ধের মূর্তি টি তৈরী হচ্ছে দেখেছি, ভালো লাগলো নতুন করে আপনার এই অনবদ্য ভিডিও তে ভুটানকে নতুন করে দেখতে , প্রতিটি সিরিজ অতুলনীয়, অনিঃশেষ শুভেচ্ছা জানাই, আমি ও আমার মেয়ে এখন আপনাদের এক্সটেন্ড পার্ট হয়ে গেলাম।🙏
Shibaji da don't mind Guru r bani anoboddo like tomar video description 13 mint and 35 mint e guru puro hit bole to super hit .. khub valo laglo❤❤❤❤❤❤❤
ভুটান সত্যিই খুব সুন্দর এবং অসম্ভব পরিচ্ছন্ন একটি দেশ। অন্য দেশের সাথে আমাদের এই পরিচ্ছন্নতার বৈপরীত্য বড়ই পীড়াদায়ক। আমরা এখনো সভ্য, ভদ্র হয়ে উঠতে পারি নি- এটাই সত্য।
"Explorer Shivaji is exceptional" Reason :- 1. Enough information about the place they visit. 2. Spreading awareness about our motherland, our mother earth. যেকোনো field-এ নাম করতে গেলে ভালো মনের মানুষ, সচেতন মানুষ হওয়াটা ভীষণ দরকার। দাদাদের মধ্যে সেইসব গুণ বিদ্যমান থাকায় আজ সাফল্যের দোরগোড়ায় এসে পৌঁছেছে। বয়সে এবং যোগ্যতায় অনেক ছোট হওয়া সত্ত্বেও কামনা করব আপনারা নিজেদের আরও ভালো মানুষ হিসেবে গড়ে তুলবেন আগামী দিনে, যাতে আপনাদের দেখে আমি আর আমার মত প্রত্যেক youngsters-রা অনুপ্রাণিত হই আর একজন good human being হতে পারি।
This video took me on a virtual journey to Punakha, and I must say, it's a visual masterpiece. The vibrant colors, the traditional Bhutanese architecture, and the spiritual ambiance create an enchanting atmosphere. The landscapes are straight out of a dream, and the cultural richness is palpable. Kudos to the creators for capturing the soul of Punakha so beautifully
এমনিতেই ভুটান ভ্রমণপিপাসুদের কাছে অন্যতম ভ্রমনস্থল, তার ওপর আপনার চিত্রায়ণ, চরিত্রায়ন ও অনবদ্য বিবরণে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে, আপনি সপরিবারে ও পৃথ্বীবাবু সকলেই খুব ভালো থাকুন আর এইভাবেই আমাদের নয়নাভিরাম ভ্রমণ পিপাসা নিবারণ করুন, ধন্যবাদ।
পৃথ্বীজিৎ দা এখনো সময় আছে আপনি চাইলেই আপনার মনের মানুষের সঙ্গে মিলন ঘটাতেই পারেন। ভালো থাকবেন দুজনেই। মায়ানমারের সমস্ত ভিডিওর অপেক্ষায় রয়েছি। গান টা খুব সুন্দর লাগলো।
রোদ ঝলমলে ভুটানের সৌন্দর্য দারুণ। তবে শিবাজীর তথ্যসমৃদ্ধ বিবরণের জন্য এই পর্বটা অনেক বেশি জীবন্ত মনে হয়েছে। পৃথ্বিজিতের গানটাও খুব ভাল লাগল। তবে যারা একটু বৈচিত্র্য অথবা নতুনত্ব চায় তাদের কাছে ভুটান একটু একঘেয়ে মনে হতে পারে। সব মিলিয়ে বেশ ভালই লাগল।
2005 প্রথম ভূটান গেছি। 2015 তে দ্বিতীয়বার। তখন এতো খরচের বহর ছিল না। ভূটান চোখজুড়ানো সুন্দর, কিন্তু কোথায় একটা যেন প্রাণের অভাব বোধ করেছিলাম আমি! ভাই শিবাজী, আপনি কিন্তু উত্তরোত্তর উন্নতি করছেন!! এবার যেন একটু অন্য মুডে ছিলেন মনে হলো মৈত্রেয়ী থাকায়!!😊 বড়ো ভালো লাগলো আপনার স্ত্রীকে! ওনাকে মাঝে মধ্যে নিয়ে গেলে কিন্তু একটা আলাদা flavour যোগ হবে। পৃথ্বী অসাধারণ!! ওর গান, ভাবনা, মন্তব্য,মুচকি হাসি - সবকিছু একটা অনন্য মাত্রা যোগ করে। ভালো থাকবেন সবাই আপনারা। আর অজস্র ধন্যবাদ আপনাদের ❤️
আপনাদের ভূটান সিরিজ খুব আনন্দের সঙ্গে দেখছি । এইমাত্র পুনাখা দেখলাম । ভূটান ছবির মত সুন্দর একটি দেশ । আপনি ও পৃথ্বীজিৎ বাবু অন্য দেশের পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে আমাদের দেশ কে নিয়ে আক্ষেপ করেন, এই ব্যাপারে আমি সহমত । এটি দেশের নিন্দা নয়, দেশকে অন্য দেশের মতই সুন্দর দেখতে চান আপনারা । এটাই স্বাভাবিক । ভিডিও দেখতে দেখতে মনে হচ্ছে যেন এক ছুটে চলে যাই সেখানে । ভবিষ্যতে যদি কখনও যাওয়ার সুযোগ হয়, তখন হাতে সময় থাকলে আপনাদের ভিডিও দেখে প্রস্তুতি নিয়ে যাব । আপনারা সকলে সুস্থ থাকুন ও আমাদের বিভিন্ন জায়গা ঘুরে দেখান । আপনাদের বেড়ানোর ভিডিও আমাকে কাজের মাঝে এগিয়ে চলার শক্তি যোগায় । আমার recreation ও বটে । ধন্যবাদ সহ।
শিবু আর পৃথি, কী দেখালিরে কাকাবাবুরা? নয়ন জুড়িয়ে গেলো এলো প্রাণে শান্তি l এতো পরিষ্কার এবং নিকোনো কুচনো l এবার আমাকে যেতেই হবে, দেখছি l অনেক দোয়া আর আশীর্বাদ l পৃথিজিৎ, এতো চমৎকার " লালন "- এতো দেখছি সোনায় সোহাগা l
Agree with you and the reason behind the issues highlighted are the problem of our mindset! we are not taking our Country seriously and we always blame others but failed to look into our own mindset!! A transformation of mindset is required and we need to promote the vibes. The prime thing is we need to respect our own country and spread the positive vibes of our country across. Thank you for bringing this... ❤
চমৎকার প্রতিবেদন। পঃবঃএর অবস্থা বিশেষ করে খুবই অধঃপতিত। মধ্যপ্রদেশ অবশ্যই best in the country in regards to civic cleanliness। মহারাষ্ট্র, কর্নাটক, তামিল নাড়ু ইত্যাদি উন্নত রাজ্যগুলোতে পরিবেশ ও প্রতিবেশ গত আইন কানুনের উপযোগ অনেক এগিয়ে।
পুনাখা দুর্গ 🏰 টা খুব ইনজয় করলাম, প্রথম নদী টা অসাধারন মন ছুঁয়ে গেছে, আর মেল ও ফিমেল নদী দুটো এত সুন্দর ভাষায় প্রকাশ করা যায় না, ব্রীজ টা খুব সুন্দর দেখলাম, মৈত্রীদির পোশাক 👗 টা খুব ভালো ছিল পৃথ্বীজীতদার গান ও কথা গুলো এক দম ঠিক। ধন্যবাদ ❤
ভুটানের পরিচ্ছন্নতা মুগ্ধ করলো। আপনাদের প্রতি ভিডিও তে জনগণের উদ্দেশ্যে বিভিন্ন শিক্ষণীয় বার্তা সাংঘাতিক প্রশংসার দাবি রাখে। আপনারা পারবেন আমাদের দেশকেও নতুন করে গড়ার । তবে একটা কথা কি জানেন , কোনকিছুর value যখন কম হয় , আমাদের কাছে তার importance ও grossly কমে যায়। it is high time we should start tourist fee heavily in every tourist places. Dekhben ratarati shob kichhu shundor hoye gyachhe
অপূর্ব বর্ণনা। তার সাথে অসম্ভব পরিচ্ছন্ন ভুটানের প্রত্যেক টা জায়গা। সত্যি এতো সুন্দর ভাবে জায়গা গুলো র সাথে পরিচয় করাচ্ছেন, যেন আমরা নিজেরাই বেড়িয়ে বেড়াচ্ছি। ভীষন খরচ সাপেক্ষ জায়গা, আপনাদের চোখে ই দেখে নেয়া হলো। তার সঙ্গে পৃথিজিৎ দার কণ্ঠের গান, অপূর্ব লাগলো।
কি যে ভালো লাগছে ভূটান এর প্রকৃতির অপূর্ব দৃশ্য... লিখে বোঝানো যাবে না ভাই রা। মৈত্রেয়ী কে খাদা পড়ে দারুণ লাগছিলো ।পৃথ্বিজিৎ এর গান এবং জীবন বোধ ভীষণ ভালো লাগলো। আগামী ব্লগের অপেক্ষায় রইলাম ।ভালো থেকো তোমরা ।
চমৎকার হয়েছে শিবাজী। খুবই উপভোগ করলাম। পলিথিন বা আবর্জনা যেখানে সেখানে ফেলার ব্যাপারে আপনাদের বক্তব্য সম্পূর্ণভাবে সমর্থন করলাম। ভারত এবং বাংলাদেশের এ ব্যাপারে যথেষ্ট ঘাটতি রয়েছে। পৃথ্বিজিতের গলায় লালনের সংগীত বড়ই চমৎকার লাগলো। মনে পড়ে গেল আজ থেকে 35 বছর আগে লালনের মাজার যখন আদি রূপে ছিল তখন সেখানে প্রায়শ সন্ধ্যায় কাটানো সময়ের কথা। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন।
❤শিবাজী দা' কমেন্ট্রি অসম্ভব সুন্দর এবং শিক্ষিত মানুষ বলে অত্যন্ত রুচিশীল । অবশ্য তার বন্ধু ভদ্রলোকও অসাধারণ । তাদের ভ্রমণ সংঙ্গীরাও বাছাইকৃত । আপনাদের প্রতি অন্তহীন ভালোবাসা বাংলাদেশ থেকে ।
আপনাদের জন্য কতো নতুন নতুন জায়গা বাড়ীতে বোসে দেখতে পাচ্ছি। এভাবেই ঘুরে বেড়ান যুগ যুগ ধোরে আর ভালো থাকুন আপনারা দুজনে। তবে পৃথীরাজ কাকুর একটা বিয়ে দেখার অপেক্ষায় রইলাম উনি এতো মজা কোরে কথা বলেন ওনার জীবনটাও যেন রোমান্টিক হোয়ে ওঠে একদিন। আর আপনি শিবাজী কাকু আপনি তো দারুন মানুষ। ভালো থাকুন সবাই মিলে ❤❤
দুর্দান্ত আর একটি ভিডিও। জিও শিবাজি।
Awesome unbelievable Experience❤❤❤❤❤❤
।b ol in ivygi
পৃথ্বীজিত
Prithviraj kaku biye korle rosbodh sob chole jabe baba.tai ei abder ta Koro na.
অসম্ভব সুন্দর তথ্যবহুল একটি ভিডিও দেখলাম ড্রাগন দেশের, ২০১৩ সালে এই দেশে ঘুরে আসি, তখন প্রবেশ মূল্য ছিল না বললেই চলে দ্রষ্টব্য স্থান গুলিতে, রাস্তার অবস্থা ও ভালো ছিল না, থিম্পুর বুদ্ধের মূর্তি টি তৈরী হচ্ছে দেখেছি, ভালো লাগলো নতুন করে আপনার এই অনবদ্য ভিডিও তে ভুটানকে নতুন করে দেখতে , প্রতিটি সিরিজ অতুলনীয়, অনিঃশেষ শুভেচ্ছা জানাই, আমি ও আমার মেয়ে এখন আপনাদের এক্সটেন্ড পার্ট হয়ে গেলাম।🙏
I got goosebumps when PRITHWIJIT sang "Milan hobe koto dine" i love PRITHWIJIT...u are a wonderful soul ...absolutely loved your singing too..🎉
বাংলাদেশ থেকে দেখছি। বউ বাচ্চা সহ দুইবার ভুটান ভ্রমণ করেছি। খুবই শান্ত সুন্দর পরিচ্ছন্ন দেশ। দুইবার নিজ চোখে দেখে এসেছিলাম এই মনোরম অপরূপ দৃশ্যগুলো, আজ আপনার চোখে আবারও দারুণ উপভোগ করলাম। ধারা বর্ণনাও নিখুঁত হয়েছে। ধন্যবাদ।
অপূর্ব সুন্দর ভুটান। ছবির মতো। রঙ্গীন। পরিস্কার পরিচ্ছন্ন সবকিছু। শিবাজীদার সুন্দর ইতিহাস বর্ণনা। পৃথ্বীজিৎদার গান সময়যোগী। ভীষণ ভালো। দারুণ ভিডিও।
Kub valo laglo kotho nuton jayga ghore bose dekte parchi
অপূর্ব লাগলো সুন্দরী ভুটানকে।পৃথী খুব ভালো গান গায়। অফুরন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
দারুণ লাগলো,ভীষণ পছন্দের জায়গা,খুব ভালো লাগছে
Prithijit বাবুর গান শুনে মন ভরে গেল
আহা কি সুন্দর গান আপনার ভিডিও তে এগুলোই তো এক্সট্রা পাওনা ❤❤ যুগ যুগ জিও পৃথ্বীজিৎ দা
Apurbo, asadharon, vasa hariye felechhi, prithwijit ar song r nature beauty milemise akakar ar sorgiyo sukh a abisto korechhilo kichhukkhan..........
Shibaji da o Prithvijit dar❤❤❤❤❤aei modhur Bandhutto atut thakuk sarajibon atai kamona kori iswar er kache
Shibaji da don't mind Guru r bani anoboddo like tomar video description 13 mint and 35 mint e guru puro hit bole to super hit .. khub valo laglo❤❤❤❤❤❤❤
ভুটান সত্যিই খুব সুন্দর এবং অসম্ভব পরিচ্ছন্ন একটি দেশ। অন্য দেশের সাথে আমাদের এই পরিচ্ছন্নতার বৈপরীত্য বড়ই পীড়াদায়ক। আমরা এখনো সভ্য, ভদ্র হয়ে উঠতে পারি নি- এটাই সত্য।
পৃথ্বী দা ওপরে ভোগী এবং ভিতরে পুরদস্তুর যোগী মানুষ। নদীর ধারে পরমাত্মার সাথে মিলনের এমন আকুতি ঈশ্বর নিশ্চয়ই শুনবেন। ভালো থাকবেন।🙏
মোচা আর ফোচু খুব ভালো লাগলো ধন্যবাদ
@@runuchatterjee193 মোচা নয়,খুব সম্ভবত মোচু
পৃথ্বীজিৎ কাকু আসলেই একজন মজার মানুষ। তর্কে ওনার কাছে শিবাজী কাকুকে হারতেই হবে।❣️😊
Prithwijitbabu......interesting
Khub bhalo laglo Punakha o Punakha jhog ...Bhari sundor sohor Punakha.Kono din jete parbo na....apni ghore bosei dekhiye dilen.Bhslo thakben
বলা কোন ভাষা নেই দাদা দোয়া করি আল্লাহ যেন তোমাদের সুস্থ রাখে ❤❤
🙏🙏🙏🙏
খুব সুন্দর লাগলো video টি এবং উপরি পাওনা পৃথ্বীজিৎ বাবুর গান।পরের video র অপেক্ষায় থাকলাম।
"Explorer Shivaji is exceptional"
Reason :- 1. Enough information about the place they visit.
2. Spreading awareness about our motherland, our mother earth.
যেকোনো field-এ নাম করতে গেলে ভালো মনের মানুষ, সচেতন মানুষ হওয়াটা ভীষণ দরকার। দাদাদের মধ্যে সেইসব গুণ বিদ্যমান থাকায় আজ সাফল্যের দোরগোড়ায় এসে পৌঁছেছে। বয়সে এবং যোগ্যতায় অনেক ছোট হওয়া সত্ত্বেও কামনা করব আপনারা নিজেদের আরও ভালো মানুষ হিসেবে গড়ে তুলবেন আগামী দিনে, যাতে আপনাদের দেখে আমি আর আমার মত প্রত্যেক youngsters-রা অনুপ্রাণিত হই আর একজন good human being হতে পারি।
This video took me on a virtual journey to Punakha, and I must say, it's a visual masterpiece. The vibrant colors, the traditional Bhutanese architecture, and the spiritual ambiance create an enchanting atmosphere. The landscapes are straight out of a dream, and the cultural richness is palpable. Kudos to the creators for capturing the soul of Punakha so beautifully
এমনিতেই ভুটান ভ্রমণপিপাসুদের কাছে অন্যতম ভ্রমনস্থল, তার ওপর আপনার চিত্রায়ণ, চরিত্রায়ন ও অনবদ্য বিবরণে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে, আপনি সপরিবারে ও পৃথ্বীবাবু সকলেই খুব ভালো থাকুন আর এইভাবেই আমাদের নয়নাভিরাম ভ্রমণ পিপাসা নিবারণ করুন, ধন্যবাদ।
পৃথ্বীজিৎ দা এখনো সময় আছে আপনি চাইলেই আপনার মনের মানুষের সঙ্গে মিলন ঘটাতেই পারেন। ভালো থাকবেন দুজনেই। মায়ানমারের সমস্ত ভিডিওর অপেক্ষায় রয়েছি। গান টা খুব সুন্দর লাগলো।
রোদ ঝলমলে ভুটানের সৌন্দর্য দারুণ। তবে শিবাজীর তথ্যসমৃদ্ধ বিবরণের জন্য এই পর্বটা অনেক বেশি জীবন্ত মনে হয়েছে। পৃথ্বিজিতের গানটাও খুব ভাল লাগল। তবে যারা একটু বৈচিত্র্য অথবা নতুনত্ব চায় তাদের কাছে ভুটান একটু একঘেয়ে মনে হতে পারে। সব মিলিয়ে বেশ ভালই লাগল।
Prithijit da....darun...❤
Aaj din e 4 bar check korechilam video eseche kina .... Tarpor notification dekhei mon bhalo hoye galo... Thank you ❤
দুর্দান্ত লাগলো. মৈত্রেই কে ওই ভূটানী ethnic dress এ দারুণ লাগছিল.. চরৈবেতি চরৈবেতি..
2005 প্রথম ভূটান গেছি। 2015 তে দ্বিতীয়বার। তখন এতো খরচের বহর ছিল না। ভূটান চোখজুড়ানো সুন্দর, কিন্তু কোথায় একটা যেন প্রাণের অভাব বোধ করেছিলাম আমি!
ভাই শিবাজী, আপনি কিন্তু উত্তরোত্তর উন্নতি করছেন!! এবার যেন একটু অন্য মুডে ছিলেন মনে হলো মৈত্রেয়ী থাকায়!!😊 বড়ো ভালো লাগলো আপনার স্ত্রীকে! ওনাকে মাঝে মধ্যে নিয়ে গেলে কিন্তু একটা আলাদা flavour যোগ হবে। পৃথ্বী অসাধারণ!! ওর গান, ভাবনা, মন্তব্য,মুচকি হাসি - সবকিছু একটা অনন্য মাত্রা যোগ করে। ভালো থাকবেন সবাই আপনারা। আর অজস্র ধন্যবাদ আপনাদের ❤️
36:33 খুব ভালো লাগলো পৃথিজিত বাবু আপনার গান👌👌👌
আজকের ভিডিও অসাধারণ লাগলো 👍👍
মন ভরে গেল। ব্রিজের ওপর দাঁড়িয়ে পৃথ্বিজিতের গান অসাধারণ মাত্রা দিল।👌👌👌
তথ্যে, বৈচিত্রে, উপস্থাপনায় চমৎকার ? নিরন্তর শুভকামনা।
"koto ajanare janai le tomra." God bless you and your family.
Darun lagche Bhutan ...jete khub ichhe korche
My favorite folk song. Thanks prithijit babu.
আপনাদের ভূটান সিরিজ খুব আনন্দের সঙ্গে দেখছি । এইমাত্র পুনাখা দেখলাম । ভূটান ছবির মত সুন্দর একটি দেশ ।
আপনি ও পৃথ্বীজিৎ বাবু অন্য দেশের পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে আমাদের দেশ কে নিয়ে আক্ষেপ করেন, এই ব্যাপারে আমি সহমত । এটি দেশের নিন্দা নয়, দেশকে অন্য দেশের মতই সুন্দর দেখতে চান আপনারা । এটাই স্বাভাবিক ।
ভিডিও দেখতে দেখতে মনে হচ্ছে যেন এক ছুটে চলে যাই সেখানে ।
ভবিষ্যতে যদি কখনও যাওয়ার সুযোগ হয়, তখন হাতে সময় থাকলে আপনাদের ভিডিও দেখে প্রস্তুতি নিয়ে যাব ।
আপনারা সকলে সুস্থ থাকুন ও আমাদের বিভিন্ন জায়গা ঘুরে দেখান । আপনাদের বেড়ানোর ভিডিও আমাকে কাজের মাঝে এগিয়ে চলার শক্তি যোগায় । আমার recreation ও বটে ।
ধন্যবাদ সহ।
শিবু আর পৃথি, কী দেখালিরে কাকাবাবুরা?
নয়ন জুড়িয়ে গেলো এলো প্রাণে শান্তি l এতো পরিষ্কার এবং নিকোনো কুচনো l
এবার আমাকে যেতেই হবে, দেখছি l
অনেক দোয়া আর আশীর্বাদ l
পৃথিজিৎ, এতো চমৎকার " লালন "- এতো দেখছি সোনায় সোহাগা l
Agree with you and the reason behind the issues highlighted are the problem of our mindset!
we are not taking our Country seriously and we always blame others but failed to look into our own mindset!! A transformation of mindset is required and we need to promote the vibes.
The prime thing is we need to respect our own country and spread the positive vibes of our country across.
Thank you for bringing this... ❤
I wish everyone in India realizes this very thing, reflects , introspects , thinks and changes the mindset for the better
অনেক দেশে গিয়েছি Africa র দেশ বাদ দিয়ে কিন্তু আমাদের দেশে র মতন নোংরা দেশ কোথাও দেখতে পেলাম না
Darun Darun Darun lagche Khub bhalo Thakben Sustha Thakben Sobsamay Bhalo Basha Naban 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍
অসাধারণ ভাবে ভুটান পরিবেশন করলেন যা মন ছুঁয়ে গেল এরকম ভাবেই আমাদের ভুটান উপহার উপহার দিন তাতে ভিডিও বেশী বা বড় হলেও আমরা সানন্দে দেখবো কথা দিলাম
খুব সুন্দর লাগলো Prithijiter গান
কিযে ভালো লাগছে ভূটান লিখে বোঝানো যাবে না ।সবই আপনাদে র জন্য ।অপূর্ব ।আজকের ভিডিও অসাধারণ লাগলো। ভালো থাকবেন।
Khub valo laglo notun notun jayga dekhe
দারুণ লাগছে ভুটান দেখতে আর তার সাথে উপরি পাওনা পৃথিজিৎদার গান
অনেক কিছু জানতে পারছি কত কিছু যে দেখছি তা তো অনবদ্য। তার সঙ্গে পৃথিবাবু অসাধারণ কথা । খুবই সুন্দর। ভালো থাকবেন।
Mochu abongh Fachu,Punakha khub sundar dekhiyachen.
কারোর প্রেমে পড়ি না পড়ি প্রতিবার তোমার cinematics গুলোর প্রেমে পড়ে যাই uncle ❤ 😮
Apnara dujonei satyi unique. Khub khub bhalo laglo. Apnader ai juti jeno afuronto Ananda dite paren sobaike ai kamona kori. Apnader berano jato bhalo hobe amader moto public ar sei jaegatar prati janata aro besi hobe. Karon apner bornona just asadharon
Prithwijit dar গান অসাধারণ ❤❤❤
বাংলা ইউটিউবের সর্বকালের সেরা জুটি।এত ভালো এপিসোড এর আগে খুব কম দেখেছি।ভালো থাকবেন স্যার
দারুন হলো,কিন্তু পৃথ্বী বাবুর টা অসাধারন
পৃথ্বী জিতের গান অপূর্ব অসাধারণ প্রকৃতির সাথে অপূর্ব সংযোগ সাধন করেছে। খুব ভালো। ঘরে বসে আপনাদের সাথে ঘুরে বেড়াচ্ছি দারুন সুন্দর।
খুব সুন্দর। গান টা ও খুব ভালো লাগলো ।
Very nice video Bhutan deklam
Bhutani sundorider dekhe prithijit mon hariye feleche.
Darun description.
পুনাখা শহর ও তার সঙ্গে পুণাখা ফোর্ট খুব ভালো খুব ভালো লাগলো। ❤
চমৎকার প্রতিবেদন। পঃবঃএর অবস্থা বিশেষ করে খুবই অধঃপতিত। মধ্যপ্রদেশ অবশ্যই best in the country in regards to civic cleanliness।
মহারাষ্ট্র, কর্নাটক, তামিল নাড়ু ইত্যাদি উন্নত রাজ্যগুলোতে পরিবেশ ও প্রতিবেশ গত আইন কানুনের উপযোগ অনেক এগিয়ে।
Abar o oshadharon akta vlog dekhlam... 🙏
ভুটানের প্রকৃতি খুব সুন্দর ও শান্ত তার থেকে ও সুন্দর আপনাদের উপস্হাপনা ধন্যবাদ দাদা
Asadharan Bhutan dakhchi. Bravo.
আমি 2017 সালে ভুটান গিয়েছিলাম। বুমথাং পর্যন্ত গিয়েছিলাম। অপূর্ব প্রকৃতি। আপনারা যদি বুমথাং যেতেন, তাহলে আরো উপভোগ্য হতো এই series.
শরৎ কালে যাব, এবার সচেতন ভাবে বুমথাং গেলাম না, এখন প্রকৃতি ধূসর, শরতে আসল রূপটা পাওয়া যাবে।
Anek kichu dekhte pachhi, ghare bose. Onek Dhanyabad.
এক কথায় অপার্থিব সুন্দর!
মৌসুমী
এডমন্টন
কানাডা।
আবার নতুন দেশ,নতুন গল্প........আপনাদের দৌলতে সব দেখার এবং জানার সৌভাগ্য হচ্ছে কেমন......
বন্ধুর গানটা ভালো লাগলো,পরিবেশের সঙ্গে মানিয়ে ছিল
Mon bhore gelo Bhutan dekhe
Darun ghurlam khub bhalo laglo ❤🎉
Aaj prithi da fatafati , effect of mountains 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼 osho philosophy bhogi to Tyagi👍🏼👍🏼👍🏼
Khuub bhalo laaglo, mon bhore gelo 😊
Excellent lagchhe Bhutan sereis.....porer porber opekkhay roilam😊😊
কি অসাধারণ তথ্যবহুল ডকুমেন্টারি!
Puro vlog tai vison sundor......kintu sesh vaag e Prithwijit babur gaan aar tar byakhha ta mon chuye gelo...❤
পুনাখা দুর্গ 🏰 টা খুব ইনজয় করলাম, প্রথম নদী টা অসাধারন মন ছুঁয়ে গেছে, আর মেল ও ফিমেল নদী দুটো এত সুন্দর ভাষায় প্রকাশ করা যায় না, ব্রীজ টা খুব সুন্দর দেখলাম, মৈত্রীদির পোশাক 👗 টা খুব ভালো ছিল পৃথ্বীজীতদার গান ও কথা গুলো এক দম ঠিক। ধন্যবাদ ❤
🌲⛵🌲 ওঃ অপূর্ব সুন্দর উপস্থাপনা 🏵 যেমন রোদ ঝলমলে পাহাড়ি দৃশ্যপট, তেমনই আকর্ষণীয় আপনার আন্তরিক উপস্থাপনা 🌲🌲 ঠিক যেন এক ঝলক মিষ্টি তাজা বাতাস 🌲 মন ভরে গেল, 🌲 আপনার সাথে সাথেই আমরাও চললাম 🌲 অনেক শুভেচ্ছা রইলো❤🧡💛💚💙💜
ভুটানের পরিচ্ছন্নতা মুগ্ধ করলো। আপনাদের প্রতি ভিডিও তে জনগণের উদ্দেশ্যে বিভিন্ন শিক্ষণীয় বার্তা সাংঘাতিক প্রশংসার দাবি রাখে। আপনারা পারবেন আমাদের দেশকেও নতুন করে গড়ার । তবে একটা কথা কি জানেন , কোনকিছুর value যখন কম হয় , আমাদের কাছে তার importance ও grossly কমে যায়। it is high time we should start tourist fee heavily in every tourist places. Dekhben ratarati shob kichhu shundor hoye gyachhe
অপূর্ব বর্ণনা। তার সাথে অসম্ভব পরিচ্ছন্ন ভুটানের প্রত্যেক টা জায়গা। সত্যি এতো সুন্দর ভাবে জায়গা গুলো র সাথে পরিচয় করাচ্ছেন, যেন আমরা নিজেরাই বেড়িয়ে বেড়াচ্ছি। ভীষন খরচ সাপেক্ষ জায়গা, আপনাদের চোখে ই দেখে নেয়া হলো। তার সঙ্গে পৃথিজিৎ দার কণ্ঠের গান, অপূর্ব লাগলো।
জনগণ কে সচেতন হতে হবে। পৃথ্বী দার সাথে একমত।
খুব খুব অসাধারণ লেগেছে পৃথিজিৎদার গানটি , আর আপনাদের এই ভুটান ভ্রমণের পর্বগুলি খুব ভালো ।।
ধন্যবাদ ❤❤❤
asadharon baraphabrito parbot sringo, apurbo pahari nodi, sundar bouddho math o durgo
খুব ভালো লাগলো ব্লগ টা দাদা ভালো থাকবেন দুজনেই অপেক্ষায় রইলাম পরের ব্লগের ❤
২০১৮ সালে গিয়েছিলাম ভুটান- অসাধারণ অভিজ্ঞতা নিয়ে ফিরেছিলাম - শুভ কামনা রইল আপনাদের জন্য।
খুব ভালো লাগলো পুনাখা শহর আর দুর্গ
Awesome ekta vlog. Such a beautiful and clean country.🎉🎉
Khub valo laglo punakha excellent awesome ❤❤❤
খুব ভালো লাগলো ভিডিওটা দেখে।
কখন যেন হারিয়ে গেলাম ভুটানের দেশে।
অনেক ধন্যবাদ জানাই। খুব ভালো থাকবেন সবাই। অন্য কোন ভিডিও দেখার অপেক্ষায় থাকলাম।
আমার বয়স 78+।। এক জন ভীষন ভক্ত আপনার। ভাল ও সুস্থ থাকুন সবাই।
Darun...prithvi babur gan r tar sathe logic just fatafati
Khub e enjoy korlam...thanks. 😊
খুব ভালো লাগছে দাদা ভুটান বেড়ানো দেখে. আমরা 2007 এ ঘুরে এসেছিলাম
ভিডিও র শেষে উপরি পাওয়া, পৃথি দার গান, thanks দাদা, লাভ ফরম হার্ট ❤
কি যে ভালো লাগছে ভূটান এর প্রকৃতির অপূর্ব দৃশ্য... লিখে বোঝানো যাবে না ভাই রা। মৈত্রেয়ী কে খাদা পড়ে দারুণ লাগছিলো ।পৃথ্বিজিৎ এর গান এবং জীবন বোধ ভীষণ ভালো লাগলো। আগামী ব্লগের অপেক্ষায় রইলাম ।ভালো থেকো তোমরা ।
Darun dada 🎉 khub bhalo laglo. Khub bhalo .🎉...
"Chotu-da" kintu ei byosheo khub energetic. Live long Chotuda.
খুব খুব সুন্দর ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ, পুনে মহারাষ্ট্র
অপরুপ সুন্দর ভুটান । দেখানোর জন্য ধন্যবাদ তোমাদের । ❤❤❤
চমৎকার হয়েছে শিবাজী। খুবই উপভোগ করলাম। পলিথিন বা আবর্জনা যেখানে সেখানে ফেলার ব্যাপারে আপনাদের বক্তব্য সম্পূর্ণভাবে সমর্থন করলাম। ভারত এবং বাংলাদেশের এ ব্যাপারে যথেষ্ট ঘাটতি রয়েছে। পৃথ্বিজিতের গলায় লালনের সংগীত বড়ই চমৎকার লাগলো। মনে পড়ে গেল আজ থেকে 35 বছর আগে লালনের মাজার যখন আদি রূপে ছিল তখন সেখানে প্রায়শ সন্ধ্যায় কাটানো সময়ের কথা। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন।
Sundar upasthapona. Dhanyavaad.
Prithijit dar gola ta darun gaan ta darun hoeche dada
Prithijeet da khub e dami Kotha bolechey. R gan ta darun darun. Prithijeet da rocks.❤
Apurba, mon vore gelo, khub khub sundor 👌👌👌👍👍👍💞💞💞