Satyajit Ray remembers Ritwik Ghatak

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • Satyajit Ray remembers the visionary Bengali filmmaker Ritwik Ghatak & his fine cinematic mastery after his demise.
    I claim no rights to this
    Thank You
    Ritwik Ghatak Stories : amzn.to/3xqdbhR
    Three Rays: Stories from Satyajit Ray : amzn.to/3gvQRhl

Комментарии • 100

  • @subratadutta5594
    @subratadutta5594 3 года назад +63

    কোথায় পেলেন মশাই এটা? এতো মহার্ঘ্য বস্তু। অনেক ধন্যবাদ।

  • @KaushikBhakta
    @KaushikBhakta 3 года назад +41

    নিজের শিকড় কে ভুলে কোনো জাতি বড়ো হতে পারে না!
    ঋত্বিক ঘটক দের আজ বড় প্রয়োজন এ বাংলার।

    • @souvikdeb2523
      @souvikdeb2523 Год назад +1

      আর এদিকে বাঙালি ভোজপুরি গান বা হিন্দি গানে নাচানাচি করে বেড়াচ্ছি

  • @subirbose6880
    @subirbose6880 3 года назад +38

    A Gem can identify another Gem - the way Ray pinpointed Ghatak's uniqueness in terms his brilliant Bengali base without any Hollywood influence , No body ever done it before.

    • @Existential_Bengali
      @Existential_Bengali 3 года назад +6

      Ghatak had Russian influence, specially from his communist ideology.

    • @stxfdt1240
      @stxfdt1240 Год назад +4

      @@Existential_Bengali not related to his expressive work.

  • @anindyabakshi2010
    @anindyabakshi2010 3 года назад +11

    এতো অমূল্য খনি... অনেক ধন্যবাদ এই অংশটার জন্য 🙏

  • @shibasismukherjee7152
    @shibasismukherjee7152 3 года назад +19

    A tribute to a legend by another legendary figure.

  • @holderlinenjoyer
    @holderlinenjoyer 7 месяцев назад +2

    Can anyone translate this, please?

  • @rnilu86
    @rnilu86 3 года назад +5

    Dhonnyobad. Koyek bochor aage Writtik ke niye ekta boi porechilam sekhane Satyajit Ray er lekha chilo Rittwik Sombondhe. Exactly jeta Satyajit Ray bollen setai lekha chilo oi boitaate. :)

  • @acharyyaraj
    @acharyyaraj 3 года назад +5

    এ জিনিস আর অন্য কোন চ্যানেল এ নেই । শুধু এটাই নয় আরো অনেক দুর্মূল্য বস্তু আছে কিন্তু আজকের সুসভ্য বাঙালীর দেখাও কিন্তু নেই এই চ্যানেলে, বড়ই বিচিত্র আমরা ।

  • @bidishabasu8190
    @bidishabasu8190 3 года назад +12

    Many many thanks for this invaluable clip.

  • @jyotirmaypal2263
    @jyotirmaypal2263 3 года назад +14

    English caption tao please add korben....karon esob moharghyo bostu bissobasir jana aboshyok

  • @tulkubagchi
    @tulkubagchi 3 года назад +4

    This is so relevant even in 2020, every Bengali should listen to this.

  • @sohamg.ghosal3009
    @sohamg.ghosal3009 3 года назад +9

    খুবই খুশি হলাম; অনেক ধন্যবাদ 🙏🏻

  • @soumyadipghosh2550
    @soumyadipghosh2550 3 года назад +7

    এরা কারা যারা dislike দেয়। মাথায় কি হাতির গোবর পোরা আছে?

  • @arunkumarbhattacharya3254
    @arunkumarbhattacharya3254 3 года назад +20

    বা! একজন legend আর একজনকে কী রকম করে আকলেন! অসামান্য। অনুকরণীয়।

  • @anuradhamukherjee3059
    @anuradhamukherjee3059 3 года назад +38

    মানুষটার গলাটা!উফঃ!বাংলার বাঘ পুরো।

  • @andyalam5074
    @andyalam5074 10 месяцев назад +1

    Kon sobir provab? Thik bujhte parlamna

  • @prakharagnihotri1447
    @prakharagnihotri1447 2 года назад +4

    Would be grateful if someone can translate what Ray's saying to either English or Hindi.

  • @dominatetv
    @dominatetv 9 месяцев назад +1

    eta voice over kora hoyeche, lekha theke, not org voice of ray

  • @sugatasenmazumdar7704
    @sugatasenmazumdar7704 3 года назад +4

    SALUTE to both.🙏🙏🙏

  • @mrprus1026
    @mrprus1026 Год назад +2

    Bangali Tumi dhonno

  • @digbijoychoudhury7140
    @digbijoychoudhury7140 Год назад +2

    Satyajit babu said that he had not seen all the films of Ritwik Ghotok.Had he watched all the films,perhaps he would have appreciated him more and more.
    2) Why were not Ritwik Ghatak's films given wide circulation not only in India but also abroad ?
    I donot know the reasons.

  • @Desichess
    @Desichess 3 года назад +5

    Apni ei voice gulo pachhen ki kre? osadharon.

  • @avijitsinha5872
    @avijitsinha5872 3 года назад +5

    বাংলা সিনেমার দুই শিখর। দুই অনন্য প্রতিভা।

  • @_sayan_roy_
    @_sayan_roy_ 2 года назад

    Class recognises class.

  • @ashishbarman3154
    @ashishbarman3154 Год назад +1

    যদি দয়া করে কোমল গান্ধার আর নাগরিক ছবিটা লোড করেন 🙏

  • @sanjeebmitra6334
    @sanjeebmitra6334 7 месяцев назад +1

    কন্ঠস্বরটি কি সত্যিই সত্যজিতের? সন্দেহ আছে। 😎

  • @sayakdeb755
    @sayakdeb755 2 года назад +4

    SO MUCH INDEBTED AND GRATEFUL TO THE UPLOADER!!! THANK YOU SO MUCH FOR UPLOADING THIS VIDEO !!

    • @rajatmukherjee2057
      @rajatmukherjee2057 Год назад +1

      এক মহান স্রষ্টা সম্পর্কে আর এক মহান স্রষ্টার যথাযথ অনুভবী মূল্যায়ন।

  • @MsSuvo
    @MsSuvo 3 года назад +2

    এতো বিরল দৃষ্টান্ত... মহার্ঘ video এটি... 🙏🙏🙏🙏 সহস্র প্রণাম জানাই দুই Legends কে... এদের জন্যই বাঙালি ভাবতে আজও গর্ব বোধ করি

  • @sujanshome3823
    @sujanshome3823 3 года назад +2

    Comments of Greatest Film Maker about another great Film Maker.

  • @sayanpal7146
    @sayanpal7146 7 месяцев назад

  • @sanjoybhattacharjee8261
    @sanjoybhattacharjee8261 3 года назад +2

    This is pure jem. kothay pelen ei bhason, not that it matters more. Asesh dhanyoabd

  • @manawarhaque6838
    @manawarhaque6838 3 года назад

    Darun ❤️

  • @subhammax196
    @subhammax196 3 года назад +2

    Amar 2 joni priyo kintu ami Ritwik babu k Satyajit Ray er opr e dekhi. Hote pare eta amar taste

    • @apurbalalmukherjee1994
      @apurbalalmukherjee1994 2 года назад

      Ami janina compare kara ta thik kina , Tobe Ghatak sir ke je abeg dye valo beshe felechi Keno jani na ....baki kono director ke ei vabe valobaste parrini...

  • @rimjhimsensharma6039
    @rimjhimsensharma6039 Год назад

    অমূল্য সম্পদ

  • @sumonsikder7342
    @sumonsikder7342 3 года назад +3

    ঘটক ভালোবাসার মানুষ ||

  • @arijitdas5402
    @arijitdas5402 3 года назад +4

    Darun! Boss of baritone😎

  • @basudhabandyopadhyay4624
    @basudhabandyopadhyay4624 3 года назад +3

    A Gem To Treasure......Thank You Sincerely

  • @suryakantanag3228
    @suryakantanag3228 3 года назад +4

    Durlobh ❤️

  • @jayantamukherjee386
    @jayantamukherjee386 3 года назад +4

    Darun clipping!!!

  • @shubratodey3949
    @shubratodey3949 3 года назад +4

    মন ছুঁয়ে যাওয়া কথা

  • @RohitGupta-jn2ch
    @RohitGupta-jn2ch 3 года назад +3

    subtitles please

  • @adnanshahriar4435
    @adnanshahriar4435 3 года назад +2

    subtitle dile bhalo hoto. Audio unclear

    • @jhumabanik8466
      @jhumabanik8466 3 года назад

      I am afraid you have incoherent knowledge on the history of sonogram.

  • @o.k.johnnypost5118
    @o.k.johnnypost5118 3 года назад +2

    Great! Thanks for this audio on Ghatak.

  • @munmunsamadder2192
    @munmunsamadder2192 3 года назад

    🙇🙇🙇🙇🙇

  • @ayansaha4728
    @ayansaha4728 3 года назад +2

    apnake darun vabe dhonyobad🙏

  • @abstractlens4003
    @abstractlens4003 3 года назад +2

    Gems of Bengal

  • @somnathbasumajumder9768
    @somnathbasumajumder9768 3 года назад +1

    অসাধারণ তবে আরও শোনার ইচ্ছে রইল

  • @diprabanerjee2537
    @diprabanerjee2537 3 года назад +2

    Splendid collection

  • @rajasarkar2145
    @rajasarkar2145 3 года назад +1

    Treasure❤

  • @bijoyanandsaberwal2244
    @bijoyanandsaberwal2244 6 месяцев назад

    🎉Brilliant

  • @arghadeb9180
    @arghadeb9180 3 года назад +1

    Bangla mod khelei ai manush ta houwa jabe na.

  • @biplabsarkar3447
    @biplabsarkar3447 3 года назад +1

    Many many thanks

  • @saptarshibond007
    @saptarshibond007 3 года назад +1

    Darun darun👌

  • @debjyotimandal4927
    @debjyotimandal4927 3 года назад +4

    ইংরেজিটা পড়েছিলাম। মূল যে বাংলা বক্তৃতা জানতাম না।

  • @sauravsarkar8522
    @sauravsarkar8522 3 года назад +1

    Awesome

  • @mintusaren895
    @mintusaren895 3 года назад

    Meghe dhaka tara.
    Sunechhi tabe Dhaka te noi. Dhakar tire.

  • @debasishroy1162
    @debasishroy1162 2 года назад

    Thank you very much 👍

  • @shobhanhaldar3453
    @shobhanhaldar3453 2 года назад

    ❤️❤️

  • @atanumajumder1397
    @atanumajumder1397 3 года назад

    Nice

  • @baba1958
    @baba1958 3 года назад +4

    রতনে রতন চিনে।

    • @jhumabanik8466
      @jhumabanik8466 3 года назад

      But we can not shake off our duty to give these geniuses their true value. We can not stick to" ignorance is bliss." We can't self indulge to be a Buntu I.e. philistine subaltern.

  • @sohanichatterjee8391
    @sohanichatterjee8391 3 года назад

    ❤❤

  • @ronibuli
    @ronibuli 3 года назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @subratadutta5594
    @subratadutta5594 3 года назад

    একটা অন্য আর্জি জানাচ্ছি এখানে। একটা সিনেমা বানাতে চাই। ফিচার ফিল্ম। স্ক্রিপ্ট রেডি। প্রোডিউসার পাচ্ছি না। কেউ কি এ বিষয়ে হেল্প করবেন? ফোন 9712550019

  • @Phnx282
    @Phnx282 3 года назад +9

    উনি যে কথাগুলো বললেন, ঠিক এই একই কথা আমি ঋত্বিকের সম্পর্কে বলতাম চিরকাল: এই যে ওনার প্রতিটি সিনেমা থেকে মাটির গন্ধ বেরোয়, এবং সম্পূর্ণ বিদেশী প্রভাব মুক্ত নিখাদ বাংলার গন্ধে ভরা ছবি। আজ এই ক্লিপের দৌলতে জানলাম যে রায় বাবুও একই কথা বলে গেছেন ওনার সম্পর্কে। ❤️ আমি চিরকালই বলতাম যে ঋত্বিকের সিনেমা, সত্যজিতের থেকে অনেক অনেক বেশি মৌলিক, ভান বর্জিত এবং উনি রায় বাবুর থেকে অনেক বড়ো মাপের পরিচালক। কিন্তু দুঃখের বিষয় যে মানুষের যত আদেখলেপনা রায় বাবুকে ঘিরে। এখনও মানুষ ঋত্বিকের মর্যাদা করতে শিখলো না। নিজের মাটির ঘ্রাণ চিনতে শিখলো না।

    • @rnilu86
      @rnilu86 3 года назад +16

      আমার মতে সত্যজিৎ বাবু অনেক বেশি টেকনিক্যালি পারফেক্ট ছিলেন কিন্তু philosophically কমপ্লেক্স ছিলেন না | সত্যজিৎ একজন কমপ্লিট ফিল্মমেকার এর মতন | কিন্তু ঋত্বিক একজন দার্শনিক যিনি ক্যামেরা হাতে তুলে নিয়েছিলেন | খুব বলিষ্ঠ চলচিত্রকার উনি | ওনার "মেঘে ঢাকা তারা" এবং "সুবর্ণরেখা" যথেষ্ট সমাদৃত | "অযান্ত্রিক" প্রথমবার দেখার পরে আমি বিস্ময়ে হতবাক হয়ে গেছিলাম | সব শেষে একটা কথা বলবো যে ঋত্বিক ঘটক কে উঁচু করে দেখাতে গিয়ে যে সত্যজিৎ বাবু কে নিচু করে দেখাতে হবে এটাও ঠিক না | বেশিরভাগ ঋত্বিক এর গুণগ্রাহীরা এই ভুল টি করে থাকেন |

    • @subratadutta5594
      @subratadutta5594 3 года назад +9

      আমি নিলুবাবুর সাথে সম্পূর্ণ একমত। ঋত্বিকের সিনেমা দেশজ, এই মাটির, গল্পে ও ট্রিটমেন্টে হলিউডের প্রভাবমুক্ত। সত্যজিৎ তা নন, এবং উনি নিজেই তা স্বীকার করেছেন। তা বলে, সত্যজিৎকে ছোট করে দেখবেন না। একটা 'পথের পাঁচালি' ভারতীয় সিনেমার মোড় ঘুড়িয়ে দিয়েছিল।

    • @tinydreams1044
      @tinydreams1044 3 года назад +1

      Rittwik ghatak jno anderi Tarkovosky....r Satyajit Roy Stanley Kubrick.......

    • @Phnx282
      @Phnx282 3 года назад +2

      @@subratadutta5594 তাহলে নিশ্চয়ই এটাও জানবেন যে সত্যজিৎ রায় অযান্ত্রিক দেখার পর ঋত্বিককে কি বলেছিলেন? উনি বলেছিলেন যে, অযান্ত্রিক যদি আর কয়েক বছর আগে, অর্থাৎ পথের পাঁচালীর আগে প্রকাশিত হতো, তাহলে ভারতীয় সিনেমার মাইলফলক হিসেবে পথের পাঁচালী নয়, অযান্ত্রিক-কেই ধরা হতো।
      আর আপনাদের কেন মানে হচ্ছে যে আমি রায়বাবুকে ছোট করছি, সেটা আমি জানিনা। আমি নিজেও ওনার সিনেমা দেখি, তবে যেগুলো ভালো, সেগুলো। ওই পরের দিকের কালার সিনেমাগুলোয় উনি একদমই মান ধরে রাখতে পারেননি। জোর করে অস্বীকার করে লাভ নেই। ওই ফেলুদা সিরিজ, অশনি সংকেত, শাখা প্রশাখা, গণশত্রু ইত্যাদি আরো যে কয়েকটি পরের দিকের সিনেমা ওনার, সেগুলো একদমই সত্যজিতোচিত নয়। ওনার অনেক আগেই অবসর নেওয়া উচিত ছিলো। একথাটা অনেক খাটো না করেই বলা হচ্ছে। আমি নিজেও ওনার গুণমুগ্ধ, তাই ওনার নিন্দে করার কোনো মানসিকতা বা অভিপ্রায়- এই দুটোর কোনোটাই আমার নেই।
      আমি সম্পূর্ন নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকেই বলছি যে ঋত্বিকের চিত্রভাষা আমায় বারবার কুরোসাওয়ার কথা মনে পড়িয়ে দেয়। দুজনেই কি অসম্ভব অকৃত্রিম, কি দুর্দান্ত ভাবে মাটির কাছাকাছি থাকা মানুষদের কথা বলেন সম্পূর্ণ মাটির ভাষায়, কি অননুকরণীয় দুজনেই। সত্যজিৎ অনেক বেশী শহুরে। তাই, অপু ত্রয়ী ছাড়া তিনি আর যখনই মাটির কাছাকাছি থাকা মানুষদের কথা বলতে গিয়েছেন, সেই ভাবটা কিন্তু আমরা পাইনি। সবই ছিল তার সেইসব সিনেমায়, কিন্তু কখনও ঋত্বিকের বা কুরোসাওয়ার সিনেমা দেখে যেমন বুকের ভেতরটা মোচড় দেয়, সেটা কিন্তু সত্যজিতের সিনেমা দেখে হয়না। অপু ত্রয়ী ব্যতিক্রম। পথের পাঁচালী মাস্টারপিস। কিন্তু সেখানে হয়তো সত্যজিতের নিজের জীবনের ওই সময়ের অসফলতার দুঃখটা কাজ করছিলো। হয়তো। তাই হয়তো ওনার ছবিতে সেই দুঃখটা ফুটে উঠেছিল ভীষণভাবে। কিন্তু উনি সফলতার মধ্যগগনে উঠে যাওয়ার পর, সেই দুঃখের উপলব্ধি কিন্তু তার ছবিগুলোর চিত্রায়নের মধ্যে অনুপস্থিত।
      অথচ, ঋত্বিক বা কুরোসাওয়ার প্রতিটি ছবিতে মানুষের সংগ্রামের কথা, তাদের আভ্যন্তরীন টানাপোড়েনের কথা একইরকম দরদ দিয়ে বলা হয় থাকে। নিশ্চয়ই খেয়াল করেছেন। আর সেজন্যেই তাদের ছবিগুলো অনেক বেশি মন ছুঁয়ে যায়।
      সত্যজিতের ছবিতে ঝকঝকে স্মার্টনেস আছে, কিন্তু ঋত্বিক আর কুরোসাওয়ার ছবিতে প্রাণ আছে।

    • @subratadutta5594
      @subratadutta5594 3 года назад +4

      @@Phnx282 আপনার আগের পোস্টিং ও বর্তমান পোস্টিং-এ যে কথাগুলো আপনি বলেছেন তার মূল বক্তব্যের সাথে কেউ দ্বিমত পোষণ করবে বলে মনে হয়না। একদম ঠিকই বলেছেন আপনি। তাছাড়া, তুলনা ও সমালোচনা করা প্রয়োজনও। তবে, কে ছোট কে বড় -- এজাতীয় তুলনা এই দুজনের ক্ষেত্রে একটু অশোভন। "উনি রায়বাবুর থেকে অনেক বড় মাপের পরিচালক"... এটুকু বাদ দিলেই পারতেন। শেকসপিয়র বড় আর রবীন্দ্রনাথ ছোট ... আমরা এজাতীয় কথা বলতে পারিনা।

  • @Amitabhsworld
    @Amitabhsworld 3 года назад +7

    হৃত্বিক ঘটক এর সিনেমা খুবই হাই thought এর ,আমি অন্তত বুঝতে পারি না। তার সিনেমা তে আবেগ কম থাকে ,।তবে আমার প্রিয় চিত্র পরিচালক হলেন সত্যজিৎ রায়।তার বানানো প্রত্যেক টা সিনেমাই আমি ৫০+ বার দেখেছি,তার বানানো সিনেমা তে আমার প্রিয় হলো সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথ ,চারুলতা ও অশনি সংকেত।

    • @ritingkardatta4852
      @ritingkardatta4852 3 года назад +3

      I think you do not know yourself what you are talking about..
      .multi layered films can also have deep emotional connect but that needs a certain kind of approach Hrithik's films full of emotional intensity.... jothesto abeg ache.... And whenever ghatak is spoken about... satyajit Ray nie comparison ase...ei ta ajotha...aam are apel er Kono tulona nei ajukti purno.... satyajit Ray illuatrative neo realist...ritwik multilayered multilateral...communicator...sonar kella ba felunath...Ray babu swayong nijer boro kaj manten na..
      Onar aparajito kanchenjunga panchali emon ki goopy bagha onek besi advanced ar exalted....toh apnar ei claim tar Kono relevance ache kina je ritwik er cinemay abeg thake na khub e ajhotha juktihin....

    • @Amitabhsworld
      @Amitabhsworld 3 года назад +1

      @@ritingkardatta4852 আমি কি বলছি আমি জানি ।আপনি আপনার জ্ঞান নিয়েই থাকুন।আমি যা লেখার লিখেছি তাতে এত জ্ঞান দিয়ে বসলেন কেন।এখানে বলে রাখি আমি ফিল্ম নিয়ে পড়াশুনো করেছি ,সিনেমার জ্ঞান আমার অনেকই আছে।আর সত্যজিৎ রায় সম্পর্কে যা বলছেন সেটা ইউটিউব বলেই পার পেয়ে গেলেন ,রাস্তায় এমন কথা বললে মানুষ আপনাকেই পাগল ভাববে।আকিরা কুরোসাওয়া বলছিলেন - not to have seen the cinema of Satyajit Ray means existing in the world without seeing the sun or the moon.” উনি রায় বাবু কে one of the best filmmaker বলতেন।

    • @jhumabanik8466
      @jhumabanik8466 3 года назад +4

      It seems you have a bachelor degree from ANANDA BAZAR UNIVERSITY and an M.phil from BARTAMAN DEEM UNIVERSITY and a back ground of South Calcuttan brown sahibiana. Remain well in your self dug well. A first class middle brow upstrat.

    • @shubhamshil1240
      @shubhamshil1240 3 года назад +2

      ritwik cinemay emotion nei apni ki unmad, meghe dhaka tara last 20 minute dekhben valo kore

    • @Amitabhsworld
      @Amitabhsworld 3 года назад +1

      @@shubhamshil1240 আমার সত্যজিৎ রায়ের সিনেমা দেখতে বেশি ভালো লাগে।আর আপনি বাড়ি থেকে ভালই শিক্ষা পেয়েছেন তো good keep it up।amake apni চেনেন না ,একজন অচেনা অজানা মানুষ কে উন্মাদ বলছেন বাহ কি শিক্ষা।