অতি মনোরম ও সুন্দর পরিবেশ।এইরকম গ্রামীন পরিবেশে সুস্থ সংস্কৃতি ও নাট্যচর্চার কেন্দ্র খুবই আকর্ষণীয়। এককথায় সবিস্ময়ে মুগ্ধ হলাম। তেপান্তর নাট্য গ্রাম স্বমহিমায় এগিয়ে চলতে থাকুক এই শুভকামনা রইলো।
পুরুলীয়ার অযোধ্যা পাহাড়ের নাম শুনে ভাবতাম কেন এমন নাম..... এখনও অবশ্য তা জানা হয় নি। আর এবারে জানলাম এই অযোধ্যা গ্ৰামের কথা। রায়েদের বহু পুরোনো অসাধারণ মন্দির গুলো দেখে খুব ভাল লাগল। পুরো ভিডিওটিই খুব সুন্দর হয়েছে। 💛❤️💛
১৯৬৪ থেকে দুর্গাপুরে থেকে দুর্গাপুর স্টিল প্ল্যান্টে চাকরি করেছি কিন্তু তখন যদি আপনার দৃশ্যকল্পর খবর পেতাম হয়তো আমার জীবনটা অন্য রকম হতো।আজ আমার বয়স ৮৬ ছুঁই ছুঁই,আর যাওয়া হবে না এজীবনে! আন্তরিক ধন্যবাদ জানাই আপনাকে!
আমার ও ৬১ পূর্ণ করলাম আমার আর যায়া হবেনা আপনাদের মাধ্যমে যদিও একটু মাত্র দেখতে পাই ও আমার পরম সৌভাগ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় ঈশ্বরের কাছে করি
আবার একটা অসাধারণ বুধ-কথা ! দারুন ছবি। তেপান্তরের কথা জানতাম, যাওয়ার কথাও ভেবেছিলাম। হয়ে ওঠেনি। আপনি নিয়মিত টেরাকোটার সাজে সজ্জিত মন্দির দেখান। আজও দেখলাম অনবদ্য সুন্দর কাজ। কিন্তু মনখারাপ হয়ে যায় তাদের বীরগতি প্রাপ্ত হতে দেখে। এখনতো কতভাবে টাকার হরিলুট হয়, এগুলোর কপালে ঠনঠন কেন ! আমরা তাও আপনার কর্মকান্ডে পরিচিত হচ্ছি এদের সাথে, ভবিষ্যৎ তো মল(মুত্র) ছাড়া কিছুই পাবে না। আমাদের পাপের ভাগ কেউ নেবে না।
ঠিকই বলেছেন, খুব খারাপ লাগে। এত অসামান্য সব শিল্পকলা কত অনাদরে পড়ে আছে। সামনের পর্বে আসবে ইলামবাজার, সেখানে এমনই একটি অসাধারণ টেরাকোটার কাজ সমৃদ্ধ মন্দির নিচের দিকে ক্ষয়ে যেতে বসেছে। খুব খারাপ লাগল দেখে, এমন চললে মন্দিরটি আর বেশিদিন টিকে থাকবে না। অধিকাংশেরই একই অবস্থা।
asadharon mandir o tar gaaye bhaskarjoguli, apurbo rather gaaye chitrokolasamuho, apurbo tepantar natyogramer prakritik soundarjyo o natyocharcha, dupasher tal gaacher sari majhkhan diye lal matir rasta anabadyo, aka banka ajoy noder apurbo shobha
এটা কিন্তু ঠিক কথা নয়, আমি প্রত্যেকটি ভিডিওর শেষে ওই এলাকায় ট্রেনে বা বাসে কিভাবে যাওয়া যায় তাঁর বর্ণনা দিয়েই থাকি। এই ভিডিওর শেষেও দেওয়া আছে। ভাল থাকবেন, দেখবার জন্য ধন্যবাদ।
পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের নাম শুনে ভাবতাম কেন এমন নাম..... এখনও অবশ্য তা জানা হয় নি। আর এবারে জানলাম এই অযোধ্যা গ্ৰামের কথা। রায়েদের বহু পুরোনো অসাধারণ মন্দির গুলো দেখে খুব ভাল লাগল। পুরো ভিডিওটিই খুব সুন্দর হয়েছে। 💛❤️💛
দারুন সুন্দর উপস্থাপনা - বেশ চিত্তাকর্ষক
ছবির মতো গ্রাম। এই জন্যই জীবনানন্দ বলেছিলেন, " বাংলার রূপ আমি দেখিয়াছি..... " আপনাকে ধন্যবাদ জানানো ভাষা নেই।
অতি মনোরম ও সুন্দর পরিবেশ।এইরকম গ্রামীন পরিবেশে সুস্থ সংস্কৃতি ও নাট্যচর্চার কেন্দ্র খুবই আকর্ষণীয়। এককথায় সবিস্ময়ে মুগ্ধ হলাম। তেপান্তর নাট্য গ্রাম স্বমহিমায় এগিয়ে চলতে থাকুক এই শুভকামনা রইলো।
পুরুলীয়ার অযোধ্যা পাহাড়ের নাম শুনে ভাবতাম কেন এমন নাম..... এখনও অবশ্য তা জানা হয় নি।
আর এবারে জানলাম এই অযোধ্যা গ্ৰামের কথা।
রায়েদের বহু পুরোনো অসাধারণ মন্দির গুলো দেখে খুব ভাল লাগল।
পুরো ভিডিওটিই খুব সুন্দর হয়েছে।
💛❤️💛
খুব সুন্দর উপস্থাপনা।
অসাধারণ এক জায়গার সঙ্গে পরিচয় করালেন। আহা.... চোখ জুড়িয়ে গেল আর মন হল শান্ত। যাওয়ার আন্তরিক ইচ্ছে রইল। আর রইল আপনার জন্য অসংখ্য ধন্যবাদ
বড় ভাল লাগল তোমার বনকাটি গ্রাম, সবুজ প্রকৃতি, মন্দিরের গায়ে টেরাকোটার কাজ আর অজয় নদে যাবার সথে ঐ লাল সুড়কির রাস্তা। ভাল থেক।
খুব ভালো লাগলো। দয়া করে আপনার ১০০ভ্রমণ সব দেখতে পাব। ইতিহাস থেকে শিক্ষা নিলে সে শিক্ষা কখনও বৃথা যায় না।
Khub bhalo laglo .kono din abashya jabo kono din.
Sab miliye ashadharon video dekhlam, bishes kore Nattogram er drishyo.👍👍👍👍👍
Ei video eto bhalo legeche je tritiobar dekhchi
@@PhalguniGuptaMajumdar-ui4df অসংখ্য ধন্যবাদ।।
বলতে ভুলে গেলাম, তোমার নাটকের গ্রামটি বেশ অভিনব।দেখার ইচ্ছে রইল।
খুবই ভাল লাগল এই জায়গাটা। রস মালাই আমার ভীষণ ভাল লাগে।
খুব সুন্দর লাগলো দেখতে
১৯৬৪ থেকে দুর্গাপুরে থেকে দুর্গাপুর স্টিল প্ল্যান্টে চাকরি করেছি কিন্তু তখন যদি আপনার দৃশ্যকল্পর খবর পেতাম হয়তো আমার জীবনটা অন্য রকম হতো।আজ আমার বয়স ৮৬ ছুঁই ছুঁই,আর যাওয়া হবে না এজীবনে! আন্তরিক ধন্যবাদ জানাই আপনাকে!
আপনাকেও ধন্যবাদ। আমি চেষ্টা করব আপনাকে আমাদের মাধ্যমেই যতটা ঘুরিয়ে দেখানো যায়।
আমার ও ৬১ পূর্ণ করলাম আমার আর যায়া হবেনা আপনাদের মাধ্যমে যদিও একটু মাত্র দেখতে পাই ও আমার পরম সৌভাগ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় ঈশ্বরের কাছে করি
খুব ভালো লাগলো আপনার ভাষ্যপাঠ খুব খুব ভালো 🎉🎉🎉
Kudos to the unique idea of village only meant for drama
অসাধারণ ।😊
আবার একটা অসাধারণ বুধ-কথা ! দারুন ছবি। তেপান্তরের কথা জানতাম, যাওয়ার কথাও ভেবেছিলাম। হয়ে ওঠেনি। আপনি নিয়মিত টেরাকোটার সাজে সজ্জিত মন্দির দেখান। আজও দেখলাম অনবদ্য সুন্দর কাজ। কিন্তু মনখারাপ হয়ে যায় তাদের বীরগতি প্রাপ্ত হতে দেখে। এখনতো কতভাবে টাকার হরিলুট হয়, এগুলোর কপালে ঠনঠন কেন ! আমরা তাও আপনার কর্মকান্ডে পরিচিত হচ্ছি এদের সাথে, ভবিষ্যৎ তো মল(মুত্র) ছাড়া কিছুই পাবে না। আমাদের পাপের ভাগ কেউ নেবে না।
ঠিকই বলেছেন, খুব খারাপ লাগে। এত অসামান্য সব শিল্পকলা কত অনাদরে পড়ে আছে। সামনের পর্বে আসবে ইলামবাজার, সেখানে এমনই একটি অসাধারণ টেরাকোটার কাজ সমৃদ্ধ মন্দির নিচের দিকে ক্ষয়ে যেতে বসেছে। খুব খারাপ লাগল দেখে, এমন চললে মন্দিরটি আর বেশিদিন টিকে থাকবে না। অধিকাংশেরই একই অবস্থা।
Amar sosurbari ossam gram
asadharon mandir o tar gaaye bhaskarjoguli, apurbo rather gaaye chitrokolasamuho, apurbo tepantar natyogramer prakritik soundarjyo o natyocharcha, dupasher tal gaacher sari majhkhan diye lal matir rasta anabadyo, aka banka ajoy noder apurbo shobha
Uncle, Bwasha dibosh te Bangladesh jete chai, matter ta dekben please. Rajdeep Barrackpore Kolkata 123India
@@rajdeepbhattacharjee8864 এই ব্যাপারে আমার কি করণীয় ঠিক বুঝলাম না। পাসপোর্ট, ভিসা করে আপনি বাংলাদেশ যেতেই পারেন।
❤🫶🌝🌞
অসাধারণ।তেপান্তরের ফোন নং চাই।দয়া করে জানাবেন।ধন্যবাদ।
@@sukladutta8886 নিশ্চয়ই, আমি দুটি নম্বর দিয়ে দিচ্ছি যোগাযোগ করে নেবেন। তেপান্তর নাট্য গ্রাম - 9832837228, 8240717853
তেপান্তরের ফোন নম্বরটা দেবেন ? ইচ্ছে আছে জয়দেব কেদুলির মেলার সময় যাবো !!
নিশ্চয়ই, আমি দুটি নম্বর দিয়ে দিচ্ছি যোগাযোগ করে নেবেন। তেপান্তর নাট্য গ্রাম - 9832837228, 8240717853
আগের মতই ভ্রমনের আকর্ষণের বিষয়বস্তর দৈন্য ভরপুর। আগের মতই editing-এ অত্যন্ত উচ্চমানের সঙ্গীতের loud ব্যাবহার উপলক্ষ্যকে আসল বস্তুতে পরিনত করে আপনার ক্ষতিই করেছে । তবে হ্যাঁ, আপনার voice-এর চাছাঁছোলা ভাবটার অনেকটাই modulation হয়েছে দেখলাম। শুনতেও আগের থেকে better লাগল।
আপনি এত কষ্ট, যন্ত্রণা সহ্য করেও আমাদের ভিডিও দেখেন, এটা সত্যিই অভূতপূর্ব বিষয়। আপনার ধৈর্যের প্রতি আমাদের সম্মান রইল।
Eto kosto kore eto dainyo bisay uni dekhchen e ba keno bujlam na 😅
আপনার vdo দেখি,ভালো লাগে আপনার উপস্থাপনা। কিন্তু নিজের গাড়ি ছাড়া কিভাবে সড়ক পথ ও রেল পথে যাওয়া যায়,সেটা বলেন না। বললে ভালো হয়।🙏
এটা কিন্তু ঠিক কথা নয়, আমি প্রত্যেকটি ভিডিওর শেষে ওই এলাকায় ট্রেনে বা বাসে কিভাবে যাওয়া যায় তাঁর বর্ণনা দিয়েই থাকি। এই ভিডিওর শেষেও দেওয়া আছে। ভাল থাকবেন, দেখবার জন্য ধন্যবাদ।
Dada Tepantarer no ta share korun please
Kolloldar no Tao chai dada
@@mahuyaghosh6154 নিশ্চয়ই, আমি দুটি নম্বর দিয়ে দিচ্ছি যোগাযোগ করে নেবেন। তেপান্তর নাট্য গ্রাম - 9832837228, 8240717853
তেপান্তরের যোগাযোগের জন্য ফোন নম্বর দেবেন প্লিজ
@@rsaha5675 নিশ্চয়ই, আমি দুটি নম্বর দিয়ে দিচ্ছি যোগাযোগ করে নেবেন। তেপান্তর নাট্য গ্রাম - 9832837228, 8240717853
তেপান্তরের ফোন নাম্বারটা দিন
@@alokdas7653 তেপান্তর নাট্য গ্রাম - 9832837228, 8240717853
পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের নাম শুনে ভাবতাম কেন এমন নাম..... এখনও অবশ্য তা জানা হয় নি।
আর এবারে জানলাম এই অযোধ্যা গ্ৰামের কথা।
রায়েদের বহু পুরোনো অসাধারণ মন্দির গুলো দেখে খুব ভাল লাগল।
পুরো ভিডিওটিই খুব সুন্দর হয়েছে।
💛❤️💛