বাংলাদেশের যে গ্রামটি তার সমৃদ্ধ ইতিহাসের জন্য পুরো পৃথিবীতে বিখ্যাত || বজ্রযোগিনী গ্রাম

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025

Комментарии • 477

  • @dkdkguha
    @dkdkguha 4 года назад +47

    This is a fantastic effort by young Rafique. Documenting not just ancient history but the legacy of a family. There would be so many Bengali families in different parts of the world who might now like to get in touch with Rafique to trace their roots. I am sure he will do a phenomenal job, just like the one he has done for my family

    • @RafiqTheExplorer648
      @RafiqTheExplorer648  4 года назад +12

      Thank you Dk da, it was nice working with you. I really appreciate your nostalgia about your ancestors. May Almighty bless you and your family. 💝

    • @joydipmahato1436
      @joydipmahato1436 4 года назад +4

      Thanks i

    • @thedarkdrem3143
      @thedarkdrem3143 4 года назад +2

      Love

    • @hasanfoyejul5500
      @hasanfoyejul5500 4 года назад +1

      ধন্যবাদ...
      thanks

    • @vibhamitra
      @vibhamitra 3 года назад

      Its very well shot. Beautiful place. Must go

  • @tamalchatterjee3441
    @tamalchatterjee3441 3 года назад +12

    রফিক ভাই চিরানন্দে দীর্ঘজীবী হয়ে বেচে থাক। খুব সুন্দর তোমাদের বিভিন্ন বাংলাদেশী ভাইদের ঐতিহাসিক ভিডিও গুলো। অনেক অনেক ধন্যবাদ।

  • @anjandasgupta3631
    @anjandasgupta3631 4 года назад +14

    ভিডিওটি খুব সুন্দর হয়েছে। আমার পূর্বপুরুষদের আদি নিবাস ছিল সোণরং গ্রাম, যেটা বজ্রযোগিনী থেকে মাত্র কয়েক কিলোমিটার দুরে। ছোটবেলায় ঠাকুর্দার কাছে এই গ্রামের গল্প শুনেছি। গতবছর বাংলাদেশ বেড়াতে গিয়ে, সোণারং ও বজ্রযোগিনী গ্রামে গিয়েছিলাম। খুবই ঐতিহ্যপূর্ণ স্থান। বাংলার বৌদ্ধ যুগের সুবর্ণ ইতিহাসের অনেক পুরাতাত্ত্বিক নিদর্শন দেখতে পাওয়া যায় এই অঞ্চলে। এই অঞ্চলটিকে একটি বিশিষ্ট পর্যটন স্থল হিসেবে দেখা উচিত বাংলাদেশ সরকারের।

  • @nirmalenduroy5511
    @nirmalenduroy5511 4 года назад +19

    নদীমাতৃক এই বাংলাদেশের রুপের যেন কোন তুলনা নেই, বারংবার মনে হয় যেন ছুটে যাই দুই নয়ন ভরে দেখার জন্য,ধন্যবাদ তোমাকে এত সুন্দর একটি ঐতিহাসিক তথ্য তুলে ধরার জন্য।(পশ্চিমবঙ্গ থেকে)🌷🌷🌷

    • @RafiqTheExplorer648
      @RafiqTheExplorer648  4 года назад +2

      যে কোনো সময় চলে আসুন। সব সময় আপনারে বাংলাদেশে স্বাগতম। 💝

    • @nirmalenduroy5511
      @nirmalenduroy5511 4 года назад

      @@RafiqTheExplorer648 আমি অপেক্ষায় আছি,করনা সংকট শেষ হলেই আমি বাংলাদেশে যাব,গত বছর ঠিক এই সময়ে আমি প্রথমবারের মত গিয়ে ছিলাম কিন্তু খুলনা পর্যন্ত গিয়ে আর যেতে পারিনি,ঢাকা আমার অদেখা রয়ে গেছে,ধন্যবাদ ভাই তোমাকে।🌷🌷🌷

    • @RafiqTheExplorer648
      @RafiqTheExplorer648  4 года назад

      স্বাগতম

    • @sazibsutrodhar332
      @sazibsutrodhar332 4 года назад +1

      Vai ekbare chole asen Bangladesh a

    • @nirmalenduroy5511
      @nirmalenduroy5511 4 года назад

      @@sazibsutrodhar332করনা পরিস্থিতি স্বাভাবিক হলেই আবার যাবো বাংলাদেশের এই রুপ সারা জীবনভর দেখলেও যেন দেখা শেষ হবে না,আপনাকে অনেক অনেক শুভেচ্ছা।🌷🌷🌷

  • @rajsekhardhar2246
    @rajsekhardhar2246 4 года назад +17

    দিন কে দিন আপনার ভিডিও গুলো উচ্চ থেকে উচ্চতর অবস্থানে যাচ্ছে। খুবই ভালো লাগলো। ধন্যবাদ

  • @prasantamanna7087
    @prasantamanna7087 4 года назад +8

    আপনার অনুসন্ধান, তথ্যসমৃদ্ধ বর্ণনা, আর সুন্দর উপস্হাপনায় পুরো ভিডিও টি অনেক অনেক আকর্ষণীয় হয়েছে | এমন সুন্দর একটি তথ্যচিত্রের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ | ভালো থাকবেন আর এরকম আরও ভিডিও উপহার দেবেন | ۔۔۔۔۔۔ কলকাতা থেকে শুভেচ্ছা রইলো |

  • @tamalchatterjee3441
    @tamalchatterjee3441 3 года назад +3

    আবার বেশ কিছুদিন বাদে এই ভিডিও টা দেখলাম। আর রফিক ভাইয়ের সুদর্শন উপস্থিতি দেখে ও ওর কন্ঠস্বর শুনে আনন্দ পেলাম।
    ধন্যবাদ। আগেও কমেন্ট করেছি এবারও করতে ইচ্ছা হলো তাই করেও ফেললাম।
    জয় বাংলা।
    জয় হিন্দ।

  • @azizulhaque2907
    @azizulhaque2907 4 года назад +11

    ভিডিওটি অনেক ভালো লাগলো। বাংলাদেশের অন্যতম কীর্তিমান বাঙালি অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের স্মৃতিধন‍্য বজ্রযোগিনী সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ রফিক ভাইকে।

  • @KQAzamKQAzam
    @KQAzamKQAzam 4 года назад +8

    ধন্যবাদ। সুন্দর একটি বিিষয় অতিশ দীপংকরের বাড়ী দেখতে পেলাম।
    আজম , অসট্রেলিয়া ।

  • @bengaltiger6342
    @bengaltiger6342 4 года назад +14

    বজ্রযোগীনি জেকে গুহ স্কুলটির স্থাপত্য অসাধারণ। গ্রামটিও অনেক অনেক সুন্দর। বাংলাদেশের সবচেয়ে সুন্দর ও ঐতিহ্যবাহী গ্রাম। এখানকার ঐতিহ্য সংরক্ষনে সরকার ও অনেক অনেক আন্তরিক বলে মনে হচ্ছে। ধন্যবাদ সরকারকে।

    • @RafiqTheExplorer648
      @RafiqTheExplorer648  4 года назад

      আপনাকেও ধন্যবাদ 💝

    • @Arnab.007
      @Arnab.007 2 года назад

      ভালো হয়েছে volg টি

  • @bakulchbhowmik7979
    @bakulchbhowmik7979 4 года назад +10

    এক কালের রাজবাড়ী, আজ দেখলাম পান বাড়ী। এইভাবে আমাদের অনেক প্রাচীন ঐতিহাসিক নিদর্শন হারিয়ে যাচ্ছে এবং কত হয়তো হারিয়ে গেছে। খুব ভাল লাগল। ধন্যবাদ।

  • @muhammadhawlader6869
    @muhammadhawlader6869 4 года назад +6

    চমৎকার সংগ্রহ ও পরিচিতি বর্নণা । বলতে দ্বিধা কেন " এমন দেশটি কোথাও খুজে পাবে নাকো তুমি, সকল দেশের রাণী সে যে আমার জন্ম ভূমি, সে যে আমার জন্ম ভূমি "।

  • @sujitsarkar6886
    @sujitsarkar6886 4 года назад +4

    Rafiq bhai...apnar videos gulo darun..ashadaron..jeta bole bujano jai na...jeta real seta apni tole dhirchen..god bless tou bhai

  • @babeeboruah2088
    @babeeboruah2088 4 года назад +8

    পাল ৰাজাৰ যি উল্লেখ কৰছে। সেই ৰাজা আসামে ছিল। আমি পঢ়েছি আসামে ৰ পাল ৰাজ্য বংগে ছিল। সুন্দৰ তথ্য । ইতিহাসেৰ ছাত্ৰ দেৰ কাছে এই তথ্য প্ৰয়োজনীয় । ধন্যবাদ ।

    • @RafiqTheExplorer648
      @RafiqTheExplorer648  4 года назад

      My pleasure

    • @rashedyaqub6847
      @rashedyaqub6847 Год назад +1

      পাল রাজাদের পদচারণ ছিলো কুমিল্লা থেকে ঢাকার উপকণ্ঠ পর্যন্ত। ইনারাই হয়তো আসামও শাসন করতেন। ইনারা বৌদ্ধ ধর্মাচারী ছিলেন।

  • @TheRafiqVi
    @TheRafiqVi 4 года назад +6

    মিতা, পুরনো ইতিহাস আর স্থাপনার প্রতি আমার একটা বিরাট টান কাজ করে, আর আপনার ভিডিওগুলো এতটা সরল সুন্দর টাইপের হয় যা আমার অনেক ভালো লাগে। আপনি নারায়নগঞ্জের মানুষ আমিও নারায়নগঞ্জের মানুষ। আমার বাড়ি ফতুল্লা। ইনশাআল্লাহ একদিন আপনার সাথে দেখা করার ইচ্ছাপোষন করি ❤️

  • @pranitamandal3242
    @pranitamandal3242 4 года назад +7

    ভারত থেকে ।
    খুব ভালো উপস্থাপনা । ভাবলেই কেমন শিহরণ জাগে । সেই সময়ের ভিতর চলে গেলাম ।

  • @ballaribandyopadhyay3862
    @ballaribandyopadhyay3862 2 года назад +4

    আপনার ভিডিওটি অসাধারণ!
    জে কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যে সব গুণী ব্যক্তিদের নাম উল্লেখ করেছেন তার মধ্যে আছেন প্রখ্যাত গণিতবিদ্ সোমেশ চন্দ্র বসুর কথা। তিনি আমার ঠাকুর্দা। সারা পৃথিবীতে তিনি বিখ্যাত হয়ে আছেন তাঁর মানসাঙ্কের জন্য। তিনি 1924 ও 1928 সালে দু' বার ইয়োরোপ ও আমেরিকায় তাঁর গণিতবিদ্যা প্রদর্শন করেন। তিনি 100 x 100 সংখ্যা মুখে মুখে গুণ করেছিলেন 52 মিনিট 30 সেকেণ্ডে। এছাড়াও গণিতের সর্ব দিকে তাঁর বিচরণ ছিল। তাঁর স্কুলপাঠ্য গণিতের গ্রন্থ খুব বিখ্যাত ছিল। তিনি একজন যোগীপুরুষও ছিলেন।
    ওই স্কুলেই প্রথম তাঁর প্রতিভার স্ফুরণ হয়েছিল। ওই স্কুলের উল্টো দিকেই ছিল আমাদের বাড়ি।
    আমি আগামী জানুয়ারি মাসে বজ্রযোগিনী যাব। প্রধান শিক্ষকের নাম ও ফোন নম্বর জানা থাকলে দয়া করে জানাবেন। ওই গ্রামে কোন প্রবীন ব্যক্তি আছেন কিনা জানতে পারলে খুব ভালো হয়।
    আপনার সুন্দর ভিডিওটি দেখে আমি খুবই উপকৃত হয়েছি।
    আপনি আমার প্রীতি ও শুভেচ্ছা নেবেন!

    • @RafiqTheExplorer648
      @RafiqTheExplorer648  2 года назад

      ধন্যবাদ

    • @shahnewazsaikat3286
      @shahnewazsaikat3286 8 месяцев назад

      বজ্রযোগীনি কি আসা হয়েছিল জানুয়ারীতে?

  • @asitjanaasitjana9310
    @asitjanaasitjana9310 4 года назад +6

    খুব ভালো লাগলো অতীসদিপঙ্কর শ্রীজ্ঞানের ইতিহাস জেনে।🙏 ব্রজোযোগিনী গ্রাম।।।

  • @nurulislamserdar4049
    @nurulislamserdar4049 3 года назад +2

    খুব সুন্দর উপস্থাপোনা , ধন্যবাদ রফিক ভাই , খুব ভাল লেগেছে .

  • @mouchakraborty1597
    @mouchakraborty1597 Год назад +1

    অসাধারণ।কত বছরের পুরনো ইতিহাস জানা গেলো।ভাই,আপনার উপস্হাপনা মুগ্ধ হয়ে দেখার আর শোনার মত।কি সবুজ সুন্দর গ্রাম।চোখ জুড়িয়ে গেলো।খুব ভালো লাগলো ভিডিও টি।ভালো থাকবেন।🙏

    • @rakhalchandramajumdar1735
      @rakhalchandramajumdar1735 Год назад

      দূ:খ হয় কাদের সম্পদ কাদের দখলে।
      কিন্তু কেন এমন হল?

  • @pradipbardhanr.k.missionag4479
    @pradipbardhanr.k.missionag4479 4 года назад +9

    খুব সুন্দর উপস্থাপনা । ধন্যবাদ আপনাকে । বছর চারেক আগে কলকাতার এক লেখক সন্মাত্রানন্দ তার লেখা একটি বই যার নাম নাস্তিক পন্ডিতের ভিটা তাতে অতীশ দীপংকরের জন্মস্থান এবং বৌদ্ধ ধর্ম নিয়ে সুন্দর আলোচনা করেছে । তারপর থেকে এই গ্ৰ।ম নিয়ে জানার এবং দেখার ইচ্ছে হয় । আপনি সেই ইচ্ছা পূরণ করেছেন । আপনাকে আবার ধন্যবাদ জানাই ।

  • @princejhon44
    @princejhon44 4 года назад +8

    আমার ইউনিয়নের পাশের ইউনিয়ন এটি
    অনেক সুন্দর এই ইউনিয়নটি
    অনেক শৈশব আর স্মৃতি আছে বজ্রযোগিনীকে ঘিরে 😍😍

  • @pradipbose9063
    @pradipbose9063 4 года назад +4

    অনেক আজান তথ্য জানতে পারলাম ।কিন্তু ইতিহাসের পিপাসা কিছু তেই মিটল
    না ।ভালো থাকবেন ।শুভেচ্ছা রইল ।

    • @RafiqTheExplorer648
      @RafiqTheExplorer648  4 года назад

      পিপাসা না মিটলে চ্যানেলটা সাবসক্রাইব করে রাখতে পারেন। আশা করি সামনে মিটবে। 😊

  • @amitlayek2538
    @amitlayek2538 4 года назад +6

    দারুন ভাই , তোমার জন্য এত সুন্দর জায়গা দেখতে পেলাম, জানিনা কখনও যেতে পারব কিনা, বাংলা সাহিত্যের গল্প পড়ে মন টা কেমন যেন হয়ে যায়

  • @diptenchatterjee7319
    @diptenchatterjee7319 4 года назад +17

    রফিকদা অসাধারণ হয়েছে । কোলকাতা, বেহালা ।

  • @pradipray1251
    @pradipray1251 4 года назад +14

    ভাই তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো।
    কোলকাতা।

  • @siddharthaburman6385
    @siddharthaburman6385 4 года назад +5

    ভাই রফিক তোমার এই ভিডিও থেকে সুন্দর একটি উপস্থাপনা মারফত ইতিহাসের পাতা থেকে এই গ্রাম সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম। আমরা জানতাম না বাংলায় এমন এক প্রসিদ্ধ বৌদ্ধ চরচার গ্রাম ছিল, তোমাকে অসংঙ্খ ধন্যবাদ।

  • @alokebarua
    @alokebarua 4 года назад +2

    আপনার তথ্যবহুল প্রামান্য চিত্র খুবই ভালো লাগে। শুভকামনা জানাই।

  • @MegaSiddharth100
    @MegaSiddharth100 4 года назад +3

    চমৎকার নিবেদন আপনার, খুব তথ্যবহুল।বিক্রমপুর ছিল আমার বংশের আদি নিবাস। হলদিয়া, শ্রীনগর এবং কুকুটিয়া গ্রামগুলোতে ছিল পূর্ব প্রজন্মের বিস্তার। যদি দয়া করে ঐ স্থানগুলো নিয়ে ভিডিও আপলোড করেন, খুব ভালো লাগবে। শুভেচ্ছা রইল

    • @RafiqTheExplorer648
      @RafiqTheExplorer648  4 года назад +1

      Contact with me -
      WhatsApp - +8801515626810
      Email - sponsor.teamexplorer@gmail.com

    • @MegaSiddharth100
      @MegaSiddharth100 4 года назад

      ধন্যবাদ। যোগাযোগ করব।

  • @subhrapaul2040
    @subhrapaul2040 4 года назад +4

    Very good information and presentation. Learnt a lot on the ancient history of bengal.

  • @mintudatta9819
    @mintudatta9819 2 года назад +1

    Apnar prochesta o uddog kubi srijonlil ,
    Apnar safollo kamona kori Donnobad ,

  • @likhansanyal123
    @likhansanyal123 4 года назад +2

    Just Awsome . কোনো কথা হবে না । খুব সুন্দর ভিডিও ।

  • @tanmoykar2337
    @tanmoykar2337 4 года назад +2

    darun khub valo laglo rafiq vai tomar pratiti vdo ami dekhi banglar history tule dharar tomar chesta valo lage thanks from khatra bankura w.bengal

  • @ashimpaul6734
    @ashimpaul6734 4 года назад +1

    খুব সমৃদ্ধ তথ্য সম্পন্ন এবং অসাধারণ উপস্থাপনা।

  • @samratgupta5420
    @samratgupta5420 4 года назад +2

    খুব ভাল লাগলো, রফিক।

  • @jimutsarkar72
    @jimutsarkar72 4 года назад +3

    খুব ভালো করে উপস্থাপন করা হয়েছে । অনেক ধন্যবাদ আপনাকে এর জন্য । 👍🕉🙏🕉🙏

  • @drdebasismondal
    @drdebasismondal 3 месяца назад +2

    বঙ্গভঙ্গ না হলে আমরা পশ্চিমবঙ্গবাসী আজও এই সোনার বাংলা নিয়ে অত্যন্ত গর্ব বোধ করতাম। কালের কি নিষ্ঠুর পরিহাস, অগনিত বঙ্গবাসীকে অত্যন্ত লাঞ্ছনা ও অত্যাচারের শিকার হয়ে এপার বাংলা তথা ভারতবর্ষে আশ্রয় নিতে হয়েছে। দূর্ভাগ্য আজ স্বাধীনতার ৭৭ বছর পরেও সেই বিদ্বেষ কোনো অংশে কমেনি বরং না জানি কত ইতিহাস বিস্মৃতির অন্তরালে লুপ্ত হয়েছে। তবুও ভাই আপনাদের মত কিছু মানুষ আছেন যাঁরা এই সকল হারিয়ে যাওয়া ঐতিহাসিক নিদর্শনসমূহ খুজে বের করে বিশ্বের দরবারে উপস্থাপন করে চলেছেন। শেষে একটাই কথা "জয় হোক মানবতার"। জয় ভারত🇮🇳 🇧🇩জয় বাংলাদেশ।

    • @shuvroislam346
      @shuvroislam346 3 месяца назад

      চুড়ান্ত দুঃখজনক সত্য হল কিছু স্বার্থান্বেষী রাজনীতিবিদ ও ভূমিদস্যু হিন্দু, মুসলিম বিবাদ ঘটিয়ে হিন্দু পরিবারগুলোকে বাস্তুচ্যুত করে। কিন্তু আধুনিক বাঙালীরা মনে করেন বাংলা বাঙালীদেরই জন্য, ধর্ম নির্বিষেশে। এখানে বহু স্থানে মন্দির ও মসজিদের সহাবস্থান দেখলে বোঝা যায় তা কতটা সত্য। আমার নিজেরই সবচেয়ে প্রিয় বন্ধু একজন হিন্দু, আমরা সুখে, অসুখে পাশেই রয়েছি একে অপরের। তবে, ঐ বিভেদ ও বিবাদ প্রশ্নের উত্তর সেই একই। নিশ্চয় আমি ও আমার বন্ধুর মত সমমনা মানুষ বিদ্বেষ বিহীন একটি সমাজ একদিন গড়ে তুলব।

  • @rajadas5910
    @rajadas5910 4 года назад +10

    Very well documented history. My great grandfather used to stay in Bajrayogini and my father attended J K Schoolfor 3 months and then relocated to India. This was in 1935. We are pleased to see this Thanks a lot.

    • @RafiqTheExplorer648
      @RafiqTheExplorer648  4 года назад +1

      All thanks goes to DK da, he is the only one who make this documentary happen.

    • @rajadas5910
      @rajadas5910 4 года назад

      @@RafiqTheExplorer648 Sir, many many thanks to u and also DK da. May God bless both of u for your noble efforts. My great grandfather passed out of JK high school and then passed engineering from Ahsunullah College of Dacca. He served in railways in Burmah.My grandfather was born and brought up in Burmah and after standing first in senior cambridge, he again passed first class first from BHU, Varanasi in mechanical engg. I have a request my great grandfather was a self made man having lost his father at the age of 4. He studied all throughout by keeping accounts of shopkeepers of the village. He had established a school in his own house for the village kids. My father Hope's that the school is still there bcoz my relatives had left Bangldesh much before 1947. The name of my great grandfather is Sri Mahendra Chandra Das.Can u enquire if the school is still there. My uncle had visited the house in 1971, by cycling from Dacca as he was deputed by Indian Airforce in Bangladesh liberation war. The house cum school was near Atis Dipankar's house about 1 km or so and there was a Kali Temple in the vicinity. My father is ripe old at the age of 85, and he desires u to find the house or the kali Temple, if possible. Again thanking u for ur noble endeavour and my gratitude to DK da.

    • @RafiqTheExplorer648
      @RafiqTheExplorer648  4 года назад

      I will be very happy If I could help you. Please contact me -
      My WhatsApp - +8801515626810
      Email - sponsor.teamexplorer@gmail.com

    • @RafiqTheExplorer648
      @RafiqTheExplorer648  4 года назад

      @@rajadas5910 I will be very happy If I could help you. Please contact me -
      My WhatsApp - +8801515626810
      Email - sponsor.teamexplorer@gmail.com

  • @jayantasen3567
    @jayantasen3567 4 года назад +9

    I am really grateful to you for recalling the glorious history of this village. Your presentation with sweet music is also attractive. I convey my heartful thanks from West bengal. Namaskar.

  • @jahidhasanjibon7243
    @jahidhasanjibon7243 4 года назад +5

    তোমার এই ঐতিহাসিক ভিডিওগুলো আমার এতো ভালো লাগে বলে বুঝাতে পারবনা ভাইয়া।আমি এইসব রাজাদের বাড়ি দেখতে অনেক ভালো বাসি ভাইয়া। অনেক দুর এগিয়ে যাও ভাইয়া দোয়া রইলো

  • @nurunnahar9297
    @nurunnahar9297 4 года назад +4

    Wonderful .Looking forward to watch more videos from you .Be blessed.

  • @sumonpoddar1750
    @sumonpoddar1750 3 года назад +2

    ভাষা- সুন্দর
    উপস্থাপনা- সুন্দর
    তথ্য- সুন্দর

  • @hasanmamun969
    @hasanmamun969 3 года назад +2

    আপনাকে মুন্সিগঞ্জে স্বাগতম। ধন্যবাদ আপনাকে মুন্সিগঞ্জের ইতিহাস ঐতিহ্য আপনার ব্লগে তুলে ধরার জন্য। আমি মুন্সিগঞ্জের পাশের গ্রামের একজন অধীবাসী।

    • @RafiqTheExplorer648
      @RafiqTheExplorer648  3 года назад

      ধন্যবাদ 💝

    • @kaushikdas7652
      @kaushikdas7652 3 года назад

      Thaks for your sincere effort. Eagerly waiting next video that glorify bangla.

  • @farhanasworldbdusa2205
    @farhanasworldbdusa2205 4 года назад +3

    wonderful share, history jeney nilam.

  • @kolkatamusicchannel2
    @kolkatamusicchannel2 Год назад +3

    দাদা এই গ্রামেই আমাদের বাড়ি ছিল আমরা কলকাতায় থাকি খুব ভালো লাগলো আমরা Guha পরিবার আমার ঠাকুরদার যোগেশ চন্দ্র Guga এই পরিবারের অনেক ইতিহাস আছে আপনি যদি তার বর্ননা দেন তাহলে পড়ো ভাল লাগবে আপনার ভিডিওর অপেক্ষায় রইলাম

  • @biswanathpaul427
    @biswanathpaul427 4 года назад +9

    Rafique its a unique creation. Watching through it I have been enriched and feel proud too as because Munshigunge was our Sub-Division (56 years back). Thank you for the video. My heartfelt greetings to you. B. Paul from Calcutta.

  • @pranay2129
    @pranay2129 4 года назад +16

    চাকরি সূত্রে মুম্বাই থাকলেও মনটা গ্রামে পরে থাকতো 😍😍

    • @RafiqTheExplorer648
      @RafiqTheExplorer648  4 года назад +1

      ঠিক বলেছো বন্ধু। এ টান বড় অদ্ভুদ টান।

    • @pranay2129
      @pranay2129 4 года назад +1

      @@RafiqTheExplorer648 😍😍😍

  • @fardinhossainsaad3816
    @fardinhossainsaad3816 4 года назад +5

    আসসালামু আলাইকুম রফিক ভাইয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মুন্সিগঞ্জকে এতো সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এবং এর ইতিহাসকে তুলে ধরার জন্য ❤️❤️❤️

  • @bhpaul3656
    @bhpaul3656 4 года назад +4

    সমৃদ্ধশালী বজ্রযোগিনী গ্রামের ইতিহাস জেনে আমি আপ্লুত হলাম।

  • @bireshwarbanerjee5244
    @bireshwarbanerjee5244 3 года назад +1

    A real good effort.Expecting some more videos of this standard.

  • @sajaldas7695
    @sajaldas7695 4 года назад +5

    Thanks for this video.
    My grandfather from father side was a resident of village Kendua Kanchan Narayanganj.
    My grandfather from mother side was inhabitant of village Mamasar, Bajrajogini, Bikrampur. My great grandfather from mother side was Late Kailash Chandra Das and grand father Late Ramesh Chandra Das. We had family members in Mamasar and Nahapara Village of Bajrajogini. My grandfather had large agricultural land and boroj (being a member of barujibi community) in Mamasar village. My maternal uncles have studied in Bajrajogini High School. This school has a big pond in front and a play ground at back. In there time Annual Mela was organised in the school play groud.
    Unfortunately in 1965 one Muslim abducted my grandfather and under duress purchased his property for a paltry sum of money. Then my maternal grandfather left his ancestral home and settled in India.

  • @himanshudutta122
    @himanshudutta122 4 года назад +7

    খুব সুন্দর উপস্থাপিত করেছেন রফিকভাই।।

  • @tarunbarua2782
    @tarunbarua2782 2 года назад +1

    অসাধারণ। সাধু সাধু সাধু। ধন্যবাদ।

  • @kaosarmostafa6354
    @kaosarmostafa6354 4 года назад +1

    খুবই ভাল লেগেছে, ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর জমিদার বাড়ির ইতিহাস আমাদের জানাবেন আশায় রইলাম, অনেক ধন্যবাদ।

  • @srikumarmondal986
    @srikumarmondal986 Год назад

    Excellent description with video. Very good.

  • @nupurnupur4111
    @nupurnupur4111 2 года назад +2

    মনটা,,শিতল হয়ে গেল,,,,

  • @baruaanamika9642
    @baruaanamika9642 Год назад

    ❤খুব ভালো লাগলো। ধন্যবাদ। ভালো থাকুন।

  • @amitavdewanjea3135
    @amitavdewanjea3135 Год назад +1

    Excellent 👍👌
    My forefathers are from Vikrampur Bajrajogani Dey Para East Bengal.
    Nice and very proud to see our ancestral place.Thank you for lovely photo shoot.

  • @amiyachattaraj
    @amiyachattaraj 4 года назад +2

    তথ্য নির্ভর ভিডিও । খুব সুন্দর

  • @mrashokpaul2371
    @mrashokpaul2371 4 года назад

    Besh sundor video bhalo laglo dhonyobad

  • @thowinumong1946
    @thowinumong1946 Год назад

    কবিতা আবৃত্তি মত ধারা বর্ণনা খুবই সুন্দর ও ভাল লেগেছি।

  • @maladhar8878
    @maladhar8878 Год назад

    Excellent I must say. Raebahadur Ramesh Guha was my mother's maternal grandfather. I live in India. I have heard about him from my mother and maternal grandmother (daughter of Raebahadur). So it gave me such a good feeling and i felt proud when you showed this village and the place where Raebahadur Rameshchandra Guha had houese and talked about him. Thanks a lot.

  • @rafiuddinahmed405
    @rafiuddinahmed405 4 года назад +4

    Thank you for preparing such an informative video on rural areas of Bangladesh. Both the Bengal has identical feeling and thought level. The immense beauty of nature as caste in your videography is unparalleled. It soothes the eye and pacifies the mind. Request you to continue on your informative video preparation.

  • @arifulalam2030
    @arifulalam2030 4 года назад +3

    রফিক ভাইয়ের জন্য অনেক অনেক ভালবাসা রইলো , ঠাকুরগাঁও জেলা বাংলাদেশ থেকে বলছি।

  • @hrishikesharya4574
    @hrishikesharya4574 4 года назад

    Rafique vai apner vedio guli valo lage aro kichu historical vedio amader uphar din,khusi hobo.valo thakben.

  • @andrewandrew6444
    @andrewandrew6444 2 года назад

    I like all your videos... Love from Kolkata India

  • @মানবধর্মমুক্তদর্শন

    ভিডিওটির জন্য আন্তরিক ধন্যবাদ।

  • @prabhatkumarpaul540
    @prabhatkumarpaul540 4 года назад +6

    বাংলাদেশে এমন একটি গ্রামে য়ে এমন একটি বিখ্যত ইতিহাস লুকিয়ে আছে জেনে দারুন আনন্দ পেলাম। আমি ভারত থেকে বলছি। আমরা বাংলাদেশ কে সত্যিই ভালবাসি। আচ্ছা ঢাকা বিক্রমপুর আর এই বিক্রমপুর কি এক। জানতে চাই। বাংলাদেশ বেরাতে যাবার ইচ্ছা রহিল। ধন্যবাদ।

    • @RafiqTheExplorer648
      @RafiqTheExplorer648  4 года назад +1

      হ্যা একই

    • @mycity5897
      @mycity5897 4 года назад +1

      Same na Dhaka holo Bangladesh er capital r bikrampur akhon Munshiganj district name e porichito

    • @prabhatkumarpaul540
      @prabhatkumarpaul540 4 года назад

      @@mycity5897 Thank you Mr. Shawan.I had a doubt that both are not same but I got reply that are same.Thanks you have clear the doubt. Again thank you.

    • @Monir-sg4xp
      @Monir-sg4xp 10 месяцев назад

      জি ভাই,একই

  • @shahnaz808
    @shahnaz808 4 года назад +8

    পুরো বাংলাদেশ ই সুন্দর।

  • @souravsinha4660
    @souravsinha4660 3 года назад +1

    খুব ভালো লাগল।

  • @dipankarsaha2773
    @dipankarsaha2773 11 месяцев назад

    মন ভরে গেল। ধন্যবাদ

  • @madhumondal7939
    @madhumondal7939 4 года назад +5

    মা বাবার মুখে শুনে ছিলাম আমাদের বাড়ি ছিল বিক্রম পুরে। দেখানোর জন্য ধন্যবাদ কলকাতা।

  • @tagoresinger95
    @tagoresinger95 3 года назад +3

    Banerjee villa ...ei gram e ache... Amar purbopurusher Bari...
    Ami jete chai ...
    Amake Bhai niye jaben plzz
    - kolkata theke

  • @sumonmohonto6290
    @sumonmohonto6290 Год назад +1

    Very nice story ❤️🇧🇩

  • @sudebkundu8520
    @sudebkundu8520 4 года назад +12

    দেখে কষ্ট লাগলো গুহ বাড়িটা এখন পানের বরজ। খেলার মাঠটা আছেকি? ছোটবেলা ঐ মাঠে অনেক ফুটবল খেলেছি।😭 বজ্রযোগীনি,ডেকড়াপার, সুয়াপাড়,বরলিয়া, এইসব গ্রামে এখন হিন্দুদের বসবাস আছেকি? আর একটার মনেপরে ডাকাইত‍্যা তলার সেই বটগাছটা আছেকি?

    • @RafiqTheExplorer648
      @RafiqTheExplorer648  4 года назад +3

      অনেক কিছু আছে। আবার অনেক কিছুই নেই।

    • @mdmasudkhan461
      @mdmasudkhan461 4 года назад +2

      বটগাছ টা নেই মদীনা বাজার ডাকাইত তলা নামে এখন আর কেউ তাকেনা আমার বাড়ী নাহা পাড়ায়।

    • @udashirobin202
      @udashirobin202 4 года назад

      ভাই আপনি এখন কোথায় থাকেন

    • @ballaribandyopadhyay3862
      @ballaribandyopadhyay3862 2 года назад +1

      আপনি কি ওই স্কুলের কাছে থাকতেন? আমাদের বাড়ি ছিল স্কুলের উল্টোদিকে। আমার ঠাকুর্দা গণিতবিদ্ সোমেশ চন্দ্র বসু।

    • @ForestLoverPinaki
      @ForestLoverPinaki Год назад +1

      @@ballaribandyopadhyay3862 apni akhon kothai thaken ???ami Pinaki Guha from Kolkata

  • @chiradeepkundu2226
    @chiradeepkundu2226 4 года назад +3

    Nice presentation and informative, Kolkata

  • @aminansar726
    @aminansar726 4 года назад +5

    This documentary need captions in English For non bengolis like me.Love to see the beautiful of Bangladesh.Keep up a good effort my friends.

  • @AbdulLatif-zi9vm
    @AbdulLatif-zi9vm 6 месяцев назад

    অতীশ দীপংকর। আজ থেকে অনেক বছর আগে আমি যেন আবার প্রাথমিক বিদ্যালয়ে ফিরে গেছি এবং অতীশ দীপংকর সম্মন্ধে পড়াশোনা করছি। অদ্ভূত এবং অপূর্ব চিন্তাভাবনা

  • @traydar5
    @traydar5 2 года назад +1

    Excellent vlog brother

  • @manoranjansarkar1870
    @manoranjansarkar1870 4 года назад +8

    I am from Pubail Bazar Sapmara now a resident of Kolkata
    I thank the reporter for discovering the glorious history of Bajrajogini village.All of us know the name Atish Dipankar but do not know that the birth place of him.I convey my heart felt gratitude to Rafiq brother for his Discovery.

  • @sajidulislam5673
    @sajidulislam5673 4 года назад +3

    মাশাল্লাহ সুন্দর একটি ভিডিও ভাই

  • @mounampaul9930
    @mounampaul9930 Год назад

    অনেক ভালো লেগেছে

  • @sunildas2987
    @sunildas2987 4 года назад +2

    সবই তো বুঝলাম কিন্তু তোমাদের ভ, ঘ এর উচ্চারণগুলো আমার ভীষন প্রিয়৷।

  • @aksikdar7165
    @aksikdar7165 4 года назад +13

    ভাই রফিক, আপনার এই সুন্দর প্রচেষ্টা জন্য কোন প্রশংসা ই যথেষ্ট নয়। আপনার পক্ষে সম্ভব হলে লিখিত আকারে সংরক্ষণ করলে ভবিষ্যৎ প্রজন্ম উপকৃত হবে।

    • @RafiqTheExplorer648
      @RafiqTheExplorer648  4 года назад

      ধন্যবাদ আপনাকে। আমার একটা ওয়েবসাইট আসবে শীঘ্রই। সেখানেই লিখিত আকারে সব আর্টিকেল থাকবে।

  • @khantv7794
    @khantv7794 4 года назад +3

    অসাধারণ

  • @sg-kk3ys
    @sg-kk3ys Год назад

    খুব সুন্দর

  • @arunkumarnag1656
    @arunkumarnag1656 Год назад

    Good presentation no need un necessary music when you are giving any description or narration. Touch the history deeply .vikram shila mahavihar .it was great cultural university in the east . After all vhalo laglo . Thank you for your presentation .

  • @sudipghosh7070
    @sudipghosh7070 4 года назад +1

    Khub sundor bhalo laglo

  • @balienglish1314
    @balienglish1314 4 года назад +6

    What is most attractive of yours is your secular mind. You are truly educated. I would like to thank your mother for giving birth a child like you, and your father for truly educating you.

  • @satyabratachatterjee651
    @satyabratachatterjee651 4 года назад +1

    Bhalo laglo Bajrayogini video.

  • @saikatbhattacharya8282
    @saikatbhattacharya8282 4 года назад +2

    Darun

  • @bijonsil4358
    @bijonsil4358 4 года назад +4

    Many Thanks for giving us the inside story of Bajrajogini. We are proud of our golden heritage and glorious past. Please carry on discovery and we are proud of you too.

  • @JayantaDas-py2yt
    @JayantaDas-py2yt 4 года назад +7

    এখানেই ছিলো আমার পূর্ব পুরুষের ভিটে।

  • @medicaldoctor358
    @medicaldoctor358 4 года назад +4

    Dear ,Honestly speaking, I love your posts , me got Bangladesh connections, my father was from Camilla, was a student of Iswarpathsala school , went BD at 1972 , me a 3rd standard student, please make videos on Camilla Iswarpathsala school and Victoria college , my ancestors house still there at Comilla , There used have Basanti Puja every year , my mother went there 2years back ,
    She is no more , died due to Covid 19 last September,
    People like you , are the Gems of Secular Bengali from BD ,today I watched 7 of your videos , after coming from Medical college at Agartala, AGMC ,
    THANKS.

    • @RafiqTheExplorer648
      @RafiqTheExplorer648  4 года назад

      Contact with me -
      WhatsApp - +8801515626810
      Email - sponsor.teamexplorer@gmail.com

  • @ronisarkar5183
    @ronisarkar5183 4 года назад +3

    Thanks bro....

  • @manilaldhar7903
    @manilaldhar7903 4 года назад +1

    Many many thanks your vedeo

  • @sylotibaha830
    @sylotibaha830 4 года назад +4

    বাংলাদেশ বা বঙ্গেরও জন্মের অনেক আগের প্রাচীন ঐতিহাসিক এবং সমৃদ্ধশালি বিভাগ হলো সিলট বিভাগ এবং সেখানে রয়েছে হাজারো গ্রাম। মুন্সিগঞ্জের এই অতি সাধারণ গ্রামকে এত সমৃদ্ধশালি এবং ঐতিহাসিক বলা হচ্ছে। তাহলে সিলটের হাকালুকি হাওর পারের গ্রাম গুলো দেখলে তো সবাই দুনিয়াতে স্বর্গ বলে আখ্যায়িত করবে। হাকালুকি হাওর পুরো এশিয়ার মধ্যে সবচেয়ে বড় হাওর। সেই হাওর কে ঘিরে চারপাশে রয়েছে পাহাড়,পর্বত আর টিলা। আর সেই পাহাড়ে রয়েছে সিলটী বাঙালীদের গ্রাম। এই সব গ্রামের সুন্দর্য দেখলে যে কেউ মুগ্ধ হয়ে পাগল হওয়ার সম্ভাবনা আছে।
    সিলটের প্রাচীণ নাম ছিলো (শ্রী হট্ট) মানে (ঐশ্বর্যের হাট) বা সৌন্দর্যের হাট। তখন সিলট ছিল ভারতের আসাম রাজ্যের গুরুত্বপূর্ণ অংশ। এই জন্য আসামিদের সাথে সিলটীদের ভাষার এবং সংস্কৃতির অনেক মিল আছে। সিলটীরা মুসলমান হওয়ায় ১৯৪৭ সালে সিলটীদের গনভোটের মাধ্যমে আসাম রাজ্য থেকে আলাদা হয়ে পূর্ব পাকিস্তানের অংশ হয়ে যায়। পরে ১৯৭১ সালে পাকিস্তানের সাথে যুদ্ধ করে বাংলাদেশ সিলট কে সাথে নিয়ে স্বাধীনতা লাভ করে। এভাবে বাংলাদেশ সিলট কে জয় করে বাংলাদেশের অংশ বানিয়ে নেয়।দেশ ভাগের পর নতুন নাম দেওয়া হয় সিলট। যাকে ঢাকাইয়ারা বানিয়ে বইয়ে নাম দিয়েছে *সিলেট*। আসল নাম হলো (সিলট)। সিলট কে ঐশ্বর্যের হাট বলার কারণ ছিল ইরান, ইরাক, ইয়ামান, তুর্কি, আরবদেশের মতো অনেক দেশ থেকে বিদেশীরা সিলটে এসে ব্যাবসা বাণিজ্য এবং ইসলাম ধর্ম প্রচার করতেন। সিলটিদের কারো পূর্ব পুরুষরা সবাই বাংলাদেশি ছিলেন না। সিলটীদের পূর্ব পুরুষরা বিদেশী বনিক ছিলো। যারা সিলটে বানিজ্য করতে এসে সিলটী হিন্দু থেকে মুসলমান হওয়া নারীদের বিয়ে করে থাকা শুরু করেন।
    হিন্দু ধর্মের বয়স ৪ হাজার বছর আর বৌদ্ধ ধর্মের বয়স ২ হাজার ৫ শত বছর। মহামতি বুদ্ধ হিন্দু পরিবারের রাজপুত্র ছিলেন। তার মাধ্যমে বৌদ্ধ ধর্মের আবির্ভাব ঘটে।

    • @rashedyaqub6847
      @rashedyaqub6847 Год назад

      আপনার জ্ঞানের নিপুণতা দেখে আমি মুগ্ধ। সুন্দর সব তথ্য জানিয়েছেন। সিলটি ভাষা আসামের বসিরহাট জেলার সাথে মিলে যায় যদিও মূল অসমিয়ার সাথে মিলে না।

    • @MdnazrulIslam-p3k
      @MdnazrulIslam-p3k Год назад

  • @Yembee1
    @Yembee1 3 месяца назад

    পঞ্চসার গ্রাম নিয়ে একটি ভিডিও করুন প্লীজ

  • @LalSabujOne
    @LalSabujOne 4 года назад

    আসসালামু আলাইকুম, সুন্দর হইছে

    • @RafiqTheExplorer648
      @RafiqTheExplorer648  4 года назад

      ওয়ালাইকুম সালাম। আচ্ছা ঠিক আছে।

  • @harunurrashid2080
    @harunurrashid2080 3 года назад +1

    লৌহজং থানার ব্রাহ্মণগাঁও হাইস্কুলও কাজিরপাগলা হাইস্কুল নিয়ে একটি ভিডিও করা যায়।