ধন ধান্য পুষ্প ভরা -- দ্বিজেন্দ্রলাল রায় ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি ও সে সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।। চন্দ্র সূর্য গ্রহতারা, কোথায় উজল এমন ধারা কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি পাখির ডাকে জেগে।। এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধুম্র পাহাড় কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তলে মেশে এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে ।। পুষ্পে পুষ্পে ভরা শাখি কুঞ্জে কুঞ্জে গাহে পাখি গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে।। ভায়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি।। শিরোনামঃ ধন ধান্য পুষ্প ভরা শিল্পীঃ সমবেত কন্ঠ গীতিকারঃ দ্বিজেন্দ্রলাল রায় সুরকারঃ দ্বিজেন্দ্রলাল রায়
স্কুলের প্রার্থনা সঙ্গীত ছিল। স্কুল জীবনের কথা মনে পড়লো। কত সুন্দর সুন্দর মুহুর্ত চোখের সামনে ভেসে উঠছে।জীবনের সেরা সময় হারিয়ে ফেলেছি। যা টাকা দিয়ে ও ফেরত পাবো না।😢😢
চোখে জল এসে গেল। ভাবতেই পারছি না এত প্রিয় একটা গান, এত প্রিয় একজন গায়িকা জয়তী চক্রবর্তী, আর সাথে এত প্রিয় এত চেনা একটা জায়গা ক্ষীরাই সব মিলে মিশে আনন্দের কাঁন্না এলো চোখে ❤️ মনটা সত্যি ছুঁয়ে গেল 😊
ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি ও সে সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহতারা, কোথায় উজল এমন ধারা কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি পাখির ডাকে জেগে। এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধুম্র পাহাড় কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তলে মেশে এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে। পুষ্পে পুষ্পে ভরা শাখি কুঞ্জে কুঞ্জে গাহে পাখি গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে। ভায়ের মায়ের এত স্নেহ, কোথায় গেলে পাবে কেহ ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি।
গানটি যতবার শুনি ততবারই চোখে পানি এসে যায়৷ বাংলার প্রতি এমন ভালোবাসা এত সুন্দর বর্ননা এত মায়া অন্য কোন গানে পাই না। গুমনামিতে এই গানটি গাওয়া হয় একটা সিনে যখন গুমনামি বাবা (সুভাষ চন্দ্র শেষকৃত্য) করা হচ্ছে। চোখে পানি এসে গেছে। গানটি বাংলা ভালোবাসতে শিখায় বাংলাকে বুঝতে শিখায়। বাংলাকে সামনের দিকে নিতে অনুপ্রেরণা যোগায়। জয় বাংলা।৷ শ্রদ্ধা জানাই গানের গীতিকার ও সুরকার দ্বিজেন্দ্রলাল রায়কে
সকল দেশের রানী সে যে... আমার জন্মভূমি ❤ আমার এই দেশেতেই জন্ম যেন এই দেশেতেই মরি। খুব কেঁদেছিলাম ছাব্বিশে জানুয়ারির দিন গানটা গাইতে গাইতে । গায়ে কাঁটা দেয়। জাদু আছে গানটায়। অসামান্য এক অবদান দ্বিজেন্দ্রলাল রায় মহাশয়ের 🙏
জয়তী চক্রবর্তীর গান আমাদের কাছে সবসময়ই একটা অন্য স্হান গ্রহণ করে থাকে।তার কোন ব্যতিক্রম হয়নি। মনটা ভরে গেল।পরিবেশ,উপস্থাপনা সবকিছু মিলিয়ে এক হৃদয়গ্রাহী পরিবেশনা। জয় হিন্দ। 🇮🇳🇮🇳❤❤❤🇮🇳🇮🇳
পশ্চিমবঙ্গের বাঙালি বা বাংলাদেশী বাঙালিরা তারকাটার বেড়া দ্বারা আলাদা হয়ে দুই বাঙালির জাতীয়তা যতই ভারতীয় বা বাংলাদেশী হোক আমরা মনে প্রাণে সবাই আজও বাঙালি।।।
ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, ও সে সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহতারা, কোথায় উজল এমন ধারা, কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি, পাখির ডাকে জেগে। এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধুম্র পাহাড়, কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তলে মেশে এমন ধানের উপর ঢেউ খেলে যায়, বাতাস কাহার দেশে। পুষ্পে পুষ্পে ভরা শাখি কুঞ্জে কুঞ্জে গাহে পাখি গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে, তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে। ভায়ের মায়ের এত স্নেহ, কোথায় গেলে পাবে কেহ, ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি ও সে সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।
গান টা শুনে মন ভরে গেল🌹🌹 "ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ ....... আমার এই দেশে তে জন্ম যেন এই দেশে তেই মরি"👌👌 শুনে চোখে জল চলে এল❤❤❤ অসাধারণ🥰😌
অপেক্ষার অবসান ❤️ জয়তীর গলায় স্মৃতি জড়ানো সেই গান...এত ভালো করে আর কেইবা এ গান গাইতে পারে! অপূর্ব উপস্থাপনা...দিদিকে ভীষন মিষ্টি লাগছে...এত ফুলের উপত্যকায় দিদি হেঁটে হেঁটে গাইছেন এ গান...আহা! সকল দেশের সেরা সে যে আমার জন্মভূমি। ❤️🙏
বাংলাদেশ আমার মা ❤ 🇧🇩 💚 আজ আমার জন্মভূমিকে নিয়ে ছাত্রদের ব্যাবহার করে যে নিন্দনীয় রাজনীতি শুরু হয়েছে 😭😭😭 আল্লাহ্ রক্ষা করো 😭😭😭 আমার মা আবার আগের সবুজ শাড়ী লাল টিপে রাঙা হয়ে উঠুক 🇧🇩🇧🇩🇧🇩 আমার জন্মভূমি মাতৃভূমি মা বাংলাদেশ 😭😭😭💚❤️💚❤ ভালোবাসি তোমায় অনেক ।
না এই গানের সাথে বাংলাদেশের কোনো মিল নেই এটা ভারত কে মাথায় রেখে লেখা , এই গানটি লেখার সময় তো আপনাদের ঢাকায় মুসলিম লিগের দেশকে ধোকা দেওয়ার বৈঠক চলছিল তাই দয়া করে নিজেদের একটা দেশপ্রেমী গান লিখুন আপনাদের রাষ্ট্রগানটাও পূর্ণ বাংলা কে মাথায় রেখে লেখা যার অধিকাংশ পশ্চিম বঙ্গের বর্ণনা । দেশভাগ যদি হয় না, সেটা আপনাদের জন্যই, আপনারাই শুরু করেছিলেন । আপনাদের জন্য আমি আমার সম্পর্কের আত্মীয় এর বাড়ী সহজে যেতে পারি না । 😢
"এত স্নিগ্ধ নদী কাহার" এই স্তবকটি সহ সম্পূর্ন গানটি সব অডিও প্ল্যাটফর্মে রয়েছে। গানটি সেখানে শোনার অনুরোধ রইল। 🙏
Link ta din
Link
❤
ধন ধান্য পুষ্প ভরা
-- দ্বিজেন্দ্রলাল রায়
ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা
ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
ও সে সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।।
চন্দ্র সূর্য গ্রহতারা, কোথায় উজল এমন ধারা
কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে
তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি পাখির ডাকে জেগে।।
এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধুম্র পাহাড়
কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তলে মেশে
এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে ।।
পুষ্পে পুষ্পে ভরা শাখি কুঞ্জে কুঞ্জে গাহে পাখি
গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে
তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে।।
ভায়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ
ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি
আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি।।
শিরোনামঃ ধন ধান্য পুষ্প ভরা
শিল্পীঃ সমবেত কন্ঠ
গীতিকারঃ দ্বিজেন্দ্রলাল রায়
সুরকারঃ দ্বিজেন্দ্রলাল রায়
😊
"ভাইয়ের মায়ের এত স্নেহ
কোথায় গেলে পাবে কেহ
ওমা তোমার চরন দুটি
বক্ষে আমার ধরি
আমার এই দেশেতে জন্ম
যেন এই দেশেতে মরি"
আহা!! অসাধারণ
খুব ভালো গান
vayer mayer sneho nei r ki serokhom a6e dada
আমরা যারা আমাদের মাতৃভূমির পূজা করি। আমরা আবার ঐক্যবদ্ধ হব। আমরা সবাই ভারতীয়। জয় হিন্দ। জয় বাংলা।
R 4. R4 Àqa,
r4 @@badmasbhai5610
😢@@jatin_31206
স্কুলের প্রার্থনা সঙ্গীত ছিল। স্কুল জীবনের কথা মনে পড়লো। কত সুন্দর সুন্দর মুহুর্ত চোখের সামনে ভেসে উঠছে।জীবনের সেরা সময় হারিয়ে ফেলেছি। যা টাকা দিয়ে ও ফেরত পাবো না।😢😢
আমারও স্কুলের প্রার্থনা সঙ্গীত ছিল এটা। সত্যিই অমূল্য ছিল দিনগুলো।
Ha dada amr o ❤
আমারও ছিলো ভাই ❤❤
😢😢😢😢🥲🥲😟😳
সত্যি
"আমার এই দেশেতে জন্ম,
যেন এই দেশেতে ই মরি।"
খুব সুন্দর উপস্থাপনা।
অভিনন্দন জয়তী দি।
.
9....m9
খুব ভালো
চোখে জল এসে গেল। ভাবতেই পারছি না এত প্রিয় একটা গান, এত প্রিয় একজন গায়িকা জয়তী চক্রবর্তী, আর সাথে এত প্রিয় এত চেনা একটা জায়গা ক্ষীরাই সব মিলে মিশে আনন্দের কাঁন্না এলো চোখে ❤️ মনটা সত্যি ছুঁয়ে গেল 😊
L
Q
Tek
Khub bhalo hoyeche khub khub shundor
Æ,
ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা
ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
ও সে সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।
চন্দ্র সূর্য গ্রহতারা,
কোথায় উজল এমন ধারা
কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে
তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি পাখির ডাকে জেগে।
এত স্নিগ্ধ নদী কাহার,
কোথায় এমন ধুম্র পাহাড়
কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তলে মেশে
এমন ধানের উপর ঢেউ খেলে যায়
বাতাস কাহার দেশে।
পুষ্পে পুষ্পে ভরা শাখি কুঞ্জে কুঞ্জে গাহে পাখি
গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে
তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে।
ভায়ের মায়ের এত স্নেহ,
কোথায় গেলে পাবে কেহ
ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি
আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি।
গানটি যতবার শুনি ততবারই চোখে পানি এসে যায়৷ বাংলার প্রতি এমন ভালোবাসা এত সুন্দর বর্ননা এত মায়া অন্য কোন গানে পাই না। গুমনামিতে এই গানটি গাওয়া হয় একটা সিনে যখন গুমনামি বাবা (সুভাষ চন্দ্র শেষকৃত্য) করা হচ্ছে। চোখে পানি এসে গেছে। গানটি বাংলা ভালোবাসতে শিখায় বাংলাকে বুঝতে শিখায়। বাংলাকে সামনের দিকে নিতে অনুপ্রেরণা যোগায়। জয় বাংলা।৷ শ্রদ্ধা জানাই গানের গীতিকার ও সুরকার দ্বিজেন্দ্রলাল রায়কে
সকল দেশের রানী সে যে... আমার জন্মভূমি ❤ আমার এই দেশেতেই জন্ম যেন এই দেশেতেই মরি। খুব কেঁদেছিলাম ছাব্বিশে জানুয়ারির দিন গানটা গাইতে গাইতে । গায়ে কাঁটা দেয়। জাদু আছে গানটায়। অসামান্য এক অবদান দ্বিজেন্দ্রলাল রায় মহাশয়ের 🙏
😆
আহ্ কি মধুর কণ্ঠ।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,সে যে আমার জন্মভূমি।
কি মায়াবী কণ্ঠ।
জয়তী চক্রবর্তীর গান আমাদের কাছে সবসময়ই একটা অন্য স্হান গ্রহণ করে থাকে।তার কোন ব্যতিক্রম হয়নি। মনটা ভরে গেল।পরিবেশ,উপস্থাপনা সবকিছু মিলিয়ে এক হৃদয়গ্রাহী পরিবেশনা। জয় হিন্দ। 🇮🇳🇮🇳❤❤❤🇮🇳🇮🇳
পশ্চিমবঙ্গের বাঙালি বা বাংলাদেশী বাঙালিরা তারকাটার বেড়া দ্বারা আলাদা হয়ে দুই বাঙালির জাতীয়তা যতই ভারতীয় বা বাংলাদেশী হোক আমরা মনে প্রাণে সবাই আজও বাঙালি।।।
Astada
❤️❤️❤️
ঠিক
Ase bola jai tobe Bangladesh kintu sei sonskriti thake dure jate thakchhe kromosho
Darun
একটা তারের বেড়া দিয়ে দুই বাঙালি জাতিকে আলাদা করলেও মনের দিক থেকে কখনোই আলাদা করতে পারেনি... হাজার হাজার ভালোবাসা ভারত থেকে😰❤️❤️🇧🇩+🇮🇳
আপনার কমেন্টস এ আমার হ্রদয় ভরে গেল।
Tai to apnar naam Arabi te lekha
ধন্যবাদ
Musolman ra bangali hote pare na. Tomar toh naam toh arabic e lekha😂😂
@@Anonymous-lw5lw sai...
Oshombhob sundor hoechhe, jemon mugdho kora voice temon sundor presentation. 👍👍
কাল আমাদের স্বাধীনতা দিবস🇮🇳🇮🇳
গানটা শুনে গায়ে কাঁটা দিচ্ছে
অপূর্ব ।💙
I love My India💕
জয় হিন্দ 🇮🇳
Kano?
@@badmasbhai5610keno toke bolte hobe naki sala gandu paki
আজ 13 ই আগস্ট কালবাদ পরশু আমাদের স্বাধীনতা দিবস জয় হিন্দ❤
Darun darun... Aaahaaa.. Amr sei chele belar parthona songeet chilo.. Mone pore. Khub valo kaj.. Ashonkho dhonnobad... Suchitra music...
ক্ষীরাই এর পুষ্প আপনার আর দ্বিজেন্দ্র গীতির জন্যই ফুটেছিল মনে হচ্ছে 🤩🤩😍😍💝💝💝🙏
Akdam thik bolechen
কোন জেলায়
@@জ্ঞানচর্চা-শ৬ট paskura r পরের station from howrah towards kgp
@@naturallife912 ও।accha
গায়িকা জয়তী চক্রবর্তী কে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
Astada
খিরাইতে শুট করা... দুর্দান্ত লাগলো ❤️
দুর্দান্ত গায়কি এবং অনবদ্য উপস্থাপনা।।
Very few person has name like you and me.😀
@@BANERJEETILAK hahaha
Kono kotha hobe na......................
Just super
ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা,
ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
ও সে সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি,
সে যে আমার জন্মভূমি।
চন্দ্র সূর্য গ্রহতারা,
কোথায় উজল এমন ধারা,
কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে
তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি,
পাখির ডাকে জেগে।
এত স্নিগ্ধ নদী কাহার,
কোথায় এমন ধুম্র পাহাড়,
কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তলে মেশে
এমন ধানের উপর ঢেউ খেলে যায়,
বাতাস কাহার দেশে।
পুষ্পে পুষ্পে ভরা শাখি কুঞ্জে কুঞ্জে গাহে পাখি
গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে,
তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে
ফুলের মধু খেয়ে।
ভায়ের মায়ের এত স্নেহ,
কোথায় গেলে পাবে কেহ,
ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি
আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
ও সে সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি,
সে যে আমার জন্মভূমি।
গান টা শুনে মন ভরে গেল🌹🌹
"ভাইয়ের মায়ের এত স্নেহ
কোথায় গেলে পাবে কেহ
.......
আমার এই দেশে তে জন্ম যেন
এই দেশে তেই মরি"👌👌
শুনে চোখে জল চলে এল❤❤❤
অসাধারণ🥰😌
❤❤❤❤
অসাধারণ
রস্তফস্ফফসজ্ঞসগস
Astada
ভাইয়ের মায়ের এত স্নেহ, কোথায় গেলে পাবে কেহ। আহা ❤
जय हिन्द 🙏जय भारत 🙏
बहुत ही सुंदर प्रस्तुति ❤️
प्रणाम जयती जी 🙏
এই গানটি গেয়ে আমি প্রথম পুরুষ্কার পেয়েছি 😊😊
Akdom sotty kotha ato sundor gan ta sunlei mon ta kede othe,,,khubbbb sundor geye6e mam..
এই ধরনের গান গুলো যত শুনি মনে হয় আবার শুনি কোন দিন পুরোনো হবে না আর উপস্থাপনা অসাধারণ
কিছুই আর লিখতে গিয়ে পারলাম না।
এক কথায় অসাধারণ।
অশ্রু ঝরছিল।কি মায়া মাখা কণ্ঠে গাইলো।
অপূর্ব দৃশ্য।
অপূর্ব মনোরম পরিবেশে
অসাধারণ কণ্ঠে ভেসে গেলাম।
গর্বিত অনুভব করি এই অপরূপ দেশপ্রেম জড়িত গানের সৃষ্টিকর্তার অঞ্চলে জন্মগ্রহণ করতে পেরে। আবেগে মিশে দ্বিজেন্দ্রলাল.... ❣️
সত্যই আমি গর্বিত 🙏
I love my india ❤️
India er ' I' ta capital karun
Astada
অসাধারণ সংগীত করলেন ম্যাডাম 🙏🇮🇳
সত্যি বলতে গান টা এতো সুন্দর ভাবে গেয়েছ মুখে বলে প্রকাশ করা যাবেনা....
যাই বলি সেটাই যেনো কম লাগে....
Just ossum...👌👌😍😍😊😊
Jayati chakraborty এর কন্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনতে অসাধারন লাগে। অদ্ভুত তৃপ্তি হয়।❤
এমন দেশটি কোথাও খুঁজে পাবেনাকো তুমি ♥️
Medinipur r Manush bole aro garbobodh hocche.Proud of farmers bhai.Thank You.
অপেক্ষার অবসান ❤️
জয়তীর গলায় স্মৃতি জড়ানো সেই গান...এত ভালো করে আর কেইবা এ গান গাইতে পারে! অপূর্ব উপস্থাপনা...দিদিকে ভীষন মিষ্টি লাগছে...এত ফুলের উপত্যকায় দিদি হেঁটে হেঁটে গাইছেন এ গান...আহা! সকল দেশের সেরা সে যে আমার জন্মভূমি। ❤️🙏
চোখে জল এনে দেওয়ার গান
পছন্দের লিস্টের এক অন্যতম গান
অসাধারণ দিদি, কি মধুর গলা মনটা ভরে গেলো।।
এত সুন্দর উপস্থাপনা গায়ে কাঁটা দিয়ে উঠছে।❤🙏🙏🙏🙏🙏
গানটির মধ্যে, "এত স্নিগ্ধ নদী কাহার"-এই স্তবক টি গাওয়া হয়নি, এটা খুউব অন্যায়, এবং "গীতিকবি"-কে অসম্মান করা।
সর্বকালের অসাধারণ গান। তবুও আবার অসাধারণ লাগলো। ❤️🇮🇳🇮🇳🇮🇳❤️
জায়গা টা তো ক্ষীরাই ফুলের সাম্রাজ্য..
জায়গা টা র গান ও জয়তী চক্রবর্তী গলায় খুব সুন্দর মানিয়েছে
সীমাহীন মুগ্ধতা 😌😌😌😌😌 যেমন অসাধারন কণ্ঠ তেমনি চোখ জুড়ানো দৃশ্য ❤️❤️ এই দুই একত্র হয়ে যেনো অন্তহীন ভাবনা😌😌😌
খুব ভালো লাগলো❤️❤️❤️
০আ
🥰😍🤩
Didi khub sundar laglo ❤❤🎉
ছোটো বেলার কথা মনে পড়ে গেল। অপূর্ব 👌👌❤️❤️❤️
👍
বাংলাদেশ আমার মা ❤ 🇧🇩 💚 আজ আমার জন্মভূমিকে নিয়ে ছাত্রদের ব্যাবহার করে যে নিন্দনীয় রাজনীতি শুরু হয়েছে 😭😭😭 আল্লাহ্ রক্ষা করো 😭😭😭 আমার মা আবার আগের সবুজ শাড়ী লাল টিপে রাঙা হয়ে উঠুক 🇧🇩🇧🇩🇧🇩 আমার জন্মভূমি মাতৃভূমি মা বাংলাদেশ 😭😭😭💚❤️💚❤ ভালোবাসি তোমায় অনেক ।
ক্ষীরা ই এর অপূর্ব ফুলের উপত্যকায় র জন্য এই গানটাই সব থেকে উপযুক্ত
Correct
অপূর্ব...অনবদ্য নিবেদন 💐💐 জয়তী আপনার অসাধারণ কন্ঠস্বর ও গায়কী সব সময় এইভাবেই মুগ্ধতায় ভরিয়ে রাখুক 🙏🏻💕
আরো
Khirai er fuler upottakay Jayati mam er dhana dhanne gan ti apurbo.
অসম্ভব সুন্দর হয়েছে।মানে এত সুন্দর লাগছে কিছু বলার নেই।
Just amazing.
Happy Republic Day 🇮🇳
Khub sundor
Chokhe jol dhore rakha jai na tomar gan ta eto sundor hoche...ovaboniyo....
খুব ভালো লাগে গানটা আমাদের স্কুলে আমরা এই গানটা গাইতাম ❤😊
Osadharan
Apurbo!
দ্বিজেন্দ্রলাল রায় এর রচনা এই অমৃত গান কি শ্রুতিমধুর 🙏🙏🙏🙏🙏
Monti juriye gelo...
Jotoi tnsn a thaki na keno ei gaan sunle matir moto hoye jai
অসাধারণ হয়েছে😊
Bhison bhalo laglo 👌👌👌🙏🙏🌼🌼🌼Joy guru🙏🌼🌼🌼
Satti gan tar kono tulona na cholena 😊sakal desher rani seje se je amar jonmovumi 🥰🥰🤗🤗amra khub khub lucky
Jayatidi --তোমার শ্রীপাদপদ্মে প্রনাম রইল। বাংলাদেশ থেকে স্বপন কুমার চন্দ । ❤❤❤
সুন্দর উপস্থাপনা
অবিভক্ত বাংলাদেশের গান 🇧🇩🇮🇳
না এই গানের সাথে বাংলাদেশের কোনো মিল নেই এটা ভারত কে মাথায় রেখে লেখা , এই গানটি লেখার সময় তো আপনাদের ঢাকায় মুসলিম লিগের দেশকে ধোকা দেওয়ার বৈঠক চলছিল তাই দয়া করে নিজেদের একটা দেশপ্রেমী গান লিখুন
আপনাদের রাষ্ট্রগানটাও পূর্ণ বাংলা কে মাথায় রেখে লেখা যার অধিকাংশ পশ্চিম বঙ্গের বর্ণনা । দেশভাগ যদি হয় না, সেটা আপনাদের জন্যই, আপনারাই শুরু করেছিলেন । আপনাদের জন্য আমি আমার সম্পর্কের আত্মীয় এর বাড়ী সহজে যেতে পারি না । 😢
United India
দুই বাংলারি প্রিয় ও আপন গান
🇧🇩🇧🇩🇧🇩❤️🇮🇳🇮🇳🇮🇳
তুই কোথাকার ?
অপূর্ব সুন্দর 😍😍😍!!!!
So melodious music in any language is soothing to our ears.
অনবদ্য দ্বিজেন্দ্র গীতি সাথে ক্ষীরাই এর অনবদ্য সৌন্দর্য
মা গো আমি আসি ফিরে
শুধুই তোমার টানে,
তোমার আকাশ তোমার বাতাস
দোলা লাগায় প্রাণে।🥰🥰🥰
JOY SRI RAM🙏
অপরূপ সুন্দর গানটা। অদ্ভুত অনভুতির সম্মুখে এনে দাঁড় করিয়ে দেয়। সত্যি এমন দেশ আমরা আজ ও খুঁজে বেড়িয়ে যাই কোথায় পাবো।
"মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা"সত্যি অসাধারণ , খুব ভালো লাগলো
আমাদের শরিয়তপুরের কবি অতুল প্রসাদ সেন। পরবর্তীতে তিনি কলকাতার বিখ্যাত আইনজীবী হিসেবে জীবন যাপন করেন।
Kub Sundor Didi
Valo lagchhe🌹🌹
Protekta line gae kata dey.. Eto sundor kotha.. Eto sundor gayoki.. Se j Amar jonmobhumi
Osadharon, Heart Touchy
Today is the independence day and this song is really an emotion and heart touching too ❤❤❤
Nice Song. I am proud of an bengali.
Awesome
Perfect location for this song
Excellent presentation!! Salute to D L ROY.......Salute to Jayati di ...... god bless. 🌹🌹🙏🏻🙏🏻
Ma, ma go .. amar matribhumi
Khubbb sundor laglo di ei ganti tomar golai
এই গানই আমাদের আবেগ, আমাদের গর্ব, আমাদের অস্মিতা,,আমাদের অহংকার,,আমাদের ভালবাসা,,যে ভালবাসা দেশ কাল জাতির বেড়া জানে না, মানে না
সত্যি স্কুল জীবনের কথা মনে পড়ে গেলো😢😢
অনেক সুন্দর হয়েছে
Mon chuye jai gan ti sunle💞💞💞
This was the prayer in my kindergarten school.. i can never forget this song❤
সত্যি অসাধারণ একটা গান, শুনলে শিহরণ জেগে ওঠে ❤❤
অবিভক্ত বাংলা 🖤💜
আমি জানি লোকে আজকাল গান শোনে না, দেখে। এই গানটা হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে অগ্নিশ্বর চলচ্চিত্রে আছে। শুনে দেখবেন, গায়ে কাঁটা দেবে।
আহা অসাধারণ তুলনা নেই 🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏gantir lekhak drijendralal ray,
বাংলার কবিতা বাংলার গান
পূর্ণ হোক হে ভগবান 🙏
Just Feel 😌😌
Sotti e osadaron hoyese.
গানটা এককথায় অসাধারণ ... আর ভিডিও টা khirai তে বানানো হয়েছে।।।❤❤❤
Asadharon
বাংলাদেশ থেকে ভালোবাসা।🇧🇩🇧🇩🇧🇩❤❤❤
রচনাকালের সময় আমরা এক ছিলাম, ভারত থেকে তোমাদেরও ভালোবাসা ❤️
খুব সুন্দর একটি গান শুনলাম আমার খুব ভালো লাগলো।❤❤😂😂😅😅😊😊
গানটা আসলেই অসাধারণ
খুব ভালো লাগলো
It's really one of the best authentic song, it feels me so good.... & remember me my childhood time, thanks....
😂
সম্পুর্ন ভিডিও টি খিরাই য়ে শুট করা হয়েছে
যিনি বাঁশি বাজিয়েছেন । তাকে ধন্যবাদ । এত সুন্দর যন্ত্রানুসঙ্গ , এবং গান , সব মিলিয়ে অপূর্ব .... ❤🙏❤