Dhono Dhanno Pushpo Bhora II Shopno Diye Toiri E Desh II Samina Chowdhury
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- ১৬ ডিসেম্বর । বিজয়ের ৫০ বছর পূর্তি। বাঙালি জাতির গৌরবের দিন । মাতৃভূমির জন্য যারা যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছিলেন, শ্রদ্ধা ভরে তাদের স্মরণ করার দিন আজ, যাদের ৯ মাসের সংগ্রাম ও রক্তের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা ।
বিজয়ের এই পঞ্চাশে সিলন ও এইচএসবিসি এর নিবেদনে আমাদের প্রয়াস ‘স্বপ্ন দিয়ে তৈরি এ দেশ’।
ধন ধান্য পুষ্প ভরা
কথা ও সুরঃ দ্বিজেন্দ্রলাল রায়
কণ্ঠঃ সামিনা চৌধুরী
সমবেত কণ্ঠঃ ঢাকা কয়ার
সঙ্গীতায়োজনঃ পার্থ বড়ুয়া
এজেন্সিঃ ক্রিয়েটো
প্রোডাকশনঃ ফোরটিনাইন ব্লু
ডিরেক্টরঃ রাশিদ খান ও পার্থ বড়ুয়া
চিত্রগ্রহণঃ মিছিল সাহা
DISCLAIMER - (Disclaimer) The music posted is for promotional purposes only. If you like the music, please support the artists. All rights to published audio, video, graphic and text materials belong to their respective owners. If you are the author or copyright owner of any of the material used, and you want it to be REMOVED, please mail us at seylont@gmail.com
#Seylon #HSBC
যতবার শুনি, আবগে আপ্লুত হয়ে যাই। যিনি গানটি লিখেছেন, কত দরদ আর ভালোবাসা দিয়ে লিখেছেন। অথচ আজ এই দেশে দুর্নীতি আর অসুন্দরের যেন মেলা বসেছে।
This song was composed by Dwijendralal Roy(19 July 1863 - 17 July 1913).....born in Krishnanagar now in Nadia District of West Bengal, India.
WB SARKAR SUDHU BALE KHELA HOBE
Samina chwodhury is best singar hope that always she by the grace of GOD
আর হবে নাহ আশা করি🙂
Dijennro .
ছোটো কাঁটাতার আর কি আমাদের আবেগ আটকাতে পারবে কখনই না।
অনেক শুভেচ্ছা রইল বিজয় দিবসের।
এপার বাংলা থেকে রইল ওপার বাংলার প্রতি সশ্রদ্ধা ও সম্মান।
Eta Indian Gan Jai Hind jara Maa Durga Murti bange Hindu sunno korche tara abar Bengali 😡 Jai Hind Vande Mataram
Amra toh bangal, Bangladesh e chhilam Tangail e....Amader tarie diechhe, amr thakuma ses din obdi kede gachhe deser janno.....BANGLADESH ER KOKHONO BHALO HOBE NA....
❤️❤️🥰🥰🙏🙏
একটা স্বাধীন দেশ পেয়েছে বাঙালীরা, তাই বাঙালী স ্স্কৃতি কে তারা বয়ে নিয়ে চলেছে আন্তরিকভাবে। দ্বিজেন্দ্রলাল রায়ের এ গান অমর হয়ে থাকবে। ওপার বাঙলার ভাইবোনদের জন্য রইলো অনেক ভালবাসা ও শুভেচ্ছা।
ভারত থেকে।
Bangladeshi*** not bangali
এপার বাংলা আর ওপার বাংলার মানুষের মিলনের গান।
অনেক অনেক ধন্যবাদ এমন সুন্দর গান উপহার দেয়ার জন্য। ।।
ওয়ার্ল্ড স্টুডেন্ট তরুণ প্রজন্ম সাংবাদিক পুলিশ ব্যবসায়িক চেম্বার অফ কমার্স পরিবহন শ্রমিক ফেডারেশন সাংবাদিক গার্মেন্টস শ্রমিক বৃন্দ দিনমজুরি কৃষক ওয়ার্ল্ড ধর্মবর্ণ নিবিশেষে একতাই🌹 শক্তি🌹 শান্তি🌹
🌹 WORLD 🌹 WELCOME 🌹 STUDENT 🌹TRUN PAOJONMO🌹 POLITICS 🌹 MEDIA, TV CHANNEL 🌹 POLICE 🌹 BUSINESS CHAMBER AND COMMERCE 🌹WORLD🌹AKOTA 🌹SOKTE 🌹 WELCOME 🌹 WORLD 🌹 THANKS 🌹 WELCOME 🌹 WORLD 🌹
মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত ওয়ার্ল্ড আই লাভ ইউ ওয়ার্ল্ড থাঙ্কস ওয়ার্ল্ড গুড মর্নিং ধর্ম বর্ণ নির্বিশেষে একতাই শক্তি শান্তির মূল উৎসব
ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা,
ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
ও সে সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি,
সে যে আমার জন্মভূমি।
চন্দ্র সূর্য গ্রহতারা,
কোথায় উজল এমন ধারা,
কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে
তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি,
পাখির ডাকে জেগে।
এত স্নিগ্ধ নদী কাহার,
কোথায় এমন ধুম্র পাহাড়,
কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তলে মেশে
এমন ধানের উপর ঢেউ খেলে যায়,
বাতাস কাহার দেশে।
পুষ্পে পুষ্পে ভরা শাখি কুঞ্জে কুঞ্জে গাহে পাখি
গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে,
তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে
ফুলের মধু খেয়ে।
ভায়ের মায়ের এত স্নেহ,
কোথায় গেলে পাবে কেহ,
ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি
আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
ও সে সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি,
সে যে আমার জন্মভূমি।
এই গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত যদি হত 😊😊❤❤❤
হে
, জাতীয় সঙ্গীত যেটা আছে ওইটাই অনেক ভালো 😊
একদম ই না @@EwrSourov-pm1tl
@@EwrSourov-pm1tl ছোট বেলা থেকেই অইটাতে কোন ফিল পাইনা। তাই এটা পরিবর্তন এর আওয়াজ বার বার উঠে।
একটুও ভালো না।@@EwrSourov-pm1tl
এপার বাংলা থেকে অনেক শুভেচ্ছা রইল বিজয় দিবসের, দুই বাংলার মিলনের গান।। ভালোবাসা রইল।।
ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা
ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
ও সে সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।
চন্দ্র সূর্য গ্রহতারা,
কোথায় উজল এমন ধারা
কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে
তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি পাখির ডাকে জেগে।
এত স্নিগ্ধ নদী কাহার,
কোথায় এমন ধুম্র পাহাড়
কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তলে মেশে
এমন ধানের উপর ঢেউ খেলে যায়
বাতাস কাহার দেশে।
পুষ্পে পুষ্পে ভরা শাখি কুঞ্জে কুঞ্জে গাহে পাখি
গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে
তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে।
ভায়ের মায়ের এত স্নেহ,
কোথায় গেলে পাবে কেহ
ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি
আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি।
সুন্দর। এইসব গান শোনার পর নিজেদের মন এত ভাল থাকে যে বলে বোঝানো যাবে না।
আমার মনে হচ্ছিল যারা দেশের নেতা তারা যেন এই ধরনের গানগুলো রোজ একবার করে শোনার চেষ্টা করেন।
দেখবেন দেশটি আরও কত সুন্দর হবে।
হৃদয় স্পর্শী গানটিকে এতো সুন্দর ভাবে পরিবেশন করার জন্য আপনাদের সকল শিল্পীদের জানাই আন্তরিক ধন্যবাদ
এই গানটি ভারত বা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতেই পারত। কোনও দেশের নাম না থাকাটাই এই গানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট।
@Smart Digital Profile #ecommercewebsite micro jekhane Maa Durga Samman are Hindu samman nei sei kangladeshe
Bangladesh er National anthem howa ucit eta
এটা কি পাঞ্জাবি ভাষার গান নাকি হিন্দি? 🤣🤣😂😂🤣 এটা বাংলাদেশের গান মানে পশ্চিমবঙ্গ ও আছে, আসাম ও আছে।
যা কিছু বাংলার, তা পৃথিবীর সব প্রান্তের বাঙালির।
@@sdp365 ধন্যবাদ আপনাকে।
অসাধারণ সুন্দর বলেছেন।
ডিএল রায়ের লেখা এই গানটি "আমার সোনার বাংলা"র চাইতে অনেক উচ্চ আসন বহন করে। গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হওয়া উচিত ছিল। ❤️
বেঁচে থাকুক এই গানগুলি আমাদের অন্তরে যুগের পরে যুগ। যে কোন দুর্নীতি করার আগে অন্তর কেঁপে উঠুক এমন গান শুনে। বিবেককে নাড়া দিয়ে জয় করুক আমাদের সকলের মনের পবিত্র দিককে।
অপূর্ব। বুকটা ভরে গেল।
"সে যে আমার জন্মভূমি"
অপূর্ব প্রাণছোঁয়া অনুভূতি উপলব্ধি করলাম!!!
শ্রদ্ধেয় শিল্পী সামিনা দিদিকে এবং সহ শিল্পীদের জানাই হাজারো সালাম, আন্তরিক শুভেচ্ছা, শুভকামনা, অভিনন্দন।
এমনই গান আবার এবং বারংবার শোনার ইচ্ছে প্রকাশ করছি।
আমি গর্বিত যে আমার জন্ম এই সোনার বাংলায় যেখানে নেতাজী, বিবেকানন্দ, দ্বিজেন্দ্রলালের মতন সন্তানরা জন্মলাভ করে নিজের প্রভাব বিস্তার করেছে❤️💚
এতো আবেগ এই গান টি তে বলে বুঝাতে পারবো না।কখন যে চোখ দিয়ে পানি গড়িয়ে পরে বুঝতেও পারি না।মাঝে মাখে মনে হয় এই গান টি কেনো জাতীয় সংগিত হলো না?
অপূর্ব উপাস্হপনা। সকল শিল্পীদের অভিনন্দন ও শুভেচ্ছা।
সামিনা ম্যামের গলায় "ধন ধান্য পুষ্প ভরা" আমার কেন জানি না তবে বেশি মায়াবী মনে হয়। অসাধারণ প্রেজেন্টেশান ছিলো। মন ছুঁয়ে যাওয়া দেশাত্মবোধক গান। এটা ডিএল রায় আমাদের সামবেদের জননী জন্মভূমি বন্দনার সামগান থেকে সুরটা নিয়েছিলেন এমনটা একটা গবেষণা থেকে জেনেছিলাম।
ধন্যবাদ Seylon Tea Music Lounge স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বিজয়ের মাসে এই গান আয়োজন করার জন্য।
সৃষ্টি কখনো কোন দেশের মধ্যে সীমাবদ্ধ থাকেনা। গানের কথা শুনলে মন প্রাণ জুড়িয়ে যায়।
Samina Chowdhury is super mindglwoing singer /sweet voice ,
অসাধারণ । এসব গান শুনলে ভিতরটা কেমন যেন করে ওঠা , বিশেষ করে যখন দেশের বাইরে থাকি । ধন্যবাদ সিলন ও এইচএসবিসি ।
Sylon Tea পরিবেশিত নূতন প্রজন্মের কন্ঠে চিরকালীন আবেগ মথিত আধুনিক গানগুলি আমি প্রত্যহ শুনি। আমি অবসরপ্রাপ্ত শিক্ষিকা। পূর্বাদাম, পূরবী মুখোপাধ্যায়ের কাছে রবীন্দ্র সঙ্গীত ও অতুল প্রসাদ, রজনীকান্ত ও দ্বিজেন্দ্রগীতি শিখেছি শ্রীমতী কৃষ্ণা চট্টোপাধ্যায়ের কাছে। তৎসত্ত্বেও আমি চোখ বুজে এই সুললিত, সুমার্জিত ও হৃদয় উদ্বেল কারী আধুনিক গান গুলি শুনি। এটা আমার অভ্যাসে পরিণত হয়েছে। আজ এই যুগান্তকারী গানটি শুনে মনটা খারাপ হয়ে গেল। বাল্যাবস্থা থেকে যে গান গেয়েছি ও শুনেছি তার সুরবিভ্রাট বা সুরান্তর লক্ষ্য করে। এটা শ্রীযুক্ত পার্থ বড়ুয়া মহাশয়ের কাছে আশা করিনি।
🎉🎉🎉❤❤❤❤❤❤ l am a music teacher..
আমি ভারত থেকে বলছি। শামীনা ম্যাম,এই বাংলায় আপনার অগণিত গুণমুগ্ধের মধ্যে, আমিও একজন । আপনার tonal quality এতো সুন্দর, স্নিগ্ধ, শান্ত ও মিষ্ঠ, যা শুনলে মন খুশিতে ভরে ওঠে, আপনি মা সরস্বতীর বরকন্যা। উপরওয়ালা আপনাকে দীর্ঘায়ু করুক, সুস্থ রাখুক।
একদম
কোন একদিন বাংলার জাতীয় সংগীত হবে এই গান। হওয়া উচিৎ।
ওয়াও ভাই আলোচনা হচ্ছে এখন। সময়ের আগে চিন্তা করেন। ভালো লাগলো
@@mdazadhossain5151 Al hamdu Lilah brother.
হবে ভাই।❤❤❤❤
দুর্দান্ত chorus হারমনি হয়েছে,আর তার সাথে পুরো আধুনিক সঙ্গীত আয়োজন ,,,, দারুন chord progression এর সাথে oblegato করা হয়েছে,,,, দুর্দান্ত 👌👌👌
School এ জাতীয় সঙ্গীত শেষ হওয়ার পর এই গান টা সাথে আমার সোনার বাংলা এই গান গাওয়া হতো 🥺☺️ সত্যিই সকল দেশের রানী সে যে আমার জন্ম ভূমি ❤❤আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ❤❤
কোটা আন্দোলনের মায়াময় দেশপ্রেমকে ফুটিয়ে তুলছে এ গান। বিডিও মধ্যে এই গানটা অদ্ভুত মায়া সৃষ্টি করছে। ❤️
*আহারে!! আবেগ আপ্লূত হয়ে গেলাম, এতো দিন পরে গানটা অনুভব করলাম* ❤❤
*২০২৪ এ স্বাধীনতার পর শুনতে এলাম* 🇧🇩✊
I'm crying still now after hearing this song. Love you Bangladesh🇧🇩 & Thankyou samina apu.
♥️♥️♥️
অসাধারন । গানটা শুনে হৃদয়ে জুড়িয়ে গেছে। গানটার গীতিকার ও সুরকারঃ দ্বিজেন্দ্রলাল রায়। সত্যি দেশের প্রতি ভালোবাসা না থাকলে এত সুন্দর করে লেখা হতো না গানটি। সেলুট জানাই কবিকে ।
প্রিয় স্বদেশকে নিয়ে এমনগানগুলো আমাকে ভিশন নাড়া দেয়।অজান্তেই চোখে জল আসে।
এই গানটা শুনলে গা শিউরে উঠে,,, দেশের প্রতি ভালোবাসা জাগ্রত হয় ❤ভালোবাসি প্রিয় জন্মভূমিকে 🇧🇩❤️
অসাধারণ গায়কী, কোরাস এবং অসাধারণ সংগীত আয়োজন।। অনেক অনেক শ্রদ্ধা আর ভালোবাসা রইল।
Samina Chowdhury ও সহ - শিল্পীদের ধন্যবাদ জানাই এপার থেকে। 1953 সালে আমার বিদ্যালয়ের প্রার্থনা সঙ্গীত করতাম। একটু স্মৃতিমেদুর হয়ে গেলো। ❤🎉
বাহ,অসাধারণ।
খুব ভালো লাগলো, প্রান জুড়িয়ে গেল ❤️
দেশের প্রতি ভালোবাসা আরো বেড়ে গেলো❤️❤️
জাতীয় সংগীত হিসাবে ভালোই হতো। "ভাইয়ের মায়ের এতো স্নেহ কোথায় গেলে পাবে......" অসাধারণ ❤
আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি 🇧🇩 🇧🇩 শরীরের লোম দাঁড়িয়ে যায়..
আসুন দেশকে ভালবাসি, দেশের মানুষকে ভালবাসি, দেশের কল্যানে কাজ করি, সোনার বাংলা গড়ি..মনে রাখবেন এই পৃথিবীতে লাল - সবুজের পতাকাই আমাদের পরিচয় 🇧🇩 🇧🇩
❤️❤️❤️❤️🇧🇩
❤️❤️❤️❤️❤️.. we all are brothers 👍...
ভালোবাসা রইলো ভাই
আমরা হিন্দু মুসলিম এক হয়ে সোনার বাংলা গঠন করবো 🥰🥰🥰🥰
সকল দেশের সেরা সে যে আমার জন্মভুমি❤️❤️❤️❤️❤️❤️
বর্তমানে ২০২৪ সালে আমার ২২ বছর বয়সের ছোট জীবনে আমি এখন পর্যন্ত ৭ টা দেশে ভ্রমণ করেছি কিন্তু আমার দেশ আমার মাটি আমার মাতৃভূমিরর মতো কোনো দেশ দেখিনি😊 আমার মাতৃভূমি এক অনন্য অসাধারণ অপরুপ মাটি পানি গাছের মিল বন্ধন ❤
চোখ বুজে মনে হলো গানের কথা গুলো ছবি হয়ে ভেসে উঠছে সামনে। গায়ের লোম দাড়িয়ে আছে এখনো। ভালোবাসি বাংলাদেশ, ভালোবাসি আমার প্রিয় জন্মভূমি। 🇧🇩❤️🇧🇩
Bhalo theko Bangladesh 😌
This song was our school prayer song.. My childhood memories have rejuvenated by listening this song.. Beautiful 👌
♥️♥️
ওপার বাংলার সকলকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা ।
আপনাকে ওরা নানুয়া দিঘি থেকে শুভেচ্ছা জানিয়েছে কদিন আগে । অশোক ব্যানার্জি লিখছি।
আমাদের গর্বের জায়গা হল আমাদের মাতৃভূমি বাংলাদেশ এই দেশে আমাদের জন্ম মৃত্যু প্রবাসে বসে দেশের কথা মনে হলে চোখের পানি চলে আসে 💔💔💔
যেমন অসাধারণ গান তেমনি অপূর্ব উপস্থাপনা ❤🇮🇳🇧🇩
এই অসাধারণ গানটি বাংলাদেশের National Anthem না হলেও National Song হতে পারত। যেমন সুর তেমনি কথা ! সত্যিই এমন দেশটি ( পুরো বাংলা ধরেই - ভৌগলিক সীমানার কথা বলছি না) কোথাও খুঁজে পাবে নাকো তুমি।
হুম এটাই আমাদের জাতীয় গীতের স্বীকৃতি পেয়েছে ১৯৭২ সালে😊
এক কথায় অসাধারণ গান হয়েছে। মন-প্রাণ প্রশান্তির ছায়ায় জুড়িয়ে গেল। ধন্যবাদ সামিনা চৌধুরী এবং পুরো টিমকে।
দেশটা যদি এক হতো কতো ভালোই না হতো🇮🇳🇮🇳
দেশ নয়,
বাংলা একচাই
অখন্ড বাংলা, বাংগালী জাতীর একক দেশ।
বাংলাদেশ, পশ্মিমবঙ্গ,আসাম, ত্রিপুরা
নিয়ে বৃহত্তর বঙ্গদেশ হবেই ঈনশাল্লাহ 🇧🇩🥰
We do not want to join with any terrorist country. We saw , "How indian hinuds treat with muslim". They act like an animal. So we do not want to join in any Terrorist country. So Stay away from Beautiful and peaceful Bangladesh.
বিমারু-গুজ্জু দাস হয়ে থাকা তোমাদের কাজ.... এর মাঝে আমাদের টান কেন ভাই? বহুত রক্তের বিনিময়ে হিন্দি সাম্রাসাম্রাজ্যবাদিদের মত অভিন্ন মানসিকতার নাপাকি সেনাদের থেকে মুক্তি পেয়েছি......
আপনারা আন্দলোন করে ভারত থেকে আলাদা হয়ে যান। আমরা সব বাংলা এক হয়ে যাই।
দেশটা এক হলে এই সমৃদ্ধ ঐতিহ্যের বাংলার অস্তিত্ব থাকতো? আপনাদের মেরুদণ্ড না থাকতে পারে কিন্তু আমরা আমাদের মাতৃভূমি বাংলার অস্তিত্বকে স্বতন্ত্রভাবে বাংলাদেশের মাধ্যমে বাংলার শীরদাড়া সোজা করে দাঁড় করিয়ে রাখবো তা যত রক্তই লাগে আমরা বারবার এই সুজলা সুফলা বাংলাকে বাংলাদেশের মাধ্যমে টিকিয়ে রাখবো ইনশাআল্লাহ🥰 কারণ আমরা মরতে জানি আমরা আঘাত পেয়েও শীড়দাড়া সোজা করে ঘুরে দাঁড়াতে পারি আর এভাবেই আমরা আজীবন আমাদের এই মাটিকে স্বতন্ত্রভাবে মাথা উঁচু করে দাঁড় করিয়ে রাখবো
শেখ হাসিনা পালাবার পর থেকে গানটি হাজার বা শুনেছি।যত শুনি তত দেশের প্রতি নতুন এক ভালোবাসা জন্ম নেয়।
Great Artists from Bangladesh salute from kolkata 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
বাংলাদেশের জাতীয় সংগীত এটাই হওয়া উচিত
NO,NO
গানটা শুনে আমার মন ভরে গেল।
অনেক সুন্দর হয়েছে গানটি।
❤ এগারটিকে দ্বিতীয় স্বাধীন বাংলাদেশের জাতীয় সংগীত করা হোক
Oshadharon! D L Roy would have been proud 🥲 of you all ! Salute !
Dr. Anwar Chowdhury
Andover, KS USA 🇺🇸
স্বাধীন বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে আমরা এই সংগীত চাই,
ইনকিলাব জিন্দাবাদ ২০২৪ বাংলাদেশ ২:
এটা একটা গানের থেকেও অনেক বেশি ঈশ্বরের প্রার্থনা।,,,,দারুণ প্রেজেন্টেশন
Ami India 🇮🇳 theka ei ganta sunxe. Ami ganta sune sotti chokher jol dhore rakhte parlam na 🥺🥺🥺🥲🥲🥲 love ❤you all
বাংলাদেশ থেকে ❤
এই গানটি আমার কলিজা💝🤝
দেশপ্রেমের আবেগময়ী কন্ঠ।❤️❤️❤️
Patriotic song 🎵 with an outstanding performances by the singer. . Thanks the entire team for their professional presentation of the song. Not many people is aware of the fact that this song was first recommended for India's national anthem ... Good wishes to Mr.P. Barua from Mumbai...
This wonderful patriotic song brings tears to my eyes.... Bangladesh live forever ❤
আমার জন্মভূমি।🇧🇩
School সময় কার কথা মনে পড়ে গেল গান শুনতে শুনতে ❤️😘। দেশের প্রতি ভালোবাসা আরো কিছুটা বেড়েগেলো❤️❤️❤️❤️
এই গানটা কও জাতীয় সংগীত করা হোক। একটা দেশ নিয়ে যে বিবরণ সবকিছুই আছে এই গানের ভিতরে অনুরোদ রইল এই গানটিকে জাতীয় সংগীত করার জন্য
গানটি শুনে আমি যেন এক অদ্ভুত শান্তি পেলাম ।
After a long time, sweet voice of Samina singing this classic sweet song.
I am crying. Yes, I don't want to go to paradise leaving my Jonmobhumi. But I am located far away from Bangladesh and can possibly never go there anymore.
Why things have changed so much?
Dear Jadab could you tell us where you live?
মাইকেল মধুসূদন দত্তের মত অবস্থা দেখছি আপনার।
Come and visit!
❤️❤️❤️
দাদা বাংলাদেশ এ আসুন বেড়িয়ে যান, নিজ মাতৃভূমির মাটির ঘ্রান শুকে যান,আপনারা তো আমাদেরই ভাই,কাঁটাতারের বেড়া আমাদের ভালবাসাকে আলাদা করতে পারবেনা❤️❤️❤️❤️
Simply beautiful 😊love and salute from India!
জাতীয় সংগীত চাই এটা❤❤
সামিনা চোধুরীকে দেখে সত্যিই মনটা ভালো হয়ে গেলো। সবসময় ভালো থাকুন-এই শুভকামনা রইল।
এই গানটির অভূতপূর্ব উপথপনার জন্য আপনাদের প্রত্যেক শিল্পীদের জানাই অসংখ্য ধন্যবাদ
জাতীয় সংগীত হওয়ার দাবি রাখে গানটি।
সিলন কে অনেক অনেক ধন্যবাদ জানাই পুরোনো গান গুলো তুলে আনার জন্য
কত সুন্দর হতো যদি কবির স্বপ্নের মতো বিশ্বের বুকে অখন্ড একটি বাংলাদেশ থাকতো? বিশ্বে বাঙালি জাতি আর দেশ বলতে একটি দেশ কেই চিনতো?কবির স্বপ্নের দেশ বাস্তবায়ন এ আমাদের পূর্বপুরুষরা ব্যর্থ 😢। আজ বাঙালি জাতি দুই দেশ এ বিভক্ত 😔।
অসাধারণ
Oshadharon laglo ganta. Thank you Seylon Tea 🍵
Probashi hoe Khub miss korchi amar jonmobhumi ke 😔 Bhogoban bhalo rakhuk sokol desher Rani Bharotborsho ke 🙏
- From Canada 🇨🇦, with Love ❤
Avi, do mind using the text of the language. If you speak in Bengali and use the English text or vice versa it seems very awkward and contrived.
I kept sobbing throughout, it was divine, celestial and timeless
Me too My Friend, Me too.
Great to be a part of the choir team ❤️
Very very impressive arrangement and vocal harmonies, awesome splendid presentation.
এই গানের জন্য ওনাকে আবারও জাতীয় পুরস্কার দেওয়া হোক❤
বাংলাদেশের জাতীয় সংগীত এটা হলে ভালো হতো।কিন্তু বর্তমান যেটা আছে সেটাও ভালো।
এই গানটা আমার খুব ভালো লাগে
জাতীয় সংগীতের উদ্দেশ্য যদি হয় দেশের প্রতি স্নেহ ভালোবাসা মমতা তাহলে প্রচলিত জাতীয় সংগীতের চেয়ে এটাই সেরা। কারণ এই গানের দ্বারা দেশের ও জন্মভূমি প্রতি ভালোবাসা আরো বেশি সৃষ্টি হবে
চোখের পানি ধরে রাখা যায় না, মারাত্মক গানের লিরিক্স। এটাই হোক আমার দেশের ২য় স্বাধীনতার জাতীয় সংগীত ❤❤❤
Wonderful song and what an exquisite performance rendered. What a song! Brings goosebumps. Samina sings superbly and one more gem from Partha Barua's vault. Well done and kudos to Seylong Tea.
Mesmerizing performance. Mr. Partha Barua and your team rocks. Waiting for more from you.
জাতীয় সংগীতের জন্য এই গানটা সবচেয়ে সেরা
Ami seylon music er niyomito dorshok...onnk valo lagar akthi gaan.. And valo lagar akjon manush samina mem,,,, sobai k thanks 🥰🥰🥰
এই গানটা শুনে দেশের বর্তমান অবস্তা ভাবলে চোখে জল চলে আসে,😪,,৬-৮-২০২৪ সৃতি হিসেবে রেখে গেলাম,😢😢
এত সুন্দর পরিবেশন করার জন্য Sylon music এর প্রত্যেক সদস্যকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন।
Salute Dwijendra La..apurba lekha
As an Indian I salute again..
Khub sundar, mon ta chuye gaylo....
Excellent, Extraordinary, Exquisite,Enthralling,Entertaining rendition,Samina ,along with your co-artists.Thank you so much for presenting this famous patriotic song of Immortal DL Roy.Obliged to Seylon music lounge for uploading this melody which will undoubtedly prevent our derailed young generation from turbulent music to a significant extent.Please keep it up.
এই গানটি জাতীয় সঙ্গীত হিসাবে চাই ❤❤
Outstanding Mesmerizing Patriotic Song
👌👌💠💖💠🎶🥁🎸
Amazing recreation and singing.. Kudos to the team. I wish the politicians could feel this
এই গানটি আমি যতবার শুনি ততবার এই গানের সুরে হারিয়ে যায়
গানটা যতোবার শুনি কেমন যেন হঠাৎ হঠাৎ শরীর শিউরে উঠে -মনটার ভেতর উত্তেজিত ভাব চলে আসে। আর মনের অজান্তেই ঠোঁট দুইটা গানের সাতে তাল মিলাইতে শুরু করে❤🥺
Long Live 🇧🇩 Bangladesh 🇧🇩
With Love From India
সে যে আমার জন্মভূমি,
ভালোবাসি তোমায়,তোমায় কেউ আঘাত করতে এলে তারা যেন আমার লাশের উপর দিয়ে যায়।ভালোবাসি তোমায় বাংলাদেশ।
Aato sundar geyechhen aapni monpraan bhore galo, aapnake ebong Bangla Desher sakol bhai bon ke antorik bhalobasa janai.
বিনম্র শ্রদ্ধা ও মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
বিনম্র শ্রদ্ধায় স্বরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতা ও ৩০ লক্ষ শহীদ যারা আমাদের প্রিয় 🇧🇩বাংলাদেশকে স্বাধীন করার জন্য হাসিমুখে জীবন বিসর্জন দিয়ে শহীদ হয়েছেন, যাদের আত্মত্যাগে ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের পরিপূর্ণ বিজয় পেয়েছি, আজ বাংলাদেশের ৫১ তম বিজয় দিবসে সেই সব বীর সেনানিদের স্মরণ, শ্রদ্ধা ও দোয়া কামনা করি এবং বাংলাদেশের স্বাধীনতার পক্ষের সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও মুজিবীয় অভিনন্দন।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু।❤❤