আয়ু বাড়ানোর Scientific উপায় কি? | Perspective Podcast | Ep #92 | Prof Dr Anupam Hossain | Yahia Amin

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 432

  • @souvikdas3235
    @souvikdas3235 11 месяцев назад +5

    এরকম humble মানুষ আমি খুব কমই দেখেছি বলতে হয়...just ভক্তি এসে গেল কথাগুলো শুনে ❤

  • @tazkiavoice
    @tazkiavoice Год назад +46

    স্যারের ভরাট কণ্ঠ শুনে আমার কান মৌ মৌ করছে। মানে এত সুন্দর কন্ঠ মানুষের খুবই কম হয় মাশাআল্লাহ ❤

  • @shahanazakter843
    @shahanazakter843 Год назад +41

    ডা. অনুপম স্যারকে চেহারায় চিনতে না পারলেও কন্ঠস্বর শুনে চিনতে পেরেছি। ধন্যবাদ ইয়াহিয়া স্যারকে চমৎকার আলোচনার জন্য।

  • @mirhossain5235
    @mirhossain5235 Год назад +22

    চট্টগ্রাম থেকে দেখছি। জীবনের একটা বড় সময় যাবৎ না চাইলেও হাঁটতে হতো। কারণ তখন পর্যাপ্ত গাড়ি ছিলোনা। কিন্তু গত ১ বছরে আমার হাঁটার পরিমাণটা অনেক কমিয়ে ফেলি। এখন মনে হয় আমার মানসিক চাপ, দুশ্চিন্তা, আতঙ্ক, হতাশা, অনিশ্চয়তা এগুলো যেন নিত্য সঙ্গী হয়েছে। জীবনের অর্থ কি ভুলে যাচ্ছি তবে!
    গত ২ মাসে বুঝেছি, নিজেকে বদলানো যুদ্ধ জয়ের মতো। আমি হার মানবোনা। আজ অনুপম স্যার এর কথা যেন আমাকে অতীতে ফিরিয়ে নিচ্ছে। ভাবছি, বাংলাভাষী প্রত্যেকটা মানুষের কাছে যদি ভিটিওটা পৌছানো যেতো।
    Here I got a great medication tip for my life.

  • @sultanmahmud3451
    @sultanmahmud3451 Год назад +236

    অসাধারণ অনুপম স্যারের বাচনভঙ্গি. ৯০ দশকের বিটিভি দেখা প্রজন্ম সবাই উনাকে চিনবে..এই শতাব্দীতে জন্ম নেয়া নতুন প্রজন্মের কাছে উনি একজন আগুন্তক🙂

    • @am_i_tahmidhasan
      @am_i_tahmidhasan Год назад +10

      True ভাই, আমার কাছে আগুন্তক 👀
      উনি কি বিটিভিতে কোন অনুষ্ঠান করতেন?
      অনুষ্ঠানের নাম কি ছিলো?

    • @ArifAhmad334
      @ArifAhmad334 Год назад +13

      @@am_i_tahmidhasan ক্রীড়াজগৎ।

    • @tanvirhasan3239
      @tanvirhasan3239 Год назад +14

      হঠাৎ করে উনাকে দেখে আমি অনেক নষ্টালজিক হয়ে গেলাম, আগে বিটিভিতে খেলাধুলা রিলেটেড একটা প্রোগ্রামে উনাকে প্রায়ই দেখা যেত।

    • @sazidhossain1594
      @sazidhossain1594 Год назад

      নতুন প্রজন্ম চিনে শুধু মোবাইল, অনুপম ভাইয়ার মতো গুণী মানুষকে চিনবে কিভাবে..!!!???

    • @masalam326
      @masalam326 Год назад +4

      Thumbline এ উনার ছবি দেখেই চিনেছি।

  • @md.mojnumiah3242
    @md.mojnumiah3242 8 месяцев назад +1

    অফিসে কাজের ফাঁকে হেড ফোন লাগিয়ে পুরো পডকাস্ট টি শুনেছি। অনেজ উপকৃত হলাম। অসংখ ধন্যবাদ প্রিয় ইয়াহিয়া আমিন স্যার ও অনুপম স্যার কে

  • @nasiruddindhruba
    @nasiruddindhruba Год назад +51

    অনেকদিনপর অনুপম স্যারকে দেখলাম।সেই বিটিভিতে খেলাধুলা বিষয়ক অনুষ্ঠানে দেখতাম নিয়মিত।
    অসাধারণ উপস্থাপনা শৈলী!

  • @paritoshnaskar4048
    @paritoshnaskar4048 10 месяцев назад +1

    ফোন না দেখলে জানবো কি করে আপনাদের এতো মূল্যবান বক্তব্য। এরকম অনেকে মূল্যবান বক্তব্য অনলাইনে দেন।

  • @abdulmazed9163
    @abdulmazed9163 Год назад +9

    এখানে ডাঃ সাহেব কিছু কঠিন অপ্রিয় সত্য কথা বলেছেন। আমাদের ছেলে মেয়েরা কোন ধরনের শরীরচর্চা করছে না, তারা মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে। এর জন্য বেশির ভাগ ক্ষেত্রে বাবা মায়েরাই দায়ী। কারন বাবা মায়েরাই মোবাইলে আসক্ত।

  • @swadhinrifat5887
    @swadhinrifat5887 Год назад +9

    ডাঃ অনুপম স্যার ❤ প্রিয় মানুষ। স্যারের জন্যে দোয়া ও শুভকামনা রইলো।

  • @salinaalam2372
    @salinaalam2372 Год назад +6

    এটাই সত্য যে আমরাই আমাদের সন্তানদের স্বার্থপর হিসাবে গড়ে তুলি।

  • @abubakarsiddiqueofficial6334
    @abubakarsiddiqueofficial6334 Год назад +5

    লন্ডন থেকে এই ভিডিও দেখছি হেটে হেটে শুনছি। আমাদের প্রতিদিন হাটতে হয়। চমৎকার লাগলো আপনাদের কথাগুলো।

  • @hijamahelplineoman196
    @hijamahelplineoman196 Год назад +3

    অনুপম স্যার কথার জাদুতে আমি পুরো অনুষ্ঠানটাই শুনতেছি। এত সুন্দর করে বাংলা বলা অসাধারণ।

  • @HafezaSharminAkter
    @HafezaSharminAkter Год назад +20

    ❝শ্রেষ্ঠ আমল হলো, আল্লাহর জন্যে ভালোবাসা এবং আল্লাহর জন্যে ঘৃণা করা।❞
    (আবু দাউদ)
    ✿ মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ)

    • @irinpervin1254
      @irinpervin1254 Год назад

      Who is abu dawud and their man made hand ? PLEASE share any Quran ayat.

  • @shamimayasmin9832
    @shamimayasmin9832 Год назад +12

    খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেলো ভিডিওটা। এত এত বেশি বেশি ভালো লাগলো আলহামদুলিল্লাহ মাশা আল্লাহ।

  • @salambiswas9664
    @salambiswas9664 11 месяцев назад +1

    খুব সুন্দর লাগলো।আপনাদের বচন ভংগি।উপদেশ গুলি অতি মুল্যবান। ডাঃ অনুপম সাহেবের কথা বলার কৌশল আমাকে আবেগ আপ্লুত করেছে।

  • @nowminmiraz4323
    @nowminmiraz4323 Год назад +8

    আমি জাস্ট অবাক আজকের অতিথিকে দেখে😮😮। আমি ছোটবেলায় উনাকে বিটিভিতে উনাকে খেলাধুলার বিভিন্ন প্রোগ্রামে উপস্থাপনায় দেখেছি। উনার নাম টা আমার ঠিক জানা ছিল না। আমি বিভিন্ন সময় উনাকে ইউটিউবে খুজেছি বিটিভির বিভিন্ন খেলাধুলা বিষয়ক প্রোগ্রামের নাম দিয়ে। জাস্ট অবাক হলাম উনাকে এভাবে ২০ বছর পর দেখতে পেয়ে। জাস্ট সারপ্রাইজড 😮😮

  • @sufianbaiyzeed4221
    @sufianbaiyzeed4221 Год назад +5

    খুব ছোট বেলায় ওনাকে বিটিভিতে খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান এ দেখেছিলাম।সময় সত্যিই দ্রুত যায়।

  • @MDarifulIslamRabbiMdarifulIsla
    @MDarifulIslamRabbiMdarifulIsla Год назад +13

    রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন-যে ব্যক্তি জ্ঞাতসারে তাঁর প্রতিবেশীকে ক্ষুধার্ত রেখে তৃপ্তিভরে খেয়ে রাত যাপন করে, সে আমার প্রতি ঈমান আনেনি। - তাবরানিঃ ৭৫১

  • @uttarapramanik7937
    @uttarapramanik7937 11 месяцев назад

    অনেক ধন্যবাদ ---ভালো থাকতে, শারীরিক ও মানসিক ভাবে সুস্থ থাকার যে সবথেকে সুন্দর পথের দিশা দেখিয়েছেন তা প্রনিধানযোগ্য। খুব সুন্দর।

  • @shariatullah7795
    @shariatullah7795 4 дня назад

    অনুপম স্যার,,,ইয়াহিয়া ভাই
    দুজন ভালো বাসার মানুষ,,
    ভালো থাকুক ভালো বাসার
    প্রিয় মানুষ গুলো,,,❤

    • @yahiaamin
      @yahiaamin  4 дня назад +1

      ধন্যবাদ!

  • @kanchontolagovt.primarysch7020
    @kanchontolagovt.primarysch7020 4 месяца назад

    খুব ভালো লাগলো।নিজেকেই অপরাধী লাগছে।বাচ্চারা মনে হচ্ছে আমাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে।

  • @sushamasushama6877
    @sushamasushama6877 Год назад +2

    এই পোডকাস্টগুলা স্কুল/ কলেজ/ অভিভাবকদের বাধ্যতামূলক দেখানো দরকার❤❤❤❤❤❤❤❤

  • @hajifarouk3035
    @hajifarouk3035 11 месяцев назад

    ডাক্তার অনুপম শাহেব সত্যিই হাঁডফুলি কথাবার্তার বলেন তাই ভাল লাগে।
    সত্যিই অনেক সোন্দর উপস্থাপন ধন্যবাদ

  • @heissegeist
    @heissegeist Год назад +3

    হঠাৎ চেহারা, ভয়েস শুনেই পরিচিত লাগলো। তৎক্ষণাৎ মনে পড়লো উনাকে বিটিভিতে দেখতাম সেই সম্ভবত ২০০০ সালের দিকে।

  • @naharkona4734
    @naharkona4734 Год назад

    শেষ দেখা প্রায় পঁচিশ বছর (আনুমানিক) আগে। কিন্তু দেখতে একি রকম আছো। দারুন ব্যাপার। এমনি থাক শেষ দিন পর্যন্ত। অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো বন্ধু ❤

  • @Infomama01
    @Infomama01 Год назад +12

    উনার ভয়েস সত্যিই অসাধারন।

  • @agamikal
    @agamikal 8 месяцев назад

    A great Man ever I seen Dr Anupom Hossain Sir. May Allah bless you always Dear Sir❤❤❤❤❤❤❤❤❤❤

  • @islamichealthtips3171
    @islamichealthtips3171 Год назад +1

    After long time,Anupom sirer voice shunlam,tnx to Yahia vhaiya..excellent discussion

  • @nilimaakther-er3pr
    @nilimaakther-er3pr Год назад +3

    আমার দেখা Yahia Vai এর Channel এ যাবত কাল যত Bodcast হয়েছে। এটাই সেরা ❤

  • @selinaakter-t9p
    @selinaakter-t9p Год назад +4

    আপনার গুরুত্বপূর্ণ আলোচনা আমার অনেক ভালো লাগলো, মানুুষ আপনার গুরুত্বপূর্ণ কথা শুনলে কাজে আসবে। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক আলহামদুলিল্লাহ 🌏🇧🇩❤️

  • @balaramsau7880
    @balaramsau7880 Год назад +2

    খুব সুন্দর একটি বক্তব্য,,,, সকলের প্রতি আহবান ভালো রাখার জন্য জয় মা জয় জয় গুরু জয়,,,

  • @kishorebiswas2455
    @kishorebiswas2455 Год назад +2

    Perfect balance means - I am not Bangali, I am not Muslim, I am not a body, I am a spirit. Spirit can't be destroyed, Spirit can't be burnt and Spirit can't be wet. This is the knowledge of my deep meditation for 30 years. I am from India. Wish you all the best to you all.

  • @am_i_tahmidhasan
    @am_i_tahmidhasan Год назад +5

    বাচনভঙ্গীটা অনেক সুন্দর 🙂

  • @km99999
    @km99999 Год назад +2

    1 am 66 , i walk every day ! Greetings Bangladesh 🇧🇩 from London UK 🇬🇧 .

  • @susantadey7376
    @susantadey7376 11 месяцев назад

    স্যার আপনার অসাধারণ কন্ঠস্বর, আপনার কথা মন্ত্রমুগ্ধের মত খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমার হাঁটতে খুবই ভালো লাগে।

  • @abdulmazed9163
    @abdulmazed9163 Год назад +1

    আমার একটি অনুরোধ আছে ইয়াহিয়া আমিনের কাছে। তা হলো, শিক্ষা মন্ত্রনালয়ের একজন বড় কর্মকর্তাকে এখানে আমন্ত্রণ করা হোক। বর্তমানের অনেক কিন্ডারগার্টেনগুলো দেখা যায় কোন খালি জায়গা নেই যে ছেলে মেয়েরা একটু খেলবে। এবং কিন্ডারগার্টেন তৈরির নীতিমালাতে যেন থাকে কমপক্ষে কিছু জায়গা যেন থাকে ছেলে মেয়েরা যেন একটু খেলাধুলা করার জন্য। এই আলোচনা যেন করা হয়। ধন্যবাদ

  • @Farjananila02
    @Farjananila02 Год назад +2

    প্রতিটা কথা সত্য খুব সত্য খুবই যুক্তিযুক্ত...

  • @mdasad2641
    @mdasad2641 Год назад +11

    অনেক কিছু শেখার আছে এই ভিডিও থেকে ❤ তাই পুরোটাই দেখলাম মনোযোগ দিয়ে ❤

  • @sangeetabiswas1356
    @sangeetabiswas1356 Год назад

    অসাধারণ প্রতিবেদন,👌👍 আপনাদের এত‌ সুন্দর ও আকর্ষণীয় যুক্তিপুর্ণ আলোচনা শুনে, আমি প্রতিজ্ঞা করলাম, আগামী কাল থেকে আমি ও আমার মেয়ে হাঁটতে বেড়বো

  • @sikhasarkar756
    @sikhasarkar756 Год назад

    অসাধারণ কন্ঠস্বর ঈশ্বর প্রদত্ত। পাশা পাশি বিষয়ের প্রতি গভীর জ্ঞান। উপস্থাপক কে ধন্যবাদ। ডাক্তার বাবু ভালো থাকুন।

  • @MdKhan-hy3lz
    @MdKhan-hy3lz Год назад

    হঠাৎ চোখ টা আটকে গেল।।।লোকটাকে খুব চেনা চেনা লাগে।।কিন্ত মনে করতে পারিনা।।❤❤তাই কমেন্ট বক্সে আগমন😊😊

  • @shahnazkabir1
    @shahnazkabir1 11 месяцев назад

    An excellent discussion! It was a pleasure to listen to this guest . So articulate in his speech! Jazak Allahu khayr

  • @ArifAhmad334
    @ArifAhmad334 Год назад +4

    প্রিয় উপস্থাপক অনুপম হোসেনকে অনেক দিন পর দেখলাম

  • @amarsurokkha
    @amarsurokkha Год назад +13

    স্যারকে 🎉🎉 দীর্ঘ জীবি হোক আপনার জীবন🎉🎉🎉❤❤❤।

  • @JamshedAlam-z8d
    @JamshedAlam-z8d Год назад +3

    onar kotha bolar style just wow

  • @subirchakraborty1780
    @subirchakraborty1780 Год назад

    অসাধারণ আলোচনা খুব খুব খুব ভালো লাগলো প্রত্যেকটা মানুষের শোনা উচিত খুব ভালো থাকবেন।

  • @piyalichowdhury8155
    @piyalichowdhury8155 10 месяцев назад

    Thanks a lot 🙏,Dr.piyali chowdhury, I m already doing this for us

  • @prime-ki5xy
    @prime-ki5xy Год назад +1

    অসাধারণ বক্তব্য। ভাস্যকার দুজনকেই অভিনন্দন।

  • @surovimahmuda7773
    @surovimahmuda7773 Год назад

    অনুপম!!আমাদের ব্যাচের বন্ধু।অভিনন্দন বন্ধু।

  • @ferdousyakter9673
    @ferdousyakter9673 11 месяцев назад

    অসাধারণ ❤❤ স্যারের কথা র বাচনভঙ্গি।

  • @harunorrashid1633
    @harunorrashid1633 8 месяцев назад

    সত্যি বলতে অসাধারণ ❤
    অনেক বেশি ভালো লাগে

  • @mdsuzaur7084
    @mdsuzaur7084 Год назад +1

    আলহামদুলিল্লাহ আমি হাঁটি নিয়মিত, কিন্তু হাঁটা যে সবার দরকার তা নিজ পরিবারে প্রতিষ্ঠিত করতে পারি নাই, বাসাতে বললে বাসার সবাই হাঁটতে কেন হবে এটা নিয়ে প্রতিবাদ করে।

  • @mdmazaharulislampalash9660
    @mdmazaharulislampalash9660 Год назад

    আলহামদুলিল্লাহ সিঙ্গাপুরে অবস্থান করছি। ইয়াহিয়া আমিন স্যার যে কথাটি বলেছেন পুরোপুরি সত্য। সিঙ্গাপুরে শুধুমাত্র লং হাইওয়ে বাদে প্রত্যেকটি রাস্তার দুই পাশে ওয়াকওয়ে আছে এবং এখানকার মানুষ প্রচুর হাঁটাহাঁটি করে এবং সাইক্লিং করে।

  • @asitkumar9117
    @asitkumar9117 Год назад +1

    খুব ভাল লেগেছে, আপনাকে অনেক ধন্যবাদ এমন সুন্দর আলোচনার জন্য

  • @fbb2489
    @fbb2489 Год назад +1

    Thanks both of you. Throughly I enjoyed your excellent presentation.

  • @shalenaakter9673
    @shalenaakter9673 Год назад +3

    Our well-spoken icon from BTV Era,Nostalgic !

  • @tusharimran-x8p
    @tusharimran-x8p Год назад +1

    ❤❤❤Uvoyyer Jonno e Sovu kamona Roillo special thanks to love YOU ❤❤❤

  • @hasinakarim4517
    @hasinakarim4517 11 месяцев назад

    আপনার জন্য দোয়া রইল।
    ভালো পরামর্শ জন্য

  • @nasrinsultana8662
    @nasrinsultana8662 Год назад +2

    Ma Sha Allah TabarakAllah ❤
    Really informative discussion.
    Jazakumullahu Khairan.

  • @asishchakraborty9432
    @asishchakraborty9432 Год назад

    Khub sundar pratibedan
    Thank you both ❤❤

  • @Iamnishorgo
    @Iamnishorgo Год назад

    আমার শৈশব, কৈশোরে শোনা সেই কন্ঠ, দু:খজনক ভাবে উনার নাম মনে ছিলো না, ইয়াহিয়া আমীন ভাইকে অনেক ধন্যবাদ এই চমৎকার পডকাস্টটি করার জন্যে, খুব ভালো লাগলো।

  • @mdsumon-en5cz
    @mdsumon-en5cz Год назад +1

    Anupom sir one of the genius person❤️❤️and ❤️❤️her voice ausome👌👌

  • @sripatimukhopadhyay5504
    @sripatimukhopadhyay5504 Год назад

    Dhanyabad Dr. Anupam.
    Khub valo laglo aapnar baktabya. Ami West Bengal theke shunchhi.

  • @rezaulhoque76
    @rezaulhoque76 Год назад

    Dr. Anupom Hossain sir , k Onek din por dekhlam,

  • @mohammadrahman6921
    @mohammadrahman6921 10 месяцев назад +1

    ❤ শুভেচ্ছা স্বাগতম অভিনন্দন থাকিবে অটুট বন্ধন নিউইয়র্ক থেকে আমিও আছি আপনার সাথে ✌ বন্ধুত্বের বন্ধনে ✌ ❤

  • @shohrabmia681
    @shohrabmia681 Год назад +1

    Very important discussion for our lives.

  • @mdsadek8354
    @mdsadek8354 11 месяцев назад

    খুবই চমৎকার আলোচনা।
    ধন‍্যবাদ স‍্যার।

  • @bablideb5191
    @bablideb5191 Год назад

    Topic ta sateeyi asadharan. Khubee bhalo laglo. Next projonmo eta theke anek kichu shikhte par mababar prati kartabhya. Dhanyavaad😊🙏

  • @mahadebchandramandal6957
    @mahadebchandramandal6957 11 месяцев назад

    Good topic for the present and next generation. Need more discussion.

  • @bhaskardatta7181
    @bhaskardatta7181 11 месяцев назад

    56:45 Excellent discussion.
    Learn from it.
    I am from Kolkata.
    My son is having partially disabled with low IQ. I work outside and meet family once in 15 days. Started counting days , month when I shall retire and permanently stay with family.
    Every month end , I write a no. in a wall , 38,37,36,35 month more and I show my son thru vedio call that I am coming to you after 35 month.
    when I write no. in the wall and show him , he ask me same question everytime what you will do after Jan 27.

  • @abdulprodhan3576
    @abdulprodhan3576 11 месяцев назад

    Thank you,❤

  • @simplicitybymumu9386
    @simplicitybymumu9386 Год назад

    Cricket and desher system er true image Niye eto fearlessly shundr kore bole chen uni.... Impressive

  • @NiharikaKaran-r9p
    @NiharikaKaran-r9p Год назад

    Thanks for accommodating.

  • @rubaiyathasan5135
    @rubaiyathasan5135 Год назад +14

    As always, awesome podcast. I have been missing that soft calm voice of Dr Anupam since I heard him in the commentary box I think about 20 years ago. Glad to hear him again!! A big thanks to Yahia Amin vai for inviting him!!

  • @khanfx123
    @khanfx123 11 месяцев назад

    অনুপম ভাইকে দেখেছিলাম পোকন ভাইয়ের মেয়ে মিতার বিয়েতে। অসাধারণ একজন মানুষ সৌভাগ্য বোধ করি এমন একজন মানুষের সঙ্গে দেখা হয়েছিল এটা ভেবে।

  • @nazmaalam1624
    @nazmaalam1624 Год назад

    Onekkhon dhorey shunchilem apneder ae valuable advise gulo.khubeee bhalo laghlo.Aro chai ae dhoroner ...

  • @anjanaroy3571
    @anjanaroy3571 Год назад

    khub sundar alochan ,doctor babuke asnkhya dhanyabad

  • @lilabiswas189
    @lilabiswas189 Год назад

    Many many thanks for your good wishes

  • @maladas5880
    @maladas5880 Год назад +1

    অনেক চমৎকার আলোচনা দুই জনকে ধন্যবাদ।

  • @shagorseg4793
    @shagorseg4793 8 месяцев назад

    Thanks a lots for exposing programme. In fact so kind of programme is enchanting for health benefits. I am impressed to hearing about the programme. Dear sir, Next programme hopefully should done about yoga exercise and foods related healthful.

  • @mahmudaakter2574
    @mahmudaakter2574 Год назад +1

    অনেক দিন না দেখায় উনাকে চিনতে সময় লেগেছে।উনার কণ্ঠের জন্য চিনতে পেরেছি

  • @mdmedul2550
    @mdmedul2550 Год назад +1

    thank you so much sir, apnar video gula theke, ami onek onek ki sikhi ❤❤❤

  • @sudipsarkar9513
    @sudipsarkar9513 Год назад +1

    আলোচনার ধারাবাহিকতা চলমান থাকুক। 🙏🙏🙏🙏🙏🙏

  • @MdMunna-oy4rt
    @MdMunna-oy4rt Год назад

    এই গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনারা

  • @sultanar3236
    @sultanar3236 Год назад

    Excellent sir
    Very helpful. Very esentual❤

  • @HaiderAli-qr4es
    @HaiderAli-qr4es Год назад +2

    মনটা ভরে গেল ❤❤❤

  • @md.shamimreza4218
    @md.shamimreza4218 Год назад +1

    অসাধারণ উপস্থাপনায় চমৎকার একটা বিষয়ে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছো বন্ধু। আশা করি এ অনুষ্ঠান দেখে অনেকেই অনুপ্রাণিত ও উপকৃত হবে। ভালো থেকো বন্ধু।
    আবারও ধন্যবাদ!! 🙂🙂🙂

  • @roriquechowdhury2595
    @roriquechowdhury2595 Год назад +1

    ধন্যবাদ স্যার আপনাকে খুবই সুন্দর পরামর্শ দেওয়ার জন্য আপনাকে স্যালুট

  • @kudratullah6179
    @kudratullah6179 11 месяцев назад

    স্যার অসাধারণ আলোচনা। ভিডিও একটু শর্ট করিলে ভালো হয়।

  • @TAPADARTHANBIR
    @TAPADARTHANBIR Год назад

    We just loved it.Thank you so much Mr Yahia Amin.

  • @parvinshahanaz-uh3zr
    @parvinshahanaz-uh3zr Год назад

    অনেক চমৎকার আলোচনা। ধন্যবাদ স্যার বেচেথাকুক আমাদের মাঝে।

  • @purbadribanerjee3289
    @purbadribanerjee3289 Год назад

    ❤❤❤Thanks a lot both of you❤❤ from Assam..guwahati

  • @notesbydaria
    @notesbydaria 4 месяца назад

    শুরুটা অনবদ্য ছিলো, জাস্ট ওয়াও

    • @yahiaamin
      @yahiaamin  4 месяца назад

      Thanks for watching!

  • @AEM71
    @AEM71 Год назад

    সময়োপযোগী ও প্রয়োজনীয় আলোচনার জন্যে ধন্যবাদ

  • @gymlifepll9662
    @gymlifepll9662 Год назад

    Exactly ,it is 100% ..
    I'm a fitness instructor n I believe it... it's miracle

  • @mdabdulhai7451
    @mdabdulhai7451 11 месяцев назад

    বৃদ্ধ-বাবা মায়েদের নিয়ে এইরকম একটা Program করলে হয়ত ছেলেমেয়েরা এটা বুঝতে চেষ্টা করতে পারে ।।

  • @manoranjandey7935
    @manoranjandey7935 Год назад

    Asadharon bolechhen Sab Mulyaban Kathagulo bolechhen.

  • @nageshbhattacharyya1159
    @nageshbhattacharyya1159 11 месяцев назад

    Khoob sundar proyash..

  • @anjalidas7625
    @anjalidas7625 11 месяцев назад +3

    একদিন আসবে যখন শুধু হিমু হাঁটবে , আর আমরা অবাক হয়ে দেখবো।