জীবন্ত সমাধির রহস্য উন্মোচন || Tomb of Azimunnisa Begum || Murshidabad

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024
  • নবাব মুর্শিদকুলি খাঁর মেয়ে আজিমুন্নিসা। নবাব পরিবারের অত্যন্ত প্রভাবশালী নারী ছিলেন তিনি। মুর্শিদকুলি খাঁর মৃত্যুর পর তার স্বামী সুজাউদ্দিন ও পরে ছেলে সরফরাজ খাঁ বাংলার নবাব হন। আজিমুন্নিসার মৃত্যুর পর তাঁকে সমাধিস্থ করা হয় মুর্শিদাবাদের মহিমাপুরে। সমাধি সংলগ্ন আছে একটি মসজিদটি কিন্তু সেটা আজ পুরোই ধবংসপ্রাপ্ত। শুধু একটি দেয়ালের অংশবিশেষ আজও দাঁড়িয়ে রয়েছে। মুঘল স্থাপত্যে গড়া প্রধান ফটক দিয়ে ভেতরে ঢুকলে সোজা একটি পথ উঠে গেছে উঁচু একটি মঞ্চের মতো ঢিবির উপর। এই ঢিবির উপর রয়েছে ফুলের বাগান। কথিত আছে, একসময় কঠিন ব্যধিতে আক্রান্ত হয়ে পড়েন আজিমুন্নিসা এবং হাকিমের নিদান অনুযায়ী জীবন্ত মানুষের কলিজা মিশ্রিত ওষুধ খেয়ে সুস্থতা লাভ করেন। কিন্তু সুস্থ হয়ে ওঠার পরেও কলিজা খাওয়ার অভ্যাসটি তিনি পরিত্যাগ করতে পারেননি। অনেকে বলেন, তিনি শিশুদের কলিজা খেতেন। বলা হয়, এর ফলে বহু নগরবাসী ও হেরেমবাসীদের প্রাণনাশও করেছেন। আজিমুন্নিসাকে ‘কলিজাখালী’ বলেও অনেকে অবহিত করেন। আজিমুন্নিসার মৃত্যু নিয়ে আরও নানা গল্প-গুজব ও রহস্য রয়েছে। মৃত্যুর প্রায় তিনশো বছর পরে সেই গুজব ও রহস্যের সত্য উদঘাটন করার জন্যই আজকের এই ভিডিও। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। মুর্শিদাবাদের সঠিক ইতিহাস জানার জন্য কিছু নির্ভরযোগ্য বইয়ের রেফারেন্স দিলাম। যেখানে এই ধরনের কোনো তথ্য পাবেন না তবে বর্তমানে কিছু লেখক এটাকে প্রচলিত গল্প হিসেবে তাদের বইয়ে উল্লেখ করেন যার কোনো ঐতিহাসিক প্রমাণ নেই।
    1. HISTORY OF BENGAL: SIR JADUNATH
    SARKAR
    2. বাংলা ইতিহাস: শ্রীকালীপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়
    3. মুর্শিদাবাদের ইতিহাস : শ্রীনিখিলনাথ রায়
    4. মুর্শিদাবাদ কাহিনী: শ্রীনিখিলনাথ রায়
    5. LIFE AND TIME OF CANTOO BABOO.
    6. HISTORY OF BENGAL: DR. A.C. ROY
    7. THE MUSNUD OF MURSHIDABAD: P.C.MAJUMDAR
    8. মুর্শিদাবাদ থেকে বলছি : কমল বন্দ্যোপাধ্যায়।
    9. সিয়ার উল মুতাক্ষরীণ -সৈয়দ গোলাম হোসেন খান তবতবায়ি।
    10. রিয়াজ উস সালাতিন -গোলাম হোসেন সলিম।
    11. তারিখ ই বাঙ্গালা - মহাবত জঙী -ইউসুফ আলী খান।
    12. নওবাহার ই মুর্শিদকুলি খানি -আজাদ আল হোসায়নি।
    13. তারিখ ই বাঙ্গালাহ্- মুনশি সলিম উল্লাহ।
    If you have any suggestions please feel free to contact me through : manasbangla9@gmail.com
    Stay Connected with me on Social Network :
    Twitter : / manasbangla
    Facebook : / manasbangla
    Instagram : / manasbangla
    #আজিমুন্নিসা#আজিমুন্নিসাবেগম#আজিমুন্নিসারজীবন্তসমাধি#আজিমুন্নেসা_বেগম#আজিমুন্নেসার_কাহিনী#azimunnisa_begum_disease#azimunnisa_begum_pictures#kalija_khaki_begum#azmat_un_nisa_begum#Nawab_of_Bengal#Manas_Bangla#মানস_বাংলা#আজিমুন্নেসা_বেগমের_জীবন্ত_সমাধি#The_grave_of_Azimunnisa_Begum

Комментарии • 472