নবাব মুর্শিদকুলি খাঁর মেয়ে আজিমুন্নিসা। নবাব পরিবারের অত্যন্ত প্রভাবশালী নারী ছিলেন তিনি। মুর্শিদকুলি খাঁর মৃত্যুর (1727) পর তার স্বামী সুজাউদ্দিন ও পরে ছেলে সরফরাজ খাঁ বাংলার নবাব হন। আজিমুন্নিসার মৃত্যুর (1734)পর তাঁকে সমাধিস্থ করা হয় স্বাভাবিক ভাবেই। জীবন্ত সমাধি একটি কাল্পনিক গল্প ও লোকমুখে প্রচলিত যার কোনো ঐতিহাসিক ভিত্তি নেই। আজিমুন্নিসার কথা মতোই আলিবর্দি খান বিহারের শাসন কর্তা হয়েছিলেন প্রথম জীবনে। শেষ বয়সে সুজাউদ্দিন আজিমুন্নিসার কথা মতোই চলতেন তাই এই মহীয়সী মহিলার মৃত্যু কে নিয়ে এই ধরনের মিথ্যাচার এই মুহুর্তেই বন্ধ হওয়া উচিৎ বলে আমরা মনে করি।
বাহ্, মানস দা! অসাধারণ একটা কাজ করেছেন আপনি দাদা সত্যিই। যার নামে এই মুর্শিদাবাদ, সেই নবাবকন্যা আজিমুন্নিসার আত্মা নিশ্চই আপনার নিকট তাদের কৃতজ্ঞতা প্রকাশ করছেন এতক্ষনে
বেশি কিছু বলব না, কিন্তু একটা কথা বলতেই হয় আপনার এই ঐকান্তিক প্রচেষ্টার ফলস্বরূপ একজন ধর্মপরায়ণ নারী (একাধারে নবাবপত্নী, কন্যা ও মাতা) হয়ত এই কলংক থেকে বেরিয়ে আসতে পারবে। আপনার প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা রইল.. দাদা।
You are great dada...Akjon Manusher upor theke bodnamer aboron shoriye sotto ti shamne niye ashar jonno apnake Dhonnobad janachi from bottom of my heart..
একজন বাংলাদেশের মানুষ হিসেবে আমার খুবই ভালো লেগেছে। সত্যকে মানুষের সামনে তুলে ধরার আপনার নিরন্তর প্রয়াসকে। সত্যের সাথে এগিয়ে যান। ভালো থাকুন এই শুভ কামনা।
*জীবন্ত সমাধির রহস্য উন্মোচন। ভীষন ভালো লাগলো ভিডিও টি দেখে।* অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এমন সচেতনতা মূলক পোস্ট টি তুলে ধরায়। আরো দেখার আশায় 🙏🌷💞 পরীক্ষিৎ বাবুকে ও অনেক শুভেচ্ছা
খুব ভালো লাগলো দাদা আমরাও কিছুদিন আগে ঘুরে এলাম ওখানে আমাদেরও এক কথাই বলা হয়েছিলো সত্যি ঘটনাটা জেনে ভালো লাগলো, এরকমই আরও সত্য তথ্য সংগ্রহ করে আমাদের সামনে উত্থাপন করুন আপনি এটাই কাম্য, ভালো থাকবেন 🙏
Great dada...abar etai proman holo je satty kakhono gopon thakena...apnake asankho dhannobad asol itihas take amader samne tule dharar jonno...hatsoff both of you...Regards, Abhinaba Bhowmick
আমি মুর্শিদাবাদ ভ্রমণের সময় এরকম একটি কাল্পনিক গল্প শুনেছিলাম । বিশ্বাস করিনি । আজিমুন্নেসা সম্ভবত একজন ধর্মপ্রাণ মহিলা ছিলেন । বিষয়টির সত্যতা যাচাই করে একটি ভিডিও করবেন আশা করি ।(বাংলাদেশ থেকে)
আজ এযুগের লুৎফুন্নিসার কথা শুনলাম, ভীষণ ভালো লাগলো, আমাদের প্রিয় নবাবের এবং ইতিহাসের ভুল ভ্রান্তি দূর করার জন্য উদ্যোগ নেওয়া অবশ্যই প্রয়োজন, এ জন্য আরও অনেক সমর্পিতা দরকার, আমার শ্রদ্ধা ভালোবাসা ও প্রার্থনা রইল ঈশ্বরের কাছে আপনারা সফল হোন
Thank you sir... ami kolkatai thaki amr jonmo Murshidabad a .... ami o Hajar duyari ghurte giye ai golpo sune6ilam..... Thank you asol sotti ta jananor jonno..... Murshidabad er video khub valo lage dekhte....
নমস্কার......! দাদা, আমি বাংলাদেশ থেকে মানস বাংলা চ্যানেলের নিয়মিত পোষ্টগুলি দেখি এবং যৌক্তিকতার সাথে সত্য ইতিহাস জানতে পেরে অনেক উপকৃত হই। সেজন্য- "মানস বাংলা" চ্যানেলের এডমিনকে জানাই অনেক অনেক ধন্যবাদ.....! ইতিহাসের এমন একটা বাস্তব সত্যের রহস্য উন্মোচন এর আগে কেউ করেন নি। দাদা আপনার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে সৌভাগ্য এবং মঙ্গল কামনা করছি। এ.আর.রনি বাংলাদেশ।
Dhanyobad ei videotar janyo, aamio jakhan murshidabad ghurte giechhilam takhono guide ra ei galpota bolechhilo, kintu aamar ekta sandheho chhilo je eta satyi noy, banano , tabe aaj aapnar vediota dekhe aamar sei sandhehota kete gelo, aabaro dhanyobad aapnake
Million kudos on your endeavour and strive to project the true and pure history of the Bengal..I personally believe that history should be original..pure..unadulterated/uncontaminated...because we humans need to learn a lot from history......you r doing a very good job....keep it up. May God bless you.
আপনি একটা সত্যি ঘটনা নিয়ে আসার জন্য ধন্যবাদ ভাই কিন্তু এই যে ওখানে যারা গাইড মিথ্যা কথা বলার জন্য ওদের উপর মিথ্যা মামলা করার দরকার কারণ ওদের উপর মামলা করার প্রয়োজন সরকারের কাছে ওদের উপর মামলা করার অনেক জরুরী ইতিহাসের একটি ভাল মানুষকে ওরা খারাপ বানিয়ে দেয় এদের উপর মামলা করার ) Good job 🤔🤔🤔🤔
আপনি ঠিকই বলেছেন কারণ মুর্শিদ কুলি খান মারা যাওয়ার অনেক পরে মারা যান আজিমুন্নিসা তখন নবাব সুজাউদ্দিনের বয়স প্রায় ৫৯ বছর। আর আজিমুন্নিসা যথেষ্ট প্রভাবশালী ছিলেন এবং তাঁর কথাতেই আলিবর্দি খাঁ বিহারের নায়েব নাযিম হিসেবে দায়িত্ব পান। প্রথম জীবনে স্বামীর সাথে সম্পর্ক না থাকলেও পরবর্তী সময়ে সুজাউদ্দিনের সাথে সম্পর্ক অনেকটা ঠিক হয়। সুতরাং মুর্শিদ কুলি খান ও সুজাউদ্দিনের সম্পর্কে এই জীবন্ত কবরের গল্প একপ্রকার অপপ্রচার ছাড়া কিছু নয়। আর যেহেতু আজিমুন্নিসার কথা মতো আলিবর্দি খাঁ বিহারের শাসক নিযুক্ত হন ও পরবর্তীকালে বেইমানি করে এই আজিমুন্নিসার একমাত্র ছেলেকেই হত্যা করে আলিবর্দি খাঁ তাই বাংলার মানুষ এই ব্যাপারটা মেনে নিতে পারেনি এবং বাংলার মানুষের কাছে আজিমুন্নিসাকে ছোট করার জন্য এই ধরনের মিথ্যা কলংক আলিবর্দির পরিবার রটিয়েছিল কিনা সেটাও সন্দেহ থেকে যায়। যদিও ততকালীন ঐতিহাসিকগন এব্যাপারে কিছু লিখে যাননি।
অনেক ধন্যবাদ আপনাকে সঠিক সত্য জানানোর জন্য। অনেক বছর আগে আমিও এরকম মিথ্যা এবং আজগুবি গল্প শুনে এসেছিলাম ওখানে বেড়াতে যেয়ে। আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
Manas dada onek dhonobad apnake prokrito shotto ta ke tule dhorar jonno. Ekjon dhormopran o valo manush ke tar mrittur poreo opobad deya khubi jogonno kaj boiki kichu noy. Ami khubi appropriate korsi apnader mohot uddogh ke.
দাদা সরকারি নথিপত্রে কি অাজ থেকেই এই ঐতিহাসিক হারিয়ে যাওয়া সত্য ঘটনাগুলো লিপিবদ্ধ করে রাখার ব্যাবস্হা করা যায় না, যাতে করে অামাদের পরবর্তি প্রজন্ম যেনো অামাদের মতো কোনো বিভ্রন্তিতে না পরে.....!
নবাব মুর্শিদকুলি খাঁর মেয়ে আজিমুন্নিসা। নবাব পরিবারের অত্যন্ত প্রভাবশালী নারী ছিলেন তিনি। মুর্শিদকুলি খাঁর মৃত্যুর (1727) পর তার স্বামী সুজাউদ্দিন ও পরে ছেলে সরফরাজ খাঁ বাংলার নবাব হন। আজিমুন্নিসার মৃত্যুর (1734)পর তাঁকে সমাধিস্থ করা হয় স্বাভাবিক ভাবেই। জীবন্ত সমাধি একটি কাল্পনিক গল্প ও লোকমুখে প্রচলিত যার কোনো ঐতিহাসিক ভিত্তি নেই। আজিমুন্নিসার কথা মতোই আলিবর্দি খান বিহারের শাসন কর্তা হয়েছিলেন প্রথম জীবনে। শেষ বয়সে সুজাউদ্দিন আজিমুন্নিসার কথা মতোই চলতেন তাই এই মহীয়সী মহিলার মৃত্যু কে নিয়ে এই ধরনের মিথ্যাচার এই মুহুর্তেই বন্ধ হওয়া উচিৎ বলে আমরা মনে করি।
মুশিদাবাদের ইতিহাস ভারত বর্ষের জন্য অত্যান্ত সমৃদ্ধ ইতিহাস। তা যেন রাজা রানির কিচ্ছা কাহিনি বানিয়েন না, দয়া করে।
সহমত
11
:: : a ⁰⁰
K
বাহ্, মানস দা! অসাধারণ একটা কাজ করেছেন আপনি দাদা সত্যিই। যার নামে এই মুর্শিদাবাদ, সেই নবাবকন্যা আজিমুন্নিসার আত্মা নিশ্চই আপনার নিকট তাদের কৃতজ্ঞতা প্রকাশ করছেন এতক্ষনে
আপনারা ঘটনাস্থলে 5, 6 জন পর্যটকদেরকে সঠিক তথ্য দিলেন। আবার আপনাদের ইউটিউব এর মাধ্যমে 42 হাজার লোকের কাছে সঠিক তথ্য পৌঁছে দিলেন । অনেক অনেক ধন্যবাদ
আমিও এতদিন কলিজা খাবার গল্পটাই জানতাম। কিন্তু আজ আপনার কাছ থেকে তথ্য পেয়ে ভুলটা ভাঙল। ধন্যবাদ মানসবাবু।
Thank you Manas Babu, vul ta vanagonor jonyo
বেশি কিছু বলব না, কিন্তু একটা কথা বলতেই হয় আপনার এই ঐকান্তিক প্রচেষ্টার ফলস্বরূপ একজন ধর্মপরায়ণ নারী (একাধারে নবাবপত্নী, কন্যা ও মাতা) হয়ত এই কলংক থেকে বেরিয়ে আসতে পারবে। আপনার প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা রইল.. দাদা।
Nice very nice
But ara dujon mittha bolse
Tai aktu hashi o asce
Klongko niye ke bacte cay blen
You are great dada...Akjon Manusher upor theke bodnamer aboron shoriye sotto ti shamne niye ashar jonno apnake Dhonnobad janachi from bottom of my heart..
Akdom thik bolechen
আমরাও ঐ মিথ্যে গল্পটাকে সত্যি বলে জানতাম,, আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো প্রিয় দাদা৷ ❤❤❤
একজন বাংলাদেশের মানুষ হিসেবে আমার খুবই ভালো লেগেছে। সত্যকে মানুষের সামনে তুলে ধরার আপনার নিরন্তর প্রয়াসকে। সত্যের সাথে এগিয়ে যান। ভালো থাকুন এই শুভ কামনা।
বাংলাদেশ থেকে ,সত্যিই খুব অসাধারণ মানুষ বাংলা চেনেল টি । হারিয়ে যাওয়া অনেক ইতিহাস উপস্থিত করতে পারায় ধন্যবাদ।👍
I am very pleased to know. about the real matter of Ajimunnesha Begum. Thank you.
অভূতপূর্ব রহস্য উন্মোচন করলেন দাদাভাই,আমরা যখন মুর্শিদাবাদ বেড়াতে গিয়েছিলাম তখনও এই গল্পটাই শুনেছিলাম।
Hm abr kobe asbe
Very good and real history of Murshidabad we know from yr video. Thanks Dada.
দাদা, এত সুন্দর ভাবে সত্যকে তুলে ধরার জন্য আপনাকে অসংখ ধন্যবাদ। ( বাংলাদেশ থেকে আপনার জন্য ভালোবাসা রইল)
*জীবন্ত সমাধির রহস্য উন্মোচন। ভীষন ভালো লাগলো ভিডিও টি দেখে।* অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এমন সচেতনতা মূলক পোস্ট টি তুলে ধরায়। আরো দেখার আশায় 🙏🌷💞
পরীক্ষিৎ বাবুকে ও অনেক শুভেচ্ছা
ধন্যবাদ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ,অনেক কিছু শিখলাম
amazing information dada..
thank you
6
Onek donnobad dada, valo thakben sob somoy..👍👌
Very helpful information thanks 👍
আপনাকে অশেষ ধণ্যবাদ ,,সত্য উদঘাটনের জন্যে।
Bangladesh theke dekhlam. Shothik etihash tule dhorechen. Dhonnobad onek onek Apnader.
অসাধারন উপস্থাপনা ,খুব সুন্দর, ধন্যবাদ বন্ধু
খুব ভালো লাগলো দাদা আমরাও কিছুদিন আগে ঘুরে এলাম ওখানে আমাদেরও এক কথাই বলা হয়েছিলো সত্যি ঘটনাটা জেনে ভালো লাগলো, এরকমই আরও সত্য তথ্য সংগ্রহ করে আমাদের সামনে উত্থাপন করুন আপনি এটাই কাম্য, ভালো থাকবেন 🙏
সত্য ঘটনা জানতে পেরে অনেক ভালো লাগছে,আর আপনার ভিডিও গুলো অনেক সুন্দর। ধন্যবাদ ভাই।
সত্যিই কোনো ইতিহাসে পাইনি, তবে এই কলিজাখাকীর গল্পটি বেশ প্রচারিত। তবে আপনারা দৃঢ় ভাবে ইতিহাসটি জানানোয় আজিমুন্নেসার কবরের সঠিক ইতিহাস জানা গেল
Great dada...abar etai proman holo je satty kakhono gopon thakena...apnake asankho dhannobad asol itihas take amader samne tule dharar jonno...hatsoff both of you...Regards, Abhinaba Bhowmick
Thank you sir ai history ta bolar jonno. Murshidabad ar satto history jante pare khob balo lagche. Ami o murshidabad a thki
আমি মুর্শিদাবাদ ভ্রমণের সময় এরকম একটি কাল্পনিক গল্প শুনেছিলাম । বিশ্বাস করিনি । আজিমুন্নেসা সম্ভবত একজন ধর্মপ্রাণ মহিলা ছিলেন । বিষয়টির সত্যতা যাচাই করে একটি ভিডিও করবেন আশা করি ।(বাংলাদেশ থেকে)
Awesome ad unbelievable a information,,, thank you sir
Wonderful manasda your historical collection
Is authentic
Yes I also heard this remour that relating to Azimunissa Begum thank you for highlighting the fact
আমরাও ঐ মিথ্যে গল্পটাকে সত্যি বলে জানতাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রকৃত সত্যটাকে মানুষের কাছে তুলে ধরার জন্য।
Sotto kotha tule dorar jonne aponake donnobad
আজ এযুগের লুৎফুন্নিসার কথা শুনলাম, ভীষণ ভালো লাগলো, আমাদের প্রিয় নবাবের এবং ইতিহাসের ভুল ভ্রান্তি দূর করার জন্য উদ্যোগ নেওয়া অবশ্যই প্রয়োজন, এ জন্য আরও অনেক সমর্পিতা দরকার, আমার শ্রদ্ধা ভালোবাসা ও প্রার্থনা রইল ঈশ্বরের কাছে আপনারা সফল হোন
*সত্যি দুর্দান্ত, অন্ধসত্য থেকে আলোর পথে এলাম।*
Dhnnobad apnake
Real story tule dorar jonno.
Thanks a lot.... Bangladesh theke bolchi. Support thaklo
দাদা আপনি সত্য ইতিহাস তুলে ধরেছেন তাই আপনার ভিডিও লাইক করলাম। আর আপনার প্রতি ভালো বাসা রইলো
Ame Bangladesh theke apnar video gulo dekhi onik valo lage onik suvokamona
Dada apnader donnobad shotto prochar korar jonno.
ভালো লাগলো। পাশে আছি আপনাদের। আপনারা সত্য ঘটনার উম্মোচন করছেন। সত্যিই ভালো লাগলো। এগিয়ে যান ❤❤❤
Thank you sir... ami kolkatai thaki amr jonmo Murshidabad a .... ami o Hajar duyari ghurte giye ai golpo sune6ilam..... Thank you asol sotti ta jananor jonno..... Murshidabad er video khub valo lage dekhte....
Sattita jene bhalo laglo.
Anek dhannabad apnake bhai.
নমস্কার......!
দাদা,
আমি বাংলাদেশ থেকে মানস বাংলা চ্যানেলের নিয়মিত পোষ্টগুলি দেখি এবং যৌক্তিকতার সাথে সত্য ইতিহাস জানতে পেরে অনেক উপকৃত হই।
সেজন্য-
"মানস বাংলা"
চ্যানেলের এডমিনকে জানাই অনেক অনেক ধন্যবাদ.....!
ইতিহাসের এমন একটা বাস্তব সত্যের রহস্য উন্মোচন এর আগে কেউ করেন নি।
দাদা আপনার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে সৌভাগ্য এবং মঙ্গল কামনা করছি।
এ.আর.রনি
বাংলাদেশ।
সুন্দর প্রতিবেদন,ভালো লাগলো দাদা।
Apnar Moto Manus r boroi ovab
Chaliye Jan dada .I am waiting
Dhanyobad ei videotar janyo, aamio jakhan murshidabad ghurte giechhilam takhono guide ra ei galpota bolechhilo, kintu aamar ekta sandheho chhilo je eta satyi noy, banano , tabe aaj aapnar vediota dekhe aamar sei sandhehota kete gelo, aabaro dhanyobad aapnake
Million kudos on your endeavour and strive to project the true and pure history of the Bengal..I personally believe that history should be original..pure..unadulterated/uncontaminated...because we humans need to learn a lot from history......you r doing a very good job....keep it up. May God bless you.
আমাকেও একজন guide same গল্পটাই বলেছিল যে তিনি নাকি বাচ্চা দের কলিজা খেতেন তাই তাকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল,ধন্যবাদ সত্যিটা উপস্থাপন করার জন্য 🙏🙏
খুব সুন্দর আপনার ভিডিও ।
নতুন তথ্য জানতে পেলাম , খুব ভালো লাগলো
ধন্যবাদ দাদা সত্যি টা সবার সামনে তুলে ধরার জন্য 🙏
আপনার মাধ্যমে সত্যটা জানা গেল অনেক ধন্যবাদ আমি বাংলাদেশ ব্রাহ্মন বাড়ীয়া থেকে।
Thanks Bhai AJ Sattya janlam....
Thank you so much dada sobai k kalponik jogot theke ber kore anar jonno
আপনার ইতিহাসের প্রতি আগ্রহ আমায় মুগ্ধ করেছে। ভালো থাকবেন শুভেচ্ছা রইলো।
আপনি একটা সত্যি ঘটনা নিয়ে আসার জন্য ধন্যবাদ ভাই কিন্তু এই যে ওখানে যারা গাইড মিথ্যা কথা বলার জন্য ওদের উপর মিথ্যা মামলা করার দরকার কারণ ওদের উপর মামলা করার প্রয়োজন সরকারের কাছে ওদের উপর মামলা করার অনেক জরুরী ইতিহাসের একটি ভাল মানুষকে ওরা খারাপ বানিয়ে দেয় এদের উপর মামলা করার ) Good job 🤔🤔🤔🤔
Apnar proti valobasha roilo dada ❤️
Bangladesh theke apnar sokol video ami Dekhi ❤️
very Good vai👍👍
সত্যি তুলে ধরার জন্য ধন্যবাদ।
বাংলাদেশ থেকে নুসরাত।
সত্য কথাটি জেনে খুব খুশি হলাম ।ধন্যবাদ দাদা আপনাকে ।
Darun kaj korchen apni. Khub bhalo laglo video ta.
It's a right news 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻good job
ধন্যবাদ এটা জানানোর জন্য ....আমাদেরকেও গাইড এই গল্প শুনিয়েছে
anek anek dhonyobad dada
ধন্যবাদ, আপনাদের সততা দেখে মুগ্ধ হলাম।
Khub valo laglo... Khub valo kaj korechen...
দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ।। আসল সত্য ঘটনা সবার সামনে তুলে ধরার জন্য।।।
Thanks Manas Bangla, for searching and to establish the truth
আপনারা সত্য উদঘাটনের জন্য যে পদক্ষেপ নিয়েছেন ,,, অসংখ্য ধন্যবাদ,,, প্রয়োজনে আজীবন কারাগার হতো, কিন্তু জীবন্ত কবর নয় 🌷👍
Thanks a lot for telling us the real story about her 🙂🙂
দাদা আপনার ভিডিও আমার খুব ভালো লাগে!! আপনি সঠিকভাবে সত্য ইতিহাস তুলে ধরেন!! আমার ঐতিহাসিক জিনিস খুব ভালো লাগে আপনার প্রতিটা ভিডিও তে ফলো করি
রাইট ভাই আপনার কাছ থেকে সত্য টা জানলাম বাংলাদেশ থেকে বলছি
ধন্যবাদ সত্য তুলে ধরার জন্য।আমি বিশ্বাস করি নাই।
আসল ঘটনা তুলে ধরার জন্যে আপনাদেরকে অশেষ ধন্যবাদ।
আপনাদেরকে সত্য কথা বলা ও প্রচারের জন্য অনেক ধন্যবাদ।
এসব ইতিহাস আমার স্কুল জীবনে পড়েছিলাম। কিন্তু আপসোস গাইডরা টাকার জন্য ইতিহাসের বিপরিত কথা বলে পর্যটকদের ভুল পথে পরিচালিত করছেন।
ধন্যবাদ আপনাকে ।
আপনি ঠিকই বলেছেন কারণ মুর্শিদ কুলি খান মারা যাওয়ার অনেক পরে মারা যান আজিমুন্নিসা তখন নবাব সুজাউদ্দিনের বয়স প্রায় ৫৯ বছর। আর আজিমুন্নিসা যথেষ্ট প্রভাবশালী ছিলেন এবং তাঁর কথাতেই আলিবর্দি খাঁ বিহারের নায়েব নাযিম হিসেবে দায়িত্ব পান। প্রথম জীবনে স্বামীর সাথে সম্পর্ক না থাকলেও পরবর্তী সময়ে সুজাউদ্দিনের সাথে সম্পর্ক অনেকটা ঠিক হয়। সুতরাং মুর্শিদ কুলি খান ও সুজাউদ্দিনের সম্পর্কে এই জীবন্ত কবরের গল্প একপ্রকার অপপ্রচার ছাড়া কিছু নয়। আর যেহেতু আজিমুন্নিসার কথা মতো আলিবর্দি খাঁ বিহারের শাসক নিযুক্ত হন ও পরবর্তীকালে বেইমানি করে এই আজিমুন্নিসার একমাত্র ছেলেকেই হত্যা করে আলিবর্দি খাঁ তাই বাংলার মানুষ এই ব্যাপারটা মেনে নিতে পারেনি এবং বাংলার মানুষের কাছে আজিমুন্নিসাকে ছোট করার জন্য এই ধরনের মিথ্যা কলংক আলিবর্দির পরিবার রটিয়েছিল কিনা সেটাও সন্দেহ থেকে যায়। যদিও ততকালীন ঐতিহাসিকগন এব্যাপারে কিছু লিখে যাননি।
সহমত
অনেক ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ।
আমার নাম রুমু চৌধুরী, পেশায় সাংবাদিক, বাংলাদেশের নাগরিক,আপনার মানস বাংলা চ্যানেলের মাধ্যমে সত্য ইতিহাসটি জানতে পারলাম,ধন্যবাদ মানস বাংলা।
Video gulo barbar dekhi....prottek bar khub valo lage
দাদা আপনার প্রতিটা ভিডিও আমার অনেক ভালো লাগে.. ❤
অসংখ্য ধন্যবাদ !! একজন মানুষের যোগ্য সম্মান দেওয়ার জন্য!! এবং প্রমান হল সত্যি কোনদিন চেপে থাকে না!!
Real history bolar jonno subscribe korlam today (from USA)
Thanks dhadha
অনেক ধন্যবাদ আপনাকে সঠিক সত্য জানানোর জন্য। অনেক বছর আগে আমিও এরকম মিথ্যা এবং আজগুবি গল্প শুনে এসেছিলাম ওখানে বেড়াতে যেয়ে। আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
খুব ভালো লাগলো দাদা...।
আপনারা অনেক অনেক ভাল মানুষ।
আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে।
Thank you dada apnar jonne sotti ta jana gelo
Valo laglo dada, onak kisu janlam.
Manas dada onek dhonobad apnake prokrito shotto ta ke tule dhorar jonno. Ekjon dhormopran o valo manush ke tar mrittur poreo opobad deya khubi jogonno kaj boiki kichu noy. Ami khubi appropriate korsi apnader mohot uddogh ke.
দারুন দাদা আপনার কাছ থেকে সঠিক তথ্য টা পাওয়ার জন্য,,,,👍👍
আসলে আপনাদের কথা গুলো শুনে অনেক ভালো লাগলো
Choto bela theke sune aaschi aye mitha kotha apnake anek donnobad sotti ta jananor jonno
ধন্যবাদ আপনাকে
Sotti aj khoob valo laglo
দাদা সরকারি নথিপত্রে কি অাজ থেকেই এই ঐতিহাসিক হারিয়ে যাওয়া সত্য ঘটনাগুলো লিপিবদ্ধ করে রাখার ব্যাবস্হা করা যায় না, যাতে করে অামাদের পরবর্তি প্রজন্ম যেনো অামাদের মতো কোনো বিভ্রন্তিতে না পরে.....!
Sir your job is great
আপনি এগিয়ে জান
vedio ta kub valo laglo
ঐতিহাসিক তথ্য তুলে ধরে আজিমুন্নিসা বেগমকে কলঙ্কমুক্ত করার প্রয়াসের জন্য আপনাকে ধন্যবাদ।
মানস দা আপনাকে অনেক ধন্যবাদ সঠিক ইতিহাস তুলে ধরার জন্য। বাংলাদেশ
Thank you dada.right bolachan