কভারস্টোরি I এক্সট্রিম ইন অ্যাকশন

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • ফ্যাশন ফিলোসফির পট পরিবর্তন। আনন্দ উপভোগের বার্তা। যা ইচ্ছা, তা-ই করার স্বাধীনতা। রাজত্ব ফিরে পাওয়া বহু বছর পর। আনন্দে-রঙে প্রফুল্লতার বিচ্ছুরণ। আধিক্যের আশকারা নিয়ে লিখেছেন সারাহ্ দীনা
    মিনিমালিস্টিক ফ্যাশন ধরণিকে ভালোবাসতে শিখিয়েছে; টেকসই তত্ত্বে নিজেকে সাজিয়ে তোলার টেকনিকও। পোশাকে স্বস্তি, শান্তি, আরামকে প্রাধান্য দেওয়ার পাঠ। মিনিমালিস্টিক ফ্যাশন কোর জমজমাট করে রেখেছিল সামাজিক যোগাযোগমাধ্যমকে। ধীরে ধীরে সেখানে এসেছে পরিবর্তন। কোয়াইট লাক্সারির জনপ্রিয়তার রেশ থাকতে থাকতেই শোনা যাচ্ছে ম্যাক্সিমালিজমের ঝংকার। শুভস্য শীঘ্রম। তাই সরাসরি প্রশ্ন-উত্তরের পর্ব।
    ম্যাক্সিমালিজম কী-এক লাইনের উত্তরে বলতে হয়, ‘মোর ইজ মোর’। অর্থাৎ অতিরঞ্জন। কখনো কখনো অতিরঞ্জনের বাড়াবাড়ি। ম্যাক্সিমালিজম আর্টিস্টিক ফ্যাশন মুভমেন্ট। উজ্জ্বল রং আর বড়সড় মোটিফ, প্যাটার্নের যুগপৎ সন্ধি। মিনিমালিজমের কাউন্টার মুভমেন্ট। ভিড়ের ভেতর নিজেকে আলাদা করে চেনানোর তাগিদ। মিনিমালিজমের সরলের পরে একটুখানি গরল বলা যেতে পারে।

Комментарии •