@@ruhulaminbadsha1540 ভাইয়া আসলে আমরা যতই হালাল হারাম বলে হাদিস কোরানের দলিল দেখাই না কেন , কিন্তু বিয়ের সময় মেয়ের বাবার থেকে যৌতুক কতটুকু নেওয়া যায় সেটা নিয়ে খুব ব্যস্ত হয়ে পরি , কি খাওয়ালো কি কাপড় দিল তা নিয়ে খুটা দেই , আসলে যৌতুক ছেলে দেবে , না মেয়ে পক্ষ দেবে ? রাসুলের হাদিস টা কি জানা আছে ? আর এসব নিয়ে খুব বেশি ওয়াজ হালফিলে আলোচনা শুনবেন না , কারণ যারা ওয়াজ মাহফিল করে তারাও তো এই যৌতুক প্রথার সঙ্গে জড়িত,
@@alivai6938 বড় ভাই পরকালে কিছু ওয়াইজিনদের জিব্বা আগুনের কেচি দিয়ে কটবে কারন নিজে ওয়াজ করতো কিন্তু নিজে আমল করতোনা এজন্য জে ওয়াজ করবে আমল করবে সেই সফল কামি। কিন্তু ভাই আমি যৌতুক চাইনা
@Truth Hunter কুকুরদের প্রকাশ্যে যৌনসঙ্গম করার পেছনে রয়েছে একটি পৌরানিক কাহিনী” কুকুর দিন-দুপুরে প্রকাশ্যে যৌনসঙ্গম করে কেন? যৌন স্বাভাবিক। রাস্তা-ঘাটে, প্রকাশ্য দিবালোকের সামনে যৌনসঙ্গম কাজের কথা নয়। কিন্তু কুকুর তো তাহাই করে। এর একটা পৌরাণিক ব্যাখ্যা আছে। তবে মূল ব্যাখ্যায় যাওয়ার আগে একটু ধান ভানতে শিবের গীত গাইতেই হবে। আর সেটা দ্রৌপদীকে নিয়ে। মহাভারতের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র দ্রৌপদী। নিজেই নিজের পরিচয় তৈরি করেছেন। গুণ এবং নীতির সমাহার ঘটেছে এই নারীর মধ্যে। দ্রৌপদীর পরিচয়ঃ- মহাকাব্য মহাভারতের বলিষ্ঠ নারী। যজ্ঞবেদী থেকে জন্ম। পূর্নাঙ্গ নারী রূপেই জন্মেছেন দ্রৌপদী। দ্রৌপদীর স্বাভাবিক শৈশব ছিল না। দক্ষিণ ভারতে দ্রৌপদীকে মা কালীর অবতার রূপে মানা হয়। কৌরবপক্ষ ধ্বংস করতে কৃষ্ণের সহায়ক ছিলেন দ্রৌপদী। দ্রৌপদীর বিয়ের পর সবচেয়ে বেশী কথা হয়েছে এটা নিয়েই। জলেতে ঘূর্ণায়মান চক্রের ভেতরে রাখা মাছের ছায়া দেখে মাছের চোখে লক্ষ্যভেদ করতে পারলে দ্রৌপদী বিয়ে করেন অর্জুনকে। এদিকে কুন্তীর ‘যা এনেছ ৫ ভাই ভাগ করে নাও’ কথায় কেলেঙ্কারী হয়ে গেল। যুধিষ্ঠিরও দেখলেন, মায়ের কথা শুনে অন্য ভাইয়েরা যেভাবে দ্রৌপদীর দিকে তাকাচ্ছে তাতে অনর্থ হতে পারে। তাই কালবিলম্ব না করে দ্রৌপদীকে ৫ ভাইয়ের বিয়ে করার সিদ্ধান্তে সিলমোহর দিলেন যুধিষ্ঠির। বিয়ের পর দ্রৌপদী একজনকে সামলাতেই জিভ বেরিয়ে যায় সেখানে পাঁচ জন! যাইহোক, দ্রৌপদী সবাইকে সামলে সুখে ঘর-সংসার করছেন। তবে অনেক শর্ত এবং ধারা আছে। এরমধ্যে প্রধান শর্ত, যে স্বামী দ্রৌপদীর সঙ্গে সময় কাটাবেন তাঁর পাদুকা বা জুতো ঘরের বাইরে খুলে রেখে আসতে হবে।যাতে অন্য জন বুঝতে পারে যে ঘরের মধ্যে দ্রৌপদীর সাথে আরো একজন আছে। ঠিক এই সময় যাওয়া যাবেনা। কিন্তু কোনও এক সময় পাদুকা বাইরে রেখেই দ্রৌপদীর সঙ্গে সময় কাটাচ্ছেন এক পান্ডব। তখনই এক কুকুর খুলে রাখা জুতো নিয়ে পালায়। ফলে ঘরের বাইরে ফাঁকা হয়ে গেল। অন্য পান্ডব ভাবলেন, দ্রৌপদী ঘরে একাই আছেন। তিনি সাদা মনে ঘরে ঢুকতেই দেখে দ্রৌপদীর সাথে এক পান্ডব আছেন। দ্রৌপদী দেখে ফেলল পান্ডবকে। সাথে সাথে দ্রৌপদীর তো মাথায় হাত! এত নিয়মে বাঁধার পরে এক স্বামী থাকা অবস্থায় অন্য স্বামী ঢোকে কী করে? অনুসন্ধান চালিয়ে জানা গেল সব দোষ বেটা কুকুরের। মহা রেগেমেগে দ্রৌপদী কুকুর প্রজাতিকে অভিশাপ দিলেন, সমগ্র পৃথিবী তোদের সঙ্গম দেখবে আর মজা করবে।
এই পর্যন্ত যদি আপনি মিডিয়া থাকতেন তাহলে আপনাকে সম্মানের চেয়ে অনেক বেশি অসম্মানি হয়ে থাকতে হত, আল্লাহ আপনাকে হেদায়েত ও রহমত দান করেছে যার ফলে আপনি বর্তমানে অনেক বেশি সম্মানিত আছেন এবং ভালো আছেন ❤️
@@abmmurshidhassan4452 কুকুরদের প্রকাশ্যে যৌনসঙ্গম করার পেছনে রয়েছে একটি পৌরানিক কাহিনী” কুকুর দিন-দুপুরে প্রকাশ্যে যৌনসঙ্গম করে কেন? যৌন স্বাভাবিক। রাস্তা-ঘাটে, প্রকাশ্য দিবালোকের সামনে যৌনসঙ্গম কাজের কথা নয়। কিন্তু কুকুর তো তাহাই করে। এর একটা পৌরাণিক ব্যাখ্যা আছে। তবে মূল ব্যাখ্যায় যাওয়ার আগে একটু ধান ভানতে শিবের গীত গাইতেই হবে। আর সেটা দ্রৌপদীকে নিয়ে। মহাভারতের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র দ্রৌপদী। নিজেই নিজের পরিচয় তৈরি করেছেন। গুণ এবং নীতির সমাহার ঘটেছে এই নারীর মধ্যে। দ্রৌপদীর পরিচয়ঃ- মহাকাব্য মহাভারতের বলিষ্ঠ নারী। যজ্ঞবেদী থেকে জন্ম। পূর্নাঙ্গ নারী রূপেই জন্মেছেন দ্রৌপদী। দ্রৌপদীর স্বাভাবিক শৈশব ছিল না। দক্ষিণ ভারতে দ্রৌপদীকে মা কালীর অবতার রূপে মানা হয়। কৌরবপক্ষ ধ্বংস করতে কৃষ্ণের সহায়ক ছিলেন দ্রৌপদী। দ্রৌপদীর বিয়ের পর সবচেয়ে বেশী কথা হয়েছে এটা নিয়েই। জলেতে ঘূর্ণায়মান চক্রের ভেতরে রাখা মাছের ছায়া দেখে মাছের চোখে লক্ষ্যভেদ করতে পারলে দ্রৌপদী বিয়ে করেন অর্জুনকে। এদিকে কুন্তীর ‘যা এনেছ ৫ ভাই ভাগ করে নাও’ কথায় কেলেঙ্কারী হয়ে গেল। যুধিষ্ঠিরও দেখলেন, মায়ের কথা শুনে অন্য ভাইয়েরা যেভাবে দ্রৌপদীর দিকে তাকাচ্ছে তাতে অনর্থ হতে পারে। তাই কালবিলম্ব না করে দ্রৌপদীকে ৫ ভাইয়ের বিয়ে করার সিদ্ধান্তে সিলমোহর দিলেন যুধিষ্ঠির। বিয়ের পর দ্রৌপদী একজনকে সামলাতেই জিভ বেরিয়ে যায় সেখানে পাঁচ জন! যাইহোক, দ্রৌপদী সবাইকে সামলে সুখে ঘর-সংসার করছেন। তবে অনেক শর্ত এবং ধারা আছে। এরমধ্যে প্রধান শর্ত, যে স্বামী দ্রৌপদীর সঙ্গে সময় কাটাবেন তাঁর পাদুকা বা জুতো ঘরের বাইরে খুলে রেখে আসতে হবে।যাতে অন্য জন বুঝতে পারে যে ঘরের মধ্যে দ্রৌপদীর সাথে আরো একজন আছে। ঠিক এই সময় যাওয়া যাবেনা। কিন্তু কোনও এক সময় পাদুকা বাইরে রেখেই দ্রৌপদীর সঙ্গে সময় কাটাচ্ছেন এক পান্ডব। তখনই এক কুকুর খুলে রাখা জুতো নিয়ে পালায়। ফলে ঘরের বাইরে ফাঁকা হয়ে গেল। অন্য পান্ডব ভাবলেন, দ্রৌপদী ঘরে একাই আছেন। তিনি সাদা মনে ঘরে ঢুকতেই দেখে দ্রৌপদীর সাথে এক পান্ডব আছেন। দ্রৌপদী দেখে ফেলল পান্ডবকে। সাথে সাথে দ্রৌপদীর তো মাথায় হাত! এত নিয়মে বাঁধার পরে এক স্বামী থাকা অবস্থায় অন্য স্বামী ঢোকে কী করে? অনুসন্ধান চালিয়ে জানা গেল সব দোষ বেটা কুকুরের। মহা রেগেমেগে দ্রৌপদী কুকুর প্রজাতিকে অভিশাপ দিলেন, সমগ্র পৃথিবী তোদের সঙ্গম দেখবে আর মজা করবে।
আলহামদুলিল্লাহ্। মিডিয়া ছেড়ে দেয়ার জন্য আন্তরিক অভিনন্দন। দোয়া করি আল্লাহ্ যেন আপনাকে হালাল উপায়ে বিজনেস করার তৌফিক দিন এবং আপনার ব্যবসা আরও প্রশস্ত করে দিন।
ভালো লাগতেছে ভালোটা দেখার সুন্দর দেখার জন্য। এজন্য এই সুন্দর্য বেগানা পুরুষের সামনে ঢেকে রাখা ফরজ। তা হলো চেহারা। চেহারা বেগানা পুরুষ কে দেখানো হারাম কবিরা গুনা। এবং সাজ করা
@Truth Hunter আপনার থেকে শিখতে হবে?? আপনার ভালো না লাগলে আপনি পালন করবেন না।। আমাদের ধর্ম আমাদের বিশ্বাস।। আপনি বলার কে? আপনার চ্যানেলে তো রিপোর্ট মারা উচিত
@@monimoni9444 কুকুরদের প্রকাশ্যে যৌনসঙ্গম করার পেছনে রয়েছে একটি পৌরানিক কাহিনী” কুকুর দিন-দুপুরে প্রকাশ্যে যৌনসঙ্গম করে কেন? যৌন স্বাভাবিক। রাস্তা-ঘাটে, প্রকাশ্য দিবালোকের সামনে যৌনসঙ্গম কাজের কথা নয়। কিন্তু কুকুর তো তাহাই করে। এর একটা পৌরাণিক ব্যাখ্যা আছে। তবে মূল ব্যাখ্যায় যাওয়ার আগে একটু ধান ভানতে শিবের গীত গাইতেই হবে। আর সেটা দ্রৌপদীকে নিয়ে। মহাভারতের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র দ্রৌপদী। নিজেই নিজের পরিচয় তৈরি করেছেন। গুণ এবং নীতির সমাহার ঘটেছে এই নারীর মধ্যে। দ্রৌপদীর পরিচয়ঃ- মহাকাব্য মহাভারতের বলিষ্ঠ নারী। যজ্ঞবেদী থেকে জন্ম। পূর্নাঙ্গ নারী রূপেই জন্মেছেন দ্রৌপদী। দ্রৌপদীর স্বাভাবিক শৈশব ছিল না। দক্ষিণ ভারতে দ্রৌপদীকে মা কালীর অবতার রূপে মানা হয়। কৌরবপক্ষ ধ্বংস করতে কৃষ্ণের সহায়ক ছিলেন দ্রৌপদী। দ্রৌপদীর বিয়ের পর সবচেয়ে বেশী কথা হয়েছে এটা নিয়েই। জলেতে ঘূর্ণায়মান চক্রের ভেতরে রাখা মাছের ছায়া দেখে মাছের চোখে লক্ষ্যভেদ করতে পারলে দ্রৌপদী বিয়ে করেন অর্জুনকে। এদিকে কুন্তীর ‘যা এনেছ ৫ ভাই ভাগ করে নাও’ কথায় কেলেঙ্কারী হয়ে গেল। যুধিষ্ঠিরও দেখলেন, মায়ের কথা শুনে অন্য ভাইয়েরা যেভাবে দ্রৌপদীর দিকে তাকাচ্ছে তাতে অনর্থ হতে পারে। তাই কালবিলম্ব না করে দ্রৌপদীকে ৫ ভাইয়ের বিয়ে করার সিদ্ধান্তে সিলমোহর দিলেন যুধিষ্ঠির। বিয়ের পর দ্রৌপদী একজনকে সামলাতেই জিভ বেরিয়ে যায় সেখানে পাঁচ জন! যাইহোক, দ্রৌপদী সবাইকে সামলে সুখে ঘর-সংসার করছেন। তবে অনেক শর্ত এবং ধারা আছে। এরমধ্যে প্রধান শর্ত, যে স্বামী দ্রৌপদীর সঙ্গে সময় কাটাবেন তাঁর পাদুকা বা জুতো ঘরের বাইরে খুলে রেখে আসতে হবে।যাতে অন্য জন বুঝতে পারে যে ঘরের মধ্যে দ্রৌপদীর সাথে আরো একজন আছে। ঠিক এই সময় যাওয়া যাবেনা। কিন্তু কোনও এক সময় পাদুকা বাইরে রেখেই দ্রৌপদীর সঙ্গে সময় কাটাচ্ছেন এক পান্ডব। তখনই এক কুকুর খুলে রাখা জুতো নিয়ে পালায়। ফলে ঘরের বাইরে ফাঁকা হয়ে গেল। অন্য পান্ডব ভাবলেন, দ্রৌপদী ঘরে একাই আছেন। তিনি সাদা মনে ঘরে ঢুকতেই দেখে দ্রৌপদীর সাথে এক পান্ডব আছেন। দ্রৌপদী দেখে ফেলল পান্ডবকে। সাথে সাথে দ্রৌপদীর তো মাথায় হাত! এত নিয়মে বাঁধার পরে এক স্বামী থাকা অবস্থায় অন্য স্বামী ঢোকে কী করে? অনুসন্ধান চালিয়ে জানা গেল সব দোষ বেটা কুকুরের। মহা রেগেমেগে দ্রৌপদী কুকুর প্রজাতিকে অভিশাপ দিলেন, সমগ্র পৃথিবী তোদের সঙ্গম দেখবে আর মজা করবে।
@Truth Hunter গিরগিটির মতো আর কতবার নিজের রং চেঞ্জ করবেন। আমাদের শুধু ধোকা দেওয়ার জন্য। বুঝতে পারছি যে আপনি আরজ আলীর ফ্যান। কখনো নিজের চ্যানেলের নাম করছেন "সত্যের সন্ধানে" কখন "নাস্তিক হটাও" কখন আবার "নাস্তিক দমন কমিটি " হয়তো পরে নামকরণ করবেন " অন্ধ বিজ্ঞানভিত্তিক চ্যানেল"। আর এটাই তো আপনাদের কাজ শুধু নিজের রং পাল্টানো 🤣
আলহামদুলিল্লাহ,আপনার জন্য অনেক শুভ কামনা।আমার ও খুব ইচ্ছা চাকুরী ছেড়ে দিয়ে এই রকম একটা ফ্যাশন হাউজ খোলার।আলহামদুলিল্লাহ নিজের হাতে সেলাই করা ড্রেস সবাই পছন্দ করে।
এরাই হলো প্রকৃত বুদ্ধিমতী নারী l যারা খারাপ কাজ থেকে বেরিয়ে এসে নিজেকে এবং সমাজকে ভালো মেসেজ দেয় l
আলহামদুলিল্লাহ,,, আল্লাহ উনাকে দিনের পথে কবুল করুক।
মিডিয়া ছেড়ে দেওয়ার জন্য আপুর জন্য আন্তরিক ভাবে দোয়া করছি
এটা ছেরেছে ভালো। তবে বেগানা পুরুষের সামনে চেহারা ঢেকে রাখা ফরজ। এটা না করলে গুনা হতেই থাকবে।
বেগানার সামনে সাজ সজ্জা না রাখা।
দোকান টা কোথায় আপনার
@@mahmudkhan2079বরিশাল গৌরনদী
@@ruhulaminbadsha1540 ণঞম
ব্রু প্লাক কেন
যে পেশায় এসেছেন সেটা অনেক সন্মানের, নিজের যোগ্যতা প্রমাণের পেশা, আর মিডিয়া হচ্ছে দেহের ব্যবসা, আপনার ব্যবসার সফলতা কামনা করছি
ঠিক বলেছেন ভাইয়া ❤👍👍👍👍
নিজের যোগ্য হলেও নিজেকে দেখাচ্ছে বেগানা পুরুষ কে এটাও কবিরা গুনা হচ্ছে। হারাম
@@ruhulaminbadsha1540 ভাইয়া আসলে আমরা যতই হালাল হারাম বলে হাদিস কোরানের দলিল দেখাই না কেন , কিন্তু বিয়ের সময় মেয়ের বাবার থেকে যৌতুক কতটুকু নেওয়া যায় সেটা নিয়ে খুব ব্যস্ত হয়ে পরি , কি খাওয়ালো কি কাপড় দিল তা নিয়ে খুটা দেই , আসলে যৌতুক ছেলে দেবে , না মেয়ে পক্ষ দেবে ? রাসুলের হাদিস টা কি জানা আছে ? আর এসব নিয়ে খুব বেশি ওয়াজ হালফিলে আলোচনা শুনবেন না , কারণ যারা ওয়াজ মাহফিল করে তারাও তো এই যৌতুক প্রথার সঙ্গে জড়িত,
@@alivai6938 বড় ভাই পরকালে কিছু ওয়াইজিনদের জিব্বা আগুনের কেচি দিয়ে কটবে কারন নিজে ওয়াজ করতো কিন্তু নিজে আমল করতোনা এজন্য
জে ওয়াজ করবে আমল করবে সেই সফল কামি।
কিন্তু ভাই আমি যৌতুক চাইনা
@@alivai6938 thiki boleco vaiya
হ্যা অবশ্যই।। You are so sweet🧡🧡আসা করি কাজ আর ধার্মিকতা দিয়ে আপনি মুসলিমদের আইকন হয়ে উঠবেন।🧡
পৃথিবীর শেষ্ট্র মানব হযরত মুহাম্মদ (সাঃ) 🥰🥰🥰🥰
মহান আল্লাহ তাকে পরিপূর্ণ পর্দা এবং দ্বীনদারীর সাথে জীবন-যাপন করার তাওফিক দান করুন, আমীন।
আমিন।
নাটক,,সিনেমা,, সবই দেখা হয়--তারপরও কেন জানি মনের ভিতর থেকে,, আপনার মিডিয়া থেকে পিরে আসায়.. শ্রদ্ধা এবং ভালোবাসা বেড়েছে!!
আলহামদুলিল্লাহ । আল্লাহ আপনাকে বাকি জীবন ইসলামিক শরিয়া মেনে সৎ পথে অতিবাহিত করার তৌপিক দান করুক ।
আমিন 💖❤
আলহামদুলিল্লাহ,খুব ভালো।আস্তে আস্তে আরো সুন্দরভাবে মানার তৌফিক দিন,আল্লাহ।
মাশাহ আল্লাহ।।
আলহামদুলিল্লাহ।।
তাওবার মাধ্যমে উত্তম পথে ফিরে আসিলে আল্লাহ খুশি হোন এবং ক্ষমা করে দেন।।
আমিন।।
Amin
আলহামদুলিল্লাহ্ আপু ছবী ছেড়ে কর্ম করা অনেক ভালো।
চমৎকার একটা উদ্যোগ নিয়েছেন মিডিয়া ছেড়ে বিজনেসের যোগ দিয়েছেন
ঠিক ❤👍👍
Alhamdulillah. She has chosen the right path. May Allah bless her. Ameen.
আলহামদুলিল্লাহ তোমাকে দেখে সবাই যেন দ্বীনের পথে আসে
@Truth Hunter Asslamualikum.apnr kno mone hoy j Islam er karon a ato pbm??
azra mahmood vai apni aktu vul bollen unar moto pordar dorkar nai sobai samne make-up dress up kore Jodi bole uni porda korse ai pordar dorkar nai
tui razacar tai tor manoshikota ei rokom
@Truth Hunter কুকুরদের প্রকাশ্যে যৌনসঙ্গম করার পেছনে রয়েছে একটি পৌরানিক কাহিনী” কুকুর দিন-দুপুরে প্রকাশ্যে যৌনসঙ্গম করে কেন? যৌন স্বাভাবিক। রাস্তা-ঘাটে, প্রকাশ্য দিবালোকের সামনে যৌনসঙ্গম কাজের কথা নয়। কিন্তু কুকুর তো তাহাই করে। এর একটা পৌরাণিক ব্যাখ্যা আছে। তবে মূল ব্যাখ্যায় যাওয়ার আগে একটু ধান ভানতে শিবের গীত গাইতেই হবে। আর সেটা দ্রৌপদীকে নিয়ে। মহাভারতের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র দ্রৌপদী। নিজেই নিজের পরিচয় তৈরি করেছেন। গুণ এবং নীতির সমাহার ঘটেছে এই নারীর মধ্যে। দ্রৌপদীর পরিচয়ঃ- মহাকাব্য মহাভারতের বলিষ্ঠ নারী। যজ্ঞবেদী থেকে জন্ম। পূর্নাঙ্গ নারী রূপেই জন্মেছেন দ্রৌপদী। দ্রৌপদীর স্বাভাবিক শৈশব ছিল না। দক্ষিণ ভারতে দ্রৌপদীকে মা কালীর অবতার রূপে মানা হয়। কৌরবপক্ষ ধ্বংস করতে কৃষ্ণের সহায়ক ছিলেন দ্রৌপদী। দ্রৌপদীর বিয়ের পর সবচেয়ে বেশী কথা হয়েছে এটা নিয়েই। জলেতে ঘূর্ণায়মান চক্রের ভেতরে রাখা মাছের ছায়া দেখে মাছের চোখে লক্ষ্যভেদ করতে পারলে দ্রৌপদী বিয়ে করেন অর্জুনকে। এদিকে কুন্তীর ‘যা এনেছ ৫ ভাই ভাগ করে নাও’ কথায় কেলেঙ্কারী হয়ে গেল। যুধিষ্ঠিরও দেখলেন, মায়ের কথা শুনে অন্য ভাইয়েরা যেভাবে দ্রৌপদীর দিকে তাকাচ্ছে তাতে অনর্থ হতে পারে। তাই কালবিলম্ব না করে দ্রৌপদীকে ৫ ভাইয়ের বিয়ে করার সিদ্ধান্তে সিলমোহর দিলেন যুধিষ্ঠির। বিয়ের পর দ্রৌপদী একজনকে সামলাতেই জিভ বেরিয়ে যায় সেখানে পাঁচ জন! যাইহোক, দ্রৌপদী সবাইকে সামলে সুখে ঘর-সংসার করছেন। তবে অনেক শর্ত এবং ধারা আছে। এরমধ্যে প্রধান শর্ত, যে স্বামী দ্রৌপদীর সঙ্গে সময় কাটাবেন তাঁর পাদুকা বা জুতো ঘরের বাইরে খুলে রেখে আসতে হবে।যাতে অন্য জন বুঝতে পারে যে ঘরের মধ্যে দ্রৌপদীর সাথে আরো একজন আছে। ঠিক এই সময় যাওয়া যাবেনা। কিন্তু কোনও এক সময় পাদুকা বাইরে রেখেই দ্রৌপদীর সঙ্গে সময় কাটাচ্ছেন এক পান্ডব। তখনই এক কুকুর খুলে রাখা জুতো নিয়ে পালায়। ফলে ঘরের বাইরে ফাঁকা হয়ে গেল। অন্য পান্ডব ভাবলেন, দ্রৌপদী ঘরে একাই আছেন। তিনি সাদা মনে ঘরে ঢুকতেই দেখে দ্রৌপদীর সাথে এক পান্ডব আছেন। দ্রৌপদী দেখে ফেলল পান্ডবকে। সাথে সাথে দ্রৌপদীর তো মাথায় হাত! এত নিয়মে বাঁধার পরে এক স্বামী থাকা অবস্থায় অন্য স্বামী ঢোকে কী করে? অনুসন্ধান চালিয়ে জানা গেল সব দোষ বেটা কুকুরের। মহা রেগেমেগে দ্রৌপদী কুকুর প্রজাতিকে অভিশাপ দিলেন, সমগ্র পৃথিবী তোদের সঙ্গম দেখবে আর মজা করবে।
R tomake dekhe jeno Shobai bekar thake ..
সুজানা,,, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আলহামদুলিল্লাহ।
She is a brave women. Respect.
আপু দেখেন ২৪ হাজার লাইক একটা ভিডিও তে। এটাই ইসলাম মানুষকে দেয়। আল্লাহ আপনার সন্মান বাড়ায়ে দিছে। আলহামদুলিল্লাহ। ভাল থাকবেন, এমনই থাকবেন।
আপু তোমাকে অনেক ধন্যবাদ ইসলামের ধর্মীয় বিশ্বাসের জন্য 🤲🤲ILoVEYou
মাশাআল্লাহ
মহান আল্লাহ তাকে পরিপূর্ণ পর্দা এবং দ্বীনদারীর সাথে জীবন-যাপন করার তাওফিক দান করুন,
- অবশ্যই তুমি পাবে,যা চলে গেছে তার চেয়ে উত্তম কিছু.!🌺😊
- [ হযরত মুহাম্মদ (সাঃ) ]❤
এটা সূরা আনফালের ৭০ নং আয়াত
Subhanallah
Subahan allah
Yes
এই পর্যন্ত যদি আপনি মিডিয়া থাকতেন তাহলে আপনাকে সম্মানের চেয়ে অনেক বেশি অসম্মানি হয়ে থাকতে হত, আল্লাহ আপনাকে হেদায়েত ও রহমত দান করেছে যার ফলে আপনি বর্তমানে অনেক বেশি সম্মানিত আছেন এবং ভালো আছেন ❤️
ইসলাম মানুষের সঠিক পথের সন্ধান দেয় এই বোনের জন্য দোয়া রইল।
এভাবেই সবাই ইসলামকে মনে প্রাণে বিশ্বাস করবে, এবং নিজের জীবনে মেনে চলবে ইনশাআল্লাহ
Insaallah
@Truth Hunter islam holo shanti
@Truth Hunter তোর মতো জানোয়ার এর কাছে আল্লাহর লানত অতি শীঘ্রই আসতেছে
@Truth Hunter ভাই ইসলাম জানেন তারপর বলেন।
@Truth Hunter জুতাখাের নিজের ধর্ম চর্চা করাে মালু হিন্দু ধর্মে কত কিছু বৈধ🤣🤣🤣👉 ১.হিন্দু ধর্মে ধর্ষণ বৈধ ( মনুসংহিতা ৮/৩৬৪ ) ২.হিন্দু ধর্মে যেনা , ব্যাভিচার বৈধ ( মনুসংহিতা ৯/৫৯ , অর্থশাস্ত্র ৪ / ১২ , মনুসংহিতা ৯ / ৩৩-৩৪ , বনপর্ব ৩০৬/১৫ ) ৩.হিন্দু ধর্মে যৌনদাসী বৈধ ( বিরাট পর্ব ৩৪/৫ , মনুসংহিতা ৭/৯৬ ) ৪.হিন্দু ধর্মে পিতা পুত্রের মৈথুন বৈধ ( মৎস পুরান ৩ / ৪১-৪৬ ) ৫.হিন্দু ধর্মে শিশুকাম বৈধ ( মনুসংহিতা ৯ /৮৮ ) ৬.হিন্দু ধর্মে শিশু বিবাহ বৈধ ( মনুসংহিতা ৯/৯২ ) ৭.হিন্দু ধর্মে পশুকাম বৈধ ( যজুর্বেদ ২৩/২০ ) ৮.হিন্দু ধর্মে মুন্ডুপাত বৈধ ( অথর্ববেদ ১২/৫/৬২ )
Khubie vlo apu...onk boro akta msg dilen sobai k😘😘😘
আরও দৃঢ় হোক আপুর পর্দা...আমীন
Apuder porda to driro hoye hote shob bojha jay...hala vando jati
Amin
Amin.
কি যে ভালো লাগছে।একি নতুন সুজানাকে দেখছি।আল্লাহ তুমি সত্যি মহান
সম্মান দেওয়ার মালিক আল্রাহ, সেই আল্লাহ -ই- আপনাকে সম্মানিত করবেন
@Truth Hunter
ইসলাম হীন অমুসলিম সমাজে একই সমস্যা কেন?
@Truth Hunter Islam shantir dhormo 1matro grohonjoggo dhormo apnar asob bole kono lav hobena just porokaler jonno w8 koren
@@abmmurshidhassan4452 কুকুরদের প্রকাশ্যে যৌনসঙ্গম করার পেছনে রয়েছে একটি পৌরানিক কাহিনী” কুকুর দিন-দুপুরে প্রকাশ্যে যৌনসঙ্গম করে কেন? যৌন স্বাভাবিক। রাস্তা-ঘাটে, প্রকাশ্য দিবালোকের সামনে যৌনসঙ্গম কাজের কথা নয়। কিন্তু কুকুর তো তাহাই করে। এর একটা পৌরাণিক ব্যাখ্যা আছে। তবে মূল ব্যাখ্যায় যাওয়ার আগে একটু ধান ভানতে শিবের গীত গাইতেই হবে। আর সেটা দ্রৌপদীকে নিয়ে। মহাভারতের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র দ্রৌপদী। নিজেই নিজের পরিচয় তৈরি করেছেন। গুণ এবং নীতির সমাহার ঘটেছে এই নারীর মধ্যে। দ্রৌপদীর পরিচয়ঃ- মহাকাব্য মহাভারতের বলিষ্ঠ নারী। যজ্ঞবেদী থেকে জন্ম। পূর্নাঙ্গ নারী রূপেই জন্মেছেন দ্রৌপদী। দ্রৌপদীর স্বাভাবিক শৈশব ছিল না। দক্ষিণ ভারতে দ্রৌপদীকে মা কালীর অবতার রূপে মানা হয়। কৌরবপক্ষ ধ্বংস করতে কৃষ্ণের সহায়ক ছিলেন দ্রৌপদী। দ্রৌপদীর বিয়ের পর সবচেয়ে বেশী কথা হয়েছে এটা নিয়েই। জলেতে ঘূর্ণায়মান চক্রের ভেতরে রাখা মাছের ছায়া দেখে মাছের চোখে লক্ষ্যভেদ করতে পারলে দ্রৌপদী বিয়ে করেন অর্জুনকে। এদিকে কুন্তীর ‘যা এনেছ ৫ ভাই ভাগ করে নাও’ কথায় কেলেঙ্কারী হয়ে গেল। যুধিষ্ঠিরও দেখলেন, মায়ের কথা শুনে অন্য ভাইয়েরা যেভাবে দ্রৌপদীর দিকে তাকাচ্ছে তাতে অনর্থ হতে পারে। তাই কালবিলম্ব না করে দ্রৌপদীকে ৫ ভাইয়ের বিয়ে করার সিদ্ধান্তে সিলমোহর দিলেন যুধিষ্ঠির। বিয়ের পর দ্রৌপদী একজনকে সামলাতেই জিভ বেরিয়ে যায় সেখানে পাঁচ জন! যাইহোক, দ্রৌপদী সবাইকে সামলে সুখে ঘর-সংসার করছেন। তবে অনেক শর্ত এবং ধারা আছে। এরমধ্যে প্রধান শর্ত, যে স্বামী দ্রৌপদীর সঙ্গে সময় কাটাবেন তাঁর পাদুকা বা জুতো ঘরের বাইরে খুলে রেখে আসতে হবে।যাতে অন্য জন বুঝতে পারে যে ঘরের মধ্যে দ্রৌপদীর সাথে আরো একজন আছে। ঠিক এই সময় যাওয়া যাবেনা। কিন্তু কোনও এক সময় পাদুকা বাইরে রেখেই দ্রৌপদীর সঙ্গে সময় কাটাচ্ছেন এক পান্ডব। তখনই এক কুকুর খুলে রাখা জুতো নিয়ে পালায়। ফলে ঘরের বাইরে ফাঁকা হয়ে গেল। অন্য পান্ডব ভাবলেন, দ্রৌপদী ঘরে একাই আছেন। তিনি সাদা মনে ঘরে ঢুকতেই দেখে দ্রৌপদীর সাথে এক পান্ডব আছেন। দ্রৌপদী দেখে ফেলল পান্ডবকে। সাথে সাথে দ্রৌপদীর তো মাথায় হাত! এত নিয়মে বাঁধার পরে এক স্বামী থাকা অবস্থায় অন্য স্বামী ঢোকে কী করে? অনুসন্ধান চালিয়ে জানা গেল সব দোষ বেটা কুকুরের। মহা রেগেমেগে দ্রৌপদী কুকুর প্রজাতিকে অভিশাপ দিলেন, সমগ্র পৃথিবী তোদের সঙ্গম দেখবে আর মজা করবে।
@@085153025
পুরাণ থেকে বাস্তবের ব্যাখ্যা!
Truth Hunter # chagoler bacchara toder jukti chagoler motoi hobe
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহদিনের আল্লাহ আমাকে এবং আপনাকে সবাইকে দ্বীনের সহীহ বুঝ দান করুক ❤🤲🤲🤲❤
হে আল্লাহ্ আপুকে কবুল করে নাও আমিন।
আলহামদুলিল্লাহ্। মিডিয়া ছেড়ে দেয়ার জন্য আন্তরিক অভিনন্দন। দোয়া করি আল্লাহ্ যেন আপনাকে হালাল উপায়ে বিজনেস করার তৌফিক দিন এবং আপনার ব্যবসা আরও প্রশস্ত করে দিন।
এই আলহামদুলিল্লাহ শব্দ টি অনেক অনেক সুন্দর এবং অনেক বরকতময় উনাকে মহান আল্লাহ তায়ালা সঠিক পথে পরিচালিত করুন আমিন
মিডিয়া ছেড়েছে কিন্ত ফ্যাসেন ছারেনি
Bai apni apnar dika daken ok
আমিন
@@somunmama5152 Nijer kotha chinta koren. Porokale amra je kiser jonno atke jete pari ta amra nijerao janina.
আলহামদুলিল্লাহ সময় থাকতে মহান আল্লাহ পাক সকলকে বেহেশত নসিব
হওয়ার জন্য হেদায়েত করুক (আমীন)
আলহামদুলিল্লাহ আল্লাহ জেনো পরিপূর্ণ ভাবে ইসলামের পথে কবুল করে এই বোনকে
That last --❤️
"আমি আগের থেকে রেসপেক্ট, ভালোবাসা বেশি পাই"---keep it upp suzena apu!!🤗
She has a very good heart ❤️..May Allah bless her with all happiness..
এই আপুটা মিডিয়া ছেড়ে দিয়েছে, দেখে খুব ভালো লাগলো, আপু জন্য দোয়া ও ভালোবাসা রইলো আপু প্রতি 🤲🤲
ধন্যবাদ আপু।পর্দাতে আপনাকে ভালো লাগতেছে। ওই হারাম পথে আপনি আর যাবেন না।
ভালো লাগতেছে ভালোটা দেখার সুন্দর দেখার জন্য। এজন্য এই সুন্দর্য বেগানা পুরুষের সামনে ঢেকে রাখা ফরজ। তা হলো চেহারা।
চেহারা বেগানা পুরুষ কে দেখানো হারাম কবিরা গুনা।
এবং সাজ করা
@@ruhulaminbadsha1540 আপনার মাথা, আর আপনার ওস্তাদের ফতোয়া। তার পরদা সম্পুর্ন ইসলাম সম্মত। বাকি পরদা টা আপনার চোখে দিয়ে দেন
মাশা আল্লাহ, আল্লাহ আপনাকে ইসলামের উপর থাকার এবং তার উপর আমল করার তফিক দান করুন। আমিন
আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন,আর হিজাবে অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ
masha allha je maya lager
@Truth Hunter আপনার থেকে শিখতে হবে?? আপনার ভালো না লাগলে আপনি পালন করবেন না।। আমাদের ধর্ম আমাদের বিশ্বাস।। আপনি বলার কে? আপনার চ্যানেলে তো রিপোর্ট মারা উচিত
@@monimoni9444 কুকুরদের প্রকাশ্যে যৌনসঙ্গম করার পেছনে রয়েছে একটি পৌরানিক কাহিনী” কুকুর দিন-দুপুরে প্রকাশ্যে যৌনসঙ্গম করে কেন? যৌন স্বাভাবিক। রাস্তা-ঘাটে, প্রকাশ্য দিবালোকের সামনে যৌনসঙ্গম কাজের কথা নয়। কিন্তু কুকুর তো তাহাই করে। এর একটা পৌরাণিক ব্যাখ্যা আছে। তবে মূল ব্যাখ্যায় যাওয়ার আগে একটু ধান ভানতে শিবের গীত গাইতেই হবে। আর সেটা দ্রৌপদীকে নিয়ে। মহাভারতের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র দ্রৌপদী। নিজেই নিজের পরিচয় তৈরি করেছেন। গুণ এবং নীতির সমাহার ঘটেছে এই নারীর মধ্যে। দ্রৌপদীর পরিচয়ঃ- মহাকাব্য মহাভারতের বলিষ্ঠ নারী। যজ্ঞবেদী থেকে জন্ম। পূর্নাঙ্গ নারী রূপেই জন্মেছেন দ্রৌপদী। দ্রৌপদীর স্বাভাবিক শৈশব ছিল না। দক্ষিণ ভারতে দ্রৌপদীকে মা কালীর অবতার রূপে মানা হয়। কৌরবপক্ষ ধ্বংস করতে কৃষ্ণের সহায়ক ছিলেন দ্রৌপদী। দ্রৌপদীর বিয়ের পর সবচেয়ে বেশী কথা হয়েছে এটা নিয়েই। জলেতে ঘূর্ণায়মান চক্রের ভেতরে রাখা মাছের ছায়া দেখে মাছের চোখে লক্ষ্যভেদ করতে পারলে দ্রৌপদী বিয়ে করেন অর্জুনকে। এদিকে কুন্তীর ‘যা এনেছ ৫ ভাই ভাগ করে নাও’ কথায় কেলেঙ্কারী হয়ে গেল। যুধিষ্ঠিরও দেখলেন, মায়ের কথা শুনে অন্য ভাইয়েরা যেভাবে দ্রৌপদীর দিকে তাকাচ্ছে তাতে অনর্থ হতে পারে। তাই কালবিলম্ব না করে দ্রৌপদীকে ৫ ভাইয়ের বিয়ে করার সিদ্ধান্তে সিলমোহর দিলেন যুধিষ্ঠির। বিয়ের পর দ্রৌপদী একজনকে সামলাতেই জিভ বেরিয়ে যায় সেখানে পাঁচ জন! যাইহোক, দ্রৌপদী সবাইকে সামলে সুখে ঘর-সংসার করছেন। তবে অনেক শর্ত এবং ধারা আছে। এরমধ্যে প্রধান শর্ত, যে স্বামী দ্রৌপদীর সঙ্গে সময় কাটাবেন তাঁর পাদুকা বা জুতো ঘরের বাইরে খুলে রেখে আসতে হবে।যাতে অন্য জন বুঝতে পারে যে ঘরের মধ্যে দ্রৌপদীর সাথে আরো একজন আছে। ঠিক এই সময় যাওয়া যাবেনা। কিন্তু কোনও এক সময় পাদুকা বাইরে রেখেই দ্রৌপদীর সঙ্গে সময় কাটাচ্ছেন এক পান্ডব। তখনই এক কুকুর খুলে রাখা জুতো নিয়ে পালায়। ফলে ঘরের বাইরে ফাঁকা হয়ে গেল। অন্য পান্ডব ভাবলেন, দ্রৌপদী ঘরে একাই আছেন। তিনি সাদা মনে ঘরে ঢুকতেই দেখে দ্রৌপদীর সাথে এক পান্ডব আছেন। দ্রৌপদী দেখে ফেলল পান্ডবকে। সাথে সাথে দ্রৌপদীর তো মাথায় হাত! এত নিয়মে বাঁধার পরে এক স্বামী থাকা অবস্থায় অন্য স্বামী ঢোকে কী করে? অনুসন্ধান চালিয়ে জানা গেল সব দোষ বেটা কুকুরের। মহা রেগেমেগে দ্রৌপদী কুকুর প্রজাতিকে অভিশাপ দিলেন, সমগ্র পৃথিবী তোদের সঙ্গম দেখবে আর মজা করবে।
@@085153025 ভাইয়া এর চ্যানেলে রিপোর্ট করেন।। যাতে এসব বন্ধ হয়
@Truth Hunter গিরগিটির মতো আর কতবার নিজের রং চেঞ্জ করবেন। আমাদের শুধু ধোকা দেওয়ার জন্য। বুঝতে পারছি যে আপনি আরজ আলীর ফ্যান। কখনো নিজের চ্যানেলের নাম করছেন "সত্যের সন্ধানে" কখন "নাস্তিক হটাও" কখন আবার "নাস্তিক দমন কমিটি " হয়তো পরে নামকরণ করবেন " অন্ধ বিজ্ঞানভিত্তিক চ্যানেল"। আর এটাই তো আপনাদের কাজ শুধু নিজের রং পাল্টানো 🤣
পাপের পথ থেকে আপনি ফিরে এসেছেন দোয়া রইল আপনার জন্য এবং আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আল্লাহ যেন আপনাকে দুনিয়া এবং আখিরাতে শান্তি দান করুক
আপার কথাগুলো শুনে খুব ভাল লাগলো আপনি ভাগ্যবান নাড়ী মিডিয়া থেকে চলে আসছেন আল্লাহ আপনাকে হেফাযত করুন আমিন।
আমিন ❤💖
ভালো পথের সন্ধান যারা খুঁজে, তাদের আল্লাহ তা'আলা সম্মান সবখানেই বাড়িয়ে দেয়❤️❤️
রাসূল (সা:) বলেন, যে ব্যক্তির মৃত্যুর সময় শেষ কথা "লা ইলাহা ইল্লাল্লাহ" হবে সে জান্নাতে প্রবেশ করবে। -----তিরমিযি : ৯৭৬
I lyk her soo much...kono alga dhong nai,show off nai....simple n very honest n cute
খুব ভালো লাগলো,,
আলহামদুলিল্লাহ সুজানা তোমার দেখাদেখি অন্যরাও ইসলামের ছায়াতলে আসবে ইনশাআল্লাহ
আপু আপনাকে হায়াত দান করুক। আপু হেজাব আর কখনো বের হয়েন না আললাহ আপনাকে কবুল করুক। আমিন
আলহামদুলিল্লাহ,আপনার জন্য অনেক শুভ কামনা।আমার ও খুব ইচ্ছা চাকুরী ছেড়ে দিয়ে এই রকম একটা ফ্যাশন হাউজ খোলার।আলহামদুলিল্লাহ নিজের হাতে সেলাই করা ড্রেস সবাই পছন্দ করে।
আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করুক আমীন
আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, কথায় কথায় আল্লাহামদুলিল্লাহ বলাটা
ভুল থেকেই মানুষ শিক্ষা নেয়,ধন্যবাদ আপনাকে যে আপনি ভুল থেকে সঠিক শিক্ষাটা নিয়েছেন।যদিও নিজের অনেক মূল্যবান জিনিস হাড়িয়ে ফেলেছেন।
কি হারিয়েছেন শুনি? হতে পারে তার থেকে অনেক বেশি বোরখাওয়ালিরাও হারায়। হতে পারেনা?
সুজানা আমার ক্রাস, খুবই সুন্দর খুবই ভালো কাজ করতেছো, আসা করি এভাবেই ভালো মানুষ হয়ে বেচে থাকার চেস্টা করবে
সুবহানাল্লাহ দেখে অনেক ভালো লাগলো
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনাকে হেফাজতে রাখুক 🤲🕌🕋💖💖
হে মাবুদ আপনি আমাদের সবাইকে হেদায়েত দান করুন সহি বুঝ দান করুন
সহজ সরল পথে পরিচালিত করুন
আমিন❤❤❤
আল্লাহ আপনাকে হেদায়াতের পথে অটল রাখুক,অনেক ভালো সিদ্ধান্ত নিয়েছেন৷ পছন্দ করতাম না তেমন,তবে এখন আপনার ফ্যান হয়ে গেছি৷ Love you আপি🥰🥰🥰
Ma sha Allah Suzana looks so beautiful, better then before! Smart and more elegant
Keep it up
"আমিন" আল্লাহ তুমি তাকে হেফাজত করিও। ❤️❤️❤️❤️
মাশাআল্লাহ সুজানা ম্যাডামকে হিজাবে অনেক সুন্দর লাগছে নারীদের পর্দা করা ফরজ আল্লাহর সকল নারীদের কে পর্দা করার এবং বুঝার তৌফিক দান করুন
আমিন 💖❤
মাশাল্লাহ। শুনে অনেক ভালো লাগলো। দোয়া করি আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিক।
আলহামদুলিল্লাহ আল্লাহ যেন সঠিক বুঝার তৌফিক দান করেন আমিন
মাশাল্লাহ ❣️🤲🏻আল্লাহ তায়ালা সকলের হেদায়েত নসিব করুক 🤲🏻🤲🏻❣️
আলহামদুলিল্লাহ
অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে যে আপনি চলচ্চিত্রের না যেয়ে নিজের একটা ব্যবসাপ্রতিষ্ঠান খুলছেন আমরা সবাই ইসলামের পথে চলবে ইনশাল্লাহ
আলহামদুলিল্লাহ আপু আপনার জন্য দোয়া ও শুভ কামনা রইলো
good
ঠিক বলেছেন আপু, একটা সময় আপনাকে তেমন পছন্দ করতাম না, কিন্তু এখন আপনাকে দেখলে অনেক ভালো লাগে এই ভেবে যে আপনি একজন ভালো মনের মানুষ,
Allaho apnake hedayet dan koruk
আপুটার জন্য অনেক দোয়াও ভালোবাসা রইলো🥰🤞
এটাতো অনেক আগের নিউজ | করোনার মাঝে সুজানা খান,অ্যানি খান,সানা খান সহ অনেক সেলিব্রেটি ইসলামের সুশীতল ছায়ায় ফিরে এসেছেন
Suzana coronar onnk aage thekei Media te nai.
@@unit-add2775 but media te ar ashbe na ei ghoshina dise corona period e
আল্লাহ আপনার মতো সব অভিনেত্রীকে হেদায়েত দান করুক, আমিন।
- যদি বেঁচে থাকি ৩০ টা রোজা রাখবো.!😍
- ইনশাআল্লাহ .!❤
আল্লাহ উনাকে আমৃত্যু পর্যন্ত ঈমানের পথে অবিচল রাখুন, আমিন
আমিন
Ameen
আল্লাহ যেন আমাদের সবাইকে ইসলামের সঠিক পথে চলার তৌফিক দান করেন আমিন।
মিডিয়া ছেড়ে দেয়ার জন্য আপুকে আন্তরিকভাবে ধন্যবাদ। আপুর কাজে যেন আল্লাহ সহায় হোন
মাশাল্লাহ ভালো উদ্যেগ,দয়া করে কেউ পুরবের কথা টেনে ভালো কাজে অনুৎসাহিত করবেন না।
Fifa 18 eita ki Apnar name apu?
অনেক অনেক শুভকামনা রইলো আপু তােমার জন্য
আলহামদুলিল্লাহ খুবই ভালো 🥀💝💖
মাশা আল্লাহ 🧡
আলহামদুলিল্লাহ দেখে ভালো লাগলো ভীষণ।
আল্লাহ কবুল করুক.….যার নসিব ভালো তাকেই না-কি আল্লাহ হেদায়েত দান করেন।
মাশাআল্লাহ। আল্লাহ আপনাকে হেফাজত করুন।
আলহামদুলিল্লাহ আপুকে অনেক অনেক ধন্যবাদ..?
আশা সব নায়ক নায়িকা হারাম অভিযান থেকে ফিরে আসবে। আল্লাহ তৌফিক দান করুক আমিন।
আমিন
আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে পুরোপুরি হেদায়েত দান করুন
Alhamdulilahh...😍 Allahu pak tumar hedayet dan korun...💚💙
আলহামদুলিল্লাহ অনেক ভাল লাগলো,, সিনেমা ছেঁড়ে চলে আসার জন্য
আল্লাহ মৃত্যু পর্যন্ত আপনাকে ইসলামের উপর অটল রাখুন সমস্ত ফেতনা থেকে বাঁচিয়ে রাখুন এই দোয়া করি।
আমীন
Amin
সুজানা কে এই ভাবে দেখে খুব ভালো লাগলো...মাশাল্লাহ!!!
আলহামদুলিল্লাহ আপু। অনেক ভাল লাগল। 🥰
আলহামদুলিল্লাহ 👍👍
মাশা-আল্লাহ, আল্লাহ সুবহানু ওয়া তা'লা আপনাকে পরিপূর্নভাবে হিদায়াহ দান করুক,দ্বীনের উপর আমৃত্যু অটুট রাখুক,আমিন
আল্লাহ আপনাকে আরো পুরাপুরি ভাবে দ্বীনের মাঝে চলার তৌফিক দান করুন আ-মীন।
আপু তুমি এগিয়ে যাউ তুমার জন্য দেয়া রইলো
Alhumdulillah, she is looking more beautiful than ever. She is also looking soo happy.
আলহামদুলিল্লাহ বোন আপনার সকল নেক আমল ও ভাবনাগুলো আল্লাহপাক কবুল করেন।
মাশাআল্লাহ,সঠিক সিগ্ধান্ত।
আলহামদুল্লা,সত্যিই আপনাকে দেখে গর্ব হচ্ছে ৷করণ খারাপ কাজ ছেড়ে হালাল কাজ শুরু করছেন৷দোয়া করি এগিয়ে যান৷
আলহামদুলিল্লাহ......আপনাকে দেখে খুব ভালো লাগলো..... আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল..... এভাবেই এগিয়ে যান।
মাশাহ আল্লাহ।।
আলহামদুলিল্লাহ।।
মাশাআল্লাহ, অসাধারণ,, আপনাকে আল্লাহ দিনের রাস্তায় কবুল করেছেন, আল্লাহ যেন সকল বোনদের কে এইভাবে দিনের রাস্তায় কবুল করেন ,আমিন,
সুজানা অনেকটাই ইয়াংকালের ববিতার মতন দেখতে, মাশাআল্লাহ 😍😍
Durrr bobita kono niyka naki kar sathe kar tolona koren
True 💓
suzena apur jonno onk onk doaa roilo really best kajti korecen apni media theke chole eshe..all the best..
মিডিয়ার অভিশাপ থেকে অাল্লাহ অাপনাকে হেফাজত করুন