মূলত, আশিক ভাইয়ের বাড়ি, তারই ছাদ কিন্তু গাছের যত্ন নেন তার বড় বোন যিনি গুরুতর অসুস্থতার পর এখন সেরে উঠছেন৷ আপা সুস্থ থাকলে অনেক ইনফর্মেশন পাওয়া যেত। ছাদে যে সম্ভব, এটুক দেখানো গেল, এরপরের কিছু ভিডিও আসছে দারুন সব তথ্যে ভরা৷ আপনার মনযোগ আমাকে শিক্ষা দিয়েছে, আশাকরছি এর পর থেকে সব ভিডিওতেই প্রয়োজনীয় তথ্য রাখবো। এভাবে একটু নজরদারীতে রাখবেন, ঠিক শুধরে যাবো, যে উদ্দেশ্যে jonok krishi সৃষ্টি, তার সবটাই পুরন করতে পারব।
আপনার আন্তরিক মনযোগ আমাদের কৃতজ্ঞ করেছে৷ কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ প্রার্থনা করছি৷ কোন একটা ঠিকানা দেবেন, যেখানে জনক কৃষি আপনার জন্য ছোট্ট একটা উপহার পাঠাতে পারে৷ ডিসকৃপশনে জনক কৃষির হোয়াটসএ্যাপ নম্বর আছে। প্লিজ, আমাদের উপহার গ্রহন করুন৷
সেই রকম সুন্দর
ধন্যবাদ৷
খুব সুন্দর
ধন্যবাদ৷
সুন্দর
গাছে কি খাবার দেয়া হয় কত দিন পর পর দেয়া হয় পরিচর্যার কথা তো জানানো হলো না।
মূলত, আশিক ভাইয়ের বাড়ি, তারই ছাদ কিন্তু গাছের যত্ন নেন তার বড় বোন যিনি গুরুতর অসুস্থতার পর এখন সেরে উঠছেন৷ আপা সুস্থ থাকলে অনেক ইনফর্মেশন পাওয়া যেত।
ছাদে যে সম্ভব, এটুক দেখানো গেল, এরপরের কিছু ভিডিও আসছে দারুন সব তথ্যে ভরা৷
আপনার মনযোগ আমাকে শিক্ষা দিয়েছে, আশাকরছি এর পর থেকে সব ভিডিওতেই প্রয়োজনীয় তথ্য রাখবো।
এভাবে একটু নজরদারীতে রাখবেন, ঠিক শুধরে যাবো, যে উদ্দেশ্যে jonok krishi সৃষ্টি, তার সবটাই পুরন করতে পারব।
আপনার আন্তরিক মনযোগ আমাদের কৃতজ্ঞ করেছে৷
কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ প্রার্থনা করছি৷ কোন একটা ঠিকানা দেবেন, যেখানে জনক কৃষি আপনার জন্য ছোট্ট একটা উপহার পাঠাতে পারে৷
ডিসকৃপশনে জনক কৃষির হোয়াটসএ্যাপ নম্বর আছে। প্লিজ, আমাদের উপহার গ্রহন করুন৷