পাইকারী মূল্যে প্যাকেট, লেবেল, বই/ম্যাগাজিন, ক্যালেন্ডার, ষ্টিকার সহ সকল প্রকার ছাপার কাজ করিয়ে নিন।

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024
  • আমাদের সার্ভিস সমূহঃ
    ক্যালেন্ডার, পোষ্টার, লিফলেট, ব্রুশিয়ার, প্রসপেক্টার্স, হ্যান্ডটেগ, ক্যাটালগ, বই, খাতা, প্যাকেট, লেবেল, স্টিকার, ডায়েরী, কাটুন, টি-শার্ট সহ অফসেট প্রেসে/প্রিন্টিং প্রেসে ছাপা হয় এমন সকল প্রকার প্রিন্টের অর্ডার নেওয়া হয়।
    (কুরিয়ার সার্ভিস এবং ট্রান্সপোর্ট এর মাধ্যমে অর্ডারকৃত মাল ডেলিভারী দেওয়া হয়)
    (বিশ্বস্ত ও দক্ষতার সাথে আমরা দীর্ঘ সময় যাবৎ ছাপাখানা/প্রিন্টিং প্রেসের কার্যক্রম পরিচালনা করে আসছি...।
    আমাদের রয়েছে মিনিমাম প্রাইজে/দরে পাইকারী মূল্যে আপনার চাহিদা আনুযায়ী হাই কোয়ালিটি প্রোডাক্ট ও প্রিন্টের গ্যারান্টি)
    বিঃ দ্রঃ বিভিন্ন জেলা শহর সহ দেশের বিভিন্ন স্থানে দোকান/অফিস নিয়ে যারা প্রিন্টিং প্রেস এর ব্যবসা পরিচালনা করেন- আপনারা যারা আমাদের প্রতিষ্ঠানে ছাপা/প্রিন্টের কাজ করতে আগ্রহী- আপনার ছাপার কাজগুলো ডিজাইন রেডি করে ফাইল মেইলে পাঠাবেন, (অর্ডার স্বাপ্লাইয়ারদের জন্য রয়েছে আলাদা সুযোগ সুবিধা)।
    কর্পোরেট অফিস সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে সরাসরি আমাদের ছাপাখানায় যারা প্রিন্ট/ছাপার কাজ করতে আগ্রহী- আপনাদের জন্য রয়েছে চাহিদা অনুযায়ী পাইকারী মূল্যে কোয়ালিটি সম্পন্ন প্রিন্টিং এর নিশ্চয়তা, হোয়াটস অ্যাপ এ ভিডিও কলের মাধ্যমে কাজের ভুলত্রুটি সংশোধন করার সুযোগ সহ গ্রাফিক্স ডিজাইনের সাপোর্ট। আমাদের অফিসে উপস্থিত না হয়ে ভিডিও কলের মাধ্যমে খুব ভালভাবে কাজগুলো সংশোধন ও ডিজাইন করার সুযোগ রয়েছে। আমাদের অফিসে উপস্থিত না হয়ে অনলাইনে আপনারা যারা কাজ করতে আগ্রহী- আপনাদের জন্য পরামর্শ হচ্ছে- যদি স্যাম্পল থাকে স্যাম্পলের ভিতর বাহির/এপাশ-ওপাশ ছবি তুলে বিস্তারিত উল্লেখ করে... সাইজ ও প্রিন্টের পরিমাণ জানিয়ে হোয়াটস অ্যাপে ম্যাসেজ করুন। (ছবি দেখে সাইজ বুঝার উপায় নেই), নিজস্ব ডিজাইন/স্যাম্পল না থাকলে আপনার ডিজাইন/প্রোডাক্ট এর সাথে মিল রেখে যে কোন একটি নমুনার ছবি সহ হোয়াটস এ্যাপে আমাদের ম্যাসেজ দিন। এককথায়- আপনি যা প্রিন্ট করতে চাচ্ছেন তার বিস্তারিত জানিয়ে যেকোনো ভাবে হোয়াটস এ্যাপে ম্যাসেজ করুন বা সম্পূর্ণ নতুন/প্রথম ডিজাইন হলে- কাগজে লিখে/নিজের মত ছক করে কোন দিকে কত ইঞ্চি বা অন্যান্য বিষয় জানিয়ে ছবি তুলে হোয়াটস এ্যাপে ম্যাসেজ করুন।
    (ডিজাইনের জন্য আমরা কোন টাকা নিচ্ছি না, আমাদের প্রতিষ্ঠানে প্রিন্টের কাজ করলে আপনার জন্য রয়েছে গ্রাফিক্স ডিজাইন ফ্রি। যে কাজ প্রিন্ট হবে না সেই কাজের ডিজাইন করা সম্ভব নয়, কাজ কনফার্ম করার পরে ডিজাইনের কাযক্রম শুরু হবে।
    অফিসঃ ছাপাখানা-প্রিন্টিং প্রেস
    44/2, বাগডাসা লেন, 2য় তলা, বাবুবাজার, ঢাকা-1100।
    (নয়াবাজার/বাবুবাজার ব্রিজ থেকে নামতে হাতের বা সাইডে অবস্থিত ‘‘ঢাকা মহানগর জেনারেল হসপিতালের’’ পিছনে- ‘‘শাহাজাদী বেগম জামে মসজিদের’’ পশ্চিম পাশ ঘেঁষিয়ে 2য় তলায় উঠে হাতের বা সাইডে প্রথম ফ্লাট) (হোয়াটস এ্যাপে ম্যাসেজ করুন- নয়াবাজার ব্রিজের গোড়া থেকে আমাদের অফিসে কিভাবে আসবেন তার ভিডিও লিঙ্ক দেওয়া হবে, ভিডিও দেখে নিজে নিজে সরাসরি খুব সহজেই ব্রিজের গোড়া থেকে মাত্র 20-25 সেকেন্ড এর মধ্যে চলে আসতে পারবেন)
    মোবাইল ও সারাসরি যোগাযোগের সময়/অফিস টাইমঃ
    সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত, নামাজের সময় ও রাত 9টার পরে কল না দেওয়ার অনুরোধ রইলো।
    বিঃদ্র- প্রথম অরডারের সময় স্বশরিরে অফিসে এসে কাজের অরডার কনফারম করার অনুরোধ রইলো।
    (শুক্রবার আমাদের প্রতিষ্ঠান বন্ধ থাকে)
    (কাজ দেওয়ার ইচ্ছা না থাকলে- শুধু শুধু রেট/কোটেশন জানার জন্য অযথা দয়া করে কল দিবেন না, আমাদের ব্যস্ত ও মূল্যবান সময় নষ্ট করবেন না)
    (মোবাইল নেটওয়ার্ক মাঝে মধ্যে খারাপ থাকে তাই আগ্রহীদের শুধু হোয়াটস এ্যাপে যোগাযোগ করার জন্য অনুরোধ রইলো)
    বিশেষ প্রয়োজনে অফিস টাইমের বাহিরে শুধু হোয়াটস এ্যাপে ম্যাসেজ দিয়ে রাখুন, সাথে সাথে উত্তর না পেলেও কিছু সময়ের ব্যবধানে আপনার সাথে যোগাযোগ করা হবে।
    (হোয়াটস এ্যাপ: 01974-14 58 93) মোবাইল: 01722 - 055 627
    (অফিস: 01949 - 683 179, 01880 - 330 590)
    ই-মেইলঃ bpimranur@gmail.com
    ফেইসবুক লিঙ্কঃ / imran.rahman.5268
    ফেইসবুক লিঙ্কঃ www.facebook.c...
    ফেইসবুক লিঙ্কঃ www.facebook.c...
    ফেইসবুক পেজ লিঙ্কঃ / imranur100

Комментарии • 6

  • @subrotobiswas9768
    @subrotobiswas9768 3 дня назад

    আমার কিছু স্টিকার প্রয়োজন, কিছু পেকেট ও প্রয়োজন

  • @MdFiroz-g8i1j
    @MdFiroz-g8i1j 9 дней назад

    গ্লিসারিন স্টিকার পাওয়া যাবে

  • @Income-tube.915
    @Income-tube.915 28 дней назад +2

    ভাই আমার কিছু প্যাকেট লাগবে

    • @imranurrahman3440
      @imranurrahman3440  28 дней назад

      ওকে আমাদের অফিসে চলে আসুন... প্লিজ.

    • @papiaakhter4150
      @papiaakhter4150 16 дней назад

      হ্যন্ডবিল 2পিঠে কতো করে নিবেন।