"মৃত্যুতে মিশে" (In the Embrace of Death) [October 9, 2024]

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024
  • Verse 1
    আলোটা ধীরে ধীরে নিভে যায় চোখের কোণে,
    প্রতিটা নিঃশ্বাস যেন অনন্তের পথে।
    মনে করি, এই জীবন চিরকালীন,
    কিন্তু মৃত্যু আসে, নীরবে চুরি করে সবই।
    Pre-Chorus
    আমরা সবাই তো একদিন হারিয়ে যাব,
    মৃত্যুর মুখোমুখি, কোনো ফেরা নেই তবে।
    এই যে পৃথিবী, এই ক্ষণিক সময়,
    সবই মিথ্যে হয়ে যায়, যখন আসে মৃত্যুর রূপকথা।
    Chorus
    সব জীবনই একদিন থেমে যাবে,
    মৃত্যুর ছায়ায়, সময় ভেঙে যাবে।
    এই জীবনটা বুঝিস, তুই আমূল করে,
    কারণ মৃত্যু কাছে আসে, ঠোঁটে রেখে মায়া ভরে।
    মৃত্যুতে মিশে, সব কিছুই হারায়,
    এই হৃদয় তবু ভেঙে যায়।
    Verse 2
    স্বপ্নগুলো সব ভাসে, কল্পনার জোয়ারে,
    মনে করি, জীবনটা শুধুই আমাদের।
    কিন্তু মৃত্যু দাড়িয়ে আছে, একান্তে ডাকে,
    আমরা ভুলে যাই, সবকিছুই পাথরে বাঁধা।
    Pre-Chorus
    কেউ জানে না, কবে আসবে সেই শেষ দিন,
    যখন আলো নিভে যাবে, হারাবে সব স্মৃতির বিন-দিন।
    মিথ্যে প্রাপ্তি, অহংকারের দাম,
    মৃত্যু এসে মুছে ফেলে, সব স্বপ্নের নামে।
    Chorus
    সব জীবনই একদিন থেমে যাবে,
    মৃত্যুর ছায়ায়, সময় ভেঙে যাবে।
    এই জীবনটা বুঝিস, তুই আমূল করে,
    কারণ মৃত্যু কাছে আসে, ঠোঁটে রেখে মায়া ভরে।
    মৃত্যুতে মিশে, সব কিছুই হারায়,
    এই হৃদয় তবু ভেঙে যায়।
    Bridge
    তোর প্রতিটা শ্বাসে লুকিয়ে আছে বিদায়,
    যা কিছু পেলি, সেটা একদিন হারাবি, এটাই নিয়ম।
    তুই যতই চাস, সময় আটকে রাখার,
    মৃত্যু এসে তোকে টেনে নেবে, নির্দয় বেদনার।
    Chorus
    জীবনটা নেয়া উচিত গভীরভাবে,
    মৃত্যু কাছে আসে, খুব নিঃশব্দে।
    সব কষ্ট, সব সুখের শেষে,
    শুধু মৃত্যু থাকে, নিঃশব্দ সেই রাতে।
    মৃত্যুতে মিশে, এই পৃথিবী থামে,
    শূন্যতা বেঁচে থাকে তবু হৃদয়ের নামে।
    Outro
    সবই ফুরিয়ে দাঁড়-শ্বাসে, আমার আসবে সেই শেষ দিন,
    যখন আলো নিভে যাবে, হারাবে সব স্মৃতির বিন।
    মিথ্যে প্রাপ্তি ঘেরাও, অহংকারের দাম,
    মৃত্যু এসে মুছে ফেলে, সব স্বপ্নের নামে।
    Chorus
    সব জীবনই একদিন থেমে যাবে,
    মৃত্যুর ছায়ায়, সময় ভেঙে যাবে।
    এই জীবনটা বুঝিস, তুই আমূল করে,
    কারণ মৃত্যু কাছে আসে, ঠোঁটে রেখে মায়া ভরে।
    মৃত্যুতে মিশে, সব কিছুই হারায়,
    এই হৃদয় তবু ভেঙে যায়।
    ---

Комментарии •