কৃষ্ণকলি - রবীন্দ্রনাথ ঠাকুর
HTML-код
- Опубликовано: 24 ноя 2024
- ‘মহুয়ার আবৃত্তির জগৎ’এর হোয়াটসঅ্যাপ গ্রূপের লিঙ্ক: - chat.whatsapp....
যারা RUclipsএ আমার আবৃত্তির নোটিফিকেশন পাচ্ছেন না, তাদের সুবিধার জন্য আমি একটি হোয়াটসঅ্যাপ গ্রূপ তৈরি করে দিয়েছি, যার লিঙ্ক উপরে 👆 দিয়ে দিয়েছি, এর মাধ্যমে আপনি এই গ্রূপে জয়েন করতে পারেন। এখানে আমি আমার প্রত্যেকটা আবৃত্তির লিঙ্ক দিয়ে দেবো। তাছাড়া আমার ফেসবুক পেজের লিঙ্ক নিচে 👇 দেওয়া আছে।
‘মহুয়ার আবৃত্তির জগৎ’এর ফেইসবুক পেজের লিঙ্ক: - www.facebook.c...
কৃষ্ণকলি
।। রবীন্দ্রনাথ ঠাকুর ।।
কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গাঁয়ের লোক।
মেঘলা দিনে দেখেছিলেম মাঠে কালো মেয়ের কালো হরিণ-চোখ।
ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্তবেণী পিঠের 'পরে লোটে।
কালো? তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ-চোখ।
ঘন মেঘে আঁধার হল দেখে ডাকতেছিল শ্যামল দুটি গাই,
শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এল তাই।
আকাশ-পানে হানি যুগল ভুরু শুনলে বারেক মেঘের গুরুগুরু।
কালো? তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ-চোখ।
পূবে বাতাস এল হঠাৎ ধেয়ে, ধানের ক্ষেতে খেলিয়ে গেল ঢেউ।
আলের ধারে দাঁড়িয়েছিলেম একা, মাঠের মাঝে আর ছিল না কেউ।
আমার পানে দেখলে কি না চেয়ে আমি জানি আর জানে সেই মেয়ে।
কালো? তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ-চোখ।
এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে।
এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল-বনে।
এমনি করে শ্রাবণ-রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে।
কালো? তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ-চোখ।
কৃষ্ণকলি আমি তারেই বলি, আর যা বলে বলুক অন্য লোক।
দেখেছিলেম ময়নাপাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ-চোখ।
মাথার 'পরে দেয় নি তুলে বাস, লজ্জা পাবার পায় নি অবকাশ।
কালো? তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ-চোখ॥
Khub khub valo laglo bon.Anek egie jao,valo theko.God bless you.
ধন্যবাদ
বাঃ! খুব ভালো লাগলো। আরও শোনার অপেক্ষায় রইলাম।
ধন্যবাদ
বেশ নতুনত্ব আছে বলার ভঙ্গিমায়।
ধন্যবাদ
খুব ভালো হয়েছে
ধন্যবাদ
Khub sundar
ধন্যবাদ
Khub. Darun hoeyche
ধন্যবাদ
খুব সুন্দর হয়েছে মহুয়া দি❤
ধন্যবাদ