Tagore And The West | Medley | A TagoreCovers Production

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • This rendition celebrates Rabindranath Tagore's time spent in the West. Western melodies had inspired him to compose incredibly beautiful songs, three of which we tried putting together as a medley. The first song Phuley Phuley Dholey Dholey was inspired by the Scottish folk song Ye Banks and Braes, and the song Drink to Me Only With Thine Eyes, written by the English playwright Ben Jonson, went on to influence Tagore's melody for Kotobaro Bhebechhinu. Ending on a nostalgic note to depict the bringing together of people from different parts of the world - Purano Shei Diner Kotha, Tagore's inspiration from the very well-known Auld Lang Syne.
    TagoreCovers Ensemble
    Vocals:
    Avik Deb
    Adrina Jamilee
    Nashroh Naziat
    Shuvanon Rajit
    Love and relentless encouragement from Canada: Sharad Protiti
    Music Direction and Arrangement: Shuvanon Rajit
    DOP, Edit and Colour: Tashfique Hossain
    Direction: Abdullah Al Mamun Arin
    Contact us at: tagorecovers@gmail.com
    Special thanks to:
    Afnoor Jamilee
    Nazmus Sakib Anik

Комментарии • 771

  • @10MinuteSchoolSHOWS
    @10MinuteSchoolSHOWS 6 лет назад +220

    The pride will go international this time. Loads of love!

  • @sayanroy1641
    @sayanroy1641 3 года назад +19

    হাজার বার এই পৃথিবীতে জন্মাতে রাজি যদি প্রত্যেকবার বাঙালি হয়ে জন্মাই।

  • @Sohag360
    @Sohag360 6 лет назад +108

    অনেক দিন পর কোন গান কন্টিনিউয়াস লুপ দিয়ে শুনছি। সাথে দেখছিও! গানের পাশাপাশি অসাধারন ভিডিওগ্রাফী।

    • @RunwithRajib
      @RunwithRajib 2 года назад +1

      একদম ভাইয়া।

  • @sanondadattagupta2734
    @sanondadattagupta2734 6 лет назад +527

    রবিন্দ্রনাথ যদি আজকে থাকতেন, কতটা গর্ব বোধ করতেন! আমি ভাষা খুজে পাচ্ছি না কি বলবো! আমি শুধু এটুকু বলি, তোমরা এরকম আর ও করো! এ দেশে রবিন্দ্র প্রেমী দের "ব্যাক ডেইটেড " বলা হয়! তোমরা এরকম আর ও কাজ করো আর আমাদের প্রজন্ম এর কাছে তুলে ধরো রবি ঠাকুর এর অমুল্য সৃষ্টি আর এর গভীরতা !

    • @daipayanghosh8025
      @daipayanghosh8025 6 лет назад +2

      vul blln....amdr gorbo krar MTO r k ache...SB I to sesh amdr

    • @stb6139
      @stb6139 6 лет назад +21

      রবীন্দ্র প্রেমীদের ব্যাকডেটেড বলা হয়... সিরিয়াসলি?! যারা বলে তারা তো ব্যাকডেটেডেরই মানে জানেনা। এরাসব কুয়ার ব্যাং।

    • @pianadhikary2426
      @pianadhikary2426 5 лет назад +27

      আমি রবীন্দ্র প্রেমী কিন্তু আমার বয়স 14
      আর আমি নিজেকে সম্পুর্ন highly updated বলে মনে করি।। 🌺🌻🍁😀😀😀😀😀😀😀🙏🙏🙏🙏🙏🙏

    • @utshochakraborty4181
      @utshochakraborty4181 5 лет назад +1

      একদম সত্য কথা👍

    • @newsjunkieish
      @newsjunkieish 5 лет назад +1

      @@pianadhikary2426 Shotti ❤️

  • @nabanjanadebnath
    @nabanjanadebnath 4 года назад +15

    বাংলার মাটি, বাংলার জল। ধন্য ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। আবার আসিব ফিরে ধানসিরিটির তীরে এই বাংলায়।
    Proud of Bengali Literature, Language, Art, Music, Rich Culture, Openness, Education, Talent, Variety of food, Love for travelling and exploring new places. National Anthem- Bengali, National Song- Bengali, Byomkesh- Bengali 🤩. In a nutshell, proud to be a Bengali!

  • @thehistorian9235
    @thehistorian9235 6 лет назад +176

    বাংলাদেশের নতুন প্রজন্ম শুধু আর্টসেল,শিরোনামহীন,ওয়ারফেজ মত মেটাল গানগুলোরই কভার করে না।
    রবীন্দ্র সংগীতের মত ঐতিহ্যবাহী গানও কভার করে। great 👏

    • @suvodutta70
      @suvodutta70 5 лет назад

      O hello enara bangladesi non

    • @sinachowdhury2837
      @sinachowdhury2837 5 лет назад +11

      @@suvodutta70 they are from Dhaka. graduated from surer Dhara, a school run by Bonya di.

    • @shanto2951
      @shanto2951 5 лет назад +10

      @@suvodutta70 O hello! Educate yourself!

    • @suvodutta70
      @suvodutta70 5 лет назад

      @@shanto2951 enara bangladesi non eta na janle bujhi manus uneducated hoe jae...jana chilo na to dada...

    • @suvodutta70
      @suvodutta70 5 лет назад

      @@sinachowdhury2837 sorry my mistake...and r u talking about rezwana choudhuri bonya

  • @SayanMukherjee2405
    @SayanMukherjee2405 6 лет назад +66

    I am in a real fix! I have listened to and watched all the five published videos of TagoreCovers almost a million times each! But I am unable to figure out which rendition is the best. And, I am also trying to figure out who is my favourite singer.
    Shuvanon Rajit has a solid unmistakable classical grain in his voice which adds weight to his husky male voice. He has a beautiful bass and that has shown itself in the English portion of this song too.
    Avik Deb has one of the sweetest young male voices in the whole of Bengal (Bangladesh and West Bengal combined). The duet by Rajit and Avik, "Anandodhara Bohichhe Bhubone" is an absolute treat. He makes singing look so easy!
    As for the female voices, it is very, very difficult to differentiate between them. Obichchheddo troyee. All three singers (Nashroh Naziat, Adrina Jamilee and Sharad Proteeti) are extremely pleasing to the ears. All three have immaculate pronunciation with the right stress on the right word.
    Anusha (Nashroh Naziat) has a deeply sensual but soothing voice. The appeal of her voice is very subtle but its sweetness engulfs the listener's mind almost immediately. Premer gaan-er jonno ei voice ekdom boshano! Adrina has a powerful delivery but if you only hear the audio, her flawless voice seems like that of a small girl! It is fresh and has a little element of playfulness. Last, but not the least, we have Sharad Proteeti. She throws that husky voice with super perfection. While singing "Bhalobeshe Shokhi", Proteeti sounded at times like Kanika Bandyopadhyay.
    Nashroh Naziat had sung: "Keho janibe na mor gobheer pronoy, keho dekhibe na mor osrubarichoi." And Adrina Jamilee followed: "Kemone Prokashi Kobo, Koto Bhalobashi". Sharad Proteeti-ke khoob miss korechhi ei gaane.
    Apnaader 5 joner-i jeebone "bhalobasha" o "pronoy" cheerosthayee hok, osrubaari jeno na aashe.

  • @sababatamanna2117
    @sababatamanna2117 5 лет назад +14

    When I listen to any Rabindra sangeet, I cry. This song is really close to my heart.It’s amazing to see how Rabindranath 's spirit never died, it’s always with us,in our heart. ❤

  • @learnwithmithila8809
    @learnwithmithila8809 Год назад +3

    অনেকদিন পর আজকে আবার শুনলাম। দারুণ শান্তি লাগে রবীন্দ্র সংগীত শুনলেই আর আপনাদের উপস্থাপনা এবং গায়কী তো এককথায় অসাধারণ। পুরাণো সেই দিনের কথা - শুনে গায়ে কাঁটা দিল, মনে পরে যায় সেইসব দিনগুলি।

  • @xishanniaz
    @xishanniaz 6 лет назад +93

    আপনাদের মধ্যে নিরীক্ষা প্রবণতার সাহস আছে, স্বয়ং কবিগুরুর এই ব্যাপারটা ছিল। নতুনকে অকপটে গ্রহণের এই সাহসকে স্বাগত জানাই। একটাই অনুরোধ, পরের গানটা দ্রুত করবেন। আপনাদের গানের জন্য অপেক্ষা করি।

  • @hushsmita
    @hushsmita 6 лет назад +5

    রবীন্দ্রনাথ আমাদের প্রাণের একটা অংশ!
    রবীন্দ্রসংগীত নিয়ে আমাদের দেশে এমন অনন্য আয়োজন খুবই কম হয়। এই ৭.২৯ মিনিট আসলেই অনেক মুগ্ধ হয়ে শুনছিলাম! সত্যিই অসাধারণ আয়োজন....

  • @nasimamila2953
    @nasimamila2953 6 лет назад +52

    রুদ্ধশ্বাস করা আবাহ তৈরি হয় যখন আপনাদের গানগুলো শুনি। অসম্ভব সুন্দর। আরো আরো অনেক অনেক চাই। বাংলা সংস্কৃতিকে এভাবেই বাঁচিয়ে রাখুন।

  • @thedeyal
    @thedeyal 6 лет назад +68

    অপূর্ব! অসাধারন! এই ইংলিশ-বাংলা কম্বিনেশনগুলি আরো আছে ইউটিউবে, কিন্তু আপনারা অন্য মাত্রায় নিয়ে গিয়েছেন। অনেক পরে পরে এক একটা ভিডিও আসে, কিন্তু অপেক্ষা সার্থক। ভিডিওর পরিচালক আর সিনেমাটোগ্রাফারকেও ধন্যবাদ।

  • @RajotShuvroRoy
    @RajotShuvroRoy 4 года назад +4

    রবীন্দ্রনাথ ঠাকুরের গানে বাংলা ও ইংরেজি ভাষার দুর্দান্ত সমন্বয়। সত্যিই গান ক'টি মন ছুঁয়ে গেল।

  • @mdshajalal2099
    @mdshajalal2099 2 года назад +3

    রবীন্দ্রচর্চার এক অন্য মাত্রা যোগ করেছেন আপনারা। ভালোবাসা অবিরাম

  • @Explorer_Souvik97
    @Explorer_Souvik97 6 лет назад +19

    The Cinematography is out of the world and the Composition, I am speechless.

  • @tarunkantidas4323
    @tarunkantidas4323 Год назад +2

    মন্ত্রমুগ্ধ হয়ে শুনছি এবং দেখছি। অসাধারণ গায়কী ও ভিডিওগ্রাফি। এরকম আরো আরো চাই । আপনারাই নতুন প্রজন্মের কাছে রবীন্দ্র সংগীত জনপ্রিয় করে তুলবেন, এই প্রত্যাশা রাখছি। অনেক অনেক ধন্যবাদ।

  • @_nomu_087
    @_nomu_087 6 лет назад +38

    অনেক আশা নিয়ে অপেক্ষা করে থাকি...প্রাণসুধা পান করার অপেক্ষা...অমৃতের নেশা ধরে যাওয়াটা বোধহয় দোষের কিছু নয়...!

  • @akkhanmohammadhasan33
    @akkhanmohammadhasan33 2 года назад +5

    এটা সত্য যে রবীন্দ্রনাথ ঠাকুর পাশ্চাত্য অনেক গানের সুরের দ্বারা প্রভাবিত হয়ে সুর নকল করেছেন। কিন্তু তিনি আবার নিজেই নিজের সুর সাধনার মাধ্যমে সবাইকে প্রভাবিত করেছেন। তিনি প্রভাবিত হয়েছেনও আবার প্রভাবিতও করেছেন। অসাধারণ।

    • @chessematics
      @chessematics 2 года назад +1

      নকল করেছেন বলাটা কতটা ঠিক তা নিয়ে সন্দেহ আছে, কারণ পাশ্চাত্যে একজনের সুর নিয়ে কারুকার্য করাও উচ্চমানের শিল্পসৃষ্টির মধ্যে ধরা হয়। আর এই গানটি তার অন্যতম সুন্দর একটি উদাহরণ।

    • @akkhanmohammadhasan33
      @akkhanmohammadhasan33 2 года назад

      @@chessematics জ্বি ঠিক বলেছেন

    • @aharnishchowdhury3474
      @aharnishchowdhury3474 2 года назад +2

      নকল কিসের? নকল হয় যখন কাউকে না জানিয়ে লুকিয়ে কোনো গানকে নিজের বলে চালিয়ে দেওয়া হয়।
      রবীন্দ্রনাথ টরুন বয়সে ইংল্যান্ডে থাকাকালে এইসব প্রচলিত আইরিশ,স্কটিশ লোকগানের অনুবাদ করেছিলেন। লক্ষ্য করলে দেখবেন গানের অর্থগুলোও একই। তিনি কখনো বলেননি এই সুর আমার তৈরি। তিনি অনুবাদ হিসেবেই লিখেছেন।

  • @snehasishnaskar800
    @snehasishnaskar800 4 года назад +10

    Hats off for capturing the essence of the songs and upholding the transcendental quality of music. Tagore would've been proud . Love and respect from west bengal. Keep up the great work.

  • @sherifkhan2277
    @sherifkhan2277 2 года назад +1

    নুতন প্রজন্ম রবীন্দ্র সংগীতকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে যার মধ্যে আবেগ ও আকর্ষন যথাযত ভাবে সংরক্ষন করা হয়েছে। একজন প্রবীন রবীন্দ্র সংগীতের ভক্ত হিসাবে আমি তাদেরকে অনেক অনেক সাধুবাদ জানাই। নান্দনিক গ্রাফিক ভিডিও এর সংমিশ্রন প্রশংসার দাবী রাখে।

  • @taritoon
    @taritoon 6 лет назад +9

    ফুলে ফুলে এবং The Banks O' Doon এর একাধিক mixed composition শুনেছই। স্বভাবতই তুলোনামুলোক বিচার চলে আসে। সেই বিচারেই এই ভিডিও like deserve করে।

  • @rafiasumaiyatwinkle4884
    @rafiasumaiyatwinkle4884 6 лет назад +2

    এত সুন্দর... এত সুন্দর... এত সুন্দর...
    কোনো ভাষায় এর সৌন্দর্যতা,মুগ্ধতা বর্ননা করা সম্ভব নয়....

  • @shahnazparveen431
    @shahnazparveen431 6 лет назад +60

    The originality of Scottish/ irish version was well maintained by Adrina nd Rajit. Well done Tagore Covers.

    • @rashikajmain9180
      @rashikajmain9180 5 лет назад +6

      There is no English.
      Ye banks and breas - scottish
      Drink to me - Irish
      Auld lang syne (purano sei diner kotha) - scottish

    • @shahnazparveen431
      @shahnazparveen431 5 лет назад +1

      thanks.knowing me the correct one.

  • @akkhanmohammadhasan33
    @akkhanmohammadhasan33 3 года назад +8

    The more I listen the more I want to hear. Perfect posture and gesture made it more lucrative. Truly awesome

  • @sagnikganguly4651
    @sagnikganguly4651 8 месяцев назад +2

    চরণে ধরিয়া তব কহিব প্রকাশি
    গোপনে তোমারে, সখা, কত ভালোবাসি।
    ভেবেছিনু কোথা তুমি স্বর্গের দেবতা,
    কেমনে তোমারে কব প্রণয়ের কথা।
    ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি
    চিরজন্ম সঙ্গোপনে পূজিব একাকী--
    কেহ জানিবে না মোর গভীর প্রণয়,
    কেহ দেখিবে না মোর অশ্রুবারিচয়।
    আপনি আজিকে যবে শুধাইছ আসি,
    কেমনে প্রকাশি কব কত ভালোবাসি॥

  • @arnabbhowmick6735
    @arnabbhowmick6735 6 лет назад +7

    আপনারা দারুন, পাশ্চাত্যের সাথে কবিগুরুর মিলনের এই ভাবনাটা বেশ, এই গানটি উপহার দেওয়ার জন্য আপনাদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন

    • @rashikajmain9180
      @rashikajmain9180 5 лет назад

      ভাই মিলটা কবিগুরু নিজেই করেছিলেন

  • @saubhikmondal1712
    @saubhikmondal1712 6 лет назад +11

    I love Gurudev Rabindranath Tagore. I love your channel. You guys have taken the Tagore Songs to a next level. Its very Beautifully Sung & Presentation is marvellous 👌😘
    Smt. Rezwana Choudhury Bannya Di ke aamaar Pronaam, Bhalobasha & Shroddha 🙏❤

  • @arindamsengupta2139
    @arindamsengupta2139 Год назад +2

    অপূর্ব, ভাষা নেই লেখার ।শিল্পী দের আমার কোটি কোটি নমস্কার ।

  • @shaibalbhunia1510
    @shaibalbhunia1510 5 лет назад +3

    Amar khub anondo hoche eta jene je amrao Rabindrath ke khunjte shikhe gechi amader moner moto kore.....
    I really appreciate you & your thinking is so much good.

  • @duttaversesduttacinemaghos3310
    @duttaversesduttacinemaghos3310 4 года назад +4

    This is what u call a masterpiece elegant n beautiful! We Bengalies always rock

  • @sanchitaghosh2655
    @sanchitaghosh2655 2 года назад +2

    আহা কি শোনালেন।।।।বলার ভাষা কম পড়বে ।

  • @dhruvadasmunshi2803
    @dhruvadasmunshi2803 Год назад +2

    Proud of you guys. Though politically we r divided but culturally we r one and u folks r doing wonders to keep the culture of my Fatherland bloom and blossom. Keep it up

  • @goparoy7873
    @goparoy7873 2 года назад +1

    আহা..... শুধুই ভালোবাসা ভালোলাগা আর মুগ্ধতা ....

  • @shitcasting9265
    @shitcasting9265 Год назад +2

    Ye banks and braes o' bonnie doon
    How can ye bloom sae fresh and fair?
    How can ye chant ye little birds
    And i sae weary full o' care?
    Ye'll break my heart ye warbling birds
    That wanton through the flowery thorn
    Ye 'mind me o' departed joys
    Departed never to return
    I sent thee late a rosy wreath,
    Not so much hon'ring thee
    As giving it a hope that there
    It could not withered be;
    But thou thereon did'st only breathe,
    And sent'st it back to me,
    Since when it grows and smells, I swear
    Not of itself, but thee.
    Drink to me only with thine eyes
    And I will pledge with mine.
    Or leave a kiss within the cup
    And I'll not ask for wine.

  • @omiomadhobbhattacharya7125
    @omiomadhobbhattacharya7125 6 лет назад +6

    তোমরা ক্রমাগত আশ্চর্য করে দিচ্ছ। থেমোনা,আরও অনেক চাই।

  • @dr.farhanajasmeennadia5193
    @dr.farhanajasmeennadia5193 Год назад +1

    চমৎকার, সত্যি আজ রবি ঠাকুর এর
    শোনা টা দরকার ছিল এই সূরের মূরছোনা --🎉

  • @mehdee3415
    @mehdee3415 6 лет назад +17

    Haven't listened to something so lovely like this from our generation for a long time. Keep up the good work.

  • @arindamsengupta2139
    @arindamsengupta2139 Год назад +1

    অপূর্ব , কোন ভাষা খুঁজে পাচ্ছি না লেখার । শিল্পীদের আমার কোটি কোটি নমস্কার ।

  • @mohashwetadeb7167
    @mohashwetadeb7167 2 года назад +2

    অসাধারণ। মুগ্ধ হয়ে শুধু তাকিয়ে ছিলাম আর অনুভব করছিলাম। আহা কি মধুর!❤️

  • @tasniamahmudeasha5543
    @tasniamahmudeasha5543 6 лет назад +10

    গানটা সপ্নের দেশে হারিয়ে যাওয়ার টিকিট মনে হয়েছে😊♥

  • @porichitidey7228
    @porichitidey7228 6 лет назад +10

    আহা... কি অপূর্ব.. বাকরুদ্ধ করেছ...♥️💞
    অনেক ভালোবাসা..💕
    আরো চাই...🙏

  • @somoshreetaluqqder3706
    @somoshreetaluqqder3706 5 лет назад +4

    Totally mesmerizing ,this idea of vivifying Kabiguru and his bound-less way of thinking pinned it up.This shows what Tagore gave us and how precious it is.waiting for more covers.long live rabindrasangeet.

  • @deblinasarkar8268
    @deblinasarkar8268 2 года назад +3

    যতবার আমি এই channel এ আসি শান্তি পাই ❤ অসম্ভব সুন্দর পরিবেশন❤

  • @shaikhsalahuddin7119
    @shaikhsalahuddin7119 2 года назад +1

    ওওহ রে সুরেলা গান।
    সুন্দর ভিডিও।
    অসম্ভব সুন্দর কম্পোজিশন।।

  • @sohambhattacharya6510
    @sohambhattacharya6510 3 года назад +5

    Kyabaat hai...ki oshadharon Gaan ... Gaan er lekhok ke niye toh kono Kotha e Bola uchit noy...🙇🏻‍🙇🏻‍ Aar ki opurbo gaile simple🙏🏻✨ Singing, music, videography,editing all top-notch❤️❤️

  • @swarupdey3099
    @swarupdey3099 5 лет назад +4

    choice of songs for "tagore and the west", music, singing, screenplay everything is so perfect! God bless you! Greetings from USA.

  • @snowdropshinesinthecastle
    @snowdropshinesinthecastle 3 года назад +2

    যতোই অন্য ভাষার গান শুনি না কেনো, রবি ঠাকুরের গানের মতো অন্য কোন গান শুনে শান্তি পাই না 🙂

  • @sumontoroy1672
    @sumontoroy1672 5 лет назад +5

    Thanks youtube for giving this song in my recommendation...What a song!!!. It feels like some cold breeze is passing throuh the inside of u..I knew Avik da before..But Shuvanon Rajit,,What a English Cover!!Hats off man & obviously all the 3 ladies..What a sweet & mesmarizing voice you all have..WOW!!..Keep going & want to see more & more songs regularly plz...

  • @krishnapadabhattacharjee9116
    @krishnapadabhattacharjee9116 3 года назад +1

    এক কখায় অসাধারণ । এক বুক ভালবাসা, শুভেচ্ছা ।

  • @supriyobiswas7459
    @supriyobiswas7459 3 года назад +1

    অসাধারণ অসাধরণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ .........

  • @Milonfh
    @Milonfh 4 года назад +1

    আপনারা প্রমাণ করেছেন রবীন্দ্রনাথ আসলেই চিরকালের... Love you all from Rajshahi.

  • @Ashique4241532
    @Ashique4241532 6 лет назад +11

    Was eagerly waiting for your next work, and I must say it did not disappoint. The wait was worth it. Never listened to Bangla music of any kind before. Rabindra sangeet was out of the question. Thanks for so gracefully exhibiting Tagore's genius.
    You guys are amazing! Keep up the good work!!

  • @tannisthamondal3514
    @tannisthamondal3514 6 лет назад +4

    Oooo myyy goddd!!!!!!!! Etodin por apnader theke ei upohar ti peye khub bhalo laglo.. mon bhoriye deoar moto..... Just loved it...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖👍

  • @abeshbose238
    @abeshbose238 3 года назад +1

    দারুণ। মন ছুয়ে গেলো। বারবার দেখতে মন চায়।যেমন ভোকালস,তেমনি সিনেমাটোগ্রাফী।অসাধারণ। আরও কাজ চাই।❤️❤️❤️

  • @abheek19
    @abheek19 6 лет назад +5

    Oh My God! That was beautiful. I was totally transported into a different world. Amazing, amazing job you guys....Holy goodness this was an enthralling medley.

  • @anikaferdous8374
    @anikaferdous8374 6 лет назад +4

    I keep on checking your channel time to time to check if there is any new cover. Thank you for making my youtube life so great!

  • @ARCHANRAY96
    @ARCHANRAY96 6 лет назад +21

    Killing the game with cinematography
    Love you guys, seriously bengali film industry needs some kinda expert's hands ♥♥♥♥

    • @arifulripon8149
      @arifulripon8149 6 лет назад +3

      ARCHAN RAY They are from Bangladesh, I do agree with you
      . But our commercial filmmakers aren't interested in Tagore's song :(

  • @somabasumitra4362
    @somabasumitra4362 2 года назад +2

    অনবদ্য! যেমন গান পরিবেশন তেমনই উপযুক্ত আবহ রচনা | খুব unique ! এমন Creative কাজ আরো করবেন আশা করবো ৷ অপেক্ষায় রইলাম ৷

  • @deepayanbhawal7703
    @deepayanbhawal7703 2 года назад +3

    Mindblowing.Can't express in words ,how beautifully the songs are presented before us. The artists really deserve a lot of appreciation.

  • @whissywhassy
    @whissywhassy 6 лет назад +2

    Amazing...I got deported to another realm...n hummed with u guyz...felt lyk da songs must go on n never stop...hats off...

  • @vibhankardas4770
    @vibhankardas4770 2 года назад +12

    We are proud to be a Bengali😊😇🥰😍🙏❤

  • @arunjyotikundu7440
    @arunjyotikundu7440 Год назад +1

    Nothing is enough to describe this presentation. Bilkul laa jabab. With best and heartiest wishes to you all.👌👌👌👍👍👍💐💐💐🎂🎂🎂🙏🙏🙏

  • @rayisarahaman7008
    @rayisarahaman7008 Год назад +1

    The amount of nostalgia the song 'fule fule' holds. I think it's the 1st lyrics most of us learnt and also added steps to it. May 'fule fule' become the introduction to the music field for a few more and may they too take a trip to the childhood days through the melody. ❤

  • @AbdullahAlJaberHridoy
    @AbdullahAlJaberHridoy 2 года назад +1

    Synchronization Heart And Brain Perfectly!

  • @swagatadhar3396
    @swagatadhar3396 6 лет назад +4

    Taken away to a wonderland😍.....thanks a lot for such a piece woven such lyrically......it has worked like a balm to my restless soul.......

  • @sohiniroy6489
    @sohiniroy6489 3 года назад +1

    খুব মন খারাপ ছিল। মনটা অনেক টা ভালো হয়ে গেল। ধন্যবাদ 🙏🏿

  • @noone_98
    @noone_98 6 лет назад +16

    Ye banks and braes o' bonnie Doon
    How can ye bloom so fresh and fair
    How can ye chant ye little birds
    And I sae weary fu' o' care
    Ye'll break my heart ye warbling birds
    That wantons thro' the flowering thorn
    Ye mind me o' departed joys
    Departed never to return
    Oft hae I rov'd by bonnie Doon
    To see the rose and woodbine twine
    And ilka bird sang o' its love
    And fondly sae did I o' mine
    Wi' lightsome heart I pu'd a rose
    Fu' sweet upon its thorny tree
    But my false lover stole my rose
    But ah! She left the thorn wi' me

  • @amitdebnath2962
    @amitdebnath2962 6 лет назад +1

    আলো-আধাঁরির খেলায় হারিয়ে গেছি,একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল।

  • @tausifanan3495
    @tausifanan3495 6 лет назад +2

    this all are the Scottish song like auld lang syne, drink to me only with thine eyes,,,,witch inspire rabindranath tagore,,,, and he made his composition কতোবার ভাবেচিনু, পুরানো সেই দিনের কথা,ফুলে ফুলে ঢলে ঢলে।।।।

  • @surajitmoitra2499
    @surajitmoitra2499 6 лет назад +1

    Avik Dev..your simply superb..oshadharon singing..mon judiye gailo tomar voice ta aito shundor

  • @musician_piku
    @musician_piku 2 года назад +7

    1:50 থেকে 2:21 । খুব উচ্চ সঙ্গীতবোধ না থাকলে এই arrangment সম্ভব নয়। খুব ভালো কাজ করছেন আপনারা। বাঁধ ভেঙে এগিয়ে যান আপনারা,ঠিক ওনার মত। হয়তো কোথাও থেকে উনি দেখছেন বা শুনছেন আপনাদের এই প্রয়াস এবং নিশ্চয় আশীর্বাদ করবেন । অনেক সাফল্য অর্জন করুন এই আশা রাখি। আপনাদের এই সঙ্গীতায়োজন অনেকের ভালো লাগবে না তাতে কিছু আসে যায় না। অনেক অনেক শুভেচ্ছা রইলো💙💙💙💙💙💙💙

  • @sayanbhattacharyya4552
    @sayanbhattacharyya4552 4 года назад

    Bah bah Western and rabindra sangit aksathe. Khub vlo laghlo.

  • @Bobydas-xd4vp
    @Bobydas-xd4vp 6 лет назад +7

    I can hear dz ol d time.. For d rest of my life.. Thank you tagore covers..🙏🙏

  • @urmila16
    @urmila16 3 года назад +3

    No words to appreciate the voices the talent the creativity the translation and the picturisation. Keep it coming

  • @tamalt4604
    @tamalt4604 4 года назад +2

    its been 2 years since this exceptional rendition. I marvel at you,,what an amazing rendition of both bengali and english parts.....i salute you....tagore covers its been 2 years ....please amaze me with another of your songs....

  • @abhikdasgupta4640
    @abhikdasgupta4640 6 лет назад +13

    finally 💛 after so long.....
    soul soothing....
    cinematography is classic👌

    • @ab2001k
      @ab2001k 2 года назад

      Hi abhik😃

  • @farihafaiooz3089
    @farihafaiooz3089 6 лет назад +1

    Otuliono..osadharon...robindro songit er prem e notun kre pore gelam...go ahead

  • @ArkaChakraborty93
    @ArkaChakraborty93 6 лет назад +1

    মন ভালো করে দেয়া।
    composition, mixing এসব তো বরাবরের ভালো cinematography টা মন ছুঁয়ে গেল।
    সবাইকে খুব সুন্দর লাগছে, set টা অকল্পনীয় সুন্দর, আলো ছায়ার খেলা যেন মাতাল করে দেয়।
    আরো অনেক অনেক গান চাই।
    সবাই কে অনেক শুভকামনা, অনেক ভালোবাসা।
    ❤️❤️❤️

  • @sombhatta
    @sombhatta 2 года назад +2

    This definitely deserves at least ten times more views than it has. Superb, Ausgezeichnet, ótimo, excelente, অসাধারণ, शानदार, زبردست

  • @ziniakarmakar9332
    @ziniakarmakar9332 4 года назад +4

    Soothing to the ears, eyes, mind and heart. Love from Kolkata ♥️

  • @JD1901
    @JD1901 5 лет назад +1

    Just BEAUTIFUL... AMAZING MASH.. Hats off to our Legend Sir Rabindranath Tagore, for soulful unforgettable collection of priceless compositions..

  • @buddhadevdas7379
    @buddhadevdas7379 3 года назад +2

    Wonderful melody. I never heard and the performance of 4-Singers very beautiful. I have played with you, in this piano in different variation for this song. Es wurde wundervoll gewesen.
    Wish you all the best.
    Munich / Germany

  • @shyamaprosadadhikari8631
    @shyamaprosadadhikari8631 Год назад +1

    প্রশংসার যোগ্য ভাষা নেই। শুধুই আশীর্বাদ করি।

  • @nabilasultanamumu8131
    @nabilasultanamumu8131 6 лет назад +3

    Waited so long for a new video from you guys!!!! Heard your previous covers thousands of time.... please come with more and more TagoreCovers
    Tagore songs are foods for the soul....❤️

  • @sagnikgangopadhyay4687
    @sagnikgangopadhyay4687 4 года назад

    Apnader gaan gulo shunte shunte chokhe jol chole esechhe!!

  • @jayamajumder4418
    @jayamajumder4418 5 лет назад

    Mon ta vore galo.. moner govir ta chulo,😊

  • @KamrulIslam-lt1tu
    @KamrulIslam-lt1tu 4 года назад +3

    Just awesome - best wishes for all. We want more from you ......

  • @anisasultana5974
    @anisasultana5974 4 года назад +4

    I am just speechless. Didn't know about you all. You have touched my soul.I am super excited about your collaboration. Immensely creative. I am listening and viewing you for whole day along with my family.Please keep it up.Lots of blessings.

  • @shivangiartandculturalgrou6484
    @shivangiartandculturalgrou6484 6 лет назад +2

    voice of the boy with eye glass is awesome, most impressive. moreover sense of concept deserve loads of appreciation. in fact you all guys are very good..do more work plz...

  • @trisanjitcreation786
    @trisanjitcreation786 3 года назад +1

    Awesome sir and mam waiting for some new.

  • @alldaysuspance5518
    @alldaysuspance5518 5 лет назад +1

    Tomader amar pronam Karon tomra robindronath er sersti K tule dhorcho... Abhik da abong total team K dhonnobad..... Tomader notun ganer jonno opekhay thakla amra.

  • @saylamonika8136
    @saylamonika8136 6 лет назад +1

    অসাধারণ, অনন্য। মুগ্ধ হয়ে শুনছিলাম এবং দেখছিলাম।

  • @Clickntech
    @Clickntech 6 лет назад +24

    দারুন :) অসাধারন বললে এটাকে সাধারন করে ফেলা হবে :)

  • @mahothirrahmanriddho887
    @mahothirrahmanriddho887 3 года назад +1

    Thaanks a looot for the description!

  • @pronabdebnath4806
    @pronabdebnath4806 6 лет назад +1

    অসাধারণ!! অভিনন্দন আপনাদের সকলকে। অভিক ও সঙ্গীদের প্রথম যে ভিডিও গানটা শুনেছিলাম সেদিনই খুব অবাক হয়েছিলাম। এত মনমুগ্ধকর। ভাবছিলাম ওপার বাংলার কিন্তু এপারের এই আমাদের প্রজন্মের অনন্যসৃষ্টিতে সত্যি চমকিত হয়েছিলাম। আর এই গানটিও সেই সুধা অক্ষুন্ন রেখে চমৎকার ধারাবাহিক উপহার আমাদের জন্য।

  • @newsjunkieish
    @newsjunkieish 5 лет назад +2

    The deep but pure human emotions are expressed so simply in these words that it may be tough for cynical modern hearts to express themselves in this artless manner.

  • @dr.piyaliroy708
    @dr.piyaliroy708 2 года назад +2

    Aaha... Monomugdhokor ❤️

  • @fionayasna
    @fionayasna 3 года назад +3

    Adrina proud of you dear!

  • @atiqulhaque2319
    @atiqulhaque2319 Год назад +1

    That Piano is the soul of this medley...