খুব ভালো সংগ্রহ, সন্দেহ নেই। শুধু একটুখানি ত্রুটি --যেটি না থাকলে ভালো হত। ''সাধন কি মোর " গানটির স্বরলিপি যেহেতু নেই, তাই শিল্পীবিশেষের নিজের দেওয়া সুরে গাওয়া গানটিকে রবীন্দ্রসঙ্গীত না বলাই ভালো বলে মনে হয়।
রবীন্দ্রনাথের স্বদেশ চেতনার গান --এ কথাটা তো লেখা আছে। যতই ঘোরানো প্যা৺চানো শব্দবন্ধ ব্যবহার করা হোক না কেন,আসল কথাটা হল রবীন্দ্রনাথের গান। এখন রবীন্দ্রনাথের নিজের লেখা এবং সুর দেওয়া গানকেই তো আমরা রবীন্দ্রনাথের গান বলে জানি। কোনো রাম-শ্যামকে তিনি নিজের গানে সুর দিতে দেন নি। প্রসঙ্গত দু একটা কথা বলি। ' দিনের শেষে 'তে সুর দিয়ে গাইবার জন্য পঙ্কজ মল্লিক মশায়কেও কবির বিশেষ অনুমতি নিতে হয়েছিল। আর যোগাযোগ নাটকে ব্যবহার করার জন্য 'লক্ষ্মী যখন আসবে' গানটিতে মঞ্চে ব্যবহারের উপযোগী নতুন সুর দিয়ে শিশির কুমার ভাদুড়িকে দিয়েছিলেন। এ কথাগুলো আমার স্বকপোলকল্পিত নয়, প্রামাণ্য তথ্য। যতদূর জানি 'রবীন্দ্রনাথের গানের' কপিরাইট উঠে গেছে ১৯৯১ সালে আর বর্তমান গায়ক পরলোকগমন করেছেন ১৯৮০ তে। উনি কোথা থেকে নিজের সুরে গানটি গাওয়ার অনুমতি সংগ্রহ করেছিলেন জানালে খুশি হব।
স্বদেশ পর্যায়ের এই ভিডিও টির গানের সংকলন টি শুনলাম, খুবই ভাল লাগল নমস্কার।
Pronam Thakur 🙏 🙏 🙏.
অসাধারণ সংগ্রহ 🌹
দুর্দান্ত সংগ্রহ, সঠিক দিনে দেশের গান, ধন্যবাদ ।
ধন্যবাদ ।
byartho praner aborjana gaanti suchitra mitrar golay upload korun plz
gaangulo shona jachhe na keno?
এবার শোনা যাচ্ছে?
plz dada jodi byartho praner aborjana gaanta suchitra mitrar golay ektu upload korle khub bhalo hoy
No Sound
খুব ভালো সংগ্রহ, সন্দেহ নেই। শুধু একটুখানি ত্রুটি --যেটি না থাকলে ভালো হত। ''সাধন কি মোর " গানটির স্বরলিপি যেহেতু নেই, তাই শিল্পীবিশেষের নিজের দেওয়া সুরে গাওয়া গানটিকে রবীন্দ্রসঙ্গীত না বলাই ভালো বলে মনে হয়।
আপনি বোধহয় খেয়াল করেননি, ভিডিওতে বা ডেসক্রিপশনে কোথাও 'রবীন্দ্রসংগীত' শব্দ-বন্ধটি ব্যবহৃত হয়নি। একটু দেখে সমালোচনা করলে ভালো হয়।
রবীন্দ্রনাথের স্বদেশ চেতনার গান --এ কথাটা তো লেখা আছে। যতই ঘোরানো প্যা৺চানো শব্দবন্ধ ব্যবহার করা হোক না কেন,আসল কথাটা হল রবীন্দ্রনাথের গান। এখন রবীন্দ্রনাথের নিজের লেখা এবং সুর দেওয়া গানকেই তো আমরা রবীন্দ্রনাথের গান বলে জানি। কোনো রাম-শ্যামকে তিনি নিজের গানে সুর দিতে দেন নি। প্রসঙ্গত দু একটা কথা বলি। ' দিনের শেষে 'তে সুর দিয়ে গাইবার জন্য পঙ্কজ মল্লিক মশায়কেও কবির বিশেষ অনুমতি নিতে হয়েছিল। আর যোগাযোগ নাটকে ব্যবহার করার জন্য 'লক্ষ্মী যখন আসবে' গানটিতে মঞ্চে ব্যবহারের উপযোগী নতুন সুর দিয়ে শিশির কুমার ভাদুড়িকে দিয়েছিলেন। এ কথাগুলো আমার স্বকপোলকল্পিত নয়, প্রামাণ্য তথ্য।
যতদূর জানি 'রবীন্দ্রনাথের গানের' কপিরাইট উঠে গেছে ১৯৯১ সালে আর বর্তমান গায়ক পরলোকগমন করেছেন ১৯৮০ তে। উনি কোথা থেকে নিজের সুরে গানটি গাওয়ার অনুমতি সংগ্রহ করেছিলেন জানালে খুশি হব।