TDS level for drinking water | কোন TDS এর জল পান করা উচিত ? | WHO এর নির্দেশিকা।

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 авг 2023
  • Total dissolved solid
    পানি কি পরিমাণ বিশুদ্ধ আছে এবং কতটুকু বিশদ্ধ থাকা দরকার তা সঠিকভাবে জানতে ও গণনা করতে হলে আমাদেরকে অবশ্যই TDS সম্পর্কে জানতে হবে।পানির TDS দ্বারা পানির প্রবাহতা, স্বচ্ছতা ও বিশুদ্ধতা নির্ণয় করা যায়। প্রতি এক লিটার পানিতে কত মিলিগ্রাম কঠিন পদার্থ দ্রবীভূত আছে তা TDS দিয়ে প্রকাশ করা হয়। যত কম টিডিএস, পানি ততই পরিস্কার।World Health Organization (WHO) এর নীতি অনুসারে প্রতি এক লিটার সুপেয় পানিতে TDS এর মান নির্ধারণ করেছে -
    ৩০০ মি.গ্রা. এর কম - সবচেয়ে ভালো
    ৩০০-৬০০ মি. গ্রা. - ভালো,
    ৬০০-৯০০ মি. গ্রা. - সন্তোষজনক,
    ৯০০-১২০০ মি.গ্রা. - খারাপ,
    ১২০০মি.গ্রা. এর উপরে - অগ্রহণযোগ্য
    • পানি বাষ্পীভূতকরণ : পানিকে বাষ্পীভূত করলে পানি বাষ্পে পরিণত হয়ে উড়ে যায়। পানিকে বাষ্পে পরিণত করার পরে তার মধ্যে থাকা কঠিন পদার্থ নিচে থেকে যায়। এই পদ্ধতিতে আমরা উচ্চ দূষিত পানির TDS পরিমাপ করতে পারি। তবে এই প্রক্রিয়াটি কম দূষিত পানির TDS বের করতে পারে না।
    • TDS স্কেল : কম দূষিত পানির TDS বাষ্প পদ্ধতিতে করলে তা সূক্ষ্মভাবে পরিমাপ করা যায় না। সেজন্য TDS স্কেল জাতীয় যন্ত্র ব্যবহার করতে হবে। TDS স্কেল পানিতে থাকা কঠিন বস্তুর কলয়েডেল বা কঠিন কণার পরস্পরের সাথে সংঘর্ষ মোট পরিমাণ নির্ণয় করে স্কেলে মান প্রদর্শন করে
    #Waterfilterbd
    #waterfilterpriceinbangladesh
    #ROWaterPurifier
    #ROFilter
    #aquasupport
    #Watertreatmentinbangladesh
    #WaterFilterSupplier
    #Pureitwaterfilter

Комментарии • 2