Kaffergaon | অপূর্ব পাহাড়ি গ্রাম | Must visit place | Ep - 4

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 89

  • @ishika2193
    @ishika2193 4 дня назад +3

    অনাবিল সবুজের ঘেরাটোপ, আলোআঁধারি রাস্তার বাঁক, পাহাড়ি সূর্যোদয়, সূর্যাস্তের রঙ মেখে বারংবার অভিভূত করা ঐ কাঞ্চনজঙ্ঘা! গোধূলির টাইমল্যাপ্সটা, রাতের গাঢ় নীলাভ মায়াময়তা, গোলাপী চেরী ব্লসমের মায়া, আর 15:51-15:52 এ মেঘপিওনের হাসিটা সবমিলিয়ে চোখের শান্তি! ✨
    মেঘপিওনের কন্ঠে হারিয়ে আবার একবার শহরের শীতেলা ধোঁয়াশা কাটিয়ে একবুক পাহাড়ি স্নিগ্ধতা শুষে মানসভ্রমণ.....মনের শান্তি ❤
    অপেক্ষায় রইলাম ☁️

  • @paradiseofbeas6531
    @paradiseofbeas6531 4 дня назад +2

    Thank you for your lovely presentation.. the way you speak and your choice of words are examplary. you are way ahead of any Bengali Travel Volggers. Keep up to your good work. I appreciate from the core of my heart.

  • @dipankarchakraborty1914
    @dipankarchakraborty1914 3 дня назад

    Khub sundor ekta episode dekhlam...khub enjoy korlam videotar 1st-last porjonto. Ei home stay ta ami ageo dekhechi anindya dar chanele, ebar dekhlam tomr chanele..khub valo. Ami kokhono gele ei homstay te thakbo❤❤tomr presentation niya kono kota bolar khomota amr nei..just fatafati ,anyway Happy Xmas in advance, Wishing u a very happy and colorful day 🎉❤❤🎉.Valo😂theko r valo video upohr dio. Thank you so much ❤❤

  • @jabapramanik8154
    @jabapramanik8154 4 дня назад

    Darun , kono kotha hobe na.

  • @shibanibiswas217
    @shibanibiswas217 3 дня назад

    কাফেরগাঁও…. আমার ঘোরা… কিন্তু আবার নতুন করে আবিষ্কার করলাম চেনা জায়গাকে অচেনার আবিষ্কারে…. ❤মেঘমন্দ্র স্বরে ভাইয়ের উপস্থাপনার গল্পে চোখ মন ভরে গেল ❤
    অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল তোমার জন্য❤

  • @bongfoodhunter886
    @bongfoodhunter886 4 дня назад

    Mon ta puro refresh hoye galo

  • @nilaykumarbhattacharya4593
    @nilaykumarbhattacharya4593 4 дня назад +1

    অসাধারণ সুর্যাস্ত, অসংখ্য জোনাকি, অনিন্দ্য সুর্যাদয়, কাঞ্চনজঙ্ঘা আর চেরিব্লসম..... গতিময় চলচ্ছবি... আর কি চাই! ❤খুব ভাল থেকো।

  • @souravnandi3138
    @souravnandi3138 3 дня назад

    Monomughdhokar r xeryong view point er kono kotha bobe na🔥🔥🔥🔥

  • @susobhansasmal5761
    @susobhansasmal5761 4 дня назад

    Just fatafati❤❤❤

  • @maitreyeemukherjee6237
    @maitreyeemukherjee6237 4 дня назад

    Khub khusi khusi lagche tomar blog dekhar por, sakal theke mood ta khub off chilo nana problem er jonyo, ekhon relax, oh tomar duars ta O dekhlam abar, just refreshing. Thank you.

  • @manjiramitter496
    @manjiramitter496 3 дня назад

    অসম্ভব সুন্দর। খুব ভালো লাগলো।

  • @NasimaKhan10
    @NasimaKhan10 4 дня назад +1

    তোমার রত্নগর্ভা মা বাবাকে স্যালুট জানাই, সুস্থ থেকো, ভাল থেকো, অনেক অনেক অনেক দিন বেঁচে থেকো, Univer's এর কাছে আমরাইতো তোমার জন্য প্রার্থনা করবো, তুমি কি বলো।🌹🍀🌹🇧🇩🇧🇩🇧🇩

  • @biswarupsaha1314
    @biswarupsaha1314 3 дня назад

    Khub ei sundor jaiga ,ar tar songe tomar commentry,oshadharan❤

  • @sumansaha2570
    @sumansaha2570 4 дня назад

    Darun

  • @sahelidey8074
    @sahelidey8074 3 дня назад

    Ufff ❤❤... Literally mentally I was there throughout the journey... সুন্দর জায়গা গুলো আরো সুন্দর হয়ে ওঠে তোমার কন্ঠে.. এত্তো সুন্দর রাস্তা, এমন মন ভালো করা ভোর, মায়াবী সূর্যাস্ত আর চেরী ব্লসম তো সত্যিই cherry on the top❤.. ব্যাকগ্রাউন্ডে গানটা অসাধারন আর ওই সানাই এর সুর টা তো আমার পার্সোনাল ফেভারিট... সাইটসিন এর স্পট গুলো দুর্দান্ত.. ওয়ান লাইন নোটস্ গুলো জাস্ট ❤... ভীষণ ইনফরমেটিভ আজকের ভ্লগটা.. সব মিলিয়ে পুরো কমপ্লিট প্যাকেজ... ❤

  • @SudiptaParamanick
    @SudiptaParamanick 4 дня назад

    Amra Nov re ai home stay tei Chilam. Khub sundor.

  • @Apubarman123
    @Apubarman123 4 дня назад

    😍show off and VIR VATTA ERIYE asol SHANTIR KHOJE EISOB DESTINATIONS are the BEST

  • @abhigyandas8831
    @abhigyandas8831 3 дня назад

    শঙ্খদা তোমার ব্লগ গুলো ইচ্ছে করে কানে headphones নিয়ে চোখ বন্ধ করে উপভোগ করি। কিন্তু ব্লগ গুলোতে এতো সুন্দর সুন্দর জায়গা দেখাও যে সেগুলো ও না দেখে থাকা যায় না। তাই দুই বার করে দেখতে হয় । কান ,চোখ আর মন কেউই কাউকে একসাথে এই স্বাধের ভাগ দিতে চাইছে না।।❤

  • @bindas_kakoli
    @bindas_kakoli 3 дня назад

    ❤এক কোথায় অনবদ্য ❤কি যে প্রকৃতির সৌন্দর্য্য, ভাষায় প্রকাশ করা অসম্ভব ❤মনে হয় আলিঙ্গন করি একবার প্রকৃতির এই সৌন্দর্য্য কে 🫶 🫶 ❤ মনে হয় জড়িয়ে ধরে বলি ভালোবাসি তোমায় আমি প্রকৃতি অফুরন্ত ভালোবাসি ❤❤❤️
    তোমার এই কাহিনী আমায় মুগ্ধ করে 👍 তোমার এই উপস্থাপনা শান্তির সৃষ্টি করে 👍 👌 যতো বলি কম বলা হবে ❤
    আর, যেটা বলছিলে, meghpeoner সাথে মেঘে ভাসতে ভাসতে পাহাড় প্রকৃতির মাঝে অনেক আনন্দ করতে চাই 😊তাই একটা প্ল্যান তো করেই ফেলো.

  • @sudiptaghosh8054
    @sudiptaghosh8054 4 дня назад

    অনবদ্য, কোন কথা হবে না। দারুন জায়গা আমরা গিয়েছিলাম চার-পাঁচ বছর আগে।

  • @alkoriakhatun7387
    @alkoriakhatun7387 3 дня назад

    So quite

  • @pragnabantimusicals21
    @pragnabantimusicals21 3 дня назад

    দারুন লাগলো আপনার ব্লগটা আমরা অক্টোবরের 31 তারিখ গেছিলাম লোলেগাঁও পার্টটা খুব মনোরম লেগেছে। নক ধরা লেক দারুন এখানে আমরা বোটিংও করেছি।শুধু যেরং ভিউ পয়েন্টে যাওয়া হয়নি এটা নতুন। সাইলুং ভ্যালি হোমস্টেটা অসাধারণ এবং এদের সার্ভিস অত্যন্ত ভালো এই রুমটাতে আমরা ছিলাম তবে আপনার মতন একটা রাত থেকে মন ভরেনি আবারো যাওয়ার ইচ্ছে রয়েছে। এনজয় করুন এবং ভালো ভালো এরকম ব্লক আনতে থাকুন শুভেচ্ছা রইল❤🙏

  • @bithikadas1702
    @bithikadas1702 4 дня назад

    Bhai tomar video gulo sotti khub e valo lage amar, pahar k jemon dekhano uchit thik temon e dekhoa tumi.. Best of luck for your future 😊😊

  • @arghyakusumtalapatra
    @arghyakusumtalapatra 4 дня назад

    নর্থবেঙ্গল বেশ কয়েকবার গেছি। ছোটছোট গ্রামে থেকেছি। কাঞ্চনজঙ্ঘা কেও পেয়েছি নানারকমভাবে। তবে এত সুন্দর চেরি ব্লসম কখনোই দেখিনি। সৌভাগ্য হয়নি। তুমি যা দেখিয়ে দিলে এটা সত্যিই মনে থাকবে। তবে আমাদের দেশে এক জায়গায় কিন্তু এই নভেম্বর মাসে চেরি ব্লসম ফেস্টিভ্যাল হয়। দারুন সে দৃশ্য। শিলং, মেঘালয় এ। যদি কখনো সম্ভব হয় অবশ্যই ঘুরতে যেও। আর একটা কথা না বললেই নয়। আমার শুধু মনে হয় সপ্তাহে সব দিন যদি সোমবার হতো। কি ভালই না হতো। ❤

  • @soumyadeepmaitra9757
    @soumyadeepmaitra9757 4 дня назад

    Osadharon jayga r tar sathe tomar way of presentation...

  • @mountain_traveller7
    @mountain_traveller7 4 дня назад

    রবিবার এর রাতে ঘুমোতে যাওয়ার সময় বারবার মনে হয় কাল আবার সেই একঘেয়েমী অফিস, কেচাঁকেছি, এই সব ভেবে ভেবে যখন ই ঘুমোতে যাই, তারপর একবার ইউটিউব খুলে তোমার পোস্ট দেখেই সত্যি দাদা মনটা কি যে সুন্দর হয়ে যায়❤

  • @piyaliroy285
    @piyaliroy285 4 дня назад

    সবাই কে বলবো যারা মেঘপিওনের এই ব্লগ কেন কোনো ব্লগ ই যেন skip কোরোনা কোনো ভাবেই, প্রতি মূহুর্তে রোমাঞ্চকর দৃশ্য অপেক্ষা করছে আমাদের সবার জন্য, বর্ণনা করার ভাষা নেই just,অসম্ভব সুন্দর লাগলো সব মিলিয়ে....

  • @parthapratimdutta9107
    @parthapratimdutta9107 3 дня назад

    Comments এর থেকে মাঝে মাঝে নীরব হয়ে যাওয়াই ভালো, কারণ তোমার ব্লগ শুধু দেখাই নয় অনুভব করতে ইচ্ছে হয়। তাই সমস্ত মন প্রাণ দিয়ে শুধুই অনুভব করি।

  • @bhabo_ghure
    @bhabo_ghure 3 дня назад

    Khub sundor lage tomar video ❤

  • @MomosMelody
    @MomosMelody 4 дня назад

    Vlog টির শুরু থেকে শেষ সমান উপভোগ্য

  • @BiswajitDas-tc9xy
    @BiswajitDas-tc9xy 4 дня назад

    Kube sundore jage te ❤❤❤

  • @MrNidhi1234
    @MrNidhi1234 4 дня назад

    আপনার ভয়েস এ কি জানি একটা extra attraction আছে। Presentation এক কোথায় অসাধারণ। রিকোয়েস্ট রইলো কোনো একটা exclusive drone vlog হলে ভালো হতো... rules & regulation in hilly region. ❤️❤️

  • @pujaroy8542
    @pujaroy8542 День назад

    এবাৱ একটু দেৱি কৱেই ফেললাম দাদা আপনাৱ গল্পটা শুনতে 🥲 কিন্তু দেৱি হলেও অপূর্ব সুন্দর 😍😊🤗 দাৱুন 😊

  • @akashhazra6894
    @akashhazra6894 4 дня назад

    1st viewer.. ❤❤ onek opekhay chilam blog tar jonno.. ✌✌

  • @prosenjitpaul8240
    @prosenjitpaul8240 4 дня назад

    Khub sundor

  • @swetabosemridha9556
    @swetabosemridha9556 3 дня назад

    নয়নাভিরাম পথের সৌন্দর্য আর স্লিপিং বুদ্ধার উপর সূর্যের প্রথম কিরণের খেলা। তোমরা খুব ভালো সময়ে গেছো, তাই এত পরিস্কার আকাশ পেয়েছো। আবারো পরের গন্তব্যের অপেক্ষায় রইলাম। 😊

  • @arpitabiswas1871
    @arpitabiswas1871 4 дня назад

    Ufff love love love ki r bolbo rastar side scene dekhei pagol hoye gelam..r tar sathe jei gaan choose korecho puro perfect...dekhe r thik thakte parlam na..2025 e jachhii eta confirm..

  • @aakashdasbhowmick992
    @aakashdasbhowmick992 4 дня назад

    Pase achi pase thakbo tumi egiye jaw Dada ❤❤❤

  • @samarde
    @samarde 3 дня назад

    In the 4th episode of North Bengal series you have nicely presented a tranquil haven. Refund of ticket price at Nokdara Lake cannot normally be expected in any place including Kolkata.

  • @Dtipsmusic
    @Dtipsmusic 2 дня назад

    Darun voice❤.... Like you

  • @SrabaniHesel
    @SrabaniHesel 4 дня назад

    অসাধারণ লাগলো ❤মনে হচ্ছে তোমার সাথে আমিও বেরিয়ে এলাম ❤ দারুন বর্ণনা করো তুমি❤অনেক অনেক শুভেচ্ছা রইলো🎉❤

  • @vibekmajumder2344
    @vibekmajumder2344 4 дня назад

    Tomar sthe ghurte jawar khub iche roilo🥰

  • @Sujit_Cinematic_Vlog
    @Sujit_Cinematic_Vlog 4 дня назад

    অসাধারণ দাদা ❤

  • @sudarshana4178
    @sudarshana4178 4 дня назад

    Khub Sundar ! Nokdhara view point ki reopen hote pare? May te bhebechilam jabo due to the majestic Buddha wall painting but we came to know that place is closed. Glad that you went and shared glance of it. Way to go ❤ Keep Rocking ! Today’s episode was full of surprises.

  • @somakanjilal7057
    @somakanjilal7057 3 дня назад

    ২৫ বছর আগের Honeymoonএ যাওয়ার স্মৃতি রোমন্থন করলাম। তখন hanging bridgeএ ওঠা যেত। Bridgeএর স্বাস্থ্য যদিও তখনও ভাল ছিল না কিন্তু এক অদ্ভুত অনুভূতি হয়েছিল। দুই দিকে উঁচু উঁচু গাছের সারি, নীচে গভীর ঘাস ও শিকর: মনে হয়েছিল কোন রূপকথার রাজ্যে উপস্থিত হয়েছি।❤

  • @aakashhalder994
    @aakashhalder994 4 дня назад

    আবার‌ও হাজির আমি দাদা,
    তোমার ভিডিওর জন্য অপেক্ষাতেই ছিলাম।
    তোমার কথাগুলো শুনে মনে হয় আমিও মেঘের মাঝে ঘুরে বেড়াচ্ছি। 😅😅
    ভালো থেকো আর এগিয়ে যেতে থাকো ।। ❤❤

  • @sumanghanta3271
    @sumanghanta3271 4 дня назад

    Tomar sathe amio ghure nilam ❤

  • @ankitapanja9275
    @ankitapanja9275 4 дня назад

    কাফেরগাঁও অসাধারণ লাগলো । এইরকম দৃশ্যপট দেখলে মনে অসাধারণ এক শান্তি আসে । ❤️❤️❤️❤️❤️❤️
    6:49 - 7:04 গানটা আগে শোনা হয়নি । আপনার জন্য একটা ভালো গানের ও সন্ধান পেলাম । আবার আরেকটা অসাধারণ ব্লগের অপেক্ষায় রইলাম । ❤

  • @SujoySain
    @SujoySain 4 дня назад

    I was there last year. great place 💌

  • @s.a.n.c.h.a.r.ii.91
    @s.a.n.c.h.a.r.ii.91 2 дня назад

    খাদের ধারের রেলিংটা.... 😊

  • @meghaghosh5625
    @meghaghosh5625 4 дня назад

    Opekkhay chilam dada ai spot tar jonnoi darun sundor view dada ❤❤❤❤ Dada Meghpeon er danay vese 1bar Sittong & Pelling, ravangla ,namchi dekhte chai please dada somvob hole request ta rekho ❤❤❤

  • @tuhinanshupandit6486
    @tuhinanshupandit6486 4 дня назад

    Everything is nice ,kintu bangla bhashar chayan, kabitar moto korey barnana khub sundoor, ek khatay asadharan,thanks.

  • @shankarmukherjee9250
    @shankarmukherjee9250 4 дня назад +1

    Dada... ki anobodo Tomer bolar voice...tomer no. Ta debay plz.1 bar kotha bolbo..dekha korbo 2mar sathe.khub khub miss kori..2ma k...2mar vlog k. Sathe.. you.. always...Love u dada...

  • @khalidbinwaleed2390
    @khalidbinwaleed2390 3 дня назад

    অনেক বস্তততার পর মেঘ পিয়নের ভিডিও দেখতে আসলাম ।
    সত্যিই অনেক মিস করেছি কিন্তু ।

  • @Travelersp
    @Travelersp 4 дня назад

    31:10 অসাধারণ সুন্দর আরও একবার অভিভূত ❤

  • @scsidharth81
    @scsidharth81 4 дня назад

    Kaphergaon er naam ta onek din aage theke o sune esechi. even kaachakachi giye o parini. but aj amader poribarer pordate dekhe sotti e khub e osadhaaron laglo.
    amar office er ek colleague amar theke headphone ta niye bollo de to dekkhi ektu, Sotti bolchi o then amaar sathe puro video ta dekhlo and subscribe obdi korbe bollo. bollo sotti e ki detailing video ar ki sundor bachon bhongi. sotti e preme pore gelam meghpioner.
    Dada tomar kono cinema hall er dorkar lagena.
    tumi MEGHPEON VLOG er PRODHAN. eta e jothesto.....❤️❤️❤️

  • @tanmoydas2925
    @tanmoydas2925 4 дня назад

    valo laglo... rasta ta kom chilo bole je na paoa ta chilo seta kanchanjangha voriye dilo........................

  • @smtanweeraftab8006
    @smtanweeraftab8006 4 дня назад

    Osadharon hye6e dada , tomader sathe akbar ghurte jaoar i66e a6e , kijani i66e puron hobe kina 😢

  • @somaghosh3315
    @somaghosh3315 4 дня назад

    Ei jaigatao ki sundor ❤
    Tomra jodi kono tour plan koro amra korta ginni kintu achi👍👍
    Tomar video dekhey amar o mone hoto jodi tomader sathe berate jete partam...aj sei moner kothtai Tumi bole dile ,asha kori khub taratari tomader sathe dekha hobe😊

  • @GolperAsorOfficial
    @GolperAsorOfficial 4 дня назад

    শঙ্খদা সকাল সকাল এই Video পোস্ট করবো বলে বসলাম । কিন্তু তোমার Video টা সামনে এসে গেল । দেখতে দেখতে কমেন্ট করছি ❤ সকাল সকাল Mind Fresh হয়ে গেল । সারা দিন এবার কাজ চলবে 😂❤ ভালোবাসা নিও,

  • @arnabdas1956
    @arnabdas1956 4 дня назад

    Dada dekho akdin gota west Bengal tmk chinbe..!!
    Onk vlobasa roilo tmr jonno❤

  • @zaidwarshi6013
    @zaidwarshi6013 4 дня назад

    Bhai kiye voice 😍🫶lovely and the editing skills also jaldi aoo app ek din shop pe time nikal ke app ❤❤ ppf yeah sticker ke liye apka wait kar raha hun bohot din se

  • @sandipdewti7086
    @sandipdewti7086 4 дня назад +1

    Children park এ children দের বাবা কী করছেন?❤😂

  • @rupamroy6557
    @rupamroy6557 4 дня назад

    😊

  • @SPDRailfan
    @SPDRailfan 4 дня назад

    31:20 anobadyo ❤

  • @Taikamanvlog
    @Taikamanvlog День назад

    ❤❤❤

  • @SPDRailfan
    @SPDRailfan 4 дня назад

    10:38 anek bar back kore kore dekhar chesta korlam . Sese slow motion kore ek jhalak dekhte pelam butterfly ta ke ... Chinte parlam na.. may be redbreast butterfly... Close theke dekhte pele valo lagto❤

  • @theguyfromwestbengal
    @theguyfromwestbengal 12 часов назад

  • @prosenjitpaul8240
    @prosenjitpaul8240 4 дня назад

    ❤❤❤❤

  • @Mother_Nature1978
    @Mother_Nature1978 4 дня назад

    বাইক নিয়ে গেলেও হেব্বি মজা হবে

  • @gamingwithterror550
    @gamingwithterror550 День назад

    dada tumie north bengal ta k chenachcho sotti 😅😅😅 thank you dada☺

  • @rahulalam6543
    @rahulalam6543 4 дня назад

    বলছি আপনি পাহাড়ে বেড়াতে গিয়ে নিজের চোখকে কি করে তৃপ্তি দেন, সারাক্ষণ চোখে চশমা না দিয়ে দাদা আমাদের পাহাড়ি সৌন্দর্য খালি চোখে দেখে দেখুন চোখ মন প্রাণ সব জুড়িয়ে যাবে।।
    ভালোবাসা নিয়ো উত্তরবঙ্গ থেকে আমি রাহুল❤🫶

  • @indrajit5471
    @indrajit5471 4 дня назад

    E baba ami ei week ei jachhi..😂 ekhn dekhbona r eta. Next week dekhbo.

  • @Rima_Aarya
    @Rima_Aarya 4 дня назад

    Please mention Mobile Network conditions in every place.

  • @Indianman003
    @Indianman003 4 дня назад

    Abr himachal pradesh er pahar jao dada aii pahar onek holo

  • @ishitabasu3500
    @ishitabasu3500 4 дня назад

    সামনে এরম সুন্দর নৈসর্গিক দৃশ্য, আর তার সাথে তোমার এত সুন্দর উপস্থাপনা, পুরো জমে ক্ষীর ❤, facebook e কি তোমাকে পাবো??

  • @kuntalmaity6983
    @kuntalmaity6983 4 дня назад

    Dada kon somoy gale cherry blossom dekhte pabo ektu janaben

  • @sudipta556
    @sudipta556 3 дня назад

    কিছু একটা মন্তব্য করার ছিল। কিন্তু যা অপূর্ব মাহল তৈরী হল; সব ভুলিয়ে দিল! এইরকম ভাবেই অজানা মণিমুক্তা খুঁজে উপহার দিও: হে মেঘ পিওনের ব্লগ। হেমন্তের অরণ্যে হও পোস্টম্যান #banerjee4u

  • @stayfitwithshiny
    @stayfitwithshiny 4 дня назад

    eta ki cherry na apricot?

  • @madhumitamitramustafi3865
    @madhumitamitramustafi3865 4 дня назад

    Ki apurbo

  • @akdamitvlog
    @akdamitvlog 6 часов назад

    অসাধারণ লাগলো ভিডিও টা দাদা...
    খুব ভালো লাগলো। দাদা আমিও একজন ছোট্ট ব্লোগার, always চেষ্টা করি আপনার মতো একজন ব্লোগার হওয়ার জন্য । I'm always welcome to you come to my little family. Thank you so much 🙏

  • @satibiswas1221
    @satibiswas1221 4 дня назад

    আহা বলবার ভাষা নেই।

  • @bimansaha7005
    @bimansaha7005 3 дня назад

    শঙ্খ কি আর বলবো আসলে অনেক অনেক কিছু বলার কিন্তু তোমার চিঠির উত্তর দেওয়ার জন্য এই বাক্সটা অনেক ছোট। তোমার চিঠির উত্তর দিতে গেলে অনেক বড় বাক্সের দরকার। তাহলে আজকে শুরু করি তোমার মেঘ পিয়নের চিঠির উত্তর। তোমার সময় নির্বাচন করাটা খুবই সঠিক হয়েছে কারণ সকালবেলা মানুষ ঘুম থেকে উঠে ভালো কিছু সব সময় চেয়ে থাকে সেখানে যদি তোমার এত সুন্দর ব্লগ দেখে সেটা স্বর্গের অনুভূতির সমান হয়ে যায়। আজকে তোমার ব্লকটা স্বর্গের অনুভূতির থেকে কিছু কম ছিল না, গোধূলি বেলায় সূর্যাস্তের রঙে রাঙানো কাঞ্চনজঙ্ঘা ও সকাল বেলা রৌদ্রস্নাত কাঞ্চনজঙ্ঘা, সুন্দর ছোট হোম স্টে, সকালবেলা জানলা থেকে দেখা কাঞ্চনজঙ্ঘার দৃশ্য এবং সাথে সুন্দর বাগান ও চেরি ব্লসম এতসব কি স্বর্গীয় অনুভূতি থেকে কম কিছু ছিল। আবারো তোমায় আরেকবার কুর্নিশ জানাই তোমার ভাবনা ও তোমার দৃষ্টিকোণ। আজকে তোমার ব্লক টা কে সত্যিই আমার একটা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মতন লাগলো। এটা সম্পূর্ণ আমার ভাবনায়। যাক আজকে আর চিঠির উত্তর দীর্ঘায়িত না করে পরের চিঠি পাওয়ার অপেক্ষায় রইলাম। ইতি তোমার ভালোবাসার দর্শক।❤❤❤❤❤❤

  • @alkoriakhatun7387
    @alkoriakhatun7387 3 дня назад

    Road since

  • @anuragdas7333
    @anuragdas7333 4 дня назад

    Was waiting for the next episode its really so hard to wait 1 week😢.Keep posting frequently dada bhalo lage ❤❤

  • @coloroflife1730
    @coloroflife1730 3 дня назад

    দারুণ