حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُ أَخْبَرَهُ أَنَّهُ، سَأَلَ عَائِشَةَ ـ رضى الله عنها ـ كَيْفَ كَانَتْ صَلاَةُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي رَمَضَانَ فَقَالَتْ مَا كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَزِيدُ فِي رَمَضَانَ وَلاَ فِي غَيْرِهِ عَلَى إِحْدَى عَشْرَةَ رَكْعَةً، يُصَلِّي أَرْبَعًا فَلاَ تَسَلْ عَنْ حُسْنِهِنَّ وَطُولِهِنَّ، ثُمَّ يُصَلِّي أَرْبَعًا فَلاَ تَسَلْ عَنْ حُسْنِهِنَّ وَطُولِهِنَّ، ثُمَّ يُصَلِّي ثَلاَثًا، قَالَتْ عَائِشَةُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَتَنَامُ قَبْلَ أَنْ تُوتِرَ. فَقَالَ " يَا عَائِشَةُ، إِنَّ عَيْنَىَّ تَنَامَانِ وَلاَ يَنَامُ قَلْبِي ". আবূ সালামাহ্ ইব্নু আবদুর রাহমান (রাঃ) থেকে বর্ণিতঃ: তিনি ‘আয়িশা (রাঃ)-কে জিজ্ঞেস করেন, রমযান মাসে আল্লাহ্র রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সালাত কেমন ছিল? তিনি বললেন, আল্লাহ্র রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) রমযান মাসে এবং অন্যান্য সময় (রাতে) এগার রাক’আতের অধিক সালাত আদায় করতেন না। তিনি চার রাক’আত সালাত আদায় করতেন। তুমি সেই সালাতের সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে আমাকে প্রশ্ন করো না। তারপর চার রাক’আত সালাত আদায় করতেন, এর সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে আমাকে প্রশ্ন করো না। অতঃপর তিনি তিন রাক’আত (বিত্র) সালাত আদায় করতেন। ‘আয়িশা (রাঃ) বলেন, (একদা) আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহ্র রাসূল! আপনি কি বিত্রের পূর্বে ঘুমিয়ে থাকেন? তিনি ইরশাদ করলেনঃ আমার চোখ দু’টি ঘুমায়, কিন্তু আমার হৃদয় ঘুমায় না। null, হাদিস নং ১১৪৭ হাদিসের মান: সহিহ হাদিস
শায়খ আব্দুল্লাহ বিন বায রহিঃ কেনো আমিরুল মুমেনিন হযরত উমর বিন খাত্তাব রাঃ ৮ রাকাত তারাবীহ সালাত পড়ানোর নির্দেশ দিয়েছিলেন। মুয়াত্তা ইমাম মালেকে. এবং আবু দাউদে এ সম্বন্ধে বিস্তারিত হাদিস আছে।
খুবই মজার একটা ভিডিও ! সবাই দেখবেন। সম্পুর্ণটা দেখেন। এই কমেন্ট পড়ার পরে আবার মিলিয়ে দেখেন। আব্দুল্লাহ বিন সুলাইমান আল-মানিয়, সৌদি ফতোয়া বোর্ডের সদস্য। তিনি আইন ও বিচার এবং অর্থনীতি বিষয় নিয়েই বেশি কাজ করেন। তিনি HSBC, UK's, রিয়াদ ব্যাংক, আরব ন্যাশনাল ব্যাংক সহ অসংখ্য ব্যাংকের ফতোয়া বোর্ডের চেয়ারম্যান। তাঁর লেখা কিতাব নিয়ে উৎফুল্ল হয়ে ইউরেকা ইউরেকা বলে চিৎকার করার কি কারণ? কেন এই কিতাবটি আমাদের দেশের হানাফি মৌলভীদের জন্য একটি বড় নেয়ামত? ইনাদের বড় বড় কোন ২ টা সমস্যার সমাধান রয়েছে এই কিতাবে? কি দলিল রয়েছে এই কিতাবে? খুবই আগ্রহ সহকারে এই কিতাব সম্পর্কে ইনার বক্তব্য শুনলাম। কি দলিল পেলাম? .... ঘোড়ার ডিম। বি--শা--ল ডিম ! ওমর (রাঃ) নামে ২০ রাকাতের একমাত্র যে হাদিস উপস্থাপন করা হলো সেটা হানাফি মুহাদ্দেসগনের সর্বসম্মতভাবে জইফ। একেই বলে পর্বতের মূষিক প্রসব। একদিকে আল মানিয়র নিজের ফতোয়ার পক্ষে একটি হাদিসও নাই, বিন বাজের ফতোয়ার ভিত্তি কি ছিলো সেটা উল্লেখ করে খণ্ডন করা হয় নাই। শেখ আল-মানিয় কি বলেছে না বলেছে সেটার দাম বা গুরুত বিশ্বের আলেম সমাজের কাছে - শূন্য ০০০০০০। তবে এই বক্তব্যের মাধ্যমে আমাদের দেশের হালের হানাফি মৌলভীদের দেউলিয়াত্ব আরও একবার স্পষ্ট হলো। এখানে কিছু মজার ব্যাপার রয়েছে । ইনাদের বড় বড় ২টি সমস্যার সমাধান দেখেন ১। এই কিতাবের মাধ্যমে ইনারা জানতে পাড়লেন তারাবি সুন্নতে মুয়াক্কাদা নয়, মুস্তাহাব। ২। তারাবি সারা রাত ধরে পড়ার সালাত। ১ ঘণ্টার মধ্যে ঝড়ের গতিতে এক দেড় পারা পড়ে সুপার সনিক গতিতে রুকু সেজদা করে ঠিকাদারের মতো আল্লাহকে ২০ রাকাত বুঝিয়ে দেয়ার তারাবি অশুদ্ধ। আমি আরবের মসজিদে জামায়াতে ৮ রাকাত পড়েছি । তাঁরা যে সময়ে ৩ রাকাত বিতির আদায় করে সেই সময়ে আমাদের হানাফিদের ১০ রাকাত তারাবি শেষ হয়। তার উপর রয়েছে টাকা পয়সার ধান্ধা। এরা তারাবির নামে নিজেদের করা তামাশা সম্পর্কে নিজেরা কিছুই দেখে না। >>>>বিষয়টা এ রকম - অন্যের টুপি না থাকার সমালোচনা করছে এমন এক ব্যক্তি যে নিজেই নেংটা ।
@@hafizneamat5731 তাহমীদুল কে বলেন, সাহাবী কে অনুসরণ করা যাবে কিন্তুু সেই সাহাবীর সেই কাজ যেটাতে মুহাম্মাদ (সঃ) এর হা বোধক বা না বোধক কোনো আদেশ নাই সেটা কি ভাবে মানবো।
আরে ভাই রাসুলুল্লাহ সাঃ খুলাফায়ে রাশেদীনদের মানতে বলেছেন এটাকি হাদিছের কথা না? যদি ওমর বিন খাত্তাব রাঃ তারাবিহকে ২০ রাকাআত করার আদেশ দেন আর আমরা যদি না মানি তবেতো রাসুলুল্লাহ সাঃ এর এই হাদিছকেই না মানা হলো, তাই নয়/কি? আপনার কাছে জানতে মনে চায় হাদিছ কি কুরআনের নির্যাস না?, আর আলেমদের মতামত কি কুরআন ও হাদিছের নির্যাস না? যদিও আলেমদের মতামতের মধ্যে ভুল থাকাটা স্বাভাবিক। আল উলামা উ অরাছাতুল আম্বিয়া- এদের কাজই হচ্ছে কুরআন ও হাদিছকে সাধারন মানুষের কাছে বোধগম্য করে উপস্থাপন করা। আমার মন্তব্য ভুল হলে ক্ষমা করবেন, আমি আ'লেম না। facebook.com/hmtaijul
প্রমাণ দিন। মৌখিক কথা গ্রহণ নয়। সালাফিবাদ যেথায় প্রতিষ্ঠিত সেথায় তো ৮ রাকাতই হবে। মিশর তো ২০ রাকাত হয়। আল আজহার বিশ্ববিদ্যালয়ে ২০ রাকাত হয়। তার জবাব কি দিবেন?
@sameerabdullah2000 তাহাজ্জুদ শব্দ আসে নাই। তারাবীহও সালাতুল লাইল। আর ঈশার পর থেকে দুই রাকাত করে যত সালাত পড়া হয় সব সালাতুল লাইল। এমনকি হাম্বলী ফকীহদের মতে মাগরিবের পড়ে যত নফল পড়া হয় সেটাই সালাতুল লাইল
শায়খ বিন বাজ সম্পর্কে আপনার ধারণা কম। তিনি সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের প্রেসিডেন্ট ছিলেন। তিনি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় এর প্রথম ভিসি ছিলেন। আপনাদের সমস্যা কি জানেন আপনারা নিজেকে খুব বড় পন্ডিত মনে করেন।
ইতিহাস ঘেঁটে দেখেছেন? কে ছিল এই শায়খ বিন বায? তার সমালোচোনা কি? সৌদী আরবে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি করতে সমর্থন করায় তিনি তৎকালীন সময়ে বিশ্বে নিন্দীত হয়েছিলেন তা জানেন। একজন খুব উচ্চ শিক্ষিত হলেই যে ভুল করবে না এমনটা কি? তাহমিদ মাওলানা সাহেব যেভাবে বইসহ রেফারেন্স দেয়, ওই রকম রেফারেন্স দিয়ে আপনারা যুক্তি খন্ডান৷ শুধু বাক্য ছুড়ে যুক্তি খন্ডানো যায় না
হ্যা। শায়খ বিন বায বড় আলেম ছিলেন। তার ফতোয়া অন্ধভাবে মেনে নেওয়া বৈধ। তবে ফিকহের ইমামগণ কি আর এমন আলেম ছিলেন! তারা তো মানুষ। তারা ভুল করতেন, সঠিক করতেন। তাদের ফতোয়া না মানলেও সমস্যা নাই।
@@hafizneamat5731 আপনারা আলেম নাকি ❓যে হাদিস আপনাদের মতের সাথে মিলেনা ঐ হাদিস জইফ হয়ে যায়। আপনি আপনারা প্রমান করেন এই হাদিস টা জইফ। বোখারী ও মুসলিম এর শর্ত অনুযায়ী এই হাদিস অবশ্যই সহি।
আপনি সুনানে আবি দাউদের এই হাদীস সম্পর্কে কী বলবেন? عن الحسن ان عمر بن الخطاب جمع الناس على ابي بن كعب فكان يصلي بهم عشرين ركعة হযরত হাসান বসরি র. থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত উমর রা. উবাই ইবনে কা'ব রা. পিছনে লোকদের একত্রিত করলেন, আর তিনি তাদের নিয়ে ২০রাকাত সালাত আদায় করতেন। হদিস নং ১৪২৯
সাঈদ বিন ইয়াযিদ রা.থেকে আপনি যে বর্ণনা উল্লেখ করেছেন। এটা সম্পর্কে কথা হলো, প্রথম দিকে তারা এটি করেছেন। কিন্তু বিশুদ্ধভাবে প্রমাণিত হলো, পরবর্তী আমল হলো ২০ রাকাআত এর। বায়হাকী র হাদীসে এসেছে,انهم يقومون على عهد عمربعشرين ركعة তারা উমর রা. এর যুগে ২০ রাকাত তারাবিহ পড়তেন।
I thought this channel will work for the unity of Ummah but it has been showing its real face for last couple of months. Stop creating divisions in Ummah.
Hassan Shariar bhaijaan, নিশ্চয়ই না! তারাবীহ কি উমর বিন খ্বত্তাব রাঃ এর সময় থেকে শুরু হয়েছিল নাকি? 'অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ তাদের জন্য যারা আল্লাহ ও পরকাল প্রত্যাশা করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে।' Al-Quran (33:21)
Faridul Gayen khulafa e rasheda k follow korte bolen ni Rasulullah? To shikar koro Hazrat a Umar vul korse n baki sob sahaba badha na diye sobai gunah korse! Khali tmrai asol buj paiso
আল্লাহর সন্তুষ্টির জন্য শায়খ আব্দুল্লাহ বিন বায রহিঃ কে ভালোবাসি।
মাশআল্লাহ
আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক
Jajakomullah
Alhamdulillah mohtaram
মাশাআল্লাহ । তারাবীহ বিষয়ে দৈরতের রহস্য প্রকাশ হলো। সত্য উন্মোচিত হয়েছে। আলহামদুলিল্লাহ।
অপচেষ্টা বাদ্দিয়া সঠিক পথে আগালে উপকার হবে ইংসাআল্লা।
জাযাকাল্লাহ শায়েখ। আল্লাহ সকল গাইরে মুকাল্লিদ ভাইদের সঠিক অনুধাবনের তাওফিক দিন। আমীন...
জাযাকাল্লাহু খাইরান মুহতারাম! অত্যন্ত আনন্দিত হলাম। আপনার উপস্থাপনায় মুগ্ধ।
শায়খ আবদুল্লাহ আল মানী হাফিজাহুল্লাহ এবছর করোনাকালিন সময়ে পবিত্র হজ্বের খুৎবা প্রদান করেছেন।
আলহামদুলিল্লাহ
জাজাকুমুল্লাহ 💞😍
আল্লাহ আপনার হায়াতে বরকত দান করেন
মাশাআল্লাহ
মা শা আল্লাহ্ ।
জাযাক আল্লাহু খাইরান ।
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ,, জাযাকাল্লাহু খাইর
এগিয়ে যান আললাহ আমাদের সাতে আছে অচিরেই লা মাজহাবিদের পনত গটবেই ইনসাললাহ।
vi ai hujur ekjon khati hanafi majhabi asole apnar sotto mitha sompssa ney apnar somossa majhab nia
Poton to toder gotbe karon tora ondho mukalidh...
ইনশাআল্লাহ
أدام الله بكم الانتفاع،
وأحسن عنكم الدفاع،
وأجراكم في جميع الأمور على أجمل الأوضاع
আল্লাহ আমদের বোঝবার তোইফিক দান করুন
جزاه الله خيرا
Ma Sha Allah
জাঝাকুমুল্লাহ
শায়েখ আপনাকে আল্লাহ কবুল করুন আমিন। শায়েখ আপনার কাছে অনুরোধ সব বিষয়ে ভিডিও বানাবেন ।
মাশা আল্লাহ, হযরত হাজার সালাম
Jajakalla
masaallah
আপনাকে আল্লাহর জন্য ভালবাসি আপনি ২০ রাকাত পরবেন বালো রকেটের মত না আশতে আশতে পরবেন জাযাকাল্লাহু খইর
Sheikh Abdullah Al-Manea deliver Arafat sermon in 2020
ruclips.net/video/pzyW9-6F8vI/видео.html
★★জাযাকাল্লাহু খায়র।★★
Masha Allah
শায়েখ উসাইমিন রহিমাহুল্লাহ ২০ রাকাতের পক্ষে বলেছেন। তিনি ৮ এবং ২০ উভয়ের মতেই মতবিরোধ এড়িয়ে চলতে বলেছেন। তার বিশ্লেষণ মধ্যপন্থি।
Jazakallah
jajakumullah
মাশা আল্লাহ
সম্মানিত সেখ যদি ফরজ সালাতের গুরুত্ব টাকে আরো বেশি করে বলেন
Mashaallah...
mashaa allah ,,,allah jeno shara duniaty 20 rakat tarabi pora jari kore din,,,,,from abu dhabi,,,,,,
Masallah jajakallah ekta rikuyesth tarabite 4 rakat por por je duyata ETA somporke kichu kotha bolben??
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُ أَخْبَرَهُ أَنَّهُ، سَأَلَ عَائِشَةَ ـ رضى الله عنها ـ كَيْفَ كَانَتْ صَلاَةُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي رَمَضَانَ فَقَالَتْ مَا كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَزِيدُ فِي رَمَضَانَ وَلاَ فِي غَيْرِهِ عَلَى إِحْدَى عَشْرَةَ رَكْعَةً، يُصَلِّي أَرْبَعًا فَلاَ تَسَلْ عَنْ حُسْنِهِنَّ وَطُولِهِنَّ، ثُمَّ يُصَلِّي أَرْبَعًا فَلاَ تَسَلْ عَنْ حُسْنِهِنَّ وَطُولِهِنَّ، ثُمَّ يُصَلِّي ثَلاَثًا، قَالَتْ عَائِشَةُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَتَنَامُ قَبْلَ أَنْ تُوتِرَ. فَقَالَ " يَا عَائِشَةُ، إِنَّ عَيْنَىَّ تَنَامَانِ وَلاَ يَنَامُ قَلْبِي ".
আবূ সালামাহ্ ইব্নু আবদুর রাহমান (রাঃ) থেকে বর্ণিতঃ:
তিনি ‘আয়িশা (রাঃ)-কে জিজ্ঞেস করেন, রমযান মাসে আল্লাহ্র রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সালাত কেমন ছিল? তিনি বললেন, আল্লাহ্র রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) রমযান মাসে এবং অন্যান্য সময় (রাতে) এগার রাক’আতের অধিক সালাত আদায় করতেন না। তিনি চার রাক’আত সালাত আদায় করতেন। তুমি সেই সালাতের সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে আমাকে প্রশ্ন করো না। তারপর চার রাক’আত সালাত আদায় করতেন, এর সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে আমাকে প্রশ্ন করো না। অতঃপর তিনি তিন রাক’আত (বিত্র) সালাত আদায় করতেন। ‘আয়িশা (রাঃ) বলেন, (একদা) আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহ্র রাসূল! আপনি কি বিত্রের পূর্বে ঘুমিয়ে থাকেন? তিনি ইরশাদ করলেনঃ আমার চোখ দু’টি ঘুমায়, কিন্তু আমার হৃদয় ঘুমায় না।
null, হাদিস নং ১১৪৭
হাদিসের মান: সহিহ হাদিস
শায়খ আব্দুল্লাহ বিন বায রহিঃ কেনো আমিরুল মুমেনিন হযরত উমর বিন খাত্তাব রাঃ ৮ রাকাত তারাবীহ সালাত পড়ানোর নির্দেশ দিয়েছিলেন। মুয়াত্তা ইমাম মালেকে. এবং আবু দাউদে এ সম্বন্ধে বিস্তারিত হাদিস আছে।
মালিকি মাজহাবে ইমাম মালেক (র) ২০ রাকাতের ফতুয়া দিয়ে গেছে।
শায়েখ আমাদের অঞ্চলে তারাবী ২০ রাকাত পড়া হই ২০ মিনিটে,,আর খতমে তারাবি পড়া হই ৫০মিনিটে।এইরকম 4g স্পীডে নামাজ পড়া টা কত টুকু যুক্তিসংগত বলবেন।
ভাই এটার কোন ভিত্তি নাই। এটা নিশ্চয় বাড়াবাড়ি। আমরাদেরকে মধ্যপন্থা অনুসরণ করার তাওফিক দিন।
amader ekhane khotom hok ba sura tarabi hok somoy lage 30/35 minit.
ভাই ৮ রাকাত কত মিনিটে শেষ করে তা তো বললেন না।
@@aminulislamchand5160 আমাদের এখানে বিশ রাকাত পড়া হয়। আট রাকাত হই না।
যারা এভাবে পড়ান তাদের ব্যর্থতা বা অনেক মুছল্লী অাছে তারাতাড়ি পড়ালে বাহবা দেয় ধীরে পড়ালে সমালোচনা করে। তারাবিহ কিন্তু ২০ রাকাত পড়াই সুন্নাহ।
ও মোল্লা ভাই, তুমি সহীহ্ কিতাব সমূহ পড়ে কথা বল। আল্লাহ তায়ালা তোমাকে হেদায়েত দান করুন।
👍👍👍👍
শায়খ আব্দুল্লাহ বিন বায রহিঃ এর কুরআন সুন্নাহ এবং ফিকহির জ্ঞানের পরিধি এবং আমল সম্বন্ধে এই বক্তার জানা নাই।
এই বকতাত বকতা নয় তকতা
তারাবি সুন্নত/নফল ১১ না ২৩ রাকাত নিয়ে যত চুলকানি, ফরজ সলাত নিয়ে এত চুলকানি কারো নেই,যেখানে ১০ শত ভাগ মানুষ ফরজ সলাত পড়েনা।
আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন?
খুবই মজার একটা ভিডিও ! সবাই দেখবেন।
সম্পুর্ণটা দেখেন। এই কমেন্ট পড়ার পরে আবার মিলিয়ে দেখেন।
আব্দুল্লাহ বিন সুলাইমান আল-মানিয়, সৌদি ফতোয়া বোর্ডের সদস্য। তিনি আইন ও বিচার এবং অর্থনীতি বিষয় নিয়েই বেশি কাজ করেন। তিনি HSBC, UK's, রিয়াদ ব্যাংক, আরব ন্যাশনাল ব্যাংক সহ অসংখ্য ব্যাংকের ফতোয়া বোর্ডের চেয়ারম্যান। তাঁর লেখা কিতাব নিয়ে উৎফুল্ল হয়ে ইউরেকা ইউরেকা বলে চিৎকার করার কি কারণ? কেন এই কিতাবটি আমাদের দেশের হানাফি মৌলভীদের জন্য একটি বড় নেয়ামত? ইনাদের বড় বড় কোন ২ টা সমস্যার সমাধান রয়েছে এই কিতাবে? কি দলিল রয়েছে এই কিতাবে? খুবই আগ্রহ সহকারে এই কিতাব সম্পর্কে ইনার বক্তব্য শুনলাম। কি দলিল পেলাম? .... ঘোড়ার ডিম। বি--শা--ল ডিম ! ওমর (রাঃ) নামে ২০ রাকাতের একমাত্র যে হাদিস উপস্থাপন করা হলো সেটা হানাফি মুহাদ্দেসগনের সর্বসম্মতভাবে জইফ। একেই বলে পর্বতের মূষিক প্রসব। একদিকে আল মানিয়র নিজের ফতোয়ার পক্ষে একটি হাদিসও নাই, বিন বাজের ফতোয়ার ভিত্তি কি ছিলো সেটা উল্লেখ করে খণ্ডন করা হয় নাই। শেখ আল-মানিয় কি বলেছে না বলেছে সেটার দাম বা গুরুত বিশ্বের আলেম সমাজের কাছে - শূন্য ০০০০০০। তবে এই বক্তব্যের মাধ্যমে আমাদের দেশের হালের হানাফি মৌলভীদের দেউলিয়াত্ব আরও একবার স্পষ্ট হলো।
এখানে কিছু মজার ব্যাপার রয়েছে । ইনাদের বড় বড় ২টি সমস্যার সমাধান দেখেন ১। এই কিতাবের মাধ্যমে ইনারা জানতে পাড়লেন তারাবি সুন্নতে মুয়াক্কাদা নয়, মুস্তাহাব। ২। তারাবি সারা রাত ধরে পড়ার সালাত। ১ ঘণ্টার মধ্যে ঝড়ের গতিতে এক দেড় পারা পড়ে সুপার সনিক গতিতে রুকু সেজদা করে ঠিকাদারের মতো আল্লাহকে ২০ রাকাত বুঝিয়ে দেয়ার তারাবি অশুদ্ধ।
আমি আরবের মসজিদে জামায়াতে ৮ রাকাত পড়েছি । তাঁরা যে সময়ে ৩ রাকাত বিতির আদায় করে সেই সময়ে আমাদের হানাফিদের ১০ রাকাত তারাবি শেষ হয়। তার উপর রয়েছে টাকা পয়সার ধান্ধা। এরা তারাবির নামে নিজেদের করা তামাশা সম্পর্কে নিজেরা কিছুই দেখে না।
>>>>বিষয়টা এ রকম - অন্যের টুপি না থাকার সমালোচনা করছে এমন এক ব্যক্তি যে নিজেই নেংটা ।
সহমত ভাই
হাদিসটি হানাফি আলেমদের মতে দয়িফ
রেফারেন্স দিন। কোথায় পেয়েছেন? কোন বইর কত পৃষ্ঠায়? পিডিএফ দিন।
আপনাদের রেফারেন্স ছাড়া বক বক গ্রহণযোগ্য নয়
@@hafizneamat5731 তাহমীদুল কে বলেন, সাহাবী কে অনুসরণ করা যাবে কিন্তুু সেই সাহাবীর সেই কাজ যেটাতে মুহাম্মাদ (সঃ) এর হা বোধক বা না বোধক কোনো আদেশ নাই সেটা কি ভাবে মানবো।
@@Rakibkhan-ov4rx খুবই হাস্যকর যুক্ত দিলেন। ওমর রা: এর শাসনামলে নবী সা: কি জীবিত ছিলেন?
@@SakilKhan-eo2qw তাহলে ভাবেন তো হাস্যকর যুক্তি কে দিলো?? ইসলামের ভিতরে আল্লাহ ও নবী (সঃ) ছাড়া কেউ কি নতুন কিছু ঢুকাইতে পারবে???
Salat somporke kon arab imamer kitab thake alochona kora hoy . Tahmidul mawlake anurud rohilo.
ওরা কুরআন হাদীস থেকে কোন কথা বলবে না। কোন আলেমদের রেফারেন্স টানবে। এটাই মুকাল্লেদের বৈশিষ্ট্য। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুক। আমীন।
আরে ভাই রাসুলুল্লাহ সাঃ খুলাফায়ে রাশেদীনদের মানতে বলেছেন এটাকি হাদিছের কথা না? যদি ওমর বিন খাত্তাব রাঃ তারাবিহকে ২০ রাকাআত করার আদেশ দেন আর আমরা যদি না মানি তবেতো রাসুলুল্লাহ সাঃ এর এই হাদিছকেই না মানা হলো, তাই নয়/কি? আপনার কাছে জানতে মনে চায় হাদিছ কি কুরআনের নির্যাস না?, আর আলেমদের মতামত কি কুরআন ও হাদিছের নির্যাস না? যদিও আলেমদের মতামতের মধ্যে ভুল থাকাটা স্বাভাবিক। আল উলামা উ অরাছাতুল আম্বিয়া- এদের কাজই হচ্ছে কুরআন ও হাদিছকে সাধারন মানুষের কাছে বোধগম্য করে উপস্থাপন করা। আমার মন্তব্য ভুল হলে ক্ষমা করবেন, আমি আ'লেম না। facebook.com/hmtaijul
এই বই টি কি পিডিএফ পাওয়া জায়
Hadis thaka bolan kon hadisa acha 8 rakat pora zanana
Najd is the mother of all fitna
হুজুর 5 জি গতিতে তারাবী সালাতে কোরান পড়া কার ফতোয়ার চালু করেছেন বলবেন কি ?
great tar mane 20 rakat porlee joto tara tari poro no problem but 8 rakat porlee sara rat portee hobee...
Sobar 20 rakat pora dorkar
Shudu Saudi Arabia noy..
Dubai Oman emonki Imam Abu Hanifa er desh Iraq e 8 Rakat Tarabi pore emonki Jore amin bole..er ki uttor apner????
প্রমাণ দিন। মৌখিক কথা গ্রহণ নয়। সালাফিবাদ যেথায় প্রতিষ্ঠিত সেথায় তো ৮ রাকাতই হবে। মিশর তো ২০ রাকাত হয়। আল আজহার বিশ্ববিদ্যালয়ে ২০ রাকাত হয়। তার জবাব কি দিবেন?
নবির সহি হাদিস গুলোর তাহলে কি হবে? সহি হাদিসে ত ৮ রাকাতেরই কথা আছে।
ছাগল সারাজীবন ছাগল ই থাকবে
@sameerabdullah2000
তাহাজ্জুদ শব্দ আসে নাই। তারাবীহও সালাতুল লাইল। আর ঈশার পর থেকে দুই রাকাত করে যত সালাত পড়া হয় সব সালাতুল লাইল।
এমনকি হাম্বলী ফকীহদের মতে মাগরিবের পড়ে যত নফল পড়া হয় সেটাই সালাতুল লাইল
একটা সহিহ হাদিস তো দূরের কথা একটা জঈফ হাদিস দিয়েও কি তারাবিহ আট রাকাত প্রমাণিত করতে পারবেন কি।
শায়খ বিন বাজ সম্পর্কে আপনার ধারণা কম। তিনি সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের প্রেসিডেন্ট ছিলেন। তিনি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় এর প্রথম ভিসি ছিলেন। আপনাদের সমস্যা কি জানেন আপনারা নিজেকে খুব বড় পন্ডিত মনে করেন।
ইতিহাস ঘেঁটে দেখেছেন? কে ছিল এই শায়খ বিন বায? তার সমালোচোনা কি? সৌদী আরবে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি করতে সমর্থন করায় তিনি তৎকালীন সময়ে বিশ্বে নিন্দীত হয়েছিলেন তা জানেন। একজন খুব উচ্চ শিক্ষিত হলেই যে ভুল করবে না এমনটা কি? তাহমিদ মাওলানা সাহেব যেভাবে বইসহ রেফারেন্স দেয়, ওই রকম রেফারেন্স দিয়ে আপনারা যুক্তি খন্ডান৷ শুধু বাক্য ছুড়ে যুক্তি খন্ডানো যায় না
আপনাদের কাটমোল্লা ত তাবিজ এর জন্যও দলিল বের করেছেন! ২ টাকার কাটমোল্লা এসেছে শাইখ বিন বায সম্পর্কে কথা বলতে!
হ্যা। শায়খ বিন বায বড় আলেম ছিলেন। তার ফতোয়া অন্ধভাবে মেনে নেওয়া বৈধ।
তবে ফিকহের ইমামগণ কি আর এমন আলেম ছিলেন! তারা তো মানুষ। তারা ভুল করতেন, সঠিক করতেন। তাদের ফতোয়া না মানলেও সমস্যা নাই।
@@lifestyleandmore1460 এই বেআদব জাহেল ছাগলের বাচ্চা লাথি মেরে বুচি ফাটিয়ে ফেলবো
খই গেলায়রে আহলে হাদিস,???
লা মাযহাবি শব্দটা গালি এটা ব্যবহার করবেন নাহ অনুরোধ ধাকলো ।
Hadiser kitabe ki ase sheta bolen.
তোর মাথা আছে ছাগল
এই ফিতনা আবার কই থেকে আবির্ভাব হলো???
তুই যে জারজ সেজন্য ভালো কথা আসেনা
সব বুজলাম বিন বাজ ত বেচে আছে সে কি এক মত?
বিন বায ১৯৯৯ সালে ইন্তেকাল করেছেন
আরবে শায়খ বিন বায দুই জন ছিলেন।
আহলে হাদিসের ভাইদের ৮+৩ = ১১ রাকাআতের আরো একটি দলিল।
*بَاب مَا جَاءَ فِي قِيَامِ رَمَضَانَ*
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ مُحَمَّدِ بْنِ يُوسُفَ عَنْ السَّائِبِ بْنِ يَزِيدَ أَنَّهُ قَالَ *أَمَرَ عُمَرُ بْنُ الْخَطَّابِ أُبَيَّ بْنَ كَعْبٍ وَتَمِيمًا الدَّارِيَّ أَنْ يَقُومَا لِلنَّاسِ بِإِحْدَى عَشْرَةَ رَكْعَةً* قَالَ وَقَدْ كَانَ الْقَارِئُ يَقْرَأُ بِالْمِئِينَ حَتَّى كُنَّا نَعْتَمِدُ عَلَى الْعِصِيِّ مِنْ طُولِ الْقِيَامِ وَمَا كُنَّا نَنْصَرِفُ إِلَّا فِي فُرُوعِ الْفَجْرِ
সায়িব ইবন ইয়াযিদ (রহঃ) বলিয়াছেনঃ উমর ইবন খাত্তাব (রাঃ) উবাই ইবনে কা'ব এবং তামীমদারী (রাঃ)-কে লোকজনের (মুসল্লিগণের) জন্য এগার রাকাআত (তারাবীহ) কায়েম করিতে (পড়াইতে) নির্দেশ দিয়াছিলেন। কারী একশত আয়াতবিশিষ্ট সূরা পাঠ করিতেন, আর (আমাদের অবস্থা এই ছিল) আমরা নামযে দীর্ঘ সময় দাঁড়াইতে দাঁড়াইতে (ক্লান্ত) হইয়া পড়িলে সাহায্য গ্রহণ করিতাম অর্থাৎ লাঠির উপর ভর দিতাম। (এইভাবে নামায পড়িতে পড়িতে রাত শেষ হইত)। আমরা ভোর হওয়ার কিছু পূর্বে ঘরে প্রত্যাবর্তন করিতাম।
ইমাম মালেক (রাহিঃ) গ্রন্থঃ মুয়াত্তা মালিক
অধ্যায়ঃ ৬. রমযানের নামায (كتاب الصلاة فى رمضان) হাদিস নম্বরঃ ২৪৪। হাদিস টি বর্তমানে কোওমীর আরবি মেশকাতেও পাওয়া যাবে।
এখন যদি বলেন ভাই এই হাদিসে তো তারাবী শব্দটা উল্লেখ নাই তাহলে আমি বলব হুজুর তারাবী শব্দটা তো কোনো হাদিসেই উল্লেখ হয়নি।
হাদিসটি সহিহ না দয়িফ তা তলিয়ে দেখছেন?
@@hafizneamat5731 আপনারা আলেম নাকি ❓যে হাদিস আপনাদের মতের সাথে মিলেনা ঐ হাদিস জইফ হয়ে যায়। আপনি আপনারা প্রমান করেন এই হাদিস টা জইফ। বোখারী ও মুসলিম এর শর্ত অনুযায়ী এই হাদিস অবশ্যই সহি।
আপনি সুনানে আবি দাউদের এই হাদীস সম্পর্কে কী বলবেন?
عن الحسن ان عمر بن الخطاب جمع الناس على ابي بن كعب فكان يصلي بهم عشرين ركعة
হযরত হাসান বসরি র. থেকে বর্ণিত, তিনি বলেন,
হযরত উমর রা. উবাই ইবনে কা'ব রা. পিছনে লোকদের একত্রিত করলেন,
আর তিনি তাদের নিয়ে ২০রাকাত সালাত আদায় করতেন।
হদিস নং ১৪২৯
সাঈদ বিন ইয়াযিদ রা.থেকে আপনি যে বর্ণনা উল্লেখ করেছেন।
এটা সম্পর্কে কথা হলো, প্রথম দিকে তারা এটি করেছেন।
কিন্তু বিশুদ্ধভাবে প্রমাণিত হলো, পরবর্তী আমল হলো ২০ রাকাআত এর।
বায়হাকী র হাদীসে এসেছে,انهم يقومون
على عهد عمربعشرين ركعة
তারা উমর রা. এর যুগে ২০ রাকাত তারাবিহ পড়তেন।
মাজাবী হুজুর ,,, 😅😅😅
I thought this channel will work for the unity of Ummah but it has been showing its real face for last couple of months. Stop creating divisions in Ummah.
who start the debate first about tarabi salat rakat?So don't blem my brother.
First you have to know about shariah then you can realize, who creats division?
Tajul Islam yoo, yoo my brother. If dog bites you, are you gonna do the same??
what do you want to say that, those who creates division is dog?
Tajul Islam you understood the opposite..😭😭 yo yo bro
11 Ta Ahle gobor dislike dise
Keno fetna r jogra koren
Kotai ibne baz ER knowledge r kotai hujur er
ইসলাম কি মামার বাড়ির আবদার?
আমরা উমার (রাঃ) এর সুন্নত মানবো না রসুল (সঃ) এর সুন্নত মানবো।
Faridul Gayen Hazrat Umar tmr cheye sunnat kom bujto?
Hassan Shariar bhaijaan,
নিশ্চয়ই না!
তারাবীহ কি উমর বিন খ্বত্তাব রাঃ এর সময় থেকে শুরু হয়েছিল নাকি?
'অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ তাদের জন্য যারা আল্লাহ ও পরকাল প্রত্যাশা করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে।' Al-Quran (33:21)
Faridul Gayen khulafa e rasheda k follow korte bolen ni Rasulullah? To shikar koro Hazrat a Umar vul korse n baki sob sahaba badha na diye sobai gunah korse! Khali tmrai asol buj paiso
Hassan Shariar bhaijaan,
Apni umar ra. K follow korun,
Ami Rasool sa. K follow kori....
Apni Rasul(sw) er hadis jekhane amar sunnater sathe khulafae rashidener sunnatkeo mante bolechen taha vule gechen.
আকিদা টিক করেন আগে। আরবে যেই মযহাব হক এদের আকিদা এক।
Pagol ekta
মাশা আল্লাহ, হযরত হাজার সালাম