Amar Jabar Shomoy Holo আমার যাবার সময় হলো - Nazrul Sangeet - Anindita Choudhury

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 ноя 2024

Комментарии •

  • @MizanurRahman-oo8kj
    @MizanurRahman-oo8kj 10 месяцев назад +68

    বর্তমানের অপসংস্কৃতির মাঝে যারা এইগানগুলো শুনে তারাই প্রকৃত জ্ঞান অনুসন্ধানী।

  • @md.mominulislam6988
    @md.mominulislam6988 10 месяцев назад +25

    পৃথিবীতে স্বর্ণ অক্ষরে বাংলাদেশের মানচিত্র সুফি কবি কাজী নজরুল ইসলাম এর নাম লেখা থাকবে স্যালুট জানাই আপনাকে

  • @ashwinisarkar1455
    @ashwinisarkar1455 11 месяцев назад +29

    প্রায় 50 বছর আগে শোনা এই নজরুল সঙ্গীত আজও মনে হয় প্রথমবার শুনছি। কি অসাধারণ রচনা পৃথিবীর যত বাঙ্গালী আছে তাদের ভাগ্যবান মনে করি যে এমন কবি, সাহিত্যিকের জন্ম এই বাংলাদেশে হয়েছিল। কল্পনার অতীত। ধন্য বাঙ্গালী ধন্য বাংলা ভাষা।

    • @sunirmalmistry7781
      @sunirmalmistry7781 9 месяцев назад +2

      না, জন্মটা বাংলাদেশে হয়নি । ভারতে হয়েছিল ।

    • @lifemagazine7611
      @lifemagazine7611 7 месяцев назад

      ভারতেও হয় নি! ভালো হয় বাংলায় জন্মেছে বললে।@@sunirmalmistry7781

    • @BiswajitRoy-fv3mm
      @BiswajitRoy-fv3mm 5 месяцев назад

      একদম ঠিক✅ কথা

    • @shyamapadamaji5924
      @shyamapadamaji5924 4 месяца назад

      কবির জন্ম হয়েছিল ভারতবর্ষের পশ্চিম বঙ্গ জেলার অন্তর্গত আসানসোল এ চুরুলিয়া গ্রামে

  • @mhhojaifa808
    @mhhojaifa808 Год назад +35

    অন্ধকারে এসেছিলাম
    থাকতে আধার যাই চলে
    ক্ষনিক ভালোবেসেছিলাম
    চিরকালের নাই হলে
    এক কথায় অস্বাধারন

  • @SportsHunterBangladesh
    @SportsHunterBangladesh Год назад +313

    জীবনের কতটা অপ্রাপ্তি ও অবহেলার জখম বুকে জমে থাকলে এমন গান রচনা করা যায়???? সারাটা জীবন কষ্টই করে গেছেন প্রিয় কবি💓কাজী নজরুল ইসলাম 💓। যখন বাংলাদেশ সরকার জাতীয় কবির মর্যাদা দিলেন,তার আগে থেকেই কবি হিতাহিতজ্ঞানশূন্য হয়ে পড়েন!কবি নিজের প্রাপ্য সম্মানটিও উপলব্ধি করার সুযোগ পাননি...

    • @bulibiswas
      @bulibiswas Год назад +7

      3

    • @radhakantasarkar5646
      @radhakantasarkar5646 Год назад

      অতি আবেগ কিন্তু ভালো না।কবি সাহিত্যিকদের সম্পর্কে ভালোকরে জানতে হবে।সব স্থানে ভারত বিদ্বেষী নোংরা মনোভাব বন্দো করুন।
      সুস্থ সমাজ গড়তে এগিয়ে আসুন।

    • @rakibulislam-lr1tq
      @rakibulislam-lr1tq Год назад +12

      হুম ভাই,আপনিও দেখি আমার মতো খুদে নজরুল ভক্ত

    • @MdRidoy-qo2li
      @MdRidoy-qo2li Год назад

      মহামানব দের সম্মানিত করার জ্ঞান আর যোগ্যতা আমাদের মত সাধারণ মানুষের নাই, তাদের সম্মান তারা স্রষ্টার কাছেই পাবেন একমাত্র আল্লাহ তায়া’লা তাদের প্রাপ্য সর্বোচ্চ স্থান দেবেন।

    • @accreation6580
      @accreation6580 Год назад

      😭😭😭 চোখের জলে প্রিয় কবির চরণ ধুয়ে দিলেও কম হবে

  • @AnimPearl-uf7di
    @AnimPearl-uf7di Год назад +18

    নবম শ্রেণীতে অধ্যয়নরত অবস্থা থেকে এমএসসি এখনো নজরুলের গান শুনতেছি। আমৃত্যু এসব গান শুনে যাবো। অসাধারণ গান।

  • @farhanhossen290
    @farhanhossen290 8 месяцев назад +4

    সাধক কবি নজরুল মানেই অসাধারণ। কি মনের মাধুরী দিয়ে গানগুলো রচনা করেছিলেন। বিমোহিত হয়ে যাই।। ❤❤❤❤

  • @skbiswas1452
    @skbiswas1452 10 месяцев назад +7

    সত্যিই অসাধারণ এক গায়কী! প্রিয় শিল্পী'কে শ্রদ্ধা এবং শুভ কামনা রইলো।💞
    বাংলা সাহিত্যের অবিস্মরণীয় কবি কাজী নজরুল ইসলামের এক অসাধারণ কালজয়ী স্মরণীয় গান।
    প্রিয় কবি কাজী নজরুল ইসলাম এর অমর স্মৃতির প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা ও শতকোটি প্রনাম।❤️🙏

  • @adilmahmud5479
    @adilmahmud5479 10 месяцев назад +20

    নজরুলের সর্বোচ্চ সম্মান শুধু আমরা বাংলাদেশিরাই দিতে পারি, নজরুল আমাদের অহংকার।

    • @munmundey1339
      @munmundey1339 7 месяцев назад +5

      ইনি ভারতের ও গর্ব ❤

    • @ujjwaljana7377
      @ujjwaljana7377 6 месяцев назад +2

      নজরুল পৃথীবীর সবার হৃদয়ে স্বর্ণাক্ষরে গাঁথা থাকবে

    • @shraddhanath1642
      @shraddhanath1642 5 месяцев назад +1

      2024.06.09 ami gaan ta sunay mugdho holam,ato spostho bastob kotha,kobi ke amar shoto koti pronam

  • @sampakararmelody
    @sampakararmelody Год назад +5

    অসাধারন.আমার প্রিয় কবি কাজী নজরুলকে জানাই শত কোটি প্রনাম।

  • @mosaddekhossain830
    @mosaddekhossain830 Год назад +6

    অপূর্ব বললে কম বলা হবে।প্রশঙসার ভাষা নেই। অসাধারণ, খুব সুন্দর। Thank you

  • @hamidahamida9203
    @hamidahamida9203 Год назад +7

    নজরুল ইসলাম এর সাথে কারো তুলনা হয় না,এমন মনীষি আর কি হবে জন্ম😭

  • @শ্রীভূমিপঞ্চমপোদ্দার

    ""কিছু বলার ভাষা নেই"" 💝💝
    অন্তরের গভীর কত ব‍্যাথা থাকলে এই গান রচনা করা যায় তাহা একমাত্র প্রভূ জানেন....!!! প্রনাম 🙏

  • @suraiyajamanremi860
    @suraiyajamanremi860 9 месяцев назад +2

    আহা কি লেখনী কি গায়কী❤❤😊
    নজরুলগীতি যে সে গায়ক গায়িকা গাইতে পারে না নজরুল এর মত তাদের ও গুণী হতে হয়

  • @nafizanazifauddin8632
    @nafizanazifauddin8632 10 месяцев назад +23

    এইগুলোতো গান নয়,যেন কবির হৃদয়ের হাহাকার।শুধুই কবির হৃদয়ের হাহাকার হবে কেন,কালজয়ী কষ্টের বহিঃপ্রকাশও বটে,সবার জন্যে।

    • @Durontoprem
      @Durontoprem 3 месяца назад

      Osadharon likhech ho tomake somman janai

  • @helaluddinbhuiyan1003
    @helaluddinbhuiyan1003 4 месяца назад +4

    মনে কতো কষ্ট থাকলে একজন মানুষ এমন গান লিখতে পারে, আহা,,,,,,,,,, নজরুল

  • @akilbintaleb2153
    @akilbintaleb2153 2 года назад +73

    আমার যাবার সময় হ'ল, দাও বিদায়
    মোছ আঁখি দুয়ার খোলো, দাও বিদায়
    আমার যাবার সময় হ'ল, দাও বিদায়
    মোছ আঁখি দুয়ার খোলো, দাও বিদায়
    ফোটে যে ফুল আঁধার রাতে
    ঝরে ধূলায়ে ভোর বেলাতে
    ফোটে যে ফুল আঁধার রাতে
    ঝরে ধূলায়ে ভোর বেলাতে
    আমায় তারা ডাকে সাথে, আয়রে আয়
    সজল করুণ নয়ন তোল, দাও বিদায়
    আমার যাবার সময় হ'ল, দাও বিদায়
    অন্ধকারে এসেছিলাম, থাকতে আঁধার যাই চ'লে
    ক্ষণিক ভালবেসেছিলে, চিরকালের নাই হ'লে
    হ'ল চেনা হ'ল দেখা, নয়ন জলে রইল লেখা
    হ'ল চেনা হ'ল দেখা, নয়ন জলে রইল লেখা
    দূর বিরহে ডাকে কেকা, বরষায়
    ফাগুন-স্বপন ভোল ভোল, দাও বিদায়
    আমার যাবার সময় হ'ল, দাও বিদায়
    মোছ আঁখি দুয়ার খোলো, দাও বিদায়
    আমার যাবার সময় হ'ল, দাও বিদায়

    • @arabindaroy3416
      @arabindaroy3416 2 года назад +1

      খুব ভাল হয়ে ছে।

    • @RP-ys7gv
      @RP-ys7gv 2 года назад +1

      Thanx

    • @dipalidas5675
      @dipalidas5675 2 года назад +2

      Khub valo laglo.monta vore gelo.

    • @montubiswas6226
      @montubiswas6226 2 года назад +1

      🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
      Thank you

    • @gamingwithajmol9705
      @gamingwithajmol9705 Год назад +1

      ❤❤

  • @soyttajitchakraborti2411
    @soyttajitchakraborti2411 11 месяцев назад +52

    স্মৃতি রেখে গেলাম.!.যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটি
    শুনতে আসবে.!. তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে
    আমিও আবার শুনতে আসবো এই প্রিয় গানটি...!😔👼

  • @aditimukhopadhyay1622
    @aditimukhopadhyay1622 2 месяца назад +2

    কি অপূর্ব কথা , সুর, আমার সশ্রদ্ধ প্রণাম কবিকে, শিল্পীদেরও অনেক ধন্যবাদ এত সুন্দর নিবেদনের জন্য

  • @shafiqulislam8185
    @shafiqulislam8185 2 года назад +55

    প্রিয় কবি কাজী নজরুল ইসলামের নাতনি" অনিন্দিতা কাজী"র কন্ঠে ধ্বনিত হলো আমার আর একটি প্রিয় গান। আমি শিহরিত, আমি বিমোহিত। ধন্যবাদ কাজীর উত্তরসুরীকে।

    • @nilendumadhab1180
      @nilendumadhab1180 2 года назад +4

      Eta Anindita Kazi r gawa na .. Eta Anindita Choudhury r gawa …

    • @panditramkanaidasarchive8078
      @panditramkanaidasarchive8078 2 года назад +3

      এই গানটি কাজী নজরুল ইসলামের নাতনির গাওয়া নয়।এখানে যিনি গানটি গেয়েছেন তার নাম অনিন্দিতা চৌধুরী।

    • @shafiqulislam8185
      @shafiqulislam8185 2 года назад +1

      @@panditramkanaidasarchive8078 Ok Thanks

    • @shafiqulislam8185
      @shafiqulislam8185 2 года назад +2

      @@nilendumadhab1180 ok thanks

    • @faridakarim4982
      @faridakarim4982 2 года назад +1

      @@shafiqulislam8185 asadaron gylen.. Thanks...

  • @mdsurgo1
    @mdsurgo1 10 месяцев назад +5

    আই লাভ ইউ কাজী নজরুল ইসলাম, তোমাকে খুবই ভালোবাসি।

  • @chinmoysarkar-lw9ph
    @chinmoysarkar-lw9ph 21 день назад

    যত দিন বেচে থাকবো তোমার কাছে কৃতজ্ঞ থাকবো হে মহান আত্মা আমার প্রিয় কবি❤❤

  • @tuhinkhan5752
    @tuhinkhan5752 8 месяцев назад +2

    প্রিয় কবি কাজী নজরুল ইসলামের সকল গান গজল আমার ভালো লাগে। সেই ভালো লাগা থেকে গতবছর(৪/৪/২৩) রোজার মধ্যে কবির জন্ম ভিটায় আসানসোলের চুরলিয়া গ্রামে চরন ধুলি দিয়ে ছিলাম।এই কারনে মনের মধ্যে একটা প্রশান্তি জাগে।❤❤❤🇧🇩

  • @solezakhanam8817
    @solezakhanam8817 Год назад +2

    তোমায় খুঁজতেই তোমার গাওয়া এই প্রিয় গানটা পেয়ে গেলাম । মনটা ভরে গেল। ভালো থেকো দিদি

  • @siddeshswarmondal4038
    @siddeshswarmondal4038 Год назад +6

    আমার প্রিয় কবি কাজী নজরুলের গান টি শুনতে শুনতে মন টা উদাস হয়ে গেল। এই গানটি আমার কাছে পরম প্রিয় ও স্মৃতি বিজড়িত । আপনার কন্ঠে শুনতেচাই আরও অনেক গান।

  • @Ajoy_kumar_Maiti
    @Ajoy_kumar_Maiti 6 месяцев назад +3

    I heard many Nazrul Sangeet by many talented singer,but Anindita Choudhuri is one talented singer in ten talented singers,it is my own judgedment.God and Nazrul bless Anindita.Comment by Ajay Maiti.W.B.

  • @ShuvaBarua-gy3uj
    @ShuvaBarua-gy3uj Год назад +5

    আমার ও আমার মা র পছন্দের গান❤️ প্রজন্মের পর প্রজন্ম শুনে যাবে গানটি। এতটুকু ই গৌরব হারাবে না.... হয়তো আমিও একসময় চলে যাবো... কমেন্ট করে গেলাম 🙏

  • @Debasishkumarbarman
    @Debasishkumarbarman 11 месяцев назад +2

    তারা কিভাবে যে এত সুন্দর কথা গুলো লিখেছে? নিজেকে খুঁজে পাই গানটা যখন শুনি। প্রনাম হে গুনি।

  • @rubleahmed9635
    @rubleahmed9635 Год назад +5

    আলহামদুলিল্লাহ! হে আললাহ, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে মাফ করে দেন। আমিন

    • @Satisfaction.14
      @Satisfaction.14 Год назад

      গান কি হালাল

    • @Post_A_Love_
      @Post_A_Love_ Год назад

      তাঁর অপরাধ কি তা জানতে চাই।

  • @ashokhalder6479
    @ashokhalder6479 Год назад +4

    সত্যিই জগত ছেড়ে যাবার সময় মনে কতটা বেদনা জমে থাকলে তবে এমন গান রচনা করা যায় এবং শুনতে ভালো লাগে

  • @Amarkobita-n8e
    @Amarkobita-n8e 3 дня назад

    হৃদয় বিদারক গানের একটি | মানুষ অর্থ করবে আলাদা | খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে | ❤❤❤❤ কোলকাতা |

  • @sharafat_hossain_murad
    @sharafat_hossain_murad Год назад +6

    অন্তরের সুধা ঢেলে গাইছেন, আহা! কি মধুর সূর ❤️

  • @chandrokanto8244
    @chandrokanto8244 Год назад +4

    আজ হঠাৎ করেই কেন জানি মনে পরে গেলো এই গানটির কথা খুব শুনিবার ইচ্ছা করছে

  • @hamdayrabbi3322
    @hamdayrabbi3322 Год назад +3

    নগ্নতা ও অশ্লীলতা যুগে নজরুলগীতি প্রেমে পড়া হয়তো বিলাসিতা

  • @mohibulislam89
    @mohibulislam89 3 года назад +8

    অনিন্দিতা এক নিবেদিত প্রাণ নজরুল সংগীত শিল্পী। সাফল্য ধরা দিবে নিশ্চিত।

    • @nirjondas4404
      @nirjondas4404 2 года назад

      প্রাণকাড়া সুর🙏সত্যি অসাধারণ 🙏

    • @ferdaushisultana3558
      @ferdaushisultana3558 2 года назад

      খুবই সুন্দর গেয়েছেন।

  • @MamataKarmakar-xy3zp
    @MamataKarmakar-xy3zp 10 месяцев назад +2

    Khub sundor performance. Very nice voice...asadharon

  • @nasirulhuq3008
    @nasirulhuq3008 2 года назад +4

    অসাধারণ , চমৎকার গান পরিবেশনের জন্য শুভকামনা রইল

  • @a.k.m.khurshidulanwar5910
    @a.k.m.khurshidulanwar5910 10 месяцев назад +3

    দারুণ পরিবেশনা।

  • @abulfazalrazu8233
    @abulfazalrazu8233 Месяц назад

    যখনই মন খারাপ থাকে তখনই এই গান শুনি বারবার শুনি শতবার শুনেছি তবু ভালো লাগে

  • @nirjondas4404
    @nirjondas4404 2 года назад +19

    আমার মনে হয়, বাংলাদেশে এইরকম এত্ত গুণী শিল্পী থাকতেও সর্বস্থরের মানুষ এনাদের কেন অতটা চেনেন বা জানেন না। কেন এমন হয়!!!! ইউনিভার্সিটির প্রোগ্রামগুলোতে এনাদের দেখা মেলেই না বললে চলে। কবে আমরা আমাদের এই সমৃদ্ধ গানগুলোকে চিনব!!!! বিশাল বড় একটা ক্ষতি না হয়ে যায় ততদিনে😔

    • @sankarsinha8961
      @sankarsinha8961 11 месяцев назад

      এইসব গানের কদর করার জন্য যথেষ্ট শিক্ষিত হবার দরকার। তাছাড়া এই গানের মর্ম উপলব্ধির করা সম্ভব নয়। তাই কোনও অনুষ্ঠানে নজরুল, রবীন্দ্রসঙ্গীত গানের কদর নেই।

  • @rinkusikder8628
    @rinkusikder8628 9 месяцев назад +2

    Khub bhalo mon vore gelo

  • @chittranjanbhattacharya5006
    @chittranjanbhattacharya5006 Год назад +4

    This is evergreen and golden nazrulgeeti always 😂Thanks 😂. This is top.nazrul sangeet always Thanks 😂

  • @tonoygoswami5869
    @tonoygoswami5869 2 года назад +6

    অসাধারণ, সত্যই মনটা ভরে গেল

  • @RahimuddinSarkar-of3rw
    @RahimuddinSarkar-of3rw 24 дня назад

    সৃষ্টির অমোঘ নিয়মে শেষ পরিণতি কবি ফুটিয়ে তুলেছেন

  • @samirmukherjee4932
    @samirmukherjee4932 9 месяцев назад

    সত্যিই বলছি যখন দেখি ছবিতে খুব অস্থির রয়েছেন কিন্তু কিছু বলতে বা বোঝাতে পারছেন না তখন বিষাদে বেদনায় মনটা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। উনি সাক্ষাৎ মা সরস্বতীর বরপুত্র ছিলেন। কবিদের মধ্যে উনি আমার হৃদয়ে সর্বোপরি। এরকম অনবদ্য রচনা একমাত্র ওনার পক্ষেই সম্ভব ছিল।

  • @siddeshswarmondal4038
    @siddeshswarmondal4038 Год назад +3

    প্রিয় কবি নজরুলের গান টি তাঁর নাতনী র কন্ঠে এই গানটি শুনে খুব ভালো লাগলো সারা জীবনের কঠোর সংগ্রামের ইতিহাস আমাদের সকল মানুষের জানা 'তবু তিনি অসং. খ্য গান রচনা করেছে ন শিল্পীকে ধন্যবাদ জানাই "

    • @siddeshswarmondal4038
      @siddeshswarmondal4038 Год назад

      বিদ্রোহী কবি নজরুল ইসলামের গান আমাদের সকলের প্রিয় তাঁর নাতনী র কন্ঠে গান শুনে আমার খুব ভালো লাগলো ৷ . তাঁকে ধন্যবাদ জানাই এমন একটি সুন্দর গান পরিবেশন করার জন্য ৷

    • @siddeshswarmondal4038
      @siddeshswarmondal4038 Год назад

      বিদ্রোহী কবি নজরুল ইসলামের নাতনির কন্ঠে আমার প্রিয় গান শুনে বড় আনন্দ পেলাম ৷ একমাত্র সুর ই পারে. মানুষকে অমৃত লোকের 'দ্বারে পৌছে দিতে ৷ আপনার গায়কী এমন সুন্দর ঘেমনে হোল যেন আমরা সেখানে পৌঁছে গেলাম।

  • @chittranjanbhattacharya5006
    @chittranjanbhattacharya5006 Год назад +3

    This is my very very favourite nazrulgeeti always evergreen and golden always remember to me always 😂😂Thanks 😂😂😂😂

  • @md.nurulamin9756
    @md.nurulamin9756 Год назад +1

    বাহ্ মনোমুগ্ধকর গায়কী 💖👌সব কিছু মিলিয়ে অসাধারণ পরিবেশন👌👌👌

  • @maladas5880
    @maladas5880 Год назад +1

    খুব সুন্দর অসাধারণ কোনো কথা হবেনা।কবিকে প্রর্নাম ও শিল্পী কে ধন্যবাদ।

  • @ekushey21
    @ekushey21 Год назад +5

    অনবদ্য পরিবেশনা! বারবার শুনতে ইচ্ছে করছে। ধন্যবাদ আপনাকে। ❤

  • @zislam7003
    @zislam7003 Месяц назад

    মন্তব্য করার যোগ্যতা নেই।
    অপূর্ব !

  • @KrishnaNandi-n6l
    @KrishnaNandi-n6l Год назад +2

    অসাধারণ, ভাষায় প্রকাশ করা যায় না।

  • @rudromondal4489
    @rudromondal4489 2 года назад +8

    মন টা ভরে গেল,,,সুরটা অনেক মধুর গাওকিটা ও অসাধারণ 💗💗

  • @sohanaahmed6839
    @sohanaahmed6839 3 года назад +4

    খুব ভালো লাগলো। শুভকামনা রইলো।

  • @juthiakter2999
    @juthiakter2999 Год назад +5

    ইসলামের এক শুদ্ধতা, এক পবিত্রতা, বিরহের সম্রাট, হৃদয় ছুয়েঁ প্রেমের অমর কবি.....

    • @MdAshik-qu7df
      @MdAshik-qu7df Год назад

      সব কিছু তেই ইসলাম কে টেনে নিয়ে আসবেন না। কাজী নজরুল ইসলাম জিতলেই যে ইসলাম জিতবে তা নয় আবার হারলেও যে ইসলাম হারবে তেমন টা নয়।

    • @RajiurRahman1
      @RajiurRahman1 Год назад

      ইসলামের এক শুদ্ধতা, যিনি তার ছেলেদের নাম রেখেছিলেন "কৃষ্ণ, অরিন্দম, সব্যসাচী, অনিরুদ্ধ"। বেঁচে থাকলে শুদ্ধ ইসলামধারী রা তাকে খোদার আসন আরশ ছেদিয়া যাবার জন্য চাপাতি দিয়ে শুদ্ধ ভাবে কোপ দিত।

  • @siddeshswarmondal4038
    @siddeshswarmondal4038 Год назад +5

    বিদ্রোহী কবি নজরুলের জীবন সংগ্রামের মধ্য দিয়া অতিবাহি ত করেছেন ' | অত্যন্ত দরিদ্র পরিবারে তাঁর জন্ম হয়েছিল ৷ কাজেই জীবন সংগ্রামের প্রতি যোগিতা সঙ্গে কবিতা গান রচনা করেন তিনি৷ অন্যায অসত্যের বিরুদ্ধে তিনি সারাজীবন আপোয হীন সংগ্রাম করে গেছেন ৷ তাঁর নাতনীর কন্ঠে আমার এই প্রিয়গানটি শুনে পুলক শিহরণ অনুভব করলাম ৷ কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে শেষ করছি।

  • @anamikasarkar3932
    @anamikasarkar3932 Год назад +1

    অসাধারণ আন্টি❤️❤️ খুব ভালো লাগলো।

  • @siddeshswarmondal4038
    @siddeshswarmondal4038 Год назад +2

    কবির সাঙ্গীতে বেজে উঠলো যেন সঙ্গীতের আরাধনা ৷ প্রেম ও পূজা যেন মিলেমিশে একাকার হয়ে গেল। সুন্দরের পূজারী আমরা অপলক নয়নে সেই সুন্দর প্রেমময়ের দিকে অপলক নয়নে চেয়ে রইলাম।

  • @roseflower4579
    @roseflower4579 Год назад +1

    প্রবাসে আছি সত্যি গানটি শুনলে প্রিয়জনদের কথা মনে পড়লে চোখে জল আসে ।

  • @indrahaldar8266
    @indrahaldar8266 3 месяца назад

    প্রনাম তোমায় আমার প্রিয় কবি তোমার প্রতিভার কেও দাম দিলো না সারা জীবন কষ্ট করেই গেলে আমার প্রিয় কবি । স্যালুট আমার বিদ্রোহী কবি তোমায় ।

  • @NirmolKumarPk
    @NirmolKumarPk Год назад +1

    মনে কতটা আক্ষেপ ও অপ্রাপ্তি থাকলে এই রকম গান লেখা যায়। আসলে কেউই তার নিজ নিজ জায়গা থেকে সুখি নয়।এই বিশাদ কেটে যেন সবাই উঠতে পারে, সেই কামনা,😢😢😢 মহান প্রতি পালকের কাছে জানাচ্ছি।

  • @sanjumishra4685
    @sanjumishra4685 Год назад +1

    খুব খুব সুন্দর আমার চোখে জল এসে গেল আহা কী সুন্দর গলা

  • @rabbiatrai5053
    @rabbiatrai5053 11 месяцев назад +2

    নজরুল আমাদের আবেগ বিদ্রহ প্রেম ও নাশের কবি।

  • @mainakmukherjee8285
    @mainakmukherjee8285 Год назад +2

    এক কথায় অসাধারণ । 🙏✌️👌

  • @nuranirowshon6812
    @nuranirowshon6812 3 месяца назад

    অতুলনীয় গায়কী ❤

  • @Cryptosignalusa
    @Cryptosignalusa 9 месяцев назад +1

    আমার যাবার সময় হলো দাও বিদায়,
    মোছ আঁখি,দুয়ার খোলো,দাও বিদায়,
    আমার যাবার সময় হলো দাও বিদায়,
    মোছ আঁখি,দুয়ার খোলো,দাও বিদায়।
    ফোটে যে ফুল আঁধার রাতে,
    ঝরে ধূলায় ভোর বেলাতে,
    ফোটে যে ফুল আঁধার রাতে,
    ঝরে ধূলায় ভোর বেলাতে,
    আমায় তারা ডাকে সাথে-আয় রে আয়,
    সজল করুণ নয়ন তোলো,দাও বিদায়,
    আমার যাবার সময় হলো দাও বিদায়,
    মোছ আঁখি,দুয়ার খোলো,দাও বিদায়।
    অন্ধকারে এসেছিলাম থাকতে আঁধার যাই চ’লে;
    অন্ধকারে এসেছিলাম থাকতে আঁধার যাই চ’লে;
    ক্ষণিক ভালো বেসেছিলেম,
    চিরকালের না-ই হ’লে,
    হ’লো চেনা হ’লো দেখা,
    হ’লো চেনা হ’লো দেখা,
    নয়ন-জলে রইলো লেখা,
    হ’লো চেনা হ’লো দেখা,
    নয়ন-জলে রইলো লেখা,
    দূর বিরহে ডাকে কেকা বরষায়,
    ফাগুন স্বপন ভোলো ভোলো,দাও বিদায়,
    আমার যাবার সময় হলো দাও বিদায়,
    মোছ আঁখি,দুয়ার খোলো,দাও বিদায়,
    আমার যাবার সময় হলো দাও বিদায়,

  • @nazmulislam5846
    @nazmulislam5846 2 года назад +3

    অসাধারণ!!!হ্রদয় ছোঁয়া।

  • @Laboni4496
    @Laboni4496 Месяц назад

    আক্ষেপ এই জাতীয় কবির কোন গান জাতীয় সংগীত হলো না 😢😢😢😢

  • @mdobayedurrahaman809
    @mdobayedurrahaman809 2 года назад +6

    গীতাকার,সুর কার দাদুর নাতনিকে অসংখ্য ধন্যবাদ

    • @manjusreedas5583
      @manjusreedas5583 2 года назад

      আমার সব চেয়ে প্রিয় গান নজরুল গীতি । এই গান টি আমার খুব প্রিয় ।

  • @nazmacooking3315
    @nazmacooking3315 2 года назад +3

    আমার প্রিয় গান অনেক অনেক ভালো লাগলো দারুণ 🧡🧡🌿🌿

  • @DipannitaRoy-y7d
    @DipannitaRoy-y7d 11 месяцев назад +1

    ❤Asadharon

  • @maladas5880
    @maladas5880 2 года назад +3

    খুব সুন্দর মন ভরে গেল।

  • @kabirulislam1116
    @kabirulislam1116 2 года назад +3

    খুব সুন্দর লাগল সরে মন ভরে গেল। ধন্যবাদ

  • @chittranjanbhattacharya5006
    @chittranjanbhattacharya5006 Год назад +2

    This is my very very favourite nazrulgeeti . Always remember to me always 😂😂Thanks 😂😂THANKS 😂😂😂. This is evergreen and golden always remember to me always 😂golden a ...........

  • @chittranjanbhattacharya5006
    @chittranjanbhattacharya5006 Год назад +4

    0:47 This is very very favourite nazrulgeeti always evergreen and golden song always remember to me always 👌 Thanks 👌 😊 🙏🏻 always 🙏🏻 3:03 3:15

  • @raghunathkundu2486
    @raghunathkundu2486 Год назад +1

    অপূর্ব হয়েছে। আরো গান গেও। শুভেচ্ছা রইল।

  • @saifulislam-ck3oy
    @saifulislam-ck3oy Год назад +1

    মুগ্ধ হয়ে শুনলাম এ যেন এক স্বর্গীয় অনুভূতি।

  • @jobayeralam4340
    @jobayeralam4340 Год назад +2

    ২০০৫ সাল থেকে কাজী নজরুল ইসলাম এর গান শুনি।

  • @tocajenbang8041
    @tocajenbang8041 Год назад +1

    Khub sundar Gala, ganti hridoy ke atite niye jay. Thanks.

  • @drrofiq146
    @drrofiq146 2 года назад +5

    সর্ব কালের সর্বশ্রেস্ঠ গান ।

  • @ashischakraborty9120
    @ashischakraborty9120 Год назад +4

    বড় আক্ষেপ করে বলছি আমার দেশে যদি আর এক জন নজরুল জন্ম নিতেন!

  • @MAYABIBLOGS.ツ
    @MAYABIBLOGS.ツ Год назад +2

    ভালোবাসি নজরুল গীতি। ❤️🖤

  • @GanganarayanmaityGanga
    @GanganarayanmaityGanga Год назад +2

    Kaji sahab, you are great by written nd composing the great song. Anindita's singing also very nice.

  • @SinhaMoni-on9uu
    @SinhaMoni-on9uu 4 месяца назад

    অনেক সুন্দর। ❤

  • @basudebsharma7296
    @basudebsharma7296 2 года назад +4

    আমার এই গানটা শুনে সেই ছোট বেলার কথা মনে পরে যায়

  • @chittranjanbhattacharya5006
    @chittranjanbhattacharya5006 Год назад +1

    This is wonderful nazrulgeeti always top song 😂😂Thanks 😂😂😂😂 4:33

  • @crymyname6924
    @crymyname6924 3 месяца назад

    শ্রদ্ধা জানাই প্রিয় কবিকে,
    তাকে সবাই কত নামে ডাকে কিন্তু আমি ডাকি দুঃখী বলে ।

  • @sankarprasadpain8277
    @sankarprasadpain8277 Год назад +2

    সুন্দর গায়নভঙ্গি, দারুন সুন্দর গান।

  • @antidey1277
    @antidey1277 2 года назад +3

    Osadharon..God bless you 🙏🙏

  • @biplabroynandi4842
    @biplabroynandi4842 Год назад +4

    কাজী নজরুল এক জীবন্ত কিংবদন্তি ছিলেন উনার সাহস উনার হিম্মত দেখলে সকলকে জাগিয়েছেন নিজে জেগেছেন প্রেম ভালোবাসা দিয়ে দিয়েছেন মানুষের মধ্যে ❤❤❤❤❤❤

  • @swaroopbanerjee4030
    @swaroopbanerjee4030 Год назад

    Khub sundor laglo 👌🏻👌🏻

  • @samratroy7600
    @samratroy7600 2 года назад +27

    🙏❣️Nazrul--The Unlimited Ocean Of Music❤️🎶

  • @amenaakterritu2045
    @amenaakterritu2045 Год назад +24

    ১৭/০৫/২০২৩ তারিখে গানটি প্রথম শুনলাম🥰 সত্যি অসাধারণ❤যারা আমার মতো গানটি প্রথম শুনতেছ,আর যাদের গানটি ভীষণ প্রিয় তারা একটা লাইক করো🥰

    • @shekhforiyadsarkar6185
      @shekhforiyadsarkar6185 5 месяцев назад

      বড্ড দেরী করে শুনা হল আপনার

  • @chittranjanbhattacharya5006
    @chittranjanbhattacharya5006 Год назад +1

    This is very very lovely and beautiful top nazrulgeeti 😂😂Thanks 😂 2:57 1:33

  • @rijumodak8649
    @rijumodak8649 Год назад +1

    প্রিয় ক‌বি কু‌মিল্লার না‌র্গিস এর সা‌থে অর্ধ বাসর করার পর ভোর রা‌তেই তা‌কে কু‌মিল্লা ছে‌ড়ে চ‌লে যে‌তে হ‌য়ে‌ছিল।না‌র্গি‌সের সা‌থে উনার দেখা হয়‌নি।না‌র্গি‌সের স্মৃ‌তি নি‌য়েই মূলত ক‌বির এই গান!❤

  • @AkshayMete-z3f
    @AkshayMete-z3f 11 месяцев назад +1

    আহা গানটা শুনে কী যে শান্তি লাগে

  • @bipashamalakar7110
    @bipashamalakar7110 4 месяца назад

    Anindta Choudhury is my favorite singer because she has the most amazing voice I have never heard such an relaxing voice like her voice before

  • @soumenmukherjee5910
    @soumenmukherjee5910 2 года назад

    Eto sundar paribeson, mon anabil anande udbel holo. Silpir suvo kamona kori.

  • @md.abdulhalim6167
    @md.abdulhalim6167 3 месяца назад

    Amr hridoy nigrano akul parthona Hi,Allah kobi Nazrul ke beheste deo.

  • @KishoreChatterjee-w5k
    @KishoreChatterjee-w5k Год назад

    Khub bhalo laglo. Karun gaan.suro
    Khub sundar ❤👏👏💕