28:43 বৌদির প্রশ্নে আমার বেশ মজাই লাগল। এতে কন্ট্রোভার্সির কিছু নেই। বাহ্যিক ভাবে অন্তত একদম সহজ-সরল প্রশ্ন। কন্ট্রোভার্শিয়ালি বা বিরোধাত্নক ভাবে নিলেই কন্ট্রোভার্সি, সরল ভাবে নিলে _নো-ভার্সি!!_ তবে কখনো-কখনো প্রশ্নটা বেশ একটা _"লোডেড"_ প্রশ্ন হয়ে যায়, তখন আলাদা কথা। ১। প্রথমতঃ আপাতদৃষ্টে মূল প্রশ্নটা হল, _"আমরা এভাবে বলি"_ কিন্তু _"ওরা ওভাবে বলে"_ কেন? এর উত্তরটা খুবই সহজ! পৃথিবীর সব জায়গাতেই একই ভাষার মধ্যে একাধিক সাবগ্রুপ, ভ্যরাইটি, ডায়ালেক্ট থাকে - যাদের মধ্যে কিছু না কিছু পার্থক্য থাকেই। যেমন ইংরেজিতেই মোটা দাগে এমন অনেক ভেরাইটি আছে - আমেরিকান, অস্ট্রেলিয়ান, বৃটিশ, ইত্যাদি। সবগুলিই অথেন্টিক ইংরেজি ভাষা কিন্তু পার্থক্য আছেই। তারা কিন্তু এখন এই পার্থক্যগুলিকে নেগেটিভলি নেয়ার বদলে উলটো সেলিব্রেটই করে বরং!!! বাংলাতেও সেই একই পার্থক্য। আমরা কি সেটা সেলিব্রেট করতে পারি না? আর হ্যাঁ, একই ভেরাইটির মধ্যেও অঞ্চলভেদে পার্থক্য থাকতে পারে। যেমন বাংলাদেশ ও পশ্চিম বাংলা দু; জায়গাতেই আছে। এসব খুবই স্বাভাবিক। স্বাভাবিক ভাবেই নেয়া উচিত। বৈচিত্র্যেই পৃথিবীর ও মানুষের সৌন্দর্য্য। সবাইকে হুবহু একরকম হতে হবে কেন? সেটা হতে বলা বা পার্থক্যকে নিন্দার্থে দেখার মধ্যে একরকম *_"Othering"_* - এর মনস্তত্ত্ব কাজ করে মনে হয়। ২। পৃথিবীতে "বিশুদ্ধ" ভাষা বলে কিছু নেই। সব ভাষাই ইতিহাসের কালচক্রে নানা ভাষা থেকে ধারদেনা করে গড়ে উঠেছে। আধুনিক ইংরেজি ভাষার শব্দভাণ্ডার সম্ভবত ৭৪%-ই এ্যাংলো-স্যাক্সন (আদি ইংরেজি) বহির্ভূত বিদেশী শব্দ দিয়ে গড়ে উঠেছে। বিশুদ্ধতা বজায় রাখতে গেলে ইংরেজি ভাষা বলেই কিছু আর থাকবে না দুনিয়াতে। বাংলাতে এতটা না হলেও বিদেশী (আরবি/ফার্সি/তুর্কি/উর্দু/হিন্দি/ইউরোপীয়) শব্দ নেহাৎ কম নেই। সম্ভবত ২০%-এর মত। তার বেশিও হতে পারে, আমি নিশ্চিত না। ইতিহাসের পরিক্রমায় এর মধ্যে কত যে আর্বি-ফার্সি-তুর্কি-উর্দু উৎসজাত শব্দ বাংলাতে ন্যাচারালাইজড হয়ে গেছে এবং আমরা হরদম ব্যবহার করে চলেছি (হিন্দু-মুসলিম দুই কমিউনিটিতেই) তা সম্ভবত অধিকাংশ বাঙালীই জানেন না এবং শুনলে তাদের পিলে চমকে উঠবে। বিদেশি শব্দ হিসেবে এগুলি চেনাই যায় না। কয়েক হাজার এমন শব্দ আছে মনে হয়। এগুলি বাদ দিয়ে বাংলাতে কথা বলাই অনেক সময় দুষ্কর হয়ে পড়বে। "পানি" যদি বলা না যায় সেটা উর্দু বা হিন্দী বলে, তাহলে একই যুক্তিতে এগুলিও বাদ দিতে হবে। এমনকি _"বাবা / কাকা"_ - র মত বাঙালীর জীবনে পরমপ্রিয় শব্দগুলি পর্যন্ত উচ্চারণ করা যাবে না। কারন শব্দগুলি আসলে ফার্সি। চেয়ার-টেবিল বলা যাবে না। কারন শব্দগুলি ইউরোপীয়। এমন আরও কতকিছু বলা যাবে না সেটাই আসলে বলে শেষ করা যাবে না!!! এসবের কি কোনো দরকার আছে আসলে?? ওহ্হো, _দরকার"_ শব্দটাও তো আসলে ফার্সি তা _বেমালুম_ ভুলে গিয়েছিলাম! আরে, _"বেমালুম" - ও_ তো.... যাগগে, থামি এবার!!! 🤣 ৩।। "পানি" কিন্তু আসলে হিন্দী/উর্দু না, এর উৎপত্তি সংস্কৃত "পানীয়" থেকে!! সংস্কৃতর জল খেয়েই "পানীয়" পানি হয়েছে। 😁
গাজোলডোবায় "ভোরের আলো" দেখে মন আনন্দে ভরে গেলো। মৈত্রেয়ী ও ছোটোর উপস্থিতি এই ভিডিওটা কে আরও সুন্দর করেছে। ধন্যবাদ তোমাকে ও পৃত্থীকেও। খুব আরাম পেয়েছি অনেক দিন পর আবার তোমার ভিডিও দেখে।
অবশেষে অপেক্ষার অবসান হল, ভুটান সিরিজ শুরু হল। ভাবা যায় অফিস থেকে ফিরে রাতের খাওয়া শেষ করে ফুন্টশিলিং পৌঁছে গেলাম। সম্পূর্ণ কৃতিত্ব শিবাজী দা ও পৃথ্বীজিৎ দার। ভাল যে লাগলো সে আর বলার অপেক্ষা রাখে না। পরের ভিডিওর অপেক্ষায় থাকলাম। শুভ রাত্রি।
প্রথমেই বলি পুরো পর্বটা খুব সুন্দর লাগল। আর, ট্রেনের ভিস্তাডোম কোচ সম্পর্কে যা জানলাম তাতে চড়ে যাওয়ার ইচ্ছা উবে গেল। ফুন্টশেলিং শহরটি অর্থাৎ ঠিক যেখানে ছিলেন সেটি অত্যন্ত সুন্দর। খুব সুন্দর লাগল।
আমরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির মাস্টার্স ব্যাচের রিইউনিয়নে গিয়েছিলাম গজলডোবা। আমি পৃথ্বীজিতের মতই গজলডোবা জানতাম। ভোরের আলোর ইউথ হোস্টেলে ছিলাম। খাওয়া, থাকা, ওঁড়াও আদিবাসীদের নাচ, আড্ডা, গান সব মিলিয়ে অসাধারণ ছিল আমাদের অভিজ্ঞতা! এবার তো মনে হচ্ছে তোমাদের মত কটেজে থাকতে হবে একবার। মৌসুমী, এডমন্টন কানাডা।
সুদূর কানাডা থেকে বিলাসবহুল কটেজে থাকার জন্য আসবেন? এভাবে বাংলার প্রকৃত সৌন্দর্যকে চিনতে পারবেন? গজলডোবার প্রকৃত সৌন্দর্য কাঞ্চনজঙ্ঘার কোলে অপরুপ এবং অনন্য পরিযায়ী পাখিরা। বিলাসবহুল কটেজে থেকে হই হই করে চিৎকার করে, হাঘরের মত খাওয়া দাওয়া করে এদের দেখতে পাবেন না। ওইসব করে এইধরনের পাখিদের এখান থেকে তাড়ানোর থেকে (সাঁতরাগাছির মত) এখানে না আসাই ভাল। গজলডোবা একটি গুরুত্বপূর্ণ Bird Area. Picnic Spot বা আমোদপ্রিয় বাঙ্গালির প্রমোদ ভবন নয়। গজলডোবা কে চিনতে হলে Serious Video দেখুন, এইসব Vlog নামের Cheap Video নয়।
খুব সুন্দর একটা সিরিজ শুরু হলো খুব সুন্দর দেশ এটা 👍👍 ট্রেন টার অবস্থা সত্যি ই খারাপ লোক যায় না আরো এই জন্যে মেইনটেইন ও করে না। পৃথি দা কিন্তু দারুন বললো একদম ঠিক কথা 👍👍👍
নীল স্বচ্ছ আকাশ, সবুজ গাছ, দূরের নীল পাহাড় সাথে ছোট ও মৈত্রী সব মিলিয়ে অসাধারণ ভ্রমণ কন্টেন্ট। ভূটানে আরোও চমৎকার কিছু দেখবো আশায় আছি। সবার জন্য রইলো শুভকামনা।
আপনার ভিডিও নিয়মিত দেখি,খুব ভালো লাগে,আমার বাড়ি জলপাইগুড়ি,গজলডোবা যেতে 1 ঘণ্টা লাগে,কতবার গেছি হিসেব নেই কিন্তু আপনার ভিডিও দেখে মনে হচ্ছে গজলডোবা আরো বেশি সুন্দর
ভূটান দেশটি সম্পর্কে আমার জানার ভীষণ আগ্রহ। ছোট বেলায় শুনেছিলাম যে গাধার/ঘোড়ার পিঠে করে ভূটানে অনেক জায়গায় মানুষজন চলাফেরা করতো। আপনার মাধ্যমে আরো এই বিষয়ে জানতে চাই, দেখতে চাই। দাদা আপনাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও গুলো দেখার অপেক্ষায় আছি। ঢাকা, বাংলাদেশ🇧🇩 থেকে শিল্পী।
আপাতত মন দিয়ে ভিডিও দেখছি এবং দেখবো ... শীত এখন জমজমাট কলকাতাতে তাই অনেক ভুটানের গরম বস্ত্রের ব্যবসায়ীরা কলকাতার রাজপথে ফুটপাতে পসরা সাজিয়ে বসেছেন .... আমরা শিবাজী বাবু এবং পৃথ্বীজিৎ বাবুর সাথে ভুটান অভিযানে সামিল হলাম এবং সার্বিক সাফল্য কামনা করলাম ... বুম্বা চক্রবর্তী বরানগর
আমি বাংলাদেশ এ থাকি গতমাস থেকে আপনার ভিডিও দেখার নেশায় পরিনত হয়েছে।বিশেষ করে এই মাসের পনেরো তারিখ কলম্বো যাবার আগে থেকে ও কলম্বো থেকে ফিরে যে যে জায়গায় আমি যেতে পারিনি তা আপনার ভিডিও এর মাধ্যমে দেখেছি।
শিবাজি দা তোমাদের ব্যারাকপুরের ভাসমান তরীতে ভিডিওটি দেখার পরে আমি অনুরোধ করেছিলাম পশ্চিমবঙ্গের রাজ্য দপ্তরের হোটেল গুলি নিয়ে তোমার সময়মতো কিছু ভিডিও করো সেই সব মানুষের জন্য যারা হয়তো অনেক দুরে অথবা বিদেশে যেতে পারেনা, কিন্তু কাছাকাছি যেতেই পারে। তাই তোমার এই গাজোলডোবার ছোট ভিডিওটি অনেক মানুষকে তৃপ্তি দেবে। 👍
অবশেষে অপেক্ষার অবসান 😊 বেশ ভালো লেগেছে আজকের পর্ব ❤ আমিও শেষ পাতে ডাল খাই। তবে ইতিহাসটা আজকে জানলাম। Indian tourism could have been much much better if proper maintenances were done. Otherwise, it doesn't matter if you release a plethora of new and eye-catching services. I also watch European train tours/Japan train tours and their train services and maintenances are top-notch. It's also astonishing that they still didn't include Bengali announcement while operating in a state where Bengali is the main language. I hope they will change that. It's not a difficult thing to do.
ভাল লাগল। ত্রিভাষা সূত্র অনুযায়ী পশ্চিমবঙ্গতে ইংরাজী, হিন্দি ভাষা ছাড়াও বাংলা ভাষাতেও রেলগাড়িতে ঘোষণা করা উচিত ছিল। যে কোন সমৃদ্ধ ভাষাতে শুধু দেশি নয় আরো অনেক বিদেশি ভাষার শব্দদের আপন করে নেয়া হয়েছে। বাংলা ভাষাও তৎসম, তৎভব, দেশি আর বিদেশি শব্দে সমৃদ্ধ। আর পানি শব্দ সংস্কৃত থেকে এসেছে। আর সংস্কৃত ভাষা থেকে প্রায় সমস্ত ভারতীয় ভাষার জন্ম।
@explorershibaji 28:35 দাদা, বৌদিকে বলে দিয়েন যে ভাষার এই পরিবর্তনকে ডায়ালেক্ট বলে। প্রতিটা ডায়ালেক্টেরই নিজশ্ব স্টাইল এবং ওয়ার্ডসেট থাকে। উদাহরন দিয়ে বুঝিয়েন। বোলেন যে, ইংরেজি ভাষাটা ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের লোকেরা বলে। এমনকি ইন্ডিয়ার অ্যাংলোরাও বলে। প্রতিটা আলাদা ডায়ালেক্ট। তাই প্রতিটারই বলার আলাদা স্টাইল আলাদা, শব্দচয়নও আলাদা। কিন্তু প্রতিটাই ইংরেজি ভাষা। আপনাদের ভারতেও হিন্দি বিভিন্ন প্রদেশে বলা হয়। উত্তর প্রদেশের হিন্দির সাথে বিহারি ভোজপুরি হিন্দির অমিল অনেকটাই। কিন্তু দুটোই হিন্দি ভাষা। আলাদা ডায়ালেক্ট। ভুল হতে পারি, তবে মনে পড়ছে একবার বলেছিলেন যে বাই প্রফেশন উনি টিচার। উনার এগুলো জানা দরকার।
গাজলডোবা জায়গা টা ভালোই লাগলো,বরোলি মাছ টা দেখে খুব লোভ হচ্ছিল কেননা জলপাইগুড়িতে যখন ছিলাম তখন খুব খেয়েছি। ফুল সিলিং টা অনেক দিন আগে দেখেছি আপনার চোখ দিয়ে আর একবার দেখবো, মৈত্রীদির ডাল মাখা টা বেশ ভালো ছিল। ধন্যবাদ
ভীষণ ভালো লাগলো আপনাদের গাজলডোবার ভিডিও...সঙ্গে মনে করিয়ে দিলেন ঠিক ১মাস আগে ৬ই নভেম্বর ভোরের আলোতে থাকার অসম্ভব ভালো স্মৃতি...আমরা ছিলাম Deluxe Cottage( Suite) এর A3 তে...সম্ভবত আপনাদের রুম টাতেই। তাই ভালো লাগাটা একটু বেশি ভালো লাগল...অধির আগ্রহে অপেক্ষায় রইলাম আপনাদের পরবর্তী ব্লগ গুলোর জন্য। খুব ভালো থাকবেন🙏🙏।
ভাল লাগল, আশা করি পরবর্তী ভিডিও গুলো আরও ভাল হবে,এই আশা করি। আমারা দুবার গাজলডোবা এবং পাশাপাশি সমস্ত এলাকা ঘুরেছি।খুবই ভাল জায়গা। আপনাদের সকলের কুশল কামনা করি।
আমার কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে ট্রেনে করে ভ্রমন করতে,, কোনো এক অজানা স্টেশনে হটাৎ করে নেমে পরা, প্রকৃতির মাজখান দিয়ে ট্রেনের ছুটে চলা আমাকে টানে 🎉❤❤🎉 7:10
At the end of long wait it was a pleasure to see your vlog..similarly felt sad to see the state of the such a wonderful train...some things never change in our country..I enjoy seeing Shibaji relish all types of food...❤
I am a big fan of your channel and I always enjoy watching your videos. This one was especially interesting as I learned a lot about WBTDCL and Gajoldoba. The vista-dome coach looks so comfortable and spacious. I wish I could travel like you someday. Keep up the good work. 😊
According to me, in the old East Bengal there were plenty of different fish available. Whereas, Dal was not easily available as the costly one also. That is why , in old East Bengal, the people of Faridpur and Barisal r having Dal at the end of their meal.
Somehow I feel it has to do with the lethargic approach from the employees as well. If you see the Vistadome between Bengaluru to Mangaluru, its extremely well maintained. Also, if you see the Kolkata Airport which looks very old compared to other airports. Even Bengaluru Airport was constructed well before Kolkata's but the difference is striking. The Dakshineswar Metro already looks like it was constructed decade ago. It feels really sad to see these.
@@lifestyleworldpassion Bolte chaichi j udasinota ta, chailei egulo maintain korai jai. Ei particular incident ta baad dilam, Airport er obostha o oi rokom kano hobe. Bangali der dosh motei dicchina, Bangalore e asle dekhben Bangali rai sob boro shoro position e job korche. Ei particular er jonno IR r ER dutoi equally responsible.
@@kaushik8549Bhoy pachhen keno. Uchu golay bolun west bengal er bengali der i dosh. Era nijeder criticism nite pare na kintu outrage korte ek paa egiye .
You are not entirely correct kaushik. Most trains in south india have abysmal maintainance. I have been on many superfast trains here. Bad experience. Kolkata - delhi trains are the best maintained ones in the country. It is not about 'lethargy' from the employees. What can they do about a broken door if Indian railway is indifferent? Its about What the centre wants to show. And as of Kolkata airport argument please don't compare it with bangalore airport. Ccu is one of India's oldest airport, and so is calcutta. Blr airport is new (was moved in recent history from indiranagar).
ভিডিওটা অসাধারণ হয়েছে খুব ভালো লেগেছে। আমি দাদা একটা প্রশ্ন করছি তুমি আর পির্থী দা কি এক কটেজে ছিলে, বউদি ছাড়া।শিবাজী দা ছোটুর সাথে পৃথীদা থাকলে ভালোই হতো। তারপরও অনেক ভালো লাগলো।🎉❤
শ্রীলংকা থেকে আপনারা ফেরার পর আর কোন ভিডিও না আসাতে আপনাদেরকে মিস করছিলাম। অবশেষে ভুটান যাত্রা শুরু হলো। অপেক্ষা করছি একটা দুর্দান্ত ভুটান সিরিজের জন্য। আমার মাঝে মাঝে আবার ভুটান গিয়ে হারিয়ে যেতে ইচ্ছে করে।
Was looking forward to your next blog after your fantastic Sri Lanka one. You are absolutely correct in pointing out the lack of maintainance in Indian Railways. As you are a popular blogger...hope they take note. This is the worst part of our Indian administrative culture. Introduce something with a lot of fanfare. Then forget about it...😢. As you saw..even a poor country like Sri Lanka attracts more tourists than India. I saw the same in Turkey...economically poorer than us. I have just come back from a holiday in Japan. Hope you visit one day too. It is a model country to learn from. Much more advanced, disciplined than what I have seen in Europe. Tai jokhon India tey eirokom dekhee....ki aar bolbo....😮. Lojja korey...
turkey is like 10 times richer than india, gdp doesnt matter, in turkey 80M people make 1 Trillion+ gdp while 1450 M people make just 3.8T in india, same go with sri lanka, 20 M make 80 B gdp(in 2018 , 20 M people made almost 100 B in sri lanka) if sri lanka had a population like india, it would have a gdp of 6.5 Trillion, if turkey had a population like india , it would be the 2nd biggest economy , so dont call others p00r , actually !ndians are more p00r compared to them that shows !ndia couldnt manage their population like many others.
@@skipper2594 kindly update your knowledge on world economics. Average individual income is not what contributes to administration. The government does. It spends on infrastructures and imposes rules and accountability. Civilians are forced to comply. India is the world s third largest economy. Government coffers are rich. Countries like Turkey and SriLanka are staggering under international debts and trade deficits. Bottomline is education and ,subsequently, orientation of the people. Yes ,these are the people,who also form the government. So when you talk of individual incomes...you are complete missing the point.
@@neelaguha5812 Boss most important part is not GDP but GDP per capita. GDP is more depend on population. But GDP per capita is more about Quality of life. That is the differennt between India and other two countries you mentioned. (SL & Turkey )
বৌদিকে সবিনয়ে বলছি, যেভাবে 'আফসোস' ( 31:04) বাংলা ভাষায় গৃহীত হয়েছে, ঠিক সেভাবেই 'পানি'ও (28:43) বাংলায় মিশেছে। ভাষা বহতা নদীর ন্যায়, ইতিহাস তাই বলে। সময়ের পরিক্রমায় আলোচ্য শব্দ দুটি বাংলায় আত্মীকরণ হয়েছে। এগুলো এখন বাংলা ভাষারই অংশ। আশা করি বুঝেছেন।
@explorershibaji 28:35 দাদা, বৌদিকে বলে দিয়েন যে ভাষার এই পরিবর্তনকে ডায়ালেক্ট বলে। প্রতিটা ডায়ালেক্টেরই নিজশ্ব স্টাইল এবং ওয়ার্ডসেট থাকে। উদাহরন দিয়ে বুঝিয়েন। বোলেন যে, ইংরেজি ভাষাটা ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের লোকেরা বলে। এমনকি ইন্ডিয়ার অ্যাংলোরাও বলে। প্রতিটা আলাদা ডায়ালেক্ট। তাই প্রতিটারই বলার আলাদা স্টাইল আলাদা, শব্দচয়নও আলাদা। কিন্তু প্রতিটাই ইংরেজি ভাষা। আপনাদের ভারতেও হিন্দি বিভিন্ন প্রদেশে বলা হয়। উত্তর প্রদেশের হিন্দির সাথে বিহারি ভোজপুরি হিন্দির অমিল অনেকটাই। কিন্তু দুটোই হিন্দি ভাষা। আলাদা ডায়ালেক্ট। ভুল হতে পারি, তবে মনে পড়ছে একবার বলেছিলেন যে বাই প্রফেশন উনি টিচার। উনার এগুলো জানা দরকার।
Gajoldoba ei jaegata amader kache ekdom notun. Thank you sondhan debar jonno. Ar ekta kotha ebare Boudi ar Choto ke amader torof theke warm wellcome. Vison vison valo hoeche ebarer team ta. Tobe Moitrey boudir Pan khaoar soronjam ta miss korlam. Ar prithhi da o Shiva dar excellent attitude onobodho laglo. Baki 5 episoder opekhhae thaklam. Sobai sustho thakben. 🙏🙏🙏🙏❤
অসাধারণ উপ্সথাপনা। গাজল ডোবা অসাধারণ সুন্দর। ভিস্থাদম এর অবস্থা আগের থেকে খারাপ হলেয় ভালই লাগলো। সব থেকে আনন্দ পেলাম বৌদি আর কাকাবাবু এ সাথে পেয়ে। দুর্দান্ত সিরিজ হতে চলেছে আবার। ❤❤
একটা খুব সুন্দর জায়গার নাম পেলাম গজলডোবা....সত্যি খুব মনোরম.... তোমাদের সব ভিডিও গুলোই তথ্য সমৃদ্ধ,এখানেও তার আভাস সুস্পষ্ট...তবে vistadom coach এর অবস্থা দেখে খুব খারাপ লাগলো...next video এর অপেক্ষায় রইলাম।
2021 puro north Bengal mainly Dooars and all the to Jayanti family trip korechilam. Sob bookings were in WBTCL...sotti govt sector has improved leaps and bound private e thakar dorkar nei. Ei property Bhorer Alo raaate aaro bhalo lage aar bhalo lage tomar shob vlogs. Chaliye jao Shibaji da. Onek onek best wishes.
Apnar videos dekhe mon vore jae Ami ekjon 27+ years old kormoroto bangali chele ..bestota r karon e jawa hocche na kintu apnar videos dekhe mon vore jae jeno amio present apnader sathe ..er age Sri Lanka series tar proita minute dekhechi (including tar ager Dubai and Egypt o) and apnar sathe Ajit er jerom bonding ta hoye gechilo dekhe khub valo laglo .amar bari originally Hooghly r Serampore sohor e
Aj sakal theke j kotobar RUclips search korechhi j apni video diyechhen kina...Jak baba apekkhar abosan holo..darun laglo...Hasimara niye Prithwijit dar comment just asadharon.but Vistadom train ta dekhe kharap e laglo...train niye ja bolechhen apnara thik bolechhen...Vorer Alo khub valo laglo.room,khabar,puro jayga ta just asadharon.video khub valo laglo dada...next er apekkhay roilam😊😊😊
হাসিমারা পৌঁছাতে পৌঁছাতে হাসি মারা যাবে।। দারুন বলেছে 😂😂😂😂 Love you Prithwijit Da, you r a great commentator ❤️
28:43 বৌদির প্রশ্নে আমার বেশ মজাই লাগল। এতে কন্ট্রোভার্সির কিছু নেই। বাহ্যিক ভাবে অন্তত একদম সহজ-সরল প্রশ্ন। কন্ট্রোভার্শিয়ালি বা বিরোধাত্নক ভাবে নিলেই কন্ট্রোভার্সি, সরল ভাবে নিলে _নো-ভার্সি!!_ তবে কখনো-কখনো প্রশ্নটা বেশ একটা _"লোডেড"_ প্রশ্ন হয়ে যায়, তখন আলাদা কথা।
১। প্রথমতঃ আপাতদৃষ্টে মূল প্রশ্নটা হল, _"আমরা এভাবে বলি"_ কিন্তু _"ওরা ওভাবে বলে"_ কেন? এর উত্তরটা খুবই সহজ! পৃথিবীর সব জায়গাতেই একই ভাষার মধ্যে একাধিক সাবগ্রুপ, ভ্যরাইটি, ডায়ালেক্ট থাকে - যাদের মধ্যে কিছু না কিছু পার্থক্য থাকেই। যেমন ইংরেজিতেই মোটা দাগে এমন অনেক ভেরাইটি আছে - আমেরিকান, অস্ট্রেলিয়ান, বৃটিশ, ইত্যাদি। সবগুলিই অথেন্টিক ইংরেজি ভাষা কিন্তু পার্থক্য আছেই। তারা কিন্তু এখন এই পার্থক্যগুলিকে নেগেটিভলি নেয়ার বদলে উলটো সেলিব্রেটই করে বরং!!! বাংলাতেও সেই একই পার্থক্য। আমরা কি সেটা সেলিব্রেট করতে পারি না? আর হ্যাঁ, একই ভেরাইটির মধ্যেও অঞ্চলভেদে পার্থক্য থাকতে পারে। যেমন বাংলাদেশ ও পশ্চিম বাংলা দু; জায়গাতেই আছে। এসব খুবই স্বাভাবিক। স্বাভাবিক ভাবেই নেয়া উচিত। বৈচিত্র্যেই পৃথিবীর ও মানুষের সৌন্দর্য্য। সবাইকে হুবহু একরকম হতে হবে কেন? সেটা হতে বলা বা পার্থক্যকে নিন্দার্থে দেখার মধ্যে একরকম *_"Othering"_* - এর মনস্তত্ত্ব কাজ করে মনে হয়।
২। পৃথিবীতে "বিশুদ্ধ" ভাষা বলে কিছু নেই। সব ভাষাই ইতিহাসের কালচক্রে নানা ভাষা থেকে ধারদেনা করে গড়ে উঠেছে। আধুনিক ইংরেজি ভাষার শব্দভাণ্ডার সম্ভবত ৭৪%-ই এ্যাংলো-স্যাক্সন (আদি ইংরেজি) বহির্ভূত বিদেশী শব্দ দিয়ে গড়ে উঠেছে। বিশুদ্ধতা বজায় রাখতে গেলে ইংরেজি ভাষা বলেই কিছু আর থাকবে না দুনিয়াতে। বাংলাতে এতটা না হলেও বিদেশী (আরবি/ফার্সি/তুর্কি/উর্দু/হিন্দি/ইউরোপীয়) শব্দ নেহাৎ কম নেই। সম্ভবত ২০%-এর মত। তার বেশিও হতে পারে, আমি নিশ্চিত না। ইতিহাসের পরিক্রমায় এর মধ্যে কত যে আর্বি-ফার্সি-তুর্কি-উর্দু উৎসজাত শব্দ বাংলাতে ন্যাচারালাইজড হয়ে গেছে এবং আমরা হরদম ব্যবহার করে চলেছি (হিন্দু-মুসলিম দুই কমিউনিটিতেই) তা সম্ভবত অধিকাংশ বাঙালীই জানেন না এবং শুনলে তাদের পিলে চমকে উঠবে। বিদেশি শব্দ হিসেবে এগুলি চেনাই যায় না। কয়েক হাজার এমন শব্দ আছে মনে হয়। এগুলি বাদ দিয়ে বাংলাতে কথা বলাই অনেক সময় দুষ্কর হয়ে পড়বে। "পানি" যদি বলা না যায় সেটা উর্দু বা হিন্দী বলে, তাহলে একই যুক্তিতে এগুলিও বাদ দিতে হবে। এমনকি _"বাবা / কাকা"_ - র মত বাঙালীর জীবনে পরমপ্রিয় শব্দগুলি পর্যন্ত উচ্চারণ করা যাবে না। কারন শব্দগুলি আসলে ফার্সি। চেয়ার-টেবিল বলা যাবে না। কারন শব্দগুলি ইউরোপীয়। এমন আরও কতকিছু বলা যাবে না সেটাই আসলে বলে শেষ করা যাবে না!!! এসবের কি কোনো দরকার আছে আসলে?? ওহ্হো, _দরকার"_ শব্দটাও তো আসলে ফার্সি তা _বেমালুম_ ভুলে গিয়েছিলাম! আরে, _"বেমালুম" - ও_ তো.... যাগগে, থামি এবার!!! 🤣
৩।। "পানি" কিন্তু আসলে হিন্দী/উর্দু না, এর উৎপত্তি সংস্কৃত "পানীয়" থেকে!! সংস্কৃতর জল খেয়েই "পানীয়" পানি হয়েছে। 😁
Khub valo ❤
গাজোলডোবায় "ভোরের আলো" দেখে মন আনন্দে ভরে গেলো।
মৈত্রেয়ী ও ছোটোর উপস্থিতি এই ভিডিওটা কে আরও সুন্দর করেছে।
ধন্যবাদ তোমাকে ও পৃত্থীকেও।
খুব আরাম পেয়েছি অনেক দিন পর আবার তোমার ভিডিও দেখে।
❤ 🙏 khub sundor kore bolechen 🙏
অবশেষে অপেক্ষার অবসান হল, ভুটান সিরিজ শুরু হল। ভাবা যায় অফিস থেকে ফিরে রাতের খাওয়া শেষ করে ফুন্টশিলিং পৌঁছে গেলাম। সম্পূর্ণ কৃতিত্ব শিবাজী দা ও পৃথ্বীজিৎ দার। ভাল যে লাগলো সে আর বলার অপেক্ষা রাখে না। পরের ভিডিওর অপেক্ষায় থাকলাম। শুভ রাত্রি।
অসাধারণ লেগেছে আমি এই ভ্রমণ পর্বটি খুব উপভোগ করেছি , আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই।
শিবাজী ও পৃথিজিৎদা ❤❤❤
খুব সুন্দর গাজোলডোবা । ভূটাণ দেখার অপেক্ষায় থাকলাম। ভাল থাকবেন শিবাজী মহারাজ আর শ্রীমান পৃত্থিরাজ দাদারা ।
প্রথমেই বলি পুরো পর্বটা খুব সুন্দর লাগল। আর, ট্রেনের ভিস্তাডোম কোচ সম্পর্কে যা জানলাম তাতে চড়ে যাওয়ার ইচ্ছা উবে গেল। ফুন্টশেলিং শহরটি অর্থাৎ ঠিক যেখানে ছিলেন সেটি অত্যন্ত সুন্দর। খুব সুন্দর লাগল।
পৃথথিজৎ এর উক্তি খুব সুন্দর। বেশ উপভোগ করি। আপনাদের দুজনেরই খুব ভালো বিষয়টা পরিষ্কার বোঝা যায় খুব ভালো লাগে।
😊🙏
আমরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির মাস্টার্স ব্যাচের রিইউনিয়নে গিয়েছিলাম গজলডোবা। আমি পৃথ্বীজিতের মতই গজলডোবা জানতাম। ভোরের আলোর ইউথ হোস্টেলে ছিলাম। খাওয়া, থাকা, ওঁড়াও আদিবাসীদের নাচ, আড্ডা, গান সব মিলিয়ে অসাধারণ ছিল আমাদের অভিজ্ঞতা! এবার তো মনে হচ্ছে তোমাদের মত কটেজে থাকতে হবে একবার।
মৌসুমী,
এডমন্টন
কানাডা।
❤ really beautiful
সুদূর কানাডা থেকে বিলাসবহুল কটেজে থাকার জন্য আসবেন? এভাবে বাংলার প্রকৃত সৌন্দর্যকে চিনতে পারবেন? গজলডোবার প্রকৃত সৌন্দর্য কাঞ্চনজঙ্ঘার কোলে অপরুপ এবং অনন্য পরিযায়ী পাখিরা। বিলাসবহুল কটেজে থেকে হই হই করে চিৎকার করে, হাঘরের মত খাওয়া দাওয়া করে এদের দেখতে পাবেন না। ওইসব করে এইধরনের পাখিদের এখান থেকে তাড়ানোর থেকে (সাঁতরাগাছির মত) এখানে না আসাই ভাল। গজলডোবা একটি গুরুত্বপূর্ণ Bird Area. Picnic Spot বা আমোদপ্রিয় বাঙ্গালির প্রমোদ ভবন নয়।
গজলডোবা কে চিনতে হলে Serious Video দেখুন, এইসব Vlog নামের Cheap Video নয়।
Excellent, as usual, but “Hnashi Mara jabe” etaa darun bolechen 😁👍
❤😊😊😊
ভুটান সিরিজ দেখার অধীর অপেক্ষায় ছিলাম। এখন শুধু উপভোগ করবো ।।
খুব সুন্দর লাগলো গজলডোবার সুর্যাস্তের দৃশ্য। ভালো লাগলো আপনার তথ্যপঞ্জী।
বাঙালি একদিন জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে ।❤ আপনারা তার যোগ্য উত্তরসূরী ❤
ধন্যবাদ শিবাজী দাদা ও পৃথ্বীজিৎ দাদা 🙏
খুব সুন্দর একটা সিরিজ শুরু হলো খুব সুন্দর দেশ এটা 👍👍 ট্রেন টার অবস্থা সত্যি ই খারাপ লোক যায় না আরো এই জন্যে মেইনটেইন ও করে না। পৃথি দা কিন্তু দারুন বললো একদম ঠিক কথা 👍👍👍
বাহ দারুন লাগলো আজকের ভিডিও.. গাজল ডোবা খুব সুন্দর.. ভিস্তাডোম কোচ টার অবস্থা এতো শোচনীয় ভাবতে কষ্ট হচ্ছে..কারণ আমি আপনাদের সেই ভিডিও দেখেছি..তাই দুরবস্থা আরো বুঝতে পারছি.. যাই হোক অনেক ধন্যবাদ আপনাদের ভুটান দেখতে পাব পরের ভিডিওতে..খুব ভালো থাকুন আনন্দে থাকুন সকলে❤❤❤❤
Choto is an interesting and jolly person...always having that smile on his face ...tour as usual great, nothing much to add aalada kore 🎉
নীল স্বচ্ছ আকাশ, সবুজ গাছ, দূরের নীল পাহাড় সাথে ছোট ও মৈত্রী সব মিলিয়ে অসাধারণ ভ্রমণ কন্টেন্ট। ভূটানে আরোও চমৎকার কিছু দেখবো আশায় আছি। সবার জন্য রইলো শুভকামনা।
Ami Dalsingpara te thaki. Jaigao er khub kachai.nijeder chena jayga gulo dekhe khub vlo lagche.❤❤❤
অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম আপনাদের ভুটান ভ্রমণ দেখবো....অবশেষে অপেক্ষার অবসান... অনেক ধন্যবাদ দাদা 🙏
আপনার ভিডিও নিয়মিত দেখি,খুব ভালো লাগে,আমার বাড়ি জলপাইগুড়ি,গজলডোবা যেতে 1 ঘণ্টা লাগে,কতবার গেছি হিসেব নেই কিন্তু আপনার ভিডিও দেখে মনে হচ্ছে গজলডোবা আরো বেশি সুন্দর
Sotti i tai ❤ Gajoldoba jabo khub taratari 😊
বেশ ভালো লাগলো আজকের পর্ব,😍😍চির অটুট থাকুক আপনাদের সব্বার মুখের হাসি 😊😊 ভালো থাকবেন আপনারা Explorer Shibaji ar Pritthwijeet.
ভূটান দেশটি সম্পর্কে আমার জানার ভীষণ আগ্রহ।
ছোট বেলায় শুনেছিলাম যে গাধার/ঘোড়ার পিঠে করে ভূটানে অনেক জায়গায় মানুষজন চলাফেরা করতো। আপনার মাধ্যমে আরো এই বিষয়ে জানতে চাই, দেখতে চাই।
দাদা আপনাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও গুলো দেখার অপেক্ষায় আছি।
ঢাকা, বাংলাদেশ🇧🇩 থেকে শিল্পী।
আপাতত মন দিয়ে ভিডিও দেখছি এবং দেখবো ... শীত এখন জমজমাট কলকাতাতে তাই অনেক ভুটানের গরম বস্ত্রের ব্যবসায়ীরা কলকাতার রাজপথে ফুটপাতে পসরা সাজিয়ে বসেছেন ....
আমরা শিবাজী বাবু এবং পৃথ্বীজিৎ বাবুর সাথে ভুটান অভিযানে সামিল হলাম এবং সার্বিক সাফল্য কামনা করলাম ...
বুম্বা চক্রবর্তী
বরানগর
অবশেষে অপেক্ষার প্রহর শেষ। এখন শুধু ব্লগ উপভোগ ❤
Ekdum ❤
আমি বাংলাদেশ এ থাকি গতমাস থেকে আপনার ভিডিও দেখার নেশায় পরিনত হয়েছে।বিশেষ করে এই মাসের পনেরো তারিখ কলম্বো যাবার আগে থেকে ও কলম্বো থেকে ফিরে যে যে জায়গায় আমি যেতে পারিনি তা আপনার ভিডিও এর মাধ্যমে দেখেছি।
তুমি কলকাতা বেড়াতে আসো সুপর্ণা আমি বাবলু কলকাতা থেকে বলছি
অনেক দিন পর আবার এক সাথে গুপি বাঘা ও অন্যান্যদের দেখে খুব ভস্ল লসগলো। ধন্যবাদ।
22:34 What a fantastic view of the sunset 😍😍😍
দুর্দান্ত আনন্দ পেলাম। আন্তরিক শুভেচ্ছা নিও। ভালো থেকো সকলে।
👍😊❤️ দারুণ একটা জায়গার সন্ধান দিলেন গাজলডোবা । ভালো লাগলো । ভুটানে বেড়ানোর তথ্য জানতে পারলে আরো ভালো লাগবে জানি। অপেক্ষায় রইলাম সাগ্রহে ।
Shibaji da r Prithwijit da Apnader dujoner vibe tai vison positive. Sakal sakal mon ta valo hoye gelo. Wait korchilam videor jonno. 😊
Thik bolechen ❤🙏
আপনাদের ভুটানে ভ্রমণের ভিডিও দেখার অপেক্ষায় রইলাম। আপনাদের ভ্রমণ সুন্দর ও আনন্দময় হোক। মৈত্রী দিদি, উনার কাকা বাবু, পৃথ্বজিৎ বাবু ও শিবাজি বাবু আপনাদের প্রতি অভিনন্দন রইলো।
শিবাজি দা তোমাদের ব্যারাকপুরের ভাসমান তরীতে ভিডিওটি দেখার পরে আমি অনুরোধ করেছিলাম পশ্চিমবঙ্গের রাজ্য দপ্তরের হোটেল গুলি নিয়ে তোমার সময়মতো কিছু ভিডিও করো সেই সব মানুষের জন্য যারা হয়তো অনেক দুরে অথবা বিদেশে যেতে পারেনা, কিন্তু কাছাকাছি যেতেই পারে। তাই তোমার এই গাজোলডোবার ছোট ভিডিওটি অনেক মানুষকে তৃপ্তি দেবে। 👍
Your review of present condition of Vista-dome of the Tourist Express is timely and apt. Thank you. Hope Indian railway will rectify this.
সত্যিই এবারের ভিডিও টা পেতে দীর্ঘ সময় লাগলো শিবাজী দা তবে দীর্ঘ অপেক্ষার পর ভিডিও টাও অপূর্ব সুন্দর লাগলো
অবশেষে অপেক্ষার অবসান 😊 বেশ ভালো লেগেছে আজকের পর্ব ❤ আমিও শেষ পাতে ডাল খাই। তবে ইতিহাসটা আজকে জানলাম। Indian tourism could have been much much better if proper maintenances were done. Otherwise, it doesn't matter if you release a plethora of new and eye-catching services. I also watch European train tours/Japan train tours and their train services and maintenances are top-notch. It's also astonishing that they still didn't include Bengali announcement while operating in a state where Bengali is the main language. I hope they will change that. It's not a difficult thing to do.
বেশ ভালো লাগছে, এই ভুটান যাত্রা।আবার আপনার সাথে নতুন আমাদের প্রতিবেশী দেশ ভ্রমণ করতে বেরিয়ে পরলাম,আপনার সাথে।
ভাল লাগল। ত্রিভাষা সূত্র অনুযায়ী পশ্চিমবঙ্গতে ইংরাজী, হিন্দি ভাষা ছাড়াও বাংলা ভাষাতেও রেলগাড়িতে ঘোষণা করা উচিত ছিল। যে কোন সমৃদ্ধ ভাষাতে শুধু দেশি নয় আরো অনেক বিদেশি ভাষার শব্দদের আপন করে নেয়া হয়েছে। বাংলা ভাষাও তৎসম, তৎভব, দেশি আর বিদেশি শব্দে সমৃদ্ধ। আর পানি শব্দ সংস্কৃত থেকে এসেছে। আর সংস্কৃত ভাষা থেকে প্রায় সমস্ত ভারতীয় ভাষার জন্ম।
@explorershibaji 28:35 দাদা, বৌদিকে বলে দিয়েন যে ভাষার এই পরিবর্তনকে ডায়ালেক্ট বলে। প্রতিটা ডায়ালেক্টেরই নিজশ্ব স্টাইল এবং ওয়ার্ডসেট থাকে। উদাহরন দিয়ে বুঝিয়েন। বোলেন যে, ইংরেজি ভাষাটা ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের লোকেরা বলে। এমনকি ইন্ডিয়ার অ্যাংলোরাও বলে। প্রতিটা আলাদা ডায়ালেক্ট। তাই প্রতিটারই বলার আলাদা স্টাইল আলাদা, শব্দচয়নও আলাদা। কিন্তু প্রতিটাই ইংরেজি ভাষা। আপনাদের ভারতেও হিন্দি বিভিন্ন প্রদেশে বলা হয়। উত্তর প্রদেশের হিন্দির সাথে বিহারি ভোজপুরি হিন্দির অমিল অনেকটাই। কিন্তু দুটোই হিন্দি ভাষা। আলাদা ডায়ালেক্ট। ভুল হতে পারি, তবে মনে পড়ছে একবার বলেছিলেন যে বাই প্রফেশন উনি টিচার। উনার এগুলো জানা দরকার।
রাইট।
পানি যতদূর ফার্সি থেকে এসেছে।
গাজলডোবা জায়গা টা ভালোই লাগলো,বরোলি মাছ টা দেখে খুব লোভ হচ্ছিল কেননা জলপাইগুড়িতে যখন ছিলাম তখন খুব খেয়েছি। ফুল সিলিং টা অনেক দিন আগে দেখেছি আপনার চোখ দিয়ে আর একবার দেখবো, মৈত্রীদির ডাল মাখা টা বেশ ভালো ছিল। ধন্যবাদ
ভুটান ভ্রমণের অপেক্ষায় ছিলাম অবশেষে এলো😊😊
ভীষণ ভালো লাগলো আপনাদের গাজলডোবার ভিডিও...সঙ্গে মনে করিয়ে দিলেন ঠিক ১মাস আগে ৬ই নভেম্বর ভোরের আলোতে থাকার অসম্ভব ভালো স্মৃতি...আমরা ছিলাম Deluxe Cottage( Suite) এর A3 তে...সম্ভবত আপনাদের রুম টাতেই। তাই ভালো লাগাটা একটু বেশি ভালো লাগল...অধির আগ্রহে অপেক্ষায় রইলাম আপনাদের পরবর্তী ব্লগ গুলোর জন্য। খুব ভালো থাকবেন🙏🙏।
#ExploerShibaji r sathe #ExploreBengal 🔥
Bengal - The sweetest part of India ❤
#Gajaldoba #WBTDCL #WestBengalTourism
ভাল লাগল, আশা করি পরবর্তী ভিডিও গুলো আরও ভাল হবে,এই আশা করি।
আমারা দুবার গাজলডোবা এবং পাশাপাশি সমস্ত এলাকা ঘুরেছি।খুবই ভাল জায়গা।
আপনাদের সকলের কুশল কামনা করি।
কতদিন পর দেখলাম ❤❤
আমার কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে ট্রেনে করে ভ্রমন করতে,, কোনো এক অজানা স্টেশনে হটাৎ করে নেমে পরা, প্রকৃতির মাজখান দিয়ে ট্রেনের ছুটে চলা আমাকে টানে 🎉❤❤🎉 7:10
At the end of long wait it was a pleasure to see your vlog..similarly felt sad to see the state of the such a wonderful train...some things never change in our country..I enjoy seeing Shibaji relish all types of food...❤
দাদা বাংলাদেশের সিলেটে আসেন মৌলভীবাজার।
আমিও স্বাদ পরিবর্তন করার জন্য শেষে ডাল খাই, শুনে ভালো লাগলো আমার মতো অনেকেই আছে।
প্রত্যেক ভিডিও যেমন আনন্দ দেয়,তার ব্যাতিক্রম হয় নি।বাংলায় ঘোষণা ও তিস্তা ডোমের বর্তমান অবস্থা রেল মন্ত্রক কে অবশ্যই লিখিত ভাবে জানান।
❤😊
অবশেষে ভুটান যাচ্ছি। আমার অনেকদিনের ইচ্ছে পূরণ হবে এবার শিবাজীদার সৌজন্যে।খুব ভালো লাগছে।👍👍❤❤
I am a big fan of your channel and I always enjoy watching your videos. This one was especially interesting as I learned a lot about WBTDCL and Gajoldoba. The vista-dome coach looks so comfortable and spacious. I wish I could travel like you someday. Keep up the good work. 😊
এটা খুব সত্যি কথা বলেছেন শিবাজী বাবু যে ট্রেন জার্নি শতগুণ ভালো।
According to me, in the old East Bengal there were plenty of different fish available.
Whereas, Dal was not easily available as the costly one also.
That is why , in old East Bengal, the people of Faridpur and Barisal r having Dal at the end of their meal.
It's also my view🎉🎉🎉
সাত সাগর আর তের নদীর পারের বিলেতে বসে দেখছি। অনেক দিন ধরে সাবস্ক্রাইব করেছি। ভালো লাগছে।
সত্যিই যদি গাজলডোবার মাহাত্ম্যকে প্রকৃত ভাবে দেখতে চান তাহলে Gajoldoba-র পাখিদের serious video দেখুন. বিলেত থেকে লঘু vlog দেখে বাংলাকে চিনবেন না.
Somehow I feel it has to do with the lethargic approach from the employees as well. If you see the Vistadome between Bengaluru to Mangaluru, its extremely well maintained. Also, if you see the Kolkata Airport which looks very old compared to other airports. Even Bengaluru Airport was constructed well before Kolkata's but the difference is striking. The Dakshineswar Metro already looks like it was constructed decade ago. It feels really sad to see these.
mane apni bolte chaichen dosh ta Indian Rail er noi dosh ta somogro bangali jatir tai to?
@@lifestyleworldpassion Bolte chaichi j udasinota ta, chailei egulo maintain korai jai. Ei particular incident ta baad dilam, Airport er obostha o oi rokom kano hobe. Bangali der dosh motei dicchina, Bangalore e asle dekhben Bangali rai sob boro shoro position e job korche. Ei particular er jonno IR r ER dutoi equally responsible.
@@kaushik8549Bhoy pachhen keno. Uchu golay bolun west bengal er bengali der i dosh. Era nijeder criticism nite pare na kintu outrage korte ek paa egiye .
@@Abir-o8q bhoy pawar kichu nei, apni jeta bollen setao fact jodio sob public to similar thoughts rakhena.
You are not entirely correct kaushik. Most trains in south india have abysmal maintainance. I have been on many superfast trains here. Bad experience. Kolkata - delhi trains are the best maintained ones in the country. It is not about 'lethargy' from the employees. What can they do about a broken door if Indian railway is indifferent? Its about What the centre wants to show. And as of Kolkata airport argument please don't compare it with bangalore airport. Ccu is one of India's oldest airport, and so is calcutta. Blr airport is new (was moved in recent history from indiranagar).
ভিডিওটা অসাধারণ হয়েছে খুব ভালো লেগেছে। আমি দাদা একটা প্রশ্ন করছি তুমি আর পির্থী দা কি এক কটেজে ছিলে, বউদি ছাড়া।শিবাজী দা ছোটুর সাথে পৃথীদা থাকলে ভালোই হতো। তারপরও অনেক ভালো লাগলো।🎉❤
As far I know, the word 'Paani' was inherited from a Sanskrit word 'Paniya'
Khub valo laglo,tabe sudhu train nai sab kichuri emon dasha poschimbange
❤😊🙏
আপনারা কি একসাথে ভিডিও আপলোড করতে বসেন😅 । কৌশিক দা আর শিবাজী দা।
যা বলেছ দুটো notification একসাথে ঢুকলো😅
হ্যাঁ আমার কাছ এতো একই প্রশ্ন 😂😂
ekdom thik bolechen
আমার ও তো একই প্রশ্ন
কৌশিক দার চ্যানেল এর নাম কি জানাবেন প্লিজ
শ্রীলংকা থেকে আপনারা ফেরার পর আর কোন ভিডিও না আসাতে আপনাদেরকে মিস করছিলাম। অবশেষে ভুটান যাত্রা শুরু হলো। অপেক্ষা করছি একটা দুর্দান্ত ভুটান সিরিজের জন্য। আমার মাঝে মাঝে আবার ভুটান গিয়ে হারিয়ে যেতে ইচ্ছে করে।
Was looking forward to your next blog after your fantastic Sri Lanka one.
You are absolutely correct in pointing out the lack of maintainance in Indian Railways.
As you are a popular blogger...hope they take note.
This is the worst part of our Indian administrative culture.
Introduce something with a lot of fanfare.
Then forget about it...😢.
As you saw..even a poor country like Sri Lanka attracts more tourists than India.
I saw the same in Turkey...economically poorer than us.
I have just come back from a holiday in Japan. Hope you visit one day too. It is a model country to learn from. Much more advanced, disciplined than what I have seen in Europe.
Tai jokhon India tey eirokom dekhee....ki aar bolbo....😮.
Lojja korey...
sri lankan average person in 2 times richer than an average indian , so dont call it poor
turkey is like 10 times richer than india, gdp doesnt matter, in turkey 80M people make 1 Trillion+ gdp while 1450 M people make just 3.8T in india, same go with sri lanka, 20 M make 80 B gdp(in 2018 , 20 M people made almost 100 B in sri lanka)
if sri lanka had a population like india, it would have a gdp of 6.5 Trillion, if turkey had a population like india , it would be the 2nd biggest economy ,
so dont call others p00r , actually !ndians are more p00r compared to them
that shows !ndia couldnt manage their population like many others.
@@skipper2594 kindly update your knowledge on world economics. Average individual income is not what contributes to administration. The government does. It spends on infrastructures and imposes rules and accountability. Civilians are forced to comply. India is the world s third largest economy. Government coffers are rich. Countries like Turkey and SriLanka are staggering under international debts and trade deficits.
Bottomline is education and ,subsequently, orientation of the people. Yes ,these are the people,who also form the government.
So when you talk of individual incomes...you are complete missing the point.
india debt is also 80+% to gdp,and are you telling me that 1500 million people make 4T is better than 80 million people make 1 T??@@neelaguha5812
@@neelaguha5812 Boss most important part is not GDP but GDP per capita. GDP is more depend on population. But GDP per capita is more about Quality of life. That is the differennt between India and other two countries you mentioned. (SL & Turkey )
কতদিন অপেক্ষা করতে হলো এই ভিডিও জন্যে,,,দারুণ লাগলো ভিডিও টা অপেক্ষায় রইলাম পরের ভিডিও জন্যে ।❤
বৌদিকে সবিনয়ে বলছি, যেভাবে 'আফসোস' ( 31:04) বাংলা ভাষায় গৃহীত হয়েছে, ঠিক সেভাবেই 'পানি'ও (28:43) বাংলায় মিশেছে। ভাষা বহতা নদীর ন্যায়, ইতিহাস তাই বলে। সময়ের পরিক্রমায় আলোচ্য শব্দ দুটি বাংলায় আত্মীকরণ হয়েছে। এগুলো এখন বাংলা ভাষারই অংশ। আশা করি বুঝেছেন।
@explorershibaji 28:35 দাদা, বৌদিকে বলে দিয়েন যে ভাষার এই পরিবর্তনকে ডায়ালেক্ট বলে। প্রতিটা ডায়ালেক্টেরই নিজশ্ব স্টাইল এবং ওয়ার্ডসেট থাকে। উদাহরন দিয়ে বুঝিয়েন। বোলেন যে, ইংরেজি ভাষাটা ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের লোকেরা বলে। এমনকি ইন্ডিয়ার অ্যাংলোরাও বলে। প্রতিটা আলাদা ডায়ালেক্ট। তাই প্রতিটারই বলার আলাদা স্টাইল আলাদা, শব্দচয়নও আলাদা। কিন্তু প্রতিটাই ইংরেজি ভাষা। আপনাদের ভারতেও হিন্দি বিভিন্ন প্রদেশে বলা হয়। উত্তর প্রদেশের হিন্দির সাথে বিহারি ভোজপুরি হিন্দির অমিল অনেকটাই। কিন্তু দুটোই হিন্দি ভাষা। আলাদা ডায়ালেক্ট। ভুল হতে পারি, তবে মনে পড়ছে একবার বলেছিলেন যে বাই প্রফেশন উনি টিচার। উনার এগুলো জানা দরকার।
Abosheshe suru holo Bhutan series. Khub bhalo laglo.Sobar jonno anek subhechha. Bhutan dekhbo bole wait korchi.Gojoldoba Duars jawar pothead dekhechi...abar dekhlum.Sobai bhalo thakben.
আপনার সাথে আমিও একমত এয়ারপোর্টে খাবারের দাম সাঙ্ঘাতিক
আমি গাজলডোবা থেকে বলছি। সত্যি আমাদের এই জায়গাটি অনেক সুন্দর ❤
Gajoldoba ei jaegata amader kache ekdom notun. Thank you sondhan debar jonno. Ar ekta kotha ebare Boudi ar Choto ke amader torof theke warm wellcome. Vison vison valo hoeche ebarer team ta. Tobe Moitrey boudir Pan khaoar soronjam ta miss korlam. Ar prithhi da o Shiva dar excellent attitude onobodho laglo. Baki 5 episoder opekhhae thaklam. Sobai sustho thakben. 🙏🙏🙏🙏❤
Apnar dadagiri episode dekhlam.
Congratulations for grand performance n trophy!
Apni aamader ghorer chele hoye uthechen Tai khub anondo holo.
আশা করছি আপনাদের এই ভুটান সফর খুব সুন্দর হোউক, পুনে মহারাষ্ট্র
Gajoldoba and railsided scenery khub sundar.valo lalo.
Thank you sibajida and pritthijitda.
I am getting addicted to your vlogs... Thank you .... খুব ভালো লাগছে।
অসাধারণ উপ্সথাপনা। গাজল ডোবা অসাধারণ সুন্দর। ভিস্থাদম এর অবস্থা আগের থেকে খারাপ হলেয় ভালই লাগলো। সব থেকে আনন্দ পেলাম বৌদি আর কাকাবাবু এ সাথে পেয়ে। দুর্দান্ত সিরিজ হতে চলেছে আবার। ❤❤
গাজলডোবা সত্যিই দেখতে চাইলে Serious channel দেখুন। এসব অাজেবাজে vlog নয়.
আপনারা গাজলডোবায় বেড়িয়ে যা প্রশংসা করলেন শুনে খুব খুশি হলাম শিলিগুড়িবাসিনী হয়ে।Thanks a lot😊
একটা খুব সুন্দর জায়গার নাম পেলাম গজলডোবা....সত্যি খুব মনোরম.... তোমাদের সব ভিডিও গুলোই তথ্য সমৃদ্ধ,এখানেও তার আভাস সুস্পষ্ট...তবে vistadom coach এর অবস্থা দেখে খুব খারাপ লাগলো...next video এর অপেক্ষায় রইলাম।
অনেক তথ্য সমৃদ্ধ ব্লগ টা, খুব সুন্দর, ভালো লাগলো অনেক ধন্যবাদ।
2021 puro north Bengal mainly Dooars and all the to Jayanti family trip korechilam. Sob bookings were in WBTCL...sotti govt sector has improved leaps and bound private e thakar dorkar nei. Ei property Bhorer Alo raaate aaro bhalo lage aar bhalo lage tomar shob vlogs. Chaliye jao Shibaji da. Onek onek best wishes.
অবশেষে অপেক্ষা র অবসান। আবার তোমার সঙ্গে কিছু ভালো জায়গা দেখার অপেক্ষায় রইলাম।
ভীষণ ভালো লাগছে এতদিন পর আবার নতুন ভিডিও দেখছি বলে। আমি কিন্তু ওই সময় ভুটান কেই ভোট দিয়েছিলাম। খুব খুশি হলাম। ❤❤😊
তুমি ই জিতেছো
আবার পেলাম শিবু আর পৃথতিকে l কেমন আছো কাকাবাবুরা?
ভালো থাকিস, অনেক দোয়া, আশীর্বাদ লাগছে ময়মনসিং থেকে l
Asadharon laglo video sibaji da/prithwi da 😊😍🙏🏾🙏🏾
কিছু দিন থেকে আপনাদের ভিডিও দেখার নেশা লেগে গেছে❤
Bolar kichui nai
Jani sibaji da Mane kono kothai nai
Total ta dekhar agei like dilam......❤
Dada looks real sweet, as confirmed by Madam. Shibaji da has a sweet voice also, which makes his blogs so popular.
Gozoldoba place ta khub sundor laglooo ...... porer video r opekkhay roilam.....
সঙ্গে যুক্ত আছি ভুটান সফরে। ভুটান সফর শুভ হোক দাদা🙏
❤🙏
Apnara protame jemon gajoldoba jachen, serom amra o protome jachi like r comment korte 👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
❤😊
অবশেষে আপনার ভিডিও আপলোড হলো😊😊😊
দেখার জন্য অনেক অপেক্ষায় ছিলাম😊 ❤❤
Finally prithwi r shibaji uncle prai 12 din wait er por... video elo
Bhutan ❤️❤️❤️❤️❤️❤️
Etar jonne onek wait korechi
শুভ পৌষ সংক্রান্তি র অনেক শুভকামনা শুভেচ্ছা রইলো দাদা পৃথ্বীদা। খুব ভালো থেকো সুস্থ থেকো তোমরা সবাই।❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤ কুনাল আগে দেখে নিল আমি শুরু করেছি..... ভীষণ অপেক্ষায় ছিলাম..... শুরু করা যাক
বাহঃ দারুন জায়গা গাজলডোবা। আপনাদের ভুটান ভ্রমন দারুন হোক।❤❤
I am Bangladeshi. I always enjoy all your videos. Really very excellent! I lost my self when I enjoy it. Awesome your description!
Apnar videos dekhe mon vore jae
Ami ekjon 27+ years old kormoroto bangali chele ..bestota r karon e jawa hocche na kintu apnar videos dekhe mon vore jae jeno amio present apnader sathe ..er age Sri Lanka series tar proita minute dekhechi (including tar ager Dubai and Egypt o) and apnar sathe Ajit er jerom bonding ta hoye gechilo dekhe khub valo laglo .amar bari originally Hooghly r Serampore sohor e
Aj sakal theke j kotobar RUclips search korechhi j apni video diyechhen kina...Jak baba apekkhar abosan holo..darun laglo...Hasimara niye Prithwijit dar comment just asadharon.but Vistadom train ta dekhe kharap e laglo...train niye ja bolechhen apnara thik bolechhen...Vorer Alo khub valo laglo.room,khabar,puro jayga ta just asadharon.video khub valo laglo dada...next er apekkhay roilam😊😊😊
শুরু টা বেশ ভালোই হলো..... 👌👌
অনেক দিন অপেক্ষার অবসান হলো। ভালো লাগলো। ভালো থাকবেন।
শীতের রাত।
লেপ মুড়ি দিয়ে বসে শিবাজি কাকু আর পৃথ্বী কাকুর ভিডিও সাথে গরম চা।
একদম খাসা❤😊
Onek din opekkha korlam, barite sobai apnar video dekhe
Uff hapiye uthchilam apnader video abar kobe asbe. Abar ekta natun desh dekhbo r tar prokiti k dekhbo. Dhannobad Sibaji da r Prithijit da k.
পৃথ্বীজিৎদার ডায়লগটা অসাধারণ ছিল "হাসি-মারা" নিয়ে।😀😀
ভীষণ ভালো লাগলো। আগামী পর্বের অপেক্ষায় রইলাম।
গাজল ডোবা দেখে মুগ্ধ হলাম 👌👌👌