সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানের নাম রাখলাম শোয়াইব,, আমার প্রথম সন্তান ছেলে হয়েছে,,17/09/2021রোজ শুক্রবার,, আল্লাহ যেন আমার সন্তান কে প্রতিটি নবী রাসূলের আদর্শে অনুপ্রাণিত করেন,, সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।আমীন
(মোহাম্মাদ কাসীমের স্বপ্নগুলো সম্পর্কে আল্লাহ্ কী বলেন?) মোহাম্মাদ কাসীম বলেন, ২০১৫ সালের ২০ সেপ্টেম্বরের স্বপ্নে আমি দেখি যে, আল্লাহ্ আমাকে বললেন, “কাসীম, কুরআন আমার কথা এবং যদি সকল শয়তান, জিন ও মানবজাতি একত্রিত হয়, তারা এমনকি একটি আয়াত তৈরি করতে পারবেন না। একইভাবে, স্বপ্ন, যা আমি (আল্লাহ্) তোমাকে দেখিয়েছি, সেই স্বপ্নগুলি আমার দ্বারা তৈরি হয়েছে এবং এমনকি যদি সকল শয়তান, জিন ও মানবজাতি একত্রিত হয়, তবুও তারা এমন একটি স্বপ্ন তৈরি করতে পারবে না। আর শয়তানও কাউকে এমন স্বপ্ন দেখাতে পারে না। এই স্বপ্নগুলো আল্লাহ্ সুবহানাহু ওয়া তায়ালার, যিনি সকল বিশ্বের একমাত্র পালনকর্তা।” স্বপ্নটি শেষ হয়।
আল্লাহর জন্যই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখি! আমল করার চেষ্টা করি। বাসীরার শ্রেষ্ঠ মানুষের পর্বগুলো খুবই ভালো লাগে আমার। এখানে এসে দেখলাম শুধু আমি নই আমার মত অনেকেই এই সিরিজটার জন্য অপেক্ষায় থাকে। আমি বিনীতভাবে অনুরোধ করব,আপনার এই সিরিজটার আবার চালু করেন।
ভাইয়া আপনার কন্ঠ, কথা বলার স্টাইল, মানুষকে বুঝানোর ক্ষমতা সবই আমার অনেক ভালো লাগে। আল্লাহ তায়ালা শোয়াইব (আ) এর কিছু অংশ আপনাকেও দান করেছে মাশাল্লাহ। আল্লাহ তায়ালা আপনাকে নেক হায়াত দান করুন এবং আপনার ভালো গুন গুলো বারিয়ে দিন। আমিন।
আল্লাহ তায়ালা আগের যত জাতিকে ধংস করেছে তাদের পাপের জন্য। বর্তমান সমাজে সেই সকল পাপ গুলো অনেক গুনে বেড়ে গেছে। আল্লাহ আমাদের সকল কে এই ফেৎনা থেকে বাচিয়ে রাখুক ।আমিন
আমাদের মাঝে সকল নবী-রাসুলের উম্মতদের বৈশিষ্ট্য বিদ্যামান তাই আমাদের সংশোধনের জন্যই এসকল ঘটনা কুরআন উল্লেখ করছেন।এসব থেকে যেনো শিক্ষা গ্রহণ করতে পারি।ওয়াল্লাহু আলাম
আলহামদুলিল্লাহ্ ইনশাআল্লাহ্ আমি আশা করছি এই চ্যানেলের কর্তৃপক্ষ আমার ম্যাসেজটি পড়বেন। আমরা অতি সাধারন মানুষ শির্ক গুণাহ সম্পর্কে খুব ভালো ধারণা নেই, আলেমরা এর প্রকারভেদ নিয়ে কথা বলে কিন্তু এর বিশদ বিবরন নিয়ে আলোচনা করে না। একারনে এই কঠিন গুণাহ থেকে বেচে থাকাটাও অনেক কঠিন হয়ে পড়েছে। আমি সূরা আল আন-আম এর আয়াতের ৭৪(প্রতিমা/মূর্তি),৭৬(তারকা), ৭৭(চন্দ্র), ৭৮(সূর্য) মাধ্যমে জানতে পারলাম ইব্রাহিম(আ) এসবকে উপাস্য হিসেবে গ্রহণ করেনি ইনশাআল্লাহ্ এবং আপনাদের ভিডিওর একটি আলোচনায়ও শুনেছি। কিন্ত আধুনিক যুগে আমরা অনেক ক্ষেত্রে দেখছি মানুষ মানুষকেই উপাস্য বানিয়ে নিয়েছে। বিশেষ করে দেখা যায় স্বামী তার স্ত্রীর দাসত্ব বা গোলামি করছে, কেউ নেতা বা নেত্রীর গোলামি করছে যেখানে শুধুমাত্র মহান আল্লাহর দাসত্বের জন্য তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। সূরা আল আনকাবূত ২৫ নং আয়াতে মহান আল্লাহ বলেন " ইব্রাহীম (আলাইহিস সালাম) বললেন পার্থিব জীবনে তোমাদের পারস্পরিক ভালোবাসা রক্ষার জন্য তোমরা আল্লাহর পরিবর্তে প্রতিমাগুলোকে উপাস্যরূপে গ্রহন করেছ।" আগে এবং বর্তমানে কিছু অংশ মানুষ মূর্তি পূজা করে এবং করতেছে। কারন এই মূর্তিগুলোকে ভালোবাসে এবং তাদের এই ভালোবাসা রক্ষার জন্য তারা মহান আল্লাহকে বাদ দিয়ে মূর্তিগুলোকে উপাস্য বানিয়ে নিয়েছে। দেখুন আমরা যদি আমাদের পারিবারিক জীবনে তাকাই তবে দেখব যে, অনেকে তার স্ত্রীর কথা শুনে শুনে বাবা মার সাথে অত্যন্ত জঘন্য ব্যবহার করে এবং বাবা মার প্রতি অকৃতজ্ঞ হয় এমনকি স্ত্রী (মুনাফিক) যদি বলে আমরা আলাদা থাকবো আপনার পিতামাতা থেকে; আর এটা যদি মেনে নেয় স্বামী তবে তো সে শির্ক করল। কারন যেখানে মহান আল্লাহ স্পষ্টভাবে আদেশ করেছেন পিতামাতার সাথে সদ্ব্যবহার করার জন্য, তাদের প্রতি কৃতজ্ঞ হওয়ার জন্য এবং পিতামাতার সাথে সহঅবস্থানের জন্য সূরা লোকমানের ১৪ ও ১৫ আয়াতে। এগুণাহ এজন্যই শির্ক হবে কারন সে আল্লাহতালার হুকুমের জায়গায় নিজের স্ত্রীর হুকুম পালন করেছে এবং একাজের দ্বারা সে মহান আল্লাহর আদেশ অপেক্ষা স্ত্রীর আদেশকে বড় করে দেখল। আর মহান আল্লাহ বলেন,"বিধান তারই এবং তোমরা তারই কাছে প্রত্যাবর্তিত হবে।"(সূরা আল কাসাস:৮৮) এবং মহান আল্লাহ্ আরো বলেন, "যেদিন আল্লাহ তাদেরকে আওয়াজ দিয়ে বলবেন, তোমরা যাদেরকে আমার শরীক দাবী করতে তারা কোথায়?" (সূরা কাসাস:৬২) ; "যাদের জন্যে শাস্তির আদেশ অবধারিত হয়েছে, তারা বলবে, হে আমাদের পালনকর্তা এদেরকেই আমরা পথভ্রষ্ট করেছিলাম। আমরা তাদেরকে পথভ্রষ্ট করেছিলাম, যেমন আমরা পথভ্রষ্ট হয়েছিলাম। আমরা আপনার সামনে দায়মুক্ত হচ্ছি। তারা কেবল আমাদেরই এবাদত করত না।" (সূরা কাসাস:৬৩) এখনকার দিনে কিছু মানুষ তাদের নেতানেত্রীদের আদেশ পালন করে এবং তাদেরকে ভয় করে যেখানে মহান আল্লাহকে ভয় করে তার আদেশ ও বিধান পালন করা আমাদের দায়িত্ব। মহান আল্লাহ বলেন, " তারা তাদের পন্ডিত ও সংসারবিরাগীদিগোকে তাদের পালনকর্তারূপে গ্রহণ করেছে আল্লাহ্ ব্যতীত এবং মরিয়মের পুত্রকেও। অথচ তারা আদিষ্ট ছিল একমাত্র মাবুদের এবাদতের জন্য।.........(সূরা আত তাওবাহ:৩১) আরেকটি শির্ক নিয়ে মানুষ তো আলোচনা করেই না বললে হয়, কিছু মানুষ রয়েছে যারা নিজেদের প্রবৃত্তি বা মন যা চায় তাই করে মানে নিজেদের খেয়াল খুশী অনুযায়ী চলে। এদের ব্যাপারে মহান আল্লাহ বলেছেন, "আপনি কি তার প্রতি লক্ষ্য করেছেন, যে তার খেয়াল-খুশীকে স্বীয় উপাস্য স্থির করেছে।" (সূরা আল জাসিয়া:২৩) এ সম্পর্কে আরো বলা আছে, সূরা আল কাসাস:৫০ ; সূরা আল ফুরকান:৪৩; সূরা ছোয়াদ:২৬; সূরা ত্বোয়া-হা:১৬ এ। আমি মাদ্রাসা লাইনে পড়ি নি, আমার বোঝায় ভুল থাকতে পাড়ে আমাকে মহান আল্লাহ মাফ করুন, তিনি তো ক্ষমাশীল। আপনারা এই বিষয়গুলো ভালো বুঝেন, ইনশাআল্লাহ মহান আল্লাহর জন্য শির্ক নিয়ে কিছু ভিডিও বানান।
baseera টিম খুবই ভালো কাজ করছে। আল্লাহ তাদের কাজে বারাকাহ দান করুক। baseera team এর প্রতি অনুরোধ সিরিজ গুলোর জন্য একটি প্লেলিস্ট যেন চ্যানেলে করে দেওয়া হয়।
Amar toh apna k niyei sondoho hoy.Apni ei toh sei je amar nobi r maa k niye osnil doa baniyechelen.akta video te apnar comment e ami oi osnil doa ta dekhechilam.vlo hoye jan. Allah k voy koron.
আল্লাহ উপর তাওয়াক্কুল এবং পাশাপাশি নিজের চেষ্টা চালিয়ে যাওয়া। আল্লাহ এবং নবী রাসুলগনের বানী মেনে নেয়া, অনুসরণ করা এবং প্রচার করা ইত্যাদি।আরো অনেক শিক্ষনীয় বিষয় রয়েছে এই সিরিজে।।জাযাকল্লাহ খাইর
আপনার ভিডিওর জন্য সব সময় অপেক্ষা করি অনেক সুন্দর হয়েছে আমি আপনার সব ভিডিও সুনি অনেক ধন্যবাদ ভাইয়া এমন ভিডিও উপহার দেওয়ার জন্য অনেক সুন্দর হয়েছে আজকের ভিডিওটা
সবসময় অপেক্ষায় থাকি বাসিরার একটি ভিডিওর জন্য। জীবন মৃত্যু জীবন, শ্রেষ্ট মানুষেরা এই দুইটি সিরিজ অসাধারণ ❤️❤️❤️ নিয়মিত আপডেটের প্রত্যাশা করছি ইনশাআল্লাহ
মিরাজে রাসুল সাঃ আল্লাহর নিকট এটা দোয়া করেছিলেন যে তার উম্মতের উপর যেন আগের জাতিগুলোর ন্যায় এমন ভয়ানক গজব না আসে। মহান আল্লাহ তায়ালা তার এই দোয়া কবুল করে নেন। কিন্তু আজ আমরা তার উম্মতের অংশ হয়েও সেই মানুষটিকে নিয়ে কটুক্তি করছি। আর আমার রবের করুনা আর এই মানুষটির দোয়ার কারণে আল্লাহ তায়ালা আমাদের উপর ভয়ানক গজব নাজিল করছেন না। অশিল্লতা আর বর্বরতায় আজ আমরা সেই সব জাতিকে অতিক্রম করেছি। তারপর ও আমাদের উপর আল্লাহ তায়ালা কোনো গজব নাজিল করছেন না বরং আমাদের বারংবার ক্ষমা করে যাচ্ছেন এবং আমাদের তার কাছে ফিরে আসার সুযোগ দিয়ে যাচ্ছেন।
আমারা আখেরি নবীর উম্মত এই জন্য ভাই জান জুগে জুগে এক এক নবীর আমলে জা ঘটেছে তা এখন এক সাথে সব হচ্ছে আমাদের মাঝে।।। হে আল্লাহ আমাদের মাফ করে দাও এবং আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।
খতিবুল আম্বিয়া অর্থাৎ শোয়াইব (আ) ছিলেন অসাধারণ একজন বক্তা। সুন্দর বাচনভঙ্গি সবাইকে মুগ্ধ করে তা আমাদের কারোরই অজানা নয়। বর্তমান সমাজেও সুন্দর বাচনভঙ্গিকারি কে সকলেই পছন্দ করে। বাসীরা চ্যানেলের শায়খ অত্যন্ত সুন্দর বাচনভঙ্গির মাধ্যমে আমাদের কাছে যেভাবে নবী রাসুলদের জীবনী তুলে ধরেছে তার শিক্ষণীয় এবং মনের ভেতর তা পরিলক্ষিত হচ্ছে। আলহামদুলিল্লাহ। একজন পুরুষ যিনি ইসলাম সম্পর্কে অবহিত এবং তিনি জানেন নারীদের জন্য পর্দা ফরজ এবং সেটা মেন্টেন করা কতটা গুরুত্বপূর্ণ বিষয় ,কিন্তু আধুনিকতার ছোঁয়া তাঁর পরিবারে লেগে হয়তো বা সেই পুরুষটির মাহরাম অর্থাৎ (মা ,বোন, স্ত্রী ,কন্যা সন্তান ) পর্দা থেকে দূরে সরে গিয়েছে। পুরুষটি বুঝতে পারছে না কি করে তিনি পর্দার দাওয়াত দিবেন। কারণ বর্তমানে আমরা দেখতে পাচ্ছি পরিবারের নারী সদস্যগণ নামাজ-রোজা যাকাত সঠিকভাবে পালন করলেও পর্দা থেকে অনেকটাই দূরে থাকে। সে ক্ষেত্রে পরিবারের সেই পুরুষটির কিভাবে তার মহিল মাহরামদের কনভিন্স করবে এই সম্পর্কে একটি ভিডিও চাই। যাজাকাল্লাহ খাইরান
আমরা এটাই শিখতে পারি যে আমাদের নিজের Limit এর মধ্যে থাকতে হবে কখনও নিজের Limit cross করা উচিৎ না নিজের Limit cross করলে আদ জাতি সামুদ বা মিদিয়ান জাতির মতো অবস্থা হবে তাই সবসময় নিজের Limit এর মধ্যে থাকতে হবে।
আল্লাহ তাআলা বলেন-ادْعُ إِلَىٰ سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ - وَجَادِلْهُم بِالَّتِي هِيَ أَحْسَنُ- إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِ'তোমার রবের পথে (মানুষকে) আহ্বান কর, প্রজ্ঞা এবং সুন্দর উপদেশ বাণীর মাধ্যমে আর তাদের সাথে বিতর্ক কর সুন্দরতম পন্থায়। নিশ্চয় তোমার রব সব চেয়ে বেশি জানেন, কে তার পথে থেকে বিচ্যুত হয়েছে।' (সুরা নাহল : আয়াত ১২৫
শ্রেষ্ঠ মানুষেরা - [পর্ব ১৬ এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছি
সবচেয়ে খুশির সংবাদ হলো,,
আল্লাহ রাগের চেয়ে দয়ার পরিমান বেশি।
আলহামদুলিল্লাহ।
Amio😇😇😇
আপনার কন্ঠ মনোমুগ্ধকর,, কার কার ভালো লাগে এই ভাই এর কন্ঠ
আমার
Amr onkk valo lage ato modhur
@@anamikamim1638 hmm
ভাইয়া আপনি এত ভালো বক্তা,,
জানি না শুয়াইব( আ:)কত ভালো বক্তা ছিল।☺
তাই তো এই কথা তো আগে কল্পনা ও করিনি🙂
নিজের জীবনের চেয়েও বেশি ভালবাসি মুহাম্মদ (সঃ) কে।❤❤❤❤❤❤❤❤❤
কমেন্টে ভালোবেসে লাভ নেই।
আবার সেই মনোমুগ্ধ কন্ঠ প্রাণ টা একদম জুড়িয়ে গেলো। alhumdullilah ❤❤❤
Alhamdulillah
আপনার কাছে অনুরোধ যদি আরো কম সময়ের ভিতরে নতুন বিষয় নিয়ে হাজির হতেন।
আপনার সুস্থতা ও নেক হায়াত কামনা করি।
Beshi somoy hoilei valo hoy...rate gomanor somoy sonte onnek valo lage
অপেক্ষার প্রহর শেষ হলো।
Jazakallah Khayer to Baseera media.
আমার চ্যানেল টি ঘুরে আসার অনুরোধ রইল। 🖤
@@admarufofficial ঠিক আছে ভাই
জাযাকাল্লাহ খাইরান প্রিয় ভাই ।
আপনার কন্ঠ শুনলেই মনটা
জুড়িয়ে যায়🤲🇧🇩🕋
আলহামদুলিল্লাহ
নবী ও রাসুলদের গল্প গুলো এতো সুন্দর মন ভরে যায় ।
যত শুনছি ততো বেশি ভালো লাগে ।
আপনাদের আর একটা অনুরোধ করছি
জান্নাতি রমনী দের বা নবী রাসুল সাঃ বিবিগণ দের গল্প গুলো
শোনানোর অনুরোধ করছি
সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানের নাম রাখলাম শোয়াইব,, আমার প্রথম সন্তান ছেলে হয়েছে,,17/09/2021রোজ শুক্রবার,, আল্লাহ যেন আমার সন্তান কে প্রতিটি নবী রাসূলের আদর্শে অনুপ্রাণিত করেন,, সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।আমীন
Amer chaler nam shoyeb
Amin
মাশাআল্লাহ
ইনশাআল্লাহ্ আল্লাহ্ কবুল করবেন 😊
(মোহাম্মাদ কাসীমের স্বপ্নগুলো সম্পর্কে আল্লাহ্ কী বলেন?)
মোহাম্মাদ কাসীম বলেন, ২০১৫ সালের ২০ সেপ্টেম্বরের স্বপ্নে আমি দেখি যে, আল্লাহ্ আমাকে বললেন, “কাসীম, কুরআন আমার কথা এবং যদি সকল শয়তান, জিন ও মানবজাতি একত্রিত হয়, তারা এমনকি একটি আয়াত তৈরি করতে পারবেন না। একইভাবে, স্বপ্ন, যা আমি (আল্লাহ্) তোমাকে দেখিয়েছি, সেই স্বপ্নগুলি আমার দ্বারা তৈরি হয়েছে এবং এমনকি যদি সকল শয়তান, জিন ও মানবজাতি একত্রিত হয়, তবুও তারা এমন একটি স্বপ্ন তৈরি করতে পারবে না। আর শয়তানও কাউকে এমন স্বপ্ন দেখাতে পারে না। এই স্বপ্নগুলো আল্লাহ্ সুবহানাহু ওয়া তায়ালার, যিনি সকল বিশ্বের একমাত্র পালনকর্তা।” স্বপ্নটি শেষ হয়।
কি বলমু ভাই বলার ভাষা হারিয়ে ফেলেছি।।আপনার কন্ঠ। আল্লাহর এক অসিস নেয়ামন।।
বাসীরা এবং উম্মাহ নেটওয়ার্ক এদুটো চ্যানেল আমার কাছে প্রিয় দুই বক্তার কথা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ
উম্মা চ্যানেল না ভাই ইকরা কার্টুন নেটওয়ার্ক
আলহামদুলিল্লাহ আমরাই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ আমাদেরকে পানির মত পরিস্কার করে সব বুঝিয়ে দিয়েছেন
i love qari abdul basit, আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুক
আল্লাহর জন্যই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখি!
আমল করার চেষ্টা করি।
বাসীরার শ্রেষ্ঠ মানুষের পর্বগুলো খুবই ভালো লাগে আমার। এখানে এসে দেখলাম শুধু আমি নই আমার মত অনেকেই এই সিরিজটার জন্য অপেক্ষায় থাকে।
আমি বিনীতভাবে অনুরোধ করব,আপনার এই সিরিজটার আবার চালু করেন।
আমার প্রিয় বক্তা খুব ভালো লাগে আপনার বক্তব্য, অপেক্ষায় থাকি আপনার বক্তব্য শোনার জন্য
ভাইয়া আপনার কন্ঠ, কথা বলার স্টাইল, মানুষকে বুঝানোর ক্ষমতা সবই আমার অনেক ভালো লাগে। আল্লাহ তায়ালা শোয়াইব (আ) এর কিছু অংশ আপনাকেও দান করেছে মাশাল্লাহ। আল্লাহ তায়ালা আপনাকে নেক হায়াত দান করুন এবং আপনার ভালো গুন গুলো বারিয়ে দিন। আমিন।
Amin
শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ মহামানব, প্রাণপ্রিয় রাসূল (সঃ) এর জীবনী নিয়ে লম্বা লম্বা অনেক গুলো পর্ব চাই। অনেকদিন ধরে অপেক্ষায় আছি।
😥😥😥😥😥😥😥😥😥😥😥😥
মিনার মিডিয়ায় শেখ আব্দুল কাইয়ুম এর সীরাহ শুনতে পারেন। অনেক ভালো করে শেখ ব্যাখা করেছে।
Hmm😥😥😥
দীর্ঘ অপেক্ষার পর। আলহামদুলিল্লাহ
আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুক ❤️
বাসিরা চ্যানেলের সমস্ত ভিডিও গুলো ইউটিউবের গর্ব।।
Hmm thik ❤
Yes you are right
@@ziaulhaque4529 thank you
সমস্ত প্রশংসা আল্লাহ্র জন্য জিনি সৃষ্টি কুলের রব আল্লাহ্ আপনাকে উত্তম প্রতিদান করুন আল্লাহুম্মা আমিন
আয়শা( রাঃ),খাদিজা (রাঃ)এর জীবনী শুনতে চাই। তাঁদেরকে নিয়ে ভিডিও বানান দয়া করে
Amio sunte chai
আমিও শুনতে চাই,,, নিশ্চই উনার জীবনী থেকে আমারা অনেক কিছু শিখতে পারব,,
Dear brother we also know about this.
থ
Ami o
এত সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমাদের শ্রেষ্ঠ মানুষদের জীবনী জানার সুযোগ করলেন। জাযাকাল্লাহ খাইরান
আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন।
যাবতীয় প্রশংসা আল্লাহ তালহার, যিনি এই জগতের পালনকর্তা”💓
আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহ খাইরান জনাব নতুন পর্বের আপলোড দেবার জন্য।
সব নবী রাসূলগণের সময়ের খারাপ লোকগুলোর সব খারাপ অভ্যাস এই সময়ের মানুষের ভিতর দেখা যায়; যা শেষ সময়ের আলামত। আল্লাহ আমাদেরকে মাফ করুন এবং দয়া করুন।
ভাই আপনার প্রর্ব গুলো শুনলে মন জুরিয়ে যায়।জতবার শুনেছি ততবার কেদেছি
আল্লাহ তায়ালা আগের যত জাতিকে ধংস করেছে তাদের পাপের জন্য। বর্তমান সমাজে সেই সকল পাপ গুলো অনেক গুনে বেড়ে গেছে। আল্লাহ আমাদের সকল কে এই ফেৎনা থেকে বাচিয়ে রাখুক ।আমিন
জতো শুনি ততোই শুনতে মন চায়😍😍
ভাইয়া আপনার প্রতিটা ভিডিও আমি বার বার দেখি এবং শুনি আপনার কণ্ঠ টা আল্লাহপাকের রহমতে খুব সন্দর
আপনার কথা এত মজা লাগে মনে হয় এগুলো সামনেই ঘটছে।আল্লাহ আপনাকে উচ্চতম স্থান দান করুক
আমার ইউটিউবের সবচেয়ে পছন্দের একটি চ্যানেল। ❣️❣️❣️
আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করেন আমিন।
শ্রেষ্ঠ মানুষেরা এই সিরিজের সবগুলো পর্ব আমার অনেক ভালো লেগেছে। এবং এই সিরিজের পরবর্তী ভিডিও এর জন্য আমি অপেক্ষা করছি।
আলহামদুলিল্লাহ। অনেক অপেক্ষার পরে আজকে পেলাম।
মাশাআল্লাহ অনেক ভালো লাগলো ভাই আপনার কথাগুলো হার্ডে গিয়ে টাচ করে। আপনার প্রতিটি ভিডিও খুব ভালো লাগে।ভাই আরো এরকম ইসলামিক ভিডিও চাই
আজই সুরা হুদ পাঠ করেছি। আর এখন তর্জমা শুনার তাওফিক হলো। সুবহানাল্লাহ
শ্রেষ্ঠ মানুষেরা এই পর্ব গুলির জন্য অধির অপেক্ষায় থাকি
আমাদের মাঝে সকল নবী-রাসুলের উম্মতদের বৈশিষ্ট্য বিদ্যামান তাই আমাদের সংশোধনের জন্যই এসকল ঘটনা কুরআন উল্লেখ করছেন।এসব থেকে যেনো শিক্ষা গ্রহণ করতে পারি।ওয়াল্লাহু আলাম
আলহামদুলিল্লাহ্ ইনশাআল্লাহ্ আমি আশা করছি এই চ্যানেলের কর্তৃপক্ষ আমার ম্যাসেজটি পড়বেন। আমরা অতি সাধারন মানুষ শির্ক গুণাহ সম্পর্কে খুব ভালো ধারণা নেই, আলেমরা এর প্রকারভেদ নিয়ে কথা বলে কিন্তু এর বিশদ বিবরন নিয়ে আলোচনা করে না। একারনে এই কঠিন গুণাহ থেকে বেচে থাকাটাও অনেক কঠিন হয়ে পড়েছে। আমি সূরা আল আন-আম এর আয়াতের ৭৪(প্রতিমা/মূর্তি),৭৬(তারকা), ৭৭(চন্দ্র), ৭৮(সূর্য) মাধ্যমে জানতে পারলাম ইব্রাহিম(আ) এসবকে উপাস্য হিসেবে গ্রহণ করেনি ইনশাআল্লাহ্ এবং আপনাদের ভিডিওর একটি আলোচনায়ও শুনেছি। কিন্ত আধুনিক যুগে আমরা অনেক ক্ষেত্রে দেখছি মানুষ মানুষকেই উপাস্য বানিয়ে নিয়েছে। বিশেষ করে দেখা যায় স্বামী তার স্ত্রীর দাসত্ব বা গোলামি করছে, কেউ নেতা বা নেত্রীর গোলামি করছে যেখানে শুধুমাত্র মহান আল্লাহর দাসত্বের জন্য তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। সূরা আল আনকাবূত ২৫ নং আয়াতে মহান আল্লাহ বলেন " ইব্রাহীম (আলাইহিস সালাম) বললেন পার্থিব জীবনে তোমাদের পারস্পরিক ভালোবাসা রক্ষার জন্য তোমরা আল্লাহর পরিবর্তে প্রতিমাগুলোকে উপাস্যরূপে গ্রহন করেছ।" আগে এবং বর্তমানে কিছু অংশ মানুষ মূর্তি পূজা করে এবং করতেছে। কারন এই মূর্তিগুলোকে ভালোবাসে এবং তাদের এই ভালোবাসা রক্ষার জন্য তারা মহান আল্লাহকে বাদ দিয়ে মূর্তিগুলোকে উপাস্য বানিয়ে নিয়েছে। দেখুন আমরা যদি আমাদের পারিবারিক জীবনে তাকাই তবে দেখব যে, অনেকে তার স্ত্রীর কথা শুনে শুনে বাবা মার সাথে অত্যন্ত জঘন্য ব্যবহার করে এবং বাবা মার প্রতি অকৃতজ্ঞ হয় এমনকি স্ত্রী (মুনাফিক) যদি বলে আমরা আলাদা থাকবো আপনার পিতামাতা থেকে; আর এটা যদি মেনে নেয় স্বামী তবে তো সে শির্ক করল। কারন যেখানে মহান আল্লাহ স্পষ্টভাবে আদেশ করেছেন পিতামাতার সাথে সদ্ব্যবহার করার জন্য, তাদের প্রতি কৃতজ্ঞ হওয়ার জন্য এবং পিতামাতার সাথে সহঅবস্থানের জন্য সূরা লোকমানের ১৪ ও ১৫ আয়াতে। এগুণাহ এজন্যই শির্ক হবে কারন সে আল্লাহতালার হুকুমের জায়গায় নিজের স্ত্রীর হুকুম পালন করেছে এবং একাজের দ্বারা সে মহান আল্লাহর আদেশ অপেক্ষা স্ত্রীর আদেশকে বড় করে দেখল। আর মহান আল্লাহ বলেন,"বিধান তারই এবং তোমরা তারই কাছে প্রত্যাবর্তিত হবে।"(সূরা আল কাসাস:৮৮) এবং মহান আল্লাহ্ আরো বলেন, "যেদিন আল্লাহ তাদেরকে আওয়াজ দিয়ে বলবেন, তোমরা যাদেরকে আমার শরীক দাবী করতে তারা কোথায়?" (সূরা কাসাস:৬২) ; "যাদের জন্যে শাস্তির আদেশ অবধারিত হয়েছে, তারা বলবে, হে আমাদের পালনকর্তা এদেরকেই আমরা পথভ্রষ্ট করেছিলাম। আমরা তাদেরকে পথভ্রষ্ট করেছিলাম, যেমন আমরা পথভ্রষ্ট হয়েছিলাম। আমরা আপনার সামনে দায়মুক্ত হচ্ছি। তারা কেবল আমাদেরই এবাদত করত না।" (সূরা কাসাস:৬৩)
এখনকার দিনে কিছু মানুষ তাদের নেতানেত্রীদের আদেশ পালন করে এবং তাদেরকে ভয় করে যেখানে মহান আল্লাহকে ভয় করে তার আদেশ ও বিধান পালন করা আমাদের দায়িত্ব। মহান আল্লাহ বলেন, " তারা তাদের পন্ডিত ও সংসারবিরাগীদিগোকে তাদের পালনকর্তারূপে গ্রহণ করেছে আল্লাহ্ ব্যতীত এবং মরিয়মের পুত্রকেও। অথচ তারা আদিষ্ট ছিল একমাত্র মাবুদের এবাদতের জন্য।.........(সূরা আত তাওবাহ:৩১)
আরেকটি শির্ক নিয়ে মানুষ তো আলোচনা করেই না বললে হয়, কিছু মানুষ রয়েছে যারা নিজেদের প্রবৃত্তি বা মন যা চায় তাই করে মানে নিজেদের খেয়াল খুশী অনুযায়ী চলে। এদের ব্যাপারে মহান আল্লাহ বলেছেন, "আপনি কি তার প্রতি লক্ষ্য করেছেন, যে তার খেয়াল-খুশীকে স্বীয় উপাস্য স্থির করেছে।" (সূরা আল জাসিয়া:২৩) এ সম্পর্কে আরো বলা আছে, সূরা আল কাসাস:৫০ ; সূরা আল ফুরকান:৪৩; সূরা ছোয়াদ:২৬; সূরা ত্বোয়া-হা:১৬ এ।
আমি মাদ্রাসা লাইনে পড়ি নি, আমার বোঝায় ভুল থাকতে পাড়ে আমাকে মহান আল্লাহ মাফ করুন, তিনি তো ক্ষমাশীল। আপনারা এই বিষয়গুলো ভালো বুঝেন, ইনশাআল্লাহ মহান আল্লাহর জন্য শির্ক নিয়ে কিছু ভিডিও বানান।
হে আল্লাহ আমাকে সর্বদা সঠিক পথ দেখাও, আমি তোমারই একজন গুনাহগার বান্দা , আমাকে মাফ করো। আমিন
baseera টিম খুবই ভালো কাজ করছে। আল্লাহ তাদের কাজে বারাকাহ দান করুক।
baseera team এর প্রতি অনুরোধ সিরিজ গুলোর জন্য একটি প্লেলিস্ট যেন চ্যানেলে করে দেওয়া হয়।
আপনাদের রিসার্চ তুলে ধরা নিঃসন্দে প্রশংসনীয়। আমি কুরআন পড়ি এই তর্জমা গুলো মিলে যায়। চমৎকার।
This is my most favourite youtube channel....
Amr o
Kemon achen??
এমন মানুষের জীবনি সুনতে ভালো লাগে। আরও ভালো লাগে। যদি বলার ধরনটা পারফেক্ট হয়
ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ) কে নিয়ে যে ব্যঙ্গচিএ আকা হয়েছে সে নিয়ে কিছু বলেন প্লিজ🙏🙏🙏
Amar toh apna k niyei sondoho hoy.Apni ei toh sei je amar nobi r maa k niye osnil doa baniyechelen.akta video te apnar comment e ami oi osnil doa ta dekhechilam.vlo hoye jan. Allah k voy koron.
@@siddikmia9260 are vaiya....oita fake id....amar naam e 3 ta fake id chilo..tara baje kotha bolto....wait link dicci
@@MitaraMujnuMitu dorkar nai.apni vlo hole apnar id or nam thik ta diye comment koron.abar bolsi allah k voy koron.
@@siddikmia9260 কথা কি বুজেন না বললাম না এইটা আমার আসল আইডি....দুটো হিন্দু আমার নাম দিয়ে আইডি চালাইতো আর বিজে কমেন্টেস করতো...
Please bole jaben ?
আল্লাহ উপর তাওয়াক্কুল এবং পাশাপাশি নিজের চেষ্টা চালিয়ে যাওয়া। আল্লাহ এবং নবী রাসুলগনের বানী মেনে নেয়া, অনুসরণ করা এবং প্রচার করা ইত্যাদি।আরো অনেক শিক্ষনীয় বিষয় রয়েছে এই সিরিজে।।জাযাকল্লাহ খাইর
Alhamdulillah, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা।
মাশা'আল্লাহ
ধন্যবাদ এত সুন্দর করে উপস্থাপন করার জন্য
আপনার কথা শুনার জন্য অপেক্ষা করি__
আল্লাহ পাক সব সময় আপনায়কে ভালো রাখেন____
শায়েকের কোরানের তাফছির গুরুত্বপূর্ণ আলোচনা শিখনীয় মাশাআল্লাহ
অনেক অপেক্ষায় ছিলাম এই ভিডিওর জন্য!😍
আরও নবী আছে ওনাদের জীবনের কাহিনি শুনতে চাই। আপনার কন্ঠে শুনতে খুব ভালো লাগে।
পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতেছি.....❤
এই কন্ঠটার জন্য কত অপেক্ষায় থাকি! এই কন্ঠের অধিকারী কে যদি দেখতে পারতাম!😑😑😑
শ্রেষ্ঠ মানুষেরা - [পর্ব] এর সিরিজ পর্ব কে তারাতারি পেতে চাও।
ইনশাল্লাহ
বাকি আরো নবীগনদের জীবনী আপনারা কেনো করছেন না।আমি এ জীবনী খুব পছন্দ করি।আমার পরিবারের লোক ও খুব পছন্দ করে।আরো জীবনী দেখতে চাই
আমি চাই
আপনার ভিডিওর জন্য সব সময় অপেক্ষা করি অনেক সুন্দর হয়েছে আমি আপনার সব ভিডিও সুনি অনেক ধন্যবাদ ভাইয়া এমন ভিডিও উপহার দেওয়ার জন্য অনেক সুন্দর হয়েছে আজকের ভিডিওটা
সবসময় অপেক্ষায় থাকি বাসিরার একটি ভিডিওর জন্য। জীবন মৃত্যু জীবন, শ্রেষ্ট মানুষেরা এই দুইটি সিরিজ অসাধারণ ❤️❤️❤️
নিয়মিত আপডেটের প্রত্যাশা করছি ইনশাআল্লাহ
আপনার ভিডিওগুলো বেশ চমৎকার।।।। মুহাম্মদ সাঃ এর পূর্নাঙ্গ জীবনী তুলে ধরলে অনেক কিছুই শিখতে পারতাম।
Nobider jiboni amader jonno sob somoy sikka mulok. ALLAH apnake aro toufiq din. Kub valo lage vidieo gula
মিরাজে রাসুল সাঃ আল্লাহর নিকট এটা দোয়া করেছিলেন যে তার উম্মতের উপর যেন আগের জাতিগুলোর ন্যায় এমন ভয়ানক গজব না আসে। মহান আল্লাহ তায়ালা তার এই দোয়া কবুল করে নেন। কিন্তু আজ আমরা তার উম্মতের অংশ হয়েও সেই মানুষটিকে নিয়ে কটুক্তি করছি। আর আমার রবের করুনা আর এই মানুষটির দোয়ার কারণে আল্লাহ তায়ালা আমাদের উপর ভয়ানক গজব নাজিল করছেন না। অশিল্লতা আর বর্বরতায় আজ আমরা সেই সব জাতিকে অতিক্রম করেছি। তারপর ও আমাদের উপর আল্লাহ তায়ালা কোনো গজব নাজিল করছেন না বরং আমাদের বারংবার ক্ষমা করে যাচ্ছেন এবং আমাদের তার কাছে ফিরে আসার সুযোগ দিয়ে যাচ্ছেন।
আলহামদুলিল্লাহ ভিডিও গুলো সুনতে মনটা খালি আনচান করে
আলহামদুলিল্লাহ অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো, এতো মধুর কন্ঠ আমার কলিজা ফেটে যায়, আল্লাহ তুমি এই হুজুর ভাই কে তুমি সুস্থ ও ভালো রাখেন।
সক কিছুই এক অসাধারণ উপস্থিত।।। ধন্যবাদ❤️
আল্লাহ্ কে ভালোবাসি। তাই আপনাদের ভিডিও গুলো কে ভালোবাসি। 😊😊😊😊❤❤
তোমার মতো Story telling কারো নেই ❤❤❤
আমারা আখেরি নবীর উম্মত এই জন্য ভাই জান জুগে জুগে এক এক নবীর আমলে জা ঘটেছে তা এখন এক সাথে সব হচ্ছে আমাদের মাঝে।।। হে আল্লাহ আমাদের মাফ করে দাও এবং আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।
নায়েব ভাই, আপনার কন্ঠ কিন্তু পরিষ্কার চেনা যায়। দারুন শিক্ষনীয় এই সিরিজ। আল্লাহ আপনাকে জাঝা দান করুন।
💜 মাসাআললাহ্ 💜
নবীদের জীবনী শুনতে খুবই ভাল লাগে 🌸🌸🌸
আল্লাহ যেনো এই চ্যানেলের সাথে যুক্ত সবাইকে উত্তম প্রতিদান দান করেন...!
নিশ্চয় আল্লাহু পূণ্য শক্তিশালী
মাশা"আল্লাহ্
ধন্যবাদ এত সুন্দর করে উপস্থাপনা করার জন্য এন্ড ভালোবাসার অবিরাম প্রিয় ভাইজান 😘🥰💖🤲🕋
আলহামদুলিল্লাহ্ পুরো সিরিজটা দেখলাম।অপেক্ষায় থাকবো আরো নবী রাসুলগনের জীবনি শোনার।
দয়া করে আপনি এই রকম আরও ভিডিও তারাতারি দিবেন।এই Series আমার অনেক ভালো লেগেছে ।পরবর্তী ভিডিও এর জন্য অপেক্ষায় রইলাম।
পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় থাকলাম
খতিবুল আম্বিয়া অর্থাৎ শোয়াইব (আ) ছিলেন অসাধারণ একজন বক্তা। সুন্দর বাচনভঙ্গি সবাইকে মুগ্ধ করে তা আমাদের কারোরই অজানা নয়। বর্তমান সমাজেও সুন্দর বাচনভঙ্গিকারি কে সকলেই পছন্দ করে। বাসীরা চ্যানেলের শায়খ অত্যন্ত সুন্দর বাচনভঙ্গির মাধ্যমে আমাদের কাছে যেভাবে নবী রাসুলদের জীবনী তুলে ধরেছে তার শিক্ষণীয় এবং মনের ভেতর তা পরিলক্ষিত হচ্ছে। আলহামদুলিল্লাহ।
একজন পুরুষ যিনি ইসলাম সম্পর্কে অবহিত এবং তিনি জানেন নারীদের জন্য পর্দা ফরজ এবং সেটা মেন্টেন করা কতটা গুরুত্বপূর্ণ বিষয় ,কিন্তু আধুনিকতার ছোঁয়া তাঁর পরিবারে লেগে হয়তো বা সেই পুরুষটির মাহরাম অর্থাৎ (মা ,বোন, স্ত্রী ,কন্যা সন্তান ) পর্দা থেকে দূরে সরে গিয়েছে। পুরুষটি বুঝতে পারছে না কি করে তিনি পর্দার দাওয়াত দিবেন। কারণ বর্তমানে আমরা দেখতে পাচ্ছি পরিবারের নারী সদস্যগণ নামাজ-রোজা যাকাত সঠিকভাবে পালন করলেও পর্দা থেকে অনেকটাই দূরে থাকে। সে ক্ষেত্রে পরিবারের সেই পুরুষটির কিভাবে তার মহিল মাহরামদের কনভিন্স করবে এই
সম্পর্কে একটি ভিডিও চাই।
যাজাকাল্লাহ খাইরান
আল্লাহ আপনার কন্ঠে এত মধু দিয়ে রেখেছেন আল্লাহু আকবার
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সকল মুসলমান ভাই বোন কে ইসলামের সঠিক পথে চলার তাওফিক দান করুন।
Thank for new video srestho manushera...part 15😍 waiting for new video....part 16 srestho manushera...😍.
হযরত মুহাম্মদ {সা:}♥
আজ আমাদের সমাজে এইসব অনৈতিক কাজ আহরোহ হচ্ছে,, আল্লাহর রহমত আছে দেখেই এখনো কোন গযব নামছে না,, হে আল্লাহ আপনি উত্তম হেপাজত কারি
ধারাবাহিক ভাবে মুহাম্মদ স: এর জীবনী পর্যন্ত আলোচনা করার অনুরোধ রইল ।
আলহামদুলিল্লাহ! আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুক___
কুরআন তিলয়াত ছিল অসাধারণ। জাজাকাল্লাহ খাইরান।
পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম। আপনারা কি বলেন?
একদম ঠিক
সেটা তো অবশ্যই
অপেক্ষায় ছিলাম ❤️
আমার চ্যানেল টি ঘুরে আসার অনুরোধ রইল। 🖤
মাশাআললাহ সা,এক আনতা মিয়া মিয়া সুকরান।🌺🌺
আমার চ্যানেল টি ঘুরে আসার অনুরোধ রইল। 🖤
🥰🥰
কুরআন তিলাওয়াত কারী ভাই আপনার তিলাওয়াত আমার হৃদয় নাড়িয়ে দিয়েছে❤জাযাকাল্লাহ খাইরান
আপনাকে অনেক ধন্যবাদ এই সময়ে আমাদের দেশের মানুষের জন্য এইসব ইতিহাস সুনা দরকার
আমরা এটাই শিখতে পারি যে আমাদের নিজের Limit এর মধ্যে থাকতে হবে কখনও নিজের Limit cross করা উচিৎ না নিজের Limit cross করলে আদ জাতি সামুদ বা মিদিয়ান জাতির মতো অবস্থা হবে তাই সবসময় নিজের Limit এর মধ্যে থাকতে হবে।
আলহামদুলিল্লাহ, 😍
আমার চ্যানেল টি ঘুরে আসার অনুরোধ রইল। 🖤
❤️Massallah.... Alhamdulillah ❤️
প্রায় অনেকদিন অপেক্ষার পর পেয়ে গেলাম শ্রেষ্ঠ মানুষেরা পর্ব ১৫।
আপনাকে অনেক অনেক মোবারক বাদ।
অসাধারণ যত শুনি ততই শুনতে মন চায়
আল্লাহ তাআলা বলেন-ادْعُ إِلَىٰ سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ - وَجَادِلْهُم بِالَّتِي هِيَ أَحْسَنُ- إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِ'তোমার রবের পথে (মানুষকে) আহ্বান কর, প্রজ্ঞা এবং সুন্দর উপদেশ বাণীর মাধ্যমে আর তাদের সাথে বিতর্ক কর সুন্দরতম পন্থায়। নিশ্চয় তোমার রব সব চেয়ে বেশি জানেন, কে তার পথে থেকে বিচ্যুত হয়েছে।' (সুরা নাহল : আয়াত ১২৫
Best Islamic RUclips channel 😍
Always wait for new video ❤️
মাশা-আল্লাহ অনেক ভালো করে ব্যাখা করেছেন।
আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুক ,আমিন
খুব সুন্দর একটা episode । মুগ্ধ হয়ে গেলাম । পরের episode upload করুন। অপেক্ষাই থাকলাম ।