দধিতে প্রকাশ্যে চু*রি, হাতে নাতে ধরে জ*রি*মা*না ||| মুসলিম সুইট

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 авг 2022
  • দধিতে প্রকাশ্যে চুরি, হাতে নাতে ধরে জরিমানা ||| মুসলিম সুইট
    রাজধানীর স্বনামধন্য মুসলিম সুইট কে দধিতে ওজন অসামঞ্জস্য করাই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মোবাইল কোর্ট পরিচালনা ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
    ফেসবুকে আমাদের সাথে যুক্ত থাকুন
    profile.php?...
    #ভোক্তাঅধিকার
    #অভিযান
    #মুসলিম_সুইট
    #বিজয় নগর

Комментарии • 356

  • @rejurome5673
    @rejurome5673 Год назад +110

    আমরা সাধারণ ভোক্তারা বছরের পর বছর ধরে এদের কাছ থেকে প্রতারিত হয়ে আসছি। ভোক্তা অধিকার কতৃপক্ষকে এত পরিশ্রম করে অভিযান চালানোর জন্য আন্তরিক ধন্যবাদ রইলো

    • @ruhulbari5786
      @ruhulbari5786 Год назад +1

      উনারা চলে গেলে আবার সেই কাজ। চোরে না শুনে ধর্মের বাণী।

    • @MujiburRahman-qb8mk
      @MujiburRahman-qb8mk Год назад +1

      শহরে-গ্রামে গঞ্জে কানায় কানায় এইসব ঠকানোর কাজ একটি জাগায় অসংখ্য ঠকানো, এটায় ভরপুর পোটা দেশ, বিক্রেতার হঠাৎ যদি কখনও দয়া বা ইচ্ছাহয় শুধু তখুনি মানে আমরা ভোক্তাগণ বলি এটাকে "ভাগ্য" ঠিজ্ক তখনি একটু নির্জাস, নতুবা ভোক্তাগনতো তাদের সম্পূর্ণই কাবুতে,সাধারন মানুষেরকি সম্ভব মোকাবেলা আর ব্যবস্থা নেয়া, কখনও না ধৈর্যের বাঁধ ভেঙ্গে হলেও নতভাবে চলে আসতে হয়,কেনকাটা করার আমার ৫২ বছর পার হচ্ছে, হায় এখনও দেখছি দাম্ভিকতার সাথে লোকদেরে টকাচ্ছে, মনকে বুঝাই হাইজাকের হাতে কতখানি খোয়ালাম, মহান আল্লাহ যেন তাঁদেরে শায়েস্তা করেন।আর কিছু বলার আর ভাবার থাকেনা।সরকার যদি সুবৃহৎ আকারে সর্বদা এ অভিযানটি সৎ লোকের দ্বারা অব্যাহত রাখতে পারতেন জনগনের অনেক অন্তস্থল থেকে নেক দোয়া পেতেন।

    • @mostofakamal8870
      @mostofakamal8870 Год назад

      জরিমানা করা টা ঠিক হয় নি

    • @MdHanif-cn3md
      @MdHanif-cn3md Год назад

      I The 😊😊😅
      😊😊Hi

  • @uzzalshahalam6808
    @uzzalshahalam6808 Год назад +41

    পতিটা শহর-গ্রামে এভাবে অভিযান চালানো দরকার।।।আর মেজেস্টেট স্যারদের কাছে অনুরোধ।।।জরিমানার হার বেশি করে দেয়ার দরকার।।।।যেন একজনকে দেখে আর একজন সতর্ক হয়

  • @sjctit7675
    @sjctit7675 Год назад +19

    সাধারন মানুষের সাথে তারা কত ধরনের প্রতারনা করছে নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না । অসংখ্য ধন্যবাদ জানাই ভোক্তা অধিকার ভাই দেরকে।

  • @advocatekhokon6641
    @advocatekhokon6641 Год назад +3

    জেলা ও থানা পর্যায়ে এই রকম অভিযান পরিচালনা করা দরকার।

  • @jahanarabegum7002
    @jahanarabegum7002 6 месяцев назад

    আমাদের দেশে এখন ও কিছু কিছু সৎ সাহস নিয়ে কাজ করছেন ভুক্ষার অফিসার দেরকে অনেক ধন্যবাদ, দোয়া করি আল্লাহ আপনার সততার কারণে যেন লোকজন সটিক পথে ফিরে আসে এবং সুন্দর মন মানসিকতা ফিরে পায় ।

  • @REGULAR_KILLER_100
    @REGULAR_KILLER_100 Год назад +7

    এমন ভালো অফিসার সবাই হলে দেশে শান্তি হতো।

  • @uzzalshahalam6808
    @uzzalshahalam6808 Год назад +40

    আমি বছরের চুরি করবো 20 থেকে 50 লক্ষ টাকা।।। তাহলে তো আমার এক লক্ষ টাকা জরিমানা দিতে কোন সমস্যা নাই।।।তাহলে সে তো আবার চুরি করবে তাই না

  • @uzzalshahalam6808
    @uzzalshahalam6808 Год назад +19

    আর যেসব অভিযুক্ত চোরেরা তিনবার ধরা খাবে।।।তাদের কেউই ব্যবসা বন্ধ করে দিতে হবে।।।।তাহলে একজনকে দেখে আরেকজন শিখবে

  • @utpolroy3212
    @utpolroy3212 Год назад +18

    আরে ভাই এটা তো সবজায়গায়।আইন করেন পাতিলের গায়ে পাতিলের ওজন যেন লিখে দেয়।

  • @graphicdesigner8886
    @graphicdesigner8886 Год назад +1

    আপনাদেরকে অনেক ধন্যবাদ দেখুন এতদিন আমরা কি ভাবে প্রতারিত হয়ে এসেছি। দোকানের বয়স অনুযায়ী যত বছর যাবত তারা এই ধরণের প্রতারণা করে আসছে সেই অনুপাতে এদের স্বাস্তি/জরিমানা করা হোক সাথে আপনাদের প্রতি আমার ব্যক্তিগতভাবে অনুরোধ আপনাদের টিম বাড়ান। এভাবে এক/দুটি টিম দিয়ে কাজ হবে না সমগ্র বাংলাদেশে টিম পরিচালনা করা দরকার।

  • @rmrakibhossain4914
    @rmrakibhossain4914 Год назад +2

    সব জেলাতেই এই রকম অভিযান চালানো উচিত।

  • @nazmulislam8732
    @nazmulislam8732 Год назад +1

    সার আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই

  • @mtrtutul9201
    @mtrtutul9201 Год назад +1

    অভিযান অব্যাহত থাকলে সবাই ভয় পাই। বছরে দুই একবার অভিযান চললে কি ভয় পাই

  • @mdlal6501
    @mdlal6501 Год назад +4

    সাভারে এই রকমের অভিযান দরকার

  • @RabiulIslam-ug9qt
    @RabiulIslam-ug9qt Год назад +1

    দিনাজপুর শহরে এ ধরনের অভিযান খুবই প্রয়োজন । কোন - কোন দোকানে খালি হাড়ির ওজন ৩০০ gm বললেও বাস্তবে হয় ৭০০ হতে ৮৫০ gm। এ ভাবে ক্রেতাগন কে ঠকিয়ে যাচ্ছে।

  • @uzzalshahalam6808
    @uzzalshahalam6808 Год назад +12

    জরিমানা এমন করে করতে হবে।।।শেয়ার চুরি করতে সাহস না পায়।।।তার ভিতরে একটা ভয় কাজ করবে।।।।।ওই মনে হয় বাঘ এলো

  • @shakeraluba6884
    @shakeraluba6884 Год назад +4

    আমাদের যশোরে এমন অভিযান এর খুব দরকার

  • @rimaakter4527
    @rimaakter4527 Год назад +1

    😃😃😃😃 স্যারের হাসিটা।সেই রকম

  • @towhidurrahman3972
    @towhidurrahman3972 Год назад +1

    আমরা বাংলাদেশের মানুষ ধর্ম ইসলাম। জাতে মুসলমান। আমাদের চরিত্র খারাপ। আমরা দুই নম্বর ব্যবসা করি।

  • @mdmohinuddin6569
    @mdmohinuddin6569 Год назад +1

    আসসালামুয়ালিকুম ধন্যবাদ জানাই আপনাকে এইসব অভিযান চালানোর জন্য এসব ব্যবসায়ীদের জন্য সাধারন পাবলিক দই কিনে খেতে পারে না একদিকে দাম বেশি না একদিকে ওজনে কম দে এতদিন বিক্রি করে আইছে ওজনে কম দিয়ে আমি তো মনে করি এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক কেননা এরা কখনো ভালো হবে না ওজনে কম দিয়ে এদের আদত খারাপ হইয়া গেছে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক বাংলাদেশ অসাধু ব্যবসায়ী অনেক বেড়ে গেছে সাধারন পাবলিক অনেক বিপদে আছে জানো এটা লোটেন দেশ হইয়া গেছে যাতে যেমনে পারে এমনি ধরে এদের ভিতর মানবতাহীন স্থানীয় থানায় ধরা খাইলে দুলাভাই বেঁচে গেলে হালার হালা এটাই হলো বাংলাদেশের গান এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক ♥️♥️♥️♥️

  • @arfinationsayieb9882
    @arfinationsayieb9882 Год назад +4

    স্যার কে অসংখ্য ধন্যবাদ।

    • @mdnoro5685
      @mdnoro5685 Год назад +1

      আমি চিন্তা করে আরেকটা, জরিমানা করলে পড়ে জরিমানা আদায় করে লাভে আসলে, তাই আমি মনে করি প্রথেক দোকান দারকে সুজুক দেওয়া দরকার।

  • @mubarakkhan-jw6fr
    @mubarakkhan-jw6fr Год назад +3

    Your campaign is very much helpful for the people and our society. Punishment and fine both need to be imparted so as to rectify them from cheating and dishonesty. This campaign requires a regular monitoring. Thanks to your entire team.

  • @akborkhan5607
    @akborkhan5607 Год назад +5

    ভোক্তা দোকানিকে টাকা কম দিচ্ছে না। তবে তাকে কেন প্রতি নিয়ত প্রতারনা করা হচ্ছে? উপযুক্ত জরিমানা কাম্য।

  • @kantimahmood6977
    @kantimahmood6977 Год назад

    উচিত বিচার হয়েছে । ধন্যবাদ ।

  • @rimaakter4527
    @rimaakter4527 Год назад

    স্যারের মতো আরো স্যার।হলে।ভালো হবে

  • @redhorse9022
    @redhorse9022 Год назад

    Thanks so much for your great job from USA 🇺🇸

  • @AmirulIslam-sd5le
    @AmirulIslam-sd5le Год назад +3

    যদি সাহস থাকে ভোক্তা অধিকারের সব প্রাইভেট হাসপাতালে অভিযান চালানো উচিৎ।

    • @resmakalim2716
      @resmakalim2716 Год назад

      Bochore jorimanar cheye churir poriman beshi

  • @faisalskr9682
    @faisalskr9682 Год назад +1

    প্রতিটা দোকানে একই অবস্থা। সব মিষ্টির দোকানে দেখা উচিত আর অস্বাভাবিক মূল্য মিষ্টি জাতীয় খাবারের

  • @hazimotors4090
    @hazimotors4090 Год назад +1

    ঘুষ খেয়ে ছেড়ে না দেয়, তাহলে এই অভিযানকে welcome

  • @rjunderworldgaming2652
    @rjunderworldgaming2652 Год назад +9

    সব গুলো জেলায় এই অভিযান চালানো হোক

    • @rantuuuu
      @rantuuuu Год назад

      প্রত্যেক উপজেলা পর্যায়েই মেজিস্ট্রেট নিয়োগ দেয়া আছে

  • @mohammadalibabu357
    @mohammadalibabu357 Год назад +2

    ওজন কম দেওয়া হলে আরাম কামাই হবে। অভিযান পরিচালনাকারী অফিসার ভাইদের সাধুবাদ জানাই। পাশাপাশি কড়া জরিমানা করা হোক মিষটি দোকানীকে

  • @mdtutul9457
    @mdtutul9457 Год назад

    আমরা ও সাধারন মানুষ খুলনায় থাকি ভোক্তা অধিকার থেকে বঞ্চিত।

  • @kamrulislam9684
    @kamrulislam9684 Год назад

    সারা দেশে প্রতিটি কোনায় অভিযান সারা বৎসর চালানো দরকার।

  • @apondhar102
    @apondhar102 Год назад +1

    যাঁরা এমন ভাবে ওজনে কম দেয়,তাদের কঠিন শাস্তি দেওয়া হোক,,,,

  • @bdpublic1756
    @bdpublic1756 Год назад

    যারা এই রকম অভিযান চালিয়েছেন,তাদের ধন্যবাদ জানাই এবং প্রতিবার এই রকম মনিটরিং করে আমাদের এই রকম জালিয়াতি থেকে উদ্দার করে রাখবেন।

  • @sujonakattur71
    @sujonakattur71 Год назад

    Amader sherpur sador er dokan gulote ei rokom avijan porichalona kora dorkar.thank you sir.

  • @md.kamruzzamanshipon9644
    @md.kamruzzamanshipon9644 Год назад +4

    মাটির পাতিলে দই বিক্রি নিসিদ্ধ করেন। দই প্লাস্টিকের পাত্রে রেখে বিক্রি করতে হবে।

    • @shoumikislam5221
      @shoumikislam5221 Год назад

      পরিবেশের জন্য প্লাস্টিক খতিকর

  • @BiswajitDas-us7bw
    @BiswajitDas-us7bw Год назад

    আমাদের ত্রিপুরায় এরচেয়ে ও ভয়ঙ্কর ঠকবাজ চলছে,যদি এইরকম আইন থাকতো, তাহলে আমাদের উপকার হতো।

  • @jabedahmed4864
    @jabedahmed4864 Год назад

    ওজনে কম দেওয়া কুরআনে স্পষ্ট নিষিদ্ধ।।।। তারপর ও আমরা ওজনে কম দেয়।।। আল্লাহ আমাদের সবাই হেদায়েত দান করুক।।।।

  • @md.belalhossain8241
    @md.belalhossain8241 Год назад

    ধন্যবাদ স্যার

  • @SamsungA-jz6vz
    @SamsungA-jz6vz Год назад

    যার যে ভাবে ব্যাবসা তার ওই ভাবে জরিমানা করবে,,জরিমানা একটু বেশি করবে,তাহলে,,একজনকে দেখে আর একজন ভয়ে ঠিকহয়ে যাবে,, ধন্যবাদ ম্যাজিস্টার স্যারকে

  • @maqssudhossain5675
    @maqssudhossain5675 Год назад +1

    ভোক্তাদের জন্য এতো রকম সংস্থা ও ইষ্টিটিউশন থাকার পরও জনগণের কোনো লাভ হয় নাই। ভবিষ্যতে দই এর শোরুমের মালিকগন আমাদের পলিথিনের প্যাকেটে দই দিলে কে আমাদের পাশে দাঁড়াবে ?

  • @nazmavlogs1585
    @nazmavlogs1585 Год назад

    Very nice 👌 ভাইয়া খুব ভালো হয়েছে।

  • @sehrishsaruar8065
    @sehrishsaruar8065 Год назад

    ছোট থেকে শখ ছিল এইটার বিচার হোক।ধন‍্যবাদ

  • @moniruzzamanmonir3379
    @moniruzzamanmonir3379 Год назад

    Thanks a lot consumer team.

  • @almamun1270
    @almamun1270 Год назад +1

    জরিমানা না করে জেদ দেয়া হোক

  • @jahangirjahangir2605
    @jahangirjahangir2605 5 месяцев назад

    সব জেলায় এমন অভিজান চালানো দরকার

  • @mamunmpo5836
    @mamunmpo5836 Год назад +2

    বাংলাদেশের সব জায়গায় একই রকম দুর্নিতি সব জায়গায় এই রকম ভোক্তা অধিকার টিম তদারকি করলে দুর্নিতি অনেক কমে আসবে।

  • @mossammadyasminsultana2477
    @mossammadyasminsultana2477 Год назад +1

    কৃষি মার্কেট বাজার মোহাম্মদপুর দয়া করে এখানে অভিযান করেন, আমি অনেক বার প্রতারিত হয়েছি, মেশিন নষ্ট অথচ সেই মেশিনে মেপে দেয়, আন্দাজ করে মেপে দিল পরে আমি যখন বললাম দাম বসাও বলে বসানোই আছে, আমি তুমি আমার সামনে দাম প্রেস করো মেশিনে, অনেকক্ষন তর্কের পর স্বীকার করল মেশিন নষ্ট, এর চাইতে দাঁড়ি পাল্লা ও বাটখাড়া ব্যবস্হা উত্তম বলে মনে করি।

  • @morshadalam7256
    @morshadalam7256 Год назад

    Thank you sir.

  • @skkumar-ps7go
    @skkumar-ps7go Год назад

    সিরাজগঞ্জের ফুড ভিলেজ গুলো তে একটু নজর দিলে ভালো হতো

  • @hamidulislam7441
    @hamidulislam7441 Год назад +1

    আপনাদের অভিধান কতোদিন স্থায়ী হবে

  • @azizulhaq6320
    @azizulhaq6320 Год назад

    নাম দিছে মুসলিম সুইট। পরকালের আযাবের কথা সরন করুন।

  • @farukhossen7074
    @farukhossen7074 Год назад

    আমাদের যশোর জেলা কেশব পুর থানায় দয়া করে একটু করবেন....

  • @mustafizrahman976
    @mustafizrahman976 Год назад

    u r great

  • @tasinachowdhury1056
    @tasinachowdhury1056 Год назад

    আপনাদের এরকম জনকল্যাণমূলক কাজ আমাদেরকে নতুন করে সাহস যোগায়

  • @mdromanshakh3892
    @mdromanshakh3892 Год назад

    ওদের উপরোক্ত বিচার চাই এবং শাস্তির আওতায় আনতে হবে ওরা সাধারণ মানুষদের এভাবেই ঠকায়

  • @obaidulrahman234
    @obaidulrahman234 Год назад

    সাবাস সার

  • @SharifHamid
    @SharifHamid Год назад +3

    Clay pot absorbs water and evaporation happens. So yoghurt gets dry and weight gets reduced by couple of hundred grams. That's why usually producers say weights when packed.
    988 insted of 1000 gms seems acceptable.

  • @manikvoicebd1722
    @manikvoicebd1722 Год назад +1

    তারা বিগত অনেক বছর ধরে মানুষদের ঠকিয়ে যাচ্ছে তাই তাদের জরিমান্য বেশি করা উচিত

  • @mdrobiul5972
    @mdrobiul5972 Год назад

    প্রতিটা যায়গায় এই রকম অভিযান হলে মানুষ কিছুটা হলেও প্রতারণার হাত থেকে বেচে যাবে।

  • @asifhasin3212
    @asifhasin3212 Год назад

    ভাই আমাদের সাভারের এই জায়গায় একবার অভিযান দেন এটাতে অনেক কারসাজি আছে।

  • @chinmayguha9644
    @chinmayguha9644 Год назад +1

    অংকে কাঁচা।
    পাত্রের ওজন যে বাদ দিতে হয়, এটা সবাই জানে।
    আমরা মিষ্টির প্যাকেট কিনি মিষ্টির দামে, দইয়ের পাত্রও নিতে হয় দইয়ের দামে। কিভাবে যে ওরা গ্রাহককে ঠকায়!!

  • @HabiburRahman-jr8kc
    @HabiburRahman-jr8kc Год назад +2

    দ‌ই এর খালি হাড়ীর ওজন কতোটুকু হবে এটা সাধারণ মানুষের জানা উচিত যাতে করে যে কেউ চ্যালেন্জ করতে পারে।যারা এরকম ঠকায় তাদের বলছি ঘরে ঘরে মা,বোন, মেয়ে আছে তাদের দেহ ব্যাবসায় নামিয়ে পয়সা কামান তাহলে এইটুকু শান্তি পাবেন যে অন্তত কাউকে ঠকাচ্ছন না।

  • @mdbadolbadol7640
    @mdbadolbadol7640 Год назад

    সের আপনাদের কাছে আমার অনুরত চিটাগং রোড অভিযান চালান

  • @blackcat.c
    @blackcat.c Год назад

    ভোক্তা অধিকার অভিযানের অফিসারের অভিযান ভিডিও গুলো দেখতে ভালো।

    • @1stnews115
      @1stnews115  Год назад

      আপনার ভাল লাগা আমাদের পাথেয়, ধন্যবাদ মন্তব্যের জন্য

  • @sksachchu
    @sksachchu Год назад

    চো‌রে চো‌রে ভ‌রে গে‌ছে আমার সোনার বাংলা‌দেশ।

  • @Anilkumar-cl2dh
    @Anilkumar-cl2dh Год назад

    এই ভোক্তা অধিদপ্তর সাহেব কে বলছি দয়া করে স্যার সিরাজগঞ্জ ও বগুড়া একটু যাবেন কি ওরা ভাতের হোটেলে যে পরিমাণ দুর্নীতি করে মানুষকে মানুষ মনে করে না আর বগুড়ার কিছু কিছু দোকানে দই গুলো বেঁচে যে দাম নেয় মাথাই নষ্ট ওজনও ঠিক নাই

  • @mdsahadatfaroqhossain3249
    @mdsahadatfaroqhossain3249 Год назад +1

    Right action

  • @abulshawon2026
    @abulshawon2026 Год назад

    এরা প্রতারক ব্যাবসাই লক্ষ টাকা জরিমানা করা হোক আইনের আওতায় আনা হোক

  • @ShahidulIslam-mi9oh
    @ShahidulIslam-mi9oh Год назад

    Good work.

  • @sabinaalamin9224
    @sabinaalamin9224 Год назад +1

    সবার চোখ ফাকি দিলেও আল্লাহর কাছে কখনোই কেউ ফাকি দিতে পারেনি পারবে ও না। যারা এমন কাজ করে তারা মরার পরে মজা বুঝবে।

  • @bzbdnhzbnxxn9176
    @bzbdnhzbnxxn9176 Год назад

    Sir👍💙

  • @NazrulIslam-nw6wc
    @NazrulIslam-nw6wc Год назад

    দেশের সমস্ত দধির দোকানে অভিযান চালানো দরকার

  • @enamulhaque6892
    @enamulhaque6892 Год назад

    শুধু জরিমানা যথেষ্ট নয়, বেত্র দন্ডের বিধান থাকা দরকার।

  • @firozmiah5517
    @firozmiah5517 Год назад

    জাহানামের আগুন জলছে

  • @Maximan3744
    @Maximan3744 Год назад

    হাইজিনিক বা পরিস্কার পরিচ্ছন্ন কি এবং খাদ্য পন্যর পাত্রগুলো ফুড গ্রেডেট কি না বাংগালী ৯৯% ব্যবসায়ী এসব জানেই না।

  • @bdall8383
    @bdall8383 Год назад

    Bhai doi to bhalo kintu Ice-cream ar kotha ke bolbe likha thake 1 litar kintu box shho matro 600 gram

  • @modinaenterprise2231
    @modinaenterprise2231 Год назад

    স্যার আমাদের এখানেও এরকম কম দেয়,,তাহলে আমরা কি করতে পারি,,,?

  • @iftekharzahid6068
    @iftekharzahid6068 Год назад

    পুরা বাংলাদেশে এই অভিযান চালানো হক।প্রায় 90% জাইগায় এই অনিয়ম চলছে।মাটির হাড়ির টাকা দিতে হয় আমাদের।তারা আঙুল ফুলে কলা গাছ হচ্ছে,,কিছু বলতে গেলে,,কি আচরণ তাদের????

  • @avroschannel420
    @avroschannel420 Год назад

    এই ভিডিওটা দেখার পর আমার মনে হচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর না থাকলে জানতই পারতাম না যে বাংলাদেশের কোন ব্যবসায়ী সৎ না। মরার পর এদের জায়গা তো জাহান্নামেও হবে না।

    • @bmia5790
      @bmia5790 Год назад

      তুই মহা মূর্খ বলদ

  • @radifyt9455
    @radifyt9455 Год назад

    ভাইজান আমি চাই অনারা খিলগাও আসুক তালতলা মার্কেট এ কারন পতিটা খাবার এর দকানে বেজাল খাওয়াছে আমি নিজ চখে দেখেছি পতিটা ফ্রিয এ পচা খাবার

  • @lovebangladeshanna1747
    @lovebangladeshanna1747 Год назад +3

    এক কেজিতে 500 গ্রাম ও নেই এই বাটপারি শব জাগতেই হয়

  • @user-yv2kk8vm5f
    @user-yv2kk8vm5f 6 месяцев назад

    আমাদের যশোর মণিরাপুরে অভিজান দরকার

  • @luckyboss7606
    @luckyboss7606 Год назад

    এই সুকনা পাতিল আবার বিজবে, আরেক জন যদি এসে আবার এমন করে ওজন দেন তাহলে কি হবে 🤔🤔🤔

  • @jahangirkabir3517
    @jahangirkabir3517 Год назад +1

    Magistrate is very sober gentleman. 👍

  • @saidurrahman2049
    @saidurrahman2049 Год назад

    পাবনা শহরে ভোক্তা অধিকার দরকার

  • @kzaman2141
    @kzaman2141 Год назад

    নাম রেখেছেন মুসলিম সুইট নামে আর কাজে মিল আছে সুরা বাকারায় আছে ওজনকে কম দিয় না। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন আপনাদের অনেক ধন্যবাদ।

  • @awadud3734
    @awadud3734 Год назад +1

    Shut down these shops .

  • @tanvirthereviewer4288
    @tanvirthereviewer4288 Год назад +1

    মুসলিম সুইটস এর দোকানের স্টাফদের ব্যবহার ও খারাপ

  • @mashudahmed2976
    @mashudahmed2976 Год назад

    of course evaporation is an important factor for yogurt in earth pot. Small variation may be considered for earth pot.

  • @pranghosh9809
    @pranghosh9809 Год назад

    এক কেজি দই যত বেস্ট ভাবেই,, তৈরি করুক না কেন খরচ,,, ১৫০ টাকা থেকে ১৮০ টাকা হতে পারে,,, তাই বলে ৩৫০/৪০০ টাকা কেজি কোন হিসাবে বিক্রি করে এনারা??

  • @quazielias7312
    @quazielias7312 Год назад +4

    Fine them a big amount. Everyday they are cheating public at least five thousand taka. Less than one lac taka fine is not enough to them. Thanks

  • @mehdihasan9965
    @mehdihasan9965 8 месяцев назад +1

    Ovenondon vokta 0dekar vallagcy❤❤

    • @1stnews115
      @1stnews115  7 месяцев назад

      সাথে থাকার জন্য ধন্যবাদ। সারাদেশের সকল অনিয়মের খবর আমরা পৌঁছে দিবো আপনার কাছে, '1st News' এখনই SUBSCRIBERS করুন
      আরো দেখতে ফেসবুকে যুক্ত থাকুন
      facebook.com/profile.php?id=100082638256549

  • @rajathdas6460
    @rajathdas6460 Год назад

    স্যার আমরা জ‌রিমানা চাই না ভুক্তার ন্যায অ‌ধিকার চাই

  • @MdShahin-ur9mk
    @MdShahin-ur9mk 2 года назад +2

    কোনজাগায়

    • @1stnews115
      @1stnews115  Год назад +1

      বিজয় নগর।
      সাথে থাকার জন্য ধন্যবাদ। সারাদেশের সকল অনিয়মের খবর আমরা পৌঁছে দিবো আপনার কাছে, '1st News' এখনই SUBSCRIBERS করুন
      আরো দেখতে ফেসবুকে যুক্ত থাকুন
      facebook.com/profile.php?id=100082638256549

  • @tayafchowdhury7066
    @tayafchowdhury7066 Год назад

    আজকে জরিমানা করছে কাল থেকে আরো বেশি চুরি করবো🤣🤣জরিমানার টাকা উঠাতে হবে না।

  • @kajalkhondokar4981
    @kajalkhondokar4981 Год назад

    আমাদের মাওনা চৌরাস্তায় কেন আপনারা আসেন না

  • @mddinislam9892
    @mddinislam9892 Год назад +1

    আমাদের দেশে কি প্রতিটা ব্যাবসাহি ই চোর?

  • @MdPorag-ek4yh
    @MdPorag-ek4yh Год назад

    ১ কেজি দইয়ের দাম নেয় ঠিকই কিন্তু আসলে দৈ দেয় মাত্র ১০০ গ্রাম। নিম্ন হলেও এদেরকে ৫ লক্ষ টাকা জরিমানা করা উচিত প্রতারণার জন্য