এ কেমন প্রতারণা, অবশেষে ধরা | Daily Issues | Vokta Odhikar

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • #ভোক্তা_অধিকার_অভিযান #ভোক্তা_অধিকার
    অবৈধ উপায়ে বাংলাদেশে নিয়ে আসা শিশু খাদ্য (গুড় দুধ) বিক্রি করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
    লাগেজ পার্টির মাধ্যমে অবৈধ উপায়ে বিদেশী গুড়া দুধ (শিশু খাদ্য) পাইকারী ক্রয় করে রাজধানী সহ সারা দেশে বিক্রি করা হচ্ছিল। বৈধ আমদানীকারক না থাকায় মোড়কে কোনো প্রকার সিল বা মূল্য লেখা নেই। এই সুবাধে নিজেদের ইচ্ছে মত দাম নিচ্ছিল ব্যবসায়ীরা। গুলশানের ঐ মার্কেটের এম এম ট্রেডিং সহ আরও একটি প্রতিষ্ঠান রাজধানীসহ সারা দেশে পাইকারী দামে এসব গুড় দুধ বিক্রি করতো। এসব গুড় দুধ আবার বিভিন্ন দামে বিক্রি করতো খুচরা ব্যবসায়ীরা।
    অভিযানের বিষয়ে আব্দুল জব্বার মণ্ডল বলেন, এই দুটি দোকান সম্পর্কে আমাদের কাছে আগে থেকেই অভিযোগ ছিল। এরা বিদেশী খাদ্য এবং কসমেটিক্স বিক্রি করে। যেসব পণ্যের কোনো আমদানিকারক নেই। এবং পণ্যের মোড়কে মূল্য লেখা থাকে না। এতে খুচরা পর্যায়ে এসব শিশু খাদ্য দুই থেকে তিনগুণ বেশি দামে বিক্রি করার প্রবণতা আমরা দেখেছি। সেই অভিযোগের ভিত্তিতে আমরা এখানে এসে তদারকি করে প্রমাণ পেয়েছি।
    তিনি বলেন, আমরা দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করেছি। এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জনস্বার্থে প্রতিষ্ঠান দুটিকে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
    চলমান যেকোনো গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইলো।
    চ্যানেল লিংক: / @dailyissuesbd
    #Daily_Issues
    এছাড়াও আমাদের ফেসবুকে পেইজে যুক্ত থাকতে পারেন।
    ফেসবুক পেইজ লিংক: / bddailyissues
    পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
    #vokta_odhikar_ovijan #vokta_odhikar #Stay_with_Rial #vokta_odhidoptor_ovijan #ভোক্তা_অধিদপ্তরের_অভিযান

Комментарии • 237