বিয়ে করতে গিয়ে এক কাণ্ড হল ! Kunal Bose | Marriage

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 423

  • @atashighatak5825
    @atashighatak5825 Год назад +6

    কুণাল আর Anandi valo theko,God bless both of you

  • @rishiswarnakar7777
    @rishiswarnakar7777 Год назад +8

    দারুন লেগেছে কুনাল দা,
    এবং আপনাদের দুজনের ভয়েস দুর্ধর্ষ,
    আমার তরফ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা।

  • @roypushpita
    @roypushpita Год назад +3

    শুভ বিবাহ বার্ষিকী কুনাল আনন্দী। তোমাদের আগামী দিন গুলি ও সুন্দর ও সুখের হোক।কুনাল তোমাকে আর আনন্দীকে খুব সুন্দর দেখাচ্ছিল বিয়ের সাজে।আর একটা কথা তোমাদের দুজনকে সৌরভ আর ডোনার মতো দেখতে লাগে। বিশেষ করে আনন্দী ডোনার মতো দেখতে।।বিয়েতে আনন্দী কে রাজকুমারীর মতো আর বৌভাতে মা লক্ষ্মীর মতো দেখাচ্ছিল। এরকম হাসি খুশি আনন্দ করে দিন কাটানো তোমরা।

  • @bbiiplab
    @bbiiplab Год назад +4

    অনেক দিন পর একটা সত্যিই ভালো ভিডিও দেখলাম। তোমাদের বিয়ের স্মৃতিচারণের ভিডিও টা অনেক দিন মনে থাকবে।

  • @Tsumansaha
    @Tsumansaha Год назад +11

    শুভ বিবাহবার্ষিকী। একটা কথা না বলে পারছি না, আনন্দী ম্যাম প্রচন্ড রকমের পজিটিভ একজন মানুষ।

  • @krishnamondal3857
    @krishnamondal3857 Год назад +2

    Aager look theke ekhonkor look ta beshi bhalo Mr. Bose.... Belated happy anniversary to both of you...

  • @souviksaha7560
    @souviksaha7560 Год назад +3

    প্রথমত, দুজনকেই খুব সুন্দর লাগছিলো। খুব unique লাগলো যেই বিষয়টা সেইটা হলো এত সুন্দর ভাবে তোমরা পুরো ভিডিওটা describe করলে।
    দ্বিতীয়ত, কুণাল যেই প্রশ্নটা করলে যে shaving করে কেমন লাগছে - এক কথায় "দারুন"।
    গলার voice টা সম্ভবত একটু choked হয়ে গিয়েছিল যখন ভিডিওটা describe করছিলে।

  • @pratibha_swapandutta947
    @pratibha_swapandutta947 Год назад +2

    বা:!! এটাই তো দেখতে চেয়েছিলাম। এই ভিডিওগুলো খুব special. আনন্দি খুব সুন্দর লাগছো, এখনো এইরকমই আছো। কুণালকে খুব মিষ্টি দেখাচ্ছ।তবে এখনকার কুণাল অনেক পরিনত। আজ তোমাদের বিবাহবার্ষিকী। অনেক শুভেচ্ছা পাঠালাম। সুখে থাকো।

  • @arupratanchakraborty1625
    @arupratanchakraborty1625 Год назад +5

    Belated Happy Anniversary to both of you 💞 🎉🎂🥳।
    আমি প্রায় সব পর্ব দেখি। কমেন্ট এই প্রথম করছি।
    বিয়ের এই ভিডিও ও সাথে কুণাল ও আনন্দীর commentary খুবই ভালো লাগলো।
    কয়েকটি প্রসঙ্গে মতামত দিলাম।
    আনন্দী একেবারে ঠিক বলেছে যে বিয়ের দিন সাজ বেশি সুন্দর ছিল।
    কুণালকে দাড়ি ছাড়া অনেক বাচ্চা বাচ্চা/মিষ্টি মুখ লাগছিলো (2017 সাল হলেও)।
    ডোনা গাঙ্গুলী ও বসন্ত সিংহ রায়কে দেখে খুব ভালো লাগলো।
    তৎকালীন Zee Bangla-র সব পরিচিত সংবাদ পাঠিকারা খুবই enjoy করেছে। সাধারণ বাঙালি বাড়ীর মেয়েদের মত। আপনার মা কে দেখে সঙ্গে সঙ্গে প্রণাম করা থেকে ও অনেক সময় ধরে বৌভাতে থাকা এর প্রমাণ। মৌপিয়াকে একেবারে ঘরোয়া ভাবে দেখলাম। কোয়েল মনে হলো সবথেকে বেশি আনন্দ করেছে।
    কুণালের মুখ পাল্টালেও, আনন্দীর দেখতে একই রকম আছে।
    Wishing you both many years of love, enjoyment and togetherness.🙏

  • @jeetu2940
    @jeetu2940 Год назад +2

    সত্যিই কথা বলতে কুনাল দা তোমার আমি খুব বড়ো একজন ভক্ত , তোমার ভ্লগ দেখতে বেশি ভালো লাগে , দেখা হওয়ার অপেক্ষায় রইলাম...তোমার সাথে আমার দাদার খুব ভালো সম্পর্ক কিন্তু আশা রাখি তোমার সাথে আমারও একদিন দেখা হবে। আর এই তোমার এবং আনন্দি দির বিয়ের এই সুন্দর মুহূর্তগুলো দেখে খুব ভালো লাগলো আর তোমাদের বৌভাতে আনন্দি দি কে ভালোই লাগছিল দিদিকে বলো আর মেকআপ টাও খুব একটা খারাপ হয়নি যেটা কিনা ন্যাচারাল লাগছিল আর তোমাকেও একদম সাধারণ ঘরানার আভিজাত্যশীলপূর্ণ একজন লাগছিল যাই হোক তোমরা সবসময়ের জন্য খুব ভালো এবং সুস্থ থাকো আর অবশ্যই তোমাদের দাম্পত্য জীবন সুখ সমৃদ্ধে ভরে উঠুক এই কামনাই করি ❤

  • @explorerutsab230
    @explorerutsab230 Год назад +6

    খুবই ভালো লাগলো দাদা।
    বিয়ের ৬ বছর পর যে বিয়ের অনুষ্ঠান ভিডিওর মাধ্যমে দেখতে পাবো সেটা কখনোই ভাবতে পারি নি।
    পুরো ভিডিও টা এতো সুন্দর বর্ণনা করে দেখালে,মনে হলে একটা পরিপূর্ণ বিয়ের অনুষ্ঠান দেখলাম ।
    খুব খুব ভালো থেকো সুস্থ থেকো।
    ❤️❤️❤️❤️

  • @utsabroy5506
    @utsabroy5506 Год назад +2

    ভিডিওটা ভীষণ ভাল লাগলো কুনাল দা 👌
    একটা কথা না বলেই পারছি না যে, আমাদের বাংলা নিউজ চ্যানেল গুলোতে যারা Anchoring করছে বিগত বারো-পনেরো বছর ধরে প্রত্যেকেই ভীষণ নম্র ভদ্র । সুমন, মৌপ্রিয়া, পিউ, অঙ্কুর প্রত্যেকেই।

  • @sandipbose9049
    @sandipbose9049 Год назад +1

    অসাধারণ একটা ভিডিও ব্লগ। পুরোনো মধুর স্মৃতি গুলো ফিরে দেখা। দারুন ফাটাফাটি লাগছে তোমাদের দুজনকেই।
    মেড ফর each other .
    দুর্দান্ত।

  • @phalgunigupta2863
    @phalgunigupta2863 Год назад +1

    Khuub valo laglo..anondi tumi e bolchi tomake duto jaigate durokomer sundor lagche ..kunal is very lucky 😍 asish roilo

  • @rinadas6508kolkataIndia
    @rinadas6508kolkataIndia Год назад +3

    ভিডিওটি ভীষণ সুন্দর হয়েছে। যাজ্ঞসেনীদির কাছে আমি রেইকি প্রথম ডিগ্রি টা শিখেছি এবং ভীষণ উপকার পেয়েছি। আপনার ভিডিওতে ওনাকে দেখে খুব ভালো লাগলো।
    আপনারা সবাই সুস্থ সুন্দর জীবন যাপন করুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি।

  • @banighosh9288
    @banighosh9288 Год назад +2

    পুরানো স্মৃতি বড়োই রোমন্থন। বেশ ভালো লাগলো তোমাদের বন্ধন। এইভাবে বসন্তে থেকো।

  • @swetabosemridha9556
    @swetabosemridha9556 Год назад +3

    শুভ বিবাহ বার্ষিকী তোমাদের দুজনকে। আগামীর পথ আরো সুন্দর হয়ে উঠুক। ভালো থেকো। আর বলবো... আনন্দী ম্যাডাম এমনই সুন্দর। সাজলেও বা না সাজলেও, সবসময় ভালো লাগে।

  • @shreyasarkar3411
    @shreyasarkar3411 Год назад +1

    Video r surute apnar mashir katha bolar dhoron khub sundor laglo... Mone holo uni bachik shilpi

  • @tusimaity5381
    @tusimaity5381 Год назад +1

    Ajker video ta fatafati.....khub valo laglo... specially Anandi ... always my fevorite....love 😘💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

  • @prithamukherjee4452
    @prithamukherjee4452 Год назад +4

    দাড়ি ছাড়া কুনাল দা'কে বাচ্চা বাচ্চা লাগছে, আর এখন কুনাল দা'কে কাকু কাকু লাগছে।😂😂..... Reception-এর দিন‌ও আনন্দি বৌদিকে খুব সুন্দর লাগছে।😊😊❤️❤️
    Happy anniversary!🥳🥳🎉🎉🎊🎊💐💐😊😊..... তোমাদের বিয়ের আগের দিন আমার মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছিল।😅😅।

  • @indranilbhowmik3118
    @indranilbhowmik3118 Год назад +2

    ঈশ্বর তোমাদের দুই জনের মঙ্গল করুক ..... জয় শ্রী রামকৃষ্ণ

  • @archanamukherjee7743
    @archanamukherjee7743 Год назад

    খুবই ভালো লাগলো ভিডিওটি ভারী সুন্দর হয়েছে! অসাধারণ অবর্ণনীয় অপূর্ব বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। fantastic còuple.বিয়ের দিনের সাজানো অপূর্ব ছিলো আর বৌভাতের সাজ খুবই সাধারণ ।সারাজীবন সুখে দুঃখে আনন্দে পাশে থেকো দুজনে দুজনার।মন ভরে যাওয়া অভূতপূর্ব একটা ভিডিও দেখে আপ্লুত হলাম ।অসংখ্য ধন্যবাদ ।হরেকৃষ্ণ ।

  • @greendiary1572
    @greendiary1572 5 месяцев назад +1

    যদি সম্ভব হয় একদিন স্থিরচিত্রের সমাহার নিয়ে একটা আড্ডা হলে ভালো হয়। ভিডিওটি উপভোগ করলাম। সঙ্গে সেই ভাললাগার কণ্ঠস্বর। সেদিন পাটুলিতে প্রতিবাদ সভার একেবারে শুরুতে কিছুটা সময় কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে পাশে দাঁড়ানোর সুযোগ হয়। ভালো থাকবেন।

  • @Sabitafashion
    @Sabitafashion Год назад +2

    All time happy thakben

  • @pritamghosh2412
    @pritamghosh2412 Год назад +3

    23 মিনিট যে কখন কেটে গেলে পুরো ভিডিও টা দেখতে দেখতে বুঝতেই পারলাম না । ❤️❤️❤️❤️ Happy Marriage Anniversary both of you ❤️💕🌸💕💕💕💕💕💕💕💕💕🎉🎂🎂🎂🎂

  • @rajesh6860
    @rajesh6860 Год назад +1

    Dada darun laglo ... Tumader video ta dekhe...❤️
    And happy marriage anniversary "Kunal da and Anandi di"

  • @pathikmukhopadhyaydirectma3171
    @pathikmukhopadhyaydirectma3171 Год назад +2

    কুনাল ভাই ও আনন্দী তোমাদের দুজনকে শুভ বিবাহবার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই 💐💐❤️❤️এইরকম ভাবে আগামী দিনগুলো মধুময় হয়ে উঠুক এই কামনা করি। সুস্থ থেকো, ভালো থেকো 🌹🌹

  • @sanjitdutta8536
    @sanjitdutta8536 Год назад +1

    Khub sundor laglo video ta. ei vabei tomra dujon sara jibon mishti hasi te katie dao, vogobaner ka6e ei wish kori. khub khub valo theko.

  • @sanjuktapalchoudhury7588
    @sanjuktapalchoudhury7588 Год назад +1

    Darun laglo
    Ei nijer biye dekte gele besh ekta Nostalgic feelings chole ashe😊😊

  • @priyaghosh1590
    @priyaghosh1590 Год назад

    তোমাদের ভিডিও বার বার, দেখতে ইচ্ছা করে। খুব ভালো লাগলো। সুখে থেকো।কুণাল তোমাকে দাড়ি তেই বেশি ভালো লাগে।👍😉

  • @aamisoumi2616
    @aamisoumi2616 Год назад +2

    শুভ বিবাহ বার্ষিকী র অনেক অনেক শুভেচ্ছা রইল....খুব ভালো থেকো দুটিতে মিলে...........আনন্দে থেকো....

  • @kakalimitra5414
    @kakalimitra5414 Год назад +1

    Bhishan Sundor... Dujoner Bondhutto Bhalobasha Pashe Thakar Angikar... Attut Thak... Chirodin... Ishwarer Kache Pratona.. Bhalo Theko Khub...👍👍👍❤️❤️❤️

  • @subhojitseal4950
    @subhojitseal4950 Год назад +1

    Kunal da egiye jan... Aro journey dekhar jonnye opekkha roilam...

  • @sayanbanerjee5226
    @sayanbanerjee5226 Год назад +2

    Khub Sundor Ekta Vlog Kunal Da. Happy Anniversary to both..

  • @rita568
    @rita568 Год назад

    আমাদের স্মার্ট কুনাল কে আজ একটু অন্যরকম লাগছিল....বিশেষ করে টোপর হাতে যখন দাড়িয়ে ছিলে....আমরা মানিয়ে নিয়েছি...পাড়ার জামাই বলে কথা..আনন্দী না সাজলেও সুন্দরী..তাই বৌভাতের লুক নিয়ে কিছু বলার নেই।❤❤খুব ভাল থাকো দুটিতে...মিষ্টি জুটিতে❤❤

  • @ratnadas3228
    @ratnadas3228 Год назад

    বেশ ভালো লাগলো ভিডিওটা দেখতে👍একদম অন্যরকম একটা অনিভার্সারী সেলিব্রেশন।খুব ইউনিক লাগল👌 তোমাদের দুজনকেই খুব মিষ্টি লাগছিলো দেখতে।👌তোমরা দুজনেই খুব ভালো থেকো,সুষ্ঠ থেকো।

  • @remachakraborty
    @remachakraborty Год назад +2

    খুব মিষ্টি একটা Couple খুব ভালো থেকো তোমরা

  • @rupamsen4853
    @rupamsen4853 Год назад +6

    Happy Anniversary, belatedly! I apologise for being late, but I wish you both a lifetime of love, laughter and happiness🙂
    সত্যি বলছি খুব খুব খুউব ভাল লাগল,তোমাদের এই অসাধারণ মুহুর্তগুলো।আর তোমাদের দুজনকেই খুব সুন্দর লাগছিলো আর এখনও লাগছে।Made for each other.ভাল থেকো তোমরা।

  • @priyankarbose
    @priyankarbose Год назад +1

    Darun dada & boudi... Sarajibon aivabei khub valo theko tomra dujone❤❤💐💐💐

  • @tatankaran
    @tatankaran Год назад +1

    Khub bhalo laglo,nice of you,stay bless kunal I met him personally.Thanks

  • @sanjanasengupta3483
    @sanjanasengupta3483 Год назад +1

    Khub bhalo laglo vdo dekhe Mr. & Mrs. Bose. Stay blessed.

  • @anjandebnath3795
    @anjandebnath3795 Год назад +1

    Khub Bhalo Laglo.. Boubhat er Khabar Dekhe Jiv e Jol Chole Elo.. Jai Hok.. Khub Bhalo thakun ar Sustho thakun DUJON ei..

  • @ashokekumarbarman9044
    @ashokekumarbarman9044 Месяц назад

    Wah darun hoyeche ✋✋apni onk lucky j apni onk mature Pertner payechen.. 🙏🙏🙏dujani valo thakben 🙏

  • @Devajad
    @Devajad Год назад

    Khub bhalo laglo tomader dujonke dekhe. Bhalo theko onek shubheccha roilo dujoner jonne! Anando tomar narrattion ta khub enjoy korlam. They way you explained the significance of the rituals was very thoughtful. By the way you actually looked great on your bou- bhat! Hyan arektu bhalo sajate parto. Sudur markin rastra theke ek guccho subheccha pathalam.!

  • @sumitabhattacharyya815
    @sumitabhattacharyya815 Год назад +2

    দারুন দারুন! ❤️❤️ আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাই।এই ভাবে আনন্দে কাটুক সারা জীবন। মঙ্গল হোক 🤗💐

  • @bapi26820
    @bapi26820 Год назад +1

    Video ta khub valo laglo. Dujonke khub sundor lagchilo... Valo thakben 💐💐💐

  • @RupaGhosh-jj6zz
    @RupaGhosh-jj6zz 8 месяцев назад

    খুব ভালো লাগলো ..ভালো থেকো দুজনে ❤❤
    আমাদের বিয়ে তে তোমাদের মতো এমন অনুষ্ঠান হয়নি.... রেজিস্ট্রি করে কয়েকজন বন্ধুদের সাথে নিয়ে আমাদের বিয়ে হয়েছিল.. আমার স্বামীর বিয়ে বিয়ে পেয়ে গিয়েছিল... বিয়ের আগে সাত বছরের বন্ধুত্ব... চাকরি পেয়েই আর দেরি সহ্য হচ্ছিল না.. আমরা ভালই আছি দুজনে... হাসি মজায় কাটিয়ে দিলাম বেশ কয়েক বছর... তোমাদের দুই জনের বাড়ির লোকেদেরও খুব ভালো লাগলো... আমার শ্বশুর বাড়ির লোকেরা আজও আমাদের তাদের বাড়ি ঢুকতে দেয়না... সেটাতে আমাদের কোনো অসুবিধা নেই... আমরা ভালো আছি.. তোমাদের বাড়ির লোকেদের দেখে আমার কথা মনে পড়ে গেলো.... দুজনে খুব ভালো থেকো ❤❤

  • @sanjuktabagchi2404
    @sanjuktabagchi2404 Год назад +1

    শুভ বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো কুনাল। অফুরান ভালোবাসা নিও দুজনেই।

  • @budhadityaroy2718
    @budhadityaroy2718 Год назад

    Khub Mistti , khub Sundar , Dada o Boudi Dujon er jonno Anek Anek Subhechha o Bhalobasa 😍😍👌👌🙏🙏

  • @subratakuthe4939
    @subratakuthe4939 Год назад +1

    Belated happy anniversary kunal da.... Boudi. 🥰 বৌদি কে দুই দিন ই ভালো লাগছে কিন্তু বিয়ের দিন খুব সুন্দর লাগছিল। 🥰😊😊

  • @rajatavachanda5927
    @rajatavachanda5927 Год назад +6

    তোমাদের দুজনকে একসাথে খুব সুন্দর লাগে❣️

  • @somaquazi
    @somaquazi Год назад +4

    খুব মিষ্টি স্মৃতি। ভালো থেকো দুজন।

  • @sumitaghosh3325
    @sumitaghosh3325 Год назад

    দাড়ি ছাড়া মুখ সুন্দর লাগছে।আর ব্লগ টাও খুব ভালো লাগলো ধন্যবাদ। তোমারা খুব আনন্দ কর আর নতুন নতুন ব্লগ উপহার দাও।।

  • @RKLife24
    @RKLife24 Год назад

    কোনাল দা খুব ভাল লেগেছে........অসাধারণ

  • @sanatchowdhury4623
    @sanatchowdhury4623 Год назад +1

    Kunal o Anandi jano saara jibon anande thake.
    Anek asirbad railo

  • @milandatta7444
    @milandatta7444 Год назад

    খুব ভালো লাগল। দুজনকে সুন্দর মানিয়েছে made for each other. ৷

  • @sumitanandy3077
    @sumitanandy3077 Год назад +1

    Naba dampati ke anek anek suvechha khub valo thakun dujone❤️❤️

  • @saikatroychowdhury4187
    @saikatroychowdhury4187 Год назад +1

    ভীষণ ভালো লাগছে দাদা র দিদি কে তোমাদের জুটি খুব সুন্দর

  • @siddhartagupto1504
    @siddhartagupto1504 Год назад

    Mrs n Mr Kunal
    Anek din par
    Apner special Netaji r blog dekhtam n tomar voice amar khub valo lagto
    Khub valo laglo
    Ruma gupta

  • @ayandatta9597
    @ayandatta9597 Год назад +3

    শুভ বিবাহবার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা দাদা ও বৌদি। এই ভাবেই দুজন দুজনের হাত ধরে এগিয়ে চলো ❤❤❤❤.

  • @gautambiswas5441
    @gautambiswas5441 Год назад +1

    খুব সুন্দর।আরো এরকম মিষ্টি ভিডিও শেয়ার করো কুণাল।

  • @aritrabanik3806
    @aritrabanik3806 Год назад +1

    দাদা খুবই ভালো লাগলো l দুজনকেই দারুন লাগছে l দিদিকেও বেশ ভালো লাগছিলো বৌভাতের দিনে l

  • @Lifeunfolds2956
    @Lifeunfolds2956 Год назад

    Ei video ta ageo dekhechhi. Tokhon comment kora hoyni. 1tai kotha bolbo Anandi di sotti e khub sundori.😍😊

  • @Debraj15
    @Debraj15 Год назад +1

    তোমরা দুজনে খুব ভাল থাকো, আরো এগিয়ে চলো🎉♥️

  • @sahraj70
    @sahraj70 Год назад +1

    Smash hit as usual both of you happy anniversary .khub bhaalo thekodujone.

  • @arnabmondal2357
    @arnabmondal2357 Год назад +1

    Kunal da you are my inspiration...". eta Anandi r Anandi r bor" ei term ta sera chilo

    • @arnabmondal2357
      @arnabmondal2357 Год назад

      kunal da...... Tumi r boudi khub valo valo vedio dao

  • @priyatagoswami8818
    @priyatagoswami8818 Месяц назад

    অনেক বার দেখেছি তাও আবার ও
    দেখলাম খুব ভালো লাগে ❤❤

  • @subhrachakraborty4330
    @subhrachakraborty4330 Год назад +1

    Darun darun darunnn laglo dekhte video ta r ajker din tar jonno onek onek suveccha roilo khub valo thakben apnara

  • @ayandatta9597
    @ayandatta9597 Год назад +1

    Khub Sundor laglo Video ta. One Song for both Of You- " Ja chilo Swapno asa, Aj k pelo se vasa
    Ei sukher e logon e Sotti holo j Dujoner valobasa, Dujoner valobasa"

  • @gopalkundu9900
    @gopalkundu9900 Год назад +2

    সুন্দর মুহূর্তগুলো ফিরে দেখা। সময়টা অতীত হয়ে যায়, স্মৃতিটা ফিরে ফিরে আসে। সারা জীবন রয়ে যায়। খুব ভালো লাগলো।

  • @hasema4060
    @hasema4060 Год назад +1

    কুনাল ভাই এত সুন্দর বিয়ের ভিডিওটা দেওয়ার জন্য ধন্যবাদ তোমাদের বিবাহ জীবন সুখের হোক

  • @baishalisarkar4769
    @baishalisarkar4769 Год назад +2

    কি যে সুন্দর লাগছে দুজনকেই দেখতে❤❤

  • @subratabiswas1865
    @subratabiswas1865 Год назад +1

    খুবই ভালো লাগলো, শুভ বিবাহ বার্ষিকী দাদা এবং দিদি খুব ভালো থাকো..

  • @mousumibhaumik3314
    @mousumibhaumik3314 Год назад +2

    খুব ভালো লাগল।দুজনে খুব ভাল থেকো।

  • @somaghosh6729
    @somaghosh6729 Год назад +2

    Happy Anniversary! Stay blessed , happy and fulfilled always .Mishti Juti🌹🌹❤️❤️Darun laglo.

  • @suparnamukherjee853
    @suparnamukherjee853 Год назад

    খুব ভালো লাগলো তোমার বিয়ের ভিডিও দেখে তোমাদের আগামী জীবন খুব সুখের হোক দুজন মিলে হাতে হাত মিলিয়ে জীবনের চলার পথে এগিয়ে যাও অনেক শুভকামনা রইলো খুব ভালো থেকো দুজনে মিলে

  • @avishekdutta3327
    @avishekdutta3327 Год назад +1

    Tomra ato santo vabe mature way te golpo korle, vishon valo laglo. Oneek suve66a roilo. 🙂🙂

  • @nasimtom
    @nasimtom Год назад +1

    Biyer purano smriti is always nostalgic.

  • @ishitamanna8302
    @ishitamanna8302 5 месяцев назад +1

    Very nice wedding video....looking soo much lovely you both ❤❤ . Stay happy always. 🎉🎉

  • @kushaldasgupta9596
    @kushaldasgupta9596 Год назад +1

    শুভ বিবাহ বার্ষিকী কুনাল দা । ভালো থেকো,সুস্থ থেকো।

  • @somabanerjee6046
    @somabanerjee6046 Год назад +1

    Bah....darun lglo biyer vlg ta ...ono onk ♥️♥️♥️ ♥️ tomader dujonke

  • @Dhananjoy_roy53
    @Dhananjoy_roy53 Год назад

    কখন যে Video টা শেষ হয়ে গেল বোঝাই গেল না....💖💖💖👍👍👍👌👌👌👌

  • @tanmoysusmita
    @tanmoysusmita Год назад +1

    Khub natural lagche simple yet elegant makeup 💄 😊

  • @mamatanaskar4819
    @mamatanaskar4819 Год назад +1

    Khub valo laglo puro biye porbota. Thanks

  • @mitaghosh5962
    @mitaghosh5962 Год назад +1

    শুভ বিবাহ বার্ষিকী দুজনকে। দুজনকে ই খুব সুন্দর লাগছিল।

  • @manikavillagelife
    @manikavillagelife Год назад

    আজ প্রথম আপনার ভিডিও দেখলাম খুব সুন্দর লাগছে

  • @GolokChatterjee-z6z
    @GolokChatterjee-z6z 4 месяца назад

    দাড়ি ছাড়া ও সুন্দর ।
    দাড়ি সমেত ও সুন্দর ।❤❤❤

  • @gouriroy3180
    @gouriroy3180 Год назад +3

    তুমি একদম সত্যি কথাই বলেছ তোমার শ্বশুর বাড়ির সাজানোটা ভালো হয়নি তোমার বাবার বাড়িতে তোমাকে খুব সুন্দর লাগছিল।

  • @MrSouravkarmakar
    @MrSouravkarmakar Год назад

    দারুন এটা আমার সাথেও হয়েছিল আমাকে তুলে ছিল সিলিং ই লেগে গেলো শেষে। দারুন ভিডিও। এখন ভিডিও দেখলে হাসি পায় 🤣🤣

  • @jiniaroy4291
    @jiniaroy4291 Год назад +1

    Khubi sundor dada ...onekdin por deklm vlo laglo

  • @mridulmaitra6725
    @mridulmaitra6725 Год назад +1

    আপনারা সুখী হোন,এই কামনা করি।

  • @souravchowdhury746
    @souravchowdhury746 7 месяцев назад

    Anandi Didi was looking so Gorgeous. Darun Laglo video ta.

  • @kaberibhadra1986
    @kaberibhadra1986 Год назад +1

    Khoooob misti ekti video dekhlam, bhison bhalo thakben ❤❤❤

  • @artofarii
    @artofarii Год назад +1

    Happy anniversary both of you 🎉❤ khub valo thanko tomra, kokhon 25 minutes kete galo bujhtie parlam na😅

  • @sanjitpalit3224
    @sanjitpalit3224 Год назад +1

    Happy Anniversary, Ar video ta khub Bhalo laglo.

  • @sanchitamukherjee8319
    @sanchitamukherjee8319 Год назад +1

    Darun laglo apnader biyer video ta.. ❤️❤️

  • @debasisroy2617
    @debasisroy2617 Год назад +2

    শুভ বিবাহবার্ষিকী l অভিনন্দন আপনাদের দুজনকেই l খুব ভালো থাকবেন l সবে ৬ বছর, আরও অনেক পথ চলা বাকি l আগামী দিনগুলি বর্ণময়, সুগন্ধিত ও সুগম হোক এই কামনা করি l 🙏
    ** I am bose যেন ছুটতে থাকে তেজি আরবি ঘোড়ার মত 🙂

  • @sumanadas9734
    @sumanadas9734 Год назад +2

    কি মিষ্টি লাগছে একসাথে দুজনকে ❤

  • @bimaldas9905
    @bimaldas9905 Год назад

    Khub mon diye delhlm dada... Tomra vlo theko ❤

  • @shrabanibhattacharya1859
    @shrabanibhattacharya1859 Год назад +3

    শুভ বিবাহবার্ষিকী।আদর ভালবাসা শুভেচ্ছা শুভকামনা অফুরান তোমাদের জন্য।💞💞💞💞💞💞💞💞💞❣️❣️❣️❣️❣️❤️❤️❤️❤️❤️💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐😘😘😘🎁🎁🎁🎁