কুণালবাবুর এই অদম্য প্রচেষ্টাকে হৃদয় থেকে অসংখ্য শুভেচ্ছা। কেশববাবুর বই পড়ছি আর বিস্মিত হচ্ছি কাদের আমরা স্বাধীনতা সংগ্রামী হিসেবে জানি! নেতাজী আর ফিরবেন কিনা জানিনা তবে আবারো দরকার সত্য জানার এক যুদ্ধের।
মন্ত্রমুগ্ধ হয়ে শুনি আপনাদের আলোচনা। কুনালবাবুকে অসংখ্য ধন্যবাদ এমন সততার সঙ্গে ভারতের জাতীয় বীরের রহস্যের সত্য গুলো আমাদের সামনে তুলে ধরছেন। আপনাকে কুর্নিশ। সঙ্গে আছি🙏
দাদা, চালিয়ে যান সঠিক সাহসী চিন্তাশীল বক্তাদের নিয়ে। দেশের জনগনের বুদ্ধিকে ভেড়ার পালের মত বানিয়ে রাখা হয়েছে আমাদের স্বাধীনতার পর থেকে। খুব খারাপ লাগে দেশের কথা ভেবে!
There are 3 men who I sincerely admire. 1. SWAMIJI. 2. NETAJI. 3. My Pitaji.( my father). While that remains a fact of my life I genuinely hold people like Keshab Bhattacharya, Chandrachur Ghosh, Anuj Dhar in high esteem. I also admit that such a position of high esteem is also there for a young man like Kunal Bose. He is persistently, doggedly chasing the mystery of Netaji disappearance, meeting genuine people & trying to unearth the facts behind many myths about the solitary greatest leader of our country. No amount of regard is enough to praise him on that. Kunal is one of its kind. Salute to the GREAT MAN and also salute to men like Keshab Bhattacharya, Chandrachur Ghosh & Anuj Dhar for swimming against tide for such a long time. And ofcourse salute to the enterprise of Kunal Bose.
এত বড় মাপের একটি মানুষ যিনি নিজের মাতৃভূমির জন্য প্রাণপণ করেছিলেন তাঁকে নিজের দেশবাসীর দ্বারা, নিজের পরিবারের দ্বারা এত নীচতা, এত শঠতার সম্মুখীন হতে হোলো এ যেন কিছুতেই মেনে নেওয়া যায় না.......
এটা আমি আগাগোড়াই বলেছি আমি একজন সাধারণ মানুষ তাও ইতিহাস পড়ে জেনেছি কংগ্রেস ও গান্ধী চাননি নেতাজী আর সরাসরি রাজনীতি তে থাকুন। সেই জন্য তিনি আর সামনে আসেননি। জয় হিন্দ জয়তু নেতাজী বন্দেমাতরম।
Congress chani ar tai Netaji samne asenni, eta khuboi weak logic. Netaji nirvik manush chilen, eka British der sathe face on war te chilen, ar tini erokom corrupted government er against te kichu na bole chup chap bose thakbe atmogopan kore, mante parlam na
আয়রন ম্যানের খুলাসা হয়েছে, কেন জানি মনে হচ্ছে নেতাজীর আমাদের থেকে আর বেশী দুরে নেই, ধন্যবাদ জয়ন্তবাবু, আপনি ভারতবাসীকে চিরঋণী করে রাখতে চলেছেন, জয় হোক আপনার
Kunal carry on. Well done. I would like to know more and more about Netaji. I get addicted whenever talks regarding Netaji arises. I love Netaji. Being a woman love to bear a child like Swamiji and Netaji. A woman should have that good luck to bear a child like them. So Kunal keep it up. God will bless u the more you deal with Netaji. Tks.
আমরাও নজর রেখে চলেছি, কার কার, কোন হস্তক্ষেপ এই অনুসন্ধানে বাধা হবে,এবার নিস্তার নেই তার বা তাদের, আলাদা করে নজর রাখার দরকার নেই, মনে হয় এই ভুল এরা নিজে থেকেই করতে চলেছে, স্বাগতম
নেতাজীকে নিয়ে যতো ভিডিও হচ্ছে এবং ভবিষ্যতেও হবে তার জন্য অনেক অনেক প্রনাম রইল আপনাদের দুই জনকে। আশা করি নিরাশ করবেন না। সমগ্র দেশবাসী আপনাদের সাথে থাকবে। নেতাজীর বইগুলো যখন পড়তাম দুই চোখ দিয়ে জলের ধারা অব্যাহত থকতো। শুধু মনে হতো কি দরকার ছিল এসবের, যারা তার অস্তিত্বের ভয় পায়, ক্ষমতা চলে যাওয়ার ভয় পায়।
ছোট বেলায় নেতাজীর কর্মকান্ড ওনার দেশের স্বাধীনতার জন্য লড়াই আর কংগ্রেসের নেতাদের নেতাজির প্রতি বিরূপ মনোভাব আর নেতাজীর স্বাধীনতা আন্দোলনকে বানচাল করার চেষ্টা দেশবাসী কোনদিন ক্ষমা করবে না। কংগ্রেস ধুয়ে মুছে সাফ হয়ে যাবে কিন্তু নেতাজী চিরকাল দেশবাসীর হৃদয়ে বেঁচে থাকবে।
@@antudas8471 Bortoman Bharot er gothonay Sardar Patel er obodan otuloniyo. Jammu & Kashmir, Hyderabad Junagarh Kerala Lakkha dweep aj je Bharot er obichchheddo ongo tar tar krititto ekmatro Patel er prappo. Okaronay kolpito kahinir maddhmsy ei mohamanob Patel ke obomanoma thekay biroto thakun.
সত্য তো সত্যিই ।প্যাটেলের মিথ্যা ভাবমূর্তিতে কি হবে ? হ্যাঁ কিছু কাজ করেছে প্যাটেল কিন্ত সেটা নেতাজীর কাজের কাছে একটা পিঁপড়ের কাজও নয়।আসলে গুজ্জু বলে মোদির নাচানাচি তার গায়ে দাগ লেগে যায় যদি ??😃 মোদি নেড়ু দুটোই সমান অসৎ লোকেরাই সৎকে ভয়ঙ্কর ভয় পায়
Subhash Chandra means 100% purity 1000% gold. The leaders of India lacks this purity by crores of lightways. Subhash Chandra means character that can blast million suns.
Outstanding logical approach with evidence from Kesab bab, Netaji absconding issues should come forward other than dirty politics. All betrayed politics person should punished.
Advocate Keshab Bhattacharya নেতাজী এর বিশিষ্ট researcher ও মুখার্জী কমিশনের সংযুক্ত থাকায় তাঁর যুক্তি , প্রমাণ ও তথ্যনির্ভর বক্তব্যগুলো যদি হিন্দি ভাষাতে শোনা যেতো তাহলে সমগ্র দেশে মানুষের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ হতো। আমি Facebook এ share করেছি কিন্তু জনসংযোগ ভালো না থাকায় কোনো কর্মে আসছেনা।
কুনাল তোমাকে প্রথমেই অনেক অনেক শুভেচ্ছা এই ধরণের ইন্টারভিউ করার জন্য। আমার একান্ত অনুরোধ, হাত জোড় করে অনুরোধ তুমি শ্রীমান কেশব বাবুর আরো কিছু ইন্টারভিউ করো যেখানে মূল আলোচ্ছ বিষয় হবে বল্লভ ভাই প্যাটেলের কিসের স্বার্থ ছিল দেশনায়ক সুভাষ চন্দ্র বসুর বিরুদ্ধাচার করার? কংগ্রেস দেশনায়ক সুভাষ চন্দ্র বসুর বিরুদ্ধাচার করেছে সেটা আশাকরি আমাদের দেশের প্রায় সব মানুষেরই জানা, কিন্তু যাদের উপরে (ভারতীয় জনতা পার্টি) গোটা দেশ একটা আশা - ভরসা করেছিল যে তারা আমাদের দেশের ক্ষমতায় আসলে নেতাজী রহস্য সামনে আসবেই, কিন্তু ভাগ্যের পরিহাস, এতগুলো বছর কেটে গেলেও সামান্য কিছু ফাইল ছাড়া আসল নেতাজী মৃত্যু রহস্য আজও সবার অজানাই থেকে গেলো। দয়াকরে বল্লভ ভাই প্যাটেলের স্বার্থের কথাটা জানতে চাই। শ্রীমান কেশব বাবু যেভাবে বললেন বল্লভ ভাই প্যাটেলের জন্যই ভারতীয় জনতা পার্টি চুপ করে আছে, এই বিষয়ে আলোকপাত করলে অনেক নতুন তথ্য সামনে আসবে আশা করি। সব শেষে শ্রীমান কেশব বাবুর সাহস কে কুর্নিশ জানাই। জয় হিন্দ
Ballav Bhai was envious of NETAJI from years ago . Vithal Bai , (elder brother of Ballavbhai) gave a portion of his Property to Subhash Chandra (NETAJI) for India's freedom struggle . After his death , Ballavbhai went to British-judiciary against the Will . The property was taken by Ballavbhai. Later after 1946 , Ballavbhai joined hands with Nehru to conspire against NETAJI .
নেতাজী সুভাষচন্দ্র বসু সর্ব শ্রেষ্ঠ দেশ প্রেমিক তথা মাতৃভূমি প্রেমিক!! তাই, ভারত তথা বিশ্ববাসী তাঁকে সবসময়ের জন্যে স্মরণে রাখতে ভারত উপমহাদেশের রাজধানী নিউ দিল্লিকে এনএস দিল্লী হিসেবে ঘোষণা দেওয়া একান্ত আবশ্যক! ধন্যবাদ। আজাদ হিন্দ সমিতি।
আমি এইমাত্র মাননীয় গবেষক কেশব ভট্টাচার্যের চক্রব্যূহে নেতাজি বইটি পড়ছিলাম । কলেজষ্ট্রীট থেকে কিনেছি।বইটিতে মুদ্রিত মূল্য ৯০০ টাকা ।তবে কিছু কমে কিনেছি ( শৈব্যা পুস্তকালয়) নেতাজির বিষয়টি সাধারণ মানুষ যাতে প্রকৃত সত্য অবগত হয়, সেজন্য আপনার প্রচেষ্টাকে আমি শ্রদ্ধা করি। ইতিমধ্যে যদি আপনি না কিনে থাকেন ,কিনবেন না, আমার পড়া হয়ে গেলে বইটা আরনি গ্রহণ করলে আমি খুব আনন্দ পাবো।
one thing very clear to public sir...that episode clarified to us that lots of Leaders who were known to us that they have also helped Mahatma Gandhi in ahimsa....and claims by ahimsa we got freedom but alas ! now everyone Indian are cleared that they're betrayer... they betrayed our NATIONAL HEERA ...so our teachers and our lier constitution taught us wrong history of our Nation...am 65 yrs old I don't know within my Life I can see or not the Hero we lost and his original record... thanks you both sirji as your episode helps our public to make TEARS for our NETAJI and HEERA ....I salute all our soldiers of AZAD HIND FAUZ and all freedom fighters of our country... Jai hind
My appeal for a joint forum of international panel of lawyers to file a joint petition in UNO to open up the corrundrum of mystery of a global leader on the context of Human righjts to know & get information of Netaji Subhas chandra Bose.🙏🙏🇮🇳🇮🇳
1)Why importance was given only on report of government hand writing experts, why those opinions given by B.B.Lal, Asoke Kashyap and Cart Bagget regarding matching of Hand writing are overlooked. 2) The Electropherogram provided by CDFD ,HYDERABAD was subsequently examined by internationally acclaimed DNA experts and surprisingly the opinion is that it is matching. 3) Why not Anita Paff 's is subjected to DNA analysis and matching with Bose's desendants by international renowned experts to prove her ancestry? 4) How the so called ashes of Netaji kept in Renkoji Temple was changed(in character,large bones in place of fine ashes with gold imbedded tooth) I request Mr.Kunal Bose to discuss these in his future communication
আমি তখন ক্লাস ফাইভের ছাত্র ,সালটা হবে 84বা 85 । শীতকালে সকাল7টার সময় টিউশন গিয়েছি ,শুনলাম ভোরবেলায় জয় গুরুদেব বা নেতাজি ,এখন যেটা NH60 দিয়ে উত্তর দিকে চলে গেছেন । আর যেটা দেখলাম , শীতের মধ্যে ঐসময় তার কয়েক হাজার অনুগামী যাচ্ছেন । পুরুষের পরনে পাটের আলু বস্তা দিয়ে তৈরি প্যান্ট , Royal Enfield bike ,ট্রাকটর, বা গাড়িতে যাচ্ছে ।দলে কে নেই ....কোলের বাচ্চা থেকে বয়স্ক । টিউশনির পাশে দেখলাম একটি পরিবার সকালের নাস্তা বানাচ্ছে , বাচ্চা কোলে এক মা স্তন্যপান করাচ্ছেন ।উনাদের কাছে শুনলাম উনারা উত্তর প্রদেশের মানুষ, ওখানে যাচ্ছে গুরুদেবের সাথেই ।ভাবতে অবাক লাগে আমাদের বাঙালির থেকে U.P এর মানুষ নেতাজি বা গুমনামী বাবা বা ভগবানজীকে অনেক বেশি শ্রদ্ধা ,সন্মান করে । কুনাল ভাইকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটি স্পর্শ কাতর বিষয় তুলে ধরার জন্য । Thanks Kunal আমরা তোমার পাশে আছি ।
আমি 1971সালে নেতাজীকে দম দম airporte দেখেছি এবং তিন দিন তিন রাত ওনার প্রবচন শুনেছি যারা বলে নেতাজী বাঁচলে ফিরে আসতেন কিন্তু অবি ভক্ত ভারতে আসবেননা তিনি চাইছিলেন ভগবান শ্রী কৃষ্ণ র মত অধাটিক উইথ পলিটিক্স করে দেশে ফিরবেন কিন্তু আমাদের দেশের নেতারা আসতে দেয়নি বিভিন্ন বই চেপে খালি ব্যাবসা করছে নেহরু নেতাজী কে দেখেই চমকে গিয়ে মারা গেছেন ।
Justice Manoj Kr Mukherjee r upor UPA Govt er pressure chilo not to declare Bhagwanji as Netaji Subhas Chandra Bose officially. So he stopped short of declaring Bhagwanji as Netaji.
নেতাজি কলকাতা থেকে রাশিয়া পৌঁছানোর কথা ছিল। কিন্তু কেন তাঁকে জার্মানি যেতে হলো?...... সেটা বলুন। বাংলা ভাগের সপক্ষে কংগ্রেসের সাথে কম্যূনিস্টরাও সাক্ষর দিয়েছিল কেন ? ....... সেটা আলোচনা করুন।
কুণালবাবুর এই অদম্য প্রচেষ্টাকে হৃদয় থেকে অসংখ্য শুভেচ্ছা। কেশববাবুর বই পড়ছি আর বিস্মিত হচ্ছি কাদের আমরা স্বাধীনতা সংগ্রামী হিসেবে জানি! নেতাজী আর ফিরবেন কিনা জানিনা তবে আবারো দরকার সত্য জানার এক যুদ্ধের।
আপনাদের আলোচনায় সমৃদ্ধ হলাম,অনেক কিছু জানতে পারলাম,অনেক ধন্যবাদ।
মন্ত্রমুগ্ধ হয়ে শুনি আপনাদের আলোচনা। কুনালবাবুকে অসংখ্য ধন্যবাদ এমন সততার সঙ্গে ভারতের জাতীয় বীরের রহস্যের সত্য গুলো আমাদের সামনে তুলে ধরছেন। আপনাকে কুর্নিশ। সঙ্গে আছি🙏
কেশব বাবু কে আবার শুনতে চাই, কারণ উনি স্পষ্ট বক্তা
Kunal, your painstaking research for a noble cause is highly appreciated.🙏❤️🌹Jayatu Netaji.🙏🙏🙏
আবারো সমৃদ্ধ হলাম ❤️ খুব ভালো লাগলো❤️জয় হিন্দ ❤️
এগিয়ে চলো কুণাল দা। তোমার এই প্রচেষ্টাকে কুর্নিশ। কেশব মহাশয় কেও আন্তরিক ধন্যবাদ।
দারুণ... Best episode.. An international commission is now the need of the hour..
আমি বাংলাদেশ থেকে দেখি। আমার অনেক ভালো লাগে।জি বাংলায় নেতাজি নাটক টা দেখার পর থেকে এ সম্পর্কে অনেক কিছু জানতে ইচ্ছে করে।নেতাজির জন্য অনেক কষ্ট ও লাগে।
দাদা, চালিয়ে যান সঠিক সাহসী চিন্তাশীল বক্তাদের নিয়ে। দেশের জনগনের বুদ্ধিকে ভেড়ার পালের মত বানিয়ে রাখা হয়েছে আমাদের স্বাধীনতার পর থেকে। খুব খারাপ লাগে দেশের কথা ভেবে!
তুমি সকল ভারত বাসি রক্তে মিসে আছো, জয়ে হিন্দ,
নিজের কমেন্টটা দেখছেন ? দেওয়ার আগে বানান দেখুন। মিসে নয় ওটা "মিশে" হবে।
"বাসি" নয় "বাসীর" হবে,আর" মিসে"নয় "মিশে" হবে।
Good discussion.
There are 3 men who I sincerely admire.
1. SWAMIJI.
2. NETAJI.
3. My Pitaji.( my father).
While that remains a fact of my life I genuinely hold people like Keshab Bhattacharya, Chandrachur Ghosh, Anuj Dhar in high esteem.
I also admit that such a position of high esteem is also there for a young man like Kunal Bose. He is persistently, doggedly chasing the mystery of Netaji disappearance, meeting genuine people & trying to unearth the facts behind many myths about the solitary greatest leader of our country. No amount of regard is enough to praise him on that. Kunal is one of its kind.
Salute to the GREAT MAN and also salute to men like Keshab Bhattacharya, Chandrachur Ghosh & Anuj Dhar for swimming against tide for such a long time. And ofcourse salute to the enterprise of Kunal Bose.
এত বড় মাপের একটি মানুষ যিনি নিজের মাতৃভূমির জন্য প্রাণপণ করেছিলেন তাঁকে নিজের দেশবাসীর দ্বারা, নিজের পরিবারের দ্বারা এত নীচতা, এত শঠতার সম্মুখীন হতে হোলো এ যেন কিছুতেই মেনে নেওয়া যায় না.......
Tnqu Keshob sir আপনার বেবাক ভয় ডর হীন আলোচনার জন্য 🙏🙏
এটা আমি আগাগোড়াই বলেছি আমি একজন সাধারণ মানুষ তাও ইতিহাস পড়ে জেনেছি কংগ্রেস ও গান্ধী চাননি নেতাজী আর সরাসরি রাজনীতি তে থাকুন। সেই জন্য তিনি আর সামনে আসেননি।
জয় হিন্দ জয়তু নেতাজী বন্দেমাতরম।
Congress chani ar tai Netaji samne asenni, eta khuboi weak logic. Netaji nirvik manush chilen, eka British der sathe face on war te chilen, ar tini erokom corrupted government er against te kichu na bole chup chap bose thakbe atmogopan kore, mante parlam na
Congress chai ni bole na , Congress Ingrejj der sathe hat miliye fire asar sab path bandho kore diyechhe .
Sanjukta ji , eta thik logic holo na .
Sanjukta Bagchi sathik bolechen.
নেতাজির আজাদ হিন্দ বাহিনির প্রতি সাভারকরের মনোভাব টাও যাঁরা জানেন, এরকম দু একজন মানুষের বক্তব্য ও শোনাবেন,... ইতিহাস পুরো টাই সামনে আসা উচিৎ।
Khub valo protibedon
অপূর্ব ।আশার আলো হলেও আসতে পারে ।। জয় নেতাজী । জয় হিন্দ ।।।।।।
কুনাল খুব ভালো লাগলো এই ইন্টারভিউ টা।
Thank you, Kunalda and Keshobda, for letting us know so many vital facts about our respected Netaji. Jai Hind.
Please keep on interviewing mr.keshab bhattacharya every week.He is better and straight cut than any other researchers.
আয়রন ম্যানের খুলাসা হয়েছে, কেন জানি মনে হচ্ছে নেতাজীর আমাদের থেকে আর বেশী দুরে নেই, ধন্যবাদ জয়ন্তবাবু, আপনি ভারতবাসীকে চিরঋণী করে রাখতে চলেছেন, জয় হোক আপনার
আয়রন ম্যান না থাকলে দেশ আজকে কয়েকশ টুকরো বিভক্ত থাকতো।
Keshab babu and kunal babu ke anek dhannobad.
Kunal carry on. Well done. I would like to know more and more about Netaji. I get addicted whenever talks regarding Netaji arises. I love Netaji. Being a woman love to bear a child like Swamiji and Netaji. A woman should have that good luck to bear a child like them. So Kunal keep it up. God will bless u the more you deal with Netaji. Tks.
It was the same thing happened with me
Kunal Bosu O Keshav Bhattacharya-k salute
JOY HIND
দারুণ দারুণ লাগলো ভাই, আপনার এই চেষ্টা, যেন পূজা.... এই পূজার শান্তির জল-এর আশায় রইলাম ৷ খুব ভালো থাকবেন৷
Thanks Kunalda and Keshab sir, please continue the fight to get all facts about Netaji out asap.
Thank you so much for bringing Netaji s details in lime light
অনেক ধনাবাদ দাদা apnaderke
আমরাও নজর রেখে চলেছি, কার কার, কোন হস্তক্ষেপ এই অনুসন্ধানে বাধা হবে,এবার নিস্তার নেই তার বা তাদের, আলাদা করে নজর রাখার দরকার নেই, মনে হয় এই ভুল এরা নিজে থেকেই করতে চলেছে, স্বাগতম
নেতাজীকে নিয়ে যতো ভিডিও হচ্ছে এবং ভবিষ্যতেও হবে তার জন্য অনেক অনেক প্রনাম রইল আপনাদের দুই জনকে। আশা করি নিরাশ করবেন না। সমগ্র দেশবাসী আপনাদের সাথে থাকবে। নেতাজীর বইগুলো যখন পড়তাম দুই চোখ দিয়ে জলের ধারা অব্যাহত থকতো। শুধু মনে হতো কি দরকার ছিল এসবের, যারা তার অস্তিত্বের ভয় পায়, ক্ষমতা চলে যাওয়ার ভয় পায়।
আমি কিনতু চাই না স্যার প্যাটেলের ভাবমূর্তি নষ্ট হোক 😭😭😭😭।
ছোট বেলায় নেতাজীর কর্মকান্ড ওনার দেশের স্বাধীনতার জন্য লড়াই আর কংগ্রেসের নেতাদের নেতাজির প্রতি বিরূপ মনোভাব আর নেতাজীর স্বাধীনতা আন্দোলনকে বানচাল করার চেষ্টা দেশবাসী কোনদিন ক্ষমা করবে না। কংগ্রেস ধুয়ে মুছে সাফ হয়ে যাবে কিন্তু নেতাজী চিরকাল দেশবাসীর হৃদয়ে বেঁচে থাকবে।
@@antudas8471 Bortoman Bharot er gothonay Sardar Patel er obodan otuloniyo. Jammu & Kashmir, Hyderabad Junagarh Kerala Lakkha dweep aj je Bharot er obichchheddo ongo tar tar krititto ekmatro Patel er prappo. Okaronay kolpito kahinir maddhmsy ei mohamanob Patel ke obomanoma thekay biroto thakun.
সত্য তো সত্যিই ।প্যাটেলের মিথ্যা ভাবমূর্তিতে কি হবে ? হ্যাঁ কিছু কাজ করেছে প্যাটেল কিন্ত সেটা নেতাজীর কাজের কাছে একটা পিঁপড়ের কাজও নয়।আসলে গুজ্জু বলে মোদির নাচানাচি তার গায়ে দাগ লেগে যায় যদি ??😃 মোদি নেড়ু দুটোই সমান অসৎ লোকেরাই সৎকে ভয়ঙ্কর ভয় পায়
জয় হিন্দ।।জয় নেতাজী/ভগবানজী❤
নেতাজীর জয় হোক 🙏💞⚘keep going "I am Bose "...🙏💞
Subhash Chandra means 100% purity 1000% gold. The leaders of India lacks this purity by crores of lightways. Subhash Chandra means character that can blast million suns.
All other Leaders are lacking in character so they're trying to get rid of NETAJI .
Outstanding logical approach with evidence from Kesab bab, Netaji absconding issues should come forward other than dirty politics. All betrayed politics person should punished.
প্যাটেলের চক্রান্তটা কী ছিল, সেই বিষয়ে একটা আলোচনা হলে ভালো হয়।।
Apnara egiye jan..... 🌹
Advocate Keshab Bhattacharya নেতাজী এর বিশিষ্ট researcher ও মুখার্জী কমিশনের সংযুক্ত থাকায় তাঁর যুক্তি , প্রমাণ ও তথ্যনির্ভর বক্তব্যগুলো যদি হিন্দি ভাষাতে শোনা যেতো তাহলে সমগ্র দেশে মানুষের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ হতো। আমি Facebook এ share করেছি কিন্তু জনসংযোগ ভালো না থাকায় কোনো কর্মে আসছেনা।
Thank you kunal babu , your sincere work will produce positive result one day. Jay Hind
Kunal.... You are doing a great work
🙏
JAI HIND
আমরা দেশের নগরীকে।আমরা চাই।
Kesob sir kei dekhlam direct pure vabe bojhate paren amar Mahan manob er bapare ❤️❤️🙏
Fantastic 😊 video .Waiting for next interview .
কেশব বাবু, আপনার প্রতি অপরিসীম কৃতজ্ঞতা। আপনার কোর্ট রুম নং অনুগ্ৰহ করে জানালে একটু দেখা করতুম।খুব ভালো থাকবেন।
Right you are
Darun Mr Kunal. Keshav Sirer jawab nei.
International comission of inquary on Netaji must be needed to find truth about NETAJI missings🌹🌹JoyHind🌹Truth should comes to light
Khup valo episode kunal da ei vabe kaj kare jau
আলোচনা ভালো লেগেছে।
কুনাল তোমাকে প্রথমেই অনেক অনেক শুভেচ্ছা এই ধরণের ইন্টারভিউ করার জন্য। আমার একান্ত অনুরোধ, হাত জোড় করে অনুরোধ তুমি শ্রীমান কেশব বাবুর আরো কিছু ইন্টারভিউ করো যেখানে মূল আলোচ্ছ বিষয় হবে বল্লভ ভাই প্যাটেলের কিসের স্বার্থ ছিল দেশনায়ক সুভাষ চন্দ্র বসুর বিরুদ্ধাচার করার? কংগ্রেস দেশনায়ক সুভাষ চন্দ্র বসুর বিরুদ্ধাচার করেছে সেটা আশাকরি আমাদের দেশের প্রায় সব মানুষেরই জানা, কিন্তু যাদের উপরে (ভারতীয় জনতা পার্টি) গোটা দেশ একটা আশা - ভরসা করেছিল যে তারা আমাদের দেশের ক্ষমতায় আসলে নেতাজী রহস্য সামনে আসবেই, কিন্তু ভাগ্যের পরিহাস, এতগুলো বছর কেটে গেলেও সামান্য কিছু ফাইল ছাড়া আসল নেতাজী মৃত্যু রহস্য আজও সবার অজানাই থেকে গেলো। দয়াকরে বল্লভ ভাই প্যাটেলের স্বার্থের কথাটা জানতে চাই। শ্রীমান কেশব বাবু যেভাবে বললেন বল্লভ ভাই প্যাটেলের জন্যই ভারতীয় জনতা পার্টি চুপ করে আছে, এই বিষয়ে আলোকপাত করলে অনেক নতুন তথ্য সামনে আসবে আশা করি। সব শেষে শ্রীমান কেশব বাবুর সাহস কে কুর্নিশ জানাই। জয় হিন্দ
আমিও সহমত ,,, বল্লভ ভাই প্যাটেলকে নিয়ে ভিডিও কর ।
Ballav Bhai was envious of NETAJI from years ago . Vithal Bai , (elder brother of Ballavbhai) gave a portion of his Property to Subhash Chandra (NETAJI) for India's freedom struggle . After his death , Ballavbhai went to British-judiciary against the Will . The property was taken by Ballavbhai.
Later after 1946 , Ballavbhai joined hands with Nehru to conspire against NETAJI .
আমি কিনতু চাই না স্যার প্যাটেলের ভাবমূর্তি নষ্ট হোক 😭😭😭😭।
জয়তু নেতাজি।
জয় হিন্দ।
দাদা আপনার ভিডিও গুলো আপনার কাজ খুব ভালো লাগে ।
জয় হিন্দ
নেতাজী সুভাষচন্দ্র বসু সর্ব শ্রেষ্ঠ দেশ প্রেমিক তথা মাতৃভূমি প্রেমিক!! তাই, ভারত তথা বিশ্ববাসী তাঁকে সবসময়ের জন্যে স্মরণে রাখতে ভারত উপমহাদেশের রাজধানী নিউ দিল্লিকে এনএস দিল্লী হিসেবে ঘোষণা দেওয়া একান্ত আবশ্যক! ধন্যবাদ। আজাদ হিন্দ সমিতি।
কেশব বাবুকে অনেক ধন্যবাদ।কারন পষ্ট বক্তা।
Asadharon laglo. Akopot etotai j mon ta varakranto o hoe gelo wish roilo r o besi kore jabar
Apner alochona sune samriddhi holam. Ami bolbo kesab babu r aro onek kichu janar ache . Apnake onek dhonyobad . Politician ra sobai mile ruti sheke jiboner unnati korche. Noyto chai wala 10 lacs suit pore seta India te samvob.keep it up.
U talked all heart felt truths so vividly. Netaji Mahakal jindabad.
Jai Hind.
পাশে আছি দাদা এগিয়ে যাও
Ashadharan laglo! Carry on!
International commission বসানো উচিৎ তার জন্য জনগণের বিশাল মাত্রায় সাপোর্ট চাই কুনালদা নিশ্চই পারবে তুমি 🙏
আমি এইমাত্র মাননীয় গবেষক কেশব ভট্টাচার্যের চক্রব্যূহে নেতাজি বইটি পড়ছিলাম । কলেজষ্ট্রীট থেকে কিনেছি।বইটিতে মুদ্রিত মূল্য ৯০০ টাকা ।তবে কিছু কমে কিনেছি ( শৈব্যা পুস্তকালয়) নেতাজির বিষয়টি সাধারণ মানুষ যাতে প্রকৃত সত্য অবগত হয়, সেজন্য আপনার প্রচেষ্টাকে আমি শ্রদ্ধা করি। ইতিমধ্যে যদি আপনি না কিনে থাকেন ,কিনবেন না, আমার পড়া হয়ে গেলে বইটা আরনি গ্রহণ করলে আমি খুব আনন্দ পাবো।
Beautiful post❤
True post❤🙏
কুনাল দা দারুন কাজ
one thing very clear to public sir...that episode clarified to us that lots of Leaders who were known to us that they have also helped Mahatma Gandhi in ahimsa....and claims by ahimsa we got freedom but alas ! now everyone Indian are cleared that they're betrayer... they betrayed our NATIONAL HEERA ...so our teachers and our lier constitution taught us wrong history of our Nation...am 65 yrs old I don't know within my Life I can see or not the Hero we lost and his original record... thanks you both sirji as your episode helps our public to make TEARS for our NETAJI and HEERA ....I salute all our soldiers of AZAD HIND FAUZ and all freedom fighters of our country... Jai hind
সব হবে। কিন্তু এটা দুর্ভাগ্য যে মানুষটা কে কোণঠাসা করে রাখা হল।
My appeal for a joint forum of international panel of lawyers to file a joint petition in UNO to open up the corrundrum of mystery of a global leader on the context of Human righjts to know & get information of Netaji Subhas chandra Bose.🙏🙏🇮🇳🇮🇳
Khub sundor laglo 👌👌👌👌👌💕💕💕💕
1)Why importance was given only on report of government hand writing experts, why those opinions given by B.B.Lal, Asoke Kashyap and Cart Bagget regarding matching of Hand writing are overlooked.
2) The Electropherogram provided by CDFD ,HYDERABAD was subsequently examined by internationally acclaimed DNA experts and surprisingly the opinion is that it is matching.
3) Why not Anita Paff 's is subjected to DNA analysis and matching with Bose's desendants by international renowned experts to prove her ancestry?
4) How the so called ashes of Netaji kept in Renkoji Temple was changed(in character,large bones in place of fine ashes with gold imbedded tooth)
I request Mr.Kunal Bose to discuss these in his future communication
আমি তখন ক্লাস ফাইভের ছাত্র ,সালটা হবে 84বা 85 । শীতকালে সকাল7টার সময় টিউশন গিয়েছি ,শুনলাম ভোরবেলায় জয় গুরুদেব বা নেতাজি ,এখন যেটা NH60 দিয়ে উত্তর দিকে চলে গেছেন । আর যেটা দেখলাম , শীতের মধ্যে ঐসময় তার কয়েক হাজার অনুগামী যাচ্ছেন । পুরুষের পরনে পাটের আলু বস্তা দিয়ে তৈরি প্যান্ট , Royal Enfield bike ,ট্রাকটর, বা গাড়িতে যাচ্ছে ।দলে কে নেই ....কোলের বাচ্চা থেকে বয়স্ক । টিউশনির পাশে দেখলাম একটি পরিবার সকালের নাস্তা বানাচ্ছে , বাচ্চা কোলে এক মা স্তন্যপান করাচ্ছেন ।উনাদের কাছে শুনলাম উনারা উত্তর প্রদেশের মানুষ, ওখানে যাচ্ছে গুরুদেবের সাথেই ।ভাবতে অবাক লাগে আমাদের বাঙালির থেকে U.P এর মানুষ নেতাজি বা গুমনামী বাবা বা ভগবানজীকে অনেক বেশি শ্রদ্ধা ,সন্মান করে । কুনাল ভাইকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটি স্পর্শ কাতর বিষয় তুলে ধরার জন্য । Thanks Kunal আমরা তোমার পাশে আছি ।
সত্যি কথা।উনারা পুজো করেন নেতাজিকে।
keshav da 🔥🔥🔥🔥
Nice informative vlog,Jay Hind Netaji, Happy Independence day Bose da
আমাদের দেশবাসীকে এক হতে হবে। সবাই কে এক সঙ্ঘে আওয়াজ তুলতে হবে
"এক সঙ্ঘে"নয় "এক সঙ্গে"হবে।
আমি 1971সালে নেতাজীকে দম দম airporte দেখেছি এবং তিন দিন তিন রাত ওনার প্রবচন শুনেছি যারা বলে নেতাজী বাঁচলে ফিরে আসতেন কিন্তু অবি ভক্ত ভারতে আসবেননা তিনি চাইছিলেন ভগবান শ্রী কৃষ্ণ র মত অধাটিক উইথ পলিটিক্স করে দেশে ফিরবেন কিন্তু আমাদের দেশের নেতারা আসতে দেয়নি বিভিন্ন বই চেপে খালি ব্যাবসা করছে নেহরু নেতাজী কে দেখেই চমকে গিয়ে মারা গেছেন ।
Matha kharap hoye geche upnar. Bhul vhal বক্তৃতা koren keno?
ঝাড়গ্রাম এ এসেছো তো।বেশ ভালো লাগলো।।❤️❤️
সর্বকালের সেরা ভারতীয় তিনি---NETAJI Subhas Bose was like Alexander The Great.
Kunal sir please,please,please,please kasab sir,ashoke sir,jayanta sir ar saatha aro episode korun
কেশব বাবুর আরো ভিডিও দেখতে চাই।
❤❤❤❤❤❤❤ নেতাজী সুভাষচন্দ্র বসু ❤❤❤❤
Dada aro part chai কেশববাবুর থেকে please dada ,,, আমি তোমার নেতাজীর সব video dekhi ... please dada part chai aro.🙏❤️❤️🥺😔
Justice Manoj Kr Mukherjee r upor UPA Govt er pressure chilo not to declare Bhagwanji as Netaji Subhas Chandra Bose officially. So he stopped short of declaring Bhagwanji as Netaji.
How do you know
জয় হিন্দ কুনাল দা...শুভ বিজয়া
It's very difficult to complete the study on Rabindranath Tagore in one lige time, as also the same on Subhashchandra Bose.
Sashraddha Pranam janai.
All governments are of same feathered
Dada apnar presentation to good, negati niya apnar experiment Aaroo successfully achive koruk
Netaji subash chadra bose is real hero of India.
If he is alive India was corruption free country.
Jai hind bande maa taram
Joyhind
নেতাজির সম্পতি কি ভাবে লুট হল তা জানতে চাই। এই সম্পতির সঙ্গে নেতাজির অন্তর্ধান রহস্য কতটা জড়িত।
Great Job. Keep up the good work.
জয় মহাকাল
International Commission for Netaji is a must . We expect to have the best information from Modiji.
নেতাজী সুভাষচন্দ্র বসুর ( গুমনামি বাবা) সমাধিস্থল ও ওনার শেষ জীবন যে বাড়িতে কেটেছে সেখানে যাবার পুরো বিবরণটা যদি জানান কৃতজ্ঞ থাকবো। যেতে চাই
আপনার যদি কোনো সাহায্য লাগে প্লিজ জানাবেন । আপনি যে কাজটা করছেন তাতে অনেক risk আছে ।
নেতাজি কলকাতা থেকে রাশিয়া
পৌঁছানোর কথা ছিল। কিন্তু কেন তাঁকে জার্মানি যেতে হলো?...... সেটা বলুন।
বাংলা ভাগের সপক্ষে কংগ্রেসের সাথে কম্যূনিস্টরাও সাক্ষর দিয়েছিল কেন ? ....... সেটা আলোচনা করুন।
কাজ চলুক।
Durdanto ...joralo korey j vabey bolchen ....gaye kata diye uthche.... 👌👌🙏🙏👍 Jai Hind
Achha tahole total matter ei je files gulo keno berolo na.....thank you dada apnake