Manabari - Odlabari || Dooars Tour|| North Bengal Tour|| Weekend Tour From Siliguri

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 89

  • @arpitadasgupta7076
    @arpitadasgupta7076 Год назад +3

    দারুণ সুন্দর

  • @anupam8484
    @anupam8484 Год назад +4

    ক্যামেরার কাজ অপূর্ব।।

    • @SoundofTista
      @SoundofTista  Год назад

      অনেক ধন্যবাদ 🙏

  • @tapasisanyal3350
    @tapasisanyal3350 Год назад +2

    North bengal amar khub prio jayega, apnader channel er naam ta besh sundar, blog ta khub valo laglo

    • @SoundofTista
      @SoundofTista  Год назад

      অনেক ধন্যবাদ🙏

  • @pradipsarkar1939
    @pradipsarkar1939 Год назад +2

    Osadharon poribeshon apnar, ato simply bolen👌... Amra bondhura mile ai pujor por akta dooars trip er porikolpona korchilam kichu proper information lagto, jeta apnar kache pawa somvob ami sure... Apni jdi apnar sathe kono vabe contact er madhyome amdr kichu information diten phone a tahole khub upokrito hotam.

  • @arnabpal6547
    @arnabpal6547 Год назад +2

    khub bhalo...

    • @SoundofTista
      @SoundofTista  Год назад +1

      অনেক ধন্যবাদ

  • @asimmukhopadhyay9525
    @asimmukhopadhyay9525 Год назад +2

    দারুন, আরও হোক।

    • @SoundofTista
      @SoundofTista  Год назад

      অসংখ্য ধন্যবাদ

  • @ashimkumarghosal2549
    @ashimkumarghosal2549 Год назад +2

    আপনাদের তুরিবাড়ী পর্বটি দেখে জায়গাটির প্রেমে পড়ে গেছি। অসাধারণ এই জায়গাটা ও, ভীষণ ইচ্ছে আছে যাওয়ার। আরো এরকম নতুন জায়গার সন্ধান পাওয়ার ইচ্ছা রইল।

    • @SoundofTista
      @SoundofTista  Год назад

      অনেক ধন্যবাদ।।

  • @debabratapal5725
    @debabratapal5725 4 месяца назад +2

    West Benģal has many tourist attractions which should immediately be informed to the outer world

  • @taraknathdutta1788
    @taraknathdutta1788 Год назад +2

    April'22 Manabari Ghis nadir paser resort e 2 night chhilam. Apnader video dekhe tai aro valo laglo. Thanks to Sound of Tista.

    • @SoundofTista
      @SoundofTista  Год назад

      অনেক ধন্যবাদ 🙏

  • @damodarghoshal8928
    @damodarghoshal8928 Год назад +2

    অপূর্ব

  • @debjyotikali1333
    @debjyotikali1333 3 месяца назад +1

    Exalent

  • @mainakguhasarkar1568
    @mainakguhasarkar1568 Год назад +2

    অসাধারণ

  • @ranubaruah7985
    @ranubaruah7985 Год назад +2

    Very informative and beautiful video. Appreciate your effort.

  • @dr.santanuchattopadhyay6571
    @dr.santanuchattopadhyay6571 Год назад +2

    Khub bhalo laglo...
    I wonder how you find and post vlogs of such types of mesmerizing spots...

  • @abhishekbanerjee4737
    @abhishekbanerjee4737 Год назад +2

    অসাধারণ সুন্দর ভিডিও আর একটা কথা একদম সত্যি এই রাস্তা দিয়ে কিছুটা শুধু ঘুরে আসলেই মন ভালো হয়ে যায় পাহাড় আর ডুয়ার্স এর রাস্তায় গন্তব্যের থেকো এই ট্রাভেল টা আরো রোমাঞ্চকর ❤

    • @SoundofTista
      @SoundofTista  Год назад

      অনেক অনেক ধন্যবাদ

  • @5656bm
    @5656bm Год назад +1

    খুব সুন্দর। আপনারা সত্যিই ভাগ্যবান। Dooars কে একেবারে চেটেপুটে খাচ্ছেন।

    • @SoundofTista
      @SoundofTista  Год назад

      এইটা একদম সত্যি কথা

  • @jyotirmoysen6417
    @jyotirmoysen6417 Год назад +2

    ওয়াও ....
    বেশি কথা বলে প্রকৃতির নীরবতা ভঙ্গ করবো না।

  • @pritishranjanghosh6062
    @pritishranjanghosh6062 Год назад +2

    Simply mind blowing!

  • @Sarkar.1998
    @Sarkar.1998 Год назад +3

    আমরা অদলাবাড়ি তে যাচ্ছি বাইকে, সেক্ষেত্রে কি আমাদের বাইক নিয়ে জঙ্গলের মধ্যে কিছুটা ঢোকার পারমিশন দেবে নাকি একেবারেই স্ট্রিক্টলি বারণ???

    • @SoundofTista
      @SoundofTista  Год назад

      ওদলাবাড়ি বাইক নিয়ে যেতে কোনো সমস্যা নেই।। ওদলাবাড়ি যেদিক দিয়েই যান,কোনো রাস্তায় পারমিশন দরকার নেই।।
      Gorumara জঙ্গল সাফারি করতে গেলে আপনাকে অনলাইনে বা লাটাগুড়ি কাউন্টার থেকে সাফারি টিকিট করে ফরেস্ট department এর জিপসি তে যেতে হবে।।একটা জিপসি তে সর্বাধিক 6জন।। লাটাগুড়ি সাফারি বুকিং কাউন্টার ওদলাবাড়ি থেকে প্রায় 1ঘন্টা সময় লাগবে।।

    • @Sarkar.1998
      @Sarkar.1998 Год назад

      @@SoundofTista আচ্ছা, তবে জঙ্গলের এন্ট্রি ফী দেখলাম 200। সেক্ষত্রে কি আমরা 200 টাকা দিয়ে পায়ে হেঁটে জঙ্গল ঘুরতে পারবো??

  • @sabyasachibanerjee3717
    @sabyasachibanerjee3717 Год назад +1

    Excellent location again, osam presentation ❤👌

  • @nilanjanbiswas473
    @nilanjanbiswas473 Год назад +2

    সত্যিই আপনারা রিয়াল নেচার লাভার। যত দেখছি তত ভালো লাগছে।👍👍👍

  • @parthokewat9522
    @parthokewat9522 6 месяцев назад +1

    Khub sundar 🙏

  • @swapankrmahapatra8346
    @swapankrmahapatra8346 11 месяцев назад

    Tomader dujoner presentation asadharon. Dooars jaoar ichhe thaklo.Manabari jetei hobe.tomader blog dekhe onek kichu jana gelo.onek bhalobasa roilo.

    • @SoundofTista
      @SoundofTista  11 месяцев назад

      অসংখ্য ধন্যবাদ।

  • @udayanghosh6837
    @udayanghosh6837 Год назад +3

    কাজের সুত্রে ডুয়ার্সে থাকলে-ও আপনারা ডুয়ার্সের ভূমিপুত্র হয়ে গেছেন। তাই আপনাদের বলা গল্প অনেক বেশি প্রানবন্ত। আপনাদের সাথে ভ্রমণে থাকতে তাই এত ভালো লাগে।

    • @SoundofTista
      @SoundofTista  Год назад

      অসংখ্য ধন্যবাদ

  • @susmitadey232
    @susmitadey232 Год назад +2

    আপনাদের video দেখতে বেশ ভাল লাগে।আরও ভাল লাগে যখন আপনাদের সাহায্য পাই।❤

    • @SoundofTista
      @SoundofTista  Год назад

      অনেক ধন্যবাদ🙏

  • @umasankarsarkar9736
    @umasankarsarkar9736 Год назад

    Nice

  • @dey.bhaskar
    @dey.bhaskar Год назад +1

    always best

  • @samiranbiswas7189
    @samiranbiswas7189 6 месяцев назад +2

    ছোট্ট ছুটিতে হারিয়ে যাওয়ার সেরা ঠিকানা

  • @Sarkar.1998
    @Sarkar.1998 Год назад +1

    দিদি বলছিলাম আমাদের অক্টোবরের 25 তারিখ অদলাবাড়ি বুকিং আছে ওখানে আমরা watch tower সাফারী টা করতে চাই,কিন্তু ওটা মুর্শিদাবাদ থেকে বুকিং করার জন্য আমাদের কি করতে হবে যদি একটু বলেন অনলাইনে তো হচ্ছে না।। ওটা কিভাবে বুকিং করবো আর ওটার শেষ টাইম টা যদি বলতেন, খুব হেল্প হতো।

    • @SoundofTista
      @SoundofTista  Год назад

      Odlabari তে কোনো সাফারি হয় না।। odlabari থেকে Gorumara Jungle Safari করতে পারেন।। দেশের যে কোনো প্রান্ত থেকেই wbsfda সাইট থেকে অনলাইনে বুক হবে, যদি ওই date এ ফাঁকা থাকে তো।।
      সাফারির অনেক গুলো slot আছে।। summer ar winter এ টাইম change হয়।।wbsfda site এ details পেয়ে যাবেন।।

  • @sudeeprghosh
    @sudeeprghosh 2 месяца назад +1

    1.01 seconds theke je portion tay bhodrolok kotha bolchen , pechone rail bridge dekha jachhe oi jaygata fabulous. Oi jaygar details ar contact no diley badhito hobe.
    Thanks in advance

    • @SoundofTista
      @SoundofTista  2 месяца назад

      ওটা একটা রেঁস্তোরা। ওটার নাম সহ details video তে দেওয়া আছে।

    • @sudeeprghosh
      @sudeeprghosh 2 месяца назад

      @SoundofTista ok thanks a ton

  • @udaysankarghosh5246
    @udaysankarghosh5246 4 месяца назад

    জানতে ইচ্ছে করছে, আপনারা যেখানে থাকেন সেখানে পাহাড় নদী চা বাগান সবসময় ই দেখতে পান কিনা, ওখানে সর্বোচ্চ গরম কেমন, বন্যা হয় কিনা, জায়গাটার নাম কি? প্লিজ বলবেন, 😊

  • @saikathazra9403
    @saikathazra9403 Год назад +1

    Darun jaygata.
    Bonmayuri resort e ki ekta room e balcony jukto?
    Pashei ekta building hochhe dekhlam. Ota ki oderi?

    • @SoundofTista
      @SoundofTista  Год назад +1

      ওপরের 3টে রুম এর একটাই কমন ব্যালকনি।।
      পাশে একটা 3স্টার রিসোর্ট হচ্ছে।।আলাদা owner

    • @saikathazra9403
      @saikathazra9403 Год назад

      @@SoundofTista আচ্ছা, অনেক ধন্যবাদ।

  • @debabratapal5725
    @debabratapal5725 6 месяцев назад +1

    Your bloogs sounds tista's music

  • @sudeshnasinharay5272
    @sudeshnasinharay5272 Год назад +1

    👍👍👍👍👍

  • @niparoy6274
    @niparoy6274 Год назад +1

    মান্জিং এর ভিডিও কবে পাবো?

    • @SoundofTista
      @SoundofTista  Год назад +1

      কিছুদিনের মধ্যেই আসবে।।

  • @bidyutchoudhury-j8h
    @bidyutchoudhury-j8h Месяц назад +1

    জলপাইগুড়ি থেকে গয়েরকাটা হয়ে খুঁটিমারির জঙ্গল পেরিয়ে নাথুয়ার ডায়না নদীর ধারে video তৈরি করে post করলে খুব ভালো হয়

    • @SoundofTista
      @SoundofTista  Месяц назад

      মাথায় থাকলো। সুযোগ করে অবশ্যই যাবো।

  • @Sarkar.1998
    @Sarkar.1998 Год назад +1

    বলছি আমরা 25অক্টোবর দুপুর 12 টার দিকে অদলাবাড়ি ঢুকছি সেক্ষত্রে ফ্রেশ হয়ে খেয়ে দেয়ে হয়তো 3 টো বেজে যাবে, এবার ওই সময় আমাদের কোন সাফারী টা করা ভালো হবে জানাবে pls আমাদের ৮ জনের গ্রুপ।।

    • @SoundofTista
      @SoundofTista  Год назад

      Safari হবে Gorumara থেকে।। যেটা ওদলাবাড়ি থেকে 1HR সময় লাগবে পৌঁছাতে।।
      শেষ সাফারি সাড়ে তিনটে তে ।। minimum 1.30HR আগে অর্থাৎ 2টোর মধ্যে কাউন্টার এ পৌঁছাতে হবে।।

  • @parthanakole
    @parthanakole 8 месяцев назад

    Apnara Siliguri te thaken?

  • @Palash19
    @Palash19 11 месяцев назад +1

    Manabadi,oodlabari তে জায়গার দাম কেমন??কতো করে কাঠা?

    • @SoundofTista
      @SoundofTista  11 месяцев назад

      Sorry sir. এটা আমাদের ভ্রমণ ভিডিওর অংশ নয়।।

  • @sauryabhaskarchakrabarti
    @sauryabhaskarchakrabarti 5 месяцев назад

    দিদি কম পয়সায় মানা বাড়িতে কোন থাকার জায়গার সন্ধান থাকলে জানাবেন আশ্রম ধর্মশালা টাইপের

  • @rajughosh4961
    @rajughosh4961 3 месяца назад +1

    Single person allow ??

    • @SoundofTista
      @SoundofTista  3 месяца назад

      হ্যাঁ allow করে।। তবে বুকিং এর সময় inform করে দেবেন।

  • @Sarkar.1998
    @Sarkar.1998 Год назад

    Gorumara জঙ্গলের এন্ট্রি ফী দেখলাম 200। সেক্ষত্রে কি আমরা 200 টাকা দিয়ে পায়ে হেঁটে জঙ্গলের মধ্যে কতদূর অবধি ঘুরতে পারবো?? জানাবেন pls

    • @SoundofTista
      @SoundofTista  Год назад

      হেঁটে ঘুরতে পারবেন না।। জিপসি ছাড়া কোর জঙ্গলের মধ্যে যাওয়ার অনুমতি নেই।।

  • @srikantachandra2492
    @srikantachandra2492 5 месяцев назад +1

    আমি ১৯৭৩ থেকে ১৯৮২ সাল পর্যন্ত কর্মসূত্রে শিলিগুড়ি ছিলাম। সত্যি বলছি ৫/৬ মাস অন্তর বাড়ি এলেও কোনো বোর ফিল করতাম না, ছুটির দিনে একা অথবা ২/৩ জন মিলে কোথাও একটা বেরিয়ে পরতাম। তখন তো দেশবন্ধু পাড়া থেকে হিলকার্ট রোড দিয়ে একটু এগিয়ে বাসে উঠে অথবা শিলিগুড়ি টাউন স্টেশন থেকে ট্রয় ট্রেনে উঠে কোথাও একটা গেলেই হলো। তখন মহানন্দা ব্রিজ অথবা সেবক রোড দিয়ে একটু এগোলেই প্রকৃতি পরিবেশ মন ভালো হয়ে যেতো। এখন তো আর তা নেই।

    • @SoundofTista
      @SoundofTista  5 месяцев назад

      খুব ভালো লাগলো লেখাটা পড়ে।। এখন কোনো জায়গা আর ফাঁকা নেই। Homestay রিসোর্ট এ ভর্তি

  • @funinlifestyle-Jayanta
    @funinlifestyle-Jayanta 8 месяцев назад +1

    যোগাযোগ করবো কি করে??

    • @SoundofTista
      @SoundofTista  8 месяцев назад

      Official Booking number video তে দেওয়া আছে। ফোন করে বুক করতে পারেন।

  • @myvlog4833
    @myvlog4833 Год назад +3

    কাউকে ছোটো না করেই বলছি,কিছু ব্লগার এই 10মিনিট ধরে শুধু খাওয়াই দেখান।।
    আপনাদের ভ্লোগ এ একটিও বাড়তি কথা নেই।।অনবদ্য ভিডিওগ্রাফি

    • @SoundofTista
      @SoundofTista  Год назад

      অনেক ধন্যবাদ।।
      আসলে প্রত্যেকের vlogging এর স্টাইল আলাদা।। আমরা কিন্তু বড় vlog দেখতে ভালোবাসি।

  • @indranisen7803
    @indranisen7803 11 месяцев назад

    apnar s er uchcharon khub kharap

  • @anupkumarbagchi7526
    @anupkumarbagchi7526 6 месяцев назад +1

    আপনাদের ভিডিওগুলো সুন্দর কিন্তু দিন তারিখ সাল উল্লেখ না থাকায় আমাদের বুঝতে অসুবিধা হয় ভিডিওটা কতদিন আগেকার। আর এটা বলতে হবে ব্লগের শুরুতেই। ট্রাভেল ব্লগে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ভেবে দেখবেন।

    • @SoundofTista
      @SoundofTista  6 месяцев назад

      অনেক ধন্যবাদ।
      আপনার পারামর্শ মাথায় থাকলো।

  • @debdulaldad3214
    @debdulaldad3214 Год назад +1

    অপূর্ব