একবারে বন্ধ হয়ে যাচ্ছে বেক্সিমকোর ১২ টি কোম্পানি | Beximco's Groups Update News
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- একবারে বন্ধ হয়ে যাচ্ছে বেক্সিমকোর ১২ টি কোম্পানি | Beximco's Groups Update News
গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত বেক্সিমকো শিল্প পার্কের ১২টি কোম্পানি বন্ধের সিদ্ধান্ত হয়েছে। এগুলোর মধ্যে ১১টি রপ্তানিমুখী বস্ত্র ও তৈরি পোশাক খাতের। এছাড়া তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মা ও শাইনপুকুর সিরামিকের বন্ধকি শেয়ার বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গঠিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা থেকে এই সিদ্ধান্ত এসেছে। এই সভার সিদ্ধান্ত অনুযায়ী, ফেব্রুয়ারি মাসের মধ্যেই বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোর কর্মীদের বকেয়া বেতন পরিশোধ করা হবে।
এই সভা থেকে আরও জানা যায়, আগামী রোববার বিএসইসিসহ সংশ্লিষ্ট দপ্তরগুলো বৈঠক করে তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মা ও শাইনপুকুরের বন্ধকি শেয়ার বিক্রির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি, কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন না করায় বর্তমানে দায়িত্বরত বেক্সিমকোর ‘রিসিভারকে’ বরখাস্থ করাসহ বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। বন্ধকি শেয়ার বিক্রির মাধ্যমে প্রতিষ্ঠানটি ঋণ পরিশোধের জন্য তহবিল সংগ্রহ করতে চায়। বেক্সিমকো গ্রুপের ঋণ বিতরণে কোনো অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখবে বাংলাদেশ ব্যাংক।
এই পদক্ষেপের ফলে, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং শাইনপুকুরের মতো লাভজনক প্রতিষ্ঠানগুলোর শেয়ারহোল্ডারদের উপর প্রভাব পড়তে পারে। শেয়ার বিক্রির ফলে শেয়ারের মূল্য এবং বাজারে তাদের অবস্থান পরিবর্তিত হতে পারে।
এ নিয়ে বেক্সিমকো শিল্প পার্কের কোম্পানিগুলোর বিষয়ে গঠিত কমিটি ছয়টি সভা করল। এরমধ্যে সাম্প্রতিক সভায় পাঁচটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেগুলো হলোঃ
বেক্সিমকো গ্রুপের শিল্প প্রতিষ্ঠানগুলোর লেঅফকৃত কোম্পানিগুলো কর্তৃপক্ষ বন্ধ করবে। শ্রম আইনের অধীনে শ্রমিকদের আইনগত পাওনা ফেব্রুয়ারি মাসের মধ্যে কর্তৃপক্ষ পরিশোধ করবে মালিকপক্ষ। এই বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা দেবে সরকার। কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন করার প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় রিসিভারকে বরখাস্তসহ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবে ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং বাংলাদেশ ব্যাংক।
রিসিভার পরিবর্তনের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। বেক্সিমকোর কোম্পানিগুলোকে কিসের ভিত্তিতে ঋণ দেওয়া হয়েছে এবং তাতে কোনো অনিয়ম হয়েছে কিনা, সে বিষয়ে ফরেনসিক অডিটসহ ফেব্রুয়ারির মধ্যে তদন্ত করে বাংলাদেশ ব্যাংক বিভাগীয় ও আইনি পদক্ষেপ নেবে।
পার্কের কোম্পানিগুলোর বিষয়ে বিএসইসি, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও সংশ্লিষ্ট সব ব্যাংক সভা করে বেক্সিমকো ফার্মা ও শাইনপুকুর লিমিটেডের বন্ধক করা শেয়ার বিক্রির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এবং পরবর্তী ব্যবস্থা নেবে অর্থ বিভাগ।
এই বৈঠকে বলা হয়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে থাকা কোম্পানির শ্রমিক-কর্মচারীদের ৫ মাসের বেতন বাবদ ২২৩ কোটি ৪৩ লাখ টাকার জোগান দেয় সরকার। এর সাথে অর্থ বিভাগ ৫০ কোটি টাকা এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কেন্দ্রীয় তহবিল থেকে ১০ কোটি টাকা সুদমুক্ত ঋণ দেওয়া হয়। বেক্সিমকো গ্রুপের ভাইস-চেয়ারম্যান সালমান এফ রহমান ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। তিনি গ্রেপ্তার হওয়ার পর থেকে গ্রুপটির দৈনন্দিন কাজ পরিচালনায় সমস্যা শুরু হয়। বেক্সিমকো গ্রুপের ৩৩ প্রতিষ্ঠানের নামে ঋণের অঙ্ক দাঁড়িয়েছে ৬৯ হাজার ৯২৫ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি ২৩ হাজার ২৮৫ কোটি টাকা দিয়েছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মার ঋণ রয়েছে ৬০২ কোটি ৫৪ লাখ টাকা। আর শাইনপুকুর সিরামিকসের ঋণ ৯৮ কোটি ৫৪ লাখ টাকা। কমিটি থেকে নেওয়া এই সিদ্ধান্তগুলো দেশের অর্থনীতি এবং শ্রমবাজারে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই পদক্ষেপগুলো দেশের শিল্প খাতের পুনর্গঠন এবং স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।বেক্সিমকোর এই পতন অন্য বড় গ্রুপগুলোর জন্য কি বার্তা দেয় বলে আপনি মনে করছেন? আপনার মতামত জানান কমেন্টে। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।
#Beximco #BeximcoNews #WorkersDemand #EmployeeRights #BeximcoUpdate #LaborRights #BeximcoProtest #WorkersStrike #BeximcoWorkers #GovtAction #BeximcoWorkersRights
Keyword:
বেক্সিমকো,বেক্সিমকো শ্রমিক,বেক্সিমকোর শ্রমিক,বেক্সিমকোর ৪২ হাজার শ্রমিক,বেক্সিমকো গ্রুপ,শ্রমিক,বেক্সিমকো রিসিভার,কর্মচারী,বেক্সিমকোর শ্রমিকদের সংবাদ সম্মেলন,বেক্সিমকো গ্রুপ চালুর দাবি কর্মকর্তা-কর্মচারীদের,বেক্সিমকো কারখানা চালু,বেক্সিমকো লিমিটেড,বেক্সিমকোর কারখানা চালু,বেক্সিমকোর কারখানা,বেক্সিমকো কেন চরম আর্থিক সংকটে?,চালু রয়েছে বেক্সিমকো,বেতনের দাবিতে বেক্সিমকো শ্রমিকদের ফের সড়ক অবরোধ,বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক,বেক্সিমকোর দেনা,বেক্সিমকো পোশাক
সরকারের উচিত এই হাজার হাজার মানুষদের দুর্ভিক্ষে তাদের পাশে চাকরি নিয়ে পাশে দাঁড়ানো ।
এক সাথে এতো গুলো কোম্পানি বন্ধ হয়ে গেলে কি হবে অসহায় শ্রমিকের ? 😓
দুঃখজনক বিষয়
Right
informative news
এই আসহায় মানুষের পাশে থাকুন চাকরির ব্যাবস্থা করুন এদের কি অবস্থা হবে ভেবেছেন প্লিজ ভাবুন
hmm
টেক্সটাইল তো চালু আছে। সেগুলো কি বন্ধ হয়ে যাবে???
আজ হাজার হাজার লোক কর্মহীন এই হলো ৩৬ জুলাইয়ের সফলতা।
gd info
Very sad news
বেক্সিমকো টেক্সটাইল এর বিষয়ে সরকারের অবস্থান কি তা জানতে চাই টেক্সটাইল এর শ্রমিক রা ধোয়াসার মধ্যে পরে গেছে
hmm
😢
🫣😊👍🥴🥴🥴😮😮
thank you