যখন চার বছর পর কনিকা বাড়ি ফিরে এলো তখন একটা অদ্ভুত শান্তি অনুভব করলাম, কারণ কেন জানিনা জানতাম যে তার নেওয়া সিদ্ধান্তের ফল এটাই হতে চলেছে। অল্পবয়সে করা ভুল সারা জীবন শাস্তি দিয়ে যায়।
ফ্রাইডে ক্লাসিকস্ : প্রচেত গুপ্ত'র লেখা " চন্দ্রাহত " অনবদ্য লেখনী। গল্পের নামকরণ দুর্দান্তভাবে বেছেছেন লেখক। সাহিত্য নিয়ে পড়তে পড়তে একটা থিম নিয়ে বারবার পড়তে হয়েছে, সেটা হল : illusion vs reality.... সেই একই থিমের আর একটা অভিনব গল্প শুনলাম। আজকের গল্পে ইন্দ্রানী দি ভিন্ন ভূমিকায় ধরা দিয়েছেন যেটা ভীষণভাবে উপভোগ্য, সৌভিক দা বাবার চরিত্রে দারুন, সুনয়না ও সুন্দর অভিনয় করেছেন। শেখরদার গল্পপাঠ, চমৎকার পোস্টার সবমিলিয়ে জমজমাট শুক্রবার।❤
Friday Classics-এ আজকের গল্প "চন্দ্রাহত" এক কথায় অসাধারণ।লেখক প্রচেত গুপ্ত'কে অসংখ্য ধন্যবাদ এরকম অসাধারণ একটি গল্প পাঠক ও শ্রোতাদের উপহার দেওয়ায়।গল্পটি শেষ পর্যন্ত শ্রোতাদের মনকে আকর্ষণ করবে এবং শেষ হয়েও শেষ না হওয়ার অনূভুতি দেবে।শেখরদার কন্ঠে গল্পটি অসাধারণ হয়েছে।মনজু দেবী'র চরিত্রে ইন্দ্রানীদির অভিনয় সবসময়ের মতোই অসাধারণ।মনময় বাবুর চরিত্রটিকে সৌভিকবাবু অসাধারনভাবে ফুটিয়ে তুলেছেন।কনিকার চরিত্রে সুনয়নাদির অভিনয়ও অসাধারণ।সৌমির ছোট চরিত্রটিতে লাজবন্তীদির অভিনয়ও দারুন।অসাধারণ আবহসংগীতের জন্য অভিজ্ঞান আচার্য'কে অসংখ্য ধন্যবাদ।সবমিলিয়ে গল্পটিকে ১০ এর মধ্যে ৯ দিচ্ছি।
Friday classics এর অন্যতম সেরা উপস্থাপনা গল্পটা আগে পড়া ছিল বলে জানতাম কতটা সুন্দর গল্প, জীবনবোধের পাঠ দিয়ে যায় আধুনিকতার মোড়কে একরকম ভাবে এতে করে শেষে যে মোচড় টা আসে সেটাই অবাক করায়। মনে করিয়ে দেয় এটাই বাস্তব। এই অনুভূত গল্পটি কেমন উপস্থাপনা হয় সেই নিয়ে ভালোমতো উৎসাহিত ছিলাম আশা সম্পূর্ণরূপে পূরণ হয়েছে অডিও স্ক্রিপটি যেমন সুন্দর তেমনি সুন্দর সবার অভিনয় কিন্তু এই উপস্থাপনার জান ইন্দ্রানীদি মেয়ের ভবিষ্যতের চিন্তায় অস্থির মায়ের অভিনয় যেমন হওয়া উচিত নিখুঁতভাবে তিনি সেই অভিনয়টাই করলেন😮 শুধু একটাই কথা বলার আছে সুনয়না যদি অভিনয়ে আরেকটু বৈচিত্র আনতে পারতেন তাহলে আরো শুনতে ভালো লাগতো সব মিলে খুব ভালো উপস্থাপনা হয়েছে, ফ্রাইডে ক্লাসিক টিমের কাছে এমন দুর্দান্ত উপস্থাপনাই এখন থেকে আশা করব😊
প্রায় পাঁচ বছর পর প্রচেত গুপ্তের গল্প এলো Mirchi-তে। শেখরের পাঠ দারুন। কনিকা যে মেয়েটা করলো তাকে ঠিক চিনি না কিন্তু বেশ ভালো অভিনয়। সাউন্ড ডিজাইন খুবই ভালো। গল্পটার থেকে একটা বেশ ইন্টারেস্টিং পার্সপেক্টিভ মিলল। একদম শেষে সব কিছু যখন ঠিক full moon-এর মতনই full-circle {of life} এলো তখন একটা দারুন চমক লাগবেই। শোনা শেষ করার পর ভাবছিলাম কণিকার চরিত্রটা আসলে বদ্ধ পাগল ছিল নাকি Anaxagoras-এর পুনর্জন্ম! সে প্রশ্নের কনক্লিউশনে এখনও পৌঁছতে না পারলেও এই গল্পটি শুনলে শ্রোতারাও যে "চন্দ্রাহত" হবে তাতে কোনো সন্দেহ নেই। রেটিং: ৪.৫/৫
This is another significant praiseworthy presentation by artists,musicians,technicians and all concerned of mirchi bangla. All of them acted in great unison to ensure very lively storytelling. Wish all the very best for each of them & pray accordingly.
অবশেষে বোঝা গেলো নিজের সব সিদ্ধান্ত যে ঠিক হয় এমন নয় কিন্তু এইসব ভুল সিদ্ধান্ত নেওয়া সত্ত্বেও যারা এক মুহূর্তের জন্যও আমাদের দূরে সরিয়ে দেয় না তারাই হচ্ছেন মা বাবা 🤍
শিক্ষার জন্য এই গল্পের কতটুকু গুরুত্ব তা জানি না কিন্তু বিনোদনের জন্য বা শুনে তৃপ্তি পাওয়ার জন্য মিরচির এটা আমার আগ্রহ বাড়ালো না বা নতুন কোনো চমক পেয়ে আমায় উদ্দীপিত করলো না! আমি প্রত্যেক দিন ৩/৪ ঘন্টা মিরচির জন্যই রাখি।
Indrani di k oneldin por onekta ongsho bolte sunlam. Vison valo laglo. Indrani di k boro choritro korar onurodh roilo. Vison vabe opekhkhay thakbo. Uni boro ongsho khub ekta koren na. Onar vison vokto ami.
The love of parents towards their child is the most expensive thing in the world... Hats off to Kanika's parents... And shame on people like Kanika...seshmesh kormofol pelo...Bodhdho Unmaad joto
যখন চার বছর পর কনিকা বাড়ি ফিরে এলো তখন একটা অদ্ভুত শান্তি অনুভব করলাম, কারণ কেন জানিনা জানতাম যে তার নেওয়া সিদ্ধান্তের ফল এটাই হতে চলেছে। অল্পবয়সে করা ভুল সারা জীবন শাস্তি দিয়ে যায়।
পিতার পরিস্তিতি বোঝার ক্ষমতা অসাধারণ ছিল। ঠান্ডা, স্থির এবং বিচক্ষণ
daughter 🫥
ফ্রাইডে ক্লাসিকস্ : প্রচেত গুপ্ত'র লেখা " চন্দ্রাহত "
অনবদ্য লেখনী। গল্পের নামকরণ দুর্দান্তভাবে বেছেছেন লেখক। সাহিত্য নিয়ে পড়তে পড়তে একটা থিম নিয়ে বারবার পড়তে হয়েছে, সেটা হল : illusion vs reality.... সেই একই থিমের আর একটা অভিনব গল্প শুনলাম। আজকের গল্পে ইন্দ্রানী দি ভিন্ন ভূমিকায় ধরা দিয়েছেন যেটা ভীষণভাবে উপভোগ্য, সৌভিক দা বাবার চরিত্রে দারুন, সুনয়না ও সুন্দর অভিনয় করেছেন। শেখরদার গল্পপাঠ, চমৎকার পোস্টার সবমিলিয়ে জমজমাট শুক্রবার।❤
Friday Classics-এ আজকের গল্প "চন্দ্রাহত" এক কথায় অসাধারণ।লেখক প্রচেত গুপ্ত'কে অসংখ্য ধন্যবাদ এরকম অসাধারণ একটি গল্প পাঠক ও শ্রোতাদের উপহার দেওয়ায়।গল্পটি শেষ পর্যন্ত শ্রোতাদের মনকে আকর্ষণ করবে এবং শেষ হয়েও শেষ না হওয়ার অনূভুতি দেবে।শেখরদার কন্ঠে গল্পটি অসাধারণ হয়েছে।মনজু দেবী'র চরিত্রে ইন্দ্রানীদির অভিনয় সবসময়ের মতোই অসাধারণ।মনময় বাবুর চরিত্রটিকে সৌভিকবাবু অসাধারনভাবে ফুটিয়ে তুলেছেন।কনিকার চরিত্রে সুনয়নাদির অভিনয়ও অসাধারণ।সৌমির ছোট চরিত্রটিতে লাজবন্তীদির অভিনয়ও দারুন।অসাধারণ আবহসংগীতের জন্য অভিজ্ঞান আচার্য'কে অসংখ্য ধন্যবাদ।সবমিলিয়ে গল্পটিকে ১০ এর মধ্যে ৯ দিচ্ছি।
Friday classics এর অন্যতম সেরা উপস্থাপনা
গল্পটা আগে পড়া ছিল বলে জানতাম কতটা সুন্দর গল্প, জীবনবোধের পাঠ দিয়ে যায় আধুনিকতার মোড়কে
একরকম ভাবে এতে করে শেষে যে মোচড় টা আসে সেটাই অবাক করায়। মনে করিয়ে দেয় এটাই বাস্তব।
এই অনুভূত গল্পটি কেমন উপস্থাপনা হয় সেই নিয়ে ভালোমতো উৎসাহিত ছিলাম
আশা সম্পূর্ণরূপে পূরণ হয়েছে অডিও স্ক্রিপটি যেমন সুন্দর
তেমনি সুন্দর সবার অভিনয়
কিন্তু এই উপস্থাপনার জান ইন্দ্রানীদি
মেয়ের ভবিষ্যতের চিন্তায় অস্থির মায়ের অভিনয় যেমন হওয়া উচিত নিখুঁতভাবে তিনি সেই অভিনয়টাই করলেন😮
শুধু একটাই কথা বলার আছে সুনয়না যদি অভিনয়ে আরেকটু বৈচিত্র আনতে পারতেন তাহলে আরো শুনতে ভালো লাগতো
সব মিলে খুব ভালো উপস্থাপনা হয়েছে, ফ্রাইডে ক্লাসিক টিমের কাছে এমন দুর্দান্ত উপস্থাপনাই এখন থেকে আশা করব😊
প্রায় পাঁচ বছর পর প্রচেত গুপ্তের গল্প এলো Mirchi-তে। শেখরের পাঠ দারুন। কনিকা যে মেয়েটা করলো তাকে ঠিক চিনি না কিন্তু বেশ ভালো অভিনয়। সাউন্ড ডিজাইন খুবই ভালো। গল্পটার থেকে একটা বেশ ইন্টারেস্টিং পার্সপেক্টিভ মিলল। একদম শেষে সব কিছু যখন ঠিক full moon-এর মতনই full-circle {of life} এলো তখন একটা দারুন চমক লাগবেই। শোনা শেষ করার পর ভাবছিলাম কণিকার চরিত্রটা আসলে বদ্ধ পাগল ছিল নাকি Anaxagoras-এর পুনর্জন্ম! সে প্রশ্নের কনক্লিউশনে এখনও পৌঁছতে না পারলেও এই গল্পটি শুনলে শ্রোতারাও যে "চন্দ্রাহত" হবে তাতে কোনো সন্দেহ নেই।
রেটিং: ৪.৫/৫
This is another significant praiseworthy presentation by artists,musicians,technicians and all concerned of mirchi bangla. All of them acted in great unison to ensure very lively storytelling. Wish all the very best for each of them & pray accordingly.
thank you sir!
লেখক যেমন গল্পের নামকরণ তেমনি পোস্টের ডিজাইন। দুটোই অসাধারণ। কণিকার চরিত্রে অভিনয় খুব ভালো লাগলো।
ধন্যবাদ।
অনেক ঝড় ঝাপ্টা পেরিয়ে যেভাবে মির্চি এগিয়ে চলেছে তাকে স্যালুট ❤
আমিও একজন কন্ঠস্বর প্রেমী,আর সেটা হল ইন্দ্রাণীদির।মাঝখানে এই কন্ঠস্বর খুব মিস করতাম।LOVE YOU ইন্দ্রানী দি❤❤❤❤❤
গল্প টি শুনে ভীষণ ভালো লাগলো ❤️।
Shekhor babu ki oshadharon golpo path ....Mane awesome ... Joto golpoboliye ache sob theke top e uni
What a beautiful presentation! Thank you for selecting such fictions and presenting to us
যুবসমাজের জন্য এই শিক্ষাটা নিতান্তই প্রয়োজন!
তোমাদের প্রচেষ্টা কে কুর্ণিশ জানাই। নতুন বছরের শুভেচ্ছা। সর্বদা পাশে আছি। সবাই খুব ভালো থাকো।
চমৎকার গল্প ও পরিবেশনা ❤❤
খুব খুব ভালো লাগলো! Mirchi rocks 🎉
Khub bhalo laglo sune!! Friday classics er prottek ta golpo etoi bhalo, prottek soptahe opekkha kore thaki
অসাধারণ উপস্থাপনা..❤
খুব সুন্দর লাগলো এই গল্পটা
Tomadar golpo kub sundar ho ha cha❤❤❤
প্রচেত গুপ্ত আমার খুব প্রিয় লেখক অসাধারণ লেখনী ধন্যবাদ mirchi classic ❤
খুব সুন্দর গল্প আর উপস্থাপনা।
,একটা দারুন গল্পো শুনলাম। খুব ভালো লাগলো।
চন্দ্রাহত নামে মঞ্জিল সেন এর লেখা একটি অনবদ্য হাড় হিম করা ভয়ের বড়ো গল্প আছে। কে কে পড়েছেন জানিনা
🎉দারুন!👍ইন্দ্রানী তুমি অনবদ্য বোন !👍
anek dhanyabad. Indrani
অবশেষে বোঝা গেলো নিজের সব সিদ্ধান্ত যে ঠিক হয় এমন নয়
কিন্তু এইসব ভুল সিদ্ধান্ত নেওয়া সত্ত্বেও যারা এক মুহূর্তের জন্যও আমাদের দূরে সরিয়ে দেয় না তারাই হচ্ছেন মা বাবা 🤍
ei comment ta dekhe golpo tar ekta better mane bujhlam ...nice !
প্রচেত গুপ্ত লিজেন্ড রাইটার কে কে ওনার ভক্ত। লাইক দাও
Such a profound depiction of the cycle of generational trauma. Pracheta Gupta is a master of speculative fiction!
ভালোবাসায় অন্ধ হলে যা হয় ..... 😂😂😂
ঠিক 😂😂
ভালোবাসা বলতে কি কিছু আদেও আছে?🫤।
সবই হরমোনের খেলা
@@DxMafiaWildflowerache ache 💕
সেই আপনাদের বিয়ে না করলে দোষ দিবেন এ্যা মেয়েটা টাকা দেখে বিয়ে করলো 😂
Hmm 😊
Durdanto laglo ei golpo ta❤❤❤ thank you Friday Classics🥰🥰🥰
গল্পটা বেশ সুন্দর ❤
গল্পটা খুব সুন্দর লাগলো 😅
শিক্ষার জন্য এই গল্পের কতটুকু গুরুত্ব তা জানি না কিন্তু বিনোদনের জন্য বা শুনে তৃপ্তি পাওয়ার জন্য মিরচির এটা আমার আগ্রহ বাড়ালো না বা নতুন কোনো চমক পেয়ে আমায় উদ্দীপিত করলো না!
আমি প্রত্যেক দিন ৩/৪ ঘন্টা মিরচির জন্যই রাখি।
Love is blind 😂 Marriage is eye opener😂😂
ভালো লাগল।
অসাধারণ ❤❤❤❤❤
Please upload Prachet Gupta's Mastermoshai on Sunday Suspense Classics.
Indranir voice ta ki unique- soothing... !
যার সঙ্গে মজে মন,
কিবা হাড়ি কিবা ডোম 😃😃😃
দারুণ ❤
Indrani di k oneldin por onekta ongsho bolte sunlam. Vison valo laglo. Indrani di k boro choritro korar onurodh roilo. Vison vabe opekhkhay thakbo. Uni boro ongsho khub ekta koren na. Onar vison vokto ami.
এই রকম বাবা মা পাওয়া ভাগ্যের ❤
খুব ভালো
Adhbhut asadharan
Haa haa ami o puro samol er motoi 😢❤❤ moon 🌙🌝 lover ❤
কি অসাধারণ ছোট গল্প। মেয়েগুলো এমনই আত্মঘাতী বোকা হয় বেশীরভাগ সময়।
😅😅😅😅😅😅😅😅😅😅😅
Different kind of Story ❤❤
বেশ অন্যরকম লাগল ❤❤, শেখরদা সৌভিকদা বরাবরের মতো অসাধারণ 🙌😊
মা বাবার জ্বালার আর শেষ নেই।
ভয়ঙ্কর সুন্দর অভিনয়....... ❤
Lovely ❤
Khub bhalo laglo
Khub sundor
Waiting eagerly ❤❤❤
অসাধারণ!
আমার কনিকার মায়ের কন্ঠস্বর খুব ভালো লেগেছে।🎉
Apurbo!!
Excellent 👌❤❤❤
খুব সুন্দর গল্প
Darun ❤
Darun poster
Good 👍👍
Bah.. poster ta sundor...
অনেক দিন পর লাজবন্তীকে শুনলাম। কোথায় ছিলেন উনি এতোদিন!
damn that was good man....
V nice 🙂❤❤❤
মুন লাভার 😁প্রথমেই জানতাম ছেলে পাগল ভালোবাসা অন্ধ লোকে কি এমনি বলে 😂
Aaah! ❤
Baki sobai chomotkar. ❤❤
Thank u
Nice ❤❤❤❤❤
Sagor bole o 1ta character achhe Prachet Gupta r.. Himu and Neellohit inspired.. ekhaneo Shyamol mone hoy Himu bhokto..😂
Join the dots ❤❤
Mirchi bangla ke K.J K.J valobasha ❤❤❤
Prochur bhalo laglo
Serves this character, Kanika, right!
🌚be like:আমি কি দোষ করলাম ভাই!
🌛🌜
হিমু চরিত্র দ্বারা অনুপ্রাণিত
31:33 second 😅
Am I that Moon lover guy??🌕
Tahole khub shabdhan
❤
The love of parents towards their child is the most expensive thing in the world... Hats off to Kanika's parents... And shame on people like Kanika...seshmesh kormofol pelo...Bodhdho Unmaad joto
Tai jonno bhalobashte hoy... But ondhor moton noy...of course jealousy apart.
@krishnendudutta5837 jokes apart hobe...
❤❤❤
পাতাঝরার মরসুম পর্ব 10 কি আর আসবে না অপেক্ষা আছি কবে আসবে সেই জন্য
Shesh
😊😊😊❤
First time Friday clasic disappointed 😞 me😢
@Shikkhito-Chhotolok no i don't like this type content, it's boring
Kane headphone set koe nao sobai😍
If সুখে থাকতে ভূতে কিলায় had a face 😅😅
Meye holei chap dekchi😂😂
😂😂😂😂moon lover
ধুস, এটা একটা গল্প হলো?
হ্যাঁ তা নয়তো কি?
পাগল হলেও বাচ্চার জন্ম দিতে একেবারেই ভোলে নি।
😂😂😂😂thik jate matal tale thik.
Jate matal tale thik ar ki😂😂😂😂😂
Maa baba er kotha nah sunle eta e hoi
Erkm ekta baba jodi amipwr😢
Chumya naki?
Ufff Neka shosthi... purota r neya jacchilo na
Telenapota abiskar(manik bandopadhyay)...try korun na...
Premendra Mitra tih
Je meyer matha r thik kaj korche se chade pawa loker sather biye na kore dibbi thik thakbe😂😂😂😂😂
গল্পটায় হুমায়ুন আহমেদ এর লেখার কিছু ছোয়া আছে।
একদম তাই।
bekar golpo 🥲