নওয়াপাড়ায় নৌকা বাইচ প্রতিযোগিতায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও লাখো দর্শনার্থীর উচ্ছ্বাস
HTML-код
- Опубликовано: 1 янв 2025
- শিল্প, বাণিজ্য ও বন্দর নগরী নওয়াপাড়ায় সাজ সাজ রব। অভয়নগরবাসীর আনন্দ ও মিলনের এ যেন এক মহেন্দ্রক্ষন। গতকাল শুক্রবার দুপুরের পর থেকে ব্যাপক উৎসাহ আর উদ্দীপনার মধ্যে হাজার থেকে লাখো দর্শকে পরিপূর্ণ হয়ে উঠে নওয়াপাড়া ভৈরব নদ তীরবর্তী সকল স্থান। অপেক্ষা কখন শুরু হবে নওয়াপাড়া পৌরসভার আয়োজনে ও আকিজ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ‘আকিজ সিটি সেন্টার’ এর সহযোগিতায় এবারের ১০তম ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। বেলা ৩ টার সময় এবারের আসরের পৃষ্ঠপোষক দেশের শীর্ষস্থানীয় শিল্প পরিবার আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন (সিআইপি) তার নিজেস্ব হ্যালিকপ্টারে করে দর্শক মাতিয়ে উপস্থিত হলেন মঞ্চে। সাথে সাথে উপস্থিত হলেন প্রধান অতিথি যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও বাঘারপাড়া উপজেলা আ’লীগের সভাপতি রণজিত কুমার রায়। বেলা ৩ টার পর পৌরসভার তালতলা খেয়াঘাট থেকে ৬টি বাইচের নৌকা শুরু করে তাদের প্রতিযোগিতা। যার শেষ প্রান্ত নওয়াপাড়া ফেরীঘাট। পর পর তিনবার প্রদক্ষিণ শেষে প্রথমস্থান অধিকার করে খুলনা তেরখাদার উপজেলার কোলা বাজারের ভাই ভাই জলপরি, দ্বিতীয় স্থান অধিকার করে একই উপজেলার মোকামপুরের আল্লাহ ভরসা ও তৃতীয় স্থান অধিকার করে একই উপজেলার তেরখাদা গ্রামের রকেট নামের নৌকা। পুরস্কার হিসেবে ১ম দল ৪০ হাজার টাকা, ২য় দল ২০ হাজার টাকা ও ৩য় দলকে ১০ হাজার টাকার প্রাইজ মানি দেয়া হয়। নৌকা বাইচ কমিটির সভাপতি নওয়াপাড়া পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক সুশান্ত কুমার দাস শান্তর সভাপতিত্বে প্রধান অতিথি যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য রণজিত কুমার রায় তার বক্তব্যে বলেন, নওয়াপাড়া পৌরসভা প্রতি বছর গ্রাম বাংলা ও হাজার বছরের ঐতিহ্য বহন করে নৌকা বাইচের আয়োজন করে থাকে। যা এ অঞ্চলের মানুষের জন্য বিনোদন সৃষ্টি করে। তিনি মানুষের উপস্থিতি দেখে মুগ্ধ হয়ে পরবর্তী নৌকা বাইচের জন্য নিজ তহবিল থেকে এক লাখ টাকা প্রদাণের ঘোষণা করেন। সাথে আকিজ গ্রুপকে ধন্যবাদ জানান। সম্মানিত অতিথি আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন (সিআইপি) তার বক্তব্যে বলেন, নৌকা বাইচের মধ্যদিয়ে মানুষের বিনোদনের চাহিদা পুরণের চেষ্টা করা হয়েছে। মাদক, সন্ত্রাস, ক্যাসিনো ও জঙ্গীবাদমুক্ত সমাজ গড়তে সকলকে সচেতন হতে হবে। এছাড়া বর্তমান সময় স্মার্টফোনে আসক্তের ভয়াবহতা বন্ধে সকলকে সচেতন হওয়ার আহবান জানান। নৌকা বাইচ কমিটির সাধারণ সম্পাদক মঈনুর জহুর মুকুলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীনুজ্জামান ও অভয়নগর থানার ওসি তাজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন এএসপি শফিকুল ইসলাম, রাজঘাট-নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র রবিন অধিকারী ব্যাচা, প্যানেল মেয়র আলহাজ্ব মিজানুর রহমান, পৌর কাউন্সিলর মিজানুর রহমান মোল্যা, জাকির হোসেন, মুজিবর রহমান, বাইচ পরিচালনা কমিটির নেতা মনিরুজ্জামান মনি, আব্দুল জব্বার মোল্যা, গাজী নজরুল ইসলাম, আলহাজ্ব রফিকুল ইসলাম সরদার, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান সহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও নওয়াপাড়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
অসাধারণ নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজনের জন্য আকিজ গ্রুপ কে ধন্যবাদ । খুবই প্রসংসনীয়। বিভাগীয় পর্যায়ের জয়ীদের জন্য জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার আয়োজন করা যেতে পারে। জাতীয় পর্যায়ের জয়ীদের জন্য আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতার আয়োজন করা যেতে পারে। দেশের বিশিষ্ট শিল্পপতি ও ব্যাবসায়িক সমাজ কে দেশের মানুষের খেলাধুলার পরিবেশ গঠনে সহায়তা প্রদান করতে হবে।
ভাই আপনাকে ও দৈনিক নওয়াপাড়া কে অনেক অনেক ধন্যবাদ..
wow Excellent game congratulation participants all team member
No covers norka vice
@@robulsheikh3288 llDDD
🥀
Ami akij a job kori
wow nice
Good
ভাই আমি নিজে একজন নৌকা বাইছের প্লেয়ার কেন জানিনা নৌকা বাইচ দেখলে আমার গায়ে
ঝাকি মারে
MADE IN BANGLADESH 2019 TO 2030.
🚣🚣🚣🚣🚣🚣🚣🚣🚣🚣🚣